Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on February 03, 2021, 03:49:52 PM

Title: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: babu10 on February 03, 2021, 03:49:52 PM
বৈশ্বিক মন্দার কারনে গত বছর ডলারের দাম কমতে শুরু করে তাছাড়া কোভিড এ আক্রান্তের কারনে মানুষের জীবনযাত্রা এবং অর্থনীতিতেও ব্যাপক চাপ পড়ে যার ফলশ্রুতিতে ডলারের দাম আরো কমতে শুরু করে। মানুষ তখন বাধ্য হয়েই বিকল্প পথে ইনভেস্টের চিন্তা ভাবনা শুরু করে যাতে অল্প সময়ে বেশী লাভ পাওয়া যায় আর তখনই তারা সেইফ ইনভেস্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে বেছে নেয়। বাকীটা আমরা সবাই জানি এবং ক্রিপ্টোকারেন্সি এখন অর্থনীতিকে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে।

বাস্তবে ডলার এর দাম কমে যাওয়াই কি একমাত্র কারন? নাকি অন্যকিছু।

আপনাদের মূল্যবান মতামত দিন।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Review Master on February 03, 2021, 04:48:41 PM
যদি এটি USD থেকে বাংলাদেশি টাকায় রপান্তর করার বিষয় হয়, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী USD থেকে বাংলাদেশি টাকায় রপান্তর করার মূল্যে  অধঃপতন হয় নাই। বরং দিনদিন একটু হলেও বৃদ্ধি পেয়েছে, চাইলে এটি সরকারী ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন: https://www.bb.org.bd/econdata/exchangerate.php

তবে, এটি সত্য যে, ডলারের মূল্যের কম বৃদ্ধিতে বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোকে বেছে নিয়েছে। আর বেশ্বিকমন্দার প্রভাবও কম নয়, এটিও একটি কারণ হতে পারে জনগণের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Malam90 on February 04, 2021, 04:53:58 AM
বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে দেশে এখন ডলারের বিপরীতে টাকার লেনদেন হচ্ছে ৮৪+। তাই এটা কম নয়। মানুষ এখন ডলারে বিনিয়োগের বিকল্প হিসেবে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের চেষ্টা করতেছে এটা সত্য তবে এর কারণে কমেছে বলে মনে হয়না। ডলারের বিপরীতে টাকার দাম কমা ও বাড়া নির্ভর করে দেশে ডলারের রিজার্ভের উপর এবং বৈশ্বিক কিছু পলিসির কারণে।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: bmw1 on February 04, 2021, 09:35:26 AM
বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে দেশে এখন ডলারের বিপরীতে টাকার লেনদেন হচ্ছে ৮৪+। তাই এটা কম নয়। মানুষ এখন ডলারে বিনিয়োগের বিকল্প হিসেবে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের চেষ্টা করতেছে এটা সত্য তবে এর কারণে কমেছে বলে মনে হয়না। ডলারের বিপরীতে টাকার দাম কমা ও বাড়া নির্ভর করে দেশে ডলারের রিজার্ভের উপর এবং বৈশ্বিক কিছু পলিসির কারণে।
হ্যা আপনি সঠিক বলছেন   
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: babu10 on February 04, 2021, 03:56:49 PM
যদি এটি USD থেকে বাংলাদেশি টাকায় রপান্তর করার বিষয় হয়, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী USD থেকে বাংলাদেশি টাকায় রপান্তর করার মূল্যে  অধঃপতন হয় নাই। বরং দিনদিন একটু হলেও বৃদ্ধি পেয়েছে, চাইলে এটি সরকারী ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন: https://www.bb.org.bd/econdata/exchangerate.php

তবে, এটি সত্য যে, ডলারের মূল্যের কম বৃদ্ধিতে বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোকে বেছে নিয়েছে। আর বেশ্বিকমন্দার প্রভাবও কম নয়, এটিও একটি কারণ হতে পারে জনগণের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের।

আমি আসলে বাংলাদেশী টাকার মানের কথা বলিনি কারণ আমি জানি ডলারের বীপরীতে টাকার অবস্থান এখন খবুই ভালো। আমি বৈশ্বিকভাবে চিন্তা করে বলেছি। বাংলাদেশে কয়জনই বা বিটকয়েনে লেনদেন করে বা ব্যাপক ভাবে চিন্তা করে। এটা বৈশ্বিক বাজারের কারনে হয়ে থাকে যেখানে ডলারের বীপরীতে ক্রিপ্টোকারেন্সিকে অনেক হিসাবে নেয়া হয়।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: AlviNess on February 08, 2021, 05:48:33 PM
টাকার মান সাধারণত কমে থাকে। এর সাথে আমি মনে করি না যে ডিজিটাল মুদ্রা গুলোর দাম বাড়ার কোন কারণ আছে। কারণ কোন কিছুর দাম কখন বৃদ্ধি পায় যখন এর চাহিদা বেশি থাকে এবং যখন এর চাহিদা কম থাকে তখন এর দাম কমে যায়। অর্থাৎ যখন ডলারের চাহিদা বিশ্বব্যাপী বেড়ে যায় তখন ডলারের মূল্য বেড়ে যায়।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Dagsu93 on February 09, 2021, 12:40:25 AM
যারা আমাদের বাংলাদেশের বায়ার রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে ডলারগুলো কিনে নিয়ে তারাও লাভ করার চেষ্টা করে।হয়তো একেকজন বাজার একেক রকম দাম দিয়ে থাকে ডলার গুলির যেখানে আমরা অনেকেই মনে করি হয়তো ডলারের দাম একদম কমে যাচ্ছে। আর ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণে আমি মনে করি ডলার গুলির দাম কমে যাচ্ছে না।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Herry on February 09, 2021, 05:13:06 PM
বৈশ্বিক মন্দার কারনে গত বছর ডলারের দাম কমতে শুরু করে তাছাড়া কোভিড এ আক্রান্তের কারনে মানুষের জীবনযাত্রা এবং অর্থনীতিতেও ব্যাপক চাপ পড়ে যার ফলশ্রুতিতে ডলারের দাম আরো কমতে শুরু করে। মানুষ তখন বাধ্য হয়েই বিকল্প পথে ইনভেস্টের চিন্তা ভাবনা শুরু করে যাতে অল্প সময়ে বেশী লাভ পাওয়া যায় আর তখনই তারা সেইফ ইনভেস্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে বেছে নেয়। বাকীটা আমরা সবাই জানি এবং ক্রিপ্টোকারেন্সি এখন অর্থনীতিকে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে।

বাস্তবে ডলার এর দাম কমে যাওয়াই কি একমাত্র কারন? নাকি অন্যকিছু।

আপনাদের মূল্যবান মতামত দিন।
ভাই এ সম্পর্কে আমি জানিনা আপনি নিঃসন্দেহে অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। আমি অবশ্যই চেষ্টা করব সিনিয়রভাইদের রিপ্লাই থেকে ধারণা পাওয়ার। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এই গুরুত্বপূর্ণ টপিক তৈরি করার জন্য
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: SMACK on February 10, 2021, 09:14:29 AM
আমি এই ফোরামের নতুন তাই এটা সম্পর্কে আমার কোন ধারণা নেই বললেই চলে কারণ ডলারের দাম ক্রমাগত কমে যাওয়ার কারণে এই ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে। বর্তমানে ডলারের দাম অনেকটাই বৃদ্ধিতে আছে আবার মাঝে মাঝে কমে গিয়েছে। যদিও টাকার মান কম থাকে তারপরও ডলারের দাম অনেকটাই বৃদ্ধিতেই থাকে।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Batch18-19 on February 12, 2021, 03:21:33 PM
বৈশ্বিক মন্দার কারনে গত বছর ডলারের দাম কমতে শুরু করে তাছাড়া কোভিড এ আক্রান্তের কারনে মানুষের জীবনযাত্রা এবং অর্থনীতিতেও ব্যাপক চাপ পড়ে যার ফলশ্রুতিতে ডলারের দাম আরো কমতে শুরু করে। মানুষ তখন বাধ্য হয়েই বিকল্প পথে ইনভেস্টের চিন্তা ভাবনা শুরু করে যাতে অল্প সময়ে বেশী লাভ পাওয়া যায় আর তখনই তারা সেইফ ইনভেস্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে বেছে নেয়। বাকীটা আমরা সবাই জানি এবং ক্রিপ্টোকারেন্সি এখন অর্থনীতিকে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে।

বাস্তবে ডলার এর দাম কমে যাওয়াই কি একমাত্র কারন? নাকি অন্যকিছু।

আপনাদের মূল্যবান মতামত দিন।
ক্রিপ্টো মুদ্রার দাম যেভাবে বৃদ্ধি পায় বা কমে যায় ডলারের দাম কিন্তু সেভাবে বৃদ্ধি পায় কমে যায় না। ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলো মার্কেটে অনেক উঠানামা করে। কিন্তু ডলারের ক্ষেত্রে তার সীমিত এবং সব সময়ের জন্য সেটা হয়ে থাকে না।তবে আপনি এখানে যে বিষয়টি উন্মোচন করেছেন যে ডলারের মূল্য কমার কারণে হয়তো অন্যান্য ক্রিপ্ত গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। এটা হতে পারে
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Markuri33 on February 12, 2021, 11:29:39 PM
আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমরা যখনই ডলারগুলো বিক্রি করি তখন সেগুলোর দাম দিয়ে থাকে ডলার প্রতি 85+। কিন্তু আমরা যখনই তাদের কাছ থেকে অচেনা কারো কাছ থেকে ডলার ক্রয় করতে চাই তাহলে দেখি তারা প্রতি ডলার প্রতি 90+এরকম নিয়ে নেয়।
আর ডলার এর মান কিসের জন্য কমে যাচ্ছে তার মূল কারণগুলো আমার জানা নেই।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: iRan Chy on February 13, 2021, 01:21:12 AM
আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমরা যখনই ডলারগুলো বিক্রি করি তখন সেগুলোর দাম দিয়ে থাকে ডলার প্রতি 85+। কিন্তু আমরা যখনই তাদের কাছ থেকে অচেনা কারো কাছ থেকে ডলার ক্রয় করতে চাই তাহলে দেখি তারা প্রতি ডলার প্রতি 90+এরকম নিয়ে নেয়।
আর ডলার এর মান কিসের জন্য কমে যাচ্ছে তার মূল কারণগুলো আমার জানা নেই।
এটা তাদের ব্যাবসা। তারা আমাদের কাছ থেকে কম মূল্যে কিনে, বেশি মূল্যে বিক্রি করে। আমাদের দেশে কৃপ্টো অবৈধ  এবং আমাদের ডলার সেল দেওয়ার সহজ কোন ব্যাবস্থা নেই এই সু্যোগটাকে তারা কাজে লাগায়। বলতে গেলে আমরা ভুক্তভোগী।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Lutera94 on February 13, 2021, 02:14:17 AM
হ্যা এটাও একটা কারণ হতে পারে তবে এটা একমাত্র কারণ নয়। ডিজিটাল মুদ্রার দাম বাড়ার ক্ষেত্রে অনেক গুলো বিষয় ছিলো যার মধ্যে অন্যতম হলো বড় বড় কম্পানি বিটকয়েন এ ইনভেস্ট করা বা বড় মাপের ইনভেষ্টরদের অংশগ্রহণ। এভাবেই চলতে থাকলে সবার ভবিষ্যৎ উজ্জ্বল হবে যারা ক্রিপ্টো তে আছে।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: bmw1 on February 17, 2021, 06:50:02 PM
বৈশ্বিক মন্দার কারনে গত বছর ডলারের দাম কমতে শুরু করে তাছাড়া কোভিড এ আক্রান্তের কারনে মানুষের জীবনযাত্রা এবং অর্থনীতিতেও ব্যাপক চাপ পড়ে যার ফলশ্রুতিতে ডলারের দাম আরো কমতে শুরু করে। মানুষ তখন বাধ্য হয়েই বিকল্প পথে ইনভেস্টের চিন্তা ভাবনা শুরু করে যাতে অল্প সময়ে বেশী লাভ পাওয়া যায় আর তখনই তারা সেইফ ইনভেস্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে বেছে নেয়। বাকীটা আমরা সবাই জানি এবং ক্রিপ্টোকারেন্সি এখন অর্থনীতিকে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে।

বাস্তবে ডলার এর দাম কমে যাওয়াই কি একমাত্র কারন? নাকি অন্যকিছু।

আপনাদের মূল্যবান মতামত দিন।
আপনার কথা সঠিক যে যখন ডলারের দাম কমতে শুরু করে তখন আমাদের অনেকগুলো ঢোলা কি রাখা উচিত এবং যখন ডলারের দাম বৃদ্ধি পায় তখন সেল দেওয়া উচিত। বা কোনো সাপোর্টের একচেঞ্জে ডিপোজিট করে রাখাটা উত্তম।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Dark Knight on February 18, 2021, 04:26:44 AM
হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে তবে এটাই একমাত্র কারণ নয়। কেননা ডিজিটাল মুদ্রা দাম বাড়ার পেছনে অনেকগুলো বিষয় ছিল যার মধ্যে অনেক বড় বড় কোম্পানি এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা বিটকয়েন কিনে ইনভেস্ট করেছিল। এভাবে চলতে থাকলে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। এমনকি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Angel jara on February 18, 2021, 11:48:21 AM
ডলারের দাম কত কমে যাওয়ার কারণ হিসাবে দায়ী করা হচ্ছে মহামারী ভাইরাস কে। কারণ এই সময় সকল দেশের অবস্থা অনেক খারাপ হয়েছিল। ডলারের দাম কম আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোন প্রভাব নেই। ডলার হলো একটি দেশের নির্দিষ্ট মুদ্রা।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Newron on February 18, 2021, 12:02:36 PM
ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে। ক্রিপ্টোকারেন্সি কারণে ডলারের দাম কমেনি।  ক্রিপ্টোকারেন্সি ডলারের উপর পড়বে না। ডলার হল একটি নির্দিষ্ট দেশের মুদ্রা।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Akhi600 on February 27, 2021, 07:57:18 PM
আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমরা যখনই ডলারগুলো বিক্রি করি তখন সেগুলোর দাম দিয়ে থাকে ডলার প্রতি 85+। কিন্তু আমরা যখনই তাদের কাছ থেকে অচেনা কারো কাছ থেকে ডলার ক্রয় করতে চাই তাহলে দেখি তারা প্রতি ডলার প্রতি 90+এরকম নিয়ে নেয়।
আর ডলার এর মান কিসের জন্য কমে যাচ্ছে তার মূল কারণগুলো আমার জানা নেই।
কিভাবে আমি আপনার সাথে একমত কারণ ডলারের মান কিসের জন্য কমে যাচ্ছে তার মূল কারণ হয়তো জানা নেই তবে ডলারগুলো আমরাতো প্রতিদিন একই দামে  বিক্রি করে দেয় তাহলে এখানে ডলারের মান কম হওয়ার কারণ কি
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Milon626 on March 05, 2021, 02:15:55 AM
বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে দেশে এখন ডলারের বিপরীতে টাকার লেনদেন হচ্ছে ৮৪+। তাই এটা কম নয়। মানুষ এখন ডলারে বিনিয়োগের বিকল্প হিসেবে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের চেষ্টা করতেছে এটা সত্য তবে এর কারণে কমেছে বলে মনে হয়না। ডলারের বিপরীতে টাকার দাম কমা ও বাড়া নির্ভর করে দেশে ডলারের রিজার্ভের উপর এবং বৈশ্বিক কিছু পলিসির কারণে।
আমি আপনার সাথে একমত।  আমারও মনে হয় না যে ডলারের দাম কমার জন্য  ডিজিটাল সব কয়েনের দাম বেড়েছে।  প্রত্যেকটা মুদ্রাই তার নিজস্ব গতিতে চলে।  তবে ক্রিপ্টোকারেন্সিতে সব সময়ই কয়েনের দাম উঠা নামা করবে এটাই স্বাভাবিক বিষয়।                         
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Azharul on March 07, 2021, 05:12:55 PM
আমরা জানি ক্রিপ্টো জগৎটা সবসময় ওঠানামার উপর নির্ভর করে।আমরা এটাও জানি যে বর্তমান সময়ে করোনা ভাইরাস সারা বিশ্বে ব্যাপক ভাবে বিস্তার করেছে। যায় কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা অনেক প্রভাব বিস্তার করেছে।আমার মনে হয় এই সব কিছু কারণে ডলার এর দাম কমেছে ডিজিটাল মুদ্রার দাম বাড়ার এটি কোনো কারণ হতে পারে না।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Rothi roy on March 08, 2021, 07:07:04 AM
ডলারের দাম কমে যাওয়ার কারণে ডিজিটাল মুদ্রার দাম বেড়ে যায়নি। আপনার মত আমার মনে হয় যে বৈশ্বিক মহামারীর কারণে ডলারের দাম কমে গিয়েছে। ক্রিপ্টোকারেন্সি কোন কিছুর উপর নির্ভর করে না। আর এর দরদাম উঠানামা করবে এটাই ক্রিপ্টোকারেন্সির স্বাভাবিক নিয়ম। এবং কোন মুদ্রার দাম অন্য কোন মুদ্রার দাম এর সাথে সম্পর্কিত নয়। সবার সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই ডলারের দাম কমার সাথে ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কোন সম্পর্ক নেই। ক্রিপ্টোকারেন্সি তার আপন গতিতে চলে এটি কোন কিছুর ওপর নির্ভর করে না।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: bmr on March 08, 2021, 12:09:30 PM
ডলারের বর্তমান দামতো কমেনি। আমি আপনার কাছে জানতে চাই যে বর্তমান ডলারের দাম কত? আমি যেটা দেখছি সেটা হল যে 84.82 টাকা সমান 1 ডলার। হ্যা আগের চেয়ে সামান্য কমেছে আগে যেখানে ছিল 86 টাকা এখন 84 হয়েছে। তবে এর সাথে আমার মনে হয় না কোন সম্পৃকতা আছে।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: ExtraPoint on March 08, 2021, 02:53:08 PM
মহামারী করোনাভাইরাস সারা পৃথিবীকে গ্রাস করেছে। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সারা বিশ্বের অনেক লোকের প্রাণহানি ঘটেছে। তার প্রভাব ক্রিপ্টোকারেন্সি জগতে পড়েছে।করনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতেই অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন। করোনাভাইরাস সারা পৃথিবীর মানুষের জীবন যাপনকে থমকে দিয়েছে। আমার মনে হয় যে ডিজিটাল মুদ্রার দাম ঠিকই আছে।এখন এক ডলার সমান 86 টাকা আমাদের বাংলাদেশ।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: SobujAkash#8 on March 09, 2021, 07:00:25 AM
আমি এই ফোরামে প্রায় নতুন তাই আপনার এই পোস্ট সম্পর্কে আমার বেশি কি ধারনা নেই। তবে আমি কিছু বড় ভাইয়ের পোস্ট থেকে জানতে পারলাম যে ডলারের বর্তমান দাম কমেনি।দাম কমলে আমার মনে হয় মুদ্রার দাম বাড়বে।
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Tubelight on March 20, 2021, 11:24:58 AM
ডলারের দাম কমা বৃদ্ধি পাওয়ার পিছনে ক্রিপ্ত মুদ্রা কোন ভূমিকা নেই। কারণ ডলার বিশ্বব্যাপী নিয়ন্ত্রিত হয়ে থাকে
Title: Re: ডলার এর দাম ক্রমাগত কমে যাওয়ার কারনই কি ডিজিটাল মুদ্রার দাম বাড়ার কারণ হতে পারে?
Post by: Password on March 20, 2021, 11:30:42 AM
আমার মনে হয় ডলারের দাম কমে যাওয়ার কারণে ডিজিটাল মুদ্রার কোন কারণ নেই। কারণ সবাই ডলার নিয়ন্ত্রণ করে থাকে কোন মুদ্রার সাথে না। তাই আমার মনে হয় ডলারের দাম কমার কারনে ডিজিটাল মুদ্রার কোন কারণ নেই।