Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: babu10 on February 06, 2021, 05:16:34 PM

Title: সেলসিয়াস নেটওয়ার্ক তার ব্যবহারকারীদের স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে।
Post by: babu10 on February 06, 2021, 05:16:34 PM
ক্রিপ্টো ব্যাংকিং এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের ব্যবহারকারীদের অপ্রত্যাশিত ঝুকি থেকে রক্ষা পাবার জন্য স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে যা ক্রিপ্টো ব্যাংকিং জগতে একটি মাইলফলক বলে আমি মনে করি। এর মধ্য দিয়ে মানুষ আরও সুরক্ষা পাবে ক্রিপ্টো লেনদেনএ এবং আরো বেশী সংখ্যক মানুষ এই ক্রিপ্টো ব্যাংকিং ব্যবস্থার দিকে ঝুঁকবে।

আপনাদের মতামত আশা করছি।

সূত্র : https://coinmarketcap.com/headlines/news/celsius-ceo-alex-mashinsky-announces-self-insurance-all-its-users-coins/
Title: Re: সেলসিয়াস নেটওয়ার্ক তার ব্যবহারকারীদের স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে।
Post by: Lutera94 on February 06, 2021, 05:50:38 PM
আসলে এত এত শুভনিউজ আসছে ক্রিপ্টোর ব্যাপারে মাঝে অবিশ্বাস্য লাগে তার মধ্যে এই নিউজটি অন্যতম। আমি মনে করি এভাবে চলতে থাকলে বাংলাদেশের সরকার খুব তারতারি ক্রিপ্টোর ব্যাপারে সবুজ সংকেত দিবে।
Title: Re: সেলসিয়াস নেটওয়ার্ক তার ব্যবহারকারীদের স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে।
Post by: babu10 on February 07, 2021, 06:48:58 AM
আসলে এত এত শুভনিউজ আসছে ক্রিপ্টোর ব্যাপারে মাঝে অবিশ্বাস্য লাগে তার মধ্যে এই নিউজটি অন্যতম। আমি মনে করি এভাবে চলতে থাকলে বাংলাদেশের সরকার খুব তারতারি ক্রিপ্টোর ব্যাপারে সবুজ সংকেত দিবে।

আপনি সত্যিই বলেছেন। আমি চাই এমন আরো অনেক নিউজ হোক এবং অন্যরাও তাতে উৎসাহ পাবে এবং এখনো যাদের মনে ক্রিপ্টোকারেন্সি নিয়ে দ্বিধাদন্দ আছে তারা নিদ্বিধায় এখান কাজ করতে আসবে, মার্কেট দিনকে দিন উপরে যাবে।
Title: Re: সেলসিয়াস নেটওয়ার্ক তার ব্যবহারকারীদের স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে।
Post by: Malam90 on February 13, 2021, 01:32:29 PM
সেলসিয়াস কয়েনটা আমি সেই হাফ ডলার থেকে দেখেই এসেছি। একজন আমাকে বলেছিলো এটা কিনতে। আমি আগ্রহ করিনি। এখন ‍বুঝি সেলসিয়াস কয়েনটা কেমন। ভালো প্রজেক্ট তাই ভালো ভালো অফার দিবে। এক্ষেত্রে সেলসিয়াস নেটওয়ার্ক তার ব্যবহারকারীদের যে বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে আগে কখনো এমন উদ্যোগ চোখে পড়েনি।
Title: Re: সেলসিয়াস নেটওয়ার্ক তার ব্যবহারকারীদের স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে।
Post by: ttcsalam on February 21, 2021, 05:25:04 PM
ক্রিপ্টো ব্যাংকিং এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের ব্যবহারকারীদের অপ্রত্যাশিত ঝুকি থেকে রক্ষা পাবার জন্য স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে যা ক্রিপ্টো ব্যাংকিং জগতে একটি মাইলফলক বলে আমি মনে করি। এর মধ্য দিয়ে মানুষ আরও সুরক্ষা পাবে ক্রিপ্টো লেনদেনএ এবং আরো বেশী সংখ্যক মানুষ এই ক্রিপ্টো ব্যাংকিং ব্যবস্থার দিকে ঝুঁকবে।

আপনাদের মতামত আশা করছি।

সূত্র : https://coinmarketcap.com/headlines/news/celsius-ceo-alex-mashinsky-announces-self-insurance-all-its-users-coins/
অনেক সুন্দর উদ্যেগ গ্রহন করেছে তারা এটা তো অনেক ভালো সংবাদ । ভালো কয়েন গুলো ভালো করবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া । এটা থেকে অনেক নতুন নতুন কারেন্সী গুলো শিক্ষা গ্রহন করবে এবং তারাও এধরনের উদ্দ্যেগ গ্রহন করবে বলে আশা করা যায়।
Title: Re: সেলসিয়াস নেটওয়ার্ক তার ব্যবহারকারীদের স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে।
Post by: Tubelight on March 19, 2021, 04:42:15 PM
এই ধরনের নিউজ মাঝে মাঝে আমাদের কাছে একদম অনাকাঙ্ক্ষিত বা অবিশ্বাস্য মনে হয়।তবে দুঃখের বিষয় এত এত সুবিধা থাকা শর্তেও এর পূর্ণাঙ্গ সুবিধা বা এর পূর্ণাঙ্গ ব্যবহার আমরা করতে পারছি না। কারণ আমাদের দেশে এখন পর্যন্ত বিটকয়েন অনুমোদন পায়নি। তবে বাংলাদেশ সরকারের উচিত এখন বাংলাদেশে বিটকয়েন কে বৈধতা দেওয়া।
Title: Re: সেলসিয়াস নেটওয়ার্ক তার ব্যবহারকারীদের স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে।
Post by: Mist Joya on March 19, 2021, 07:20:38 PM
ক্রিপ্টো ব্যাংকিং এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের ব্যবহারকারীদের অপ্রত্যাশিত ঝুকি থেকে রক্ষা পাবার জন্য স্ব-স্ব বীমার আওতায় আনার ঘোষনা দিয়েছে যা ক্রিপ্টো ব্যাংকিং জগতে একটি মাইলফলক বলে আমি মনে করি। এর মধ্য দিয়ে মানুষ আরও সুরক্ষা পাবে ক্রিপ্টো লেনদেনএ এবং আরো বেশী সংখ্যক মানুষ এই ক্রিপ্টো ব্যাংকিং ব্যবস্থার দিকে ঝুঁকবে।

আপনাদের মতামত আশা করছি।

সূত্র : https://coinmarketcap.com/headlines/news/celsius-ceo-alex-mashinsky-announces-self-insurance-all-its-users-coins/
  আপনি ঠিক কথাটাই বলেছেন ভাই এই বীমার আওতায় যদি তাদের কাস্টমার দের কে নিয়ে আসা হয় তাহলে তাদের পাশাপাশি নতুনরাও অনেক বেশী আকৃষ্ট হবে এই ক্রিপ্টো জগতে আসার জন্য ।  এরকম পদক্ষেপ আসলে কিপটো জগতের জন্য খুবই ভালো ।