Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on February 05, 2021, 11:30:26 AM

Title: 7PLUS Coin বাউন্টি আপডেট।
Post by: Malam90 on February 05, 2021, 11:30:26 AM
deloodin এর নতুন একটি বাউন্টি 7PLUS Coin চলতেছে। এটি চলবে ৪ সপ্তাহ।
500,000 SV7 টোকেন বাজেট এটার।
এটা প্রতি সপ্তাহে কাজ করতে হবে।
অনেক কাজ করতে হয় এই বাউন্টি ম্যানেজারের বাউন্টিতে জয়েন করলে।

বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=190761.0
স্প্রেডশিট= https://docs.google.com/spreadsheets/d/1knPb8NDqbR-HZ9qg7lHm-WbOtpxIDs_srBZrd4I0z9o/edit?usp=sharing
Title: Re: 7PLUS Coin বাউন্টি আপডেট।
Post by: iRan Chy on February 19, 2021, 10:47:17 AM
ভাই আমি 7Plus এর বাউন্টি বাদ দিয়ে দেবো ভাবছি। 7plus এর ফেসবুক পোস্ট গুলো শেয়ার করলে তা নাকি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর বিরুদ্ধে যাচ্ছে। এরকম বাকি বাউন্টি গুলোতে হচ্ছেনা। শুধু এটাতে। গত সপ্তাহের ৫ দিনের ৫ টি শেয়ারই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর বিরুদ্ধে এসেছে। এভাবে চলতে থাকলে আমার ফেসবুক একাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে। তাই বাদ দিয়ে দিলাম।
Title: Re: 7PLUS Coin বাউন্টি আপডেট।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 10:59:25 AM
এই বাউন্টি ক্যাম্পেইন টা আমি মনে করি মোটামুটি অনেক ভালোই হবে।  এবং আমি সৎভাবে নিষ্ঠার সাথে এই ক্যাম্পেইনে কাজ করে যাচ্ছি। ক্যাম্পেইনটি ইনকাম করার কোন সম্ভাবনা নেই।  আশা করছি এখান থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবো। এই ক্যাম্পেইন সম্পর্কে কেউ কিছু জানলে অবশ্যই জানাবেন।
Title: Re: 7PLUS Coin বাউন্টি আপডেট।
Post by: Malam90 on March 03, 2021, 05:55:54 AM
7PLUS Coin শেষ হয়েছে। মাত্র ৩০ দিনের প্রজেক্ট ছিলো এটা। আমি করিনি বেশি কাজ করতে হয় বলে। যাই হোক যারা করেছেন তারা স্টেকস চেক করে দেখতে পারেন।
Title: Re: 7PLUS Coin বাউন্টি আপডেট।
Post by: LazY on March 06, 2021, 07:59:38 PM
এই বাউন্টিতে আমি জয়েন করিনি। আমার মনে হচ্ছিল এই বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই অল্প পরিমাণ পার্টিসিপেন্ট এখানে জয়েন করেছে। ৪ সপ্তাহ বাউন্টি দেখে জয়েন করিনি। তবে আমার মতে সবগুলো বাউন্টিতে জয়েন করা উচিত। কারণ কখন কোন বানানটি উঠে যায় বলা যায়না।
Title: Re: 7PLUS Coin বাউন্টি আপডেট।
Post by: Goldlife on March 11, 2021, 06:14:14 AM
এই বাউন্টিতে আমি জয়েন করিনি। আমার মনে হচ্ছিল এই বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই অল্প পরিমাণ পার্টিসিপেন্ট এখানে জয়েন করেছে। ৪ সপ্তাহ বাউন্টি দেখে জয়েন করিনি। তবে আমার মতে সবগুলো বাউন্টিতে জয়েন করা উচিত। কারণ কখন কোন বানানটি উঠে যায় বলা যায়না।
ভাই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যদি বাড়িতে কাজ করেন তাহলে 2-1 টা বাউন্টি করে লাভ নাই আপনাকে অবশ্যই অবশ্যই অনেকগুলা বাউন্টি করতে হবে এবং কোন বানানটি থেকে আপনি পেমেন্ট পাবেন কখনো বলতে পারবেন না সিওর দিয়ে তাই আপনাকে সবগুলো জয়েন করতে হবে এবং কাজ করতে হবে ধন্যবাদ-
Title: Re: 7PLUS Coin বাউন্টি আপডেট।
Post by: ExtraPoint on March 13, 2021, 05:00:03 AM
আমি এই বাউন্টিতে জয়েন করিনি। কিন্তু এই বাউন্টি প্রজেক্ট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যেসব পার্টিসিপেন্ট ছিলেন তারা হয়তো স্টেকস ও পেয়ে গেছে।
Title: Re: 7PLUS Coin বাউন্টি আপডেট।
Post by: Tubelight on March 18, 2021, 09:39:28 AM
ভাই এই বাউন্টি ম্যানেজার অনেকগুলো বাউন্টি ক্যাম্পেইন নিয়ে এসেছিল কিন্তু তার অধিকাংশ প্রজেক্টগুলো সাকসেসফুল হয় না। তাই আমি তার প্রজেক্টে জয়েন হতে আগ্রহী না।তবে যদি কোনদিন ভালো মানের প্রজেক্ট আনে তাহলে অবশ্যই আমি তার প্রজেক্টে জয়েন হয়ে কাজ করার চেষ্টা করব।