Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on January 26, 2021, 04:39:23 AM

Title: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Malam90 on January 26, 2021, 04:39:23 AM
বাউন্টি ডিটেকটিভের CCM বাউন্টি ২৭.০১.২০২১ তারিখে শেষ হবে।
আমি ইতিমধ্যেই শেষ করে দিয়েছি। যারা শেষ সপ্তাহের কাজ করেছেন তারা আজ এবং কালকের মধ্যেই জমা দিবেন এবং চেক করবেন স্টেকস ঠিক আছে কিনা।
CCM বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=184281.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1GYHj8p895FyQxzCBWWvKWJz8ZAOME4RW-NVzUlfYsFo/edit#gid=1148542586
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Lutera94 on January 26, 2021, 10:04:03 AM
আসলে আমি ফর্ম জমা দিতে অনেক সময় ভুলে যায় তাই এই প্রজেক্টের কিছু সাপ্তাহের কাজের স্ট্যাক পাবো না। তবে রানিং সাপ্তাহের কাজ আজমে জমা দিয়েছি ও এটাই শেষ সাপ্তাহ ছিলো।
এখন দেখার বিষয় কেমন টোকেন পায়।
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Lutera94 on January 27, 2021, 06:25:20 PM
যারা কাজ জমা দেন নি আজকের মধ্যে কাজ জমা দিয়ে দিন। আজকে প্রজেক্টের শেষ দিন।

বাউন্টি- https://www.altcoinstalks.com/index.php?topic=184281.0
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Malam90 on January 30, 2021, 02:35:55 PM
স্প্রেডশিট আপডেট করেছে দেখলাম। কারো স্টেকস মিসিং থাকলে কমপ্লেন ফর্ম ফিল আপ করতে পারেন। তাহলে মিসিং স্টেকস আপডেট করে নিতে পারবেন।
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: LazY on February 01, 2021, 10:02:02 AM
বাউন্টি ডিটেকটিভের CCM বাউন্টি ২৭.০১.২০২১ তারিখে শেষ হবে।
আমি ইতিমধ্যেই শেষ করে দিয়েছি। যারা শেষ সপ্তাহের কাজ করেছেন তারা আজ এবং কালকের মধ্যেই জমা দিবেন এবং চেক করবেন স্টেকস ঠিক আছে কিনা।
CCM বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=184281.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1GYHj8p895FyQxzCBWWvKWJz8ZAOME4RW-NVzUlfYsFo/edit#gid=1148542586
ধন্যবাদ আপডেট নিউজ জানানোর জন্য।এই প্রজেক্ট কতদিন পর ডিসট্রিবিউশন করবে যদি জানা থাকে তাহলে জানাবেন।
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Malam90 on February 03, 2021, 02:45:13 PM
বাউন্টি ডিটেকটিভের CCM বাউন্টি ২৭.০১.২০২১ তারিখে শেষ হবে।
আমি ইতিমধ্যেই শেষ করে দিয়েছি। যারা শেষ সপ্তাহের কাজ করেছেন তারা আজ এবং কালকের মধ্যেই জমা দিবেন এবং চেক করবেন স্টেকস ঠিক আছে কিনা।
CCM বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=184281.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1GYHj8p895FyQxzCBWWvKWJz8ZAOME4RW-NVzUlfYsFo/edit#gid=1148542586
ধন্যবাদ আপডেট নিউজ জানানোর জন্য।এই প্রজেক্ট কতদিন পর ডিসট্রিবিউশন করবে যদি জানা থাকে তাহলে জানাবেন।

স্প্রেডশিট আপডেট করেছে স্টেকস গুলো। টোকেন কাউন্ট করতে বাকি আছে। এরপর তারা শিট টিমের কাছে দিয়ে দিবে তারপর পেমেন্ট দিবে নিয়মানুযায়ী। তবে আপডেট রাখতে হবে টেলিগ্রামে। আপডেট পেলে জানাবো আর আপনারা পেলে আপডেট দিবেন।
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Zixr on February 04, 2021, 02:46:33 AM
বাউন্টি ডিটেকটিভের CCM বাউন্টি ২৭.০১.২০২১ তারিখে শেষ হবে।
আমি ইতিমধ্যেই শেষ করে দিয়েছি। যারা শেষ সপ্তাহের কাজ করেছেন তারা আজ এবং কালকের মধ্যেই জমা দিবেন এবং চেক করবেন স্টেকস ঠিক আছে কিনা।
CCM বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=184281.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1GYHj8p895FyQxzCBWWvKWJz8ZAOME4RW-NVzUlfYsFo/edit#gid=1148542586
ধন্যবাদ আপডেট নিউজ জানানোর জন্য।এই প্রজেক্ট কতদিন পর ডিসট্রিবিউশন করবে যদি জানা থাকে তাহলে জানাবেন।

স্প্রেডশিট আপডেট করেছে স্টেকস গুলো। টোকেন কাউন্ট করতে বাকি আছে। এরপর তারা শিট টিমের কাছে দিয়ে দিবে তারপর পেমেন্ট দিবে নিয়মানুযায়ী। তবে আপডেট রাখতে হবে টেলিগ্রামে। আপডেট পেলে জানাবো আর আপনারা পেলে আপডেট দিবেন।
ধন্যবাদ আপনি প্রতিনিয়ত আপডেট জানিয়েছে জান।কারণ এটি যারা জয়েন করেছিল তারা মোটামুটি ভালো রকমের একটি প্রফিট পাবে।
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Malam90 on February 14, 2021, 05:27:26 AM
CCN বাউন্টিতে টোকেনও কাউন্ট করা শেষ হয়েছে দেখলাম।

ডিস্ট্রিবিউশন এখনও শুরু হয়নি। যে কোন সময় তারা্ আপডেট জানাতে পারে।
আপডেট রাখুন নিয়মিত। বাউন্টি করার পরে।
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: LeziT on February 14, 2021, 08:36:12 AM
CCN বাউন্টিতে টোকেনও কাউন্ট করা শেষ হয়েছে দেখলাম।

ডিস্ট্রিবিউশন এখনও শুরু হয়নি। যে কোন সময় তারা্ আপডেট জানাতে পারে।
আপডেট রাখুন নিয়মিত। বাউন্টি করার পরে।
আমাদের প্রত্যেককেই টেলিগ্রাম গ্রুপ ফলো করতে হবে। কারণ তারা টেলিগ্রাম গ্রুপ এর নতুন নতুন আপডেট দিয়ে থাকে। আমরা সবাই টেলিগ্রামের দিকে সবচেয়ে বেশি লক্ষ দেই।
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 11:05:56 AM
বাউন্টি ডিটেকটিভের CCM বাউন্টি ২৭.০১.২০২১ তারিখে শেষ হবে।
আমি ইতিমধ্যেই শেষ করে দিয়েছি। যারা শেষ সপ্তাহের কাজ করেছেন তারা আজ এবং কালকের মধ্যেই জমা দিবেন এবং চেক করবেন স্টেকস ঠিক আছে কিনা।
CCM বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=184281.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1GYHj8p895FyQxzCBWWvKWJz8ZAOME4RW-NVzUlfYsFo/edit#gid=1148542586
ব্রাদার সিসিএম বাউন্টি ক্যাম্পেইনটি শেষ হয়েছে প্রায় অনেকদিন হলো। কিন্তু এখনো পেমেন্ট করা হয়নি। অনেকে বলছে স্ক্যাম করবে। আবার অনেকে বলছে খুব দ্রুতই প্রেমেন্ট করে দেবে। আদৌ কি পেমেন্ট করবে.? জেনে থাকলে অবশ্যই জানাবেন প্লিজ।
Title: Re: CCM বাউন্টি আপডেট নিয়ে আলোচনা করুন।
Post by: Tubelight on March 18, 2021, 04:50:57 PM
ভাই আপনি যদি মনে না করিয়ে দিতেন তাহলে হয়তো জানতামই না যে এই ধরনের প্রজেক্ট এসেছিল কিনা।প্রায় অনেকদিন আগেই শেষ হয়ে গেছে বাউন্টি ডিটেকটিভের ক্রিপ্টোকারেন্সি মার্কেট নামে একটি ক্যাম্পেইন। তবে আমার মনে হয় না এই ক্যাম্পেইনটি আর সাকসেসফুল হবে। কারণ এই ক্যাম্পেইনের রোডম্যাপ আমার কাছে তেমন একটা ভালো লাগেনি।