Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Herry on January 30, 2021, 05:11:28 AM

Title: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Herry on January 30, 2021, 05:11:28 AM
আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাইতেছি যে আমাদের এই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় সবকিছু তো আইনত অপরাধ। তো যারা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নানা রকম আপডেট দিয়ে থাকেন। বর্তমানে এমন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এয়ারড্রপ বিষয়ক নানা রকম আপডেট দেওয়া হয়। এয়ার্ড্রপ ও তো ক্রিপ্টোকারেন্সি একটি অংশ।

আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ইউটিউবে এয়ারড্রপ বিষয়ক আপডেট দিয়ে থাকেন তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দয়াকরে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয়ে সাহায্য করবেন।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: saidul2105 on January 30, 2021, 03:52:15 PM
আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাইতেছি যে আমাদের এই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় সবকিছু তো আইনত অপরাধ। তো যারা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নানা রকম আপডেট দিয়ে থাকেন। বর্তমানে এমন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এয়ারড্রপ বিষয়ক নানা রকম আপডেট দেওয়া হয়। এয়ার্ড্রপ ও তো ক্রিপ্টোকারেন্সি একটি অংশ।

আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ইউটিউবে এয়ারড্রপ বিষয়ক আপডেট দিয়ে থাকেন তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দয়াকরে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয়ে সাহায্য করবেন।
যেখানে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ, সেখানে ইউটিউবে এয়ারড্রপ সম্পর্কে আপডেট দেওয়াটা অবশ্যই অনেক রিস্কি, পুলিশি হয়রানির শিকার হওয়া টা অস্বাভাবিক  কিছু নয়।  তাই ইউটিউবসহ অন্যান্য সোস্যাল মিডিয়াতে ক্রিপ্টো সম্পর্কিত  কোন বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।                               
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: babu10 on January 30, 2021, 04:18:53 PM
আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাইতেছি যে আমাদের এই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় সবকিছু তো আইনত অপরাধ। তো যারা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নানা রকম আপডেট দিয়ে থাকেন। বর্তমানে এমন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এয়ারড্রপ বিষয়ক নানা রকম আপডেট দেওয়া হয়। এয়ার্ড্রপ ও তো ক্রিপ্টোকারেন্সি একটি অংশ।

আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ইউটিউবে এয়ারড্রপ বিষয়ক আপডেট দিয়ে থাকেন তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দয়াকরে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয়ে সাহায্য করবেন।

100% পুলিশি হয়রানির সম্ভাবনা আছে। আমি এই বিষয়ে একটা আর্টিকেলও করেছি বাংলা বোর্ড এ- https://www.altcoinstalks.com/index.php?topic=189987.msg1070215#msg1070215 (https://www.altcoinstalks.com/index.php?topic=189987.msg1070215#msg1070215) আমাদের এই বিষয়ে অবশ্যই বিশেষ দৃষ্টি দিতে হবে না হলে একবার আপনি পুলিশের টার্গেট হলে বড় বিপদে পড়বেন।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Herry on January 31, 2021, 03:37:10 AM
আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাইতেছি যে আমাদের এই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় সবকিছু তো আইনত অপরাধ। তো যারা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নানা রকম আপডেট দিয়ে থাকেন। বর্তমানে এমন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এয়ারড্রপ বিষয়ক নানা রকম আপডেট দেওয়া হয়। এয়ার্ড্রপ ও তো ক্রিপ্টোকারেন্সি একটি অংশ।

আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ইউটিউবে এয়ারড্রপ বিষয়ক আপডেট দিয়ে থাকেন তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দয়াকরে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয়ে সাহায্য করবেন।

100% পুলিশি হয়রানির সম্ভাবনা আছে। আমি এই বিষয়ে একটা আর্টিকেলও করেছি বাংলা বোর্ড এ- https://www.altcoinstalks.com/index.php?topic=189987.msg1070215#msg1070215 (https://www.altcoinstalks.com/index.php?topic=189987.msg1070215#msg1070215) আমাদের এই বিষয়ে অবশ্যই বিশেষ দৃষ্টি দিতে হবে না হলে একবার আপনি পুলিশের টার্গেট হলে বড় বিপদে পড়বেন।
অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান রিপ্লাইয়ের জন্য। ভাই আমি আপনার টপিক খুব মনোযোগ দিয়ে পড়েছি তবে সেখানে এয়ার্ড্রপ সম্পর্কে বলেন নি। সেজন্য আমি বিষয়টি জানতে চেয়েছিলাম। তো এখন বিষয়টি জানতে পারলাম যে বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ বাংলাদেশকে ক্রিপ্টো রিলেটেড ইউটিউব চ্যানেল চালানো।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Jaya60 on January 31, 2021, 07:27:18 AM
আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিপ্টোকারেন্সি চালানো অবৈধ। আমিও কিছু ইউটিউবার দেখেছি যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক মতামত দিচ্ছে এবং কিভাবে বিটকয়েন ফোরামে কাজ করে ইনকাম করা যায় সেই নিয়েও অনেক কথপোকথন করেছে। অনেক সময় অনেক রকমের এয়ার্ড্রপ দেওয়া হচ্ছে ইউটিউবে জিনিসগুলো যদি কোনো সরকারি কর্মকর্তা দের হাতে পড়ে যায় তাহলে অনেক সমস্যা হবে। এজন্য তারা যদি ইউটিউব এরকম কিছু না দিয়ে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় তাহলে তাদের জন্যই ভালো হবে। তা না হলে অবশ্যই সমস্যা হবে
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Mj joy on January 31, 2021, 07:38:24 AM
আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাইতেছি যে আমাদের এই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় সবকিছু তো আইনত অপরাধ। তো যারা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নানা রকম আপডেট দিয়ে থাকেন। বর্তমানে এমন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এয়ারড্রপ বিষয়ক নানা রকম আপডেট দেওয়া হয়। এয়ার্ড্রপ ও তো ক্রিপ্টোকারেন্সি একটি অংশ।

আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ইউটিউবে এয়ারড্রপ বিষয়ক আপডেট দিয়ে থাকেন তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দয়াকরে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয়ে সাহায্য করবেন।
  যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ  সেহেতু আমি মনে করি ইউটিউবে ফেসবুকে এবং সোশ্যাল সমস্ত মিডিয়াতেই ক্রিপ্টোকারেন্সি  জগত সম্পর্কে কোন কিছু প্রকাশ করা ঠিক না ।  যে পোষ্টটি করা হবে সেই পোষ্টটি যদি ক্রিপ্টোকারেন্সি জগতের মূল্যবান কোন পোস্ট হয় তাহলে অবশ্যই পুলিশি হয়রানি খেতে হবে  সে বিষয়ে আইনি লোক অবশ্যই খুঁজে দেখবে  এক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি জগতে থাকা সকল লোকদের জন্য বিপদজনক।  তাই আমি মনে করি  ক্রিপ্টোকারেন্সি জগতের ছোট হোক বড় হোক কোনো পোস্ট সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা উচিত না তা আমাদের জন্য খুবই বিপদজনক।

 ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ পোস্টি তুলে ধরার জন্য ।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: ranaprime on January 31, 2021, 09:53:21 AM
এটির মধ্যে যদি পুলিশি নজর দেওয়া হয় তাহলে এর উপর প্রবলেম আসইতে পারে। তবে আমার মনে হয় না যে ছোট কোন ইস্যু নিয়ে এরা ঝামেলা করতে পারে। তবে আমাদের সবসময়ই সাবধান হওয়া উচিত কারন আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি। যার এখনো বৈধতা আসেনি আমাদের দেশে।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Herry on January 31, 2021, 10:00:36 AM
এটির মধ্যে যদি পুলিশি নজর দেওয়া হয় তাহলে এর উপর প্রবলেম আসইতে পারে। তবে আমার মনে হয় না যে ছোট কোন ইস্যু নিয়ে এরা ঝামেলা করতে পারে। তবে আমাদের সবসময়ই সাবধান হওয়া উচিত কারন আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি। যার এখনো বৈধতা আসেনি আমাদের দেশে।
হ্যাঁ ভাই আমারও তাই মনে হয় এত ছোটখাট ব্যাপার নিয়ে হয়তোবা পুলিশি কোন ঝামেলা পড়তে নাও হতে পারে। তবে সাবধানতার মার নেই । আমাদের সহ যারা ইউটিউব এ কাজ করে তাদের সতর্ক হয়ে কাজ করা উচিত। আপনি ঠিকই বলেছেন তাই আমি বলব যারা ক্রিপ্টোকারেন্সি বিষয়ক নানা রকম তথ্য দিয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Monster5 on January 31, 2021, 04:24:24 PM
অনেক মূল্যবান একটি পোস্ট করেছেন ভাই। আসলে যারা ইউটিউবার আমি অনেকবার দেখেছি যে ইউটিউবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভিডিও নিয়ে আলোচনা করা হয়। সেখানে যারা ইউটিউবার তাদের জন্য এটি খুবই রিক্স। কেননা বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি অবৈধ তাই যারা এইরকম ভিডিও তৈরি করে তাদের সতর্ক হওয়া উচিত। তা না হলে পুলিশের হয়রানি হতে পারে তাই এরকম ভিডিও যেন ইউটিউব এ আর না হয়। তাহলে অনেক সমস্যার সমাধান থেকে বেঁচে যাবে এবং যারা ইউটিউবার তাদের সাবধানতা অবলম্বন করে থাকতে হবে।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Markuri33 on February 04, 2021, 07:33:39 PM
আমি মনে করি যারা বাংলাদেশি রয়েছে তাদের ইউটিউবে এ ধরনের চ্যালেন না করাটাই ভালো।এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে বিটকয়েনের কোনো বৈধতাহয়নি যে কারণে এটা যদি কোনো সরকারি কর্মকর্তা বা সরকারি লোকের হাতে গিয়ে পৌছায় তাহলে অবশ্যই প্রবলেম হবে। কিন্তু যারাই ইউটিউব চ্যানেল খুলছেন সবাই একটু সতর্কতার সাথে কাজ করবেন কোনভাবেই যেন সরকারি লোকের হাতে না পারেন।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Dark Knight on February 05, 2021, 04:16:27 AM
আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাইতেছি যে আমাদের এই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় সবকিছু তো আইনত অপরাধ। তো যারা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নানা রকম আপডেট দিয়ে থাকেন। বর্তমানে এমন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এয়ারড্রপ বিষয়ক নানা রকম আপডেট দেওয়া হয়। এয়ার্ড্রপ ও তো ক্রিপ্টোকারেন্সি একটি অংশ।

আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ইউটিউবে এয়ারড্রপ বিষয়ক আপডেট দিয়ে থাকেন তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দয়াকরে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয়ে সাহায্য করবেন।
বাংলাদেশ ক্রিপ্টো কারেন্সি কিন্তু অবৈধ।আমি মনে করি যে বাংলাদেশি যেসব চ্যানেলে বা ইউটিউবে ক্রিপ্ত নিয়ে আলোচনা না করাই ভালো। কারণ যারা ইউটিউবার তাদের রিস্ক বেশি। প্রশাসনিক লোক জানতে পারলে তাদের অনেক প্রবলেম হবে।তাই আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন ভালো কিন্তু একটু সতর্কতার সাথে কাজ করবেন যাতে প্রশাসন এর লোক কোনো ভাবে জানতে না পারে। ধন্যবাদ
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Mahindra on February 05, 2021, 10:01:33 AM
অবশ্যই এটি বাংলাদেশী ইউটিউবারদের জন্য মারাত্মক একটি বিপদের কারণ। কেননা বাংলাদেশে এখনোক্রিপ্টোকারেন্সি অবৈধ যার কারণে বাংলাদেশী ইউটিউবারদের জন্য এটি খুবই দুঃখের ব্যাপার। বর্তমানে ব্যয়বহুল অনেক ইউটিউবার এয়ারড্রপ এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আপলোড করেন। তাদের জন্য এটি অনেকটা ঝুঁকিপূর্ণ একটি কাজ ।তাই আমার মনে হয় যারা ইউটিউবে এই ধরনের ভিডিও আপলোড করে তাদের সতর্ক হয়ে কাজ করা উচিত ‌।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Bony11 on February 05, 2021, 04:34:25 PM
আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাইতেছি যে আমাদের এই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় সবকিছু তো আইনত অপরাধ। তো যারা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নানা রকম আপডেট দিয়ে থাকেন। বর্তমানে এমন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এয়ারড্রপ বিষয়ক নানা রকম আপডেট দেওয়া হয়। এয়ার্ড্রপ ও তো ক্রিপ্টোকারেন্সি একটি অংশ।

আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ইউটিউবে এয়ারড্রপ বিষয়ক আপডেট দিয়ে থাকেন তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দয়াকরে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয়ে সাহায্য করবেন।
অবশ্যই বাংলাদেশ যেহেতু ক্রিপ্টোকারেন্সি অবৈধ।তাই যেসব ইউজাররা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ইউটিউব চ্যালেনে আপডেট দিয়ে থাকে। তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।যেকোনো সময় তারা পুলিশি হয়রানি হতে পারে। কারণ বাংলাদেশে এখনো ক্রিপ্টোকারেন্সি বৈধতা পায় নি। তাই এটা এক ধরনের অপরাধ মূলক কাজ।তারা পুলিশের সম্মুখীন হলে তাদের জন্য অনেক বড় একটি বিপদ পড়বে বলে আমি মনে করি।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: iRan Chy on February 07, 2021, 09:59:06 PM
বাংলাদেশে যেহেতু কৃপ্টোকারেন্সি অবৈধ। সেহেতু, যদি আপনি কৃপ্টো সম্পর্কিত কোন কিছু মিডিয়াতে শেয়ার করেন, এতে পুলিশ হয়রানির ঝুকি অনেক বেশি।

তবে আপনি যদি এটি শেয়ার করে মুনাফা অর্জন করতে চান। এক্ষেত্রে বলব সবসময় আপনার গোপনীয়তা বজায় রাখবেন। যেমন: ফোন নাম্বার, নিজের অরিজিনাল ফেসবুক একাউন্ট, নিজের ছবি এবং ইমেইল। এগুলো কখনো জনগণের সামনে আনবেননা। তাইলে আমি মনে করি আপনি অনেক সেইফ থাকবেন।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: AlviNess on February 08, 2021, 04:38:21 PM
সুন্দর একটি বিষয় আলোচনা করেছেন। বাংলাদেশ  ক্রিপ্টো রিলেটেড সমস্ত কাজ একেবারে অবৈধ।কিন্তু কয়েকদিন যাবত আমি রেগুলার লক্ষ্য করছি কয়েকজন বাংলাদেশী ইউটিউবার বিভিন্ন এয়ার্ড্রপ ক্যাম্পেইন নিয়ে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করছে।আমার মনে হয় তার ভিডিও যদি কোনো প্রশাসনিক ব্যক্তির নজরে আসে তাহলে অবশ্যই সে নিজে তো বিপদে পড়বি আমাদেরও বিপদে ফেলবে।
Title: Re: এয়ার্ড্রপ আপডেট ইউটিউবার?
Post by: Tubelight on March 22, 2021, 06:32:39 AM
আমি সিনিয়র ভাইদের কাছে জানতে চাইতেছি যে আমাদের এই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়ায় সবকিছু তো আইনত অপরাধ। তো যারা ইউটিউবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নানা রকম আপডেট দিয়ে থাকেন। বর্তমানে এমন বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে এয়ারড্রপ বিষয়ক নানা রকম আপডেট দেওয়া হয়। এয়ার্ড্রপ ও তো ক্রিপ্টোকারেন্সি একটি অংশ।

আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই ইউটিউবে এয়ারড্রপ বিষয়ক আপডেট দিয়ে থাকেন তাদের পুলিশি হয়রানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দয়াকরে সিনিয়র ভাইরা অবশ্যই এ বিষয়ে সাহায্য করবেন।
আমার মনে হয় বাংলাদেশি ইউটিউব চ্যানেল গুলো যে চ্যানেলগুলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মতামত শেয়ার করে তারা একটু ঝুঁকি নিয়ে ভিডিও তৈরি করছে। কারণ বাংলাদেশে বিটকয়েনের অনুমোদন না থাকায় এই ধরনের ভিডিও শেয়ার করা অনেক রিস্কি।