Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Mj joy on January 27, 2021, 05:52:33 PM

Title: ক্রিপ্টো-কারেন্সি মাইনিং
Post by: Mj joy on January 27, 2021, 05:52:33 PM
ক্রিপ্টো-কারেন্সি মাইনিং একটি প্রক্রিয়া যা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন ধরনের লেনদেন যাচাই করা হয় এবং ব্লক চেইন ডিজিটাল অ্যাকাউন্টের যোগ করা হয়। প্রতিটি ক্রিপ্টো-কারেন্সি  লেনদেন করার সময় , লেনদেন তথ্যটির সত্যতা নিশ্চিত করার জন্য  এবং লেনদেনের সাথে জড়িত ব্লকচেইন লেজার  আপডেট করার জন্য একটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রক্রিয়া শুরু হয় ।একটি সফল ক্রিপ্টো-কারেন্সি  মাইনিং এর জন্য একজন মাইনারকে অন্য ক্রিপ্টোমাইনারদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় ও দ্রুত সমাধানের জন্য অনেক কম্পিউটিং রিসোর্সের প্রয়োজন হয়ে থাকে। যেহেতু এই ধরনের ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে প্রচুর কম্পিউটিং প্রসেসিং দরকার হয় তাই সাইবার অপরাধীরা ক্রিপ্টোমাইনিং ম্যালওয়্যার দিয়ে সাধারন কম্পিউটারের ব্যবহারকারীদের কম্পিউটারকে আক্রান্ত করে সেই আক্রান্ত কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে থাকে।
সাধারনত সাইবার অপরাধীরা নিচের যেকোনো পদ্ধতি ব্যবহার করে সাধারন কম্পিউটারের ব্যবহারকারীদের কম্পিউটারকে আক্রান্ত করে থাকতে পারে, যেমন:
১) অবিশ্বস্ত / জাল ডাউনলোড পোর্টাল থেকে সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে।
২) স্প্যাম প্রচারণা / ফিশিং ইমেইল  এর মাধ্যমে । কম্পিউটার ব্যবহারকারীকে তাদের প্রেরিত ফিশিং ইমেইল এ ডকুমেন্ট  ফাইল  ওপেন অথবা লিংক এ ক্লিক করতে প্ররোচিত করবার মাধ্যমে।
৩) আক্রান্ত ওয়েব সাইট  ভিজিট করাবার মাধ্যমে।
সাইবার সচেতনতা  বৃদ্ধির  লক্ষে এই পোস্টটি তৈরি করা হয়েছে। তাই আমার বাংলাদেশের সকল অনলাইন ইউজার  ভাইদের কাছে অনুরোধ আপনারা সচেতন হন ধন্যবাদ।
Title: Re: ক্রিপ্টো-কারেন্সি মাইনিং
Post by: Malam90 on January 28, 2021, 04:48:32 AM
https://www.cirt.gov.bd/ক্রিপ্টোকারেন্সি-মাইনিং/
টপিকটা এখান থেকে কপি পেস্ট হওয়ায় লক করে দেওয়া হলো। নতুন ভাইদের অনুরোধ করছি, আপনার কারো টপিক, বা কোন সাইট থেকে কপি পেস্ট করবেন না। কপি করলে সোর্স লিংক দিতে হয়। নতুন ভাইদের বলবো আপনারা বড় ভাইদের ( Raju Ahmed,  babu10,  Rakin343, JISAN, Coin63@, ‍Altcoin1998$) প্রফাইলে গিয়ে পোস্ট গুলো ফলো করবেন, পড়বেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। শেখার জন্য কোন বড় ছোট নেই। যে জানে তার কাছ থেকে আমরা শিখবো।