Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Malam90 on January 30, 2021, 02:56:46 PM

Title: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Malam90 on January 30, 2021, 02:56:46 PM
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে দেশের মানুষের মধ্যে কতটা আগ্রত তৈরি হয়েছে তা এখন বুঝা যাচ্ছে। এখন পত্র পত্রিকায়ও নিয়মিত ছাপা হচ্ছে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে নানান ধরনের খবর।

বিডিনিউস.২৪.কমের নিউজটি হুবহু তুলে ধরা হলো।

বিটকয়েনের জন্য সময়টা ভালো যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে দাম পড়তে শুরু করেছিলো এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির। কিন্তু রক্ষাকর্তার বেশে হাজির হলেন ইলন মাস্ক। তার জাদুতে দুই সপ্তাহ পড়ে যাওয়া দাম ১৪ শতাংশ বেড়েছে বিটকয়েনের।
তেমন কিছুই করেননি টেসলা প্রধান। শুধু শুক্রবার নিজের টুইটার বায়োগ্রাফিতে যোগ করেছেন ‘হ্যাশট্যাগ বিটকয়েন’। আর তাতেই বেড়েছে দাম।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকেও বিটকয়েনের কেনা-বেচা হচ্ছিল ৩৭ হাজার আটশ’ ডলারে।

শতকোটিপতি মার্কিন উদ্যোক্তা মাস্ক এর আগেও টুইটারে মন্তব্য করে বাজারে নানা ধরনের প্রভাব ফেলেছেন। হিসেবে তার টুইটার অনুসারীর সংখ্যাও কম নয়। সবমিলিয়ে চার কোটি ৩৭ লাখ অনুসারী রয়েছে মাস্কের।

রয়টার্স উল্লেখ করেছে, সম্প্রতি ঘটে যাওয়া গেমস্টপ কর্পোরেশন কাণ্ডেও ভূমিকা রেখেছেন মাস্ক। মঙ্গলবার হুট করেই মাস্ক রেডিট ওয়ালস্ট্রিটবেটসের এক লিংকসহ টুইট করে বসেন, “গেইমস্টঙ্ক!!’। এর পরপরই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ে ৫০ শতাংশ।

মাস্কের সমর্থনকারীরা তাকে মজা করে ‘পাপা মাস্ক’ ডাকেন। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে সাধারণত শেয়ারবাজারের স্টককে মজা করে “স্টংক” ডাকা হয়।

ডিসেম্বরে মাস্ক টুইটারে এক সুপরিচিত ডিজিটাল কারেন্সি সমর্থকের কাছে জানতে চেয়েছিলেন, টেসলার হিসেবের খাতাকে বিটকয়েনে নিয়ে যাওয়ার মতো “বড় লেনদেন” সম্ভব কি না।
নিউজ লিংক= https://m.bdnews24.com/amp/bn/detail/tech/1853745
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Zixr on February 03, 2021, 07:31:42 AM
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে দেশের মানুষের মধ্যে কতটা আগ্রত তৈরি হয়েছে তা এখন বুঝা যাচ্ছে। এখন পত্র পত্রিকায়ও নিয়মিত ছাপা হচ্ছে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে নানান ধরনের খবর।

বিডিনিউস.২৪.কমের নিউজটি হুবহু তুলে ধরা হলো।

বিটকয়েনের জন্য সময়টা ভালো যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে দাম পড়তে শুরু করেছিলো এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির। কিন্তু রক্ষাকর্তার বেশে হাজির হলেন ইলন মাস্ক। তার জাদুতে দুই সপ্তাহ পড়ে যাওয়া দাম ১৪ শতাংশ বেড়েছে বিটকয়েনের।
তেমন কিছুই করেননি টেসলা প্রধান। শুধু শুক্রবার নিজের টুইটার বায়োগ্রাফিতে যোগ করেছেন ‘হ্যাশট্যাগ বিটকয়েন’। আর তাতেই বেড়েছে দাম।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকেও বিটকয়েনের কেনা-বেচা হচ্ছিল ৩৭ হাজার আটশ’ ডলারে।

শতকোটিপতি মার্কিন উদ্যোক্তা মাস্ক এর আগেও টুইটারে মন্তব্য করে বাজারে নানা ধরনের প্রভাব ফেলেছেন। হিসেবে তার টুইটার অনুসারীর সংখ্যাও কম নয়। সবমিলিয়ে চার কোটি ৩৭ লাখ অনুসারী রয়েছে মাস্কের।

রয়টার্স উল্লেখ করেছে, সম্প্রতি ঘটে যাওয়া গেমস্টপ কর্পোরেশন কাণ্ডেও ভূমিকা রেখেছেন মাস্ক। মঙ্গলবার হুট করেই মাস্ক রেডিট ওয়ালস্ট্রিটবেটসের এক লিংকসহ টুইট করে বসেন, “গেইমস্টঙ্ক!!’। এর পরপরই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ে ৫০ শতাংশ।

মাস্কের সমর্থনকারীরা তাকে মজা করে ‘পাপা মাস্ক’ ডাকেন। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে সাধারণত শেয়ারবাজারের স্টককে মজা করে “স্টংক” ডাকা হয়।

ডিসেম্বরে মাস্ক টুইটারে এক সুপরিচিত ডিজিটাল কারেন্সি সমর্থকের কাছে জানতে চেয়েছিলেন, টেসলার হিসেবের খাতাকে বিটকয়েনে নিয়ে যাওয়ার মতো “বড় লেনদেন” সম্ভব কি না।
নিউজ লিংক= https://m.bdnews24.com/amp/bn/detail/tech/1853745
ধন্যবাদ আপডেট নিউজ জানানোর জন্য। কেউই জানে না পেট করে দাম কেন বৃদ্ধি পেয়েছিল। তবে আপনি যে আপনি কি একটি জানিয়ে দিলেন এটি আমাদের জন্য কার্যকরী।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Tubelight on March 17, 2021, 08:57:22 AM
বর্তমানে বিট কয়েনের মূল্য বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে ইলন মাস্কের। কারণ তার জন্যই বর্তমানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বিটকয়েনের প্রচুর পরিমাণ বিনিয়োগ করেছেন।এবং তার দেখাদেখি অনেক বিনিয়োগকারী এখন পর্যন্ত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছেন।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Rothi roy on March 17, 2021, 09:29:48 AM
ইলন মাস্ক এর টেসলা কম্পানি বিটকয়েনের বিনিয়োগ করার পর থেকে বিটকয়েনের দাম বেড়ে চলেছে।
ইলন মাস্ক এর টুইটারে টুইট করার পর থেকে বিটকয়েনের দাম বেড়ে চলেছে। বর্তমানে প্রতিটি বিট কয়েনের মূল্য 56 হাজার ডলার। বিটকয়েন এর মূল্য আরো বৃদ্ধি পাবে ।আমার মনে হয় বিট কয়েনের মূল্য 60 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Sonjoy on March 17, 2021, 09:43:47 AM
বর্তমানে বিট কয়েনের মূল্য বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে ইলন মাস্কের। কারণ তার জন্যই বর্তমানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বিটকয়েনের প্রচুর পরিমাণ বিনিয়োগ করেছেন।এবং তার দেখাদেখি অনেক বিনিয়োগকারী এখন পর্যন্ত বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছেন।
ভাই আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেনি যে আপনার অনেক বানান কিন্তু ভুল হচ্ছে দয়া করে এটি সংশোধন করুন তা না হলে কিন্তু মডারেটরদের চোখে পড়লে আপনাকে মাইনাস কারমা দিতে বাধ্য থাকিবে করে আপনার পোস্টটি এডিট করুন
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: HeartBit143 on March 29, 2021, 07:10:52 AM
বিটকয়েনের দাম এতো বাড়ার পেছনে আমি মনে করি যে ইলন মাস্ক এর ভুমিকা সব চেয়ে বেশি।  ইলন মাস্ক বিটকয়েনে বিনিয়োগ করার পর তার সোস্যাল মিডিয়াতে বিটকয়েন সম্পর্কে একটু লেখালেখি করার পর থেকেই বিটকয়েন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে।  তাই আমি মনে করি ইলন মাস্ক এর বদৌলতে বিটকয়েনের দাম বেড়েছে।                                 
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Jan on March 31, 2021, 08:17:04 AM
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে দেশের মানুষের মধ্যে কতটা আগ্রত তৈরি হয়েছে তা এখন বুঝা যাচ্ছে। এখন পত্র পত্রিকায়ও নিয়মিত ছাপা হচ্ছে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে নানান ধরনের খবর।

বিডিনিউস.২৪.কমের নিউজটি হুবহু তুলে ধরা হলো।

বিটকয়েনের জন্য সময়টা ভালো যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে দাম পড়তে শুরু করেছিলো এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির। কিন্তু রক্ষাকর্তার বেশে হাজির হলেন ইলন মাস্ক। তার জাদুতে দুই সপ্তাহ পড়ে যাওয়া দাম ১৪ শতাংশ বেড়েছে বিটকয়েনের।
তেমন কিছুই করেননি টেসলা প্রধান। শুধু শুক্রবার নিজের টুইটার বায়োগ্রাফিতে যোগ করেছেন ‘হ্যাশট্যাগ বিটকয়েন’। আর তাতেই বেড়েছে দাম।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকেও বিটকয়েনের কেনা-বেচা হচ্ছিল ৩৭ হাজার আটশ’ ডলারে।

শতকোটিপতি মার্কিন উদ্যোক্তা মাস্ক এর আগেও টুইটারে মন্তব্য করে বাজারে নানা ধরনের প্রভাব ফেলেছেন। হিসেবে তার টুইটার অনুসারীর সংখ্যাও কম নয়। সবমিলিয়ে চার কোটি ৩৭ লাখ অনুসারী রয়েছে মাস্কের।

রয়টার্স উল্লেখ করেছে, সম্প্রতি ঘটে যাওয়া গেমস্টপ কর্পোরেশন কাণ্ডেও ভূমিকা রেখেছেন মাস্ক। মঙ্গলবার হুট করেই মাস্ক রেডিট ওয়ালস্ট্রিটবেটসের এক লিংকসহ টুইট করে বসেন, “গেইমস্টঙ্ক!!’। এর পরপরই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ে ৫০ শতাংশ।

মাস্কের সমর্থনকারীরা তাকে মজা করে ‘পাপা মাস্ক’ ডাকেন। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে সাধারণত শেয়ারবাজারের স্টককে মজা করে “স্টংক” ডাকা হয়।

ডিসেম্বরে মাস্ক টুইটারে এক সুপরিচিত ডিজিটাল কারেন্সি সমর্থকের কাছে জানতে চেয়েছিলেন, টেসলার হিসেবের খাতাকে বিটকয়েনে নিয়ে যাওয়ার মতো “বড় লেনদেন” সম্ভব কি না।
নিউজ লিংক= https://m.bdnews24.com/amp/bn/detail/tech/1853745
হ্যাঁ ভাই এই বিষয়টা খেয়াল করলে অবশ্যই বুঝা যায় যে 2021 সালে যে রকম পত্রপত্রিকা খবরা-খবর হয়েছিল ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু বর্তমানে 2021 এর চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে তাই বলা যায় যে মানুষের মাঝে এই ক্রিপ্টোকারেন্সি অনেক বেশি বিস্তার লাভ করেছে এবং এই 2021 সালের মধ্যে আমার মনে হয় পৃথিবীর আরো অনেক দেশগুলোতেই এর পরিচিতি লাভ করবে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট তৈরী করার জন্য।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Azharul on April 01, 2021, 04:12:15 AM
আমরা জানি এলন মাস্ক হলো বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন। আর এলন মাস্ক এর আগমন বিটকয়েনের দাম বাড়ার একটি অন্যতম কারণ।যেহেতু তার আগমনের পরপরই বিটকয়েনের দাম বেড়ে গেল,আমরা আশা করছি ২০২১ সালের শেষ নাগাদ এর দাম আগের চেয়ে অনেক উচ্চতায় উন্নীত হবে।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Tepona on April 03, 2021, 09:24:11 AM
বিটকয়েন সারা পৃথিবীব্যাপী অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। ইলন মাস্ক তার কোম্পানি এর বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য বিটকয়েন ব্যবহার করে। অর্থাৎ প্রতিনিয়ত ইলন মাস্ক বিটকয়েন কে সাপোর্ট করে যাচ্ছে। বিটকয়েন এর পিছনে মাস্টারমাইন্ড কে তা আজ পর্যন্ত জানা যায় নি। তবে ক্রিপ্টোকারেন্সি বাজার ধরে রেখেছে বিটকয়েন। তাই প্রতিনিয়ত বিটকয়েনে এভাবেই বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Sayema on April 08, 2021, 04:17:51 PM
2013 সালে বিটকয়েনের দাম 10000 ডলার হাওয়ার পর থেকে বিটকয়েন সবার সুপরিচিত হতে শুরু করে। তারপরে 2020 সালের শেষের দিকে ইলন মাস্ক বিটকয়েনের উপর বিনিয়োগ করে তারপর থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করে। ইলন মাস্ক তার কোম্পানির গাড়ি বিটকয়েন দিয়ে কেনার সুযোগ দিয়েছেন।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Dark Knight on April 08, 2021, 05:43:21 PM
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে দেশের মানুষের মধ্যে কতটা আগ্রত তৈরি হয়েছে তা এখন বুঝা যাচ্ছে। এখন পত্র পত্রিকায়ও নিয়মিত ছাপা হচ্ছে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে নানান ধরনের খবর।

বিডিনিউস.২৪.কমের নিউজটি হুবহু তুলে ধরা হলো।

বিটকয়েনের জন্য সময়টা ভালো যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে দাম পড়তে শুরু করেছিলো এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির। কিন্তু রক্ষাকর্তার বেশে হাজির হলেন ইলন মাস্ক। তার জাদুতে দুই সপ্তাহ পড়ে যাওয়া দাম ১৪ শতাংশ বেড়েছে বিটকয়েনের।
তেমন কিছুই করেননি টেসলা প্রধান। শুধু শুক্রবার নিজের টুইটার বায়োগ্রাফিতে যোগ করেছেন ‘হ্যাশট্যাগ বিটকয়েন’। আর তাতেই বেড়েছে দাম।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকেও বিটকয়েনের কেনা-বেচা হচ্ছিল ৩৭ হাজার আটশ’ ডলারে।

শতকোটিপতি মার্কিন উদ্যোক্তা মাস্ক এর আগেও টুইটারে মন্তব্য করে বাজারে নানা ধরনের প্রভাব ফেলেছেন। হিসেবে তার টুইটার অনুসারীর সংখ্যাও কম নয়। সবমিলিয়ে চার কোটি ৩৭ লাখ অনুসারী রয়েছে মাস্কের।

রয়টার্স উল্লেখ করেছে, সম্প্রতি ঘটে যাওয়া গেমস্টপ কর্পোরেশন কাণ্ডেও ভূমিকা রেখেছেন মাস্ক। মঙ্গলবার হুট করেই মাস্ক রেডিট ওয়ালস্ট্রিটবেটসের এক লিংকসহ টুইট করে বসেন, “গেইমস্টঙ্ক!!’। এর পরপরই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ে ৫০ শতাংশ।

মাস্কের সমর্থনকারীরা তাকে মজা করে ‘পাপা মাস্ক’ ডাকেন। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে সাধারণত শেয়ারবাজারের স্টককে মজা করে “স্টংক” ডাকা হয়।

ডিসেম্বরে মাস্ক টুইটারে এক সুপরিচিত ডিজিটাল কারেন্সি সমর্থকের কাছে জানতে চেয়েছিলেন, টেসলার হিসেবের খাতাকে বিটকয়েনে নিয়ে যাওয়ার মতো “বড় লেনদেন” সম্ভব কি না।
নিউজ লিংক= https://m.bdnews24.com/amp/bn/detail/tech/1853745
ইলন মাস্ক পৃথিবীর অনেক বড় বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী। ইলন মাস্ক 1971 সালের 28 শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি অনেক বড় একজন ধনী ব্যক্তি। টেসলা নামে একটি বৈদ্যুতিক গাড়ির কোম্পানি রয়েছে। বিটকয়েনের নাম আমরা সবাই শুনেছি। বিটকয়েন কতটা জনপ্রিয় সেটা আমাদের সবারই জানার কথা। ইলন মাস্ক বিটকয়েন নিয়ে টুইট করেছিলেন তারপর থেকেই যেন বিটকয়েন এক নতুন দিগন্ত খুঁজে পেয়েছে। এখন প্রতিটা মুহূর্তেই বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে এখন সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। ইলন মাস্ক কিন্তু বিটকয়েনের বিনিময় তার কোম্পানির গাড়ি গুলো বিক্রি করে থাকে। তাছাড়া তিনি বিটকয়েন এবং ডগি কয়েন এর ওপর বিনিয়োগ করছেন।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Random203 on April 09, 2021, 05:16:35 AM
বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তিদের মধ্যে ইলন মাস্ক অন্যতম। ইলন মাস্ক কিছু দিন আগে বিটকয়েনে বিনিয়োগ করেন এবং তার পার্সনাল টুইট বার্তায় বিটকয়েন সম্পর্কে কিছু পজিটিভ কথা বলেন।  যার ফলে হু হু করে বাড়তে থাকে বিটকয়েনের দাম।                     
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Centus on April 09, 2021, 09:49:30 AM
বিটকয়েনের জন্য একের পর এক ভালো নিউজ গুলো বিটকয়েনের দাম বাড়াতে সাহায্য করেছে। সারা পৃথিবীব্যাপী বিটকয়েন অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিনিয়ত বিটকয়েন এর উপর ভালো ভালো নিউজ রয়েছে। তাই বিটকয়েন এর প্রসার সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: ranaprime on April 14, 2021, 07:28:26 PM
আমি মাস্কের বদৌলতে শুধু বিটকয়েন নয় ডগি কয়েনও বেড়েছে। গত বছরও এর দাম ছিল তলানিতে কিন্তু এবছর হঠাৎ এর দাম বেড়ে 7 সেন্টে গিয়েছিল আবার দেখলাম গত কালকে এর দাম আবার দ্বিগুন হয়েছে। আমি মনে করি এটি আরও বেড়ে যাবে। ইলন মাস্ক তার টুইটে বলেছেন যে কয়েনবেজের উচিত এই কয়েনটিকে এড করা। এই ধরনের উক্তিতে বোঝায় যায় যে মাস্ক চাচ্ছে যে ডগি কে উপরে উঠানোর জন্য।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Cinno3 on March 20, 2022, 09:24:49 AM
বর্তমান সময়ে বিটকয়েন নিয়ে পজিটিভ কথাবার্তাগুলো একটু বেশিই শোনা যায়। তাই দিনে দিনে মানুষের কাছে বিটকয়েনের আগ্রহ দ্বিগুণ বেড়েছে। এবং ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় ইনভেস্টর হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক বর্তমান সময়ে বিটকয়েন কে ব্যাপকভাবে সাপোর্ট করে যাচ্ছে। তাই বর্তমানে বিটকয়েনে বাণিজ্য বেশি হচ্ছে। সারা বিশ্বে বিটকয়েন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
Title: Re: মাস্কের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের
Post by: Fulshai on March 26, 2022, 06:10:02 AM
বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবচেয়ে বড় ইনভেস্টর হচ্ছে ইলন মাস্ক। সেই মাক্সের বদৌলতে দাম বাড়লো বিটকয়েনের। প্রতিনিয়ত আমরা জানি বিটকয়েনের দাম দাম ডাম্পিং আর পাম্পিং করে। কিন্তু বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিরা যদি বিটকয়েন সম্পর্কে পজেটিভ নিউজ তৈরি করে। তাহলে বিটকয়েনের দাম ব্যাপকহারে বৃদ্ধি পায়। আর ধনী ব্যক্তিরা যদি নেগেটিভ নিউজ তৈরি করে। তাহলে বিটকয়েনের দাম ডাম্পিং করে। তাই ইলন মাস্ক হচ্ছে বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি। তাই তার বদৌলতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বিটকয়েনের দাম। আশা করি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।