Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on January 14, 2021, 04:20:30 AM

Title: বিনান্সে TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: Malam90 on January 14, 2021, 04:20:30 AM
সময়ের অন্যতম জনপ্রিয় এবং শীর্ষ কয়েকগুলোর মধ্যে TRX একটি অন্যতম। TRX আপনার ট্রোন ওয়ালেটে হোল্ড করে ভোটিং এর মাধ্যমে আয় করতে পারেন। সেখানে তারা বাৎসরিক বিভিন্ন রেটে আপনাকে স্টেকিং রিওয়ার্ড দিবে। বর্তমানে তারা ৭% এর মত স্টেকিং রিওয়ার্ড দিচ্ছে।

আবার কিছু একচেঞ্জও TRX স্টেকিং এর সুবিধা দিচ্ছে। এর মধ্যে বিনান্স অন্যতম। বিনান্সে TRX (https://www.binance.com/en/pos) হোল্ডাররা ৩০ দিন, ৬০ দিন এবং ৯০ দিনের স্টেকিং অপশন পাবেন, সেখান থেকে যেটা এখনও খালি পাবেন সেটাতে স্টেকিং করতে পারেন। এক্ষেত্রে তারা ১০.৯৮%, ১৩.৭২% এবং ২০.৫৮% স্টেকিং রিওয়ার্ড দিয়ে থাকে যথাক্রমে ৩০ দিন, ৬০ দিন এবং ৯০ দিনের  জন্য।
এখন আপনাদের পছন্দ অনুযায়ী ওয়ালেট হোক বা বিনান্স হোক-শুধু হোল্ড না করে স্টেকিং করে আপনার TRX এর সংখ্যা বাড়াতে পারেন।

এখানে উল্লেখ্য-বিনান্সে নূন্যতম ১০০০ TRX এবং ওয়ালেটে যে কোন পরিমান TRX দিয়ে স্টেকিং করতে পারবেন।



Title: Re: TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: Lutera94 on January 14, 2021, 02:48:37 PM
বর্তমানে স্টাকিং করে অনেকে আয় করছে, বিশেষ করে টপ কয়েনগুলোতে স্টাকিং করলে ভালো ফিউচার পাওয়া যায়। TRX হলো তার মধ্যে অন্যতম একটি। তবে যার যত বেশী এমাউন্ট থাকবে সে তত বেশী লাভবান হবেন । আমার পোর্টফলিও এত আপাতত নেই, তাই স্টাকিং নিয়ে ভাবছিনা। তবে ভবিষ্যতে অবশ্যই চিন্তা আছে।
Title: Re: TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: XM8 on January 14, 2021, 04:50:30 PM
বর্তমানে টোকেনটি অনেকটাই ভালো একটি টোকেন। দিন দিন এই টোকেন এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাচ্ছে। যদিও এই টোকেন এর মার্কেট মূল্য বর্তমানে অনেক কম। তবে ভবিষ্যতে আমি মনে করি এই টোকেন এর দাম দ্বিগুণ বৃদ্ধি পাবে।সামর্থ্য অনুযায়ী এখন থেকে যদি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখা যায় তাহলে আশা করছি ভবিষ্যতে এই টোকন থেকে ভাল প্রফিট পাওয়া যাবে।
Title: Re: TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: Tamsialu$$ on January 14, 2021, 11:00:25 PM
ঠিক বলেছেন বর্তমানে সবথেকে জনপ্রিয় কয়েন হচ্ছে TRX এটি হচ্ছে একটি গেমিং সাইট এর টোকন যার জনপ্রিয়তা ক্রমে বেড়েই চলছে। বর্তমানে এটি স্টেকিং করেছে এবং আরও বেশকিছু গেমিং সাইডের টোকেন রয়েছে বর্তমানে যেগুলিতে স্টেকিং চালু করা হয়েছে। এটি থেকে পারসেন্টেন্স হিসেবে মোটামুটি ভালই দিয়ে থাকে।
Title: Re: TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: Malam90 on January 15, 2021, 01:37:50 AM
বর্তমানে টোকেনটি অনেকটাই ভালো একটি টোকেন। দিন দিন এই টোকেন এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাচ্ছে। যদিও এই টোকেন এর মার্কেট মূল্য বর্তমানে অনেক কম। তবে ভবিষ্যতে আমি মনে করি এই টোকেন এর দাম দ্বিগুণ বৃদ্ধি পাবে।সামর্থ্য অনুযায়ী এখন থেকে যদি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখা যায় তাহলে আশা করছি ভবিষ্যতে এই টোকন থেকে ভাল প্রফিট পাওয়া যাবে।

একসময় এটি টপটেন কয়েন ছিলো। আবারো টপটেনে আসার সুযোগ আছে। জনপ্রিয়তায় এখনও টপ কয়েকটি কয়েনের একটি। সুতারং এর ফিউচার অনেক ভালো। এখনও দাম কম আছে তাই যারা কিনতে আগ্রহী তারা কিনে হোল্ড করতে পারেন, চাইলে ট্রেড করতে পারেন, চাইলে হোল্ড এর পাশাপাশি স্টেকিংও করতে পারেন।
Title: Re: TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: salukhe on January 15, 2021, 11:41:07 AM
আমি ভাবতাছি কিছু TRX টোকন কিনে হোল্ড করে রাখবো। যদি পরবর্তীতে ভালো কিছু প্রফিট পাওয়া যায়। বর্তমানে তো TRX টোকেন ও জনপ্রিয় হয়ে উঠছে। আর ভোল্ট করার পাশাপাশি যদি স্টেকিং ও করতে পারি তাহলে তো আরো ভালো হবে। স্টেকিং করার মত কোন সাইট থাকলে তাহলে এই টপিকে সেটা শেয়ার করার জন্য অনুরোধ রইল।
Title: Re: TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: ttcsalam on January 15, 2021, 12:37:57 PM
 TRX  অবশ্যই একটি ভালো কয়েন যার ফাউন্ডার জাষ্টিন সান। কিপ্ট্রোজগতে জাস্টিন সান একজন ভালো মানের মার্কেট মেকার এবং  TRX ও একটা টপ রেটেড কয়েন সে হিসাবে এখানে স্টাকিং করে আয় করা যেতে পারে। অনেকই এখন টপ রেটেড কয়েন এ স্টাকিং করে আয় করছেন। এটা রিস্ক ফ্রি হিসাবে করা যায়।
Title: Re: বিনান্সে TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: Malam90 on February 12, 2021, 02:37:24 AM
TRX এর দাম ছিলো ০.০২৮ সেন্ট যখন পোস্ট করেছিলাম। আমি নিজেও কিছু কিনে স্টেকিং করতেছি বিনান্সে। এখন সেটা ০.০৬ সেন্ট চলতেছে। যারা স্টেকিং করতেছেন তাদের দুটি বিষয় হচ্ছে-হোল্ডিং এবং স্টেকিং। স্টেকিং করে ব্যালাঞ্চ বাড়ান এবং হোল্ড করুন। যে কোন সময়ে ১০ সেন্ট যাবে।
Title: Re: বিনান্সে TRX স্টেকিং করে আয় করতে পারেন।
Post by: Tubelight on March 17, 2021, 04:29:10 PM
স্টাকিং সম্পর্কে আমার খুব একটা ভালো জানা ছিল না কিন্তু ভাই আপনার একটা পোস্ট করে আমি স্টাকিং সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারছি। আশা করছি ভবিষ্যতে এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করে ষ্টেকিং করব।