Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on February 05, 2021, 05:08:51 AM

Title: মিয়া খলিফা ক্রিপ্টোকারেন্সিতে আক্রান্ত!
Post by: Lutera94 on February 05, 2021, 05:08:51 AM
আমরা কিছুদিন আগে জেনেছি Elonmusk সহো অনেক বড় বড় তারকা ক্রিপ্টোকারেন্সিতে ঝুকছে। তাদেরই পথ অনুসরণ করেছে ওয়ার্ল্ডের অন্যতম পরিচিত মুখ মিয়া খলিফা। সম্প্রতি তার টুইটারে দেখা যায় যে বিটকয়েন ও ডগকয়েন নিয়ে সে অনেক আশাবাদী। এমনকি Dogecoin -কে নিয়ে Elonmusk এর টুইট তিনি রিটুইট করেছে।তাতেই বুঝা যায় কতটা পছন্দ করে ক্রিপ্টোকারেন্সিকে। তবে তিনি স্টক এক্সচেঞ্জ এর সাথেও জড়িত বলে জানা যায়।এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি?
Title: Re: মিয়া খলিফা ক্রিপ্টোকারেন্সিতে আক্রান্ত!
Post by: Malam90 on February 05, 2021, 05:33:41 AM
টপিকটা লক করে দিলাম। এমন কোন ব্যক্তিকে আমরা প্রমোট করতে চাইনা যার প্রতি সমাজের মানুষের নেতিবাচক ধারণা আছে।