Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on January 29, 2021, 10:13:12 AM

Title: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Lutera94 on January 29, 2021, 10:13:12 AM
কিছুদিন আগে amepay এর বাউন্টি ম্যানাজার স্মল রেবিট একটা ভোট ক্যাম্পেই চালু করেছিলো। আমার মনে হয় অনেকেই সেখানে জয়েন করেছেন। আজকে বাচাইকৃত ১৫ জনের তালিকা প্রকাশ করেছে যাদেরকে খুব শীগ্রই ৬৬৬.৬৬ ame টোকেন দেওয়া হবে।
যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন।
নিম্নে নির্বাচিতদের তালিকা দেওয়া হলো - (টেলিগ্রাম ইউজার নেইম)



@Nokip7 
@Monorom144 
@yrtuip
@avmakey700 
@SinsLauncher 
@Mdyousufali1 
@exchangesijp   
@Sebuska2919 
@Muhd30 
@nurulfatah30   
@obaydur1 
@robert1820 
@Dikihidayatullah 
@Mehmet3373 
@icon5593




Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: kulkhan on January 29, 2021, 10:22:41 AM
এমিপে খুব চমৎকার একটা প্রোজেক্ট। এটা একটা সাকসেসফুল প্রজেক্ট। আমি এখান থেকে ভালো পেমেন্ট পেয়েছি। যারা যারা এই প্রজেক্টে জয়েন করেছিল সবাই মোটামুটি ভালো পেমেন্ট পেয়েছি। আর এখন এই কয়েকটি স্টাবলিস্ট করার জন্য বিভিন্ন রকম প্রোমোশনাল অফার দিয়ে যাচ্ছে। এটা খুবি ভালো উদ্যোগ। আমি ভোটিং ক্যম্পেনে জয়েন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি নির্বাচিত হতে পারিনি। কিন্তু যারা এই তালিকায় আছেন সবাইকে অভিনন্দন।
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Lutera94 on January 29, 2021, 10:32:05 AM
এমিপে খুব চমৎকার একটা প্রোজেক্ট। এটা একটা সাকসেসফুল প্রজেক্ট। আমি এখান থেকে ভালো পেমেন্ট পেয়েছি। যারা যারা এই প্রজেক্টে জয়েন করেছিল সবাই মোটামুটি ভালো পেমেন্ট পেয়েছি। আর এখন এই কয়েকটি স্টাবলিস্ট করার জন্য বিভিন্ন রকম প্রোমোশনাল অফার দিয়ে যাচ্ছে। এটা খুবি ভালো উদ্যোগ। আমি ভোটিং ক্যম্পেনে জয়েন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি নির্বাচিত হতে পারিনি। কিন্তু যারা এই তালিকায় আছেন সবাইকে অভিনন্দন।
হ্যা এটা সত্য যে তারা প্রজেক্ট দাড় করাতে অনেক প্রোমোশনাল কাজ করে যাচ্ছে ও ভোটিং ক্যাম্পেইন তারই অংশবিশেষ। আশা করি তারা তাদের পরিশ্রমের ফল পাবে। আপনার মত আমিও এই প্রজেক্ট থেকে ভালো পেমেন্ট পেয়েছি। তবে দুর্ভাগ্য ভোটিং ক্যাম্পেইন এ আমার নাম নেই।
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Markuri33 on January 29, 2021, 10:39:56 AM
Amepay প্রজেক্ট থেকে আমি মোটামুটি ভালই প্রেমেন্ট পেয়েছিলাম।কিন্তু যাদের টুইটার ফলোয়ার বেশি ছিল তারা সব থেকে বেশি পেয়েছিল এই প্রজেক্ট থেকে এই টোকেন। এই টোকেন অনেক ভালো ভালো এক্সচেঞ্জার এর লিস্ট হয়েছে আমি আশাকরি এর প্রাইস ভবিষ্যতে অনেক বাড়বে। তাই কারো কাছে যদি এই টোকেন থাকে তাহলে রেখে দিন অবশ্যই ভবিষ্যতে ভালো প্রাইস নিয়ে সেল দিতে পারবেন।
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Herry on January 29, 2021, 04:28:57 PM
এ প্রজেক্টটা খুবই ভালো ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আমি এই প্রোজেক্টের দ্বিতীয় রাউন্ডে জয়েন করতে পারিনি পার্টিসিপেট লিমিট করে দেওয়াতে। হ্যাঁ আমি এই ভোট ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত উইনার হতে পারিনি। তবে স্বাগতম সেইসব ভাইদের যারা এই ভোট ক্যাম্পেইনে বিজয় হয়েছেন।
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Mahindra on January 29, 2021, 06:35:21 PM
AMEPAY প্রজেক্টটি অনেক ভালো একটি ক্যাম্পেইন ছিল। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হল এর দাম আগের তুলনায় অনেক বেশি কমে গিয়েছে। যেটা সেল করলে খুবই অল্প অর্থ পাওয়া যাবে। তবে এর আগে এর দাম অনেক ভাল ছিল। তবে AMEPAY Vote Campaign এ যারা উইনার হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে।
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Trumpet on January 30, 2021, 01:40:55 AM
কিছুদিন আগে amepay এর বাউন্টি ম্যানাজার স্মল রেবিট একটা ভোট ক্যাম্পেই চালু করেছিলো। আমার মনে হয় অনেকেই সেখানে জয়েন করেছেন। আজকে বাচাইকৃত ১৫ জনের তালিকা প্রকাশ করেছে যাদেরকে খুব শীগ্রই ৬৬৬.৬৬ ame টোকেন দেওয়া হবে।
যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন।
নিম্নে নির্বাচিতদের তালিকা দেওয়া হলো - (টেলিগ্রাম ইউজার নেইম)



@Nokip7 
@Monorom144 
@yrtuip
@avmakey700 
@SinsLauncher 
@Mdyousufali1 
@exchangesijp   
@Sebuska2919 
@Muhd30 
@nurulfatah30   
@obaydur1 
@robert1820 
@Dikihidayatullah 
@Mehmet3373 
@icon5593
Amepy প্রজেক্ট টি নিঃসন্দেহে একটি সাকসেসফুল প্রজেক্ট। ইতিমধ্যেই এই প্রজেক্ট এর প্রথম রাউন্ড মার্কেটে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনন্দন
@Nokip7 
@Monorom144 
@yrtuip
@avmakey700 
@SinsLauncher 
@Mdyousufali1 
@exchangesijp   
@Sebuska2919 
@Muhd30 
@nurulfatah30   
@obaydur1 
@robert1820 
@Dikihidayatullah 
@Mehmet3373 
@icon5593
আপনাদের ভোট ক্যাম্পেইনে সিলেট হওয়ার জন্য।
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Tubelight on March 22, 2021, 06:50:02 AM
কিছুদিন আগে amepay এর বাউন্টি ম্যানাজার স্মল রেবিট একটা ভোট ক্যাম্পেই চালু করেছিলো। আমার মনে হয় অনেকেই সেখানে জয়েন করেছেন। আজকে বাচাইকৃত ১৫ জনের তালিকা প্রকাশ করেছে যাদেরকে খুব শীগ্রই ৬৬৬.৬৬ ame টোকেন দেওয়া হবে।
যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন।
নিম্নে নির্বাচিতদের তালিকা দেওয়া হলো - (টেলিগ্রাম ইউজার নেইম)



@Nokip7 
@Monorom144 
@yrtuip
@avmakey700 
@SinsLauncher 
@Mdyousufali1 
@exchangesijp   
@Sebuska2919 
@Muhd30 
@nurulfatah30   
@obaydur1 
@robert1820 
@Dikihidayatullah 
@Mehmet3373 
@icon5593
আমার মনে হয় এখন এই ধরনের ভোট ক্যাম্পেইনার নাই। থাকলে আমি অবশ্যই পার্টিসিপেন্ট করব
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Fighter on March 22, 2021, 08:04:13 AM
কিছুদিন আগে amepay এর বাউন্টি ম্যানাজার স্মল রেবিট একটা ভোট ক্যাম্পেই চালু করেছিলো। আমার মনে হয় অনেকেই সেখানে জয়েন করেছেন। আজকে বাচাইকৃত ১৫ জনের তালিকা প্রকাশ করেছে যাদেরকে খুব শীগ্রই ৬৬৬.৬৬ ame টোকেন দেওয়া হবে।
যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন।
নিম্নে নির্বাচিতদের তালিকা দেওয়া হলো - (টেলিগ্রাম ইউজার নেইম)



@Nokip7 
@Monorom144 
@yrtuip
@avmakey700 
@SinsLauncher 
@Mdyousufali1 
@exchangesijp   
@Sebuska2919 
@Muhd30 
@nurulfatah30   
@obaydur1 
@robert1820 
@Dikihidayatullah 
@Mehmet3373 
@icon5593
Amepay সত্যিই একটি ভালো প্রজেক্ট ছিল। অনেকেই এই প্রজেক্টে জয়েন করেছিল।কিন্তু তারা তাদের আশানুরূপ ফল পাইনি Amepay টোকেন এর দাম কমে যাওয়াতে।
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Blue_sea on March 22, 2021, 08:19:27 AM
এখানে আমাদের বাংলাদেশি কয়জন আছে? যারা এখানে বিজয়ী হয়েছেন তাদের স্বাগত জানাই। Amepay টোকেন টি কয়েকদিন আগে অনেক বেড়েছিল আবার তা বেশ কমে গিয়েছে। তবে সব বাউন্টি টোকেন ড্রিশটিবিউশন করার পর আবারও তা বাড়তে পারে।
Title: Re: Amepay প্রজেক্টের vote campaign এর তালিকা প্রকাশ করেছে।
Post by: Malam90 on March 23, 2021, 07:02:11 AM
এখন এটা অফ টপিক। তাই লক করে দেওয়া হলো। এমিপে নিয়ে আলোচনার জন্য স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা সেকশনে আলোচনা করুন।