Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on February 05, 2021, 11:34:13 AM
-
deloodin বাউন্টি ম্যানেজারের আরো একটি বাউন্টি চলতেছে যেটার নাম Stobox - Fintech
বাউন্টি বাজেট= 250.000 STBU টোকেন
বাউন্টি চলবে= ৩০ দিন
প্রতিদিন কাজ করতে হবে এবং প্রতিদিনে কাজ চাইলে প্রতিদিন জমা দিতে পারবেন অথবা ৩ দিন পরপর ৩দিনের কাজ একসাথে জমা দিতে পারবেন।
তবে প্রতিদিন যে পরিমান কাজ করতে হয় তা ১ সপ্তাহের সমান তাই আমি করা বাদ দিছি কষ্টের ঠেলায়। :)
বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=190642.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1OE8sBUyiIUas9R7DxpS8Z-MLNStOecLHFGmeL4d01x4/edit#gid=1053170978
-
deloodin বাউন্টি ম্যানেজারের আরো একটি বাউন্টি চলতেছে যেটার নাম Stobox - Fintech
বাউন্টি বাজেট= 250.000 STBU টোকেন
বাউন্টি চলবে= ৩০ দিন
প্রতিদিন কাজ করতে হবে এবং প্রতিদিনে কাজ চাইলে প্রতিদিন জমা দিতে পারবেন অথবা ৩ দিন পরপর ৩দিনের কাজ একসাথে জমা দিতে পারবেন।
তবে প্রতিদিন যে পরিমান কাজ করতে হয় তা ১ সপ্তাহের সমান তাই আমি করা বাদ দিছি কষ্টের ঠেলায়। :)
বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=190642.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1OE8sBUyiIUas9R7DxpS8Z-MLNStOecLHFGmeL4d01x4/edit#gid=1053170978
ডেইলি টাক্স বলে 14 দিন করে বিরক্ত হয়ে আমিও বাদ দিয়ে দিয়েছি। প্রজেক্টটি মনে হয় অনেক ভালই হতো। যাই হোক এরকম ডেইলি টাক্স ক্যাম্পেইন অনেক করেছি কিন্তু কোনোটা থেকেই পেমেন্ট পেলাম না। আসলে ডেইলি টাক্স সব বাউন্টি ক্যাম্পেইনই কি স্ক্যান করে.?
-
Stobox - Fintech বাউন্টি শেষ আজকে। যারা কাজ করেছেন তারা স্টেকস চেক করে দেখতে পারেন। যার যা সমস্যা আছে সেটা ম্যানেজারকে পিএম দিয়ে ঠিক করে নেন। https://docs.google.com/spreadsheets/d/1OE8sBUyiIUas9R7DxpS8Z-MLNStOecLHFGmeL4d01x4/edit#gid=1053170978
-
deloodin বাউন্টি ম্যানেজারের আরো একটি বাউন্টি চলতেছে যেটার নাম Stobox - Fintech
বাউন্টি বাজেট= 250.000 STBU টোকেন
বাউন্টি চলবে= ৩০ দিন
প্রতিদিন কাজ করতে হবে এবং প্রতিদিনে কাজ চাইলে প্রতিদিন জমা দিতে পারবেন অথবা ৩ দিন পরপর ৩দিনের কাজ একসাথে জমা দিতে পারবেন।
তবে প্রতিদিন যে পরিমান কাজ করতে হয় তা ১ সপ্তাহের সমান তাই আমি করা বাদ দিছি কষ্টের ঠেলায়। :)
বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=190642.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1OE8sBUyiIUas9R7DxpS8Z-MLNStOecLHFGmeL4d01x4/edit#gid=1053170978
আমার জানা মতে তার বাউন্টি গুলো সাকসেস হয়। কিন্তু কম পরিমাণ বাজেট আনার কারণে বেশ কিছু পার্টিসিপেন্ট জয়েন করতে চায়না।আমি চাই সে যদি বেশ কিছু পরিমাণ বাজেট বাড়িয়ে নিয়ে আসে তাহলে সবাই জয়েন করবে।
-
deloodin বাউন্টি ম্যানেজারের আরো একটি বাউন্টি চলতেছে যেটার নাম Stobox - Fintech
বাউন্টি বাজেট= 250.000 STBU টোকেন
বাউন্টি চলবে= ৩০ দিন
প্রতিদিন কাজ করতে হবে এবং প্রতিদিনে কাজ চাইলে প্রতিদিন জমা দিতে পারবেন অথবা ৩ দিন পরপর ৩দিনের কাজ একসাথে জমা দিতে পারবেন।
তবে প্রতিদিন যে পরিমান কাজ করতে হয় তা ১ সপ্তাহের সমান তাই আমি করা বাদ দিছি কষ্টের ঠেলায়। :)
বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=190642.0
স্প্রেডশিট লিংক= https://docs.google.com/spreadsheets/d/1OE8sBUyiIUas9R7DxpS8Z-MLNStOecLHFGmeL4d01x4/edit#gid=1053170978
আমার জানা মতে তার বাউন্টি গুলো সাকসেস হয়। কিন্তু কম পরিমাণ বাজেট আনার কারণে বেশ কিছু পার্টিসিপেন্ট জয়েন করতে চায়না।আমি চাই সে যদি বেশ কিছু পরিমাণ বাজেট বাড়িয়ে নিয়ে আসে তাহলে সবাই জয়েন করবে।
বাজেটের চেয়েও বড় সমস্যা হচ্ছে তার বাউন্টিতে অনেক কাজ করতে হয়। অন্য সব বাউন্টিতে সাত দিনে যেই কাজ করা লাগে, তা deloodin এর বাউন্টিতে ১ দিনে করতে হয়। এটি সবচেয়ে বড় সমস্যা। আমি আগে তার বাউন্টিতে জয়েন হতাম, এখন আর হইনা। শুধুমাত্র কাজের পরিমাণ বেশি তাই।
-
stobox বাউন্টি প্রোজেক্ট টিতে কাজ করে ছিলাম। দৈনিক কাজ হলে ও প্রোজেক্ট টি ভাল মনে হয়েছিল নতুন কোন আপডেট পাইলে কেউ জানাবেন তাহলে কৃতজ্ঞ থাকবো।
-
বাউন্টিটা অনেক কষ্ট করে করেছি এবং মনে হয়েছিলো ভালো হবে বাকীটা কপাল। কোন সময় কোনটা হিট হয় বলা যায় না তাই যদি ভাগ্যক্রমে হিট হয়ে যায় তাহলে আমিও হিট হয়ে যাবো ;D ;D তবে শেষ দুই দিন ইচ্ছে করে করিনি মনেকরে ছিলাম স্টেকস দিয়ে দিবে কিন্তু সেটা আর হয়নি। :D
-
ভাই কোন ম্যানেজারের বাউন্টি প্রজেক্ট এইটা। এ প্রজেক্ট ম্যানেজার কুলুর বলদ এর মত সবাইকে খাটায় কিন্তু তিনি কাউকে প্রেমেন্ট করে না।