Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Criminal on January 22, 2021, 06:15:22 PM
-
ফোরামের অনেক সিনিয়র ভাইরা আছে যারা তাদের পোস্টে বোঝার সুবিধার্থে বিভিন্ন ছবি এড করে থাকেন। কিন্তু এই ছবি কিভাবে এড করতে হয় আমি সেটা জানি না। ফোরামের কোনো সিনিয়র ভাই যদি আমাকে এ ব্যাপারে বিস্তারিতবলতেন যে কিভাবে পোস্ট এর মধ্যে ছবি এড করা যায় তাহলে অনেক উপকৃত হতাম।
-
আপনার এই টপিকটি পড়ে আমি জানতে পারলাম পোষ্টের মধ্যে কিভাবে বিভিন্ন ছবি এড করা যায় আর সিনিয়র ভাইরা বিভিন্ন পোস্ট এর মাধ্যমে আমরা যারা নতুন সদস্য রয়েছে তাদের বোঝার জন্য বিভিন্ন ছবি আপলোড করা হয় আশা করি সকল নতুন সদস্যরা এই টপিকটি পড়লে জানতে পারবে।
-
সিনিয়র ভাই এ সম্পর্কে আমার কোন ধারণা নেই। এখানে আরো অনেক সিনিয়ার ভাই আছেন তারা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। এবং নতুন নতুন পোস্ট করে আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেবেন।
-
আপনার এই টপিকটি পড়ে আমি জানতে পারলাম পোষ্টের মধ্যে কিভাবে বিভিন্ন ছবি এড করা যায় আর সিনিয়র ভাইরা বিভিন্ন পোস্ট এর মাধ্যমে আমরা যারা নতুন সদস্য রয়েছে তাদের বোঝার জন্য বিভিন্ন ছবি আপলোড করা হয় আশা করি সকল নতুন সদস্যরা এই টপিকটি পড়লে জানতে পারবে।
আমার মনে হয় আপনি এই ভাইয়ের পোস্টে ভালোভাবে পড়েন নি। যদি ভালোভাবে পড়তাম তাহলে আপনি বলতেন না যে আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম।মূলত সেখানে জানতে চেয়েছে পোস্টের মধ্যে কিভাবে ছবি এড করতে হয় এমন কোন বিষয় দেখে নিজে যেটা পড়ে আপনি অনেক কিছু জানতে পেরেছেন যে কিভাবে পোস্ট এর মধ্যে ছবি এড করতে হয়। আশা করছি পরবর্তীতে পোস্ট করার আগে আগে অন্যের পোস্ট এর টপিক ভালোভাবে পড়ে নিবেন।
-
কিভাবে ফোরামের পোস্টে ছবি এড করা যায় লিংক এড করা যায় এবং ভিডিও এড করা যায় সে সম্পর্কে জানতে নিচের লিংকটি ফলো করুন।
https://www.altcoinstalks.com/index.php?topic=186256.0 (https://www.altcoinstalks.com/index.php?topic=186256.0)
এখানে বিস্তারিত আলোচনা করা আছে।
-
ফোরামের অনেক সিনিয়র ভাইরা আছে যারা তাদের পোস্টে বোঝার সুবিধার্থে বিভিন্ন ছবি এড করে থাকেন। কিন্তু এই ছবি কিভাবে এড করতে হয় আমি সেটা জানি না। ফোরামের কোনো সিনিয়র ভাই যদি আমাকে এ ব্যাপারে বিস্তারিতবলতেন যে কিভাবে পোস্ট এর মধ্যে ছবি এড করা যায় তাহলে অনেক উপকৃত হতাম।
এই ফোরামের নতুন একজন ইউজার হওয়ায় আমি জানিনা যে কিভাবে পোস্টে ছবি অ্যাড করা যায়। এ বিষয়ে সিনিয়ররা বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব। ধন্যবাদ।
-
পোস্ট এর মাঝখানে কিভাবে ছবি এড করতে হয় আমি বিস্তারিত সহ নিচে দিয়ে দিলাম।
(https://i.imgur.com/YsoLEQf.jpg)
(https://i.imgur.com/hIxgz7M.jpg)
(https://i.imgur.com/yOPJPsg.jpg)
আপনি প্রথমে ফার্স্ট স্টেপে গিয়ে চাপ দিবেন। তারপরে সেকেন্ড স্টেপে মাঝখানে আপনি আপনার ছবির লিংক টা প্রবেশ করাবেন।এবং পরবর্তীতে আপনি পোস্ট করে দিবেন দেখবেন ছবি সহ পোস্ট হয়ে গেছে। আর ছবির লিংক করার জন্য আপনি photo uploader app ডাউনলোড করে নিতে পারেন।
-
পোস্ট এর মাঝখানে কিভাবে ছবি এড করতে হয় আমি বিস্তারিত সহ নিচে দিয়ে দিলাম।
(https://i.imgur.com/YsoLEQf.jpg)
(https://i.imgur.com/hIxgz7M.jpg)
(https://i.imgur.com/yOPJPsg.jpg)
আপনি প্রথমে ফার্স্ট স্টেপে গিয়ে চাপ দিবেন। তারপরে সেকেন্ড স্টেপে মাঝখানে আপনি আপনার ছবির লিংক টা প্রবেশ করাবেন।এবং পরবর্তীতে আপনি পোস্ট করে দিবেন দেখবেন ছবি সহ পোস্ট হয়ে গেছে। আর ছবির লিংক করার জন্য আপনি photo uploader app ডাউনলোড করে নিতে পারেন।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কারণ আপনি খুব সুন্দর ভাবে step-by-step বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে পোস্ট এর মধ্যে বোঝানোর স্বার্থে বিভিন্ন ছবি এড করা যায়। আশা করছি এরপর আরও এ-বিষয়ে কারো কনফিউজ থাকার কথা না।
-
পোস্ট এর মাঝখানে কিভাবে ছবি এড করতে হয় আমি বিস্তারিত সহ নিচে দিয়ে দিলাম।
(https://i.imgur.com/YsoLEQf.jpg)
(https://i.imgur.com/hIxgz7M.jpg)
(https://i.imgur.com/yOPJPsg.jpg)
আপনি প্রথমে ফার্স্ট স্টেপে গিয়ে চাপ দিবেন। তারপরে সেকেন্ড স্টেপে মাঝখানে আপনি আপনার ছবির লিংক টা প্রবেশ করাবেন।এবং পরবর্তীতে আপনি পোস্ট করে দিবেন দেখবেন ছবি সহ পোস্ট হয়ে গেছে। আর ছবির লিংক করার জন্য আপনি photo uploader app ডাউনলোড করে নিতে পারেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে পোষ্টে ছবি এড করতে হয়। আসলে সত্যিই যারা ছবি আট করতে পারেনা পোস্টে আশা করি এখন থেকে সবাই পারবে। আপনি প্রত্যেকটা বিষয় ভেঙে-ভেঙে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আশা করি সবাই বুঝতে পেরেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য।
-
এতকিছু করার কোন প্রয়োজন নাই আমি আরো সহজ করে দিই সেটা হলো সরাসরি imgur.com এ ছবিটা স্ক্রিনসর্ট নিয়ে আপলোড করবেন তারপর ছবিটাতে ক্লিক করলে নিচের ছবির মত বিভিন্ন লিংক পাবেন সেখান থেকে BBCode ta copy করে দিয়ে দিলেই হবে। আর কিছু করতে হবেনা।
(https://i.imgur.com/BFxdF7p.png)
-
প্রথমে imgur.com এ আপনার ছবি পোস্ট করুন তারপর সেই ছবির লিংক কপি করে আনে লিংকের সামনে ও পেছনে ইমেইজ ট্যাগ বসান থার্ট ব্রাকেট img থার্ট ব্রাকেট এর অর সেই ছবির লিংক তারপর আবার ইমেজের ক্লোজিং ট্যাগ বসাবেন থার্ট ব্রাকেট /img থার্ট ব্রাকেট। এরপর যদি ছবির নিচে বা উপরে আরো কিছু লিখতে চান লিখে পোস্ট করুন। অথবা পোস্ট করার আগে preview করে দেখতে নিতে পারেন সব ঠিক আছে কি না তারপর পোস্ট করবেন আশা করি সঠিক ভাবে করতে পারবেন।
-
প্রথমে imgur.com এ আপনার ছবি পোস্ট করুন তারপর সেই ছবির লিংক কপি করে আনে লিংকের সামনে ও পেছনে ইমেইজ ট্যাগ বসান থার্ট ব্রাকেট img থার্ট ব্রাকেট এর অর সেই ছবির লিংক তারপর আবার ইমেজের ক্লোজিং ট্যাগ বসাবেন থার্ট ব্রাকেট /img থার্ট ব্রাকেট। এরপর যদি ছবির নিচে বা উপরে আরো কিছু লিখতে চান লিখে পোস্ট করুন। অথবা পোস্ট করার আগে preview করে দেখতে নিতে পারেন সব ঠিক আছে কি না তারপর পোস্ট করবেন আশা করি সঠিক ভাবে করতে পারবেন।
এই টপিকটা নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছে। সেখানে আপনি এবং কিছু সিনিয়র ভাইয়েরা সুন্দর করেই উত্তর দিয়েছেন। সুতারং টপিকটা লক করে দিলাম, সবাই অযথা কমেন্টেস করে যাচ্ছে দেখছি যা কোন ভাবেই কাম্য নয়। সিনিয়রদের কমেন্টস পড়ার পরেও একই ধরনের কমেন্টস করে উত্তর চায় যা হাস্যকর। আপনি সুন্দর করে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ।