Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on February 03, 2021, 02:54:30 PM

Title: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Malam90 on February 03, 2021, 02:54:30 PM
 Bistroo.io প্রথমে ৪ সপ্তাহ চলার কথা ছিলো পরে টিমের সিদ্ধান্ত অনুযায়ী আরো ২ সপ্তাহ বাড়ানো হয়। সবমিলে ৬ সপ্তাহ চলে গত 20/01/21 তারিখে শেষ হয়।
সিগনেচার ও টুইটার স্প্রেডশিট আপডেট করেছেন। কারো মিসিং থাকলে ম্যানেজারের সাথে কথা বলে ঠিক করে নিতে পারেন।

বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=181653.0
স্প্রেডশিট লিংক: https://docs.google.com/spreadsheets/d/1B4fPsxuxH0jZlDXPjaj775BbouEutg0JaxLECh_jsgY/edit#gid=903499844
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Zixr on February 04, 2021, 02:43:48 AM
Bistroo.io প্রথমে ৪ সপ্তাহ চলার কথা ছিলো পরে টিমের সিদ্ধান্ত অনুযায়ী আরো ২ সপ্তাহ বাড়ানো হয়। সবমিলে ৬ সপ্তাহ চলে গত 20/01/21 তারিখে শেষ হয়।
সিগনেচার ও টুইটার স্প্রেডশিট আপডেট করেছেন। কারো মিসিং থাকলে ম্যানেজারের সাথে কথা বলে ঠিক করে নিতে পারেন।

বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=181653.0
স্প্রেডশিট লিংক: https://docs.google.com/spreadsheets/d/1B4fPsxuxH0jZlDXPjaj775BbouEutg0JaxLECh_jsgY/edit#gid=903499844
যারা বাউন্টিতে জয়েন করেছিল তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি তথ্য।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Tubelight on March 19, 2021, 11:10:31 AM
Bistroo.io প্রথমে ৪ সপ্তাহ চলার কথা ছিলো পরে টিমের সিদ্ধান্ত অনুযায়ী আরো ২ সপ্তাহ বাড়ানো হয়। সবমিলে ৬ সপ্তাহ চলে গত 20/01/21 তারিখে শেষ হয়।
সিগনেচার ও টুইটার স্প্রেডশিট আপডেট করেছেন। কারো মিসিং থাকলে ম্যানেজারের সাথে কথা বলে ঠিক করে নিতে পারেন।

বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=181653.0
স্প্রেডশিট লিংক: https://docs.google.com/spreadsheets/d/1B4fPsxuxH0jZlDXPjaj775BbouEutg0JaxLECh_jsgY/edit#gid=903499844
ধন্যবাদ ভাই আপনাকে এই বাউন্টি ক্যাম্পেইনের তথ্যগুলো এখানে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য। অনেকেই হয়তো এই বাউন্টি প্রজেক্ট করেছিল কিন্তু বাউন্টি প্রজেক্ট এর আপডেট নিউজ সম্পর্কে সাধারণ ধারণা নেই। আশা করি তারা আপনার পোস্ট পড়ে অনেক উপকৃত হবে।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Mist Joya on March 19, 2021, 08:03:23 PM
Bistroo.io প্রথমে ৪ সপ্তাহ চলার কথা ছিলো পরে টিমের সিদ্ধান্ত অনুযায়ী আরো ২ সপ্তাহ বাড়ানো হয়। সবমিলে ৬ সপ্তাহ চলে গত 20/01/21 তারিখে শেষ হয়।
সিগনেচার ও টুইটার স্প্রেডশিট আপডেট করেছেন। কারো মিসিং থাকলে ম্যানেজারের সাথে কথা বলে ঠিক করে নিতে পারেন।

বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=181653.0
স্প্রেডশিট লিংক: https://docs.google.com/spreadsheets/d/1B4fPsxuxH0jZlDXPjaj775BbouEutg0JaxLECh_jsgY/edit#gid=903499844
  আপনি সুন্দর একটি তথ্য তুলে ধরেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই প্রজেক্টে এড হইতে পারি নাই তাই আমি আপনাকে তেমন কিছু বলতে পারছি না। তবে সামনে  বাউন্টি  এগুলোতে এড হওয়ার সম্ভাবনা রাখি ।  ইদানিং খুব বেশি বেশি বাউন্টি আসা ধরেছে আমাদের ফোরামে। যে বাউন্টি গোল আসতেছে সেগুলো ভালো ভালো  বাউন্টি ।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Rubel007 on March 21, 2021, 09:06:18 PM
আমরা অনেকেই জানি  যে ফাতেমা বালার যে কয়েকটি প্রজেক্ট ছলছিল প্রায় প্রত্যকটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশট্রো আমার মনে হয় ভাল একটি প্রজেক্ট হতে যাচ্ছে। টিমের কাছ থেকে জানতে পারলাম যে তারা খুব ভাল টোকেন সেল করতে পেরেছে। তাই আমার ধারনা যে এটি অনেক ভাল প্রজেক্ট হবে।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Malam90 on March 22, 2021, 11:01:16 AM
আমরা অনেকেই জানি  যে ফাতেমা বালার যে কয়েকটি প্রজেক্ট ছলছিল প্রায় প্রত্যকটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশট্রো আমার মনে হয় ভাল একটি প্রজেক্ট হতে যাচ্ছে। টিমের কাছ থেকে জানতে পারলাম যে তারা খুব ভাল টোকেন সেল করতে পেরেছে। তাই আমার ধারনা যে এটি অনেক ভাল প্রজেক্ট হবে।

আমি অবশ্য এই প্রজেক্টটা নিয়ে তেমন আশাবাদি ছিলাম না। তবে যদি সেটা হয়ে থাকে তাহলে বাউন্টিতে যারা কাজ করেছেন তাদের জন্য ভালো হবে।
আরেকটা কথা- যখন কোন আপডেট পাবেন তখন সেই আপডেট লিংক সহ জানালে অন্যরাও উপকৃত হবে। প্রায় সব বাউন্টির জন্য আলাদা আলাদা টপিক তৈরি করা আছে সেখানে আপডেট জানাবেন সবাই। টপিক না থাকলে সেই বাউন্টির জন্য টপিক খুলে আপডেট দিবেন। ধন্যবাদ
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: kulkhan on March 24, 2021, 07:52:15 AM
আমি Bistroo.io বাউন্টিটি ছয় সপ্তাহ পুরোপুরি কাজ করেছি। এবং আমার ফলোয়ার অনুপাতে স্টেক সব পয়েছি। এখন অপেক্ষায় আছি কখন ডিস্ট্রিবিউশন শুরু হয় সেটার জন্য। আমার টোটাল স্টেক ৩০। আশাকরি ভালো একটা এমাউন্ট পাব এখান থেকে।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: bmr on March 27, 2021, 12:37:55 AM
আমি Bistroo.io বাউন্টিটি ছয় সপ্তাহ পুরোপুরি কাজ করেছি। এবং আমার ফলোয়ার অনুপাতে স্টেক সব পয়েছি। এখন অপেক্ষায় আছি কখন ডিস্ট্রিবিউশন শুরু হয় সেটার জন্য। আমার টোটাল স্টেক ৩০। আশাকরি ভালো একটা এমাউন্ট পাব এখান থেকে।
এই বাউন্টিতে প্রতি স্টেকে কয়টি করে টোকেন পাওয়া যাবে কারও কি ধারনা আছে। আমার জানার ইচ্ছা ছিল। প্রজেক্টের টিম বলছে তারা সাকসেসফুল। তাহলে অবশ্যই এটি ভাল প্রজেক্ট হবে।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: rajput on March 29, 2021, 06:48:20 AM
আমি এই বাউন্টিতে পুরা সপ্তা কাজ করেছি কিন্তু তারা দুই সপ্তাহ স্টেক বসাইছে বাকিগুলা জিরো দিয়ে রাখছে আমি যদি এখন তাদেরকে জানাই তার আগে ঠিক করে দেবে
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Blue_sea on April 02, 2021, 08:14:47 AM
আমি এই বাউন্টিতে পুরা সপ্তা কাজ করেছি কিন্তু তারা দুই সপ্তাহ স্টেক বসাইছে বাকিগুলা জিরো দিয়ে রাখছে আমি যদি এখন তাদেরকে জানাই তার আগে ঠিক করে দেবে
আমি আপনার প্রশ্ন বুঝলাম না। তবে আমার মনে হয় এখন আর তারা এটি নিয়ে কাজ করবে না। কারন এটি আপডেট হয়ে গেছে। তবে যোগাযোগ করে দেখতে পারেন। তাছাড়া এর ড্রিসট্রিবিউশন কবে করবে তা এখনো পরিস্কার নয়।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Dark Knight on April 03, 2021, 05:57:52 AM
Bistroo.io প্রথমে ৪ সপ্তাহ চলার কথা ছিলো পরে টিমের সিদ্ধান্ত অনুযায়ী আরো ২ সপ্তাহ বাড়ানো হয়। সবমিলে ৬ সপ্তাহ চলে গত 20/01/21 তারিখে শেষ হয়।
সিগনেচার ও টুইটার স্প্রেডশিট আপডেট করেছেন। কারো মিসিং থাকলে ম্যানেজারের সাথে কথা বলে ঠিক করে নিতে পারেন।

বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=181653.0
স্প্রেডশিট লিংক: https://docs.google.com/spreadsheets/d/1B4fPsxuxH0jZlDXPjaj775BbouEutg0JaxLECh_jsgY/edit#gid=903499844
এটা অনেক আগের বাউন্টি প্রজেক্ট। এটা হয়তো ফেব্রুয়ারির তিন তারিখে এসেছিল। তবে যারা বাউন্টি করে তাদের সবারই কিন্তু মনে আশা থাকে যে কিছু না কিছু হয়তো পাবো। তাই সবাই ধৈর্য ধরে কাজ করে যান নিয়মিত বাউন্টি করতে থাকুন এবং একটা-না-একটা থেকে পেমেন্ট পাবেন।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Irfan12@ on April 03, 2021, 07:50:55 PM
Bistroo.io প্রথমে ৪ সপ্তাহ চলার কথা ছিলো পরে টিমের সিদ্ধান্ত অনুযায়ী আরো ২ সপ্তাহ বাড়ানো হয়। সবমিলে ৬ সপ্তাহ চলে গত 20/01/21 তারিখে শেষ হয়।
সিগনেচার ও টুইটার স্প্রেডশিট আপডেট করেছেন। কারো মিসিং থাকলে ম্যানেজারের সাথে কথা বলে ঠিক করে নিতে পারেন।

বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=181653.0
স্প্রেডশিট লিংক: https://docs.google.com/spreadsheets/d/1B4fPsxuxH0jZlDXPjaj775BbouEutg0JaxLECh_jsgY/edit#gid=903499844
আমি দুর্ভাগ্যবশত এই বাউন্টি ক্যাম্পেইনে জয়েন হতে পারি নাই এবং কাজও করি নাই। আমার মনে হয় এই বাউন্টি ক্যাম্পেইন টা খুবই ভালো ছিল। এখন থেকে ফোরামে যে সকল বাউন্টি লঞ্চ করা হবে সকল বাউন্টি ক্যাম্পেইনে কাজ করার জন্য শপথ করেছি। আসলে সকল বাউন্টি ক্যাম্পেইনে কাজ না করলে প্রেমেন্ট পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কেননা কখন কোন বাউন্টি প্রেমেন্ট করবে তা কেউ বলতে পারবেনা। তাই সকল বাউন্টি তে কাজ করা উচিত
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: AGM on April 09, 2021, 08:17:34 PM
ভাল বাউন্টি তবে পেমেন্ট কবে দিবে এ ব্যাপারে কোন সিধান্ত হয়নি। টিম সব সময় তাদের কাজ চালিয়ে যাচ্ছে যে কোন নিউজ হলে তা চ্যানেলে শেয়ার করছে আমি মনে করি এটি অনেক ভাল হবে।
Title: Re: Bistroo.io বাউন্টি আপডেট।
Post by: Blue_sea on April 14, 2021, 06:22:37 PM
এই মাত্র যে খবর পেলাম যে তাতে টিম বলেছে যে তারা 100% টোকেন সেল করেছে আই সি ও তে এবং তারা এও বলেছে যে তারা খুবই কাছে আছে ড্রিষ্ট্রিবিউশনের জন্য। অতএব আমরা যে কোন সময় পেমেন্ট পাব বলে আশা করতে পারি।