Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on January 17, 2021, 05:21:37 AM

Title: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Malam90 on January 17, 2021, 05:21:37 AM
২০২০ সালের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হতে শুরু করে এবং ২০২০ এর শেষ অবধি অনেক ভালো ভাবে শেষ করেছে। এখন মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। আগের মত ধ্বসের টেনশন নেই। মার্কেট মোটামুটি পজিটিভ আচরণ করতেছে। ২০২১ সালের শুরুতেও মার্কেট ভালো দিয়ে শুরু হয়েছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে? আপনাদের ভোট ও মতামত জানাতে পারেন।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Monster5 on January 17, 2021, 10:05:45 AM
আমরা দেখেছি যে 2020 সালের আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই খারাপ ছিল।কিন্তু 2020 সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারও একটু ভালো হতে শুরু করেছিল এবং 2020 সালের শেষের দিকে এসে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হলো। বিশেষ করে 2021 সালের শুরুতেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সকল কিছুই দ্বিগুণ ভালো হতে চলেছে তাই আমি মনে করি ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো উন্নত হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Malam90 on January 19, 2021, 02:47:09 PM
আমরা দেখেছি যে 2020 সালের আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই খারাপ ছিল।কিন্তু 2020 সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারও একটু ভালো হতে শুরু করেছিল এবং 2020 সালের শেষের দিকে এসে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হলো। বিশেষ করে 2021 সালের শুরুতেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সকল কিছুই দ্বিগুণ ভালো হতে চলেছে তাই আমি মনে করি ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো উন্নত হবে।

হা, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের শুরু থেকে ভালো হতে শুরু করে এ ডিসেম্বরে বুম হয় যা এখনও সেই স্থানেই আছে মার্কেট। এটা ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো। যা ২০১৮ সালে ধ্বস শুরু হয়েছিলো সেটা এবার হয়নি মূলত বিনিয়োগকারীদের আস্থা থাকার কারণে এবং বিশ্বব্যাপী বিটকয়েন ও ক্রিপ্টোতে বিনিয়োগের চাহিদা বেড়ে যাওয়ার কারণে। তাই আমরা আশা করতে পারি ২০২১ সালটা ২০২০ সালের তুলনায় ভালো হতে পারে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Mj joy on January 19, 2021, 05:31:56 PM
২০২০ সালের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হতে শুরু করে এবং ২০২০ এর শেষ অবধি অনেক ভালো ভাবে শেষ করেছে। এখন মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। আগের মত ধ্বসের টেনশন নেই। মার্কেট মোটামুটি পজিটিভ আচরণ করতেছে। ২০২১ সালের শুরুতেও মার্কেট ভালো দিয়ে শুরু হয়েছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে? আপনাদের ভোট ও মতামত জানাতে পারেন।
ভাই আমি একদম নতুন তবে সিনিয়র ভাইদের কাছথেকে যা জানতে পেরেছি ২০২১ সালের শুরুতেই যেরকম কাজ শুরু হয়েছে তাতে আমার মনে হয় ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কাজ অনেক ভালো হবে এবং আমরাও অনেক বেশি উপক্রিত হব।ধন্যবাদ আপনাকে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Mahindra on January 19, 2021, 10:23:19 PM
আমার মনে হয় 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি গুলো আরো উন্নত হবে। বিশেষ করে বিটকয়েন সহ অন্যান্য কারেন্সি গুলো অনেক এগিয়ে গেছে। 2021 সালে সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি জগতে উন্নত হতে চলেছে। তাই আমি মনে করি 2021 সালে ক্রিপ্টোকারেন্সি আরো ভালো হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: NANCY on January 23, 2021, 08:16:49 AM
2020 সালের তুলনায় 2021 সাল ক্রিপ্টোকারেন্সি অনেকটাই ভালো হবে বলে আশা করা যাচ্ছে কারণ 2020 সালে যেরকম বিটকয়েন ছিল তারচেয়ে 2021 সালে অনেকটাই এগিয়ে গিয়েছে আশা করি 2021 সালে এটি অনেকটাই বৃদ্ধি পাবে। ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Najmul on January 23, 2021, 08:23:03 AM
2020 সালের চেয়ে 2021 সালের ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি পরিমান ভালো হতে পারে। কারণ 2020 এর শুরুতে ক্রিপ্টোকারেন্সির দাম অনেক ডাম্প ছিল কিন্তু 2021 পড়তে না পড়তেই এর দাম পাম্প হওয়া শুরু করেছে। তাই বোঝা যায় যে ক্রিপ্টোকারেন্সির মার্কেট এর দাম 2020 এর চেয়ে 2021 সালে অনেক পরিমান পাম্প হয়েছে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Micky on January 23, 2021, 09:10:51 AM
আমার মনে হচ্ছে 2020 সালের তুলনায় 2021 সালের ক্রিপ্টোকারেন্সি বাজার অনেকটাই উন্নতি হবে। কারণ 2021 সালের শুরুতেই বিটকয়েন এবং ইথিরিয়াম নতুন নতুন রেকর্ড তৈরি করেছে। পুরনো সব রেকর্ড ভেঙে ফেলেছে। বিটকয়েন ইথেরিয়াম এর সাথে সাথে অন্য অন্য সব এ লোট কয়েন গুলোর দাম বৃদ্ধি পেয়েছিল। তাই আমি মনে করি 2021 সালের ক্রিপ্টোকারেন্সি বাজার অনেকটাই ভালো হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Malam90 on January 24, 2021, 01:40:10 PM
উষাই দিবসের প্রতিচ্ছবি বলে একটা কথা আছে। নতুন বছরটা শুরু হয়েছে মার্কেটের ভালো আচরণ দিয়ে। আগে দেখা যেতো দাম বাড়লে সব বাড়ে, কমলে সব কমে, এখন সেখান থেকে অনেকটা দায়িত্বশীল আচরণ করছে যা খুবই ভালো। ২০২১ সালটা সবার জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আমাদের সকলের প্রত্যাশা।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: salukhe on January 24, 2021, 01:45:42 PM
২০২০ সালের তুলনায় ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অনেক অনেক ভালো দেখা যাচ্ছে। বছরের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট পজিটিভ আচরণ করছে। ২০২১ সালের শুরুতেই আমরা যেমনটা দেখতে পারছি মার্কেটের অবস্থা যদি তেমনটাই থাকে তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যারা কাজ করেন তাদের জন্য অনেকটাই মঙ্গলময়। দেখা যাক ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আর কতটা পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাল্টে যায়।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Azharul on January 24, 2021, 02:52:22 PM
2020 সালের আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই খারাপ ছিল।কিন্তু 2020 সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটু ভালো হতে শুরু করেছিল এবং 2020 সালের শেষের দিকে এসে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হলো। আবার 2021 সালের শুরুতে এ মার্কেটের সকল কিছুই দ্বিগুণ ভালো হতে চলেছে,তাই আমি মনে করি ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো সফল হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Azharul on January 30, 2021, 06:00:36 PM
 2020 সালের তুলনায় 2021 সালের ক্রিপ্টোকারেন্সি বাজার আগের থেকে অনেক ভালো হবে বলে আমরা আশা করি। কারণ 2020সাল এর আগে এর বাজার মূল্য অনেক কম ছিলো।কিন্তু বর্তমান সময়ে এর দাম তার থেকে অনেক বেশি।2021 সালের মাঝেই আশা করা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট দ্বিগুণ ভালো ভাবে চলতে শুরু করেছে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Ronald on January 30, 2021, 07:04:52 PM
ভোটে দেখা যাচ্ছে যে 2020 সালের চেয়ে 2021 সালের ক্রিপ্টোকারেন্সি ভাল হবে। এবছরের শুরুতেই আমরা দেখছি যে বিভিন্ন কয়েনের দাম অনেক বেড়ে গেছে সেই সাথে অন্যান্য কেয়েনেরও অনেক দাম বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি এই 2021 সাল হবে ক্রিপ্টো জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বছর।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Acifix on January 31, 2021, 05:45:06 AM
আমার মনে হয় 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি ভালো হবে। কারণ2020 সালে ক্রিপ্টোকারেন্সি একটু ভালো হতে চলছিল। কিন্তুু 2020 সালের শেষে আরেকটু ভালো ছিল। 2021 সালে ক্রিপ্টোকারেন্সি দ্বিগুণ হবে বলে আশা করা যায়।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: salukhe on January 31, 2021, 05:57:59 AM
2020 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেরকম ছিল 2021 সালের প্রথম অবস্থায়ী অনেকটা পরিবর্তন দেখতে পেয়েছি আমরা। 2020 সালের তুলনায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই উন্নতির দিকে। সুতরাং তাই বলা যায় যে 2020 সালের তুলনায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট2021 সালে আরো অনেক উন্নতির দিকে নিয়ে যাবে। 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। 2021 সালে বিটকয়েন এর রেকর্ড ভেঙে বিটকয়েনে আবার নতুন করে রেকর্ড করেছেন।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Acifix on February 06, 2021, 02:53:16 PM
 2020 সাল কি প্রকারের যে যে অবস্থা ছিল 2021 সালে তার অনেকটাই পরিবর্তন দেখতে পেয়েছি।। 2020 সাল বিটকয়েন একটু উন্নতির  দিকে যাচ্ছিল।। 2021 সালে ক্রিপ্টোকারেন্সি আরও উন্নতির দিকে যাবে ।। সুতরাং 2020 সালের তুলনায় 2021 সালে আর উন্নতি হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Bony11 on February 06, 2021, 03:50:19 PM
এটা নিঃসন্দেহে বলতে পারি যে 2020 সালের থেকে 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অনেক ভালো স্থানে পৌঁছেছে। 2020 সালের শেষের দিকে যেসব কয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।সেসব কয়েন 2021 সালের শুরুতে এসে তার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আশা করি  2021 সালের শেষ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি অগ্রগতি বজায় থাকবে। 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করবে আমি মনে করি। 2021 সালের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো একটি সময় অতিবাহিত করবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: sky20 on February 06, 2021, 04:02:14 PM
আমার মনে হচ্ছে যে 2021 সাল অন্য যে কোন বছরের চেয়ে ভাল হবে। ক্রিপ্টো কারেন্সির ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে মার্কেট এখন পজিটিভ থাকবে। আমি মনে করছি যে এই সালের পর থেকে ক্রিপ্টোকারেন্সি আরও বেড়ে যাবে মোট কথায় এটি প্রত্যকটি মানুষের দ্বারে পৌছে যাবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Raayan on February 07, 2021, 11:01:37 AM
2020 সালের তুলনায় 2021 সাল ক্রিপ্টোকারেন্সি জন্য কেমন হবে তা কখনই বলা সম্ভব নয়। কারণ কিপটো কারেন্সি জগত এক সময় খুব ভালো থাকবে আবার এক সময় খুব খারাপ অবস্থায় থাকে এটাই নিয়ম। তবে আশা রাখি যেন 2021 সালে ক্রিপ্টোকারেন্সি জগত 2020 সালের চেয়ে অনেক ভালো হয়।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Riddi on February 07, 2021, 12:20:00 PM
2020 সালের তুলনায় 2021 সাল কিন্তু তার জন্য অনেক ভালো একটি সময় 2020 সাল থেকে 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবস্থা অনেক ভালো। 2020 সালে যেসব কয়েনের বাজারে যা দাম ছিল ।2021 সালে সেসব কয়েনের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যেমন বিটকয়েন এবং ইথিরিয়ামের ।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Apower$ on February 07, 2021, 12:34:42 PM
2020 সালের থেকে 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অনেক ভালো স্থানে পৌঁছেছে। 2020 সালের শেষের দিকে যেসব কয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছিল, 2021 সালের শুরুতেই শেষব কয়েনের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এবং আমি আশা করি 2021 সালের শেষ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেট সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: babu10 on February 07, 2021, 03:17:41 PM
২০২০ সালের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হতে শুরু করে এবং ২০২০ এর শেষ অবধি অনেক ভালো ভাবে শেষ করেছে। এখন মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। আগের মত ধ্বসের টেনশন নেই। মার্কেট মোটামুটি পজিটিভ আচরণ করতেছে। ২০২১ সালের শুরুতেও মার্কেট ভালো দিয়ে শুরু হয়েছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে? আপনাদের ভোট ও মতামত জানাতে পারেন।

যদিও এই মার্কেটের অবস্থা আগে থেকে এতবেশী অনুমান করা যায় না তারপরও বলব যেহেতু আগের চেয়ে বিটকযেনের জনপ্রিয়তা অনেক বেড়েছে সেই সাথে ইনভেস্টমেন্টও তাই সেহেতু আমি মনে করি 2021 সালটা বোধহয় আরো ভালো যাবে আমাদের সকলের এবং ইলেনমাস্কও তার ইঙ্গিত দিয়ে রাখল।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Pitter on February 07, 2021, 03:35:18 PM
আমরা সবাই আশা রাখি 2020 সালের চেয়ে 2021 সালে ক্রিপ্টোকারেন্সির অবস্থা অনেক ভাল হবে। বিটকয়েন এখন আর 30000 ডলারের নিচে নামবে কি না সেটি নিয়ে ডাউট আছে। তাছাড়া এটি বাড়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই সর্বপরি মার্কেট ভাল হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: AlviNess on February 07, 2021, 04:44:26 PM
আশা করছি 2020 সালের তুলনায় 2021 সাল হবে ক্রিপ্টোকারেন্সি জন্য আদর্শ একটি সাল। কারণ 2021 সালের শুরুর দিকেই বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ 2021 সালের শুরুর দিকে বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে প্রায় 45 হাজার ডলার স্পর্শ করেছিল। অর্থাৎ বাংলা একটি কথা সবাই বলে থাকে যে যে জিনিসটা শুরু শুভ হয় তার সারা বছর খুব ভালো কাটে। আশাকরছি বিটকয়েন এর ক্ষেত্রে এরকম কিছু অপেক্ষা করছে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: saidul2105 on February 07, 2021, 05:03:18 PM
২০২০ সালের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হতে শুরু করে এবং ২০২০ এর শেষ অবধি অনেক ভালো ভাবে শেষ করেছে। এখন মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। আগের মত ধ্বসের টেনশন নেই। মার্কেট মোটামুটি পজিটিভ আচরণ করতেছে। ২০২১ সালের শুরুতেও মার্কেট ভালো দিয়ে শুরু হয়েছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে? আপনাদের ভোট ও মতামত জানাতে পারেন।
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি যে, ২০২১ সাল আমাদের অনেক ভালো কিছু উপহার দিয়ে যাবে।  ইতোমধ্যে বিটকয়েন ও ইথেরিয়াম আমাদের  সকল রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়ে দেখিয়ে দিয়েছে যে ২০২১ সাল আমাদের জন্য খুবই শুভ একটি বছর।  আমি আশাবাদী যে ২০২১ সালের সামনের দিন গুলোতে ক্রিপ্টোকারেন্সি আমাদের আরও অনেক কিছু উপহার দেবে, যা হয়তো আমাদের কল্পনারও বাইরে।                                         
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Milon626 on March 06, 2021, 06:04:58 PM
ইতোমধ্যেই আমরা সবাই ২০২১ সালের ম্যাজিক রান দেখে ফেলেছি।  বিটকয়েন ৫০০০০ ডলারের উপরে এবং ইথেরিয়াম ২০০০ ডলারের উপরে অবস্থান করেছিলো যা ক্রিপ্টোকারেন্সির জীবনে সর্বশ্রেষ্ঠ রেকর্ড ।  ২০২০ সালের শেষের দিক থেকে ক্রিপ্টোকারেন্সির বাজারে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে যার ফলে আবারও সবাই আস্থা ফিরে পেতে শুরু করেছে।
আশা করি ২০২১ সাল আমাদের আরও অনেক কিছু উপহার দিয়ে যাবে।                                     
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Power420 on March 06, 2021, 06:07:05 PM
2020 সালের তুলনা করলে 2021 সালের ভাগ্য টা অনেক ভালো। কারণ যে 2021 সালে সব টোকেন এর দাম কিছু-না-কিছু পাম্প করেছে। যার কারণে 2021 সাল আমাদের জীবনের স্মরণীয় বছর।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: LazY on March 06, 2021, 06:11:04 PM
2020 সালের তুলনায় 2021 সালের ক্রিপ্টোকারেন্সি বাজার অনেকটাই ভালো।2021 সালের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি বাজার ভালো রকমের একটি পাম্পিং করেছে।যেখানে বিটকয়েন সহ অন্যান্য কয়েনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিটকয়েনের দাম যেখানে ছিল 15 হাজার ডলার সেখানে বিটকয়েনের দাম দাঁড়িয়েছে 58 হাজার ডলার। যেখানেই থ্রি আমের দাম ছিল 300 থেকে 400 ডলার সেখানে ইথেরিয়াম এর দাম হয়েছে পনেরশো থেকে 2000 ডলার।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Sonjoy on March 06, 2021, 06:15:57 PM
আমার কথাই ধরা যাক 2018 সাল থেকে আমি কাজ করা বাদ দিয়ে দিলাম 2020 এর শেষের দিকে এসে আমার মার্কেটের অবস্থা দেখে কাজে মনোযোগ দিয়েছি এরকম অনেক লোক আছে যারা কাজে মনোযোগ হারিয়ে ফেলেছিল পেমেন্ট না পাওয়ার কারণে সে ক্ষেত্রে আমি বলবো যে আমি অনেক ভুল করেছিলাম যদি তখন থেকে কাজ করতাম তাহলে আমার অবস্থা এরকম থাকত না আমি আরো অনেক অনেক অর্থ উপার্জন করতে পারতাম আপনারা যদি এখানে কাজ করবেন এবং বিরক্ত বোধ করবেন না
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Nylon301 on March 09, 2021, 04:19:45 AM
2020 সালের শেষের দিকে ক্রিপ্টোকারেন্সি দাম ভালো ছিল। 2021 সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি দাম আরো ভালো হবে। 2020 সালের তুলনায় 2021 সালে বিটকয়েনের দাম আরও উন্নতির দিকে যাবে। এটা আমি মনে করি।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Ronald on March 09, 2021, 06:08:32 AM
2020 সাল ক্রিপ্টোকা্রেন্সির জন্য যে খারাপ হয়েছে তা নয়। আমার কাছে 2020 টা মনে হয়েছিল যে ক্রি্প্টোর জন্যে সবচেয়ে ভাল একটি বছর কিন্তু বর্তমানে ক্রিপ্টোর অবস্থা দেখে এখন 2021 সাল আরও ভাল মনে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বছরের শেষে কি হয়।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: SobujAkash#8 on March 09, 2021, 06:16:29 AM
ধন্যবাদ আপনাকে এমন পোস্ট দেওয়ার জন্য, হ্যাঁ আমার মনে হয় 2020 সালে ক্রিপ্টোকারেন্সি যে মন খারাপ ছিল বর্তমানে 2021 সালে মনে হয় ভালো হবে। আমি আশা করি যে 2020 সালের চেয়ে 2021 সালে ক্রিপ্টোকারেন্সি এর অবস্থা ভালো হবে। এবং যারা যারা ক্রিপ্টোকারেন্সি অবগত আছেন তারা ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। কারণ 2021 সালের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি পাম্প যেরকম বৃদ্ধি পেয়েছে তখন মাঝখানে কি রকম বৃদ্ধি পাবে সেটা বুঝাই যাচ্ছে। আশা করি যে 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি ভালো উন্নতি হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Dark Knight on March 09, 2021, 06:45:49 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কখন কি ঘটে সেটা কারো পক্ষে বলা সম্ভব নয়। ক্রিপ্টো মার্কেটের বাজারদর সবসময় উঠানামা করে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট 2020 সালের শেষের দিক থেকে ভালো হতে শুরু করে। 2021 সালে এসে ক্রিপ্টোকারেন্সি সকল কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েনের দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অন্যান্য কয়েন যেমন;  BNB, LTC , Polkadot সহ আরো অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।BNB নামক এই কয়েনের দাম 244 ডলারের মত। তাই আমার মনে হয় যে 2020 সালের তুলনায় 2021 সাল ক্রিপ্টোকারেন্সি জন্য ভালো একটি বছর হতে চলেছে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Acifix on March 09, 2021, 07:23:01 AM
আমি মনে করিযে 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি  ভালো আরও উন্নতির দিকে যাবে। কারণ এখন বর্তমানে দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাজারে ক্রিপ্টোকারেন্সির দান অনেক ভালো। তাই ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি আরো ভালো হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Acifix on March 10, 2021, 07:09:36 AM
2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি আরো ভালো হবে। এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভালো দাম বাড়ছে। এভাবে যদি ক্রিপ্টোকারেন্সি দাম বাড়তে থাকে। তাহলে 2021 সালে আরো ভালো হবে। এটা আমি মনে করি।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Rothi roy on March 10, 2021, 07:11:04 AM
2020 সালের তুলনায় 2021 সাল ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো। 2020 সালের শেষের দিক থেকে অর্থাৎ 2021 সালের শুরুর দিক থেকে কয়েনের দাম গুলো প্রচুর ভাবে বেড়ে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সির মার্কেটের অবস্থা বর্তমানে খুবই ভালো। 2021 সালে শুরু থেকেই লক্ষ্য করা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি অবস্থা কতটা ভালো। শুরুর দিকেই যেহেতু কয়েনগুলোর দাম এত বেড়ে গেছে তাহলে বোঝাই যাচ্ছে 2021 সালটা  ক্রিপ্টোকারেন্সি এর অবস্থা কেমন থাকবে। উদাহরণ হিসেবে বিটকয়েনের কথায় বলা যায় 2020 সালে বিটকয়েনের দাম এত ছিল না কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম 53k$.
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: ExtraPoint on March 10, 2021, 07:15:48 AM
2021 সালে যেন ক্রিপ্টোকারেন্সি ভাগ্য একেবারে খুলে গেছে। 2021 সালে সবগুলো কয়েনের দাম বৃদ্ধি পেয়ে চলেছে। বিটকয়েন এবং ইথিরিয়াম করেন সহ সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।তাই বোঝা বা বলা যাচ্ছে যে 2020 সালের তুলনায় 2021 সাল ক্রিপ্টোকারেন্সি জন্য অত্যন্ত সুবিধাজনক একটি সাল হতে যাচ্ছে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Heron on March 10, 2021, 09:29:08 AM
আমি মনে করি 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক উন্নতির পথে। এটা সত্যি যে 2017 সালের পর যে মার্কেট ডাম্প করেছিল তা আবার 2020 সালে মার্কেট পাম্প হতে শুরু করে। এটা কেউ ধারণা করছিল না যে করোনাকালীন এই সময়ে মার্কেট এতটা উন্নতির পথে যাবে। কিন্তু সেটা হয়েছে। 2021 সালের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলার অতিক্রম করে কিন্তু তার আগে 500 থেকে 600 ডলার এর আশপাশে অবস্থান করে ইথেরিয়াম। বিটকয়েন ও 2021 সালে এসে অতীতের সব রেকর্ড ভেঙেছে এবং 50 হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। তাই আমি মনে করি 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটা উন্নতির পথে ধাবিত হচ্ছে এবং হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Goldlife on March 10, 2021, 09:33:38 AM
আমি মনে করি 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক উন্নতির পথে। এটা সত্যি যে 2017 সালের পর যে মার্কেট ডাম্প করেছিল তা আবার 2020 সালে মার্কেট পাম্প হতে শুরু করে। এটা কেউ ধারণা করছিল না যে করোনাকালীন এই সময়ে মার্কেট এতটা উন্নতির পথে যাবে। কিন্তু সেটা হয়েছে। 2021 সালের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলার অতিক্রম করে কিন্তু তার আগে 500 থেকে 600 ডলার এর আশপাশে অবস্থান করে ইথেরিয়াম। বিটকয়েন ও 2021 সালে এসে অতীতের সব রেকর্ড ভেঙেছে এবং 50 হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। তাই আমি মনে করি 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটা উন্নতির পথে ধাবিত হচ্ছে এবং হবে।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ 2017 সালের পর থেকে মার্কেটে যে অবস্থা ছিল তা থেকে সবাই আমরা আস্থা হারিয়ে ফেলেছিলাম কিন্তু 2020 সালে এসে মার্কেট দেখিয়ে দিল তা আলাদিনের চেরাগের মত হয়ে গিয়েছিল সবার জীবনে আমার জীবনে ঘটেছে আমি অনেক অনেক উন্নতি করতে পেরেছি কিন্তু মার্কেটে থেকে এবং ভবিষ্যতে আরও উন্নত করবো বলে আশা করি আপনারাও এখানে লিখুন এবং থেকে কাজ করে যান ধৈর্যের পরীক্ষা দিতে হয় এখানে আমরা ইতিমধ্যে
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Tubelight on March 20, 2021, 10:16:29 AM
আমার মনে হয় 2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ অনেক ভালো হবে।কারণ 2021 সালে শুরু হওয়ার প্রথম দিকে কিন্তু কিছু কিছু প্রজেক্ট সাক্সেস হওয়া শুরু করেছে। আশা করছি এই পুরা বছর বিভিন্ন প্রজেক্ট গুলো সাকসেসফুল হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: EKRA13 on March 20, 2021, 10:54:05 AM
2020 সালের শেষের দিকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হতে শুরু করে। এবং 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট 2017 সালের ন্যায় ভালো হতে শুরু করেছে। বর্তমানে প্রচুর পরিমাণে প্রজেক্ট সাকসেস হচ্ছে বিভিন্ন কয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বিটকয়েন এবং ইথিরিয়াম। বিটকয়েনের দাম বর্তমানে 60k ডলার এর উপরে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Acifix on March 21, 2021, 12:50:05 AM
2020 সালের তুলনায় 2021 সালে ক্রিপ্টোকারেন্সি এর দাম অনেক ভালো হবে। 2021 সালের কিছু কিছু প্রজেক্ট গুলো সাকসেস হচ্ছে। যার কারনে বলা যায় 2020 সালের অনুযায়ী 2021 সালে ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Laxmi Sharma on March 21, 2021, 04:32:01 AM
2020 সালের তুলনায় 2021 সাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক উন্নতির দিকে। 2021 সালের শুরু থেকেই ক্রিপ্টো মার্কেটে প্রায় প্রত্যেকটা কয়েনের দাম অধিক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। বিটকয়েন 60 হাজার ডলার অতিক্রম করেছে 2021 সালে এসে যেটা বিটকয়েন এর সর্বোচ্চ রেকর্ড। এবং ইথেরিয়ামও 2020 সালে 500 থেকে 600 ডলারের অবস্থান করছিল এবং 2021 সালের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলারের উপরে চলে যায়। তাই আমি মনে করি 2020 সালের তুলনায় 2021 সাল ক্রিপ্টো মার্কেট এর জন্য অনেক অগ্রগতির বছর হতে যাচ্ছে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: HeartBit143 on March 21, 2021, 05:49:52 AM
২০২০ সালের তুলনায় ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সির অবস্থা অনেক ভালো যাবে যার প্রমাণ ইতোমধ্যে আমরা পেয়েছি।  ইতোমধ্যে বিটকয়েন ও ইথেরিয়ামের দাম অনেক বেড়েছে যা এর আগে কখনো হয়নি।  তাছাড়া এখান বাউন্টি গুলোরও অবস্থা অনেক ভালো। বেশির ভাগ প্রজেক্টই এখন সাকসেস হচ্ছে যা আমাদের জন্য খুবই ভালো হচ্ছে।  তাই বলা চলে ২০২১ সাল আমাদের ভালো কিছু উপহার দিয়ে যাবে।                                         
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Fighter on March 21, 2021, 07:32:08 AM
২০২০ সালের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হতে শুরু করে এবং ২০২০ এর শেষ অবধি অনেক ভালো ভাবে শেষ করেছে। এখন মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। আগের মত ধ্বসের টেনশন নেই। মার্কেট মোটামুটি পজিটিভ আচরণ করতেছে। ২০২১ সালের শুরুতেও মার্কেট ভালো দিয়ে শুরু হয়েছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে? আপনাদের ভোট ও মতামত জানাতে পারেন।
2020 সালে কিন্তু সকল কয়েনের দাম বৃদ্ধি পায়নি। কিন্তু 2021 সালে এসেই সবগুলো কয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।এটি স্পষ্ট ভাবে বোঝা যায় 2021 সাল 2020 সালের তুলনায় ক্রিপ্টোকারেন্সি এর জন্য ভালো হবে।
Title: Re: ২০২০ সালের তুলনায় ২০২১ সাল ক্রিপ্টোকারেন্সির জন্য কেমন হবে?
Post by: Acifix on March 22, 2021, 02:54:49 AM
2020 সালের তুলনায় 2021 সালে  ক্রিপ্টোকারেন্সি দাম অনেক ভালো হবে।এখন আমার বর্তমান দেখতে পাচ্ছি যে  ইথিরিয়াম এর দাম অনেক বেড়ে চলছে। তাই মনে করি 2021 সালে ক্রিপ্টোকারেন্সি আরো ভালো হবে। এটা আমার থেকে আশা করা যায়।