Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on January 16, 2021, 04:51:43 PM
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
-
এই ভুলটা আনকে করে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার পোস্টটা পড়ে একটু হলেও সতর্ক হবে।
-
আমি নিজেও গত বছরে একটা ভুল ট্রানজেকশন করেছিলাম। অনেকেই ট্রানজেকশন করার সময় একটু আধটু ভুল করে থাকেন, বিশেষ করে নতুন যারা আছেন তাদের ভুলটা হওয়া স্বাভাবিক। তাই ট্রানজেকশন করার সময় একটু সতর্ক হয়ে করতে হবে, কয়েকবার চেক করতে হবে ওয়ালেট ও এমাউন্ট ঠিক আছে কিনা, নতুবা ভুল একাউন্টে গেলে আর ফেরত পাওয়া যাবেনা।
-
আপনাকে অসংখ্য ধন্যবাদ ধরনের সচেতন মূলক পোস্ট দেওয়ার কারনে।অনেক সময়ই আমরা এরকম ভুল করে থাকি অতএব আমরা যখনই কোন টোকেন ট্রানজেকশন করব তখন একটু ভালোভাবে দেখে নেব তা না হলে একটু ভুলের কারণেই দেখা যাবে অনেকগুলো ডলার চলে গেছে। তাই ট্রানজেকশন করার সময় আমরা একটু সতর্ক থাকবো এবং ভালভাবে দেখে নিব টান্সফার করার আগে।
-
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন বাউন্টি ক্যাম্পেইন গুলোতেTRC20 ওয়ালেট চায়। কিন্তু আমরা হয়তো ভুল করে বা তাড়াহুড়া করেTRC20 ওয়ালেট এর পরিবর্তে erc20 ওয়ালেট দিয়ে থাকি যা আমাদের খুবই মারাত্মক একটি ভুল। TRC20 wallet হল Tron wallet এবং erc20 ওয়ালেট হল ইথেরিয়াম ওয়ালেট। যা দুটি সম্পূর্ণ আলাদা ওয়ালেট। তাই আমাদের এ বিষয়ে সতর্ক হয়ে কাজ করতে হবে।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
আমি পার্সোনালি জানি বিনান্সের ব্যপারে কারন আমি বিনান্স ব্যবহার করি। বানান্সের ক্ষেত্রে আপনি যে চেইন এর ওয়ালেট দিবেন সেই ব্লকচেইন অটো ডিটেক্ট করে নিবে। তাই ডলার হারানোর কোনো ভয় নাই। আর অন্য এক্সচেঞ্জও ERC এর জায়গায় TRC ওয়ালেট দিলে রং ওয়ালেট নোটিফিকেশন দিবে উইথড্র হবে না।
-
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন সামান্য একটা ভুলের জন্য আমরা হারাতে পারি আমাদের কষ্টার্জিত ডলার গুলো। তাই আমরা সব সময় ট্রানজেকশন এর সময় কোনটা Erc-20 আর কোনটা Trc-20 ওয়ালেট সেটা খুব ভাল করে চেক করে নিব। তাহলে আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবো।
-
এরকম ভুল আমার হয়েছিল। নতুন অবস্থায় সবারই প্রায় এরকম ভুল হয়ে থাকে। কিন্তু আস্তে আস্তে সব শিখে নিতে হয়। যেখানে TRC-20 ওয়ালেট চায়। সেখানে মানুষ ভুল করে ERC-20 ওয়ালেট বসিয়ে দেয়। ভুল করার কারন হচ্ছে আমরা এত তাড়াতাড়ি করে কাজ করতে চাই যে কোথায় TRC-20 সেটা লক্ষ্য না করেই ERC-20 ওয়ালেট বসিয়ে দেই। তার জন্য আমাদের কাজ করার টাকাটা মার যায়। কাজ করার সময় আমরা সব সময় সবদিকে লক্ষ্য রাখবো যে কোন জায়গায় কোনটি চাইছে। আর তাড়াহুড়া করে কাজ করব না। তাড়াহুড়ো করে কাজ করলে কাজে ভুল হতে পারে।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
হ্যা বিষয়টি বুঝতে পারলে সহজ, কিন্তু একটু ভুল হলেই বিরাট ক্ষতি হতে পারে। যে ওয়ালেট থেকে ট্রান্সফার করা হবে ও যে ওয়ালেট এ ইউএসডিটি রিসিভ করবে দুটি ই TRC-20 কিনা ভালো করে কনফার্ম হলে আর ভুল হয় না।
-
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন বাউন্টি ক্যাম্পেইন গুলোতেTRC20 ওয়ালেট চায়। কিন্তু আমরা হয়তো ভুল করে বা তাড়াহুড়া করেTRC20 ওয়ালেট এর পরিবর্তে erc20 ওয়ালেট দিয়ে থাকি যা আমাদের খুবই মারাত্মক একটি ভুল। TRC20 wallet হল Tron wallet এবং erc20 ওয়ালেট হল ইথেরিয়াম ওয়ালেট। যা দুটি সম্পূর্ণ আলাদা ওয়ালেট। তাই আমাদের এ বিষয়ে সতর্ক হয়ে কাজ করতে হবে।
বাউন্টি ক্যাম্পেইনগুলোতে সমস্যা হলে এটা পরে ম্যানেজরকে বলে ঠিক করা যায় কিন্তু আপনি যদি টোকেন ট্রানজেকশানের সময় ভূল ওয়ালেট দেন তাহলে আপনার সম্পদ আর ফিরে পাবেননা । তাই এক্ষেত্রে নজর দেয়াটা বিশেষ জরুরী বলে মনে করি।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
অনেকেই এই দুটি ওয়ালেট এর মধ্যে সাধারণত ভুল করে থাকি যার উদাহরণ আমি নিজেই। ইউএসডি ডিজি কল নামক একটি প্রজেক্ট আসে যেখানে তারা ওয়ালেট হিসাবে টি আর সি 20 ওয়ালেট চায় সেখানে আমি ভুল করে টিআরসি 20 ওয়ালেট দেই। পরে আমি জানতে পারি দুটি ওয়ালেট আলাদা। একটি হলো Tron ওয়ালেট আরেকটি হলো ইথারিয়াম ওয়ালেট যা দুটি সম্পূর্ণই আলাদা।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
আমি পার্সোনালি জানি বিনান্সের ব্যপারে কারন আমি বিনান্স ব্যবহার করি। বানান্সের ক্ষেত্রে আপনি যে চেইন এর ওয়ালেট দিবেন সেই ব্লকচেইন অটো ডিটেক্ট করে নিবে। তাই ডলার হারানোর কোনো ভয় নাই। আর অন্য এক্সচেঞ্জও ERC এর জায়গায় TRC ওয়ালেট দিলে রং ওয়ালেট নোটিফিকেশন দিবে উইথড্র হবে না।
জ্বি ভাই বিন্যান্স এ কোন সমস্যাতো নাই কারন তারা এটা দেখেই তাদের কাষ্টমারের সুবিধার্থে অটো সিলেকশান করে রেখেছে যেহেতু তারা বড় এক্সচেঞ্জার। কিন্তু এটা ছাড়া বাকী সবগুলোকে মনে হয় ম্যানুয়েলী সিলেক্ট করতে হয় আর সেখানেই অসুবিধাটা হয় বিশেষকরে যারা একদম নতুন তাদের। আমি নতুন পুরাতন সবার সুবিধার্তে পোষ্ট করলাম।
-
আমি নিজেও গত বছরে একটা ভুল ট্রানজেকশন করেছিলাম। অনেকেই ট্রানজেকশন করার সময় একটু আধটু ভুল করে থাকেন, বিশেষ করে নতুন যারা আছেন তাদের ভুলটা হওয়া স্বাভাবিক। তাই ট্রানজেকশন করার সময় একটু সতর্ক হয়ে করতে হবে, কয়েকবার চেক করতে হবে ওয়ালেট ও এমাউন্ট ঠিক আছে কিনা, নতুবা ভুল একাউন্টে গেলে আর ফেরত পাওয়া যাবেনা।
-
আপনি সচেতন মূলক একটি পোস্ট করেছেন। আসলে আমাদের এরকম বিষয়ের অপর জানা উচিত তা না হলে অনেক বড় সমস্যায় পড়তে হবে। তাই আমরা যখন USD Withdraw করব তখন সকল বিষয়ের উপর লখ্য রাখব ।তাই না হলে আমরা আমাদের অর্থ হারাতে পারি । তাই আমরা সকলেই এ বিষয়ের উপর জেনে শুনে সচেতন হয়ে কাজ করবো।
-
Erc-20 ওয়ালেট হচ্ছে ইথেরিয়াম ওয়ালেট। যেখানে বর্তমানে erc-20 ওয়ালেট এ সবচেয়ে বেশি গ্যাস ফ্রি লাগে। অন্যদিকে trc-20 ওয়ালেট হচ্ছে টিথার। যেখানে আপনি টিয়ারেক্স মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। বর্তমানে সবচেয়ে বেশি মানুষ এখন trc-20 ওয়ালেট এর দিকে বেশি ঝুঁকে পড়ছে।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
আপনার দেওয়া পোষ্ট টি পড়ে অনেক কিছু শিখতে পারলাম। আমি এই ফোরামে নতুন ইউজার তাই এই সম্পর্কে আমার কোন ধারণা ছিলনা। কিন্তু আপনার পোস্টটি দেখে অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ ভাই।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
সুন্দর একটি টপিক তৈরি করেছেন ভাই আসলে ডিপোজিট করার সময় এই বিষয়ে আমাদের সর্বদাই খেয়াল এবং ভালোভাবে লক্ষ রেখে উড্রো করতে হবে। আমরা যখন TRC-20 ওয়ালেট থেকে অন্য আরেকটা ওয়ালেটে টোকেন টান্সফার করবো তখন কয়েকবার করে ওয়ালেট চেক করে নিব। তাহলে আমাদের সমস্যা হবে না।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
প্রথম অবস্থায় সকলের জন্য বিষয়টা অনেক চ্যালেঞ্জিং। যে ERC20 wallet and TRC20 ওয়ালেট এর মধ্যে পার্থক্য করা। তবে দুটি আলাদা ওয়ালেট একটি হচ্ছে Tron wallet এবং আরেকটি হচ্ছে ইথেরিয়াম ওয়ালেট। দুটিওয়ালেট আলাদা আলাদা ওয়ালেট কোনটির সাথে কোন মিল নেই তাই অবশ্যই সতর্কতার সাথে ওয়ালেট দুটি ব্যবহার করতে হবে।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
ইদানিং erc20 ওয়ালেট ইউএসডিটি উইথড্র করলে অনেক ফি কেটে। সেজন্য আমরা অনেকেই erc20 ওয়ালেট ব্যবহার বাদ দিয়ে trc20 ওয়ালেট এ ইউএসডিটি উইথড্র নিয়ে থাকে। অনেক সময় তাড়াহুড়া করে নেওয়ার সময় ভুলবশত অন্য ওয়ালেটে চলে যায়। তো আমার মনে হয় বারবার চেক করে নিলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমরা সবাই উইথড্র নেওয়ার সময় একটু ভালভাবে দেখে তারপর উইথড্র নিব।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
ERC-20 তে এখন ট্রানজেকশন ফি বেশি হওয়ার কারনে বেশিরভাগ ইউজার TRC-20 ব্যবহার করে থাকে। এক্ষেত্রে নতুন ইউজার যারা আছে তারা ওয়ালেট সিলেকশন করতে হঠাৎ করেই ভুল করে ফেলতে পারে যার ফলে সে তার কষ্টের সকল ইনকাম হারিয়ে ফেলতে পারে। তাই সবাই কে খুব সাবধানে ট্রানজেকশন করতে হবে। এখাধিক বার চেক করে নেওয়ার কোন বিকল্প নেই।
-
আমরা নতুন নতুন অনেকেই ভুল করে থাকি যে এই দুটো ওয়ালেট বোধহয় একি। ERC-20 wallet হচ্ছে ইথেরিয়াম ওয়ালেট এবং TRC-20 হচ্ছে TRX wallet। কিন্তু আমরা অনেকেই ভুল করে একটা জায়গা অন্যটা দিয়ে ফেলি এজন্য অবশ্যই আমরা এই কাজটা একটু ধীরে আস্তে করব কখনোই যেন ভুল না হয়। এজন্য আমরা কোন সময় তাড়াহুড়া করবো না একটু ভেবেচিন্তে ধীরে আস্তে কাজ করার চেষ্টা করব। এরকম ভুল করার ফলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন।
-
ইদানিং ডিপোজিট এবং উইথড্র ফি বেশী হওয়ায় TRC-20তে ইউথড্র দিচ্ছে যেখানে ফি নাই বললেই চলে তবে এটা করতে গিয়ে ভূল ওয়ালেট সিলেকশানের কারনে ইউএসডিটি হারিয়ে যাচ্ছে। একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টোকেন ট্রান্সফার করার সময় অবশ্যই কোনটা কি মানের ওয়ালেট সেটা বারবার চেক করে নিবেন না হলে এত কষ্টের টাকা হারিয়ে যাবে এবং অঘটন ঘটতেই থাকবে।
আমাদের এখানে আমরা যারা নতুন নতুন আসি তারা প্রথম অবস্থায় ERC-20 এবং TRC-20 কে একই ভেবে থাকি যা খুব বড় ভুল। এই ভুল ভাবার জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ERC-20 বলতে Ethereum Wallet কে বোঝায় এবং TRC-20 বলতে TRX Wallet কে বুঝিয়ে থাকে যা আমাদের মাঝে অনেকেই জানে না, আবার জানলেও অনেক সময় তারাহুরো করে ভুল করে ফেলে। তাই আমাদের সকলকেই সাবধানে কাজ করতে হবে।
-
এখানে ভাই আমার একটা বিষয় জানার ছিল আমরা সাধারনত জানি ইথারিয়াম ওয়ালেট হলোERC20 wallet কিন্তু ট্রন ওয়ালেট এর সংক্ষিপ্ত রূপ কিTRC20 wallet যদি এ বিষয়ে কেউ সঠিক তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কারন আমি এই বিষয়টা নিয়ে কনফিউশন ই আছি। যে দুটি ওয়ালেট এ নাকি ভিন্ন।
-
বর্তমানে ERC20 এর চেয়ে TRC20 শতগুনে ভালো। Erc20 থেকে কোন কিছু সেন্ড করতে গেলে অতিরিক্ত গ্যাস ফি লাগে। এবং TRC20 তেমন ফি লাগে না। এর জন্য TRC20 থেকে কোন কিছু সেন্ড করা অতি উওম
-
অনেক সময় আমরা এ ধরনের ভুল করে থাকি তাই আমরা সবাই যদি একটু সতর্কতার সাথে কাজ করি তাহলে হয়তো এধরনের আর ভুল হবেনা।TRX wallet হচ্ছে TRX-20 wallet কিন্তু অনেক সময় আমরা ERC-20 wallet ভেবে দিয়ে থাকি আমরা যদি একটু বুঝেশুনে করি তাহলে হয়তো এ ধরনের ভুল আর হবে না। সামান্য একটি ভুলের কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেক ডলার আমরা হারিয়ে ফেলেছি তাই যেকোনো কিছু ফিলাপ করার আগে পুনরায় দেখে নেওয়াটাই ভালো এতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদিও কিছুটা ভুল হয় পরে সংশোধন করা যায়।
-
Erc-20 ওয়ালেট হচ্ছে ইথেরিয়াম ওয়ালেট। যেখানে বর্তমানে erc-20 ওয়ালেট এ সবচেয়ে বেশি গ্যাস ফ্রি লাগে। অন্যদিকে trc-20 ওয়ালেট হচ্ছে টিথার। যেখানে আপনি টিয়ারেক্স মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। বর্তমানে সবচেয়ে বেশি মানুষ এখন trc-20 ওয়ালেট এর দিকে বেশি ঝুঁকে পড়ছে।