Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Nostoman on January 14, 2021, 09:52:46 AM

Title: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: Nostoman on January 14, 2021, 09:52:46 AM
সম্প্রীতি 10 ডলার থেকে ২০০ ডলার ট্রেডিং করে পেয়েছি। আপনারাও করতে পারেন।

(https://i.ibb.co/1m02dWK/IMG-20210114-144627.jpg)

BLY যে দামে কিনবেন, তার চেয়ে বেশি তে অর্ডার দিবেন। আপনাকে সবসময় মনিটরিং করতে হবে। খুব কম কম করে বিট করে লাভবান হওয়া সম্ভব। সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি যে কোন টোকেন যদি বেশি পরিমাণ থাকে, অর্থাৎ সেই টোকেন যদি bithump এ লিস্ট থাকে তাহলে আমার কাছে বিক্রি করে, আমি সবার সাথে বাণিজ্য করতে আগ্রহী। বিভিন্ন ট্রেডিং করে আপনি প্রতিনিয়ত কিছু উপার্জন করতে পারবেন, তাই নিজে ট্রেডিং শিখুন।
Title: Re: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: Tamsialu$$ on January 15, 2021, 12:40:01 AM
হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই উপদেশমূলক কথাগুলো বলার জন্য। অবশ্যই সবারই ট্রেডিং শেখা উচিত অন্যের উপর নির্ভর না করে।অনেক সময় দেখা যায় হঠাৎ করেই কোন একটা টোকেন এর দাম বৃদ্ধি পেয়ে যায় নিজে না পারলে অন্য জনের কাছে যেতে হয়। আমি মনে করি বারবার যদি আপনি অন্য জনের কাছে গিয়ে ট্রেডিং করে দিতে বলেন তাহলে সে একটু বিরক্ত বোধ করতে পারে তাই একটু সময় দিয়ে তার সাথে ট্রেডিং শিখে নিন। তুই করে সবারই ভালো হবে ইনশাআল্লাহ
Title: Re: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: Malam90 on January 27, 2021, 05:31:36 AM
Bithump এ ট্রের্ডি করেছি। বর্তমানে এটি অন্যতম জনপ্রিয় একচেঞ্জ। AmePay সেল করলাম সেখানে। সামনে আরো ট্রেড করার ইচ্ছা আছে যেহেতু সেখানে অনেক ভালো ভালো কয়েন লিস্টেড যেগুলো বিনান্সের পাশাপাশি ট্রেড করে লাভবান হওয়া যায়।
Title: Re: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: Crypto King on January 31, 2021, 10:36:57 AM
Bithump এ ট্রের্ডি করেছি। বর্তমানে এটি অন্যতম জনপ্রিয় একচেঞ্জ। AmePay সেল করলাম সেখানে। সামনে আরো ট্রেড করার ইচ্ছা আছে যেহেতু সেখানে অনেক ভালো ভালো কয়েন লিস্টেড যেগুলো বিনান্সের পাশাপাশি ট্রেড করে লাভবান হওয়া যায়।


amepay আমার কাছে 10,000 হাজার টুকেন ছিল আমি ট্রেড করে 18000 টুকেন বানিয়েছি কিন্তু প্রাইস একদমই কম আমার 10,000 টোকেন  সেল দিছিলাম   153$ আর এখন 18,000 টোকেন 107 $ সেল দিতে পারবো
দাম মনে হচ্ছে  আর কোনোদিন বাড়বে না
Title: Re: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: Zixr on February 04, 2021, 02:34:05 AM
সম্প্রীতি 10 ডলার থেকে ২০০ ডলার ট্রেডিং করে পেয়েছি। আপনারাও করতে পারেন।

(https://i.ibb.co/1m02dWK/IMG-20210114-144627.jpg)

BLY যে দামে কিনবেন, তার চেয়ে বেশি তে অর্ডার দিবেন। আপনাকে সবসময় মনিটরিং করতে হবে। খুব কম কম করে বিট করে লাভবান হওয়া সম্ভব। সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি যে কোন টোকেন যদি বেশি পরিমাণ থাকে, অর্থাৎ সেই টোকেন যদি bithump এ লিস্ট থাকে তাহলে আমার কাছে বিক্রি করে, আমি সবার সাথে বাণিজ্য করতে আগ্রহী। বিভিন্ন ট্রেডিং করে আপনি প্রতিনিয়ত কিছু উপার্জন করতে পারবেন, তাই নিজে ট্রেডিং শিখুন।
ট্রেডিং সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই ট্রেডিং নিয়ে আমি কিছু বলতে পারব না।
Title: Re: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: Malam90 on February 06, 2021, 02:17:12 PM
Bithump এ ট্রের্ডি করেছি। বর্তমানে এটি অন্যতম জনপ্রিয় একচেঞ্জ। AmePay সেল করলাম সেখানে। সামনে আরো ট্রেড করার ইচ্ছা আছে যেহেতু সেখানে অনেক ভালো ভালো কয়েন লিস্টেড যেগুলো বিনান্সের পাশাপাশি ট্রেড করে লাভবান হওয়া যায়।


amepay আমার কাছে 10,000 হাজার টুকেন ছিল আমি ট্রেড করে 18000 টুকেন বানিয়েছি কিন্তু প্রাইস একদমই কম আমার 10,000 টোকেন  সেল দিছিলাম   153$ আর এখন 18,000 টোকেন 107 $ সেল দিতে পারবো
দাম মনে হচ্ছে  আর কোনোদিন বাড়বে না

এটা একটা ভুল কথা বললেন যে দাম আর কোনদিন বাড়বেনা। কেন মনে হলো আপনার?
দাম তো বাড়বেই সামনে যদি তারা তাদের ভবিষ্যত পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করতে পারে তাহলে ২ সেন্টের টোকেন হাফ ডলারও যেতে পারে। DIA পাঁচ সেন্টের টোকেন যা বর্তমানে ২ ডলার চলতেছে মার্কেটে। তাই আশাহত না হয়ে হোল্ড করুন। সামনে বাড়বে। আর কম থাকলে কিছু কিনে এভারেজ কমানো যেতে পারে।
Title: Re: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: ttcsalam on February 07, 2021, 02:48:52 PM
হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই উপদেশমূলক কথাগুলো বলার জন্য। অবশ্যই সবারই ট্রেডিং শেখা উচিত অন্যের উপর নির্ভর না করে।অনেক সময় দেখা যায় হঠাৎ করেই কোন একটা টোকেন এর দাম বৃদ্ধি পেয়ে যায় নিজে না পারলে অন্য জনের কাছে যেতে হয়। আমি মনে করি বারবার যদি আপনি অন্য জনের কাছে গিয়ে ট্রেডিং করে দিতে বলেন তাহলে সে একটু বিরক্ত বোধ করতে পারে তাই একটু সময় দিয়ে তার সাথে ট্রেডিং শিখে নিন। তুই করে সবারই ভালো হবে ইনশাআল্লাহ
ট্রেডিং নিজে শিখে নিজে করা ভালো অন্যর কাছে যাবেন তো ধরা থাবেন।এটা 100% প্রাকটিকাল আমার অভিঞ্জতা আমার এক বন্ধু কে ট্রেড করতে দিয়ে আমি অনেক বড় ধরনের একটা ধরা খেয়েছি।সে জন্য আর যাই হোক কারও হাতে টাকা বা ডলার দিবেন না ট্রেড করার জন্য । কিজে শিখুন বার বার স্টাডি করুন।এবং নিজেই নিজেরে একাউন্ট এ ট্রেড করুন।কারও মাধ্যমে প্রতারিত হবেন না।
Title: Re: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: iRan Chy on February 09, 2021, 03:28:26 PM
সম্প্রীতি 10 ডলার থেকে ২০০ ডলার ট্রেডিং করে পেয়েছি। আপনারাও করতে পারেন।

(https://i.ibb.co/1m02dWK/IMG-20210114-144627.jpg)

BLY যে দামে কিনবেন, তার চেয়ে বেশি তে অর্ডার দিবেন। আপনাকে সবসময় মনিটরিং করতে হবে। খুব কম কম করে বিট করে লাভবান হওয়া সম্ভব। সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি যে কোন টোকেন যদি বেশি পরিমাণ থাকে, অর্থাৎ সেই টোকেন যদি bithump এ লিস্ট থাকে তাহলে আমার কাছে বিক্রি করে, আমি সবার সাথে বাণিজ্য করতে আগ্রহী। বিভিন্ন ট্রেডিং করে আপনি প্রতিনিয়ত কিছু উপার্জন করতে পারবেন, তাই নিজে ট্রেডিং শিখুন।

ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। Bithumb Global বর্তমান সময়ের জন্য অনেক ভাল একটি এক্সেঞ্জ (exchange). কিন্তু Bithumb Global এ ট্র‍্যাড করতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা নতুন ট্র‍্যাডার তাদের উদ্যেশ্যে বলছি, এখানে বেশি পরিমাণ ডলারের ট্র‍্যাড নিবেননা। কারণ, এখানে ট্র‍্যাড ভলিউম অনেক কম হয়। তাই, আপনি যদি বেশি পরিমাণ ডলারের কয়েন ক্রয় (buy) করে থাকেন তবে তা বিক্রয় (sell) দিতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর Bithumb Global এক্সেঞ্জে বট (bot) ট্র‍্যাড বেশি হয় এদিকেও নজর রাখবেন সবাই।
Title: Re: Bithump এ ট্রেডিং করে লাভবান
Post by: Tubelight on March 18, 2021, 06:01:44 AM
আমার জানামতে bithum এক্সচেঞ্জ অনেক ভালো একটি এক্সচেঞ্জ। কারণ এই এক্সচেঞ্জে কোন উইথড্র ফ্রি দেওয়া লাগেনা। এবং এই এক্সচেঞ্জ দিতে এক্সচেঞ্জ করা খুবই সহজ। তাই বর্তমানে অনেকের পছন্দের তালিকায় নাম্বার 1 পজিশনে আছে এই এক্স এন সি টি।