Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on January 15, 2021, 05:32:37 PM

Title: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: babu10 on January 15, 2021, 05:32:37 PM
মার্কেটের কন্ডিশান দেখে মনে হচ্ছে বিটিসি মার্কেট 30-40কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল হবে মনে হচ্ছে কারন বিটিসি একধাপে 40কে ডলার ‍উঠার পর আবার করেকশান হয়ে 30কে ডলারে নামল আবার 39কে ডলারে উঠে বর্তমানে 34কে ডলারে আপডাউন করতেছে। ইথারেরও সেম অবস্থা।

আপনাদের মতামত আশা করছি।
Title: Re: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: Malam90 on January 16, 2021, 02:08:57 PM
আসলে বড় একটা পাম্পের পরে মার্কেটে কিছুদিন সামান্য কারেকশান চলতেছিলো। বিটিসিও কারেকশান হয়ে ৩১কে তে নেমেছিলো এবং আবার ৩৮কে তে উঠেছে। ৩১-৩৮কে এর মধ্যে ঘুরাফেরা করতেছে কিছুদিন যাবৎ। আর ইথারের দাম ১০০০-১৩০০ এর মধ্যে ঘুরা ফেরা করতেছে। তবে এটা দেখে ভালো লাগছে যে ২০১৭ সালের পাম্পের পর যে মারাত্নক ধ্বস নেমেছিলো এবার তা হয়নি। সামান্য কারেকশান হয়ে মার্কেট আবারো ঘুরে দাড়িয়েছে। তবে এখন চলতেছে অলটকয়েনের সিজন।
Title: Re: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: Trumpet on January 17, 2021, 05:24:24 AM
বিটকয়েনের দাম যে অবস্থানে আছে সেই অবস্থান বিবেচনা করলে ইথারিয়াম এর দাম খুবই কম মনে হয়। কারণ বিট কয়েনের মূল্য যখন 40 হাজার ডলার অতিক্রম করে তখন ইথেরিয়াম এর দাম থাকে 1.3 কে ডলার থেকে 1.5 ডলার হাই। এটা আমার কাছে কখনোই ইথারিয়াম এর ব্যালেন্স প্রাইজ মনে হয় না। কারণ বর্তমানে থোরিয়ামের চাহিদা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী ইথারিয়াম এর দাম থাকা উচিত চার থেকে পাঁচ হাজার ডলার। আশা করছি ভবিষ্যতে ইথেরিয়াম ভালো একটি মার্কেট মূল্য কভার করবে।
Title: Re: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: JISAN on January 17, 2021, 05:35:44 AM
মার্কেটের কন্ডিশান দেখে মনে হচ্ছে বিটিসি মার্কেট 30-40কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল হবে মনে হচ্ছে কারন বিটিসি একধাপে 40কে ডলার ‍উঠার পর আবার করেকশান হয়ে 30কে ডলারে নামল আবার 39কে ডলারে উঠে বর্তমানে 34কে ডলারে আপডাউন করতেছে। ইথারেরও সেম অবস্থা।

আপনাদের মতামত আশা করছি।
মার্কেট কারেকশন হচ্ছে আর কারেকশন হওয়ার পর কিছুদিন ৩৫  কে থেকে ৪০ কে এর মধ্যে থেকে তারপর ৫০ এর যাবে। এর পরের ধাপে ৫২ হাজার হওয়ার চান্স রয়েছে
Title: Re: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: kulkhan on January 17, 2021, 05:43:27 AM
হ্যা আপাতত সেটাই লক্ষ্য করা যাচ্ছে,বিটকয়েনের মূল্য $৩০,০০০ - $৪০,০০০ এ মোটামুটি স্টাবল আর ইথারিয়াম $১২০০- $১৪০০ এ স্টাবল মনে হচ্ছে। কিন্তু আমি মনেকরি বিটকয়েন $৫০,০০০ এ যাবে। আর আমরা বরাবরই লক্ষ্য করেছি ইথারিয়াম বিটকয়েনকে করে,।বিটকয়েনের দাম বাড়লে আনুপাতিক হারে ইথারিয়ামের দামও বাড়ে সে হিসেবে এবার এখনো ইথারের দাম বাড়েনি সেই অনুপাতে। তাই আমি মনেকরি ইথারিয়ামের মূল্য $৩০০০ থেকে $৪০০০ খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে।
Title: Re: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: Markuri33 on January 22, 2021, 05:10:36 AM
বিটকয়েনের প্রাইস আপডাউন করছে সবথেকে বেশি 30 থেকে 40 হাজারের মধ্যে। হয়তো বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলারের মধ্যে যাবে কিন্তু বর্তমানে না 2021 সালের মাঝামাঝি সময়ে হতে পারে।ইথেরিয়াম এর প্রাইস 1000 থেকে 1500ডলার এর মধ্যে স্টাবল হয়ে থাকবে। কিন্তু 2021 সালের শেষের দিকে অবশ্যই ইথারিয়াম এর প্রাইস 2000 ডলার ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ।
Title: Re: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: Mj joy on January 22, 2021, 05:55:22 AM
মার্কেটের কন্ডিশান দেখে মনে হচ্ছে বিটিসি মার্কেট 30-40কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল হবে মনে হচ্ছে কারন বিটিসি একধাপে 40কে ডলার ‍উঠার পর আবার করেকশান হয়ে 30কে ডলারে নামল আবার 39কে ডলারে উঠে বর্তমানে 34কে ডলারে আপডাউন করতেছে। ইথারেরও সেম অবস্থা।

আপনাদের মতামত আশা করছি।
আমারও মনে হয় ভাই বিটকয়েন 50 হাজার ছাড়িয়ে যাবে 2021 সালের মাঝের দিকে।যেহেতু বিটিসি মার্কেট আফ হলে ইথার মার্কেট আফ হয় সেহেতু ইথারও 4-5 মধ্যে যাবে।
Title: Re: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: XM8 on January 22, 2021, 06:33:16 AM
বিটকয়েন এর উপর যেহেতু ক্রিপ্টো মার্কেটের অন্য সকল কয়েন নির্ভর করে তাই বিট কয়েনের মূল্য যখন 30 হাজার থেকে 40 হাজার ডলার হয় তখন ইথারিয়াম এর মূল্য 1.2 থেকে 1.3 হাজার ডলারের মধ্যে স্টাবল থাকে। তবে আবারও বিটকয়েনের বাজারে ধস নেমে আসছে। বিটকয়েন ইতোমধ্যেই 30 হাজার ডলারের নিচে নেমে আসছে।
Title: Re: বিটিসি মার্কেট 30000-40000কে ডলার আর ইথার মার্কেট 1.2কে-1.3কে এর মধ্যে স্টাবল?
Post by: NANCY on January 22, 2021, 06:12:27 PM
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ।আমার মনে হয় 2021 সালের মাঝে ডাবল হবে, ভাই বিটকয়েনের 50 হাজারের ছাড়িয়ে যাবে 2021 সালের মাঝের দিকে। সিনিয়র ভাইয়ের পোস্টটি পড়ে অনেকটাই উপকৃত হলাম এরকম পোস্ট থেকে আমরা অনেকটাই অগ্রসর হতে পারবো।