Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on January 27, 2021, 07:32:55 AM

Title: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: babu10 on January 27, 2021, 07:32:55 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: JISAN on January 27, 2021, 07:52:50 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
আলোচনা হচ্ছে ঠিকি কিন্তু কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর। আমাদের দেশের বিটকয়েনের সংবাদগুলোতে সেরকমি হচ্ছে। তারা কি যে বোঝে না তাও বোঝে না। উলটা পালটা একটা বললেই বাচে। যেভাবে নিউজ করে তাদে সরকার আরো ভয় পাবো আর এটার বিরুদ্ধে দাঁড়াইবো
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Lutera94 on January 27, 2021, 07:56:30 AM
গতকালের রিপোর্ট টি দেখেছি কিন্তু দেখে আমার কাছে পজিটিভ মনে হয় নি। কারণ পুরো খবর জুড়েই ভুল ভাল তথ্য দিয়েছে। বিটকয়েনে নাকি অন্ধকার জগত, কি হাস্যকর। তাহলে আমেরিকা, জাপান সব অন্ধকার জগতে আছে আর বাংলাদেশ আছে ডিজিটাল যুগে। হাস্যকর
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: babu10 on January 27, 2021, 08:01:18 AM
গতকালের রিপোর্ট টি দেখেছি কিন্তু দেখে আমার কাছে পজিটিভ মনে হয় নি। কারণ পুরো খবর জুড়েই ভুল ভাল তথ্য দিয়েছে। বিটকয়েনে নাকি অন্ধকার জগত, কি হাস্যকর। তাহলে আমেরিকা, জাপান সব অন্ধকার জগতে আছে আর বাংলাদেশ আছে ডিজিটাল যুগে। হাস্যকর


এখনি হাস্যকর বলা যাবেনা। এসব আলোচনা যত বেশী হবে ততই সত্য উদ্ঘাটিত হবে এবং সরকারও বুঝবে। তাই আমি চাই আলোচনা হোক তবে আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে এখন যেহেতু আইন শৃংখলা বহিনী সচেতন।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: kulkhan on January 27, 2021, 08:05:00 AM
আমি মনেকরি বাংলাদেশের যে টিভি চ্যানেল গুলো বিটকয়েন নিয়ে নিউজ করছে তারাই বিটকয়েন সম্পর্কে ভালো জানেনা। তাই তারা এর ভালো দিকগুলো দেখতেই পায়না। শুধু বিটকয়েনের নেগেটিভ দিক নিয়ে নিউজ করছে। অথচ ইউরোপ, আমেরিকার ভালো ভালো দেশ এটার বৈধতা দিচ্ছে। এই পন্ডিত গুলোর জন্য সরকার ও এর প্রতি অনেকটা নেগেটিভ। আমি মনেকরি আমাদের সরকার এসব নিউজকে গুরুত্ব না দিয়ে তারা এর পজেটিভ দিক বিবেচনা করে বিটকয়েনকে বৈধতা দেবে। 
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Lutera94 on January 27, 2021, 09:08:11 AM
আমি মনেকরি বাংলাদেশের যে টিভি চ্যানেল গুলো বিটকয়েন নিয়ে নিউজ করছে তারাই বিটকয়েন সম্পর্কে ভালো জানেনা। তাই তারা এর ভালো দিকগুলো দেখতেই পায়না। শুধু বিটকয়েনের নেগেটিভ দিক নিয়ে নিউজ করছে। অথচ ইউরোপ, আমেরিকার ভালো ভালো দেশ এটার বৈধতা দিচ্ছে। এই পন্ডিত গুলোর জন্য সরকার ও এর প্রতি অনেকটা নেগেটিভ। আমি মনেকরি আমাদের সরকার এসব নিউজকে গুরুত্ব না দিয়ে তারা এর পজেটিভ দিক বিবেচনা করে বিটকয়েনকে বৈধতা দেবে।
আপনি লক্ষ করে দেখবেন রিপোর্ট করতে গিয়ে যাদের সাক্ষাৎকার নিয়েছে তারা কিন্তু এটার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেনি, তারা ব্যাপারটা বুঝাতে চেয়েছেন। কিন্তু সাংবাদিক সাহেব আগ বাড়িয়ে যাতা বলে দিলেন।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: JISAN on January 27, 2021, 09:12:51 AM
গতকালের রিপোর্ট টি দেখেছি কিন্তু দেখে আমার কাছে পজিটিভ মনে হয় নি। কারণ পুরো খবর জুড়েই ভুল ভাল তথ্য দিয়েছে। বিটকয়েনে নাকি অন্ধকার জগত, কি হাস্যকর। তাহলে আমেরিকা, জাপান সব অন্ধকার জগতে আছে আর বাংলাদেশ আছে ডিজিটাল যুগে। হাস্যকর
আরো বলছে বিটকয়েন পেতে নাকি ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয়। তা ছাড়া নাকি বিটিসি আর্ন বা মাইনিং করা যায় না। তারা কি যে বোঝে না তাও বোঝে না। সাংবাদিকরা রিপোর্ট খুইজা পায় না। জা পায় আরো একটু বানাইয়া নিউজ শুরু কইরা দেয়।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Lutera94 on January 27, 2021, 09:19:48 AM
গতকালের রিপোর্ট টি দেখেছি কিন্তু দেখে আমার কাছে পজিটিভ মনে হয় নি। কারণ পুরো খবর জুড়েই ভুল ভাল তথ্য দিয়েছে। বিটকয়েনে নাকি অন্ধকার জগত, কি হাস্যকর। তাহলে আমেরিকা, জাপান সব অন্ধকার জগতে আছে আর বাংলাদেশ আছে ডিজিটাল যুগে। হাস্যকর
আরো বলছে বিটকয়েন পেতে নাকি ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয়। তা ছাড়া নাকি বিটিসি আর্ন বা মাইনিং করা যায় না। তারা কি যে বোঝে না তাও বোঝে না। সাংবাদিকরা রিপোর্ট খুইজা পায় না। জা পায় আরো একটু বানাইয়া নিউজ শুরু কইরা দেয়।
হ্যা লক্ষ করেছি ব্যাপারটা, এটা শুনে আরো বিরক্ত লেগেছে। যেখানে পাশের দেশ ভারত বিটকয়েনের জন্য ব্যাংক করছে সেখানে সাংবাদিকদের দায়িত্বশীল আচরণ আশা করছি, এইভাবে ভুল বাল রিপোর্ট করলে আমরা আগাতে পারবোনা।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Pepe12 on January 27, 2021, 12:30:22 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
[/quote

অবশ্যই আপনার কথায় লজিক আছে।কার এটা পুরো পুরি সরকারের উপর নির্ভর করছে কারন যুদি সরকার বিষয় টা নেগেটিভ ভাবে নেয় তাইলে আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয় আর যুদি সরকার পজিটিভ ভাবে দেখে তাহলে বিষয় টা আমাদের জন্য সুখবর।  ধন্যবাদ ]
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Pepe12 on January 27, 2021, 12:45:41 PM
আমি মনেকরি বাংলাদেশের যে টিভি চ্যানেল গুলো বিটকয়েন নিয়ে নিউজ করছে তারাই বিটকয়েন সম্পর্কে ভালো জানেনা। তাই তারা এর ভালো দিকগুলো দেখতেই পায়না। শুধু বিটকয়েনের নেগেটিভ দিক নিয়ে নিউজ করছে। অথচ ইউরোপ, আমেরিকার ভালো ভালো দেশ এটার বৈধতা দিচ্ছে। এই পন্ডিত গুলোর জন্য সরকার ও এর প্রতি অনেকটা নেগেটিভ। আমি মনেকরি আমাদের সরকার এসব নিউজকে গুরুত্ব না দিয়ে তারা এর পজেটিভ দিক বিবেচনা করে বিটকয়েনকে বৈধতা দেবে।


আমার বিশ্বাস বাংলাদেশে বিটকয়েন আসতে আসতে বৈধতা লাভ করবে। কারণ আপনি দেখেন বিশ্বের উন্নত দেশে গুলোতে যেমন: আমেরিকা জাপান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত এই সব উন্নতশিল দেশ গুলাতে যুদি বিটকয়েন বৈধতা লাভ করতে পারে তাহলে আমাদের বাংলাদেশে বৈধতা লাভ করতে কেন পারবে না। ধন্যবাদ
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Malam90 on January 27, 2021, 01:43:07 PM
বিটকয়েন নিয়ে যে আলোচনা হচ্ছে চ্যানেলগুলোতে তা দেখলে চোখে পানি আসে কারণ যারা রিপোর্ট করতেছে তারা বিটকয়েন কি তাই জানেনা ভালো করে। উল্টো পাল্টা নিউজ করে আবালের মতই। নিউজ করার আগে অন্তত ঘাটাঘাটি করে নিউজ করা  উচিৎ। সরকারের উচিত এখনই বিটকয়েন নিয়ে ভাবা যাতে ফ্রিল্যাঞ্চাররা যা আয় করে তারা কিভাবে বৈধভাবে দেশে আনতে পারে তার ব্যবস্থা করা। এতে করে সরকার যেমন ট্যাক্স পাবে তেমনি ফ্রিল্যাঞ্চাররা বৈধভাবে দেশে আনতে পারবে টাকাগুলো।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: babu10 on January 27, 2021, 04:12:37 PM
বিটকয়েন নিয়ে যে আলোচনা হচ্ছে চ্যানেলগুলোতে তা দেখলে চোখে পানি আসে কারণ যারা রিপোর্ট করতেছে তারা বিটকয়েন কি তাই জানেনা ভালো করে। উল্টো পাল্টা নিউজ করে আবালের মতই। নিউজ করার আগে অন্তত ঘাটাঘাটি করে নিউজ করা  উচিৎ। সরকারের উচিত এখনই বিটকয়েন নিয়ে ভাবা যাতে ফ্রিল্যাঞ্চাররা যা আয় করে তারা কিভাবে বৈধভাবে দেশে আনতে পারে তার ব্যবস্থা করা। এতে করে সরকার যেমন ট্যাক্স পাবে তেমনি ফ্রিল্যাঞ্চাররা বৈধভাবে দেশে আনতে পারবে টাকাগুলো।

হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তারা ব্লকচেইন আর বিটকয়েনকে এক করে ফেলতেছে আসলে যারা এডিটর তারাতো এই প্রযুক্তিনিয়ে এত ঘাটাঘাটি করেনা। তারাতো গাইতে গাইতে গায়েন এর মতো অবস্থা তাই সবকিছুকে এক করে ফেলতেছে তবে এসব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং সরকারও সচেতন হবে আশাকরি।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Mj joy on January 27, 2021, 05:13:21 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
সাংবাদিকদের তো আর খেয়ে দেয়ে কাজ নাই। ওনারা আছে রিপোর্ট লিখলেই তো ইনকা চ্যানেলে প্রকাশ করতে পারলেই চ্যানেলের শুনাম। কিন্তু এটা বিস্তারিত জানেনা বিটকয়েন টা আসলে কি। উন্নত দেশগুলোতে শুধু শুধু বিটকয়েন অনুমোদন দেয়া হয়নি। আমি মনে করি সরকারের আওতায় বিটকয়েন কে বৈধ করা উচিত আমাদের বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন অনেক ডিজিটাল। বর্তমান সময়ে যদি বিটকয়েন কে বৈধ করা হয় বাংলাদেশের তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে। প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বিদেশ থেকে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: babu10 on January 28, 2021, 03:17:06 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
সাংবাদিকদের তো আর খেয়ে দেয়ে কাজ নাই। ওনারা আছে রিপোর্ট লিখলেই তো ইনকা চ্যানেলে প্রকাশ করতে পারলেই চ্যানেলের শুনাম। কিন্তু এটা বিস্তারিত জানেনা বিটকয়েন টা আসলে কি। উন্নত দেশগুলোতে শুধু শুধু বিটকয়েন অনুমোদন দেয়া হয়নি। আমি মনে করি সরকারের আওতায় বিটকয়েন কে বৈধ করা উচিত আমাদের বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন অনেক ডিজিটাল। বর্তমান সময়ে যদি বিটকয়েন কে বৈধ করা হয় বাংলাদেশের তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে। প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বিদেশ থেকে।

ভাই সাংবাদিকদের দোষ দিয়েতো লাভ নাই। তারাও পেটের দায়ে কাজ করে আমাদের মত। তবে সুচিন্তিত সাংবাদিকতার বড় অভাব বাংলাদেশে এটা বলতে পারেন। এখন আসলে সব জায়গাতেই রাজনীতি ঢুকে  গেছে তাই তারাও ইচ্ছা করলেও সত্যবাদী সাংবাদিকতা করতে পারেনা অথবা তা করতে গেলে জীবন চলে যায়।তাই সরকার যা করে তা জ্বী হুজুর বলে চালিয়ে নিতে হয় তা যেই সরকারই আসুক।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Casual on January 28, 2021, 04:20:44 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
সাংবাদিকদের তো আর খেয়ে দেয়ে কাজ নাই। ওনারা আছে রিপোর্ট লিখলেই তো ইনকা চ্যানেলে প্রকাশ করতে পারলেই চ্যানেলের শুনাম। কিন্তু এটা বিস্তারিত জানেনা বিটকয়েন টা আসলে কি। উন্নত দেশগুলোতে শুধু শুধু বিটকয়েন অনুমোদন দেয়া হয়নি। আমি মনে করি সরকারের আওতায় বিটকয়েন কে বৈধ করা উচিত আমাদের বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন অনেক ডিজিটাল। বর্তমান সময়ে যদি বিটকয়েন কে বৈধ করা হয় বাংলাদেশের তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে। প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বিদেশ থেকে।

ভাই সাংবাদিকদের দোষ দিয়েতো লাভ নাই। তারাও পেটের দায়ে কাজ করে আমাদের মত। তবে সুচিন্তিত সাংবাদিকতার বড় অভাব বাংলাদেশে এটা বলতে পারেন। এখন আসলে সব জায়গাতেই রাজনীতি ঢুকে  গেছে তাই তারাও ইচ্ছা করলেও সত্যবাদী সাংবাদিকতা করতে পারেনা অথবা তা করতে গেলে জীবন চলে যায়।তাই সরকার যা করে তা জ্বী হুজুর বলে চালিয়ে নিতে হয় তা যেই সরকারই আসুক।
আসলে ভাই আপনার কথাটা আমার কাছে পুরোপুরি সঠিক বলে মনে হয়। বর্তমানে আমাদের দেশের সরকার যাই বলেন সাংবাদিক এবং সকল মিডিয়াতে সেই প্রচার করে যায়।আসলে মূলত এ ধরনের কাজ না করলে কিন্তু দেখা যাবে তাদের চাকরি হারিয়ে ফেলবে যে কারণে সরকার যা বলে সাথে সাথে তারা তাই করে। কিন্তু অবশ্যই বিটকয়েনের বৈধতা একদিন দেখা যাবে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Lutera94 on January 28, 2021, 06:43:10 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
সাংবাদিকদের তো আর খেয়ে দেয়ে কাজ নাই। ওনারা আছে রিপোর্ট লিখলেই তো ইনকা চ্যানেলে প্রকাশ করতে পারলেই চ্যানেলের শুনাম। কিন্তু এটা বিস্তারিত জানেনা বিটকয়েন টা আসলে কি। উন্নত দেশগুলোতে শুধু শুধু বিটকয়েন অনুমোদন দেয়া হয়নি। আমি মনে করি সরকারের আওতায় বিটকয়েন কে বৈধ করা উচিত আমাদের বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন অনেক ডিজিটাল। বর্তমান সময়ে যদি বিটকয়েন কে বৈধ করা হয় বাংলাদেশের তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে। প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বিদেশ থেকে।

ভাই সাংবাদিকদের দোষ দিয়েতো লাভ নাই। তারাও পেটের দায়ে কাজ করে আমাদের মত। তবে সুচিন্তিত সাংবাদিকতার বড় অভাব বাংলাদেশে এটা বলতে পারেন। এখন আসলে সব জায়গাতেই রাজনীতি ঢুকে  গেছে তাই তারাও ইচ্ছা করলেও সত্যবাদী সাংবাদিকতা করতে পারেনা অথবা তা করতে গেলে জীবন চলে যায়।তাই সরকার যা করে তা জ্বী হুজুর বলে চালিয়ে নিতে হয় তা যেই সরকারই আসুক।
হ্যা এই ধরনের মনমানসিকতার জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। সরকার ভুল পথে থাকলে আমাদের উচিৎ সরকারকে সঠিক রাস্তা দেখানো, বুঝিয়ে বলা। কিন্তু আমরা করছি ঠিক তার উল্টো। সরকার যাই করুক না কেনো তাতেই সমর্থন দিয়ে নিউজ করে আসছি। আশা করি সাংবাদিকরা আরো পরিণত রিপোর্ট করবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: ttcsalam on January 28, 2021, 05:17:26 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
বাংলাদেশে যারা এই ফোরামে কাজ করে তারা এক প্রকার পেটে খেয়ে দু পয়সা রোজগার করার চিন্তায় কাজ করে। এটা নিয়ে কোন নিউজ হয় না।নিউজ হয় না বড় বড় রাগব বোয়ালদের নিউজ হয় শুধু ফালতু ফালতু তবে আমার মনে হয় তথ্য মন্ত্রী এই বিষয়গুলো অবশ্যই জানেন যে অনেকেউ ফ্রিলানসিং কাজ করে বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট পান।সে জন্য তেমন কোন সমস্যা হবে বলে মনে করি না।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: saidul2105 on January 28, 2021, 05:43:12 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
এভাবে যদি আমাদের দেশের টিভি চ্যানেল গুলো নানা রকম প্রচার প্রচারণা চালায় বিটকয়েন সম্পর্কে তাহলে আমাদের লাভ/ক্ষতি দুটোই হবে।  প্রথমত, এই প্রচারণার মাধ্যমে আমাদের বাংলাদেশের উপর মহলে কথা টা উত্থাপন হবে ফলে আমাদের সরকার বিষয়টা নিয়ে পজিটিভলি ভাবতে পারেন। দ্বিতীয়ত, এই প্রচারণার মাধ্যমে আমাদের দেশের প্রশাসনের টনক নড়ে যেতে পারে, ফলে আমাদের সমস্যা বাড়বে। 
তাই আমি মনে করি, আমাদের আগে থেকেই খুব সাবধানে কাজ করে যেতে হবে।                                               
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Markuri33 on January 29, 2021, 10:58:37 AM
আসলে বিটকয়েন নিয়ে যত বেশি সমালোচনা হবে আমার বিশ্বাস এটা ভালো দিক বয়ে নিয়ে আসবে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিটকয়েনের বৈধতা পেয়েছে আমার বিশ্বাস অবশ্যই খুব তাড়াতাড়ি বাংলাদেশের বিটকয়েনের বৈধতা পাবে। বিটকয়েন বৈধতা পেলে অনেক লোক এখানে কাজ করে নিজের সংসার চালাতে পারবে।কিন্তু বাংলাদেশের অনেক বড় সরকারি কর্মকর্তা রয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সামান্য চুল পরিমান তাদের কোনো জ্ঞান নেই যে কারণে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেতে একটু সময় লাগবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Acifix on February 02, 2021, 03:27:46 AM
হ্যা ভাই আমি আপনার সাথে এক মত।কারণ আমাদের দেশে নিউজ চ্যালেনে বিটকয়েনের নেগেটিভ দিক দেখে। কিন্তু বিটকয়েনের ভালো দিকটি দেখে না।আমাদের পাশে আরো অনেক দেশে বিটকয়েনের বধ্যতা দিয়েছে।কিন্তু আমাদের দেশে ভবিষ্যৎতে কি এর বধ্যতা দিব কী।আপনি কী মনে করেন।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Tunir Baap on February 02, 2021, 03:39:55 AM
আপনি অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ অবৈধ।কিন্তু বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন বেশি হচ্ছে।তাই হয়তো এই লেনদেনকে ঠেকাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে বর্তমানে বিটকয়েন সম্পর্কে বেশি আলোচনা করা হচ্ছে। বিটকয়েন যেহেতু বাংলাদেশি সম্পূর্ণ অবৈধ লেনদেন অবশ্যই সতর্কতার সাথে করা উচিত।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Goldlife on February 02, 2021, 03:45:13 AM
Bitcoin বাংলাদেশে অবৈধ কিন্তু বাংলাদেশ সরকারের এখন বিটকয়েন বৈধতা দেওয়া অত্যন্ত জরুরি কারণ বাংলাদেশের যত ফ্রিল্যান্সাররা যে তারা যেন বৈধভাবে অর্থ উপার্জন করে দেশে বৈধ ভাবে আনতে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে এজন্যই বিটকয়েন কে প্রাধান্য দেওয়া উচিত সরকারের তা না করে bitcoin তারা  ব্যবহার করছে তাদেরকে আটক করা হচ্ছে।এটা এক ধরনের পাগলামী ছাড়া কিছুই না তারা যদি বিটকয়েন এর ব্যবহার সম্পর্কে জানত বিটকয়েন কি তারা জানত তাহলে তারা এখন বিটকয়েন কে প্রাধান্য দিতেন ।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: LazY on February 02, 2021, 09:10:23 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ চ্যানেলগুলোতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। যদিও এটা আমাদের জন্য শুভ লক্ষণ।আমরা চাই যে অতি তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করুক।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: SobujAkash#8 on February 02, 2021, 10:00:13 AM
আমি লক্ষ্য করছি বাংলাদেশের অনেক চ্যানেল বিটকয়েন নিয়ে আলোচনা করছে। আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে বাংলাদেশেও বিটকয়েন কি বৈধ করতে পারে। কারন পৃথিবীতে অনেক বড় এবং শক্তিশালী দেশ রয়েছে যেখানে বিটকয়েন বৈধ। আমাদের বাংলাদেশে কেন অবৈধ। তাই আমরা চাই বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি কে সাপোর্ট করুক।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: ExtraPoint on February 02, 2021, 04:31:28 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
আমরা সবাই জানি যে বিটকয়েন বাংলাদেশে বৈধ নয়। কিন্তু ইদানিং বেশ কয়েকটি চ্যানেল বিটকয়েন নিয়ে আলোচনা করছে। যে জিনিস নিয়ে বেশি সমালোচনা করা হয় সেই জিনিসটি কিন্তু সবার চোখেই ধরা পড়ে। এ বিষয়ে যদি সরকারের যদি লক্ষ্যভেদ হয় তাহলে আমাদের জন্য ভাল। আর যদি না হয় তাহার আমাদের জন্য খুবই খারাপ। কারণ এর জন্য আপনার জেল জরিমানা হতে পারে। পৃথিবীতে অনেক বড় শক্তিশালী দেশ রয়েছে সেসব দেশে কিন্তু বিটকয়েন বৈধ। এবং তারা তাদের অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। তাই আমার আশা করি বাংলাদেশেও বিটকয়েন বৈধ করবে এবং আমাদের জন্য খুশির সংবাদ বয়ে আনবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: bmw1 on February 03, 2021, 03:24:38 PM
হ্যাঁ এটা সঠিক যে অনেকদিন ধরে লক্ষ্য করছি যে বাংলাদেশের চ্যানেলগুলো বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক আলোচনা করছে, এইমতে আমরা আশা করতে পারি যদি বিটকয়েন বা কারেন্সি বা ভার্চুয়ালিটি বাংলাদেশে বৈধ করে তাহলে অনক ভালো হবে।   
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Angel jara on February 03, 2021, 04:12:02 PM
বাংলাদেশের চ্যানেলগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এটা আমি জানতে পেরেছি আমার এক বন্ধুর কাছ থেকে। কিন্তু এটা কতটা সত্যি আমার জানা নেই। বাংলাদেশি বিটকয়েন অবৈধ। যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন নিয়ে কাজ করে তাদের প্রতিনিধিত্ব সতর্ক থাকতে হয় পুলিশে দেওয়ার সর্বদায় তাদের বিরাজ করে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Mahindra on February 03, 2021, 05:53:13 PM
আমার মনে হয় বাংলাদেশ টিভি চ্যানেলগুলোতে যত বেশি বিটকয়েন নিয়ে আলাপ আলোচনা করা হবে ততই সরকার এর ওপর বেশি প্রভাব ফেলবে। এবং ক্রিপ্টোকারেন্সিতে যারা আছে তাদের আরো আরো কঠোরভাবে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর তা না হলে বাংলাদেশে বিটকয়েন অনুমোদন বৈধ করা হবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Malam90 on February 04, 2021, 04:50:39 AM
আমি লক্ষ্য করছি বাংলাদেশের অনেক চ্যানেল বিটকয়েন নিয়ে আলোচনা করছে। আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে বাংলাদেশেও বিটকয়েন কি বৈধ করতে পারে। কারন পৃথিবীতে অনেক বড় এবং শক্তিশালী দেশ রয়েছে যেখানে বিটকয়েন বৈধ। আমাদের বাংলাদেশে কেন অবৈধ। তাই আমরা চাই বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি কে সাপোর্ট করুক।

বাংলাদেশী চ্যানলগুলো বিটকয়েন কি তা বোঝেনা। তবে ইদানিং নিয়মিত আলোচনা হচ্ছে। যেটার কারণে মানুষের মধ্যে আরো আগ্রহ বেড়ে যাচ্ছে বিটকয়েনের প্রতি। তাই নেগেটিভ আলোচনার মধ্যে পজেটিভ হচ্ছে বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। বেশি বেশি মানুষ আরো ঝুঁকছে বিটকয়েনের প্রতি। তাই সামনে একসময় দেখবেন সরকারও বাধ্য হবে বৈধতা দিয়ে বৈধভাবে দেশে টাকা আনার পদ্ধতি চালু করার।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Magepai on February 04, 2021, 04:59:30 AM
বিটকয়েনের লেনদেন যখন করব অবশ্যই সবাই আমরা সতর্ক তার সাথেই করবো। কিন্তু বিভিন্ন ধরনের চ্যানেলগুলো বিটকয়েন সম্পর্কে যে আলাপ আলোচনা করছে আমি মনে করি এটা বাংলাদেশের পক্ষে পজিটিভ দিক বই নিয়ে আসবেন। বাংলাদেশের লোক খবর দেখে থাকে সেখানে যদি বিটকয়েন সম্পর্কে কিছুটা শুনে তাহলে তারা আস্তে আস্তে বিটকয়েনের প্রতি আগ্রহ দেখাবে।কিন্তু বাংলাদেশে যে পর্যন্ত বিটকয়েনের বৈধতার না হয় সেই পর্যন্ত অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে কাজ করে যেতে হবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Malam90 on February 04, 2021, 05:15:54 AM
বিটকয়েনের লেনদেন যখন করব অবশ্যই সবাই আমরা সতর্ক তার সাথেই করবো। কিন্তু বিভিন্ন ধরনের চ্যানেলগুলো বিটকয়েন সম্পর্কে যে আলাপ আলোচনা করছে আমি মনে করি এটা বাংলাদেশের পক্ষে পজিটিভ দিক বই নিয়ে আসবেন। বাংলাদেশের লোক খবর দেখে থাকে সেখানে যদি বিটকয়েন সম্পর্কে কিছুটা শুনে তাহলে তারা আস্তে আস্তে বিটকয়েনের প্রতি আগ্রহ দেখাবে।কিন্তু বাংলাদেশে যে পর্যন্ত বিটকয়েনের বৈধতার না হয় সেই পর্যন্ত অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে কাজ করে যেতে হবে।

হা, যেহেতু অবৈধ এখনো তাই আমাদের উচিৎ হবে সতর্কতার সাথে লেনদেন করা। ফেসবুক বা এররকম কোন সোস্যাল মিডিয়ায় প্রকাশে বিটকয়েন লেনদেনের কোন পোস্ট না দেওয়া। যা লেনদেন করতে হবে সেটা ম্যাসেঞ্জার বা গোপনে। নতুবা গোয়েন্দা নজরদারিও আছে।  সেটার খেয়াল রাখতে হবে। মূলত যারা রিসেলার তারা ট্রাপে পড়ে কারণ তাদের একাউন্টে হিউজ লেনদেন হয। যারা নরমালি হান্টার তাদের সামান্য লেনদেন ধরার বাহিরে থেকে যায় তারপরেও বলবো- সাবধানের মাইর নেই।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: kulkhan on February 04, 2021, 06:06:22 AM
আলোচনা চলতে থাক। এটাও একটা পজেটিভ দিক বলে আমি মনেকরি। কারন চ্যানেল গুলোর এই আলোচনার মাধ্যমে মানুষ বিটকয়েনের নামটা তো জানতে পারছে। আমি মনেকরি যত বেশি আলোচনা হবে ততই মানুষের বিটকয়েন ভীতি দূর হবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Acifix on February 04, 2021, 02:05:02 PM
আমরা যখন বিটকয়েন লেনদেন করব তখন আমরা সতর্ক হয়ে লেনদেন করব। কারণ আমাদের দেশের টিভি চ্যানেলগুলো বিটকয়েন সম্পর্কে যে আলাপ-আলোচনা করে তাতে বাংলাদেশ বিটকয়েন পজিটিভ দিক নিয়ে আসে। তাই আমরা যখন লেনদেন করব তখন সাবধানে লেনদেন করব।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: bmw1 on February 04, 2021, 03:15:37 PM
ইদানিং লক্ষ্য করছি যে বাংলাদেশের চ্যানেলগুলো বিটকয়েন নিয়ে আলোচনা করছেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করছে যেমন এটি বাংলাদেশের অবৈধ এবং বেকার যুবক-যুবতী এরা কি প্রকারের জগতে লিপ্ত হচ্ছে, এটাই আলোচনা করা হচ্ছে কারণ বাংলাদেশে অনেক বেকার যুবক-যুবতী রয়েছে যারা বাংলাদেশ থেকে চাকরি পাচ্ছে না তাই ক্রিপ্টোকারেন্সি জগতে ডুকছে এবং স্বাধীন ভাবে জব করতেছে। এবং আমি আশা করি বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি তে জব করা অনেক ভালো।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: babu10 on February 04, 2021, 03:51:45 PM
আমি আশা করি বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি তে জব করা অনেক ভালো।

এটার অর্থ কি ভাই বুঝলাম না। আপনি কিভাবে জব করবেন ক্রিপ্টোকারেন্সিতে? আপনি যদি ট্রেড করতে চান তাহলে ঠিক আছে। কিন্তু ট্রেড বা বাউন্টি কোন কিছুই স্থায়ী না যার কারনে আপনার সমস্যা হতে পারে সংসার বা জীবন চালাতে তাই আমার সাজেসন হচ্ছে যেই কোন চাকুরীর পাশাপাশি বাউন্টি বা ট্রেড করা যেতে পারে তাহলে আর কোন চিন্তা থাকেনা।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: AlviNess on February 08, 2021, 05:50:35 PM
কয়েকদিন যাবত বাংলাদেশের গণমাধ্যমে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বিষয় নিয়ে আলোচনা করছেন। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে। যা আমি মনে করি বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি জন্য খুবই খারাপ একটি দিক। কারণ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ অবৈধ। আমরা যে বাংলাদেশিরা ক্রিপ্টো রিলেটেড যারা আছি তারা সবাই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আসি।গণমাধ্যমে এ সকল বিষয় নিয়ে টকশো হওয়াটা আমি মনে করি বাংলা বাসীদের জন্য একটি নেগেটিভ সাইট।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Dagsu93 on February 09, 2021, 12:36:21 AM
আমার বিশ্বাস বিটকয়েনের লেনদেন খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। যেহেতু বিটকয়েনের বৈধতা এখনো পায়নি বাংলাদেশ সেতো অবশ্যই আমাদের উচিত কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা বিটকয়েন সম্পর্কে কোনো আলাপ-আলোচনা করবো না। অবশ্যই সরকার বিভাগের লোক নজরদারি দিতে পারে এবং তাকে ধরে নিয়ে যেতে পারে। অবশ্যই বিটকয়েনের লেনদেন খুবই সতর্কতা অবলম্বন করা উচিত।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Batch18-19 on February 12, 2021, 03:37:53 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
কোন কিছুর আলোচনা বা সমালোচনা তখনই করা হয় যখন সেটা সম্পর্কে মানুষ ভালোভাবে অবগত থাকে।তুমি বাংলাদেশের চ্যানেল গুলোতে বিটকয়েন সম্পর্কে বিভিন্ন আলোচনা আমি ভালোভাবে নিচ্ছে না। কারণ বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ অবৈধ। তাই বিভিন্ন চ্যানেল গুলোতে এই ধরনের আলোচনা করা মানে আমাদের জন্য বিপদ বয়ে আসা।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Herry on February 12, 2021, 05:26:11 PM
আলোচনা চলতে থাক। এটাও একটা পজেটিভ দিক বলে আমি মনেকরি। কারন চ্যানেল গুলোর এই আলোচনার মাধ্যমে মানুষ বিটকয়েনের নামটা তো জানতে পারছে। আমি মনেকরি যত বেশি আলোচনা হবে ততই মানুষের বিটকয়েন ভীতি দূর হবে।
আলোচনা হওয়া ভালো।আপনি যদি একটু ভালো ভাবে খেয়াল করেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে কোন একটি জিনিস ভাইরাল হওয়ার আগে সে জিনিস নিয়ে আলোচনা প্রচুর হয়। তাই আমি মনে করি যে চ্যানেলগুলোতে যদি বিটকয়েন নিয়ে আলোচনা করে তাহলে আলোচনা করতে দেওয়া উচিত। এতে করে বিটকয়েনের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: iRan Chy on February 12, 2021, 05:53:41 PM
আলোচনা চলতে থাক। এটাও একটা পজেটিভ দিক বলে আমি মনেকরি। কারন চ্যানেল গুলোর এই আলোচনার মাধ্যমে মানুষ বিটকয়েনের নামটা তো জানতে পারছে। আমি মনেকরি যত বেশি আলোচনা হবে ততই মানুষের বিটকয়েন ভীতি দূর হবে।
আলোচনা হওয়া ভালো।আপনি যদি একটু ভালো ভাবে খেয়াল করেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে কোন একটি জিনিস ভাইরাল হওয়ার আগে সে জিনিস নিয়ে আলোচনা প্রচুর হয়। তাই আমি মনে করি যে চ্যানেলগুলোতে যদি বিটকয়েন নিয়ে আলোচনা করে তাহলে আলোচনা করতে দেওয়া উচিত। এতে করে বিটকয়েনের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে
আরে ভাই কোনকিছুর ভালো দিক নিয়ে আলোচনা করা মঙ্গলজনক।  কিন্তু খারাপ দিক নিয়ে যদি আলোচনা হয় তাইলে এই আলোচনা কি মঙ্গলজনক?
আমার মনে হয় এসব আলোচনা না করাই ভালো। বাংলাদেশের হলুদ মিডিয়া গুলো কৃপ্টোকারেন্সির নেতিবাচক দিক ছাড়া ভাল দিক গুলো দেখেনা।  :-\
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Mist Joya on February 13, 2021, 06:28:06 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
  আপনার সাথে আমি একদমই সহমত পোষণ করছি  যত বেশি আলোচনা হবে তত এর জন্য ভালো  কারণ বিষয়টি নিয়ে আলোচনা না করলে তো  সত্ত  উদঘাটিত  হবে না  তবে আমাদের দেশের প্রশাসনিক লোক আসলে ততটুকু   বিটকয়েন সম্পর্কে  জানেন না  আর অনেক  সাংবাদিক  আছে তারা জানলেও বলতে পারো না  সেজন্যই শুধু বিটকয়েনের নেগেটিভ সাইট নিয়ে আলোচনা হচ্ছে  পজেটিভ  সাইট নিয়ে  কারো কোনো মাথাব্যথা নেই ।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: ranaprime on February 15, 2021, 05:49:04 PM
প্রায়ই এই বিষয় নিয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরী করছে বিভিন্ন চ্যানেল। এটি কে পজিটিভলি রিপ্রেজেন্ট করছে আবার কেউ বা নেগেটিভলি তবে নেগেটিভিটির প্রচারনা অনেক বেশি। এতে একটি বিষয় কিন্তু পরিস্কার হচ্ছে সেটি হল যে অনেকেই বিটকয়েন কি সেই বিষয়টিও জানে না এর ফলে এই বিষয়ে সবাই অবগত হচ্ছে। আমি মনে করি এটি আমাদের জন্যই ভাল। জনগন যত সচেতন হবে দেশ তত এগিয়ে যাবে পাশা পাশি ক্রিপ্টো জগৎও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: JISAN on February 16, 2021, 03:05:24 AM
আজকের BBC News এ সাবাভিক ভাবেই বিটকয়েন সম্পর্কে লিখেছেন এবং কিছু পজেটিভ দিকও লিখেছেন। বিস্তারিত দেখেন তাদের নিউজ পড়ে
https://bbc.in/3jMVfsc
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Lovepro Max on February 16, 2021, 03:25:52 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
আমাদের এই বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি লেনদেন পুরোপুরি অবৈধ।যেহেতু অনেকেই বাংলাদেশের ভাইয়েরা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে নানা বিষয়ে তথ্য দিয়ে থাকেন। আমার মনে হয় তাদের খুব সাবধানতার সাথে এই কাজটি করা দরকার কেননা বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় তাদের নানা আইনে ঝামেলার মুখোমুখি হতে পারে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Ronald on February 16, 2021, 05:22:32 AM
বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে বর্তমানে আমাদের দেশের চ্যানেল গুলো এর সম্পর্কে না না মন্ত্যব করে চলেছে। তারা এই বিষয়টি নিয়ে কত টুকু জানে তা নিয়ে আমি সন্ধিহান। কেন না তারা এটি কে ভাল চোখে দেখে না। তবে আমার মনে হয় যে নাচ তে না জানলে উঠান ভাঙা একটা প্রবাদ আছে এটিও তেমনি একটি ব্যাপার হয়ে দাড়িয়েছে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Jaya60 on February 16, 2021, 07:08:04 AM
আসলে আমরা যেহেতু বাংলাদেশি অতএব আমাদেরও কারো উচিত নয় সরাসরি বিটকয়েন নিয়ে ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা। এতে করে নিজের বিপদ নিজেই ডেকে আনা।অতএব আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে যে পর্যন্ত না বাংলাদেশে বিটকয়েনের বৈধতা পায় সে পর্যন্ত আমাদের উচিত কোন ইউটিউব চ্যানেলে সরাসরি বিটকয়েন সম্পর্কে সম্প্রচার না করা। তাহলে কখনো যদি কোনো সরকারি লোকের কাছে যদি এই খবরটা পৌছায় তাহলে অনেক বিপদ আসতে পারে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Goldlife on February 16, 2021, 01:12:53 PM
অনেক ঘাটাঘাটি করতে চেয়েছে কারেন্সি বাংলাদেশ থেকে বাতিল করার জন্য অনেক পরিকল্পনা করতেছি এবং কিছু কিছু লোককে গ্রেফতার করতেছে আমরা দেখতে পাচ্ছি নিজে তো আমরা বলবো যে দে সরকার মনে হয় চারিদিকে প্রকৃতি কার্ডের মাধ্যমে আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে সরকারকে  ।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Alvida on February 16, 2021, 02:38:44 PM
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বিটকয়েন বিষয়টি নিয়ে যত আলোচনা করা হবে তত আমাদের জন্য সুসংবাদ। আবার অপরদিকে এটি অশুভ সংবাদ। বাংলাদেশি চ্যানেলগুলোতে যেসব আলোচনা করে তাতে আমাদের জন্য অশুভ সংবাদ। কারণ গত কয়েক মাস আগে আমরা একটি ঘটনা দেখতে পেরেছি যে এক ব্যক্তিকে বিটকয়েন সহ আইনের লোক দ্বারা তাকে আটক করা হয়েছে।ক্রিপ্টোকারেন্সি জগত আমরা যারা আছি মোটামুটি এ সংবাদটি আমরা সবাই জানি। তাই আমি মনে করি যে বিটকয়েন নিয়ে বাংলাদেশের চ্যানেলগুলোতে যত আলোচনা হবে ততই আমাদের জন্য পা আমরা যারা বিটকয়েনের সাথে যারা আছে তাদের জন্য খুবই অশুভ।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: AGM on February 16, 2021, 05:56:32 PM
বাংলাদেশের চ্যানেল গুলো এখন বিটকয়েন নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে। এখন আমরা আমাদের দেশিয় চ্যানেলে বিটকয়েন এর নিউজ শুনতে পাই বিষয়টি আমার খুবই ভাল লাগে। মনে মনে ভাবি যে আমিও একজন যে এর সাথে কিছুটা সম্পৃক্ত।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Mist Joya on February 16, 2021, 06:34:01 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
  হ্যাঁ আপনার কথাটি ঠিক আছে বাট আমাদের বাংলাদেশের চ্যানেলগুলো  বিটকয়েন নিয়ে যে  আলাপ-আলোচনা করছে বর্তমানে  তা আমাদের জন্য খুব একটা ভালো খবর নয় তবে হ্যাঁ  যত বেশি আলাপ-আলোচনা হবে তত বেশী এর সঠিক সমাধান  আসার সম্ভাবনা বেশি ।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: bmw1 on February 17, 2021, 05:31:05 PM
ইতিমধ্য দেখা যাচ্ছে বাংলাদেশের চ্যানেলগুলো বিটকয়েন নিয়ে আলোচনা বেশি করছে, কারণ বাংলাদেশের বেকারত্ব অনেক বেশি এবং এরা ক্রিপ্টোকারেন্সি জগতে ঢুকে পড়ছে, চ্যানেলগুলো অনেক বলেছেন, আশাকরি বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি এই অবৈধ করাটা এখন বৈধ করবেন আনুমানিক দুই থেকে তিন বছরের মতো।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Milon626 on March 11, 2021, 05:28:24 PM
বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে বিটকয়েন নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের উপকারের থেকে অপকারই বেশি হবে বলে আমি মনে করি।  যেহেতু ক্রিপ্টোকারেন্সি আমাদের বাংলাদেশে অবৈধ, তাই এটা নিয়ে আলোচনা করলে পুলিশসহ অন্যান্য ঝামেলা বেশি পোহাতে হবে আমাদের।                       
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Dark Knight on March 12, 2021, 05:22:06 AM
আমাদের দেশের অনেক ইউটিউবার আছে যারা বিটকয়েন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছে। এর এক দিকে শুভ লক্ষণ হলো এটি সরকারের নজর কাড়বে। অন্যদিকে যেহেতু বিটকয়েন অবৈধ বাংলাদেশের সেহেতু তাদের সরকারি লোকের হাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমার মনে হয় তাদেরকে সতর্ক হওয়া উচিত।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: raisajahan on March 12, 2021, 06:21:26 AM
সুন্দর একটা টপিক তৈরী করছেন যেটা বর্তমান সময়ে সবার জানা প্রয়োজন কারণ বর্তমান সময়ে বাংলাদেশের টেলিভিশন গুলো তাদের বিভিন্ন চ্যানেল গুলোতে বিটকয়েন তথা ডিজিটাল মুদ্রার নিয়ে আলোচনা করছে। এবং বাংলাদেশে বিটকয়েন তথা ডিজিটাল কারেন্সি অবৈধ এই মর্মে তথ্য প্রচার ও প্রচারণা চালাচ্ছে সুতরাং এটা আমাদের বিবেচনায় আনতেই হবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Tubelight on March 19, 2021, 05:49:58 PM
বর্তমানে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বিটকয়েন নিয়ে একটু বেশি মাতামাতি করছে।কয়েকদিন পর পর বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করছে বিটকয়েন সম্পর্কে যা বাংলাদেশে প্রশাসনের দৃষ্টি ভালোভাবেই আকর্ষিত হচ্ছে।এর ফলে আমরা যারা ক্রিপ্ত রিলেটেড আছে তাদের জন্য হয়তো বিষয়টি একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: EKRA13 on March 20, 2021, 02:54:38 AM
আমাদের দেশে মিডিয়াগুলোতে বিটকয়েন নিয়ে কিছু কিছু আলোচনা হচ্ছে। তবে তাদের বিটকয়েন সম্পর্কে তেমন ধারনাই নেই। এসব মিডিয়াগুলো তিলকে তাল এবং তালকে তিল বানাতে বেশি পারদর্শী। কারণ তারা বিটকয়েন নিয়ে যতটা না পজিটিভ নিউজ প্রচার করছে তার চেয়ে বেশি নেগেটিভ ইনফরমেশন গুলো বেশি প্রচারণা চালাচ্ছে। আমার ধারণা আমাদের দেশের সরকারের বিটকয়েনের প্রতি পজেটিভ ধারণা আসবে পৃথিবীর সকল দেশে এটাকে বৈধতা দেওয়ার পর।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Azharul on April 06, 2021, 10:09:26 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের সব থেকে মূল্যবান কয়েন হলো বিটকয়েন।যা ক্রিপ্টো জগতের সব থেকে ভালো অবস্থানে রয়েছে।এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আরো অনেক ভালো অবস্থানে যাবে।তবে আমাদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিটকয়েন সম্পর্কে অনেক আলোচনার খবর পাচ্ছি।তবে আমি মনে করি ভবিষ্যতে এটা আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে।সেজন্য আমি মনে করি আমরা যারা ফোরামে কাজ করছি তারা সবাই যেনো সতর্কতার সঙ্গে কাজ করতে পারি।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Centus on April 06, 2021, 10:18:14 AM
বিটকয়েন নিয়ে অনেক চ্যানেলের আলোচনা হয়। এখানে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়। তবে যারা সরকারকে পরামর্শ দেয় যে বিটকয়েনের অনুমোদন দেবে না তারা এদেশের কালপিট। আসলে তারা দেশকে ভালো অবস্থানে দেখতে চায় না।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Angel julian on April 06, 2021, 11:26:05 AM
আসসালামুয়ালাইকুম বিটকয়েন নিয়ে অনেক চ্যানেলে আমি আলোচনা করতে দেখেছি।বিটকয়েন নিয়ে আলোচনা করলে একদিকে লাভ হতে পারে আবার অন্যদিকে অনেকটা ক্ষতি হতে পারে।কারণ হচ্ছে বিটকয়েন নিয়ে যত আলোচনা করা হবে সরকার ততই তোর দিকে লক্ষ্য দেবে। এবং আমাদের দেশে এটি বৈধ করতে চাবে। অন্য দিক দিয়ে দেখা যায় যে বিটকয়েন নিয়ে বিভিন্ন ভিন্ন আলোচনার ফলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন রকমের চ্যানেল যেমন আর টিভি চ্যানেল সময় চ্যানেল এন টিভি চ্যানেল ইত্যাদি চ্যানেলগুলোতে বিটকয়েন গুলো নিয়ে বিভিন্ন কথা বলেছেন এটি নাকি অবৈধ বা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে।আমার মনে হচ্ছে বিটকয়েন নিয়ে যত আলোচনা হবে সরকার ততটা এটির দিকে নজর দিবে তাতে আমাদের ভালো হতে পারে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Rifan Khan on May 05, 2021, 07:33:02 AM
বাংলাদেশের বিটকয়েন অবৈধ। ও
বাংলা নিউজ চ্যানেলগুলোতে বিটকয়েন নিয়ে আলোচনা করা হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের যত বিটকয়েন নিয়ে আলোচনা করবে। তথ্যই আমাদের দেশের সরকার বিটকয়েন বৈধ করতে চাইবে। বলে আমার মনে হয়।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: raisajahan on May 05, 2021, 08:26:58 AM
বর্তমান সময়ে ক্রিপ্টো কারেন্সি তথা ডিজিটাল মুদ্রার নিয়ে বাংলাদেশের বিভিন্ন চ্যানেল গুলোতে আলোচনা ও সমালোচনা চলছে যেটা মোটেও আমাদের সকলের জন্য ভাল নয় আমরা যারা ক্রিপ্টো কারেন্সি মার্কেট রিলেটেড কাজের সাথে জড়িত আছি তাদের জন্য কারন এই চ্যানেল গুলো সব সময় ক্রিপ্টো কারেন্সি মার্কেট এর ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে চলেছে তাদের ধারণা বিটকয়েন একটি চিটিং কারেন্সি তারা জানেনা যে বিটকয়েন তথা ডিজিটাল মুদ্রার প্রচলন সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করছে দিন দিন এবং এটার ভবিষ্যৎ অনেক ভাল। তারা তাদের নিজেদের মোনগড়া কিছু ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা ও সমালোচনা করে চলেছে। এটা শুধু মাত্র আমাদের জন্য নয় বরং বাংলাদেশের জন্য লজ্জাজনক ব্যাপার।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Jacksoon99 on May 05, 2021, 09:49:42 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।

ভাই আমি অশুভ লক্ষণ এই বেশি দেখতে পাই কারণ বর্তমান বাংলাদেশের যারা বিটকয়েন ব্যবহার করে তাদেরকে সরকার গ্রেপ্তার করতেছে। কিছুদিন আগে ঢাকা থেকে 12 জনকে গ্রেপ্তার করেছে ‌‌। তাই বর্তমান বাংলাদেশে বিটকয়েন ব্যবহারকারীদের অশুভ লক্ষনীয় বেশি। তাই সবাইকে অনেক সতর্ক হতে হবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Angel julian on May 05, 2021, 09:59:01 AM
আসসালামু আলাইকুম কিছুদিন ধরে আমি লক্ষ করতেছি যে প্রায় অনেক চ্যানেলেই আমাদের এই বিটকয়েন নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমার মনে হয় এ বিটকয়েন নিয়ে যত বেশি আলোচনা হবে তথ্য আমাদের এই বিটকয়েন এর পক্ষে ভালো। আরেকটা দিক হলো সেটা হচ্ছে খারাপ দিক কারণ এই দিকটি নিউ আবার খারাপ দিকও আছে যত জানাজানি হবে তত আবার সমস্যা হবে। কিছুদিন ধরে প্রায় অনেক চ্যানেলে দেখা যাচ্ছে যে এই বিটকয়েন বিষয়টি নিয়ে বিভিন্ন আলাপ-আলোচনা চলছে। আমি আগামীকালকে রিপোর্টে দেখেছি যে আমাদের এই বিটকয়েন এর উপর কাজ করা বড় ভাইদেরকে মোট 12 জনকে গ্রেপ্তার করেছে। তারা বলে নাকি বিটকয়েন অন্ধকার এটি একটি অপরাধমূলক কাজ। আমি মনে করি তারা বিটকয়েন সম্পর্ক নিয়ে ভালো কিছু জানেন না তাই তারা উল্টাপাল্টা বিষয়ে বলেছেন এবং আমাদের এই বিটকয়েন এর উপর কাজ করা ভাইদের গ্রেপ্তার করেছেন। বিটকয়েনের নেগেটিভ বিষয় নিয়েই তারা নিউজটা করেছে। অনেক দেশে প্রায় যেমন ইউরোপ-আমেরিকা ভালো ভালো উন্নত দেশে এই বিটকয়েন কারেন্সি কে সরকার অভদ্রতা করেছে। মনে করে যে বিটকয়েন নিয়ে যত বেশি আলোচনা হবে সরকারের টনক নড়বে এবং তিনি এটি নিয়ে বাস্তবায়ন করবেন এবং এ বিষয়টি অনেক ভালোভাবে দেখবেন তিনি। আবার অন্যদিকে যদি তিনি অন্যভাবে উল্টাপাল্টা চিন্তা করেন তাহলে আমাদের জন্য খুবই খারাপ একটা চিন্তার বিষয় হবে এবং আমাদের খারাপ অবস্থা হবে।তবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ সরকার এটিকে বৈধতা করবে আমার দীর্ঘ বিশ্বাস। বাংলাদেশের যদি এই বিটকয়েন কি প্রকারের থেকে বৈধতা ঘোষণা করে তাহলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে অনেক উন্নত হবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Asad72 on May 05, 2021, 10:05:35 AM
বাংলাদেশ বিটকয়েন অবৈধ। বাংলা নিউজ চ্যানেল বিটকয়েন নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমার মনে হয় যত বাংলা নিউজ চ্যানেলে বিটকয়েন নিয়ে আলোচনা করবে ততোই বাংলাদেশের সরকার বিটকয়েন কে বৈধ করতে চাইবে। এটাই আমার মনে হয়।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Monir khan on May 05, 2021, 10:16:08 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
হ্যাঁ ভাই আপনার কথাগুলো একদম ঠিক ইদানিং বাংলাদেশের চ্যানেলগুলোতে আমাদের এই বিটকয়েন নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তাতে আমার মনে হচ্ছে আমাদের এই বিটকয়েন বিষয়টি নিয়ে যত আলোচনা হবে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাবে তথ্য আমাদের এই বিটকয়েন এর পক্ষে ভালো হবে কারণ আমাদের বাংলাদেশের সরকারের চোখে টনক নড়বে। যখন এই বিষয়টি নিয়ে টনক নড়বে তখন সরকার এই বিষয়টি নিয়ে অবশ্যই ঘাটাঘাটি করবে এবং আমাদের এ বিটকয়েন কে বৈধতার ঘোষণা করবেন। অন্যদিকে যদি নেগেটিভ চিন্তাভাবনা করেন তাহলে আমাদের বিটকয়েনের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। মনে করি যে আমাদের বাংলাদেশ সরকার এটিকে বৈধতা ঘোষণা করবেন।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Azharul on May 05, 2021, 02:13:29 PM
আমরা জানি যে বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েন আমাদের দেশের জন্য বৈধ নয়। কেননা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চ্যানেল গুলোতে বিটকয়েন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার।আমরা বরাবরই দেখে আসছি যে কোনো একটি কুচক্রী মহলের কারণে এই বিষয়টি বার বার মিডিয়ার সামনে চলে আসছে।যেটা আমরা আমাদের জন্য নেগেটিভ হিসাবে দেখতে পাচ্ছি।কেননা আমরা জানি যে কিছু দিন আগে বিটকয়েন লেনদেন এর কারণে কয়েক জনকে আটক করা হয়েছে।তবে যাই হোক বিটকয়েন যে দিনের পর দিন জনপ্রিয়তা অর্জন করে চলেছে টা সত্যিই অবাক হওয়ার মত।কিন্তু বেশ কিছু মানুষ এটা নিয়ে ভ্রান্ত ধারনা করে চলেছে,যা আমাদের জন্য খুবই দুঃখজনক।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: sky20 on May 05, 2021, 07:33:52 PM
আমি গতকাল কে দেখলাম যে মিডিয়াতে খুব সুন্দর করে লেখা হয়েছে যে বিটকয়েনের অবৈধ লেনদেনকারী একটি চক্র ধরা পড়েছে। সাংবাদিক যারা সেটি নিয়ে রিপোর্ট করেছে তাদের অনেকেরই এই ডিজিটাল কারেন্সি সম্পর্কে ধারনা নেই। যার ফলে তাদের ইনফরমেশনের মধ্যেও গ্যাপ ছিল। বর্তমানে আমাদের দেশে মিডিয়াগুলোতে যেভাবে বিটকয়েন নিয়ে আলোচনা শুরু হয়েছে এতদিন মানুষ না জানলেও এখন এটির সম্পর্কে ভাল ধারনা নিতে পেরেছে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Diknel on May 06, 2021, 07:20:25 AM
বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে বিটকয়েন নিয়ে অনেক বেশি আলোচনা হয়ে থাকে। বিভিন্ন বুদ্ধিজীবীরা যে কোন সম্পর্কের নানা মন্তব্য করে থাকে। আরো তারা বিটকয়েন বাংলাদেশে অনুমোদন নিয়ে ঝুঁকিপূর্ণ মনে করে। তাই বাংলাদেশে এতো বিতর্কিত আলোচনা রয়েছে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Random203 on May 07, 2021, 05:49:11 AM
আমাদের বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল গুলো সম্প্রতি বিটকয়েন নিয়ে মাঝে মাঝে আলোচনা করে থাকে। তারা বিভিন্ন সময় বিভিন্ন টকশো তে বিটকয়েন নিয়ে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই আলোচনা করে।  তাদের এই আলোচনার মাধ্যমে আমাদের যেমন উপকার হচ্ছে, তেমনি ক্ষতিরও সম্ভাবনা রয়েছে।                           
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: HeartBit143 on May 07, 2021, 06:46:59 AM
আমাদের বাংলাদেশের টিভি চ্যানেল গুলোতে বিটকয়েন নিয়ে যে সকল আলোচনা হয়ে থাকে তার ফলে আমাদের লাভ-ক্ষতি দুটোই হচ্ছে। আমাদের দেশে বিটকয়েন অবৈধ থাকার কারনে এটি নিয়ে যত আলোচনা হবে ততই আমাদের সমস্যা বাড়বে।  আবার এই সব আলোচনার মাধ্যমে আমাদের দেশের সরকার পজিটিভ কিছুও পেতে পারেন যার ফলে বিটকয়েনের বৈধতাও দিতে পারে।                             
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Crypto Banglu on May 07, 2021, 02:33:24 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
আলোচনা হচ্ছে ঠিকি কিন্তু কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর। আমাদের দেশের বিটকয়েনের সংবাদগুলোতে সেরকমি হচ্ছে। তারা কি যে বোঝে না তাও বোঝে না। উলটা পালটা একটা বললেই বাচে। যেভাবে নিউজ করে তাদে সরকার আরো ভয় পাবো আর এটার বিরুদ্ধে দাঁড়াইবো

আমার মনে হয়, বাংলাদেশ শুধু উপর থেকে বিটকয়েন নিয়ে আলোচনা করেই সন্তুষ্ট থাকবে কখনও বিটকয়েন এর স্বাদ গ্রহন করতে পারবে না। কারন তাদের বিটকয়েন সম্পর্কে অনেক ভ্রান্ত ধারনা রয়েছে। তারা বিটকয়েন এর নেগেটিভ দিক গুলোই বড় মনে করছেন সুবিধার বিশাল পাহাড় ডিঙিয়ে। বিটকয়েন এর সুবিধা সত্যিই পাহাড়ের মতো বিশাল। আশা করি, বাংলাদেশ খুব দ্রতই বিটকয়েন এর পজিটিভ দিক গুলো নিয়ে ভাববেন এবং বুঝতে পারবেন।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Odhier khan on May 07, 2021, 03:34:34 PM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।

আসসালামু আলাইকুম ভাই আপনি কথাটা ঠিক বলেছেন কারণ ইদানীং বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে বিটকয়েন নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের বাংলাদেশে বিটকয়েন বিনিয়োগ করা অবৈধ কিন্তু আমরা তাও করে থাকি। ভাই আপনি বলেছেন বিটকয়েন নিয়ে আলোচনাকরলে শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে তার মধ্যে আমি অশুভ লক্ষণ বেশি দেখতে পাই কারণ কিছুদিন আগে ঢাকা থেকে 12 জন বিটকয়েন ব্যবহারকারীকে গ্রেফতার করে। ধন্যবাদ।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Irfan12@ on May 07, 2021, 05:05:35 PM
আপনি একদম ঠিক কথা বলেছেন। যেহেতু বাংলাদেশের বিটকয়েন লেনদেন পুরোপুরি নিষিদ্ধ। সেজন্য বাংলাদেশের চ্যানেল গুলোতে বিটকয়েন নিয়ে আলোচনা করা বিপদজনক বলে মনে করে আমি। হ্যাঁ বাংলাদেশের এই চ্যানেলগুলোতে বিটকয়েন নিয়ে যত বেশি আলোচনা করা হবে বাংলাদেশ সরকার এর নজর ততোই বিটকয়েনের উপর পড়বে। তবে আশা করি খুব শীঘ্রই এই ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো মুদ্রাগুলো কে বাংলাদেশে লেনদেন বৈধতা দেবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: AIam333 on May 29, 2021, 02:04:49 AM
আমাদের অনেক টিভি চ্যানেলগুলোতে এসব নিয়ে অনেক আলোচনা করা হয়। আমার মনে হয় বাংলাদেশের যত টিভিতে এরকম দেখাতে থাকবে ততই আমাদের দেশের সরকার এর উপর নজর বেশি দেবে। কারণ আমাদের দেশে বিটকয়েন বৈধতা না।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Logitech50 on May 29, 2021, 02:52:08 AM
হ্যাঁ ভাই আপনি সত্যি কথা বলেছেন বিটকয়েন নিয়ে যতই কিছু আলোচনা করা হোক না কেন এটা যদি আমাদের বাংলাদেশের কথা ভেবে চিন্তা করা হয় তাহলে মৌলিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। কারণ আমাদের বাংলাদেশ সরকার গোপনে যেগুলো বিটকয়েন ব্যবহার করছে তাদের খুঁজে খুঁজে ধরতেছে। তাই এটা মোর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Sr boy on May 30, 2021, 02:54:44 AM
আমাদের দেশে বিটকয়েন নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়েছে। এরকম ভাবে যদি আলোচনা করা হয়। তাহলে আমাদের সরকার আর কঠোর হয়ে পরবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Goldlife on May 30, 2021, 04:58:27 AM
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ যে যতটা আলোচনা হবে ততটাই কিন্তু প্রচার হবে আর এই প্রচারে কিন্তু সম্প্রসারণ হবে আরো বেশী জনপ্রিয় হবে আরো বেশী তাই যত বেশি প্রচার হবে তত আমাদের পক্ষে একটি শুভ লক্ষণ কারন আমরা এই ক্রিপ্টোকারেন্সি জগতে যারা আছে তাদেরকে তারা সুন্দরভাবে এখানে কাজ করতে পারবে যদি এটি বন্ধ হয়ে যায় আর যত বেশি আলোচনা হবে ততই কিন্তু বৈধতার লক্ষণ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে এ জন্যই বলবো যে যত বেশি প্রচার হবে ততো বেশি আমাদের ক্রিপ্টোকারেন্সি জগতের জন্য অনেক ভালো।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Rifan Khan on May 30, 2021, 08:35:14 AM
আমাদের দেশে বিটকয়েন নিয়ে যে রকম অবস্থা তাতে আমার মনে হয় এ রকম যদি চলতে থাকে। তাহলে আমাদের সরকার এর প্রতি বেশি আগ্রহ হবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: AIam333 on June 03, 2021, 04:33:35 PM
এখন বর্তমানে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বিটকয়েন সম্পর্কে অনেক সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা করা হয়। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করাটা ঠিক না। কারণ বিটকয়েন নিয়ে যদি কোনো আলোচনা করা হয়। তাহলেই আমাদের সরকার আরো নজর দিবে। আমাদের দেশে বিটকয়েন বৈধ না।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: RSRS on June 05, 2021, 09:37:56 AM
সংবাদটা সত্যিই অনেক চিন্তার বিষয়। সরকার এটা নিয়ে পজিটিভ চিন্তা করলে তাহলে আমাদের জন্য অনেক সুসংবাদ। অন্যদিকে নেগেটিভ চিন্তা করলে আমাদের জন্য অনেক খারাপ একটা সংবাদ। আমাদের দেশে ভালোর মূল্যায়ন দিতে জানে খুবই কম তাই বিষয়টা চিন্তনীয়। যত আজেবাজে সংবাদ মাধ্যম সব আমাদের দেশেই প্রচারণা করে থাকে। ভুল বিভ্রান্তি বুঝিয়ে অনেকের মনে খারাপ বানিয়ে দেয় তারা তারা। তাই এই বিষয়ে প্রচারণা যত কম হবে আমাদের জন্য ততোই ভালো হবে বলে মনে হয়।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Afnan on June 05, 2021, 11:19:56 AM
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।

আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
বাংলাদেশের চ্যানেলগুলোতে বিভিন্ন সময় বিটকয়েন নিয়ে আলোচনা করা হয় তাতে বিভিন্ন রকম মতামত ব্যক্ত করা হয়। তবে তাদের আলোচনায় বুঝা যায় নেগেটিভ চিন্তা ধারা। একদিকে পজিটিভ হতে পারে যদি বিষয়টা আমাদের দেশের সরকার এটা নিয়ে একটু পজেটিভ চিন্তা করে থাকে। যেটাই হোক না কেন আমরা যারা ক্রিপ্টো মার্কেটের সাথে জড়িয়ে আছি তারা সবাই একটু সাবধানে চলাচল করবো যাতে আমাদের কোন সমস্যা না হয়।                   
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: raisajahan on June 05, 2021, 07:41:20 PM
বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের সরকার পরিচালনাকারী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বর্তমান সময়ে ক্রিপ্টো কারেন্সি তথা ডিজিটাল মুদ্রা বা বিটকয়েন কে নিয়ে বিভিন্ন ধরনের কথা বার্তা চালাচ্ছে যে গুলো ঠিক নয়। কারণ বর্তমান সময়ে ক্রিপ্টো কারেন্সি তথা ডিজিটাল মুদ্রার প্রচলন সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে সুতরাং বাংলাদেশ সরকার কে এখন এ বিষয়ে ভাল ধারণা তৈরী করতে হবে তা না হলে আমাদের দেশ অনেক বেশি পিছিয়ে পরবে ক্রিপ্টো কারেন্সি জগত থেকে। তাই বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের বিভিন্ন চ্যানেল গুলো কে বিটকয়েন সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে তাহলে তারা এটাকে নিয়ে পজিটিভ নিউজ করবে এবং এতার বৈধ প্রচলন বাংলাদেশে বৃদ্ধি পাবে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Rokon5 on June 06, 2021, 04:07:48 AM
ইদানিং বাংলাদেশ এর টিভি চ্যানেল গুলোতে বিটকয়েন নিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রকাশ হচ্ছে এতে করে বিটকয়েন এর বৈধতা নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে কারণ প্রতিনিয়ত বিটকয়েন নিয়ে নেগেটিভ সংবাদ প্রকাশ হচ্ছে।
Title: Re: বাংলাদেশের চ্যানেলগুলোর বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: Labonno on June 06, 2021, 04:12:16 AM
বাংলাদেশী টিভি চ্যানেল গুলো যে ভাবে বিটকয়েন নিয়ে আলোচনা শুরু করেছে তাতে করে আমাদের যেমন উপকার হচ্ছে ঠিক তেমনি ক্ষতিও হচ্ছে। চ্যানেল গুলোতে আলোচনার সময় নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের আলোচনাই হয়ে থাকে। তাই এই আলোচনার মাধ্যমে আমাদের লাভ-ক্ষতি দুটোই হচ্ছে।