Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Pepe12 on January 27, 2021, 04:10:20 PM

Title: বিটকয়েন কি?
Post by: Pepe12 on January 27, 2021, 04:10:20 PM
বিটকয়েন হলো এক ধরনের ক্রিপ্টোকারেন্সি৷ এখন প্রশ্ন হলো- এই ক্রিপ্টোকারেন্সি আবার কি? সাধারণ ভাষায় ক্রিপ্টোকারেন্সি হলো সাংকেতিক বা ভার্চুয়াল মুদ্রা। এই ভার্চুয়াল মুদ্রার বাস্তব কোন রুপ নেই অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি কেবল অনলাইনে লেনদেন করা যায়। ভার্চুয়াল মুদ্রা অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি পকেটে রাখা যায় না, ধরা যায়না কিংবা ছোয়া যায়না অর্থাৎ বাস্তবে এর কোন অস্তিত্ব নেই।
ধন্যবাদ সবাইকে।
Title: Re: বিটকয়েন কি?
Post by: Malam90 on January 27, 2021, 04:14:01 PM
ভাই টপিক তৈরি করার আগে আপনি দয়া করে ফোরামের বিভিন্ন নিয়মকানুনগুলো পড়ুন।
কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করা ফোরামে বড় অপরাধ। এতে আপনার আইডি সমস্যা হতে পারে যদি অন্য মডারেটররা দেখে। আপনি এই টপিকটা কপি করেছেন https://www.dhakastaff.com/2020/06/earning-bitcoin-from-bangladesh.html এখান থেকে।
সুতারং আপনাকে সাবধান করে দিলাম নতুন বলে। আর কখনো কপি পেস্ট করবেন না।