Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on January 15, 2021, 05:37:42 PM
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
-
হা, এটা ফোরামের রুলস। তাই কাউকে পিএম দেওয়ার আগে একটা পিএম এ সবকিছু গুছিয়ে লিখতে পারলে কাউকে একাধিক পিএম দেওয়া লাগেনা। এটা পরবর্তীতে এডমিনকে সাজেশান বক্সে পরামর্শ দেওয়া যেতে পারে বাড়ানোর জন্য। যদি এডমিন এটা ভালো মনে করেন তাহলে বাড়াতে পারেন লিমিট। তবে আমার মনে হয়-লিজেন্ডারী মেম্বাররা ৩ টা দিতে পারে ঘন্টায়। আসলে এভাবে চেক করা হয়নি কখনো। যারা চেক করেছেন তারা তাদের মন্তব্য শেয়ার করতে পারেন।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন অনেকেই এ বিষয়ে খুব একটা অবগত নয়। ঘন্টায় দুটির উপরে পিএম দেওয়া যায়না। আপনার মাধ্যমে এ বিষয়ে অনেকে ধারণা পেল।
-
ভাই আসলে আমি এই সম্পর্কে জানিনা আমি কখনো কাউকে পিএম মেসেজ দেই নি যার কারণে এই সম্পর্কে আমার কোন ধারণা নেই। তবে আপনার কাছ থেকে এটি শিখে নিলাম। তবে এই পিএম এর টাইম যদি আরো বাড়ানো হতো তাহলে ফর্ম এর সকল ইউজারদের জন্য অনেক ভালো হতো।
-
ধন্যবাদ সিনিয়র ভাই এ সম্পর্কে আমি কিছু জানতাম না। আপনি বলার পর আমি বুঝতে পারলাম। এটা আমাদের অনেকের জন্য ভালো হয়েছে কারণ এ বিষয়টা আমরা অনেকেই জানতাম না।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আমি নতুন ইউজার হয় এ সম্পর্কে কিছু জানতাম না। আপনি বলার পর জানতে পারলাম। এটা আমাদের অনেকের জন্য ভালো হয়েছে।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
ভাই আমরা সবাই নিজের কিছু ব্যাক্তিগত কথা বলার জন্য পিএম দিয়ে থাকি যা সবার সামনে বলা যায় না। পিএম দেওয়ার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঘন্টায় মাত্র ২ টা পিএম দেওয়া যায়। তাই পিএম দেওয়ার আগে নিজের কথা গুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা ভালো। যতোটা সম্ভব একটা পিএম এর মধ্যেই নিজের সকল কথা তুলে ধরা উচিৎ।
-
আমার জানামতে প্রতি ঘন্টায় পার্সোনাল মেসেজ তিনটি দেওয়া যেত। আমি জানিনা ফোরামের নিয়ম পরিবর্তন হয়েছে কিনা। তবে হ্যাঁ অনেকেই এ বিষয়টি জানেন না। যে প্রতি ঘন্টায় কয়টি পার্সোনাল মেসেজ দেওয়া সম্ভব। আমার মনে হয় এই টপিক থেকে অনেকের এই বিষয়টি জানা হয়ে যাবে। যে প্রতি ঘন্টায় কয়টি পার্সোনাল মেসেজ দেওয়া যায়।
-
আমার জানামতে প্রতি ঘন্টায় পার্সোনাল মেসেজ তিনটি দেওয়া যেত। আমি জানিনা ফোরামের নিয়ম পরিবর্তন হয়েছে কিনা। তবে হ্যাঁ অনেকেই এ বিষয়টি জানেন না। যে প্রতি ঘন্টায় কয়টি পার্সোনাল মেসেজ দেওয়া সম্ভব। আমার মনে হয় এই টপিক থেকে অনেকের এই বিষয়টি জানা হয়ে যাবে। যে প্রতি ঘন্টায় কয়টি পার্সোনাল মেসেজ দেওয়া যায়।
হুম এটা এডমিনকে ম্যাসেজ করে বাড়ানো যায় তবে স্বাভাবিকভাবে এটাই ফোরামের নিয়ম। আমিও আগে এই বিষয়টা জানতাম না। আমি ম্যাসেজ করতে গিয়ে শিখেছি এটা তাই চিন্তা করলাম সবার উপকারার্থে এটা পো্ষ্ট করি।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনি পিএম দিতে গিয়ে জনতে পারছেন যে ঘন্টায় ২টা পিএম দেওয়া জায় আর ওমনি সেটা শেয়ার করেছেন আজ কাল এরকম কয়জন করে বলেন সবাইতো আছে শুধু নিজের স্বার্থনিয়ে।
-
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন ভাই। আসলে অনেক ইউজার এ বিষয়ে সম্পর্কে জানেনা। তবে এখন আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে জেনে নিবে। প্রতি ঘন্টায় একজন ইউজার দুইটার বেশি পিএম দিতে পারেনা। কিন্তু যারা লিজেন্ডারি মেম্বর তারা ঘন্টায় তিনটা করে পিএম দিতে পারে।
-
আসলে ভাই কাউকে যদি পিএম দিতে চাই তাহলে কি ঘন্টায় দুইটা দিতে পারব এর বেশি দিলে কি কোন প্রবলেম হবে। নাকি দুই এর অধিক যদি প্রেম দেই তাহলে সে সেই পিএম টা দেখতে পারবে না।
আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন এই বিষয়টা সম্পর্কে মূলত আগে জানতাম না। আপনার এই পোস্টটি দেখার পর জানতে পারলাম।
-
ঘন্টা দুইটা পিএম বলতে এখানে কি সবার জন্য সমান না ফোরামের মডারেটররা আলাদা সুবিধা পাবেন। আমাদের হয়তো অনেকেই অন্যদের খুব একটা পিএম দেই না। কিন্তু ফোরামের মডারেটররা যারা আছে তারা প্রায় সময়ই দেখা যায় অনেকে পিএম দিয়ে বিভিন্ন বিষয়ে সতর্ক করে দেন। এখানে আমি জানতে চাচ্ছি মডারেটররা ওকি ঘন্টায় দুইটা পিএম দিতে পারবে????
-
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য এই পোষ্টটি পড়ে আমরা নতুন যারা সদস্য রয়েছে তাদের জন্য ভালো কারণ এটি জেনে রাখা অনেকটাই ভালো। এখন ঘন্টায় দুইটি করে পিএম দেওয়া যায় কিন্তু লিজেন্ডারি মেম্বার তিনটে করে পিএম দেওয়া যায়।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
হ্যাঁ ভাই আপনার কথাটি ঠিক আছে আমিও কিছুদিন আগে পি এম দিতে গিয়ে এই বিষয়টা জানতে পেরেছি কিন্তু আমার কাজ কর্মের গাফিলতিতে এ পোস্টটি করা হয়নি আপনাদের মাঝে আমি কিছুদিনের মধ্যেই পোস্টটি করতে চেয়েছিলাম বাট আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো এবং সবাইকে সবাই এটা জানতে পারলাম ধন্যবাদ
-
ক্রিপ্টোতে যেহেতু একটা ধরাবাঁধা নিয়ম আছে যে ঘন্টায় মাত্র দুইটা পিএম দেওয়া যাবে তাই সেক্ষেত্রে আমাদের উচিৎ একটা পিএম এর মধ্যেই আমাদের মনের ভাব প্রকাশ করা। আগে থেকেই প্রয়োজনীয় কথা গুলো গুছিয়ে নিয়ে একটা এসএমএস এর মধ্যে সম্পুর্ন কথা গুলো লিখে পাঠালেই ভালো হবে বলে আমার মনে হয়।
-
বিয়ষ টি জানা ছিল না। তবে আপনার মাধ্যেমে জানতে পারার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সকল খুটি নাটি বিষয় বিশেষ করে আমার মত ছাড়া জুনিয়র তাদের না জানার কথায়। আমি চাই আরও অন্য কোন নতুন বিষয় নিয়ে আমাদের কে আবার শেয়ার করবেন।
-
আসলে এই জিনিসটা জানার সবার প্রয়োজন আছে অনেক এই বিষয়টা জানে না যে ঘন্টায় দুইটা সর্বোচ্চ পিএম দেওয়া যাবে।হয়তোবা মডারেটরদের আলাদা কোনো সুবিধা রয়েছে কিন্তু সাধারণ ইউজারদের সর্বোচ্চ ঘন্টায় দুইটাই পিএম দেওয়া যায়। অনেকেই হয়তো পিএম দেওয়ার সময় যখনই দুইটা দেওয়ার পর আবারও দেয় তখন তার রিপ্লাই পাই না না পাওয়ার জন্য কিন্তু একটু দুশ্চিন্তায় পড়তে পারে। আশা করি এখন থেকেই পিএম দেওয়ার ব্যাপারে জানতে পারবে এই পোস্টটি দেখে।
-
ঘন্টায় দুইটা পিএম দেওয়াটা এটাই স্বাভাবিক কারণ আপনি যদি পিএম দেন তাহলে তারা উত্তপ্ত মনে করবে। এ কারণে ঘন্টায় দুইটা পিএম লিমিট করে দেওয়া হয়েছে এর বেশি দেওয়া যায় না।
-
আমার ও বিষয়টা সম্পর্কে বিস্তারিত জ্ঞান ছিলো না ভালো হল আপনার টপিকের আলোচনা থেকে আবার ও বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম ধন্যবাদ জানাই আপনার এইসব তথ্য বহুল ও আলোচিত টপিক তৈরী করার জন্য।
-
পিএম সম্পর্কে আমি জানতাম না।
এটা ফোরামের রুলস হওয়ায় সবসময় আমি এটা মেনে চলার চেষ্টা করব। আপনারা সিনিয়র ভাইরা নতুনদের শেখানোর জন্য অনেক শিক্ষামূলক পোস্ট করেন যা দেখে খুব ভাললাগে। এবং সত্যিই যারা নতুন ইউজার আছে তারা অনেক কিছু শিখতে পারি।
-
পিএম সম্পর্কে আমি জানতাম না।
এটা ফোরামের রুলস হওয়ায় সবসময় আমি এটা মেনে চলার চেষ্টা করব। আপনারা সিনিয়র ভাইরা নতুনদের শেখানোর জন্য অনেক শিক্ষামূলক পোস্ট করেন যা দেখে খুব ভাললাগে। এবং সত্যিই যারা নতুন ইউজার আছে তারা অনেক কিছু শিখতে পারি।
-
আমি এর আগে কাউকে কোনদিন পিএম বা পার্সোনাল ম্যাসেজ করি নি। ঘন্টায় যে দুটি পিএম দেওয়া যায় সেটি জানতাম না। ভাই শুধু কি মডারেটররা পিএম দিয়ে সতর্ক করতে পারবে নাকি অন্য কেউ পিএম দিতে পারবে।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
হ্যা এটা হতে পারে কারন আমি পিএম ঘন্টায় দুইটার বেশি আজ অব্দি কাউকে দেই নাই। আমায় কেউ পিএম দিলে সেটার রিপ্লে শুধু দিতাম কিন্তু আগে হয়তো এই সিস্টেম ব্যবহার করা হতো না কারন আগে সব সময়ে দেয়া জেতো। আমার মনে হয় এটা বেশি ভালো হয় নাই কারন যদি কোনো জরুরি দরকার হয় তখন তো আর ঘন্টায় ২টার উপরে দেয়া সম্ভব হবে না। আমার মনে হয় ঘন্টায় যদি মিনিমাম ১০ টা পিএম দেয়া জেতো তা হলে ভালো হোতো।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
হ্যা এটা হতে পারে কারন আমি পিএম ঘন্টায় দুইটার বেশি আজ অব্দি কাউকে দেই নাই। আমায় কেউ পিএম দিলে সেটার রিপ্লে শুধু দিতাম কিন্তু আগে হয়তো এই সিস্টেম ব্যবহার করা হতো না কারন আগে সব সময়ে দেয়া জেতো। আমার মনে হয় এটা বেশি ভালো হয় নাই কারন যদি কোনো জরুরি দরকার হয় তখন তো আর ঘন্টায় ২টার উপরে দেয়া সম্ভব হবে না। আমার মনে হয় ঘন্টায় যদি মিনিমাম ১০ টা পিএম দেয়া জেতো তা হলে ভালো হোতো।
মডারেটরদের পিএম দেওয়ার প্রয়োজন হয় বেশি। তাই অন্যদের জন্য এত পিএম দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা। কম পিএম দেওয়া ভালো। অনেকেই আমাকে অকারণে পিএম দেন। যেগুলো শিশুওয়ানের বাচ্চার মত প্রশ্ন করে। সেগুলো তারা চেষ্টা করলে নিজেই পারে।
-
2 ঘন্টা পিএম দেওয়া যাবে এই কথাটি দ্বারা আমি কিছুই বুঝতে পারতেছিনা।কারণ এই ফোরামের সাথে অল্প কিছুদিন ধরে সংযুক্ত হওয়ার কারণে অনেক কিছুই অজানা। যদি এই বিষয়ে কেউ গভীর জ্ঞান লাভ করে থাকেন তাহলে আমাকে এই বিষয়ে জানার জন্য সাহায্য করুন।
-
2 ঘন্টা পিএম দেওয়া যাবে এই কথাটি দ্বারা আমি কিছুই বুঝতে পারতেছিনা।কারণ এই ফোরামের সাথে অল্প কিছুদিন ধরে সংযুক্ত হওয়ার কারণে অনেক কিছুই অজানা। যদি এই বিষয়ে কেউ গভীর জ্ঞান লাভ করে থাকেন তাহলে আমাকে এই বিষয়ে জানার জন্য সাহায্য করুন।
ঘন্টায় আপনি সর্বচ্চ ২ জনকে ম্যাসেজ পাঠাতে পারবেন ফোরামে। ব্যক্তিগত ম্যাসেজ পাঠানোকে বলে পিএম (পারসোনাল ম্যাসেজ)। আশা করি বুঝতে পেরেছেন। এর চেয়ে আর বুঝানোর কিছু নেই।
-
আসলে ভাই পিএম দেওয়ার ব্যাপারে এই পোস্টটি করেছেন অনেক ভালো লেগেছে আমার কাছে। এক সময় একজনকে পিএম দিয়েছিলাম কিন্তু আমি আসলে জানতাম না কোনটা দুইটা পিএম দেওয়া যায়। কিন্তু পরে জানতে পারলাম প্রতিদিন সর্বোচ্চ দুইটা পিএম দেওয়া যাবে। আশাকরি এখন যে সকল জুনিয়র মেম্বার রয়েছে তারা অবশ্যই এই পোস্টটি দেখে পিএম দেওয়া সম্পর্কে জানতে পারবে। ধরনের পোস্ট করার জন্য সত্যিই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
-
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য। বিষয়টি আমিও জানতে পেরেছি কিছুদিন আগে। হঠাৎ করে পিএম দিতে গিয়ে দেখি দুইটাই দেওয়ার পর আর একটা দিতে গেলাম তখন দেখি এক ঘন্টা সময় নিয়েছে। তখন বুঝতে পারলাম যে ঘন্টায় সর্বোচ্চ দুইটা পিএম করা যেতে পারে। এটা ফোরামের নিজস্ব রুলস। আসলে নতুনরা যারা এ বিষয়ে জানেন না তারা হয়তো দুইটার বেশি পিএম দিতে গিয়ে টেনশনে পড়ে যাবেন। সবার এই বিষয়টি জানা দরকার।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
নতুন একটা বিষয় জানতে পারলাম ভালো লাগলো আমি জনতাম যে যে কোন মুহু্েত্ত যে কোন সময় যে কাউকে দেওয়া পি এম দেওয়া যায়। কিন্তু ধারনা টা পাল্টে গেল।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র ভাইকে যে বিষয়টা জানতাম না সেটা জানতে পারায়। এই ফোরামের কারও সাথে আমার যদি ব্যক্তিগত কথা থেকে থাকে তাহলে ঘন্টায় ২ বার পি এম এর মাধ্যমে কথা বলতে পারবো। তবে অব্যশই কথাগুলো সাজানো গোছানো হতে হবে।
-
আপনার জানেন কিনা জানিনা আমিও ব্যাপারটা জানতাম না কিন্তু পিএম দিতে গিয়ে শিখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা হলো আপনি যদি ফোরামে কাউকে পিএম দিতে চান তাহলে ঘন্টায় শুধুমাত্র 2টা পিএম দিতে পারবেন। এর বেশী দিতে চাইলে অবশ্যই একঘন্টার বেশী অপেক্ষা করতে হবে।
ভাই রুলস টা মনে হয় নতুন করা হয়েছে। আগে প্রতি ঘন্টায় মাত্র একটি পার্সোনাল মেসেজ দেওয়া যাইতো। আমি আপনার এই কবে থেকে জানতে পারলাম যে প্রতি ঘন্টায় দুটি পার্সোনাল মেসেজ দেওয়া যাবে।নতুন রুলস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় এরকম তথ্যপূর্ণ টপিক তৈরি করে সাহায্য করবেন।
-
আমি ফোরামের নতুন পিএম সম্পর্কে তেমন কিছু জানি না। পিএম কি? আর কিভাবে পিএম দিতে হয়। তবে সিনিয়র ভাইদের পোস্ট লক্ষ্য করে দেখতে পেলাম যে ঘন্টায় দুটি পিএম দেওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে নতুন একটি নিউজ শেয়ার করার জন্য।
-
পিএম সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারছিনা। আপনার দুইঘন্টা পিএম লাগবে কিন্তু আমি দিতে পারতাম। সমস্যা হল এই বিষয়ে আমি কিছুই জানিনা এটা কিভাবে কাজ করে আর কিভাবে একজন অপরজনকে দেয়।
-
এডমিনের নেওয়ার সিদ্ধান্ত কে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি মনে করি এই সিদ্ধান্তটি অনেক ভালো একটি সিদ্ধান্ত হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় অযথা আমরা একে অন্যকে পিএম দিয়ে থাকি যা সত্যিই অনেক বিরক্ত কর। ঘন্টায় যেহেতু একটামাত্র পিএম দেওয়া যাবে আশাকরি সকলেই যে কাউকে পিএম দিয়ে বিরক্ত করতে পারবে না।
-
পিএম দেওয়ার ব্যাপারে আসলে সঠিক ভাবে জানতামই না। সর্বোচ্চ ঘন্টায় যে দুইটা পোষ্ট দেওয়া যায় সেটা সবার মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক নতুন ইউজার রয়েছে অনেকেরই কিন্তু দেখা গেছে গেম পিএম সম্পর্কে কোন ধারনা নেই আশা করি আপনি যে পোস্টটি করেছেন অবশ্যই বুঝতে পারবে সবাই।
-
ঘন্টা দুইটা পিএম বলতে এখানে কি সবার জন্য সমান না ফোরামের মডারেটররা আলাদা সুবিধা পাবেন। আমাদের হয়তো অনেকেই অন্যদের খুব একটা পিএম দেই না। কিন্তু ফোরামের মডারেটররা যারা আছে তারা প্রায় সময়ই দেখা যায় অনেকে পিএম দিয়ে বিভিন্ন বিষয়ে সতর্ক করে দেন। এখানে আমি জানতে চাচ্ছি মডারেটররা ওকি ঘন্টায় দুইটা পিএম দিতে পারবে????
আপনি যুক্তিসমূহ পোস্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমার প্রশ্ন যে ঘন্টায় দুইটা পিএম দিতে পারে কিনা না এর চেয়ে বেশি দিতে পারে।