Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: ranaprime on January 21, 2021, 07:09:20 PM

Title: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: ranaprime on January 21, 2021, 07:09:20 PM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Criminal on January 21, 2021, 09:43:34 PM
আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আমি আপনাকে বলব আপনি কিছু সংখ্যক বিটকয়েন বর্তমানে হোল্ড করে রাখতে পারেন।কারণ এখন পর্যন্ত যদি বিট কয়েনের মূল্য লক্ষ্য করি তাহলে দেখতে পাব বিখ্যাত একটি ভালো অবস্থানে আছে। অনেক সিনিয়র ভাইরা বিটকয়েন সম্পর্কে বলেছেন খুব শীঘ্রই বিট কয়েনের মূল্য 50 হাজার ডলার অতিক্রম করবে।তবে আপনি যদি এখন থেকে আরও সাত থেকে আট মাস আগে বিট কয়েন হোল্ড করতেন তাহলে সে ক্ষেত্রে আপনি বেশি লাভবান হতেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Mahindra on January 22, 2021, 02:35:00 AM
হ্যাঁ ভাই এটা আসলে ঠিক কথা বলেছেন আসলে এটা আমাদের সকলের ভাবার বিষয় বর্তমানে বিটকয়েনের দাম কিসের জন্য কমে গেল। বিটকয়েন 42 হাজার টাকা থেকে এখন 32 হাজার ডলার হয়েছে। তাই আমরা যারা বিটকয়েন হোল্ড করেছি তাদের ভবিষ্যৎ আমার মনে হয় ভাল হবে। বর্তমানে বিটকয়েনের দাম কমেছে তাই আমরা জারা হোল্ড করতে চাই তারা এখন বিটকয়েন কিনতে পারি। আমি বিশ্বাস করি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারো বৃদ্ধি পাবে এবং বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে। তাই বর্তমানে যারা বিট কয়েন হোল্ড করেছে অবশ্যই ভবিষ্যতে তারা ভালো রকম বেনিফিট পাবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Mj joy on January 22, 2021, 04:30:45 AM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
ভাই অনেকেই অনেক কিছু বলছে কেউ বলছে বিটকয়েন পাম করবে, কেউ বলছে ইথেরিয়াম আবার কেউ বলছে পলকাডট কোনটা বিশ্বাস করব। তবে আমি মনে করি সিনিয়র ভাইরা এই সমস্ত ব্যাপারে অনেক বেশি জানাশোনা তারা ভাল পরামর্শ দিতে পারবে।গতকালকে আমার এক সিনিয়র ভাই বললেন আমাকে যে ভাই টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে বিটকয়েন হোল্ড করে রাখ।তাই বলতে চাই বিটিআরসির চেয়ে বিটকয়েন হল্ড করলে আমার মনে হয় ভাল হবে। ধন্যবাদ আপনাকে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Markuri33 on January 22, 2021, 04:36:42 AM
বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস অনেকটা কমে গিয়েছে। যেভাবে বিটকয়েনের প্রাইস কমতেছে হয়তো আবারও 25 হাজার ডলারের মধ্যে নেমে আসবে।তাই কেউ যদি এখন বিটিসি হোল্ড করতে চায় তাহলে আমি বলব আর কিছু দিন দেখে নিয়ে তারপরে করুন যদি অনেকটা কমে যায় তাহলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে।কিন্তু বিটকয়েনের প্রাইস 30 থেকে 40 হাজার ডলারের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি আছে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: saidul2105 on January 22, 2021, 05:08:07 AM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।

ভাই বিটকয়েন কিছু দিন পাগলা ঘোড়ার মতো ছুটে চলে তা আবার থেমে গেছে।  ৪২০০০ ডলার হিট করার পর তা আবার ৩২০০০ ডলারে নেমে এসেছিলো।  কিন্তু তার পরপরই আবার একটু পাম্প করেছিলো।  এখনো এভাবেই দামের উঠা নামার মধ্যেই রয়েছে।  আমার মতে, বিটকয়েন এখন আর কিছু দিন হোল্ডে  রেখে দিতে পারেন।  তাতে হয়তো আপনি আর একটু বেশি মুনাফা পেতে পারেন।  তবে এটা সম্পূর্ণই আপনার ব্যাক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে।                             
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Trumpet on January 22, 2021, 06:49:30 AM
বর্তমানে বিট কয়েনের মূল্য আবার নিম্নমুখী হচ্ছে। আজকে বিট কয়েনের মূল্য 30 হাজার ডলারের নিচে নেমে আসছে। তাই আপনি যদি এখন বিটকয়েন হোল্ড করতে চান তাহলে আপনি বিট কয়েন হোল্ড করতে পারেন কারণ আগের তুলনায় বর্তমানে বিটকয়েন মূল্য অনেকটাই কম। কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি বিট কয়েনের মূল্য আবার বৃদ্ধি পাবে। তাই আপনি যদি দীর্ঘ টাইম হোল্ড করতে চান বা করেন তাহলে আপনি সে ক্ষেত্রে ভাল প্রফিট পেতে পারেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Tunir Baap on January 22, 2021, 07:04:33 AM
বিটকয়েন ওল্ড করাটা নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর।আমরা হয়তো আপনাকে বলতে পারব যে বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক। কিন্তু হল্ড করার মত সৎ সাহস আপনার নিজেকে নিতে হবে।বর্তমান সময়ে বিট কয়েনের মূল্য অনেকটাই কম তাই আপনি যদি এখন আপনার সামর্থ্য অনুযায়ী বিটিসি কিনে হোল্ড করতে পারেন তাহলে আপনি সে ক্ষেত্রে ভালো কিছু পেতে পারেন ।কিন্তু আপনাকে অবশ্যই রিস্ক নিয়ে বিটিসি হোল্ড করতে হবে কারণ ভবিষ্যতে এর দাম আবার কমতেও পারে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Najmul on January 22, 2021, 03:26:40 PM
আমার জানামতে বিট কয়েনের মূল্য এখন বর্তমান 34 হাজার ডলারের মতো আসছে। কিন্তু বিটকয়েনের দাম এখানেই থেমে থাকবে না সর্বোচ্চ প্রায় 50 হাজার ডলারের মত দাম হওয়ার সম্ভাবনা আছে তাই এখন সেল না দিয়ে হোল্ড করে রাখা উচিত।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Sasa on January 22, 2021, 03:46:29 PM
আসলেই বিটকয়েন এর দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছিল কিছুদিন আগে। বর্তমানে বিটকয়েনের দাম সেই তুলনায় অনেক কম। হ্যাঁ যারা বিটকয়েন আবারো হোল্ড করে রেখেছেন তাদের বিষয়টা একটু ভাবা উচিত। হ্যাঁ আমিও শুনেছি বিটকয়েনের দাম নাকি আরো দাম কমতে পারে।কিন্তু বিটকয়েন আপনি আরো কিছুদিন হোল্ড করে রাখবেন নাকি এখনই সেল করে দিবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Emon khan on January 22, 2021, 03:52:56 PM
: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক? এটা সম্পর্কে আমার কোন কিছু যানা নেই এই সম্পর্কে আমি কিছু বলতে পারি না যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Magepai on January 22, 2021, 04:21:53 PM
বর্তমানে বিটকয়েনের প্রাইস 29 হাজার ডলারে এসেছিল।কিন্তু এখন আবার কিন্তু 32 হাজার ডলারের উপরে অবস্থান করছে বিটকয়েনের প্রাইস।এখন আবার যেভাবে বিটকয়েনের প্রাইস উপর দিকে যাচ্ছে হয়তো এবার বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার অতিক্রম করবে। তাই আমি বলব কি এখনো বিটকয়েনের প্রাইস অনেকটা কম রয়েছে তাই কারো যদি হোল্ড করার ইচ্ছে থাকে এখনো করতে পারেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Mental on January 22, 2021, 06:00:43 PM
সিনিয়র ভাই আপনি বিটিসি হোল্ড করে রাখলে অবশ্যই পরবর্তীতে ভালো কিছু পাবেন। কারণ হচ্ছে বিটিসি এমন একটি কয়েন যে কয়েন বৃদ্ধি পাওয়ার সময় পাগলা ঘোড়ার মতো দৌড়ায়।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: NANCY on January 23, 2021, 04:58:19 AM
বর্তমান সময়ে বিটকয়েনের দাম অনেকটাই কমে গিয়েছে ।2020 সালের মাঝামাঝি 16 হাজার ডলারের কাছে গিয়েছিল আবার সেটা 2020 সালের শেষের দিকে 29 হাজার ডলারের কাছে এসেছিল। বর্তমান সময়ে কয়েনের দাম নিম্নমান হয়ে গেছে। বর্তমান সময়ে বিটিসি হল করা কতটা যৌক্তিক যদি কোনো সিনিয়র ভাই থাকেন একটু বলবেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: salukhe on January 23, 2021, 05:10:15 AM
বিটকয়েন কিছুদিন ঝড়ের মত দাম বাড়তে শুরু করেছিল। কিন্তু এখন অনেকটাই কম দেখা যাচ্ছে। বিটকয়েন 16000$ থেকে 42000$  এ পৌঁছে ছিল। কিন্তু বিটকয়েন এর বর্তমান দাম 32000$ । বিটকয়েন মার্কেট সম্পর্কে তেমন সঠিকভাবে এখন কেউ বলতে পারবেনা যে বিটকয়েনের দাম কমবে না বাড়বে। যারা হোল্ড করে রেখেছেন তারা আরো কিছুদিন দেখতে পারেন যে বিটকয়েন মার্কেটের অবস্থা কেমন হয়। যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তাহলে আপনাদের জন্য মঙ্গলময়। আর যদি কোন কারনে এর দাম কমতে থাকে তাহলে আপনাদের অনেক ক্ষতি হতে পারে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Tubelight on March 22, 2021, 07:07:41 AM
বর্তমান সময়ে বিট কয়েন হোল্ড করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ ক্রিপ্টোকারেন্সি যত কয়েন রয়েছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে বিটকয়েনের দাম।তাই এখন যদি আপনি বিটকয়েন হোল্ড করেন তাহলে আমি মনে করি ভবিষ্যতে আপনি ভালো রকমের প্রফেট পাবেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Fighter on March 22, 2021, 07:31:02 AM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
ভাই যাদের সামর্থ্য আছে তারা বিটকয়েন কিনে হোল্ড করতে পারবে। কিন্তু আমার আপনার মত ক্ষুদ্র ইউজারদের বিটকয়েন কিনে হোল্ড করা সম্ভব নয়।কিন্তু যাদের কাছে বিটকয়েন আছে তারা হোল্ড করতে পারেন কারণ বিটকয়েনের প্রাইস অনেক উর্ধ্বগতি সম্পন্ন এখন। যারা বিটকয়েন আগে থেকেই হোল্ড করে রেখেছিল তারা কিন্তু কোটিপতি হয়ে গেছে ।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Azharul on April 01, 2021, 01:16:58 PM
ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে বেশি জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন।বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে দিনের পর দিন বিটকয়েনের দাম বেড়ে যাচ্ছে।সেকারণে বিটকয়েন হোল্ড করে রেখে অনেকে কোটিপতি হয়ে গেছেন।তাই আমি মনে করি আমরাও বিটকয়েন হোল্ড করে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো।তাই আমি মনে করি বর্তমান সময়ে বিটকয়েন হোল্ড করা খুবই যু্তিসঙ্গত।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Cristiano on April 01, 2021, 01:59:04 PM
বর্তমানে বিট কয়েন হোল্ড করা আমি 100% এর মধ্যে 90% হোল্ড করা সাপোর্ট করি। আমি মনে করি বর্তমানে সবচেয়ে বেশির ভাগ প্রফিট কয়েন হোল্ড করে রেখে আনা সম্ভব। আপনি যদি একজন বড় ইনভেস্টর এবং হোল্ডার হন তাহলে আপনি বেশকিছু পরিমাণের বিটকয়েন কিনে রাখুন। কারণ বিগত বছরগুলো যদি পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করা যায় তাহলে দেখতে পাবেন বিটকয়েনের দাম অনেকটা নিম্নমাত্রায় ছিল। হঠাৎ করেই কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম এত উচ্চমাত্রায় উঠে গিয়েছে। আপনি হয়তো ভাবছেন এখন বিটকয়েন কিনে রাখলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। যদি এটি ভেবে থাকেন তাহলে আমি বলবো না।কারণ বর্তমানে পুরো ক্রিপ্টোকারেন্সি বাজারের 67% ডমিনেন্স বিটকয়েনের। বিটকয়েনের দাম কখনো বড় রকমের ডাম্পিং করে বেশিদিন থাকে না।2017 সালে যারা বিটকয়েন কিনে রেখেছিল তারাও হয়তো ভেবেছিল বিটকয়েন মনে হয় এর বেশি আর বৃদ্ধি পাবে না। কিন্তু বিটকয়েনের দাম ঠিকই বৃদ্ধি পেয়েছে।আপনি যদি বর্তমানে ভেবে থাকেন বিটকয়েনের দাম এর চেয়ে বেশি বৃদ্ধি পাবে না তাহলে ভুল।কারণ বিটকয়েনের দাম অবশ্যই সামনে আরো বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি বর্তমানে বিট কয়েন হোল্ড করার সবচেয়ে বড়  প্রফিট আনা সম্ভব।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Rafiq on April 01, 2021, 02:24:06 PM
ক্রিপ্টোজগতে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্থ মুদ্রা হলো বিটকয়েন। বর্তমানে পুরো ক্রিপ্টোকারেন্সি বাজারের প্রায়  60% ডমিনেন্স বিটকয়েনের। বাজারের অতীত বিশ্লেষণে দেখা যায় বিটকয়েনে বিনিয়োগ করে বেশী মুনাফা অর্জন করা সম্ভব। বিটকয়েনের দামের ডাম্পিং পজিশন দীর্ঘস্থায়ী হয় না। ২০১৭-২০১৮ সালে যারা বিটকয়েনে বিনিয়োগকরে ক্ষতিগ্রস্থ হয়ে ছিলেন তারাও এখন লাভবান হয়েছেন। আমার বিশ্বাস এখনো যারা বিটকয়েনে বিনিয়োগ করবেন তারাও ক্ষতিগ্রস্থ হবেন না। কাজেই যদি  সামর্থ্য থাকে তাহলে এখনো বিটকয়েনে বিনিয়োগ করে হোল্ড করতে পারেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Linda78 on April 01, 2021, 02:59:24 PM
এক সময় বিট কয়েনের মূল্য ছিল 30 হাজার ডলার কিন্তু 2021 সালে এসে 1 বিটকয়েন এর দাগ দিয়ে দাঁড়ায় 59 হাজার ডলার। তা থেকে আমরা বুঝতে পারছি যে বিটকয়েন এর মূল্য আরো বহু দূরে গিয়ে পৌঁছাবে। ক্রিপ্টোকারেন্সি তে যার মূল্য এতটাই বেশি। সকল কয়েনের  রাজা হচ্ছে বিটকয়েন। এই কয়েনটি সারা বিশ্বজুড়ে রাজত্ব করে আসছে। তবে একটা কথা সবারে মাথায় রাখতে হবে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ করে না। অবশেষে আমরা বুঝতে পারলাম যে বিটকয়েন কে আমরা করতে পারি। আমার কাছে এটাই মতামত আমরা নিশ্চিন্তায় বিটকয়েন হোল্ড করতে পারি।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Goldlife on April 01, 2021, 03:14:39 PM
বর্তমানে যদি আপনি বিডিসি হোল্ড করতে চান তাহলে কিন্তু আপনাকে করো কঠিন একটি রিস্ক নিতে হবে তা না হলে কিন্তু আপনারই করতে পারবে নাকো যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে আপনি করতে পারেন অল্প কিছুদিনের ভিতরেই এর দাম আরো বাড়বে সে ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন ধন্যবাদ
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Rubel007 on April 02, 2021, 12:48:36 AM
বিটিসির দাম বাড়ছে এবং তা অব্যাহত থাকবে। তবে যারা বিটির দাম 2020 সালের দিকে দেখেছেন তাদের জন্য এখানে নতুন করে ইনভেস্টমেন্ট একটি হলেও কষ্টদায়ক। এত কম ছিল যা এখন অনেক বেশি।তবে িএখানে ইনভেস্ট করা আগের তুলনায় একটু রিস্কি বিশেষ করে যারা ছোট ইনভেস্টর।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Casual on April 02, 2021, 01:51:05 AM
আমার বিশ্বাস অবশ্যই ভবিষ্যতে বিটিসি এর প্রাইস অনেক বৃদ্ধি পাবে। এখন যেভাবে বিটকয়েন প্রাইস বেড়েছে বা এখন বৃদ্ধি পেয়েছে হয়তো 70 হাজার ডলার পেরিয়ে যেতে সময় লাগবে না খুব একটা। তাই আমি বলবো বিটিসি হোল্ড করে রাখলে অনেক লাভবান হতে পারবেন। তাই বিটিসি হোল্ড করাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে বর্তমান সময়ে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Dark Knight on April 02, 2021, 04:51:30 AM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
বিট কয়েন হোল্ড করাটা এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যার কাছে এখন বিটকয়েন আছে সেতো মিলিয়নিয়ার হয়ে গেছে ইতিমধ্যেই। বর্তমান সময়ে বিটকয়েনের দাম যেরকম ভাবে রকেট গতিতে বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে আমার মনে হয় বর্তমান সময়ে বিটিসি হোল্ড করাটা সম্পূর্ণ যৌক্তিক। যাদের কাছে আছে তারা হোল্ড করে রাখুন। অনেক লাভবান হবেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Jan on April 02, 2021, 04:59:53 AM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
হ্যাঁ ভাই 2020 সালে বিটকয়েনের প্রাইস যে রকম অবস্থায় ছিল 2021 সালের শুরুর দিকে তা অনেক বৃদ্ধি পেয়েছে তারপর 2,1 মাস যাবার পর এর দাম অনেকাংশে রূপান্তরিত হয়েছে। তবে এখন বিটকয়েনের বাজারটা লক্ষ করলে দেখা যায় প্রায় 60 এর কাছাকাছি তাছাড়া ক্রিপ্টোকারেন্সি 2021 সাল জুরে বিটকয়েন এর প্রাইস টা খুব ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই নিঃসন্দেহে বলা যায় বিটকয়েন এর উপর অবশ্যই বিনিয়োগ করা ভালো হবে ।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: sakib.bro on April 02, 2021, 02:55:56 PM
বর্তমান পরিস্থিতিতে বিটকয়েন ধরে রাখা অস্বাভাবিক কিছু নয় অদূর ভবিষ্যতে বিটকয়েনের দাম আরও বেড়ে যাবে এবং এই বিটকয়েন দিয়ে পরবর্তী ভবিষ্যতে সব কাগজি মুদ্রার মান বেড়ে যাবে
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: sky01 on April 03, 2021, 06:32:53 AM

Activity: 847
points:
11761
Karma: 32
░H░E░A░R░T 🥀 ░A░T░T░U░D░E░🥀░
Trade Count: (0)
Referrals: 0
Last Active: Today at 04:20:03 am
View Profile Email Personal Message (Offline)

Total Badges: 14
Badges: (View All)
Search Poll Voter 500 Posts

Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
« Reply #2 on: January 22, 2021, 02:35:00 am »
Quote
হ্যাঁ ভাই এটা আসলে ঠিক কথা বলেছেন আসলে এটা আমাদের সকলের ভাবার বিষয় বর্তমানে বিটকয়েনের দাম কিসের জন্য কমে গেল। বিটকয়েন 42 হাজার টাকা থেকে এখন 32 হাজার ডলার হয়েছে। তাই আমরা যারা বিটকয়েন হোল্ড করেছি তাদের ভবিষ্যৎ আমার মনে হয় ভাল হবে। বর্তমানে বিটকয়েনের দাম কমেছে তাই আমরা জারা হোল্ড করতে চাই তারা এখন বিটকয়েন কিনতে পারি। আমি বিশ্বাস করি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারো বৃদ্ধি পাবে এবং বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Rothi roy on April 03, 2021, 08:48:50 AM
বর্তমান সময়ের সবথেকে লাভজনক মুদ্রা হচ্ছে বিটকয়েন। আপনি যদি নিজের কাছে বিটিসি হোল্ড করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আরো এর মূল্য বৃদ্ধি পাবে। কারণ বিটকয়েন বছরের শুরুটা অনেক সুন্দর ভাবে করেছে ।আমার মনে হয় বছরের শেষে এ বিট কয়েনের মূল্য আকাশছোঁয়া হয়ে যাবে। তাই যাদের কাছে বিটকয়েন আছে তারা নিজের কাছে হোল্ড করে রাখুন এবং যাদের সামর্থ্য আছে তারা এই বিটকয়েন এর উপর বিনিয়োগ করতে পারেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Fariwala on April 03, 2021, 12:19:33 PM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
এই ব্যাপারে কিন্তু আমি অনেক আগে থেকে সবাইকে বলেছিলাম যে আর হয়তো কিছুদিনের মধ্যেই কিন্তু বিটকয়েন অনেক দূর পর্যন্ত যাবে করে সার্থক 2000 ডলার কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু বিটকয়েন 60 হাজার ডলারের মাইলফলক কিন্তু স্পর্শ করেছে
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Fariwala on April 03, 2021, 12:21:18 PM
হ্যাঁ এটা নিঃসন্দেহে অনেক একটি সত্য ঘটনা আপনাদের চোখের সামনে কিন্তু এটি করতে যাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে বিটকয়েন কতটা দাম বৃদ্ধি পেয়েছে এবং কতদূর পর্যন্ত পৌঁছে গেছে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো 70 হাজার ডলার কিনতে যাবে তাই আপনি যদি হতে চান করতে পারেন আমি অবশ্য অবশ্যই বলব যে ভোল্ট কারেন্ট এবং আপনারা কিন্তু অবশ্যই পাবেন ধন্যবাদ
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: bmw1 on April 03, 2021, 12:54:55 PM
 বর্তমান সময়ে বিটকয়েন হোল্ড করা উত্তম কেননা,বিটকয়েন হলো কয়েনের মধ্যে সবচেয়ে  জনপ্রিয় টোকেন। এবং এই বিটকয়েন মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে তাই এ সম্বন্ধে কিছু যুক্তি দেয়া হলো যেমন বিটকয়েন এ হোল্ড করতে চান তাহলে অবশ্যই বিটকয়েন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কখন এই বিটকয়েন এর দাম বাড়ছে এবং দাম কমছে সেটা সব সময় লক্ষ্য রাখতে হবে। যেমন কিছুদিন আগে দেখা গেছে বিটকয়েন 60000 + দাম উঠেছিল। তারপর দেখা গেছে আবার বিটকয়েনের দাম কমে গেছে ভালোভাবে দেখে নিয়ে বিট কয়েনের হোল্ড করবে তাতে আপনার উন্নতি হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Tepona on April 03, 2021, 07:54:41 PM
আমি মনে করি বর্তমানে বিট কয়েন বিক্রি করে দেওয়া উচিত। কেননা বিটকয়েনের দাম সর্বোচ্চ উঠেছে। তাই যাদের কাছে বিটকয়েন রয়েছে তারা বর্তমানে বিক্রি করে ইউএসডিটি করে রাখুন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Angel julian on April 04, 2021, 08:36:46 AM
বর্তমান সময়ে বিটকয়েন হল করা উত্তম কেননা বিটকয়েন হল কয়েনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় করেন। এ ব্যাপারে কিন্তু আমি অনেক আগেই থেকে সবাইকে বলছিলাম যে আর হয়তো কিছুদিনের মধ্যেই অনেকদূর পর্যন্ত এগিয়ে যাবে। এটি দিন দিন বেড়ে চলেছে।সুমাইয়া অনেক যুবক-যুবতী নীতির উপর কাজ করতেছে এবং বিটকয়েনের ওপর পূর্ণ আস্থা আছে।কোন বিটকয়েনের দাম প্রায় 60 হাজার ডলারের মত এটি আরো বৃদ্ধি পাবে তাই বর্তমান সময়ে ওল্ড করা আমার পক্ষে ভালো মনে হয়।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Riddi on April 04, 2021, 10:21:50 AM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
এই  ফোরামে আমি একজন নতুন ইউজার । বিটকয়েন  বা বিটিসি হোল্ড সম্পর্কেে আমার কোন ভাল ধারণা নেই।আমি বর্তমানে  বাউন্টি হান্টার হিসেবে কাজ করতেছি।আশা করি ভবিষ্যতে সিনিয়র ভাইদের দেখানো পথে চলে এবং তাদের আদেশ-নিষেধ মেনে ভবিষ্যতে হোল্ড সম্পর্কে জ্ঞান অর্জন  করতে পারব। আমার আশা আছে ভবিষ্যতে আমি হোল্ড এবং ট্রেন্ড নিয়ে কাজ করবো।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Triedboy on April 04, 2021, 10:39:22 AM
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে দেখছি বৃদ্ধি পাচ্ছে আবার হঠাৎ করেই অনেক ডাম্পিং করছে। বিটকয়েনের প্রাইস এভাবে উঠানামা করছে যে কারণে সঠিক করে বলা যাচ্ছে কেন প্রাইস কতটা বৃদ্ধি পাবে বা কমে যাবে। তার পরেও ধারণা করা যাচ্ছে বিটকয়েনের প্রাইস 75 হাজার ডলার ছাড়িয়ে যাবে। তাই আমি মনে করি যাদের কাছে বিটকয়েন রয়েছে বেশি পরিমাণে তারা যেন অর্ধেকটা বিক্রি করে দেয় আর অর্ধেকটা হোল্ড করে রেখে দেয়।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Goldlife on April 04, 2021, 11:20:13 AM
আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আমি আপনাকে বলব আপনি কিছু সংখ্যক বিটকয়েন বর্তমানে হোল্ড করে রাখতে পারেন।কারণ এখন পর্যন্ত যদি বিট কয়েনের মূল্য লক্ষ্য করি তাহলে দেখতে পাব বিখ্যাত একটি ভালো অবস্থানে আছে। অনেক সিনিয়র ভাইরা বিটকয়েন সম্পর্কে বলেছেন খুব শীঘ্রই বিট কয়েনের মূল্য 50 হাজার ডলার অতিক্রম করবে।তবে আপনি যদি এখন থেকে আরও সাত থেকে আট মাস আগে বিট কয়েন হোল্ড করতেন তাহলে সে ক্ষেত্রে আপনি বেশি লাভবান হতেন।
আমি আপনার সাথে একমত পোষণ করতেছি কারন আমার যদি এরকম এখন সামর্থ্য থাকতো তাহলে আমি কিন্তু হোল্ড করে রাখতাম বিটিসি আমি কিছু দিন আছে কিছুক্ষণ কিনে আমার গলার সব আটকে রেখেছি এজন্যই আমি এখন কিনতে পারতেছি না সো আপনারা যদি সামর্থ্য থাকে আপনার তাহলে অবশ্যই কিন্তু আপনি বিডিসি কিংবা কৃতকার্য জগতের সব দেখেশুনে ভালোভাবে বুঝে শুনে কয়েন গুলো দেখে আপনি করতে পারেন এতে করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে ভাল থাকবেন এবং সুস্থ সুন্দর পলিটি সম্পূর্ণ করতে আপনারা সবাই একসাথে কাজ করবেন এ প্রত্যাশায় সবাই মিলে যদি করি তাহলে কিন্তু আমরা আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: babu10 on April 04, 2021, 11:37:33 AM
মার্কেটের এখন যে অবস্থা, আমার মনে হয় যারা এখন বিটিসি হোল্ড রাখতেছেন তারা লাভবান হবেন নিশ্চই। কারণ ইতোমধ্যে করোনার ২য় ঢেউ এসে গেছে এবং সবাই আবার আগের মত ইনভেস্টমেন্ট শুরু করছে। তবে বিটিসি হোল্ড এখন অনেকটা মধ্যমানের হোল্ডারদের হাতের বাহিরে চলে গিয়েছে এখন শুধুমাত্র বড় বড় ইনভেস্টররাই এখানে আসতে পারবে এবং সামনে দাম উপর থেকে উপরে যাবে তাই যারা হোল্ড করতে চান তার অল্প পরিমান হলেও হোল্ড করতে পারেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Milon626 on April 04, 2021, 02:11:27 PM
আমরা এতো দিন বিটকয়েনের বুল রান দেখলাম যা বিটকয়েনকে ৬১০০০ ডলার হিট করার সুযোগ করে দিয়েছিল এবং আগের সকল রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়ারও সুনাম  অর্জন করেছে।  কিন্তু এখন আমার মনে হয় যে বিটকয়েনের দাম আর খুব বেশি পাম্প করবে না।  যদিও পাম্প করে তবে সেক্ষেত্রে হয়তো ৭০০০০-৭৫০০০ ডলারে গিয়ে পৌছবে।                                     
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Btceth01 on April 04, 2021, 11:46:07 PM
আপনি যদি হোল্ডিং করতে চান তাহলে বিটকয়েন থেকেও আরো ভাল ভাল কয়েন রয়েছে ওইগুলো কিনে হোল্ডিং করতে পারে। দেখা গেছে কিছু কিছু কয়েন একদম নিম্ন পর্যায় থেকে হাই পর্যায়ে উঠে গেছে। আপনি যদি ঐ সমস্ত কয়েন কিনে বিনিয়োগ করতেন তাহলে আপনাদের অনেক প্রফিট আসত। তবে বিটকয়েন কিনে বিনিয়োগ করতে পারি।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Tamsialu$$ on April 05, 2021, 04:26:56 AM
আমি মনে করি দুই মাসের মধ্যে বিটকয়েনের প্রাইস 70 হাজার ডলার হিট করবে।এজন্য অবশ্যই আপনারা বিটকয়েন হোল্ড করে রাখতে পারেন। এবং কেউ যদি হোল্ড এখনো না করতে পারেন কিছুটা অবশ্যই করতে পারেন আমি মনে করি বিটকয়েন দুই মাসের মধ্যেই 70 হাজার ডলারে হিট করবে। যদিও আমরা জানি রিস্ক আছে তারপরেও এসময় হোল্ড করতে পারলে অবশ্যই দুই মাসের মধ্যে অনেক প্রফিট পাওয়া যাবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Irfan12@ on April 06, 2021, 08:37:13 AM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
ভাই সব কয়েনের দাম সব সময়ে ওঠানামা করে। তবে গত মাসে আমরা বিটকয়েনের দাম অনেকটা ওঠানামা করতে দেখেছি। বর্তমানে বিটকয়েনের দাম এতটা বেশি যে হোল্ড করে রাখা খুবই ঝুঁকিপূর্ণ। একবার যদি বড় ধরনের ডাম্পিং করে তাহলে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে হোল্ডারদের। সেজন্য হোল্ড করার আগে খুবই চিন্তা ভাবনা করে বিট কয়েন হোল্ড করে রাখা উচিত। অনেকের ধারণা করছে যে এক দুই মাসের মধ্যে বিটকয়েন আরো বড় ধরনের পাম্পিং করবে। এখন তাদের কাছে বিট কয়েন হোল্ড করা রয়েছে তাদের বলব আরো কিছুদিন হোল্ড করে রাখতে পারেন। বাকিটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি হোল্ড করবেন নাকি এখনই বিট কয়েন সেল করে দিবেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: babu10 on April 06, 2021, 09:02:07 AM
আপনি যদি হোল্ডিং করতে চান তাহলে বিটকয়েন থেকেও আরো ভাল ভাল কয়েন রয়েছে ওইগুলো কিনে হোল্ডিং করতে পারে। দেখা গেছে কিছু কিছু কয়েন একদম নিম্ন পর্যায় থেকে হাই পর্যায়ে উঠে গেছে। আপনি যদি ঐ সমস্ত কয়েন কিনে বিনিয়োগ করতেন তাহলে আপনাদের অনেক প্রফিট আসত। তবে বিটকয়েন কিনে বিনিয়োগ করতে পারি।

আসলে বর্তমানে কোন টোকেন যে কোথায় হিট করে সেটা বলা খুবই মুশকিল কারণ মার্কেট বুল রান এ আছে তাছাড়া এনএফটি, আইডিও কার্যক্রমও মার্কেটটাকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। তাই যেই টিম আইডিওতে অংশগ্রহণ করতেছে সেই টোকেনের দাম উর্দ্ধগতির এটা ধরে নেয়া যায়। তবে বিটকয়েনের কথা আলাদাভাবে বলতে হয় কারণ এটা হোল্ড করলে লস দেখিনা। আজকে না হয় কালকে এটা বাড়বেই যেটা আমার গত ৬ মাসে দেখেছি। মার্কেট কারেকশান হবার পরও বর্তমানে 60 হাজার ডলার এর কাছাকাছি আছে তাই এটাকে অবিশ্বাস করার কোন জো নাই।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Centus on April 06, 2021, 09:10:15 AM
রানা ভাই আপনি যদি বিক্রি করে থাকেন তাহলে হোল্ড করুন। কারণ 2021 সালের শেষ নাগাদ বাজারের অবস্থা ভালো থাকবে। তবে 2022 সালে বাজারের অবস্থা কোন দিকে যাবে সেটা সঠিক বলা মুশকিল। তাই আমি ভবিষ্যৎবাণী করতে চাই না তবে 2021 সালে বাজারের অবস্থা ভালো থাকবে তাই হোল্ড করুন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Ronald on April 07, 2021, 05:35:00 AM
বিটিসি ক্রয় করা কখন ঠিক বা ঠিক না তা বুঝা খুবই কঠিন। এর প্রাইস যেহেতু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে অনেকেরই এটি নিয়ে সংসয় থাকে তবে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন তারা কিন্তু থেমে নেই। ক্রমাগত বিনিয়োগ করেই যাচ্ছেন। কাজেই এটি আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Sayema on April 07, 2021, 06:13:05 AM
বিট কয়েনমার্কেট ক্যাপে প্রথম অবস্থানে আছে। বিটকয়েনের দাম 2020 সালের শেষের দিক থেকে বাড়তে শুরু করে। বিটকয়েনের দাম দিন দিন বেড়েই চলেছে। তাই বিটকয়েন হোল্ড করে রাখতে পারেন। কারণ বিটকয়েন হোল্ড করলে বিটকয়েন থেকে প্রচুর প্রফিট করতে পারবেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: SobujAkash#8 on April 07, 2021, 10:59:16 AM
পৃথিবীতে বিটকয়েন সবচেয়ে বেশি জনপ্রিয় কয়েন। বিটকয়েন পৃথিবীতে এক নম্বর স্থান দখল করে আছে। আর বিটকয়েনের মূল্য মার্কেটে সবচেয়ে বেশি। ধীরে ধীরে বিটকয়েনের দাম যেরকম বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমার মনে হয় বিটকয়েন কে বা বিটিসি কে হল্ড করা যৌক্তিক।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Angel julian on April 07, 2021, 01:56:40 PM
বর্তমানে বিটিসি এর দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর দাম সামনে আরো বাড়বে। এ বিটকয়েনের দাম হঠাৎ করে দেখা যায় অনেক বাড়ে আবার ডাম্প করে নিচে নেমে যায়। কারণ এটি যে শুধু বাড়বে তার কোনো মানে নেই এটি দাম কমতে পারে। মনে হয় যে জাতির কাছে বিটিসি আছে তারা অর্ধেক বিক্রি করে আর অর্ধেক হোল্ড করে রেখে দিলে তাদের পক্ষে ভালো হবে কারণ অর্ধেক দেখা যায় সেল দিলে তার কিছুটা প্রফেট থাকলো আবার যায় রেখে দিলে তা যদি দাম বাড়ে তাহলে তার কপাল আরো ভালো আরো উন্নত করতে পারবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Crypto_Somrat on April 07, 2021, 02:04:51 PM
বিটকয়েন এখন খুব ভালো অবস্থানে রয়েছে আবার বিটকয়েনের মুভমেন্টও ভালো মনে হচ্ছে, আশা করা যাচ্ছে বিটকয়েন এর প্রাইস আরো বাড়তে থাকবে কিন্তু তারপরেও যেহেতু ক্রিপ্টো মার্কেট সব সময় পরিবর্তনশীল, এখানে কখন কি হয়ে যায় বলা মুশকিল। মার্কেট ডাম্প করতেও সময় লাগে না। অতীতের তুলনায় বিটকয়েন যেহেতু এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সেহেতু এখন বিটকয়েন হোল্ড করে রেখে দেয়া একেবারে যুক্তিসংগত নয় বলে আমি মনে করি কারণ মার্কেট পরিবর্তনশীল।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Goldlife on April 07, 2021, 02:22:52 PM
বিটকয়েন কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এত অগ্রসর হয়ে গেছে পৃথিবীর আর কোন কয়েন কিনতে পারেনি ক্রিপ্টোকারেন্সি জগতের প্রচ্ছদ 100 ভাগের 75 ভাগই কিন্তু ক্রিপ্টোকারেন্সি দখল করে আছে তাই আমি বলব যে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে তাই আমি সবাইকে সাজেস্ট করব যে যারা জানেন তারা অবশ্যই কিন্তু এখানে কাজ করবেন এবং হোল্ড করার চিন্তাভাবনা করবেন বেশি ট্রেডিং করবেন বেশি বেশি আপনি অবশ্যই লাভবান হতে পারবেন বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Crypto_Somrat on April 08, 2021, 06:45:19 AM
বর্তমানে বিটকয়েন এর প্রাইজ খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে আশা করা যাচ্ছে বিটকয়েনের প্রাইস দিন দিন আরো বৃদ্ধি পাবে কিন্তু বিষয় হল করোনা ভাইরাসের আক্রমণ দ্বিতীয় ধাপে শুরু হয়ে গিয়েছে সারা বিশ্বজুড়ে। এই অবস্থায় মার্কেট কোন দিকে যাবে সঠিক করে বলা একেবারে অসম্ভব। হতে পারে করোনাভাইরাস এর প্রভাব ক্রিপ্টো মার্কেটে একেবারেই পড়বে না, আবার হতে পারে করোনা ভাইরাসের প্রভাবে মার্কেট একেবারে ডাম্প করতে থাকবে। তাই আমি মনে করি এই মুহূর্তে বিশেষ করে বিটকয়েন হোল্ড করে ধরে রাখা বুদ্ধিমানের কাজ নয়।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Angel julian on April 08, 2021, 01:50:35 PM
আসসালামু আলাইকুম বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিটকয়েন এর দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে আমি আশা করি বিটকয়েন প্রাইস দিনদিন রকেটের মতো আরো বৃদ্ধি পাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে করোনাভাইরাস এর কারণে যে লকডাউন দেওয়া হয়েছে সারা বিশ্বজুড়ে এ অবস্থায় মার্কেটে তেমন কোনো সঠিক বলে একেবারে অসম্ভব ক্রিপ্টোকারেন্সি মার্কেটিং। বর্তমান সময়ে যারা বিটিসি হোল্ড করবে আমি মনে করি তারা জীবনে লাভবান হতে পারবে। আমার জানামতে বিটিসি হোল্ড করায় যৌক্তিক।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Rokon5 on April 08, 2021, 05:02:10 PM
যখন বিটকয়েন তার যাত্রা শুরু করে ছিল তখন তার দর ছিল মাত্র কয়েক সেন্ট এ।আজ বিটকয়েনের দাম আকাশ চুম্বি তাই আমার মতামত হল বিটিসি হোল্ড না করাই শ্রেয়।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: bmw1 on April 08, 2021, 05:50:38 PM
বর্তমানে সময়ে বিটকয়েন হোল্ড করার যৌক্তিক আছে কেননা বর্তমান সময়ে বিটকয়েনের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে। বিটকয়েন এর কিছুদিন আগে দাম 40 হাজার ডলার অতিক্রম করছিল কিন্তু মার্কেট ডাম্প হওয়ার কারণে বিটকয়েনের দাম কমে গিয়েছিল এখন আবার বিটকয়েনের দাম 50 হাজার ডলার অতিক্রম করছে। তারপরও বলা সম্ভব না বিটকয়েন এ হোল্ড করা ভালো না যদি দীর্ঘদিনের জন্য বিটকয়েন হোল্ড করা হয় তাহলে এটা পরিস্থিতি অনেক ভালো হবে এবং আশা করি ভবিষ্যতে বিটকয়েন আরও উন্নতির দিকে অগ্রসর হবে বিটকয়েন এ হোল্ড করা উত্তম।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Linda78 on April 08, 2021, 05:51:38 PM
ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েনগুলির সর্বাধিক মান থাকে।  বিটকয়েনকে বলা হয় ক্রিপ্টোকারেন্সির রাজা।  যার অবস্থান প্রথম।  বিটকয়েন বর্তমানে 58,000 ডলার মূল্যবান।  এমন সময় ছিল অনেক নীচে।  বর্তমানে এর মান অনেক বেশি।  আশা করা যায় যে ২০২১ সালের মধ্যে অনেক মুদ্রার মূল্য হবে ১ লাখ ডলার।  এখন আমরা এই মুদ্রাটি কিনতে এবং এটি ধরে রাখতে পারি
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Angel julian on April 09, 2021, 01:31:17 PM
বিটিসি হোল্ড নিয়ে আর কি বলব বর্তমান সময়ে বিটিসি এর দাম অনেক হাই। ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েন এর মান সর্বাধিক থাকে। বর্তমান সময়ে বিটকয়েনের দাম 58 হাজার ডলার। এমন সময় ছিল অনেক আগে যে বিটকয়েনের দাম তেমনটা ছিল না কিন্তু এখন হাই লেভেলে চলে গেছে আমি মনে করি যে এই দোকানটিতে বিটকয়েন এর মূল্য দিন দিন বেড়েই চলবে কারন এটি সবার বিশ্বাস অর্জন করেছে। আমার মতে বিটিসি হোল্ড করাই ভালো হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: raisajahan on April 09, 2021, 03:36:04 PM
 আমি যখন ২০১৬ সালে প্রথম বিটকয়েন ক্রয় করি ১০০০ ডলারে তখন ও আমার মনে হয়েছিল এত দাম বিটকয়েন এর আর দাম বাড়বে তো। তারপর রিস্ক নিয়ে হোল্ড করি ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিটকয়েন এর দাম বৃদ্ধি পেয়ে হলো ১৯০০০ ডলার তখন কিছু বিক্রি করে দিলাম তারপর আবার ২০১৯ সালে ৩২০০ ডলারে আসল। সেখান থেকে ৬০০০০ ডলার। সুতরাং আমি মনে করি বিটকয়েন হোল্ড করাটা কোন অযৌক্তিক নয়।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Damrai5$ on April 10, 2021, 07:56:55 AM
বর্তমান সময়ে যে বিটকয়েন হোল্ড করবে সেই ভবিষ্যতে কোটিপতি হবে। 2020 সালের শেষের দিকে বিটকয়েন প্রাইস যেরকম সবারই কিন্তু ওই সময় ধারণা করেছিল পার্বত্য 2021 সালে 25 হাজার ডলার হতে পারে। কিন্তু 2021 সালে এসে 61 হাজার ডলার বিটকয়েন গ্রহণ করল এখন একটা বিটকয়েনের টার্গেট 75 হাজার ডলার হিট করা। এটা দুই এক মাসের মধ্যেই হতে পারে বিটকয়েন হোল্ড করলে অবশ্যই লাভবান হওয়া যাবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Angel julian on April 11, 2021, 10:30:37 AM
বর্তমান সময়ে বিটিসি হল্ড করাই সবচেয়ে ভালো কাজ হবে। ব্রিটিশ কয়েন এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ব্রিটিশ কয়েন এর দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। 2021 সালে এসে বিটিসি এর দাম 61 হাজার ডলার গ্রহণ করল একটা বিটকয়েনের টার্গেট 75 হাজার ডলার হিট কর মনে করে যে বিটিসি হোল্ড করাই ভালো। যে বিটিসি হোল্ড করবে সে একদিন কোটিপতি হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: President on April 11, 2021, 07:27:54 PM
বর্তমান সময়ে যে বিটকয়েন হল করে রাখবে সেই ভবিষ্যতে কোটিপতি হবে। ২০২০ সালের শেষের দিকে বিটকয়েন প্রাইস যেরকম সবার হয় কিন্তু ওই সময় ধারণা করেছিল পার্বত্য ২০২১ সালে ২৫ হাজার ডলার হতে পারেন। যদি কেউ এটাকে হোল্ড করে রাখে পরবর্তীতে সে অনেক লাভবান হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Nusrat on April 12, 2021, 04:53:30 PM
যদি আমরা কেউ কোন কয়েন হোল্ড করে থাকি। তাহলে ভেবেচিন্তে অতীত কে লক্ষ্য করে সেটা করব কেননা কয়েনের দাম সব সময় ওঠানামা করতেছে। বেশ কিছুদিন আগে বিটকয়েনের দাম 16000 থেকে একেবারে 42000 পৌছে গেছিল তারপরে কমতে থাকে কমতে কমতে প্রায় ত্রিশ বত্রিশ হাজারী নেমে এসেছিল। তারপর আবার এটি 40 হাজারে হিট করে। কিন্তু এখন বিটকয়েনের যে পরিস্থিতি যে অবস্থা আমার মনে হয় এটি 70 হাজার ডলারে পৌঁছে যাবে। বিটকয়েন অনেক তাড়াতাড়ি 60000 ডলার অতিক্রম করেছে। এখন এই কয়েনটি হোল্ড করে রাখলে তাহলে কিছুটা লাভবান হওয়া যাবে। এতে আপনাদের মতামত কি সেটা জানার প্রয়োজন আছে সবার মতামত এখানে জানাবেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Angel julian on April 13, 2021, 08:19:44 AM
বর্তমান সময়ে বিটিসি হল্ড করায় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি কেউ কোন কমেন্ট হল করে থাকি তাহলে ভেবে চিন্তে অতীতে লক্ষ্য করে সেটা করবে কেননা কয়েনের দাম সব সময় ওঠানামা করতেছে। আমার মনে হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর দাম অনেক হাই হাই। বিটকয়েন এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল যে বিটিসি হোল্ড করবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে কারণ দিন দিন এতে রকেটের গতিতে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে এখন বিটকয়েনের দাম প্রায় 61 হাজার ডলারের মত আমি মনে করি যে একসময় এবিসি এর দাম 1 লাখ ডলার অতিক্রম করবে এটি আমার দীর্ঘ বিশ্বাস।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Ronald on April 14, 2021, 12:37:40 AM
এই বিটিসি হোল্ড করা কিছুটা রিস্কি আবার বলা যায় নেই। কারন সবার ধারনা যে বিটিসির দাম বাড়বে। আর বিটকয়েনের প্রতি মানুষের আস্থা আছে। এখানে ইনভেস্ট করা আমি মনে করি লসের কিছু না। বরং কয়েকদিন পর লাভের আশা করতেই পারেন।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: AGM on April 14, 2021, 09:44:22 AM
বিটিসি হোল্ড করা এখনো প্রফিটেবল আমি মনে করি। অনেকেই এটা নিয়ে ভিন্ন মত পোষন করতে পারেন। তবে আমি নিশ্চিত যে বিটিসি এখন 75 হাজার ডলারের দারপ্রান্তে আছে। যে কোন সময় এটি সেখানে পৌছে যেতে পারে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Mistroy on April 14, 2021, 10:42:32 AM
বিটকয়েনের প্রাইস এখন যেভাবে বৃদ্ধি পাচ্ছে দুই মাসের মধ্যে 80 হাজার ডলারে হিট করতে পারে। তাই এই সময়ে বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করতে পারলে অবশ্যই লাভবান হওয়া যাবে। কিন্তু এই সময়ে বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করলে বড় ধরনের রিস্কি নিতে হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Blue_sea on April 14, 2021, 05:43:20 PM
বিটকয়েন যখন মুভমেন্ট শুরু করে কোন সাপোর্ট কে কেয়ার করে না। শুধু বাড়তেই থাকে। তবে আমার বিশ্বাস যে যদি কেউ এখন বিটকয়েনে ইনভেস্ট করে আমার মনে হয সামান্য হলেও লাভবান হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Random203 on April 14, 2021, 06:00:26 PM
বর্তমানে বিটকয়েন ও অন্যান্য কয়েনের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে।  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মানুষজন আবারও ঘর বন্ধী হয়ে পরতেছে।  তাই সবাই এখন আবার অনলাইন ইনকামের পথে হাটবে, সবাই এখন আবার ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা শুরু করবে।  তাই সামনে সকল কয়েনের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।  তাই এখন যদি বিটকয়েনসহ অন্যান্য কয়েন হোল্ড করা যায় তবে সেক্ষেত্রে ভবিষ্যতে অনেক লাভবান হওয়া সম্ভব হবে বলে আমি মনে করি।                                               
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Angel julian on April 16, 2021, 10:58:55 AM
বর্তমান সময়ে বিটকয়েন এবং অন্যান্য কয়েনের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউন দেওয়ার কারণে অনেক মানুষ ঘর বন্দী হয়ে পড়েছে। তাই তারা সবাই এখন অনলাইনের ওপর অনলাইনে ইনকামের উপর পথে হাঁটবে। ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করা শুরু করবে আবার। আমার কাছে সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটিসি কয়েন হোল্ড করবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কথায় আছে ওল্ড ইজ গোল্ড যে হোল্ড করতে পারবে সে লাইফে উন্নতি করতে পারবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Afnan on April 16, 2021, 12:44:12 PM
বেশ কিছুদিন বিটকয়েনের বুল রান আমরা দেখতে পেয়েছি। যার কারনে বিটকয়েন 16 হাজার থেকে শুরু করে একেবারে প্রায় 42 হাজার ডলার দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তা আবার পরবর্তীতে ফিরে আসে 32 হাজার ডলার আবার সেটা 40 এর দিকে গিয়েছিল এখন আবার কমে গেছে। এমত অবস্থায় একটু ভাবার বিষয় থেকেই যায় কেন না এর দাম কমার আবাস পাওয়া যাচ্ছে। তাই যারা আমরা বিটিসি হোল্ড করে রেখেছি তাদের আর একটু ভাবার প্রয়োজন মনে করলাম। এই ব্যাপারে আপনাদের মুল্যবান মতামত আশা করছি।
বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা পুরোটাই তার সার্মথ্যের উপর নির্ভর করবে। ক্রিপ্টো মার্কেটের সকল কয়েনই উঠানামার উপর রয়েছে।  কয়েনের দাম যভাবে উঠানামা করে সেটা ভালোভাবে জেনে বুঝে নিয়েই হোল্ড করা উচিত। তাছাড়া বর্তমানে কয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে সকল কয়েনই নতুন রেকর্ড গড়বে। তাই এই সময়ে বিটিসি হোল্ড করে রাখা উচিত।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Sumi on April 16, 2021, 01:53:23 PM
বর্তমানে পৃথিবীতে চেয়ে হোল্ড করলে লাভবান হওয়া যাবে না ক্ষতি হবে সেটা বলা মুশকিল কারণ বর্তমান বিটকয়েনের পরিস্থিতির যে হারে বৃদ্ধি পাচ্ছে যে বিটকয়েনের অনেক দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে এতে করে আমরা কিন্তু অনুমান করতে পারছি না এটার ভবিষ্যৎ কি হতে পারে যে এই বিচার করবেন অবশ্যই চিন্তাভাবনা করে এবং নিজ দায়িত্বে করবেন যাতে আপনার কোনো লাভ না হয় সেদিকে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ আপনাকে দেখে শুনে এটি করবেন
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Angel julian on April 17, 2021, 12:27:18 PM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি জগতে হোল্ড করলে বা না করলে লাভবান বা ক্ষতি হওয়া একটি বলা আমার পক্ষে মুশকিল কারণ একেক সময় দেখা যাচ্ছে যে কয়েনের দাম হঠাৎ করে অনেক হাই রেট অবস্থান করে আবার অল্প সময়ে দামগুলো কমে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের প্রাইস অনেক হাই। মার্কেটে বিটকয়েনের দাম খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে আমার মনে হচ্ছে যে হোল্ড করলেই গোল্ড কারণ যে হোল্ড করবে সে লাইফে উন্নতি লাভ করতে পারবে। আমার মনে হচ্ছে যে হোল্ড করলেই সবচেয়ে ভালো হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Ronald on April 18, 2021, 12:04:32 AM
আমি এই সময় বিটিসি হোল্ড করাকে একটু রিস্কি বলবো কেন না এটার দাম আগের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। তাছাড়া পুরো ক্রিপ্টো বাজারটি কিন্তু অনেক বেশি মুল্যে রয়েছে। তাই এসময় বিটিসি হোল্ড করা আমি সুবিধা জনক মনে করি না।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: RSRS on May 28, 2021, 03:44:31 PM
বিটকয়েন হল সকল কয়েনের রাজা। ক্রিপ্টোকারেন্সি তে দাম উঠানামা করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বর্তমানে যদিও বিটকয়েনের দাম নিচের দিকে আছে আশা করা যায় আবার কোন এক সময় ভালো অবস্থানে পৌঁছাবে। বিগত দিন খেয়াল করলে যেমন 2018 তে অনেক খারাপ অবস্থায় ছিল। সে অবস্থা পেরিয়ে যেমন ভালো অবস্থানে পৌঁছেছে কোন এক সময় আবারো তার ধারা অব্যাহত রাখবে। তাই যদি আপনার সামর্থ্য বেশি থাকে তাহলে বিটিসি হোল্ড করে রাখলে অনেক লাভবান হতে পারবেন আশা করি।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: AIam333 on May 28, 2021, 05:20:10 PM
 বিটকয়েন এবং অন্যান্য কয়েনের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে।এভাবে যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে অনেক উপরে উঠে যাবে।  এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউন দেওয়ার কারণে অনেক মানুষ ঘর বন্দী হয়ে পড়েছে। তাই তারা সবাই এখন অনলাইনের ওপর অনলাইনে ইনকামের উপর পথে হাঁটবে। ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করা শুরু করবে আবার। আমার কাছে সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটিসি কয়েন হোল্ড করবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এই কয়েনটি কোল্ড করে রাখলে আমাদের জন্য অনেক ভালো হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: HeartBit143 on May 28, 2021, 05:32:41 PM
সম্প্রতি বিটকয়েনসহ সব ধরনের কয়েনের দাম অনেক কম।  তাই এখন বিটকয়েনসহ সব ধরনের কয়েন হোল্ড করার এটাই উত্তম সময়। এখন যদি বিটকয়েন হোল্ড করে রাখা যায় তবে ভবিষ্যতে অনেক লাভবান হওয়া সম্ভব।  তাই আপনার যদি সামর্থ্য থাকে তবে সেক্ষেত্রে আপনি এখন বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারেন।                                   
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Madmax789 on November 15, 2022, 12:12:25 PM
আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আমি আপনাকে বলব আপনি কিছু সংখ্যক বিটকয়েন বর্তমানে হোল্ড করে রাখতে পারেন। আমি মনে করি 2023 সালে এর দাম আরও বেশি হবে
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Fulshai on December 16, 2023, 01:27:47 AM
বিটকয়েন হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন। সারা বিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক। তাই অতীতে বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই পাম্পিং করছে। তাই এখন বিটকয়েন কেনার সুবর্ণ সুযোগ। যাদের অর্থ সামর্থ্য আছে তারা বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারে। আশাকরি ভবিষ্যতে বিটকয়েন মহামূল্যবান একটি সম্পদ হবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Bd officer on December 16, 2023, 07:51:24 AM
বিটকয়েন হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন। সারা বিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক। তাই অতীতে বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই পাম্পিং করছে। তাই এখন বিটকয়েন কেনার সুবর্ণ সুযোগ। যাদের অর্থ সামর্থ্য আছে তারা বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারে। আশাকরি ভবিষ্যতে বিটকয়েন মহামূল্যবান একটি সম্পদ হবে।
এই টপিকটা অনেক পুরনো একটি টপিক। ২০২১ সালে বুলরান এর আগে ক্রিয়েট করা হয়েছিল। তখন যারা বিটকয়েনে বিনিয়োগ করে হোল্ড করেছিলেন তারা অনেক লাভবান হয়েছেন। সেই পুরনো দিনের কথা বাদ, যে সময় চলে গেছে তা আর ফিরে পাওয়া হবে না। বর্তমান সময়ে প্রকাশ করতে হবে। আমরা ২০২৫ সালে সম্ভবত বুলরান দেখতে পাবো। তাই এখন থেকে বিটকয়েনে DCA পদ্ধতিতে বিনিয়োগ করে হোল্ড করলে আসা করা যায় অনেক প্রফিট পাওয়া যাবে।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Altcoin1998$ on December 16, 2023, 03:18:47 PM
বিটকয়েন হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন। সারা বিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক। তাই অতীতে বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই পাম্পিং করছে। তাই এখন বিটকয়েন কেনার সুবর্ণ সুযোগ। যাদের অর্থ সামর্থ্য আছে তারা বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারে। আশাকরি ভবিষ্যতে বিটকয়েন মহামূল্যবান একটি সম্পদ হবে।
এই টপিকটা অনেক পুরনো একটি টপিক। ২০২১ সালে বুলরান এর আগে ক্রিয়েট করা হয়েছিল। তখন যারা বিটকয়েনে বিনিয়োগ করে হোল্ড করেছিলেন তারা অনেক লাভবান হয়েছেন। সেই পুরনো দিনের কথা বাদ, যে সময় চলে গেছে তা আর ফিরে পাওয়া হবে না। বর্তমান সময়ে প্রকাশ করতে হবে। আমরা ২০২৫ সালে সম্ভবত বুলরান দেখতে পাবো। তাই এখন থেকে বিটকয়েনে DCA পদ্ধতিতে বিনিয়োগ করে হোল্ড করলে আসা করা যায় অনেক প্রফিট পাওয়া যাবে।
আপনার কথাগুলোর সাথে আমি কিছুটা হলে দ্বিমত পোষণ করছি বিশেষ করে যারা 2021 সালে বুল রানের সময় বিটকয়েন বিনিয়োগ করে ধরে রেখেছিল তারা ২০২২ সালে এসে একটি ভূমিকম্পের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। অনেকেই হয়তো ব্লাডি চ্যাপ্টারের আঘাত সহ্য করতে না পেরে বিটকয়েন অনেক ক্ষতিতে বিক্রি করে দিতে হয় বাধ্য হয়েছিলেন তারা কিন্তু বড় ধরনের লসের সম্মুখীন হয়েছিলেন।
হ্যাঁ তখন যারা বিক্রি করে না দিয়ে বরং ডিসিএ পদ্ধতিতে বিটকয়েনের উপর বিনিয়োগ করেছিল এবং বর্তমান সময়ে এসেও ধরে রেখেছে তাদের ক্ষেত্রে আপনি বলতে পারেন অনেক বেশি প্রফিটে রয়েছে। কিন্তু যারা ২০২২ সালে এফটিএক্স কেলেঙ্কারি সময় বিক্রি করেছে তারা লসে বিক্রি করে দিয়েছিল।
Title: Re: বর্তমান সময়ে বিটিসি হোল্ড করা কতটা যৌক্তিক?
Post by: Spyroo on December 18, 2023, 05:15:54 PM
বিটকয়েন হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন। সারা বিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক। তাই অতীতে বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই পাম্পিং করছে। তাই এখন বিটকয়েন কেনার সুবর্ণ সুযোগ। যাদের অর্থ সামর্থ্য আছে তারা বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারে। আশাকরি ভবিষ্যতে বিটকয়েন মহামূল্যবান একটি সম্পদ হবে।
বর্তমান সময়ে বিটকয়েন হোল্ড করা আমি মনে করি সম্পূর্ণ যৌক্তিক।ক্রিপ্টো কারেন্সি মার্কেটে পাম্পিং এবং ডাম্পিং হবে এটা স্বাভাবিক ব্যাপার। তবে বর্তমান সময়ে বিনিয়োগ করার জন্য বিটকয়েন সেরা একটি কয়েন। বিটকয়েনে বিনিয়োগ করলে ঝুঁকি কম থাকে কারণ এই কয়েন এর দাম কিছুটা কমলেও সেটার দাম আবার দ্রুত রিকভারি হয়ে যায় যার জন্য অন্যান্য কয়েনের তুলনায় বিটকয়েনের বিনিয়োগ করলে ততটা লস হয় না।