Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on February 06, 2021, 01:51:02 PM

Title: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Malam90 on February 06, 2021, 01:51:02 PM
BNB সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে। যেভাবে ছুটছে তাতে মনে হচ্ছে ১০০ ডলার যাবে। গত কয়েকমাসে অন্য কয়েনগুলোর দাম যেভাবে বেড়েছিলো BNB এর দাম সেভাবে বাড়েনি।
বিনান্স যেহেতু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং শীর্ষ একচেঞ্জ তাই তাদের টোকেনের চাহিদাও তুঙ্গে। যেমন বিনান্সে লাঞ্চপ্যাডে অংশ নিতে হলে এখন শুধুমাত্র BNB কয়েন এর মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। আবার তারা তাদের সাপ্লাইও কমিয়েছে। দিনে দিনে BNB এর চাহিদাও বাড়ছে। সবমিলে এখন BNB এর বৃহস্পতি চলছে।

(https://i.imgur.com/so6H6DT.jpg)
Title: Re: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Malam90 on February 09, 2021, 08:58:14 AM
BNB আজকে $92.65 রেটে চলতেছে মার্কেটে।
যে কোন সময়ে ১০০ ডলার যাবে মনে হচ্ছে।
যে কয়টা BNB ছিলো তা গতকালকে ৭৩ ডলার রেটে সেল দিয়ে অপেক্ষা করতেছিলাম কমবে মনে করে কিন্তু না কমে এখন ৯৩ ডলার ছুঁয়েছে।
Title: Re: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Herry on February 09, 2021, 09:26:17 AM
BNB আজকে $92.65 রেটে চলতেছে মার্কেটে।
যে কোন সময়ে ১০০ ডলার যাবে মনে হচ্ছে।
যে কয়টা BNB ছিলো তা গতকালকে ৭৩ ডলার রেটে সেল দিয়ে অপেক্ষা করতেছিলাম কমবে মনে করে কিন্তু না কমে এখন ৯৩ ডলার ছুঁয়েছে।
ভাই ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট কখন কোন দিকে যায় তা বলা মুশকিল। হয়তো আপনি  73 ডলার করে BNB সেল দিয়েছিলেন ঠিক তখনই বা তার পরেই দাম কমে যেতে পারত। তো ভাই কে নিয়ে আফসোস করার কোন মানে নেই। আমিও কিছু টোকেন কিনে রেখে ছিলাম যখন 40 ডলার হয়ে যায় তখনি সেল দিয়ে দিয়েছি ভেবেছিলাম এর দাম আর বৃদ্ধি পাবে না। কিন্তু ঠিক পরে আমার চিন্তার উল্টোটাই হলো। ভাই BNB এর দাম কি আবারো কমার সম্ভাবনা আছে কিনা?
Title: Re: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Malam90 on February 09, 2021, 11:05:12 AM
BNB আজকে $92.65 রেটে চলতেছে মার্কেটে।
যে কোন সময়ে ১০০ ডলার যাবে মনে হচ্ছে।
যে কয়টা BNB ছিলো তা গতকালকে ৭৩ ডলার রেটে সেল দিয়ে অপেক্ষা করতেছিলাম কমবে মনে করে কিন্তু না কমে এখন ৯৩ ডলার ছুঁয়েছে।
ভাই ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট কখন কোন দিকে যায় তা বলা মুশকিল। হয়তো আপনি  73 ডলার করে BNB সেল দিয়েছিলেন ঠিক তখনই বা তার পরেই দাম কমে যেতে পারত। তো ভাই কে নিয়ে আফসোস করার কোন মানে নেই। আমিও কিছু টোকেন কিনে রেখে ছিলাম যখন 40 ডলার হয়ে যায় তখনি সেল দিয়ে দিয়েছি ভেবেছিলাম এর দাম আর বৃদ্ধি পাবে না। কিন্তু ঠিক পরে আমার চিন্তার উল্টোটাই হলো। ভাই BNB এর দাম কি আবারো কমার সম্ভাবনা আছে কিনা?

না আফসোসের কিছু নেই। ট্রেড করতে হলে ডলার নিয়ে চুপ করে বসে থাকতে হবে। মার্কেট যেভাবে উঠতেছে দুএকটি টোকেন আছে যেগুলো তেমন বাড়েনি সেগুলো বের করে বিনিয়োগ করতে হবে  নতুবা বসে থাকাই শ্রেয়। যে কোন সময় কারেকশান শুরু হবে আবার। তখন ঝোঁপ বুঝে কোপ মারতে হবে।
Title: Re: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Malam90 on February 10, 2021, 11:09:14 AM
(https://i.imgur.com/kbdM9VJ.png)


BNB আগের সব রেকর্ড ভেঙ্গে আজকে ১৪৮ ডলারে ছুঁয়েছে। রেকর্ড করছে রেকর্ড ভাঙ্গার জন্য।
Title: Re: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Tubelight on March 17, 2021, 04:35:57 PM
আপনি হয়তো প্রতিনিয়ত বিএনবি এর মার্কেট পর্যবেক্ষণ করছেন। কিছুদিন আগে কিন্তু বিএনবি 314 ডলার অতিক্রম করেছিল। এখন পর্যন্ত এই কয়েনটি তার বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে ‌ আশা করি ভবিষ্যতে এই কয়েন এর মুল্য আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Azharul on April 08, 2021, 09:06:04 AM
আমরা দেখেছি যে BNB কয়েন একের পর এক রেকর্ড অর্জন করেছে।কিছু দিন আগে BNB কয়েন এর দাম ৭৫.৫০ অতিক্রম করেছে।ভবিষ্যতে ও তার অবস্থান শক্ত করে আরো উপরের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি।কেননা আমরা দেখতে পাচ্ছি যে BNB কয়েন এর দাম উর্দ্ধমুখী।তাই আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি BNB কয়েন ইথেরিয়ামকে অতিক্রম করবে যা অনেক বেশি দূরে নয়।
Title: Re: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Malam90 on April 17, 2021, 04:23:07 PM
মাত্র ২ মাসের ব্যবধানে বিএনবি ৭৫ ডলার থেকে ৬০০ ডলারে উন্নীত হয়েছে। সামনে বিএনবি টোকেন আরো বার্ণ হবে। বিএসসি বর্তমানে খুবই জনপ্রিয়তা পাচ্ছে। অনেক নতুন প্রজেক্ট আসতেছে। নতুন নতুন ডেক্স চালু হচ্ছে বিধায় বিএনবির চাহিদা এখন তুঙ্গে। তাই ১০০০ ডলার যেতে সময় নিবেনা মনে হচ্ছে। বর্তমানে ইথারিয়াম হোল্ড করার চেয়ে বিএনবি হোল্ডই বেশি লাভ জনক।
Title: Re: BNB সব রেকর্ড ভেঙ্গে ৭৫.৫০ ডলারে স্পর্শ করেছে।
Post by: Rokon5 on June 06, 2021, 06:02:19 AM
আমরা দেখেছি যে BNB কয়েন একের পর এক রেকর্ড অর্জন করেছে।
বর্তমানে সব কয়েন এর দাম অনেক কমে গেছে কিন্তু BNB সব রেকর্ড ভেঙ্গে দিবে।