Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on February 05, 2021, 04:48:31 AM

Title: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: babu10 on February 05, 2021, 04:48:31 AM
একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Lutera94 on February 05, 2021, 04:55:45 AM
আসলে অনেক বিষয় আছে যা থেকে বের হওয়া সম্ভব না। যেমন চেয়ার টেবিল এগুলো আমরা জন্ম থেকেই শুনে অভ্যস্ত  । তবে চেষ্টা করলে কিছুটা ত্যাগ করতে পারি। যেমন অনেকে বলে আমি বিলিভ করি......  সেখানে বিলিভ এর যায়গায় বিশ্বাস বা আস্থা বলা যায়। তবে অনেকেই টাইপিং সমস্যাজনিত কারণে ইংলিশ লিখে ফেলে অথবা ভুল বাংলা লিখে। সুতরাং অনেকগুলো বিষয় এখানে কাজ করে। তারপরও সবায় সবার যায়গা থেকে সেরাটা দিয়ে বাংলা বোর্ডকে আরো সুন্দর ভাবে উপস্থাপন করবে সেই আশাই রাখি।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Malam90 on February 05, 2021, 05:30:33 AM
এটা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখান থেকে বেরিয়ে আসাটাও কঠিন হবে। তবে মাতৃভাষার শব্দগুলো বেশি ব্যবহারের চেষ্টা করতে হবে। বাংলায় লিখলে যতদূর সম্ভব সবগুলো বাংলায় লেখার চেস্টা করতে হবে। চেষ্টা করতে হবে বাংলিশ থেকে বেরিয়ে আসার। তাহলে ভাষার মাসে বাংলার প্রতি পুরো শ্রদ্ধাবোধ জম্মে উঠবে-এটাই প্রত্যাশা।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: kulkhan on February 05, 2021, 06:52:18 AM
পৃথিবীতে ভাষার জন্য রক্ত দিয়েছি একমাত্র আমরা আবার আমাদের এই মাতৃভাষা পৃথিবীর কঠিনতম ভাষায় মধ্যে একটা। বাংলা প্রচলিত যে কোন ভাষার থেকে বেশি কঠিন। যার জন্য লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। আবার আমরা এই কষ্টার্জিত ভাষায় প্রতি বেশ উদাসীন ও বটে। আমরা বিদেশি ভাষার প্রতি বেশি আকৃষ্ট। যার জন্য আমরা বাংলা ভাষা বলার সময় ও লেখার সময় অন্য ভাষার ব্যবহার করে ফেলি। এই অভ্যাস দূর করা কঠিন হবে তবে আমরা সবাই বাংলা বোর্ডে লেখার সময় অধিকতর সচেতন হব। এবং বাংলিশ চর্চা বাদ দিব। তাহলে আমাদের বাংলা বোর্ডকে সুন্দর করতে পারব।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: ttcsalam on February 05, 2021, 07:25:49 AM
আসলে অনেক বিষয় আছে যা থেকে বের হওয়া সম্ভব না। যেমন চেয়ার টেবিল এগুলো আমরা জন্ম থেকেই শুনে অভ্যস্ত  । তবে চেষ্টা করলে কিছুটা ত্যাগ করতে পারি। যেমন অনেকে বলে আমি বিলিভ করি......  সেখানে বিলিভ এর যায়গায় বিশ্বাস বা আস্থা বলা যায়। তবে অনেকেই টাইপিং সমস্যাজনিত কারণে ইংলিশ লিখে ফেলে অথবা ভুল বাংলা লিখে। সুতরাং অনেকগুলো বিষয় এখানে কাজ করে। তারপরও সবায় সবার যায়গা থেকে সেরাটা দিয়ে বাংলা বোর্ডকে আরো সুন্দর ভাবে উপস্থাপন করবে সেই আশাই রাখি।
সঠিক বলেছেন আমরা প্রতি নিয়ত ই ইংরেজী এর সাথে অনেক বেশি অভ্যাস্ত হতে গিয়ে প্রকৃত বাংলা কে ভুলে যাচ্ছি।বাংলা ভাষার প্রকৃত গুরুত্বগুলো আমি বেশি বুঝতে পারি যখন স্যার সলিমুল্ল্যাহ খান এর বক্তব্য গুলো দেখি বা শুনি সত্যি বাংলার প্রকৃত অর্থ অনুধাবন করতে পারি।বাংলাকে আমার বেশি বেশি ভালো বাসি এই ভাষার মাসে এটাই শুভ কামনা হোক।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: babu10 on February 05, 2021, 08:01:50 AM
পৃথিবীতে ভাষার জন্য রক্ত দিয়েছি একমাত্র আমরা আবার আমাদের এই মাতৃভাষা পৃথিবীর কঠিনতম ভাষায় মধ্যে একটা। বাংলা প্রচলিত যে কোন ভাষার থেকে বেশি কঠিন। যার জন্য লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। আবার আমরা এই কষ্টার্জিত ভাষায় প্রতি বেশ উদাসীন ও বটে। আমরা বিদেশি ভাষার প্রতি বেশি আকৃষ্ট। যার জন্য আমরা বাংলা ভাষা বলার সময় ও লেখার সময় অন্য ভাষার ব্যবহার করে ফেলি। এই অভ্যাস দূর করা কঠিন হবে তবে আমরা সবাই বাংলা বোর্ডে লেখার সময় অধিকতর সচেতন হব। এবং বাংলিশ চর্চা বাদ দিব। তাহলে আমাদের বাংলা বোর্ডকে সুন্দর করতে পারব।

আপনি বাংলা লিখার সময় ইংলিশটাও একদিনে করেননি আস্তে আস্ত ঢুকেছে ইংরেজীতে যাকে বলে -স্লো পয়জন এর মত। আমিও মানি এখান থেকে বের হয়ে আসাটা হুট করে হবেনা কিন্তু কিছু কিছু  স্বাভাবিক শব্দ আমরা ইংরেজী ব্যবহার করি যেটা আমরা অনাহাসেই পরিত্যাগ করতে পারি। আসলে সর্বোপরি আমাদের চিন্তা থাকতে হবে তাহলে দেখবেন আমি বাংলিশটা ত্যাগ করতে পরবেন।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Lovepro Max on February 05, 2021, 05:20:24 PM
একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।
ভাই আপনি ঠিকই বলেছেন আমরা অনেক সময় বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষার ব্যবহার করে ফেলে। বাংলা ভাষার মধ্যে ইংরেজি বাসা মিলিয়ে ফেললে দেখতেও দৃষ্টিকটু লাগে। আমাদের উচিত সবসময় আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে সম্মান করা। আগে অবশ্যই চেষ্টা করবো সবসময় সব জায়গায় বাংলা ভাষা ব্যবহার করা এবং অন্যদেরকেও বাংলা ভাষা ব্যবহার করার পরামর্শ দেব
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Bony11 on February 05, 2021, 05:21:55 PM
আপনি ঠিক বলেছেন যে ভাষার জন্য আমরা রক্ত দিলাম।সেই বাংলা ভাষায় আমরা কোন কিছু লিখতে গেলে দেখা যায় অনেক সময় আমরা বাংলার সাথে ইংরেজি ভাষা লিখে ফেলি। অনেক সময় আমরা বাংলা ভাষার পাশাপাশি  অনেক মিশ্র ভাষা ব্যবহার করে থাকি। সত্যিই এটা আমাদের একটি অভ্যাসে পরিণত হয়েছে। যা সহজে পরিবর্তন করা অনেক কঠিন। তবে আমরা সবাই যদি একটু সচেতন হয়ে শুদ্ধ বাংলা ভাষাটা লেখার চেষ্টা করি। তাহলে অবশ্যই সেটা সম্ভব হবে বলে আমি মনে করি। আমাদের প্রত্যেকেরই উচিত সঠিক শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করা।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: bmr on February 05, 2021, 06:28:18 PM
একমাত্র মাত্র আমাদের এই বাংলাদেশ যেখানে ভাষার কারনে কাউকে প্রাণ দিতে হয়েছে। আজকে যাদের কারনে আমরা বাংলায় কথা বলতে পারছি তাদের কে গ্রভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি। পৃথিবীতে তাদের মত দ্বিতীয় কোথায় নেই যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। সেই সাথে আসুন আমাদের এই কর্ষ্টাযিত ভাষা ব্যাহার করে আমাদের এই ফোরাম কে আরও জনপ্রিয় করে তুুলি।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: iRan Chy on February 07, 2021, 09:51:18 PM
একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।

ভাই আপনার কথা আমার অনেক ভাল লেগেছে। কিন্তু একটি বিষয় হচ্ছে, কৃপ্টো জগতে লিখে কাউকে কিছু বলতে বা বুঝাতে চাইলে তা সহজ অর্থে বুঝানোর জন্য অনেক সময় ইংরেজিকে বাংলা করে লিখতে হয়।  :'( যা বাংলায় লিখলে অনেকে বুঝেনা। এই জন্য লিখি।

কিন্তু আরেকটা কথা হচ্ছে ফোরামে অনেকে আছে উল্টাপাল্টা বাংলিশ লিখে তাদের পোস্ট গুলা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়।  >:(
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: AlviNess on February 08, 2021, 04:45:13 PM
আমরা বাংলাদেশি হয়ে যদি বাংলা টাইপ করতে না পারি তাহলে আমি মনে করি এর চেয়ে বড় কষ্টের বা অপমানের আর কিছু নেই। কারণ বাংলা হলো আমাদের মাতৃভাষা। তাই অন্তত আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অবশ্যই আমরা বাংলা ভোরে অবশ্যই বাংলায় পোস্ট করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় অনেক ভাই বাংলা বোর্ড এসে ইংরেজিতে পোস্ট করেন বিষয়টা সত্যি লজ্জাজনক।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Jaya60 on February 08, 2021, 04:54:06 PM
আসলে বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা যে ভাষাটা আমরা মায়ের গর্ভে থেকেই শিখে আসি। বাংলা ভাষাকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করে থাকে অবশ্যই আমাদের সবার উচিত সঠিক করে শুদ্ধ ভাবে বাংলায় কথা বলা।অনেক সময় দেখা যায় অনেকেই বাংলা কথা বলার সময় অনেক ইংরেজি ভাষার ঢুকিয়ে দেয় আমি মনে করি এটা বাংলা ভাষাকে অনেকটা খারাপ করে দেয়। তাই অবশ্যই আমাদের উচিত বাংলা ভাষায় সুন্দর করে কথা বলা এবং সুন্দর করে টাইপ করে প্রত্যেকটা পোস্ট দেওয়া।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Mj joy on February 11, 2021, 06:33:54 AM
একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।
  হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন  আমরা বাঙ্গালী আমাদের বাংলা ভাষার প্রতি সহানুভূতি থাকা উচিত  তাই আমি মনে করি  আমাদের সকলেরই বাংলাভাষাকে  শ্রদ্ধা করা উচিত  আসলে আমরা বাংলা ভাষার জন্য  যে আত্ম বলিদান দিয়েছিলাম তা স্মরণ করলে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়  এত কষ্টের ফসল আমাদের এ বাংলাভাষা আর এই বাংলাভাষাকে যদি আমরা সম্মান না করি তাহলে   এটা অনেক বড় অন্যায় হবে। 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান পোষ্ট এর জন্য
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Batch18-19 on February 12, 2021, 05:38:00 AM
বাংলা হলো আমাদের মাতৃভাষা।আমরা সব সময় বাংলায় কথা বলতে যেমন স্বাচ্ছন্দ্যবোধ করি তিনি খুব সহজেই আমাদের মনের ভাব বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি। এটা আমাদের সৌভাগ্য যে এটা কোন একটি ফোরামে আমরা বাংলা বোর্ড পেয়েছি।তাই আমাদের সকলের উচিত এই বাংলা ভোটকে শ্রদ্ধা জানানো এবং নিয়মিত বাংলা সেকশনে অ্যাক্টিভ থেকে বাংলা ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়া।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Magepai on February 12, 2021, 06:45:21 AM
বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা। বাংলা ভাষা আমরা জন্মের পর থেকেই বলতে পারি। তারপরেও আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশ এবং বাংলা ভাষা পেয়েছি।কিন্তু আমরা একটু বড় হয়েই ইংরেজি ভাষার প্রতি বেশি মনোযোগ দেই এবং কিভাবে ইংরেজিতে কথা বলা যাবে সেটা শিখি। আসলে আমরা কখনোই চেষ্টা করিনা শুদ্ধভাবে যেন বাংলায় কথা বলতে পারি এটা কখনোই চেষ্টা করি না। এখন থেকে আসুন সবাই আমাদের এই বাংলা ভাষায় যেন সঠিক ভাবে এবং শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারি।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Blue_sea on February 12, 2021, 06:51:45 AM
আর মাত্র কয়েকদিন বাকি এখন তাই আমাদের দেশে শ্রদ্ধার সংঙ্গে জাতীয়ভাবে স্বরণ করা হবে সেই সব শহীদদের যারা নিজের জীবনকে উৎসর্গ করে আমাদের কে দিয়ে গেছে সেই প্রাণের ভাষা বাংলা ভাষা।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Mist Joya on February 13, 2021, 10:10:46 AM
একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।
  আসলেই তাই এটা আমাদের  বিশাল একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে এটা থেকে আমাদের দূর হতে হবে । আবার কেউ কেউ আছে বাংলার মধ্যে ইংলিশ ঢুকিয়ে নিজেকে অনেক ইংরেজী শীল মনে করে  কিন্তু এটা একদমই ঠিক না এটা  মাতৃভাষাকে  অবমাননা করা হয়  ।আমাদের সকলের উচিত এটা  হতে  আমাদের কে বেরিয়ে আসা এবং আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা করা ।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: iRan Chy on February 13, 2021, 12:42:24 PM
একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।
ভাই কৃপ্টো এর ক্ষেত্রে অনেক সময় বাংলা এর চেয়ে ইংরেজি শব্দ ব্যবহার করলে সেটা বুঝতে সুবিধা হয় বেশি। তাই বাংলার প্রতি শ্রদ্ধা থাকা সত্যেও ইংরেজিতে বুঝতে বা বুঝাতে হয়। 
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Damrai5$ on February 13, 2021, 05:55:56 PM
আমি আমার মাতৃভাষাকে জানাই বিনম্র শ্রদ্ধা। কারণ আমাদের প্রথম ভাষায় হচ্ছে বাংলা ভাষাবাংলা ভাষার সাথে মিশে রয়েছে লাখো শহীদের রক্ত। এই বাংলা ভাষার জন্যই লক্ষ লক্ষ শহীদ জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ও বাংলা ভাষা।অবশ্যই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমাদের মাতৃভাষাকে শুদ্ধভাবে বলা।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: ExtraPoint on February 14, 2021, 10:59:40 AM
বাংলা হলো আমাদের মাতৃভাষা। আমরা জন্মের পর কথা বলা শেখার সময় মায়ের মুখ থেকে বাংলা ভাষা টা শুনি। আমাদের বাংলা ভাষার সাথে জড়িয়ে আছে লাখো শহীদের রক্ত। আমাদের এই ফোরামে যেহেতু  আমরা সবাই বাংলা ভাষাভাষী লোক তাই আমরা সবাই চেষ্টা করব পোস্ট করার সময় সম্পুর্ন বাংলা ভাষায় লিখতে। আমাদের সবাইকে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: bmw1 on February 14, 2021, 02:25:55 PM
বাংলা হলো আমাদের মাতৃভাষা। আমরা জন্মের পর কথা বলা শেখার সময় মায়ের মুখ থেকে বাংলা ভাষা টা শুনি। আমাদের বাংলা ভাষার সাথে জড়িয়ে আছে লাখো শহীদের রক্ত। আমাদের এই ফোরামে যেহেতু  আমরা সবাই বাংলা ভাষাভাষী লোক তাই আমরা সবাই চেষ্টা করব পোস্ট করার সময় সম্পুর্ন বাংলা ভাষায় লিখতে। আমাদের সবাইকে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
হ্যাঁ এটা করলে অনেক ভালো হবে কারণ মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের বাংলা ফোরামে বাংলিশ ব্যবহার না করে বাংলা ভাষার ব্যবহার করা সবচেয়ে ভালো।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Lukamaxin on February 15, 2021, 12:00:46 PM
এটি আমাদের বাংলা থ্রেড এবং এই বাংলার ইতিহাস অনেক বড়। 21 শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। আসুন আমরা এই দিনটিকে সামনে রেখে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করি যারা আমাদের এই প্রিয় বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Lovepro Max on February 16, 2021, 04:47:58 AM
একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।
ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর এবং মূল্যবান একটা টপিক তৈরি করেছেন। আমরা বাঙ্গালী আমাদের মাতৃভাষা বাংলা। আমরা সব সময় চেষ্টা করব আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাতে কথা বলতে এবং লিখতে। আমাদের এই বাংলা লোকাল বোর্ডের অনেক ভাই আছেন যারা বাংলা ভাষার মাঝখানে ইংরেজি ভাষা ব্যবহার করে ফেলেন। বিষয়টি দেখতেও ভালো দেখায় না। তাই আমাদের উচিত সবসময় বিশেষ করে লোকাল বোর্ডে ইংরেজি ভাষার ব্যবহার না করা।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: bmw1 on February 17, 2021, 06:45:59 PM
হ্যাঁ আমাদের উচিত যে এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বাংলা বোর্ডকে সুন্দর করি এবং সুন্দরভাবে গুছিয়ে রাখি।
আমাদের উচিত আমাদের মাতৃভাষা, আমাদের জন্মের পর থেকে শুনে আসছি সবার মুখে তে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তাই এ ভাষাকে আমাদের অসম্মান করলে চলবে না তাই আমাদের বাংলিশ ব্যবহার না করে বাংলা ভাষা লেখাটাই উত্তম।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Dark Knight on February 18, 2021, 04:29:34 AM
আমাদের মায়ের ভাষা হল বাংলা। আমরা এই আমাদের মায়ের ভাষা তথা মাতৃভাষাতেই মন খুলে কথা বলতে পারি। এই ভাষার জন্য অনেক শহীদ তাদের জীবন আত্ম ত্যাগ করে গেছেন। আমরা তাদেরকে স্যালুট জানাই। আমাদের এই বাংলা বোর্ডের আমরা সবাই বাঙ্গালী।তাই আমরা চেষ্টা করবো আমাদের মাতৃভাষা তেই পোস্টগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Angel jara on February 18, 2021, 11:46:08 AM
আমরা মাতৃভাষা কি সুন্দর ব্যবহার করে সুন্দরভাবে কথা বলতে শিখবো। আমরা অনেকেই মাতৃভাষার অপব্যবহার করে কথা বলি যা মায়ের ভাষাকে অসম্মান করা হয়। আমরা এই ধরনের কাজ কখনো করবো না। মাতৃভাষা মায়ের কাছ থেকে শেখা তাই এই ভাষাকে সম্মান করে সুন্দরভাবে এই ফোরামে সুন্দর পোস্ট করব যা থাকবে সুন্দর মার্জিত ভাষা।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Newron on February 18, 2021, 12:04:49 PM
আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের মাতৃভাষা। আমরা সর্বদাই মাতৃভাষাকে সম্মান দিয়ে কথা বলতে শিখবো। এই ফোরামে আমরা মাতৃভাষার সুন্দর ব্যবহার করে এই কারণে সুন্দর পোস্ট করব।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Akhi600 on February 27, 2021, 06:20:53 PM
একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।
হ্যাঁ এটা আমাদের সবারই কম বেশি হয়ে থাকে।আমরা সঠিকভাবে বাংলা বলার জন্য চেষ্টা করব আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের মাতৃভাষা এ ভাষাকে আমরা শ্রদ্ধা করব।
আমরা সবাই এই ফোরামে ভালোভাবে মাতৃভাষা ব্যবহার করে কাজ করব
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Alt20 on February 27, 2021, 07:14:52 PM
আমরা মাতৃভাষার প্রতি আর বেশি শ্রদ্ধাশীল হই। দেখতে দেখতে আমাদের এই ভাষার মাস শেষ হয়ে এল। কিন্তু এই ভাষার প্রতি আমাদের শ্রদ্ধ এবং ভালবাসা থাকবে সারাজীবন।
Title: Re: আসুন এই ভাষার মাস থেকেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই এবং বাংলা বোর্ডকে সুন্দর করি।
Post by: Milon626 on March 04, 2021, 02:49:11 AM
বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী  অনেক মায়ের বুক খালি হওয়ার বিনিময়ে আমরা পেয়েছি এই ভাষা।  এই ভাষার জন্য   সেদিন প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, শফিকসহ আরও অনেকে।  কিন্তু আমরা তাদের এনে দেওয়া এই ভাষাকে কতটা সম্মান দিতে পারছি? আমরা তো প্রায় সময়ই বাংলা ভাষার মধ্যে অন্যান্য ভাষার সংমিশ্রণ ঘটিয়ে ফেলি।  আমাদের এই অভ্যাস টা পরিবর্তন করা উচিৎ।