Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Herry on January 31, 2021, 05:23:19 AM
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
-
কিছুদিন আগেও AME টোকেনের অনেক দাম ছিল কিন্তু বেশ কিছুদিন যাবৎ ধরে AME টোকেন এর দাম শুধু কমতে শুরু করেছে।AME টোকন যে দাম দিয়ে কিনে ছিলাম তার চেয়ে অনেকটাই কমে গেছে। ইদানিং দেখা যাচ্ছে সব টোকেন এর দাম কমে যাচ্ছে। তার জন্য আমি কিছু AME টোকেন কিনে হোল্ড করে রেখেছি দেখি ভবিষ্যতে AME টোকেন থেকে কি রকম প্রফিট পাওয়া যায়।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
বিটিসি কয়েনের পরিচিতি সবচেয়ে বেশি বর্তমানে তবে তার পাশাপাশি ইথেরিয়াম কম নয় আমার মনে হয় আপনি ইথেরিয়াম হোল্ড করে রাখলে ভবিষ্যতে তার বেশি প্রফিট পাবেন । তাছাড়া সিনিয়র অনেক বাইয়েরা এটাই বলছে ।
ধন্যবাদ ভাই ।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
আপনি কি টোকেন কিনতে চান নাকি কয়েন কিনতে চান সেটা আগে পরিষ্কার করে বলতে পারেন। আপনার বাজেট এমাউন্ট মোটামুটি ধারণা দিন। কতদিন হোল্ড রাখর ইচ্ছা আছে? শর্টট্রেড করতে চান নাকি সেটাও জানাতে পারেন।
-
আপনি যদি কোন কয়েন কিনে হোল্ড করতে চান তাহলে অবশ্যই আপনি বিটকয়েন ও ইথিরিয়াম হোল্ড করতে পারেন। ইথেরিয়াম এর প্রাইস অল্প কিছুদিনের মধ্যেই পনেরশো ডলারের উপরে যাবে এবং বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনি এই দুটো কয়েন ফোর্ড করলে অবশ্যই ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন।
-
বর্তমান সময়ে ডেফি টোকেন গুলোর ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছি। তাই যে কোন ডেফি টোকেন একটু রিসার্চ করে তা হোল্ড করে রাখতে পারেন বিশেষ করে যদি ই্উনি টোকেন রাখেন আমার মনে হয় ভাল একটি প্রফিট করতে পারবেন।
-
আমার মতে DOT টোকেনটা হোল্ড করাটা বুদ্ধিমানের কাজ হবে কারন এটা ইথারিয়ামের মতন হবে ২য় ইথারিয়াম বলে আক্ষা দিয়েছেন এটি সবাই। তাই DOT এর দিকে নজর রাখতে পারেন
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
প্রথমেই বলব আপনি কোন টোকেনই হোল্ড করবেননা লং টার্ম এর জন্য পারলে কয়েন হোল্ড করেন যেমন ডট, আঢা, বিটিসি, ইথারিয়াম, এক্সআরপি, দেশ ইত্যাদি। এসব কয়েনের দাম কমার সম্ভাবনা কম আর আপনি যেহেতু লংটার্ম হোল্ড করবেন তাহলে এমন কিছু কয়েন কিনবেন যাতে দামও কম কিন্তু ভবিষ্যৎ ভালো আর সেদিক দিয়ে আমি যেসব কয়েনের নাম বলেছি সেগুলোর দিকে নজর রাখতে পারেন।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
প্রথমেই বলব আপনি কোন টোকেনই হোল্ড করবেননা লং টার্ম এর জন্য পারলে কয়েন হোল্ড করেন যেমন ডট, আঢা, বিটিসি, ইথারিয়াম, এক্সআরপি, দেশ ইত্যাদি। এসব কয়েনের দাম কমার সম্ভাবনা কম আর আপনি যেহেতু লংটার্ম হোল্ড করবেন তাহলে এমন কিছু কয়েন কিনবেন যাতে দামও কম কিন্তু ভবিষ্যৎ ভালো আর সেদিক দিয়ে আমি যেসব কয়েনের নাম বলেছি সেগুলোর দিকে নজর রাখতে পারেন।
হুম এটা ঠিক যে শর্টটাইমের জন্য আল্টকয়েনের দিকে নজর রাখতে হবে আর লং টাইম হলে পপুলার কয়েনের দিকে নজর রাখতে হবে। তাই কোন টোকেন বা কয়েন হোল্ড করবে সেটা তার নিজস্ব সিদ্ধান্তের উপর ভিত্তি করে ক্রয় করতে হবে।
-
এখন টোকেন এর দাম কম।তাই আমি কিছু টকেন কিনে রাখতে চেয়েছি। কিন্তু আমি কিছু বুঝতে পারছিনা। সেই জন্য আমি সিনিয়র মেম্বারদের সাথে কথা বলে টকেন গুলো কিনতে চাচ্ছি।কেউ আমাকে সাহায্য করেন।
-
আমার মতে DOT টোকেনটা হোল্ড করাটা বুদ্ধিমানের কাজ হবে কারন এটা ইথারিয়ামের মতন হবে ২য় ইথারিয়াম বলে আক্ষা দিয়েছেন এটি সবাই। তাই DOT এর দিকে নজর রাখতে পারেন
নিঃসন্দেহে DOT হোল্ড করা আগামীর নিরাপদ বিনিয়োগ। যারা DOT হোল্ড করবেন তাদের জন্য সাজেশন হচ্ছে শুধু হোল্ড না করে স্টেকিং করবেন তাহলে DOT বাড়বে আবার হোল্ডও হবে। এছাড়া শুধু বিটকয়েন ও ইথারিয়ামও কিনে রাখতে পারেন।
-
বর্তমানে বাজারে অনেক টোকেন আছে যাদের বর্তমান মূল্য অনেকটাই কম কিন্তু সম্ভাবনার ক্ষেত্রে অনেক বেশি আমাদের উচিত সেই ধরনের টোকেন ক্রয় করা। আমার ব্যেক্তিগত মতামত হল যে এখানে আমি এক্স আর পি এবং ডগি কয়েন সহ আরও কিছু কয়েন হোল্ড করে রাখলে ফিউচারের জন্য ভাল হবে।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
ভাই আপনি কয়েন কিনবেন নাকি টোকেন কিনবেন সেটা যদি একটু খুলে বলতেন। তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হত। কয়েন এবং তোকে দুটো আলাদা আলাদা জিনিস। তো আপনি যদি টোকেন কেনার চিন্তা করে থাকেন ।তাহলে আমি বলব যে আপনি বর্তমান সময়ে Amepay টোকেন এর দাম অনেক কম আছে। আপনি চাইলে এই টোকেন কিনে হোল্ড করে রাখতে পারেন।
-
চোখ বুজে ডগি কয়েন হোল্ড করে যান। এটি ভাল একচেঞ্জে লিস্ট হয়েছে। তাই আগামিতে এর দাম বাড়তেই থাকবে।যতগুলো পারেন হোল্ড করুন। ভাল প্রফিট করার সম্ভাবনা আছে। যারা এটি আগে থেকেই হোল্ড করে রেখেছিল তারা অনেক বেশি প্রফিট করেছে যা তারা কল্পনাও করতে পারেনি।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো।
আপনি যদি অল্টকয়েন কিনে দীর্য সময়ের জন্য জমা রাখার চিন্তা করে থাকেন, তাহলে আমার মতে এটি ভুল সিদ্ধান্ত হবে। কারণ সব অল্টকয়েন সবসময় ভালো লাভ দেয় না, তাই অল্টকয়েন ক্রয় করলে, কিছু লাভ করার পর বিক্রি করে দিবেন । আর কখনোই ৩, ৪ কিংবা ১০ গুণ মুনাফার জন্য অপেক্ষা করবেন নাহ। আর বিটকয়েন ও ইথিরিয়াম হলো সবচেয়ে ভালো ক্রিপ্টোকারেন্সি দীর্ঘ সময়ের জন্য হোল্ড করার ক্ষেত্রে। তাই মার্কেট ডাউন হলে, কিনে রাখার চেষ্টা করিয়েন।
-
বর্তমান সময়ে বেশ কিছু টোকেন আছে যাদের দাম তুলনামুলক ভাবেও অনেক কম। তাই আমি কিছু আমার ফোবারিট কয়েনের কথা বলব। তার মধ্যে অন্যতম হল। ডায়া কয়েন, চেইনলিংক, পুলকাডট ইউনিসোয়াপ এই কয়েন গুলো খুবই পোটেনশিয়াল কয়েন।
-
এখন ডগিকয়েন এবং ডায়া কয়েন হোল্ড করতে পারেন। এরা দুটি কয়েনই বাইন্যান্স সহ আরও কয়েকটি একচেঞ্জে লিস্ট আছে। তাই আমি মনে করি আমাদের এই কয়েন গুলোতে ইনভেস্ট করা উচিত। এই কয়েনগুলোর দাম এখনও অনেক কম আছে তাই ইনভেস্টের জন্য এটি বেশি উপযোগী বলে আমি মনে করি।
-
সিনিয়র ভাই আমার মনে হয় Amepay টোকেন হোল্ড করে রাখলে সামনের দিকে অনেক ভালো লাভবান হতে পারবেন। তাই আমার ধারণা Amepay টোকেন এর উপরে।তবে এখানে অনেক সিনিয়ার ভাই আছেন তারা অবশ্যই আমাদেরকে সাহায্য করে বলবেন।
-
বর্তমান সময়ে আমি সব কম দামি টোকেন হোল্ড করে রেখেছি। কারন আমি মনে করি যে বেশি দামি টোকেন কিনলে বেশি লাভ হতে পারে অপরদিকে ক্ষতিও হতে পারে। তাই বেশি রিস্ক নেওয়া ঠিক না।
-
আপনার যদি হল করার মত সামর্থ্য থাকে তাহলে আপনি বর্তমানে ডগি কয়েন কিনে ভবিষ্যতের জন্য হোল্ড করে রাখতে পারেন। কারণ ইতিমধ্যেই ইলন মাস্ক তার অফিসিয়াল টুইটার পেজে ডগি কয়েন নিয়ে একটি টুইট করেছিলেন। এবং তিনি এই ডগি কয়েন কে সাপোর্ট করেছেন।তাই আপনি যদি এখন ডগি কয়েন ভবিষ্যতের জন্য হোল্ড করতে পারেন তাহলে আমি মনে করি আপনি ভাল প্রফিট লাভ করতে পারবেন।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
আপনি কি টোকেন কিনতে চান নাকি কয়েন কিনতে চান সেটা আগে পরিষ্কার করে বলতে পারেন। আপনার বাজেট এমাউন্ট মোটামুটি ধারণা দিন। কতদিন হোল্ড রাখর ইচ্ছা আছে? শর্টট্রেড করতে চান নাকি সেটাও জানাতে পারেন।
ভাই আমি কয়েন কিনতে চাই। তো কোন কয়েন কিনলে বেশি ভালো হবে এবং হোল্ড করার ক্ষেত্রে ঝুঁকি কম থাকবে। আমি দুই থেকে তিন মাসের জন্য হোল্ড করব এক্ষেত্রে আমি কোন কয়েন কিনব।
-
এ সময় আপনি যদি বিটকয়েন হোল্ড করতে পারেন তাহলে অনেক লাভবান হতে পারেন।বিটকয়েন ছাড়াও কিন্তু অনেক কয়েন রয়েছে যদি সেগুলোর মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান করতে পারবেন। যেমন TRX, DOGE, polkadot, DIA আমার বিশ্বাস এই কয়েনগুলি মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে পারেন অনেক লাভ করতে পারবেন।
-
এ সময় আপনি যদি বিটকয়েন হোল্ড করতে পারেন তাহলে অনেক লাভবান হতে পারেন।বিটকয়েন ছাড়াও কিন্তু অনেক কয়েন রয়েছে যদি সেগুলোর মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান করতে পারবেন। যেমন TRX, DOGE, polkadot, DIA আমার বিশ্বাস এই কয়েনগুলি মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে পারেন অনেক লাভ করতে পারবেন।
বর্তমান সময়ে সবথেকে আলোচিত কয়েন Doge তাই আমি চেষ্টা করব এই কয়েনে ইনভেস্ট করার। যত দিন যাচ্ছে এই কয়েনের দাম ততই বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি এই কয়েন এর ভবিষ্যৎ খুবই ভালো।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
আমি বলব আপনি যদি অনেক টাকার মালিক হন তাহলে বিটকয়েন কিনতে পারেন তাছাড়া ইথেরিয়াম এবং ডগি কয়েন কিনতে পারেন। তবে আমি ইথেরিয়াম কে বেশি প্রাধান্য দিচ্ছি বর্তমানে।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
আমি বলব আপনি যদি অনেক টাকার মালিক হন তাহলে বিটকয়েন কিনতে পারেন তাছাড়া ইথেরিয়াম এবং ডগি কয়েন কিনতে পারেন। তবে আমি ইথেরিয়াম কে বেশি প্রাধান্য দিচ্ছি বর্তমানে।
হ্যাঁ এই কয়েন গুলোর মধ্যে পৃথিবীর সবথেকে বেস্ট হবে আমিও মনে করি। আমরা দেখেছি ইথেরিয়াম এর দাম এই গত কয়েকমাসে খুব দীড়তার সাথে বৃদ্ধি পেয়েছে।এবং ইথেরিয়াম খুবই জনপ্রিয় মুদ্রা হওয়ার কারণে এর দাম কমার সম্ভাবনা খুবই কম সেজন্য ইথেরিয়াম এ বিনিয়োগ করলে ঝুঁকি একটু কম থাকবে।
-
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় টোকেন হচ্ছে ডগি এবং স্টুডেন্ট কয়েন এটাকে গুলো সবচেয়ে জনপ্রিয়। সময় যাওয়ার সাথে সাথে এই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। টোকেন কল করার জন্য সময় ও সুযোগ বুঝে চোখের হোল্ড করা উত্তম।কারণ টোকেন এর দাম কখন বৃদ্ধি পাবে কখন কমবে এই বিষয়ে অভিজ্ঞতা না থাকলে বিরাট সমস্যা সম্মুখীন হতে হয়।
-
নিঃসন্দেহে আপনি ডগি কয়েন হোল্ড করে রাখতে পারেন আমি কিছুদিন আগে dogecoin ছিলাম প্রায় এক হাজার ডলার প্রফিট পেয়েছি আপনিও ডগি কয়েন হোল্ড করেন এবং আশা করছি আপনিও প্রফিট পাবেন ইনশাআল্লাহ
-
বর্তমানে আপনি যদি দীর্ঘমেয়াদি কোন কয়েন হোল্ড করতে চান তাহলে আমি বলব যে বিটকয়েন ও ইথিরিয়াম হোল্ড করতে পারেন। আর এছাড়াও বর্তমান মার্কেটে অনেকগুলো ওয়েলকোইনে আছে যেগুলোতে আপনি হোল্ড করতে পারেন এবং ভবিষ্যতে এইসব কয়েন গুলো থেকে আপনি ভালো একটা ফলাফল পেতে পারেন।বর্তমান মার্কেটে ওয়েলকোইন গুলোর অবস্থা আগের থেকে অনেক ভালো এবং আশা করি ভবিষ্যতে মার্কেট তার ধারাবাহিকতা বজায় থাকবে।
-
আমার মনে হয় বর্তমান সময়ের সেরা টোকেন হলো পলকা ডট তোকে টোকেন। হল্ড করার জন্য এই পলকা ডট টোকেন হচ্ছে অন্যতম একটি সেরা কয়েন। আপনার যদি হোল্ডিংয়ের সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই পলকা ডট টোকেন হোল্ড করুন। কারণ ভবিষ্যতে এই টোকেন এর দাম বৃদ্ধির একটি বড় ধরনের সম্ভাবনা রয়েছে।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো।
আপনি যদি অল্টকয়েন কিনে দীর্য সময়ের জন্য জমা রাখার চিন্তা করে থাকেন, তাহলে আমার মতে এটি ভুল সিদ্ধান্ত হবে। কারণ সব অল্টকয়েন সবসময় ভালো লাভ দেয় না, তাই অল্টকয়েন ক্রয় করলে, কিছু লাভ করার পর বিক্রি করে দিবেন । আর কখনোই ৩, ৪ কিংবা ১০ গুণ মুনাফার জন্য অপেক্ষা করবেন নাহ। আর বিটকয়েন ও ইথিরিয়াম হলো সবচেয়ে ভালো ক্রিপ্টোকারেন্সি দীর্ঘ সময়ের জন্য হোল্ড করার ক্ষেত্রে। তাই মার্কেট ডাউন হলে, কিনে রাখার চেষ্টা করিয়েন।
ইথিরিয়াম বিটকয়েন এগুলো হচ্ছে বড়লোকদের কয়েন। :D আমাদের মতো ছোট ট্র্যাডারদের ALTcoin নিয়ে থাকতে হয়। আর কম ফান্ড নিয়ে যেভাবে ALTcoin এ প্রফিট গেইন করা সম্ভব। সেভাবে বিটকয়েনে না।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
বর্তমানে মার্কেটে বিভিন্ন কয়েনের দাম ও টোকেনের দাম বৃদ্ধি পেয়েছে
এবং বৃদ্ধি পাচ্ছে। তবে আপনি যদি এখন হোল্ড করতে চান আমার মতে আপনি পলকা ডট হোল্ড করতে পারেন।
-
বর্তমান সময়ে আপনি পোলকা ডট,চেইন লিং এবং 1ইঞ্চ হোল্ড করতে পারেন। এই কয়েন গুলো আপনাকে সের্বোচ্চ পর্যায়ের প্রফিট দিতে পারে। তাই আমি এই কয়েনগুলো হোল্ড করে রেখেছি।
-
বর্তমানে আপনি যদি দীর্ঘমেয়াদি কোন কয়েন হোল্ড করে রাখতে চান তাহলে আমি বলব যে বিটকয়েন ও ইথিরিয়াম হোল্ড করতে পারেন।কেননা এ দুটি ক্রিপ্টো জগতে শীর্ষ স্থান দখল করে আছে।যা ভবিষ্যতে এরকম ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং দিনের পর দিন এর দাম আরো বৃদ্ধি পাবে।তাই আমার মনে হয় বর্তমান সময়ে এ দুটিকয়েন ই হোল্ড করে রাখাই ভালো।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
আপনি যদি দীর্ঘসময়ের জন্য কোন কয়েন হোল্ড করতে চান তাহলেএবং ইথিরিয়াম কয়েন হোল্ড করে রাখতে পারেন। এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের সব থেকে জনপ্রিয় করেন। আপনি চাইলে পলকা ডট নামক কয়েন হোল্ড করতে পারেন। এগুলোর দাম এখন ঊর্ধ্বমুখী।
-
আপনি যদি কোন কয়েন কিনে হোল্ড করতে চান তাহলে অবশ্যই আপনি বিটকয়েন ও ইথিরিয়াম হোল্ড করতে পারেন। ইথেরিয়াম এর প্রাইস অল্প কিছুদিনের মধ্যেই পনেরশো ডলারের উপরে যাবে এবং বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনি এই দুটো কয়েন ফোর্ড করলে অবশ্যই ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গাইডলাইন আপনার কথা মত আমিও চিন্তাভাবনা কোরবো বিটকয়েন কিনে হোল্ড করব। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য
-
বর্তমানে বাজারে অনেক টোকেন আছে যাদের বর্তমান মূল্য অনেকটাই কম কিন্তু সম্ভাবনার ক্ষেত্রে অনেক বেশি আমাদের উচিত সেই ধরনের টোকেন ক্রয় করা। আমার ব্যেক্তিগত মতামত হল যে এখানে আমি এক্স আর পি এবং ডগি কয়েন সহ আরও কিছু কয়েন হোল্ড করে রাখলে ফিউচারের জন্য ভাল হবে।
কেননা আমি বর্তমান ডগি কয়েন হোল্ড করেছে। তবে ডগি কয়েন এর দাম অনেক বাড়ছে এবং আরো কিছু কয়েন কিনে আমি হোল করব। ধন্যবাদ আপনাকে
-
বর্তমান সময়ে ADA, Polkadot, XRP, TRX এই কয়েন/ টোকেন গুলো খুব ভাল অবস্থানে আছে। এবং এইগুলোর ভবিষ্যৎ অনেক ভালো বলে আমি মনেকরি। এই কয়েন/টোকেনগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর ভালো অবস্থানে আছে। কয়েনমার্কেটক্যাপ এর টপ পজিশনে আছে। আপনি যদি এগুলো হোল্ড করেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন বলে আমি মনেকরি।
-
বর্তমান সময়ে আমি কোন টোকেন হোল্ড করতে পারামর্শ দিব না। টোকন ঢোল করার আগে মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে। মার্কেটের অবস্থা যখন তলানিতে এসে পৌঁছবে তখন হোল্ড করলে ভালো হয়। সময় বুঝে সেই গুলো সেল করতে হবে।
-
আমার কাছে ইথিরিয়াম ও বিটিছি এই দুটি কয়েন সবসময়ই ভালো লাগে। আমি কখনো হোল্ড করলে এ দুটি কয়েনই করে থাকি।বর্তমান সময়েও যদি হোল্ড করতে হয়, তাহলে আমরা মতে এ দুটি কয়েন হোল্ড করাই ভালো।
-
বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক ভাল টোকেনও কিন্তু অনেক কমে এসেছে। বেশি কিছু কয়েনের দাম প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসেছে যেটা কয়েকদিন আগেও ছিল অনেক বেশি। তবে এখনো যেহেতু দাম কমছে তাই আরও কয়েকদিন অপেক্ষা করা উচিত। তারপর টোকেন হোল্ড করলে বেশি ভাল হবে।
-
এই সময়ের মধ্যে আপনি polkadot, chainlink, DOGE, Litecoin, TRX, ADA এগুলো যদি হোল্ড করতে পারেন আমার বিশ্বাস অবশ্যই এখান থেকে অনেক প্রফিট পাবেন। এগুলো হলো করার জন্য খুবই ভালো মানের কয়েন কিন্তু এগুলোর মধ্যে যদি হোল্ড করতে চান তাহলে লংটাইম করে রাখুন অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন।
-
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কয়েন হিসেবে আমি ইউনি টোকেন বেশ গুরুত্ব পেয়েছে। এই টোকেন যারা হোল্ড করবে তারা খুব শিগরই এর ভাল প্রফিট করে নিতে পারবে।
-
আমার মনে হয় আপনার আগে মার্কেটের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিৎ হবে। দেখুন আপনি যদি কোন কয়েন বা টোকেন হোল্ড করার চিন্তা করে থাকেন তবে সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো কয়েন বা টোকেন হোল্ড করুন। অন্যের সিগনাল এর অপেক্ষায় থাকবেন না। অন্যের সিগনাল মেনে ট্রেডিং করতে গেলে আপনার লসের সম্ভাবনা থেকেই যায়।
-
এসময় হোল্ড করার জন্য আমি বিটকয়েন কে প্রাধান্য দিয়ে থাকি। তার মূল কারণ হচ্ছে বিটকয়েন অল্প সময়ের মধ্যে 70 ডলার হবে।এবং কেউ যদি বিটকয়েন এর মধ্যে বিনিয়োগ করাটা রিস্কি মনে করেন যে হঠাৎ করে দাম কমে গেলে বিশাল লস হয়ে যাবে। সেজন্য আপনারা পলকা ডট এর মধ্যে ইনভেস্ট করতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
আপনি বেশ কিছু কয়েন হোল্ড করতে পারেন। হোল্ড করার মত এরকম অনেক টোকেন রয়েছে। যেমন আপনি হোল্ড করার জন্য BNB, XRP, LTC, AME, STC, TRX, TFC ইত্যাদি কয়েন গুলোকে নির্দ্বিধায় নির্বাচন করতে পারেন। বিশেষ করে আপনি বিনান্স কয়েন এবং অ্যামিপে টোকেন এর ওপর বিনিয়োগ করার চেষ্টা করুন। তাহলে অবশ্যই ভবিষ্যতে ভাল প্রফিট আশা করতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে যার যার সামর্থ্য অনুযায়ী কয়েন নির্বাচন করতে হবে। আপনার সামর্থ্য থাকলে আপনি বেশ কয়েকটি টোকেন হোল্ড করতে পারেন।
-
মার্কেটে আমি যেটা বুঝতে পারি নিউজ ছাড়া ট্রেড করে কোন লাভ করা যায় না। সে হিসাবে কোন টোকেন রানিং আছে ভালো এক্সচেন্জ এ লিষ্ট হবে বা নতুন কোন নিউজ আসবে এরকম তথ্য ছাড়া ট্রেড করে খুব কমই লাভ করা যায়। আর একটা বিষয় মাথায় রাখা দরকার বিটিসি এর দামের উপর সমস্ত মার্কেট নির্ভরশীল তাই সেটাও মাথায় রাখতে হবে টোকেন হোল্ড করার সময়। এখন ডট বা কম দামের ডেফি বা স্টাবল কয়েন হোল্ড করা যেতে পারে।
-
আমার মতে আপনি কিছু বিটকয়েন এবং ইথিরিয়াম কিনে রাখতে পারেন। বিটকয়েনের কথা নতুন করে আর কিছু বলার নেই কারণ ক্রিপ্টো বাজারে বিটকয়েন প্রথম অবস্থানে আছে। এবং ইথিরিয়াম দ্বিতীয় অবস্থানে আছে। বাজার এই দুটি কয়েনের প্রচুর চাহিদা আছে। আপনি যদি এই কয়েন দুটি হোল্ড করে রাখতে পারেন যেভাবেই দুটি কয়েনের দাম বাড়ছে ভবিষ্যতে এদুটি কয়েনের দাম আকাশছোঁয়া হবে বলে আমি মনে করি।
-
বর্তমান সময়ে আপনি বিটকয়েন সহ প্রথম শ্রেনির কিছু কয়েন কিনে রাখতে পারেন। প্রথম শ্রেনির কয়েন বলতে আমি বুজাতে চাচ্ছি ইথারিয়াম, ডট, ট্রন,
রিপল ইত্যাদি।
-
এখন ক্রিপ্টোকারেন্সি তে সব কয়েন এর এর দাম বৃদ্ধি পাচ্ছে।আপনার যদি পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট থাকে তাহলে আপনি কয়েন কিনে হোল্ড করতে পারেন।মার্কেটের বাজারদর ওঠানামা করে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি চাইলে DOT নামক টোকেনটি হোল্ড করতে পারেন। এই টোকেন টির বাজার অবস্থা খুবই ভালো এমনকি ভবিষ্যৎ ভালো। তাই আমি বলব আপনি এই কয়েনটি কিনে হোল্ড করতে পারেন।
-
বর্তমানে আপনি যদি কোন কয়েন কিনে হোল্ড করে রাখতে চান তাহলে বিটকয়েন এবং ইথেরিয়াম হোল্ড করে রাখতে পারেন। কারণ বর্তমানে বিটকয়েনের প্রাইস লাগামহীন ঘোড়ার মত বৃদ্ধি পাচ্ছে। এখন বিটকয়েনের প্রাইস প্রায় 50,000 ডলারের উপরে। এবং ইথেরিয়াম এর প্রাইস প্রায় 2,000 ডলারের কাছাকাছি। তাই এই দুটো কয়েন হোল্ড করে রাখলে অবশ্যই ভালো প্রেমেন্ট পাওয়া যাবে।
-
বর্তমানে আপনি যদি কোন কয়েন কিনে হোল্ড করে রাখতে চান তাহলে বিটকয়েন এবং ইথেরিয়াম হোল্ড করে রাখতে পারেন। কারণ বর্তমানে বিটকয়েনের প্রাইস লাগামহীন ঘোড়ার মত বৃদ্ধি পাচ্ছে। এখন বিটকয়েন প্রাইস প্রায় 50,000 ডলারের উপরে। এবং ইথেরিয়াম এর প্রাইস প্রায় 2,000 ডলারের কাছাকাছি। তাই এই দুটো কয়েন হোল্ড করে রাখলে অবশ্যই ভালো প্রেমেন্ট পাওয়া যাবে।
-
বর্তমান সময়ে বেশ কিছু অল্টকয়েন আছে যেগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। তবে আমার কাছে এই সময় মনে হয় যে বি এন বি চেইন লিং, ই্উনিসোয়াপ সবচেয়ে বেশি প্রফিটেবল হবে। আমার ধারনা যদি কেউ এই কয়েনগুলো দীর্ঘ একবছর হোল্ড করে রাখে তাহলে সে এখান থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস।
-
আপনি যদি টোকেন হল্ড করতে চান তাহলে আপনি বি এন বি টোকেন হোল্ড করতে পারেন। কারণ আপনি যদি এ টোকেন হোল্ড করেন তাহলে এখান থেকে আপনি ব্যাপক পরিমাণ বেনিফিট পাবেন। এবং কিছুদিন আগে সঠিক সময়ে গেছে বিএনবি ক্রয় করার।
-
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারে অনেকগুলো কয়েন রয়েছে। যার কারণে কেউ কোন কয়েন ঠিকমতো সাজেস্ট করতে পারছে না কোন কয়েন গুলো হোল্ড করার জন্য উপযুক্ত। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।সিনিয়র ভাইদের পরামর্শ গুলো গ্রহন করার জন্য। আমি মনে করি এই ফোরামের সিনিয়র ভাই এগুলো ভালো রকমের জ্ঞান সম্পন্ন। তারা যে কয়েন গুলো কিনে হোল্ড করতে বলে সেই কয়েন গুলো কিনে হোল্ড করা প্রয়োজন। আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনি বিটকয়েন ইথেরিয়াম ডগি কয়েন লাইট কয়েন বি এন বি ইত্যাদি কয়েন গুলো কিনে হোল্ড করতে পারেন।
-
বর্তমান সময়ে ট্রেনিং করাটা অনেক রিস্ক এর মধ্যে পড়ে যায় কারণ বর্তমান যে মার্কেটের অবস্থা এতে করে এখন যদি ট্রেডিং করা যায় তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করছি তাই আমি কিছুদিন ট্রেনিং বন্ধ রাখতে চাই আপনারা চাইলে বন্ধু রাখতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছার ওপর নির্ভর করবে
-
বর্তমান আপনি যদি টোকেন হল্ড করতে চান তাহলে অবশ্যই আপনি হোল্ড করতে পারেন। আপনি যে চোখের হল্ড করবেন সেটা হলো ট্রন। ট্রন টোকেন যদি আপনি হোল্ড করেন তাহলে এখান থেকে অল্প কিছুদিনের ভিতর আপনি মোটা অংকের বেনিফিট পেতে পারেন।
-
বিনিয়োগ করার জন্য অনেক কয়েন রয়েছে কিছু কয়েন রয়েছে যেগুলোরদীর্ঘমেয়াদী হিসেবে বিনিয়োগ করে রাখতে হয় এবং কিছু কয়েন রয়েছে অল্প সময়ের জন্য বিনিয়োগ করে রাখতে হয়। তবে বর্তমান সময়ে বিনিয়োগ করার জন্য TRX, DoGe, polkadot,ADA এই সমস্ত কয়েন এর মধ্যে বিনিয়োগ করতে পারে অবশ্যই প্রফিট পাওয়া যাবে। এই পয়েন্টগুলোর মধ্যে যদি কেউ দীর্ঘ সময় ধরে রেখে বিনিয়োগ করে অবশেষে বেশি লাভবান হতে পারবে।
-
বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অন্যান্য যেসকল টোকেনের দাম কিছু না কিছু পেয়েছে। তাই কেউ যদি টেকেন মোড করতে চান তাহলে অবশ্যই ট্রান টোকন হোল্ড করবে। এইটুকুন যদি আপনি হোল্ড করেন তাহলে অবশ্যই এখান থেকে মোটা অংকের বেনিফিট পেতে পারেন।
-
আপনার যদি কোন কয়েন হোল্ড করার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি বর্তমানে বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারেন।কারণ বর্তমানে অনেকেই বিটকয়েন কিনে হোল্ড করে রাখছে কারণ কয়েকদিনের মধ্যে বিট কয়েনের মূল্য অনেকটাই পাম্পিং হবে।
-
আমার মনে হয় যদি কারো কোন টোকেন হোল্ড করে রাখার ইচ্ছে হয়। তাহলে বিটকয়েন টোকেন হোল্ড করে রাখেন। কারণ বিটকয়েন্টক ইনপুট করে রাখলে আপনার টোকেন গুলো বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি যদি কারো টোকন হোল্ড করে রাখার ইচ্ছে হয় তাহলে বিটকয়েন টোকেন হল্ড করে রাখুন।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
ভাই এই বিষয়ে আমি অভিজ্ঞ নই।তবে আপনি আমাদের ফোরামের সিনিয়র ভাইদের সাহায্য নিয়ে কোন টোকেন হোল্ড করলে ভালো হবে সেটা জানতে পারবেন। আপনি ঠিকমতো হোল্ড করে রাখলে এবং যদি যথাসময়ে সেগুলো বিক্রি করতে পারেন অনেক টাকা ইনকাম করতে পারবেন।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
ভাইয়া আমি এই ফর্মে অল্প কিছুদিন ধরে জয়েন করেছি। তাই আমার মধ্যে স্বল্প জ্ঞান রয়েছে। তবে এই জ্ঞানটুকু থেকেই বলতে পারি আপনি যদি কোন টোকেন হোল করতে চান অবশ্যই বিটকয়েন টোকেন হোল্ড করতে পারেন। কারণ বিটকয়েন প্রতিনিয়ত স্প্যামিং করে আর তাই আমার মনে হয় অন্য সকল কয়েন এর চেয়ে এই কয়েনটি হোল্ড করলে আপনি বেশি লাভবান হতে পারেন।
-
আমি কোন টোকন ওল্ড করে রাখব তার কোনো কিছুই বুঝতে পারছিনা। তাই আমাকে ব্যাপারে যদি কোনো সিনিয়র মেম্বার সাহায্য করেন তাহলে আমার জন্য ভালো হবে। আমি আশা করব আমাকে সাহায্য করবে।
-
আসসালামুয়ালাইকুম এখন সব কয়েন এর এর দাম মোটামুটি কম।কিন্তু আমি মনে করি এরকম সব সময় থাকবে না আস্তে আস্তে প্রায় সকল কয়েনের দাম বাড়বে। অনেকদিন আগে আমি লক্ষ করেছিলাম যে আমি AME টোকেন এর দাম অনেক বেশি ছিল। এখনই টোকেন এর দাম খুব একটা ভালো নয় অনেকটাই কমে গেছে। আমি মনে করি যে বিটকয়েন এবং ইথিরিয়াম হোল্ড করলে খুব ভালো হয়। আরো একটি টোকেন ভালো সেটি হচ্ছে Dot টোকেন। কেটোকন থেকে হোল্ড করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যারা ধৈর্য ধরে কাজ করবে এবং টোকেন হোল্ড করবে তাদের ফল অবশ্যই ভালো হবে।
-
সম্প্রতি সময়ে ক্রিপ্টো মার্কেট এ অনেক গুলো ভালো কয়েন আছে যে গুলোতে বিনিয়োগ করলে আপনি লাভবান হতে পারবেন। কয়েন গুলোর মধ্যে ইথেরিয়াম, লাইটকয়েন, ডগিকয়েন, রিপল, বিএসসি ইত্যাদি। আপনি এই কয়েন গুলোর মধ্যে যে কোন কয়েনে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন।
-
আমার মনে হয় যদি কারো টোকেন হোল্ড করে রাখার ইচ্ছা হয় তাহলে বিটকয়েনে টোকেন হোল্ড করে রাখেন। কারণ বিটকয়েন্টক ইনপুট করে রাখলে আস্তে আস্তে আপনার টোকেন বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি কেউ যদি টোকেন হোল্ড করে রাখতে চায় তাহলে বিটকয়েনে হোল্ড করে রাখতে পারবে।
-
বর্তমান সময় বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি এই সকল কয়েনের দাম পাম্প রয়েছে। আর বর্তমান বাজারে অনেকগুলো কয়েন আছে তার মধ্যে প্রায় সবগুলো কয়েন এর দাম সঠিকভাবে বলা যাচ্ছে না যে এগুলো পাম্প করবে না ডাম্প করবে। আর তাই বলা যায় যে আমরা যদি বিটকয়েন ইথেরিয়াম এবং বিএনবি কয়েন গুলো হোল্ড করে রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমরা প্রচুর পরিমাণ লাভের সম্মুখীন হতে পারব।
-
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে দুটি কয়েন সবচেয়ে বেশি দামি তা হল বিটকয়েন এবং ইথিরিয়াম। বর্তমান সময়ে বাজার অনুযায়ী দুটো কয়েনের দাম সীমিত রয়েছে আপনি যদি কোন কয়েন বা টোকেন হোল্ড করতে চান তাহলে আমি বলব বিটকয়েন এবং ইথিরিয়াম হোল্ড করে রাখতে পারেন। আপনার আর্থিক দিক দিয়ে কতটুকু সম্ভব সেটা বলতে পারিনা তবে যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে থাকে তাহলে বিটকয়েন এবং ইথিরিয়াম হোল্ড করে রাখলে আপনি অনেকটা লাভবান হবেন আশা করা যায়। এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে বেশকিছুদিন হোল্ড করে রেখে দিন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব কয়েনের দাম এখন বর্তমান সীমিত রয়েছে।
-
@Herry আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কয়েন কিনবেন না টোকেন। যদি কয়েন হোল্ড করতে চান তবে বর্তমানে সবচেয়ে ভাল কয়েন BNB এবং ETH। আর যদি টোকেন কিনতে চান তবে গত এক সপ্তাহে ক্রিপ্টো মার্কেটে চমক দেখানো BANANA টোকেন কিনতে পারেন। এক সপ্তাহ আগে BANANA টোকেনের দাম ছিল ০.৯ ডলার আর এখন দাম ৯.১৫ ডলার। আমি মনে করি এই মাসের মধ্যেই এটির দাম ২৫-৩০ ডলার হয়ে যাবে।
-
আপনি যদি ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করতে চান তবে সেক্ষেত্রে আপনি বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, ডগিকয়েন, পল্কাডট কয়েনে বিনিয়োগ করতে পারেন। আমি মনে করি ভবিষ্যতে এই কয়েন গুলোর দাম অনেক বৃদ্ধি পাবে। তাই আপনি যদি এই কয়েন গুলো কিনে হোল্ড করে রাখতে পারেন তবে আপনি ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন।
-
ভাইয়, আমি এই ফোরামের একজন নতুন ইউজার। তাই আপনি কোন কয়েন হোল্ড করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন তা আমি সঠিকভাবে বলতে পারবোনা। তবে বেশ কিছু সিনিয়র ভাইরা বলেছেন যে বিটকয়েন হোল্ড করলেই আপনি ভাল প্রফিট অর্জন করতে পারবেন। তাই আমার মতে আপনি বিটকয়েন হোল্ড করলেই ভালো প্রফিট পাবেন।
-
কিছুদিন আগেও AME টোকেনের অনেক দাম ছিল কিন্তু বেশ কিছুদিন যাবৎ ধরে AME টোকেন এর দাম শুধু কমতে শুরু করেছে।AME টোকন যে দাম দিয়ে কিনে ছিলাম তার চেয়ে অনেকটাই কমে গেছে। ইদানিং দেখা যাচ্ছে সব টোকেন এর দাম কমে যাচ্ছে। তার জন্য আমি কিছু AME টোকেন কিনে হোল্ড করে রেখেছি দেখি ভবিষ্যতে AME টোকেন থেকে কি রকম প্রফিট পাওয়া যায়।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি অনেক সুন্দর একটি টপিক তুলে ধরেছেন। অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি অনেকগুলো টোকেন হোল্ড করেছিলাম কিন্তু লাভ হয়নি আমার লস হয়েছে। কিছুদিন আগে আমি , AmE টোকন পেয়েছি। আমি নিজে নিজেই ভাবছি যে এই টোকেনটি হোল্ড করব। আমি আবার কিছু কিছু টোকেন হোল্ড না করে আমি একটা লজের মধ্যে পড়েছিলাম। দেখা যাচ্ছে যে যখন আমি কিছু টোকেন সেল দিয়ে দিছিলাম তখন ছিল যেরকম জাম তারচেয়ে এখন দ্বিগুণ দাম হয়েছে। মনে করে হোল্ড করাই ভালো হবে। আমি আপনার সাথে একমত আমি নিজেও হোল্ড করব। ধন্যবাদ ভাই আপনাকে।
-
বর্তমান সময়ে আপনি যেকোন টোকেন হোল্ড করে রাখতে পারবেন । কিন্তু আবার সব টোকেন হোল্ড করে রাখবেন না কারণ সব টুকেন বৃদ্ধি পায় না। আমার মতে আপনারা দেখে হোল্ড করে রাখবেন।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
আমার মতে আপনি ডগি কয়েন কিনতে পারেন কারণ ডগি কয়েন এর দাম কিছুদিনের মধ্যে অনেক বৃদ্ধি পেতে পারে। আপনি এখন যদি কিনে কিছুদিন হোল্ড করে রাখেন তাহলে কিছুদিন পর আপনি ভালো পরিমাণ প্রফিট পেতে পারেন। আমিও ডগি কয়েন কিনে হোল্ড করে রেখে দিয়েছি।
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
ভাই আমি এই ফোরামে একদম নতুন ইউজার আমি অল্প কিছুদিন ধরে এই ফোরামে অ্যাড হয়েছি এখন পর্যন্ত পুরোপুরি ভাবে কাজ শিখতে এবং বুঝতে পারিনি । ট্রেডিং সম্পর্কে কোন ধারনাই নেই তবে এ বিষয়ে আপনাকে সিনিয়র ভাইরা সহযোগিতা করতে পারবে ধন্যবাদ।
-
কিছুদিন আগেও AME টোকেনের অনেক দাম ছিল কিন্তু বেশ কিছুদিন যাবৎ ধরে AME টোকেন এর দাম শুধু কমতে শুরু করেছে।AME টোকন যে দাম দিয়ে কিনে ছিলাম তার চেয়ে অনেকটাই কমে গেছে। ইদানিং দেখা যাচ্ছে সব টোকেন এর দাম কমে যাচ্ছে। তার জন্য আমি কিছু AME টোকেন কিনে হোল্ড করে রেখেছি দেখি ভবিষ্যতে AME টোকেন থেকে কি রকম প্রফিট পাওয়া যায়।
আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার সাথে একমত পোষণ করছি। যুক্তিসংগত কথা বলেছেন আপনি। কথাগুলো পড়ে আমি বুঝতে পারলাম এবং আমার কাছেও কিছুই টোকেন আছে আমি ভাবছি হোল্ড করব। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
-
আসসালামু আলাইকুম আমি এই ফর্মে নতুন ইউজার। বর্তমান সময়ে আমি কোন টোকেন হোল্ড করব এই বিষয়ে বুঝতে পারতেছি না। তাই সকল সিনিয়র মেম্বার ও বড় ভাইদের কাছে অনুরোধ যে আমাকে এই বিষয়টা জানিয়ে যাবেন যে আমি কোন টোকেন হোল্ড করবো। প্লিজ দয়া করে আমাকে জানিয়ে যাবেন।
-
আপনাকে আমি সঠিক বলতে পারলাম না যে এখন কোন কোয়েন আপনি হোল্ড করে রাখতে পারেন। কারণ বর্তমানে মার্কেটের অবস্থা খুব একটা ভালো নয়। তবে আমি কিছুটা বলতে পারি যে BNB টোকেন যদি আপনি বর্তমানে হোল্ড করে রাখতে পারেন তাহলে অনেক প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বর্তমানে বিএনপি'র মার্কেট একটু ডাম্প করেছে। এখন যদি আপনি বিএনবি টোকেন হোল্ড করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে হয়তো ভালো ধরনের প্রফিট পাবেন। তারপরেও বলছি সিনিয়র ভাইদের ভালো পরামর্শ নিয়ে আপনি কয়েন হোল্ড করে রাখুন। কারণ ফোরামের সিনিয়র ভাইরাই সঠিক বলতে পারবে কোন কয়েন হোল্ড করে রাখলে আপনি ভবিষ্যতে লাভবান হতে পারবেন ধন্যবাদ।
-
বর্তমান সময়ে আমরা যারা বাউন্টিতে কাজ করতেছে তারা সবাই কিন্তু খুব ভালো পরিমাণ এর প্রকৃত আছে এবং সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ এর অর্থ কিন্তু আমরা ট্রেডিং ক্ষেত্রে ব্যবহার করতেছি তাই আমি বলব যে বর্তমান সময়ে যদি ট্রেনিং করা যায় ভালোভাবে তাহলে কিন্তু ভালো পরিমাণের একটি এমাউন্ট আর্ন করা যায় তাই আমরা যারা আমার মত আমিও কিছুদিন হলো ট্রেডিং ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে চাই তাই আমি বলবো যে আমার মত যারা আছে তারা যদি 12 টি সেক্টরে কাজ করার শর্তে যদি ট্রেনিং করতে চায় তাহলে কিন্তু তাদের অনেক প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে বর্তমান সময় এখন মার্কেটের অবস্থা খুব ভালো এজন্য সকল কয়েনের দাম কিন্তু ওঠানামার মধ্যেই থাকে তো আমরা দাম কমার সময় কিনে বেশি দামে সেল করে দিলে আমাদের কিন্তু একটা প্রফিট আসে আর সেটা করার জন্য যদি আপনারা চান তাহলে কিন্তু আপনাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তার পরে কিন্তু কাজ করতে হবে তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন লস হওয়ার সম্ভাবনা থাকে এজন্য ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করে তার পরে কিন্তু কাজ করতে যাবেন
-
TRX, Doge, Ripple, Uni, Waves, NEO এই কয়েন গুলো হোল্ড করলে লাভবান হওয়া সম্ভব। তাই লাভবান হতে হোল্ড করুন।
-
বর্তমান সময়ে যদি আপনি কোন টেকেন আউট করতে চান তাহলে ডগি কয়েন কিনে রাখুন অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ কেননা অল্প কিছুদিন আগে 30 ছিল আর এই দুই একদিনের মধ্যে কিন্তু ডগি কয়েন পৌঁছে গেছে কাজে আপনারা আর অল্প কিছুদিন পরে কিন্তু এটি 1 ডলারে দেখতে পাবেন যার সামর্থ্য আছে সবাইকে কমেন্ট করে রাখুন ধন্যবাদ সকলকে
-
বর্তমান সময়ে যদি আপনি কোন টেকেন আউট করতে চান তাহলে ডগি কয়েন কিনে রাখুন অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ কেননা অল্প কিছুদিন আগে 30 ছিল আর এই দুই একদিনের মধ্যে কিন্তু ডগি কয়েন পৌঁছে গেছে কাজে আপনারা আর অল্প কিছুদিন পরে কিন্তু এটি 1 ডলারে দেখতে পাবেন যার সামর্থ্য আছে সবাইকে কমেন্ট করে রাখুন ধন্যবাদ সকলকে
আপনি যে এই পোস্ট করেছেন এ পোস্টে কিন্তু অনেক বানান ভুল করেছেন। আগে থেকেই বলা হয়েছে পোস্ট করার আগে সুন্দর করে পড়ে তারপরে পোস্ট দিবেন। শুধু পোস্ট বাড়ালেই চলবে না পোষ্ট বাড়ানোর সাথে সাথে পোস্ট এর কোয়ালিটি ভালো করতে হবে। আপনি কিন্তু প্রায় মেম্বার হয়ে গেছেন অতএব পোষ্টের কোয়ালিটির ভালো করুন এবং বানান ঠিক করে লেখার চেষ্টা করুন। তা না হলে এই ধরনের পোস্ট মডারেটরদের চোখের সামনে পড়লে ওয়ার্নিং খাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পোষ্ট টি এডিট করে ঠিক করে দেন
-
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
আমার মতে এখনকার সময়ে আপনি ডগি কয়েন হোল্ড করে রাখতে পারেন। কিছুদিনের মধ্যে ড্রোনের দাম আরো অনেক বৃদ্ধি পাবে আমিও ডগি কয়েন কিনে রেখে দিয়েছি। আপনি যদি ডগি কয়েন হোল্ড করেন কিছুদিন পরে ভালো পরিমাণে অপর প্রফিট করতে পারেন তাই আমার মতে এখনকার মার্কেটে ডগি করেনি হোল্ড করে রাখার মত একটি ভালো করেন।
-
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি তে এখন সব টোকেন এর দাম বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি যদি হোল্ড করতে চান তাহলে অবশ্যই ইথেরিয়াম কয়েন হোল্ড করতে পারেন আর বি এন বি কয়েন হোল্ড করতে পারেন। আপনি যদি এগুলো টোকেন হোল্ড করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে মোটা অংকের বেনিফিট পাবেন।
-
বর্তমানে আপনি ইথেরিয়াম কয়েন হোল্ড করতে পারেন। ইথেরিয়াম কয়েন পাঁচ হাজার ডলার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আপনারা ইথিরিয়াম হোল্ড করলে সবচেয়ে বেশি বেনিফিট অর্জন করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি তে ইথেরিয়াম কয়েন এর ভূমিকা সবচেয়ে বেশি রয়েছে।
-
বাজারে এখন মোটামুটি সবধরনের কয়েন এর ভাল অবস্থানে রয়েছে তার মধ্যে আমি মনে করি ইথারিয়াম হোল্ড করে রাখতে পারেন কারণ এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।
-
মার্কেটে এখন বর্তমানে সব ধরনের কয়নি ভালোই স্থানে রয়েছেন। তাই আমি মনে করি বুঝি আপনারা ইথারিয়াম টোকেন কিনে রাখেন তাহলে ভালো হবে। কারণ এই টকেন বর্তমানে ভালো পাম্প করছে। এটা ভবিষ্যতে অনেক বেশি পাম্প করবে। তাই আমি আমার অনুযায়ী আমি বলতে পারি যে আপনারা ইথারিয়াম টোকেন কিনে হোল্ড করে রাখলে ভালো হবে।
-
বর্তমান সময়ে আপনি যে কোন টোকেন কিনুন হোল্ড করে রাখতে পারেন।কারণ এখন যদি আপনি টোকেন কিনে হোল্ড করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি অনেক লাভবান হতে পারবেন। তাই আমি বলবো আপনারা যে কোন টোকন কিনতে পারেন।
-
এখন ক্রিপ্টো মার্কেট এ প্রায় সকল টোকেন এর দামই অনেক কম। তাই আপনি চাইলে এখান থেকে বেশ কিছু টোকেন কিনে রাখতে পারেন। তবে বাজারে এখন যে সকল টোকেন রয়েছে তার মধ্যে ETNA - টোকেন টা বেশ সম্ভাবনাময় একটি টোকেন৷ আপনি এই টোকেনটা কিনে হোল্ড করে রাখতে পারেন। এতে করে আপনি ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন বলে আমি আশাবাদী।
-
আমি মনে করি দীর্ঘমেয়াদে কেনার জন্য ডোজকয়েন অন্যতম সেরা ক্রিপ্টোকারেন্সি। এটিকে 2022 সালের সেরা মেম কয়েন এবং সবচেয়ে কম মূল্যহীন ক্রিপ্টোগুলির মধ্যে একটি হিসাবেও বিবেচনা করা হয়৷ ডোজকয়েন প্রকৃতপক্ষে গত বছর কেনার জন্য সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোগুলির মধ্যে একটি ছিল৷
-
বর্তমানে মার্কেট টা ডাম্পিং মার্কেট। তাই এই সময়টা কাজে লাগানোর সময়। যাদের সামান্য পরিমাণ সম্পদ আছে তারা বিনিয়োগ করতে পারেন। বর্তমানে যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে আশা করি ভবিষ্যতে অন্যান্য সব কয়েনের দাম বৃদ্ধি পাবে। এজন্য বলা যায় যে কোন ধরনের কয়েন ও টোকেন এখনো ক্রয় করে রাখার সময়। তাই যাদের অর্থ সামর্থ্য আছে তারা কয়েন বা টুকেন ক্রয় করে রাখতে পারেন।
-
বর্তমানে মার্কেট টা ডাম্পিং মার্কেট। তাই এই সময়টা কাজে লাগানোর সময়। যাদের সামান্য পরিমাণ সম্পদ আছে তারা বিনিয়োগ করতে পারেন। বর্তমানে যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে আশা করি ভবিষ্যতে অন্যান্য সব কয়েনের দাম বৃদ্ধি পাবে। এজন্য বলা যায় যে কোন ধরনের কয়েন ও টোকেন এখনো ক্রয় করে রাখার সময়। তাই যাদের অর্থ সামর্থ্য আছে তারা কয়েন বা টুকেন ক্রয় করে রাখতে পারেন।
আপনি কি নিজে হোল্ড করতে চাচ্ছেন নাকি অন্যজনকে সাজেস্ট করছেন। আপনি যদি কোন কয়েন হোল্ড করতে চান তাহলে আমি আপনাকে বলব বিটকয়েন দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখুন ভালো প্রফিট পাবেন ভবিষ্যতে। কেননা ২০২৪ সালের বিটকয়েন হালবিং শুরু হবে এর পরে মার্কেটে বুলরান শুরু হবে তখন বিটকয়েন এর দাম উচ্চ পরিমাণে বৃদ্ধি পাবে।
শীটকয়েনের বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ এই কয়েনগুলোতে বিনিয়োগ করলে লাভ এর থেকে ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি থাকে।
-
আমি কোন টোকন ওল্ড করে রাখব তার কোনো কিছুই বুঝতে পারছিনা। তাই আমাকে ব্যাপারে যদি কোনো সিনিয়র মেম্বার সাহায্য করেন তাহলে আমার জন্য ভালো হবে। আমি আশা করব আমাকে সাহায্য করবে।
আপনি যদি বিটকয়েন দুনিয়ায় এখনো একটিভ থাকেন তাহলে আপনি হয়তো আগের তুলনায় অনেক কিছুই শিখে ফেলেছেন। আপনি এটাও শিখে ফেলেছেন যে এখন কোন কয়েন মার্কেটে সবচেয়ে আবেদনময়ী এবং বিনিয়োগ উপযোগী। অতীতে হয়তো অনেক কয়েন মার্কেট পাম্পিং করেছে কিন্তু বর্তমানে অনেক কয়েনই আছে যেগুলো মার্কেটে অনেক বেশি প্রফিট দিচ্ছে এবং বড় বড় হোল্ডাররা এখনো বিটকয়েনের উপুর বিনিয়োগ করছে। আমি আপাতত বিটকয়েন ও ইথেরিয়াম এর চেয়ে অন্যান ্য কয়েন গুলোতে প্রাধান্য দেব না কেননা এই দুটো কয়েন মার্কেট যতই খারাপ হোক না কেন কোন না কোন এক সময় মার্কেট রিকভারি হওয়ার সম্ভাবনা থাকে। বাকি কয়েন গুলো একবার বাজার থেকে পতন শুরু হলে রিকভারি হতে দীর্ঘমেয়াদী সময় লাগে।
-
আপনি যদি বিটকয়েন দুনিয়ায় এখনো একটিভ থাকেন তাহলে আপনি হয়তো আগের তুলনায় অনেক কিছুই শিখে ফেলেছেন। আপনি এটাও শিখে ফেলেছেন যে এখন কোন কয়েন মার্কেটে সবচেয়ে আবেদনময়ী এবং বিনিয়োগ উপযোগী। অতীতে হয়তো অনেক কয়েন মার্কেট পাম্পিং করেছে কিন্তু বর্তমানে অনেক কয়েনই আছে যেগুলো মার্কেটে অনেক বেশি প্রফিট দিচ্ছে এবং বড় বড় হোল্ডাররা এখনো বিটকয়েনের উপুর বিনিয়োগ করছে। আমি আপাতত বিটকয়েন ও ইথেরিয়াম এর চেয়ে অন্যান ্য কয়েন গুলোতে প্রাধান্য দেব না কেননা এই দুটো কয়েন মার্কেট যতই খারাপ হোক না কেন কোন না কোন এক সময় মার্কেট রিকভারি হওয়ার সম্ভাবনা থাকে। বাকি কয়েন গুলো একবার বাজার থেকে পতন শুরু হলে রিকভারি হতে দীর্ঘমেয়াদী সময় লাগে।
হ্যাঁ, বর্তমান সময়ে বিনিয়োগ করার জন্য উপযুক্ত কয়েন হলো বিটকয়েন। ইথেরিয়াম অনেক জনপ্রিয় বিটকয়েনের পরেই ইথেরয়ামে সর্বোচ্চ মুল্য। বিটকয়েনের দাম বাড়তে থাকলে ইথেরিয়ামের দামও সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। অন্যান্য কয়েনে অনেকেই বিনিয়োগ করে অনেক মুনাফা অর্জন করেছে, কিন্তু এর জন্য প্রয়োজন মার্কেট ভালোভাবে বিশ্লেষণ করা। যদি মার্কেট ভালোভাবে বিশ্লেষণ না করে অল্টকয়েন বিনিয়োগ করেন এমনও হতে পারে একেবারে লস খেয়ে বসতে পারেন। অল্টকয়েনে বিনিয়োগ করে ক্ষতির লস খেলে তা সহজে পুন উদ্ধার করা যায় না। অনেকেই অনেকে আগে কিছু অল্টকয়েনে বিনিয়োগ করে বছরের পর বছর অপেক্ষা করেও পূর্ণ উদ্ধার করতে পারতেছে না। অন্যান্য কয়েনের তুললায় বিটকয়েন অনেক ঝুকিমুক্ত। কবে যারা মার্কেট ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন তারা অনান্য কয়েনে বিনিয়োগ করতে পারেন। যারা ক্রিপ্টোকারেন্সিতে একদম নতুন তাদের জন্য বিনিয়োগ করার জন্য উপযুক্ত কয়েন হলো বিটকয়েন।
-
বর্তমান সময়ে বিটকয়েনের দামও তুলনামূলকভাবে কম। আপনি চাইলে বিটকয়েন ক্রয় করে দীর্ঘদিনের জন্য হোল্ড করে রাখতে পারেন। কারণ বিটকয়েন দেখা গিয়েছে ইতোমধ্যে ৩০০০০ থেকে ৪১ হাজারে পৌঁছে গিয়েছে। আপনি যদি এখন হোল্ড করেন তবে আশা করা যায় ভবিষ্যতে বিটকয়েন থেকে আপনি ভালো একটা লাভ পেতে পারেন।