Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Review Master on February 02, 2021, 05:54:52 PM

Title: MicroStrategy আবারও ১০ মিলিয়নের সমপরিমাণের বিটকয়েন ক্রয় করলো!
Post by: Review Master on February 02, 2021, 05:54:52 PM
যখনই বিটকয়েনের দাম বৃদ্ধি পায়, তখন সকলেই খুশি হয়। আবার যখনই বিটকয়েনের মূল্য নিম্নগতির দেখা দেয়, সকলেই সিদ্বান্তে ভোগে যে বিটকয়েন বিক্রি করবো নাকি জমা রাখবো। বিটকয়েনের মূল্য কমা অনেকের কাছে কষ্টের, আবার কিছু ব্যক্তিদের কাছে সুবর্ণ সুযোগও। আর MicroStrategy যেদিন থেকে বিটকয়েন ক্রয় শুরু করেছে, সেদিন থেকেই বিটকয়েন নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রয়েছে। তাইতো বিটকয়েনের মূল্য তোয়াক্কা না করে আবারও ১০ মিলিয়নের সমপরিমাণ মূল্যের ২৯৫টি বিটকয়েন আবারও ক্রয় করলো এবং এটি গড় হিসেবে ৩৩,৮০৮ মূল্যতে কেনা হয়েছে। এতে আপনাদের কি মনে হয়, বিটকয়েন আরো বৃদ্ধি পাবে এবং ৫০,০০০ ডলারের মাইলফলক পূরণে সক্ষম হবে, নাকি তার বিপরীত ঘটবে?

Quote
MicroStrategy has purchased approximately 295 bitcoins for $10.0 million in cash, at an average price of ~ $33,808 per #bitcoin. We now ~ 71,079 bitcoins acquired for $1.145 billion at average price of ~ $16,109 per bitcoin.

Original Tweet: https://twitter.com/michael_saylor/status/1356600103193182210


(https://i.imgur.com/BJrVvMN.png)

Title: Re: MicroStrategy আবারও ১০ মিলিয়নের সমপরিমাণের বিটকয়েন ক্রয় করলো!
Post by: Zixr on February 03, 2021, 07:20:51 AM
যখনই বিটকয়েনের দাম বৃদ্ধি পায়, তখন সকলেই খুশি হয়। আবার যখনই বিটকয়েনের মূল্য নিম্নগতির দেখা দেয়, সকলেই সিদ্বান্তে ভোগে যে বিটকয়েন বিক্রি করবো নাকি জমা রাখবো। বিটকয়েনের মূল্য কমা অনেকের কাছে কষ্টের, আবার কিছু ব্যক্তিদের কাছে সুবর্ণ সুযোগও। আর MicroStrategy যেদিন থেকে বিটকয়েন ক্রয় শুরু করেছে, সেদিন থেকেই বিটকয়েন নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রয়েছে। তাইতো বিটকয়েনের মূল্য তোয়াক্কা না করে আবারও ১০ মিলিয়নের সমপরিমাণ মূল্যের ২৯৫টি বিটকয়েন আবারও ক্রয় করলো এবং এটি গড় হিসেবে ৩৩,৮০৮ মূল্যতে কেনা হয়েছে। এতে আপনাদের কি মনে হয়, বিটকয়েন আরো বৃদ্ধি পাবে এবং ৫০,০০০ ডলারের মাইলফলক পূরণে সক্ষম হবে, নাকি তার বিপরীত ঘটবে?

Quote
MicroStrategy has purchased approximately 295 bitcoins for $10.0 million in cash, at an average price of ~ $33,808 per #bitcoin. We now ~ 71,079 bitcoins acquired for $1.145 billion at average price of ~ $16,109 per bitcoin.

Original Tweet: https://twitter.com/michael_saylor/status/1356600103193182210


(https://i.imgur.com/BJrVvMN.png)

আমি ফোরামের একজন নতুন ইউজার। ধন্যবাদ এত সুন্দর একটি টপিক তৈরি করার জন্য।
Title: Re: MicroStrategy আবারও ১০ মিলিয়নের সমপরিমাণের বিটকয়েন ক্রয় করলো!
Post by: Malam90 on February 16, 2021, 07:19:25 AM
বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেভাবে বিটকয়েন ক্রয়ের দিকে ঝুঁকছে তাতে করে আর কিছুদিন পরে বিটকয়েনের বিক্রয় অর্ডারই খুঁজে পাওয়া দুস্কর হয়ে দাড়াবে যারা ক্রয় করতে চাইবে তাদের জন্য। তার মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়লে সেই কয়েনের সেল অর্ডারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। আর ত্বরতরিয়ে সেই কয়েনের দাম বাড়ে সেটাই স্বাভাবিক। তাই বিটকয়েন না জানি এবছরেই ১০০কে ডলার ছুঁয়ে যায়।
Title: Re: MicroStrategy আবারও ১০ মিলিয়নের সমপরিমাণের বিটকয়েন ক্রয় করলো!
Post by: ExtraPoint on March 10, 2021, 04:57:22 PM
বর্তমানে বিটকয়েন নিয়ে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে। অনেক ধনী ব্যক্তি ও কিছু কিছু বড় ধরনের প্রতিষ্ঠান বিটকয়েন কিনে বিনিয়োগ করছে। তার জন্য বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে এত বেশি পরিমাণে। বিটকয়েনের দাম যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় যে এ বছরই 70 হাজার ডলার হবে বিটকয়েনের দাম।
Title: Re: MicroStrategy আবারও ১০ মিলিয়নের সমপরিমাণের বিটকয়েন ক্রয় করলো!
Post by: Rothi roy on March 14, 2021, 04:27:06 AM
বিটকয়েন একটি সুপরিচিত ও লাভজনক মুদ্রা। সকল বিনিয়োগকারীর প্রথম পছন্দ এই বিটকয়েন। বর্তমানে অনেক বড় বড় প্রতিষ্ঠান ও বিশ্বের অনেক ধনী ব্যক্তিরা বিনিয়োগ করছে এই বিটকয়েনে।
সকল প্রতিষ্ঠান বিনিয়োগ করার পর থেকেই বিটকয়েনের দাম বেড়েই চলেছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটি 70k ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: MicroStrategy আবারও ১০ মিলিয়নের সমপরিমাণের বিটকয়েন ক্রয় করলো!
Post by: Tubelight on March 16, 2021, 11:42:04 AM
এই ধরনের রক্ত গরম নিউজ শুনলে সত্যি অনেক ভালো লাগে। আশা করছি ভবিষ্যতে বিটকয়েনের জন্য আরো ভালো ভালো রেকর্ড অপেক্ষা করছে। আমাদের সকলেরই ধৈর্য ধরা উচিত বিটকয়েন এর সেই রেকর্ড গুলো দেখার জন্য।