Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on January 25, 2021, 12:00:08 PM

Title: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: babu10 on January 25, 2021, 12:00:08 PM
আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।

আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Alvida on January 25, 2021, 12:42:59 PM
আমি ফোরামের নতুন একজন ইউজার তাই আমার তেমন কোন ধারণা নেই। তবে যতটুকু মনে হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি তে আমরা কাজ করে বর্তমানে ভালো পেমেন্ট পাচ্ছি। এই পেমেন্টের কারণে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে ভবিষ্যত সুন্দর হবে বলে মনে করি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Lutera94 on January 25, 2021, 02:08:32 PM
আমার অভিজ্ঞতা বলতে গেলে ভালো -মন্দ মিলিয়েই। আমি মুলত বাউন্টি করে থাকি তাই ক্যাশ টাকা ফুরানোর সুযোগ নেই।এ ক্ষেত্রে অনেকটা নির্ভার হয়ে কাজ করা যায়। বাউন্টি করে আলহামদুলিল্লাহ ভালো উপার্জন করতে সক্ষম হয়েছি যা আমার সারা জীবনের ইনকামের চেয়ে ও বেশী। সুতরাং আমি সেটিস্ফাইড।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Damrai5$ on January 28, 2021, 04:54:21 AM
ক্রিপ্টোকারেন্সি তে আমি এসেছি 2019 সালের শেষের দিকে এরমধ্যে আমি অনেক ক্যাম্পেইনে অ্যাড হয়েছি এবং অনেকগুলো ক্যাম্পিয়ান থেকে আমি অনেক বড় বড় পেমেন্ট পেয়েছি। আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েটে লেখাপড়া করি তারপর পড়ে এসেছিলাম এই ফোরামে কিন্তু তখন আমার সুযোগ হয়নি সেজন্য তখন কাজ করিনি। কিন্তু তারপরে আমি কাজ করেছি আমি আমার জীবনে মোটামুটি ভালই ইনকাম করেছি ক্রিপ্টোকারেন্সি থেকে। এবং অনেক কিছু আবার হারিয়ে ফেলেছি অনেক সময় দেখা গেছে অনেক ভালো ভালো টোকেন পেয়েছি হোল্ড করে রেখে দিয়েছি কিন্তু সেগুলোর প্রাইস বৃদ্ধি না পেয়ে আরো অনেক কমে গিয়েছিল যে কারণে কিছুটা ক্ষতি হয়েছিল। এ কারণে বর্তমান সময়ে কোন ক্যাম্পিয়ান থেকে যে টোকেন গুলো পাই এক্সচেঞ্জ আসলে সাথে সাথে সেল করে দিয়ে দিই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Pepe12 on January 28, 2021, 06:37:30 AM
ক্রিপ্টোকারেন্সীতে আমি ২০১৮ সাল থেকে আছি। মোটামুটি ক্রিপ্টোকারেন্সী আমার ধারনা আছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: babu10 on January 28, 2021, 08:19:27 AM
ক্রিপ্টোকারেন্সীতে আমি ২০১৮ সাল থেকে আছি। মোটামুটি ক্রিপ্টোকারেন্সী আমার ধারনা আছে।

প্রথমেই আপনি ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত আছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে মোটামুটি ধারণা থাকলে আপনি বেশীদূর আগাতে পারবেননা কারন এই টেকনোলজি খুবই আধুনিক এবং আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে তাহলে আপনি অনেকদূর আগাতে পারবেন। আশাকরি আপনি এখন থেকে আরো সিরিয়াস হবেন এবং ফোরামে আপনার যোগ্যতার স্বাক্ষর রাখবেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: babu10 on January 28, 2021, 08:22:05 AM
ক্রিপ্টোকারেন্সি তে আমি এসেছি 2019 সালের শেষের দিকে এরমধ্যে আমি অনেক ক্যাম্পেইনে অ্যাড হয়েছি এবং অনেকগুলো ক্যাম্পিয়ান থেকে আমি অনেক বড় বড় পেমেন্ট পেয়েছি। আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েটে লেখাপড়া করি তারপর পড়ে এসেছিলাম এই ফোরামে কিন্তু তখন আমার সুযোগ হয়নি সেজন্য তখন কাজ করিনি। কিন্তু তারপরে আমি কাজ করেছি আমি আমার জীবনে মোটামুটি ভালই ইনকাম করেছি ক্রিপ্টোকারেন্সি থেকে। এবং অনেক কিছু আবার হারিয়ে ফেলেছি অনেক সময় দেখা গেছে অনেক ভালো ভালো টোকেন পেয়েছি হোল্ড করে রেখে দিয়েছি কিন্তু সেগুলোর প্রাইস বৃদ্ধি না পেয়ে আরো অনেক কমে গিয়েছিল যে কারণে কিছুটা ক্ষতি হয়েছিল। এ কারণে বর্তমান সময়ে কোন ক্যাম্পিয়ান থেকে যে টোকেন গুলো পাই এক্সচেঞ্জ আসলে সাথে সাথে সেল করে দিয়ে দিই।

টোকেন যা পাবেন তা সাথে সাথে সেল করবেন তার কোন কথা নাই। আপনাকে টেকনেক্যালি সাউন্ড হতে হবে এবং টোকেনের রোডম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে আপনি সহজেই বুঝবেন কোন টোকেন এখনিই সেল করবেন আর কোনটা রাখবেন। মাঝে মধ্যে আবার সেল করেও কিছু টোকেন কিনতে হয় তাহলে ডাবল লাভ হয়। তবে সবকিছু নির্ভর করতেছে টোকেনের আপডেটের উপর।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Markuri33 on January 29, 2021, 11:01:47 AM
ক্রিপ্টোকারেন্সি দে আমি জড়িত হয়েছি অনেকদিন যাবতই এর মধ্যে অনেক ভালো প্রেমেন্ট পেয়েছি আবার অনেক কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করে আমি মনে করি তাদের হৃদয়টা অনেক বড় তা না হলে হঠাৎ করে দেখা যাচ্ছে কোন ক্যাম্পেইন থেকে 100 ডলার পাচ্ছি কিন্তু আমরা সেটা সেল দেওয়ার পরে দেখি 500 থেকে 700 ডলার হত কিছুদিন পরেই।কিন্তু নতুন নতুন যারা ফোরামে আসে তারা হয়তো মন খারাপ করে কিন্তু যারা ক্রিপ্টোকারেন্সি তে বহুদিন ধরে রয়েছে তাদের একটুও খারাপ লাগে না। আমি বিশ্বাস করি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে হলে অনেক বিশাল হৃদয়ের প্রয়োজন আছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: salukhe on January 29, 2021, 11:17:13 AM
ক্রিপ্টোকারেন্সি তো কয়েক মাস ধরে কাজ করতেছি এখনো পেমেন্ট পাইনি। ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি দেখি ভবিষ্যতে ভাল প্রফিট পাওয়ার জন্য। শুনেছি ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করেন তারা অনেক ধৈর্যশীল হয়ে কাজ করেন। আসলে কথাটা ঠিক ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ধরে কাজ করতে থাকলে ভবিষ্যতে ভালো কিছু পাওয়া যাবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: babu10 on January 29, 2021, 04:52:31 PM
ক্রিপ্টোকারেন্সি তো কয়েক মাস ধরে কাজ করতেছি এখনো পেমেন্ট পাইনি। ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি দেখি ভবিষ্যতে ভাল প্রফিট পাওয়ার জন্য। শুনেছি ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করেন তারা অনেক ধৈর্যশীল হয়ে কাজ করেন। আসলে কথাটা ঠিক ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ধরে কাজ করতে থাকলে ভবিষ্যতে ভালো কিছু পাওয়া যাবে।

পেমেন্ট পাবেন অধৈয্য হবেনা। যদিও এখনে পার্টিসিপেন্ট এর পরিমান এত বাড়ছে তাতে ভালো পেমেন্ট পাওয়া মুশকিল। চেষ্টা করবেন সবগুলো না হলেও বেশীরভাগ পার্ট এ অংশগ্রহন করতে আর রুলস বিরোধী কোন কাজ না করতে। দেখেবেন আপনার উন্নতি কেই ঠেকাতে পারবেনা।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Triedboy on January 29, 2021, 04:56:03 PM
আমি যখন থেকে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করছি ঠিক তখন থেকে কিছু কিছু টাকা জমাতে পারছি।এর আগে আমি লেখাপড়ার পাশাপাশি অনেক স্টুডেন্ট পড়াতাম কিন্তু সেখানে অনেক টাকা ইনকাম করে ছিলাম কিন্তু সেই টাকা গুলো জমাতে পারিনি কিছুই। এবং তার পাশাপাশি আমি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি অনেক বাউন্টি ক্যাম্পেইন থেকে ভালো ভালো প্রেমেন্ট পেয়েছি। আমার কাছে কিপটা কারেন্সির লাইভ অনেক ভালো লাগে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Triedboy on January 29, 2021, 04:59:19 PM
ক্রিপ্টোকারেন্সি তো কয়েক মাস ধরে কাজ করতেছি এখনো পেমেন্ট পাইনি। ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি দেখি ভবিষ্যতে ভাল প্রফিট পাওয়ার জন্য। শুনেছি ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করেন তারা অনেক ধৈর্যশীল হয়ে কাজ করেন। আসলে কথাটা ঠিক ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ধরে কাজ করতে থাকলে ভবিষ্যতে ভালো কিছু পাওয়া যাবে।
অবশ্যই ক্রিপ্টোকারেন্সি তে নতুন ঢুকলে ধৈর্য ধারণ করতে হবে। আমি কিছু ইউজারদের লক্ষ করেছি তারা নতুন নতুন এসেই অনেক হাই হুতাশ করে কখন বানক পেমেন্ট পাবো।আসলে যখন একজন নতুন ইউজার ফোরামে আসে তখন অবশ্যই তাকে তিন চার মাস ধৈর্য ধারণ করে কাজ করতে হবে তারপরে আস্তে আস্তে অবশ্যই পেমেন্ট পাওয়া যাবে। ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে হলে অনেক বড় মন মানসিকতা থাকতে হবে এবং ধৈর্যশীল থাকতে হবে তা না হলে এখানে কাজ করা যাবে না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Mahindra on January 29, 2021, 06:27:01 PM
আমি যখন থেকে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করছি ঠিক তখন থেকে কিছু কিছু টাকা জমাতে পারছি।এর আগে আমি লেখাপড়ার পাশাপাশি অনেক স্টুডেন্ট পড়াতাম কিন্তু সেখানে অনেক টাকা ইনকাম করে ছিলাম কিন্তু সেই টাকা গুলো জমাতে পারিনি কিছুই। এবং তার পাশাপাশি আমি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি অনেক বাউন্টি ক্যাম্পেইন থেকে ভালো ভালো প্রেমেন্ট পেয়েছি। আমার কাছে কিপটা কারেন্সির লাইভ অনেক ভালো লাগে।
হ্যাঁ ভাই বর্তমানে ক্রিপ্টোকারেন্সি লাইভে কাজ করে সকলেই ভালরকম পেমেন্ট পাচ্ছে। বর্তমানে যারা লেখাপড়ার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি কাজ করে যাচ্ছে তারা অনেক টাকা জমাচ্ছে। বিশেষ করে বর্তমানে যে সকল বাউন্টি গুলো ফর মে আনা হয় সেগুলো সাকসেস হয় এবং সেগুলো থেকে আমরা অনেক অর্থোপার্জন করতে পারি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Trumpet on January 30, 2021, 01:45:56 AM
আমি মনে করি আপনার এই পোস্টটি নতুনদের জন্য একটি অনুপ্রেরণা।কারণ আমি কি প্রকার এনসিতে এসে অনেকবারই ব্যর্থ হয়েছেন কিন্তু আপনি হাল ছাড়েন নি। তাই হয়তো আপনি এখন সফলতার মুখ দেখতে যাচ্ছেন।কিন্তু এই ফোরামের অনেক নতুন সদস্য আছে যারা ফোরামে আসে কিছুদিন সময় দেয় কিন্তু যদি ফোরাম থেকে তখনো ভাল প্রফিট না পায় তাহলে তারা হতাশ হয়ে ফোরাম ছেড়ে চলে যায়।তাই আমি আমাদের মত নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ফোরামের ধৈর্য সহকারে সময় দিন ইনশাল্লাহ সফলতা আসবেই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Dark Knight on January 30, 2021, 02:35:57 AM
আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।

আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।
আমি এই ফোরামের নতুন ইউজার। বর্তমানে প্রায় অনেক লোক ক্রিপ্টোকারেন্সি এর প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনার দেওয়া এই পোস্টটি নতুন ইউজারদের জন্য অনুপ্রেরণা জোগাবে। ক্রিপ্টোকারেন্সিতে আসলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য্য ধারন করবে তারাই সফল হবে। ধন্যবাদ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Herry on January 30, 2021, 03:46:14 AM
আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।

আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।
আমি ফোরামের নতুন একজন ইউজার। তবে আমি ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত আছে 2018 সাল থেকে। প্রথমদিকে আমি শুধু এয়ার ড্রপ করতাম।কিন্তু কখনো সফল হতে পারিনি পঞ্চাশটা এয়ার্ড্রপ করলে হয়তো দুইটা এয়ার্ড্রপ থেকে পেমেন্ট করতো তাও সেগুলো কোন কাজে আসছে না তারপর এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে বাউন্টি সম্পর্কে জানতে পারলাম। তখন আবার শুরু করলাম বাউন্টি করা সেখান থেকেও কোনো রকম সফলতা অর্জন করতে পারলাম না। তবুও হাল ছাড়িনি এখনো এই ক্রিপ্টোকারেন্সি সাথে কাজ করছে। জানিনা ভবিষ্যতে কতটা সফলতা আনতে পারব আমি এই ক্রিপ্টোকারেন্সি থেকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: SobujAkash#8 on January 30, 2021, 07:14:26 AM
আমি ফোরামের নতুন একজন ইউজার। তবে আমি ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত আছি 2019 সাল থেকে। প্রথমদিকে আমি শুধু এয়ার ড্রপ করতাম।কিন্তু কখনো সফল হতে পারিনি পঞ্চাশটা এয়ার্ড্রপ করলে হয়তো দুইটা এয়ার্ড্রপ থেকে পেমেন্ট করতো তাও সেগুলো কোন কাজে আসছে না তারপর এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে বাউন্টি সম্পর্কে জানতে পারলাম। তখন আবার শুরু করলাম বাউন্টি করা সেখান থেকেও কোনো রকম সফলতা অর্জন করতে পারলাম না। তবুও হাল ছাড়িনি এখনো এই ক্রিপ্টোকারেন্সি সাথে কাজ করছি। জানিনা ভবিষ্যতে কতটা সফলতা আনতে পারব আমি এই ক্রিপ্টোকারেন্সি থেকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: JISAN on January 30, 2021, 08:30:05 AM
আমি ২০১৬ থেকেই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানতে পারি কিন্তু ফোরাম সম্পর্কে কিছু জানতাম না ২০১৮ এর প্রথম দিকে ফোরাম সম্পর্কে জানতে পারি আর তখন থেকেই ফোরামের সাথে আছি। তবে ফোরাম থেকে মোটামুটি ভালো পরিমান আর্ন করতে পারছি জা আমার নিজের খরচ ভালো মতই কেটেছে। আসা করি সামনের দিন গুলোও ভালো যাবে
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Acifix on February 01, 2021, 08:32:43 AM
আমি এই ফর্মে নতুন একজন ইউজার। আমি কিছুদিন যাবত ধরে ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত রয়েছে। কিন্তু আমার ইচ্ছা আছে ক্রিপ্টোকারেন্সি করার। কিন্তু আমার সিনিওর বড় ভাই বলবো ক্রিপ্টোকারেন্সি করার সাথে সাথে বাউন্টি করা যায়।তখন আমি বাউন্টি করতে শুরু করলাম।আমি আরো কিছু করব আমি এটা আশা করতেছি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: AlviNess on February 09, 2021, 10:50:34 AM
আপনি ফোরামের অনেক পুরাতন একজন সদস্য। এজন্যই আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জানে থাকবেন আমাদের তুলনায়। কারণ আমরা ফোরামের অনেক নতুন একজন সদস্য। তবে আপনি যেহেতু ক্রিপ্টোকারেন্সি কে আপনার প্রফেশন হিসেবে নিয়েছেন। তাই আশা করব আপনি ভবিষ্যতে এগিয়ে যান।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Ronald on February 09, 2021, 03:48:15 PM
যারা ক্রিপ্টোর সাথে নিজেকে একবার জড়িয়ে ফেলেছে তারা কিন্তু আর এখান থেকে আর বের হতে পাড়বে না। কারন ক্রিপ্টো এমনই একটি জিনিস তা থেকে বের হওয়া খুবই কঠিন। আমি পজিটিভলি বলছি যে এটি মানুষের ভিতরে এক অন্য রকম ফিলিংস করে দেয়। যারা এই লাইন এ আছেন তারা ভাল জানেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Monster5 on February 09, 2021, 03:53:18 PM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি কে জড়িত আছি তাদের ভবিষ্যৎ আমার মনে হয় অনেক ভালো হবে।কেননা অতীতের তুলনায় বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো অনেক এগিয়ে গেছে ।‌ এবং আগের তুলনায় মার্কেটের পজিশন ও উন্নত হয়েছে। এবং এখন ফোরামে যেসকল বাউন্টি গুলো আসতেছে সেগুলো সাকসেস হবে বলে মনে হয়। তাই আমার মতে মনে হয় আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে আছি তাদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Angel jara on February 10, 2021, 05:27:13 AM
ক্রিপ্টোকারেন্সী সাথে আমরা যারা জড়িত তাড়া অনেকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ওঠে আসার দিনের কাহিনী আমাদের। জানা নেই । কিন্তু সময়ের সাথে ক্রিপ্টোকারেন্সী জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।ক্রিপ্টোকারেন্সী ওঠে আসার জীবনি আমরা আমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে পারবো বলে আশা বাদি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: SMACK on February 10, 2021, 09:45:43 AM
এই ক্রিপ্টোকারেন্সি অনেক ঘোরাঘুরি করে দেখতে পেলাম অনেক সিনিয়র ভাইদের অনেক পোস্ট তো সিনিয়র ভাইরা যে রকম পোস্ট গুলো করেছে খুব সুন্দর সুন্দর পিক তৈরি করেছে। ক্রিপ্টোকারেন্সি ও জীবন দুটোই প্রায় এর কারণ ছোট থেকে বড় হওয়ার জন্য এই ক্রিপ্টোকারেন্সি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: iRan Chy on February 10, 2021, 10:29:01 AM
কৃপ্টোকারেন্সি সম্পর্কে প্রথম জানতে পারি ২০১৯ সালের শুরুর দিকে। এর আগে ptc এবং ডাবলার সাইটে কাজ করে করে অনেক সময় এবং টাকা নষ্ট করেছি। কৃপ্টো সম্পর্কে জানার পর সেই ২০১৯ সালের শুরুর দিক থেকে লেগে আছি। এবং দিনের এক তৃতীয়াংশ সময় আমি কৃপ্টো নিয়েই থাকি। এয়ারড্রপ, বাউন্টি, ট্র‍্যাডিং এসব করেই যাচ্ছে আমার কৃপ্টোকারেন্সি নিয়ে জীবন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: ExtraPoint on February 10, 2021, 12:46:25 PM
ক্রিপ্টোকারেন্সি তে আমি এসেছি 2019 সালের শেষের দিকে এরমধ্যে আমি অনেক ক্যাম্পেইনে অ্যাড হয়েছি এবং অনেকগুলো ক্যাম্পিয়ান থেকে আমি অনেক বড় বড় পেমেন্ট পেয়েছি। আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েটে লেখাপড়া করি তারপর পড়ে এসেছিলাম এই ফোরামে কিন্তু তখন আমার সুযোগ হয়নি সেজন্য তখন কাজ করিনি। কিন্তু তারপরে আমি কাজ করেছি আমি আমার জীবনে মোটামুটি ভালই ইনকাম করেছি ক্রিপ্টোকারেন্সি থেকে। এবং অনেক কিছু আবার হারিয়ে ফেলেছি অনেক সময় দেখা গেছে অনেক ভালো ভালো টোকেন পেয়েছি হোল্ড করে রেখে দিয়েছি কিন্তু সেগুলোর প্রাইস বৃদ্ধি না পেয়ে আরো অনেক কমে গিয়েছিল যে কারণে কিছুটা ক্ষতি হয়েছিল। এ কারণে বর্তমান সময়ে কোন ক্যাম্পিয়ান থেকে যে টোকেন গুলো পাই এক্সচেঞ্জ আসলে সাথে সাথে সেল করে দিয়ে দিই।
আমি এই ফোরামে নতুন ইউজার। মাত্র কয়েকদিন আগে আমি ক্রিপ্টোকারেন্সি এর সাথে যুক্ত হয়েছি। তাই আমার এ বিষয়ে কোন ধারণা নেই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Herry on February 10, 2021, 05:41:39 PM
আমি ফোরামের নতুন একজন ইউজার তাই আমার তেমন কোন ধারণা নেই। তবে যতটুকু মনে হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি তে আমরা কাজ করে বর্তমানে ভালো পেমেন্ট পাচ্ছি। এই পেমেন্টের কারণে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে ভবিষ্যত সুন্দর হবে বলে মনে করি।
ভাই ক্রিপ্টো মার্কেট যদি ভাল হয় তাহলে আমরা যেকোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি কাজ করে সফলতা অর্জন করতে পারব। আমরা দেখেছি যে 2017 সালের পর থেকে ক্রিপ্টো মার্কেট এর অবস্থা খুবই খারাপ ছিল সেহেতু কোনো বাউন্টি এবং এয়ার্ড্রপ প্রেমেন্ট করত না।কিন্তু বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা ভালো একটা পজিশনে থাকায় বাউন্টি এবং এয়ার্ড্রপ সাকসেসফুল হচ্ছে। সেজন্য আমরা প্রেমেন্টও ঠিকমতো পাচ্ছি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Batch18-19 on February 12, 2021, 03:10:55 PM
আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।

আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।
এখন পর্যন্ত আমি কোন বড় ধরনের প্রেমেন্ট পায়নি। তবে আমি ধৈর্য হারা না হয়ে কাজ করে যাচ্ছি হয়তো আল্লাহ একদিন আমার দিকে মুখ তুলে তাকাবে এবং আমি এই ক্রিপ্টোকারেন্সি থেকে ভাল প্রফিট অর্জন করতে পারব।বর্তমানে অনেকগুলো ভালো ভালো বাউন্টি ক্যাম্পেইন আছে যেগুলোতে আমি জয়েন হয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করছি সেগুলো থেকে ভালো পরিমাণ পেমেন্ট পাবো।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: iRan Chy on February 12, 2021, 03:17:42 PM
আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।

আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।
এখন পর্যন্ত আমি কোন বড় ধরনের প্রেমেন্ট পায়নি। তবে আমি ধৈর্য হারা না হয়ে কাজ করে যাচ্ছি হয়তো আল্লাহ একদিন আমার দিকে মুখ তুলে তাকাবে এবং আমি এই ক্রিপ্টোকারেন্সি থেকে ভাল প্রফিট অর্জন করতে পারব।বর্তমানে অনেকগুলো ভালো ভালো বাউন্টি ক্যাম্পেইন আছে যেগুলোতে আমি জয়েন হয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করছি সেগুলো থেকে ভালো পরিমাণ পেমেন্ট পাবো।
আল্লাহ মুখ তুলে তাকায় কেম্নে?  >:(
র‍্যাংক বাড়াতে চান বাড়ান। সমস্যা নাই কিন্তু নাফরমানি কথাবার্তা বলবেন না।
আল্লাহ মুখ তুলে তাকাবে এটা না বলে বলুন আল্লাহ রহমত করলে আমি কৃপ্টোকারেন্সি থেকে ভালো প্রফিট অর্জন করব ইনশা-আল্লাহ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Mist Joya on February 13, 2021, 07:10:28 AM
আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।

আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।
  ভাই আমি একদমই নতুন আমি এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি থেকে কোন  বেনিফিট  পায়নি তবে ধৈর্যসহকারে যদি সুন্দরভাবে কাজ করতে পারি তাহলে অবশ্যই এর ফল পাব  আমাদের মত নতুনদের আপনাদের মত সিনিয়র ভাইরা যদি হেল্প করেন এবং সঠিক পথে পরিচালিত করেন তাহলে অবশ্যই আমার ভালো কিছু করতে পারবো এই  ফোরাম  থেকে ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: salukhe on February 14, 2021, 05:12:58 AM
ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করেন তাদের ধৈর্যের প্রয়োজন। ক্রিপ্টোকারেন্সি কাজ করতে ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে কোনো প্রফিট পাওয়া সম্ভব নয়। আমরা যদি এই ফোরামে নিয়মিত ধৈর্য্যসহকারে কাজ করে যাই তাহলে অবশ্যই পরবর্তীতে এই ফোরাম থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: bmw1 on February 17, 2021, 06:35:36 PM
আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।

আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।
আমি ক্রিপ্টোকারেন্সি তে নতুন কিন্তু এটা আমার অনেক ভাল লাগে আর মোটামুটি ভাবে ধরতে গেলে ভালো রকমে পেমেন্ট পেয়েছি
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Goldlife on February 18, 2021, 04:41:18 AM
আমিও 2017 সালের শেষের দিকে এসে এই প্রোগ্রামটি সম্পর্কে জানতে পারি তখন আমি বিটকয়েন্টক এ কাজ করতাম অনেক অনেক বারন করতাম এবং ক্যাম্পেইন করতাম সে থেকে আমি দেখলাম কিছু ভালো ধরনের বর্জন করতে পারছি কিন্তু হঠাৎ করে 2018 সালে এসে থমকে গেল অনেক অনেক কাজ করার পরেও মেলেনি কোন অর্থ কোন ফিট কোন তাই এখানে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু 2020 সালের শেষের দিকে এসে যা দেখলাম এতে করে আমার উৎসাহ বেড়ে গেল এবং অনেক সুন্দর ভাবে কাজ করতে শুরু করলাম এবং এখনো কাজ করছি আশা করছি অনেক প্রফিট অর্জন করতে পারব কিছুদিনের মধ্যেই ধন্যবাদ সবাইকে
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: bmw1 on February 18, 2021, 05:42:27 AM
ক্রিপ্টোকারেন্সি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারেন, আর তাই না যদি কেউ ক্রিপ্টোকারেন্সি তে কিছু ডলার ইনভেস্ট করে রাখেন তাহলে তার জীবন পরিবর্তন হবে বিশেষ করে বেশি করাটাই উত্তম। ছাড়া 6 মাস 1 বছর আগে 1000-2000 ডলার কল করে রেখেছিলেন আশা করি তাদের জীবন পরিবর্তন হয়েছে ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Ogma on February 18, 2021, 05:56:08 AM
আমি ফোরামের নতুন একজন ইউজার তাই আমার তেমন কোন ধারণা নেই। তবে যতটুকু মনে হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি তে  কাজ করে বর্তমানে ভালো পেমেন্ট পাওয়া যায়। যারা ফোরামে সিনিয়র আছেন তাদের এ এ সম্পর্কে ধারনা ভালো এবং অনেক কিছু বলতে পারবেন ।

Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Newron on February 18, 2021, 02:24:45 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জীবন সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই কারণ এর সাথে আমি অল্প দিনের সাথে জড়িত।আশাকরি সময় যাওয়ার সাথে সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর জীবন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো শিখতে পারব বুঝতে পারব। সময় যত পরিবর্তন হবে কিপটা কারেন্সি মার্কেট এর দ্বারা অনেক পরিবর্তন আসবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: babu10 on February 18, 2021, 03:49:51 PM
ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করেন তাদের ধৈর্যের প্রয়োজন। ক্রিপ্টোকারেন্সি কাজ করতে ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে কোনো প্রফিট পাওয়া সম্ভব নয়। আমরা যদি এই ফোরামে নিয়মিত ধৈর্য্যসহকারে কাজ করে যাই তাহলে অবশ্যই পরবর্তীতে এই ফোরাম থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার কথাটা অত্যন্ত যুক্তিসংগত কারন দৈর্য্য ছাড়া এই পৃথিবীতে কোন কিছুর সুন্দরভাবে করা যায়না সেটা ক্রিপ্টোকারেন্সী হোক বা জীবনের অন্য কিছু হোক। আমার জানামতে অনেকের কাছে ইথার বিটিসি ছিল তারা যথন দাম একদম কমে গিয়েছিলো তখনও ধৈয্যহারা হয়নি যার ফল এখন তারা পাচ্ছে। তাই যেইকোন কঠিন পরিস্থিতিকে টেকনিক্যালি এবং ধৈয্য সহকারে যে মোকাবেলা করতে পারবে সেই সফল।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Lukamaxin on February 18, 2021, 07:42:17 PM
ক্রিপ্টোকারেন্সির মান ভাল হচ্ছে। পৃথিবী ব্যাপী আমরা সমর্থন পাচ্ছি আমাদের আগামি দিনের পথ চলার সঙ্গী হবে হাজারও বিজনেস ম্যাগনেট। এর সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কি পেয়েছি সেটা বড় না এটি যে আমাকে বড় স্বপ্ন দেখিয়েছে সেটাই আমার কাছে বড় পাওয়া।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: GroundCrypto on February 19, 2021, 07:43:44 AM
আমি ফোরামের নতুন একজন ইউজার তাই আমার তেমন কোন ধারণা নেই। তবে যতটুকু মনে হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি তে আমরা কাজ করে বর্তমানে ভালো পেমেন্ট পাচ্ছি। এই পেমেন্টের কারণে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে ভবিষ্যত সুন্দর হবে বলে মনে করি।
আপনি ঠিক বলেছেন আমিও একজন নতুন ইউজার। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি থেকে মোটামুটি পেমেন্ট পেয়ে যাচ্ছি। আমি এখন ক্রিপ্টোকারেন্সি কে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করেছি। আমিও আশা করছি ক্রিপ্টোকারেন্সি থেকে যেন আমরা আমাদের ভবিষ্যৎ করতে পারি। ক্রিপ্টোকারেন্সি থেকে অনেক কিছুই আশা করা সম্ভব।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: bmw1 on February 19, 2021, 05:08:21 PM
ক্রিপ্টোকারেন্সি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি কেননা আমি এখান থেকে মোটামুটি ভাবে ভাল প্রফিট পেয়েছি এবং অনেক কিছু ভুল করেছি আর এবং থেকে সংশোধন হয়েছে সিনার বাজে পোস্ট করে। ধরতে গেলে আমার জীবনে অনেক ভাল এবং অনেক খারাপও। তারপরও আমি কাজ করা ছেড়ে দেই নি কারণ আমি চেষ্টা করব আরও ভালোভাবে শেখার এবং জানার জন্য।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: kulkhan on February 19, 2021, 06:59:56 PM
আমিও প্রায় পাঁচ বছর পার করলাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে।এটা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে।এর সাথে আমার অনেক স্মৃতি জড়িত। আমি অনেক সুযোগ পাওয়ার পরেও তা কাজে লাগতে পারিনি এখন ক্রিপ্টোর খুব ভাল সময় যাচ্ছে, আশাকরি এবার ভালোকিছু করতে পারব।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Lovepro Max on February 20, 2021, 03:10:04 AM
আমিও প্রায় পাঁচ বছর পার করলাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে।এটা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে।এর সাথে আমার অনেক স্মৃতি জড়িত। আমি অনেক সুযোগ পাওয়ার পরেও তা কাজে লাগতে পারিনি এখন ক্রিপ্টোর খুব ভাল সময় যাচ্ছে, আশাকরি এবার ভালোকিছু করতে পারব।
একই অবস্থা আমারও অনেক সুযোগ পাওয়ার পরেও কোন কাজে লাগাতে সক্ষম হইনি আমি। তবে আমি এই ক্রিপ্টো কারেন্সি তে আছি বেশিদিন নয়। আমি যখন এই ক্রিপ্টোকারেন্সি তে পা রাখলাম তখন থেকেই মার্কেট শুধু ডাম্পিং করতেছিল।তবে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই ভালো আশাকরি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Mj joy on February 20, 2021, 10:47:54 AM
আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।

আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।
  আমি এই ফোরামে বেশিদিন ধরে আসিনি ভাই আমি বেশি  কিছু জানিনা  তাই আমার তেমন অভিজ্ঞতা নাই এ সম্পর্কে তবে আমি  বলবো আপনি যে ধৈর্য্য ধারণ করে আজকে ভালো একটা পজিশনে গিয়ে পৌঁছে গেছেন আমি ঠিক সেরকমই ধৈর্যধারণ করতে চাইতেছি  ।যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং ধৈর্য সহকারে কাজ করে কিছু আয় করতে পারি ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Milon626 on March 10, 2021, 06:18:26 PM
ক্রিপ্টোকারেন্সি মুলত একটা  জীবিকা নির্বাহের  রাস্তা।  এখানে আমরা অনেকে অনেক ধরনের  কাজ করে থাকি যার বিনিময়ে আমরা কিছু এমাউন্টও পেয়ে থাকি। জীবনে চলার পথে অনেক  ভাবেই আমরা ইনকাম করে থাকি, তার মধ্যে ক্রিপ্টো হলো অন্যরকম একটা প্লাটফর্ম  যেখানে কাজ করে ইনকাম করা টা অধিক সহজ ও নিরাপদ।  তাই আমি মনে করি  ক্রিপ্টো কিছু মানুষের জীবনের সাথে  ওতপ্রতভাবে জড়িয়ে আছে।                                     
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Rothi roy on March 11, 2021, 03:30:19 AM
এই ফোরামে আমি নতুন যুক্ত হয়েছি। মূলত অনেকটা আশা নিয়েই এই ক্রিপ্টোকারেন্সি সঙ্গে যুক্ত হয়েছি। আমি এখনো কোন পেমেন্ট পাইনি। কিন্তু আমার যারা পরিচিত আছে তারা এই ক্রিপ্টো ওয়ার্ল্ড এর সাথে অনেকদিন ধরে যুক্ত আছে। তারা এখান থেকে আমার জানামতে ভালো টাকা ইনকাম করে। আর এতে তাদের জীবনের মান অনেক পরিবর্তন এসেছে। ইনশাআল্লাহ ধৈর্য নিয়ে কাজ করলে আমিও একদিন ভালো অবস্থানে যাব বলে আশা করি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Laxmi Sharma on March 11, 2021, 02:43:35 PM
2017 সালের পর থেকেই মার্কেট খুব করুণ অবস্থায় ছিল 2020 সাল পর্যন্ত। সেটা শুধু আমাদের সিনিয়র ভাইদের মুখ থেকে শুনেছি কিন্তু আমি নিজে সেটা দেখিনি। আমি ফোরামে এসেছি কিছুদিন আগে। তাই মার্কেট এর এতটা অবনতি আমি দেখতে পারিনি। আমি যখন থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট চিনেছি বা জেনেছি তখন থেকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখনো সে উন্নতির ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। আশা করছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট দিন দিন আরো ভালো হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Blue_sea on March 11, 2021, 05:30:54 PM
ক্রিপ্টোকারেন্সি  অনেকের কাছেই মনে হবে একটি আর্শিবাদ স্বরুপ। কারন অনেকেই এখান থেকে তাদের জীবন কে পরিবর্র্তন করে ফেলেছে। আবার অনেকেই এখান থেকে লুজার বা কিছুই তেমন পায়নি। তবে এটা সত্যি ক্রিপ্টো একটি বিপ্লব ঘটিয়েছে। এখন ক্রিপ্টো আর এর সাথে যারা কাজ করছে আমি মনে করি তাদের জীবন খুবই ভাল কাটছে। 
Title: Re: ক্রিপ্টোকারেন্সী ও জীবন
Post by: Tubelight on March 20, 2021, 09:40:07 AM
ক্রিপ্টোকারেন্সি হঠাৎ করে আমার জীবনে এসেছে।তবে যত দিন থেকে আমি ক্রিপ্টোকারেন্সি সাথে যুক্ত আছি ততদিন থেকে মনে হয় আমি একটু ভালো আছি। কারণ আগে আমার হাতখরচ টা আমি পরিবারের কাছ থেকে নিতাম। কিন্তু এখন আমার নিজের হাত খরচ আমি নিজেই বহন করতে পারে।