Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 07, 2021, 02:27:07 AM

Title: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Malam90 on February 07, 2021, 02:27:07 AM
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।

তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।

নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে  আগে কাজ শুরু করুন। 

কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক।

কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের  নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Casual on February 07, 2021, 02:52:31 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আশা করি আপনার এই পোস্টটি পড়ে সবাই কপি পেস্ট করা বন্ধ করে দেবে।ভাই আমি জানি আপনি সবসময় বাংলা বোর্ডকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেদিকেই কাজ করছেন।আসলে আমাদের এই বাংলা বোর্ডে আমি দেখেছি আপনি কোন ভুল হলে অবশ্যই তাকে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দেন।আর কেউ যদি গ্লোবাল সেকশনে পোস্ট করতে চায় বাঙালি ভাইয়েরা তাহলে অবশ্যই যে কয়টা পোস্ট গ্লোবাল সেকশনে দেওয়া প্রয়োজন সে কয়টায় সেখানে দিবেন আর তাছাড়া বাকি পোস্টগুলো বাংলা সেকশনে দিলে বেটার হবে। দেখা গেল পোস্টার কোয়ালিটি গুলো ভালো হবে সেই সাথে সাথে ফোরামের উন্নতি ঘটবে।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: ttcsalam on February 07, 2021, 05:53:25 AM
আমরা বাংলাভাষায় যারা অভ্যাস্ত তারা এই কাজ টা অনেকে করে থাকি । এটা আসলে ইংলিশে দুর্বলতার থেকে অনেকে করে থাকেন।তবে এটাকে আমি গোল্বাল সেকশনে না করার জন্য পরিচিত জন দের কে অনেক বেশি উৎসাহিত করি।এবং নিজেও সর্তক থাকবো। আমরা বিভিন্ন এ্যাপস ব্যাবহার করে বাংলা খেকে ইংলিশ করতে পারি তারপর সেখান থেকে দেখে দেখে লিখতে পারি। শুধুমাত্র যারা দুর্বল আছি। তবে কপি পেষ্ট না করি।একটা আইডি নষ্ট অনেক অনেক ক্ষতি।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Bony11 on February 07, 2021, 06:14:03 AM
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার পোস্টটি পড়ে সবাই কপি পেস্ট থেকে বিরত থাকবে। এই ফোরামের বাংলা বোর্ড অনেক বন্ধুত্বপূর্ণ এখানে কেউ যদি কোনো ভুল করে বা কপি-পেস্ট করে থাকে। তাহলে আমাদের মডারেটর ভাই তাকে খুব সুন্দর ভাবে পিএম দিয়ে তাকে বুঝিয়ে দিয়ে থাকে। কিন্তু গ্লোবাল সেকশনে সেটা হয় না।গ্লোবাল সেকশনে যদি কেউ কোন কপি পেস্ট করে।তাহলে গ্লোবাল সেকশনের মডারেটর তাকে সাথে সাথে তার বিরুদ্ধে আইনগত একশন নিয়ে থাকে। কিন্তু এদিক থেকে আমাদের বাংলা বোর্ড ভিন্ন।তাই আমরা আশা করি মডারেটর ভাইয়ের কথামতো সবাই কপি পেস্ট থেকে বিরত থাকব। আর যদি কপি পেস্ট করে থাকি তাহলে সেটা তার নিচে সেই পোষ্টের লিঙ্ক দিয়ে তারপর পোস্ট করব।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: mahid on February 07, 2021, 06:42:57 AM
একটা মনে রাখতে হবে যে হয়তো আমাদের এই বাংলা বোর্ডে আমাদের একজন প্রতিনিধি মড হিসেবে আছে তাই আমরা এখানে একটু ভুল করলেও সেটা উনি কনসিডার করেন কিন্তু বিদেশিরা এরকম করবে না তারা দেখবে যে আপনি রাইট না রং যেটা হবে সেটার উপর একশন নিয়ে নিবে।তাছাঢ়া গ্লোবাল সেকশনে কপি পেস্ট করলে আমাদের ফোরামের মান কমে যায়। যা আমাদের জন্যই ক্ষতি।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Sagor Sarkar on February 07, 2021, 08:58:33 AM
ফর্মে সবার কাছে অনুরোধ কেউ কপি পোস্ট করবেন না। এবং বড় ভাইদের অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান পোষ্টটি করার জন্য । ফ্রম আমি একজন নতুন ইউজার। কপি পোস্ট থেকে আমরা সকলে বিরত থাকব। ধন্যবাদ সকলকে ।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Raayan on February 07, 2021, 11:03:54 AM
হ্যাঁ আপনি খুব একটি ভাল কথা বলছেন যে কপি-পেস্ট সম্পর্কে। তাই আমরা যারা নতুন আছে তাদেরকে সম্পর্কে জানাটা অতীব জরুরী। আর সেই বিষয়টি আপনি তুলে ধরেছেন আমাদের জন্য। তাই দয়া করে কেউ কপি পেস্ট করবেন না এবং আমি নিজেও করবো না।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Apower$ on February 07, 2021, 11:33:55 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক সুন্দর একটি টপিক তৈরি করার জন্য। আশা করি আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে সবাই কপি পেস্ট করা থেকে বিরত থাকবে। এবং আমি নিজেও কঁপি পেস্ট করা থেকে বিরত থাকব।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Riddi on February 07, 2021, 12:02:47 PM
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।

তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।

নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে  আগে কাজ শুরু করুন। 

কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক।

কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের  নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।
 
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে আমি এই ফোরামের কপি পেস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য গুলো জানতে পারলাম। এবং কি বাংলা বোর্ড ও গ্লোবাল সেকশনে কপি পেস্ট করলে মডারেটর ভাইদের দ্বারা কি ধরনের সমস্যা হতে পারে সে সম্পর্কে জানতে পারলাম।আশাকরি আপনার কথামতো কপি পেস্ট থেকে বিরত থাকার চেষ্টা করব।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Malam90 on February 07, 2021, 01:39:04 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক সুন্দর একটি টপিক তৈরি করার জন্য। আশা করি আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে সবাই কপি পেস্ট করা থেকে বিরত থাকবে। এবং আমি নিজেও কঁপি পেস্ট করা থেকে বিরত থাকব।

সবাইকে সতর্ক করার জন্যই আমাদের এই প্রয়াস। কোন বাংলাদেশী বা বাংলা ভাষী ফোরামে কপি পেস্ট করে ধরা খেলো আর সেটা আমাদের নজরে আসলে আমাদের লজ্জা লাগে। মডরা আমাদের জিজ্ঞাসা করে আপনারা লোকাল সেকশনে তাদের জানিয়ে দেন না যে কপি পেস্ট করা যাবেনা। তখন যদিও বলি যে বলে দিছি তারপরেও আমাদের সচেতনতা বাড়ছেনা। সবার সচেতন হওয়াটা জরুরী।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: babu10 on February 07, 2021, 03:53:11 PM
আপনার কথাগুলো সবসময় মনযোগদিয়ে পড়ি এবং মেনে চলার চেষ্টা করি। অনেক গুরুত্বপূর্ন একটা পোষ্ট করেছেন যেটা আমাদের আরো সতর্কতার সহিত কাজ করতে সাহায্য করবে। কপি করাটা একধরনের চুরি বলে মনে করি কেন আমরা তা করতে যাব? তার চেয়ে নিজের জ্ঞানকে বিকশিত করে নিজের মতো করে পোষ্ট করাটাই শ্রেয়।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: AlviNess on February 07, 2021, 04:50:24 PM
অন্যের পোস্ট কপি করা বা অন্য জায়গায় থেকে বিভিন্ন টেক্সকপি করে পেস্ট করা অনেকটাই চুরি বা প্রতারণার মত একটি জঘন্য কাজ। আমাদের অবশ্যই এই ধরনের জঘন্য কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ বাংলা বোর্ডের কেউ যদি গ্লোবাল সেকশনের সেকশন ই হোক না কেন কপি পেস্ট করে তাহলে সে ক্ষেত্রে দূর নামটা বাংলা বোর্ডের হয়ে থাকে। তাই আমাদের অবশ্যই কপি পেস্ট থেকে বিরত থাকতে হবে।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Rafiq on February 07, 2021, 06:42:41 PM
অন্যের পোস্ট কপি পেস্ট করা আমি মনেকরি এটি চুরির সমতুল্য, ঘৃণিত কাজ। এধরণের জঘন্যতম কাজ কারোই করা উচিত নয়, এতে ফোরাম আইডি নষ্ট হওয়ার চান্স থাকে। বাঙালি হিসেবে আপনি খুব দরদ দিয়ে দেখেন, ভূল করলে আমাদের শুধরানোর সুযোগ দেন, যেটা আমাদের বড় প্রাপ্তি। তবে গ্লোবাল সেকশনে এ ধরণের কাজ করলে কেউ রক্ষা পাবেন না বলে আমার বিশ্বাস।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: iRan Chy on February 07, 2021, 08:47:12 PM
ধন্যবাদ ভাই, এ বিষয়ে জানিয়ে দেয়ার জন্য। আসলে আমিও জানতাম না কপি পেস্ট করলে স্পাম ধরে এটা। যদিও আমি কখনো করিনি। তবুও এখন জেনে সতর্ক হয়ে গেলাম। ভবিষ্যতে কখনো করা হবেনা।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Malam90 on February 08, 2021, 10:23:50 AM
ধন্যবাদ ভাই, এ বিষয়ে জানিয়ে দেয়ার জন্য। আসলে আমিও জানতাম না কপি পেস্ট করলে স্পাম ধরে এটা। যদিও আমি কখনো করিনি। তবুও এখন জেনে সতর্ক হয়ে গেলাম। ভবিষ্যতে কখনো করা হবেনা।

কপি পেস্ট আর স্পাম এক জিনিস নয়। স্পাম  নিয়ে আরো পোস্ট আছে সেগুলো পড়তে পারেন। কপি পেস্ট করলে প্লাগরিজম ধরা হয় এবং শাস্তি স্বরুপ আইডিতে স্ট্রাইক দেওয়া হয়।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: iRan Chy on February 09, 2021, 05:35:08 PM
ধন্যবাদ ভাই, এ বিষয়ে জানিয়ে দেয়ার জন্য। আসলে আমিও জানতাম না কপি পেস্ট করলে স্পাম ধরে এটা। যদিও আমি কখনো করিনি। তবুও এখন জেনে সতর্ক হয়ে গেলাম। ভবিষ্যতে কখনো করা হবেনা।

কপি পেস্ট আর স্পাম এক জিনিস নয়। স্পাম  নিয়ে আরো পোস্ট আছে সেগুলো পড়তে পারেন। কপি পেস্ট করলে প্লাগরিজম ধরা হয় এবং শাস্তি স্বরুপ আইডিতে স্ট্রাইক দেওয়া হয়।

ওহ! ঠিক আছে ভাই, আজকেই পড়ব। আর আপনাকে ধন্যবাদ। আমার ভুল ধারণাকে সংশোধন করে দেওয়ার জন্য। আমি মনে করেছিলাম কপি পেস্ট করলে স্পামিং ধরে। আপনার রিপ্লাইয়ের মাধ্যমে আরও ক্লিয়ার হলো।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Markuri33 on February 09, 2021, 05:43:26 PM
আসলে আমি বলব যারা গ্লোবাল সেকশনে গিয়ে অনেক কপি-পেস্ট করছেন অনেকেই স্পাম করছেন দয়া করে বন্ধ করে দিন। আপনাদের জন্য কিন্তু আমাদের বাঙালিদের ওপর এসে পড়ে। ভুল করবেন আপনি আর সেই ভুলের মাশুল দিতে হবে সবাইকে সেটা কিন্তু ঠিক নয়।জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে গ্লোবাল সেকশনের গিয়ে যেন আমরা অনেক সুন্দরভাবে পোষ্ট করতে পারি। আমরা গ্লোবাল সেকশনে গিয়ে কখনোই পোস্ট করব না বা আজে বাজে পোস্ট করব না। আমরা সবাই চেষ্টা করব গ্লোবাল সেকশনে গিয়ে ভালো মানের পোস্ট দেওয়ার জন্য।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Malam90 on February 10, 2021, 02:29:14 AM
আসলে আমি বলব যারা গ্লোবাল সেকশনে গিয়ে অনেক কপি-পেস্ট করছেন অনেকেই স্পাম করছেন দয়া করে বন্ধ করে দিন। আপনাদের জন্য কিন্তু আমাদের বাঙালিদের ওপর এসে পড়ে। ভুল করবেন আপনি আর সেই ভুলের মাশুল দিতে হবে সবাইকে সেটা কিন্তু ঠিক নয়।জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে গ্লোবাল সেকশনের গিয়ে যেন আমরা অনেক সুন্দরভাবে পোষ্ট করতে পারি। আমরা গ্লোবাল সেকশনে গিয়ে কখনোই পোস্ট করব না বা আজে বাজে পোস্ট করব না। আমরা সবাই চেষ্টা করব গ্লোবাল সেকশনে গিয়ে ভালো মানের পোস্ট দেওয়ার জন্য।


গ্লোবাল সেকশনে কে কোথায় কি ধরণের পোস্ট করতেছে তার অধিকাংশই আমার চোখে পড়ে। অনেকেরই পিএম দিয়ে ধরিয়ে দেই যাতে দ্রুত ঠিক করে নিতে পারে। কেউ খারাপ করলে সেটার খারাপ প্রভাব আমাদের বাংলাদেশী কমিউনিটির উপর পড়ে। তাই সকলের চেষ্টা থাকবে কমিউনিটির সুনাম যাতে বজায় থাকে সেটার প্রতি খেয়াল রাখা।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: SMACK on February 10, 2021, 09:25:30 AM
আপনি অনেক মূল্যবান একটি পোস্ট তৈরী করেছেন। এই পোস্ট টি আমরা যারা নতুন সদস্য হয়েছি তাদের জন্য অনেকটাই ইনপরটেন একটি টপিকঃ কারণ আমরা যারা নতুন সদস্য রয়েছে কেউ জানিনা যে গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট করা যায় কিনা। এই পোস্টটি থেকে আমরা যারা নতুন সদস্য হয়েছি তারা হয়তো আর স্পাম পা কপি করবে না।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Malam90 on February 18, 2021, 04:33:55 AM
গ্লোবাল সেকশনের আওতায় বাউন্টি সেকশনও পড়ে। সেখানে অনেকেই স্পাম করতেছেন। রিপোর্ট আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সাবধান না হলে করার কিছু থাকবেনা।
আবার টপিক করেছি, এরপরেও না শুধরালে বাংলা কমিউনিটির বদনাম= https://www.altcoinstalks.com/index.php?topic=193081.0
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Milon626 on March 02, 2021, 12:11:15 PM
আমি মনে করি যে গ্লোবাল সেকশনই হোক আর লোকাল বোর্ডই হোক উভয় স্থানেই কপি পেস্ট এক ধরনের অপরাধ।  আর এর জন্য  স্পামার কে অবশ্যই শাস্তি পেতে হয়।  তবে আমাদের মডারেটর ভাই খুব আন্তরিক হওয়ার ফলে আমরা অনেক অপরাধ করেও পার পেয়ে যাই।  কিন্তু আমাদের বাংলাদেশের সম্মান রক্ষার্থে তো বাউন্টিতে বা গ্লোবাল সেকশনে   আমাদের       কপি পেস্ট বন্ধ করা উচিৎ।                   
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Rockalo on March 03, 2021, 06:10:41 AM
চুরির অপরাধে অনেকের অ্যাকাউন্ট স্ট্রাইক দেওয়া হয়। এটি মডারেটররা করে থাকেন।তবে এখানে প্রত্যেক ইউজারের হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে। আমি নিজে সচেতন থাকবো ও অন্যকে সচেতন রাখার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, কেউ যেন কপি পেস্ট না করে।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Goldlife on March 10, 2021, 08:33:16 AM
একটা মনে রাখতে হবে যে হয়তো আমাদের এই বাংলা বোর্ডে আমাদের একজন প্রতিনিধি মড হিসেবে আছে তাই আমরা এখানে একটু ভুল করলেও সেটা উনি কনসিডার করেন কিন্তু বিদেশিরা এরকম করবে না তারা দেখবে যে আপনি রাইট না রং যেটা হবে সেটার উপর একশন নিয়ে নিবে।তাছাঢ়া গ্লোবাল সেকশনে কপি পেস্ট করলে আমাদের ফোরামের মান কমে যায়। যা আমাদের জন্যই ক্ষতি।
ভাই আপনি একদম সত্য কথা বলেছেন কারণ বাংলাদেশে মডারেটর হিসেবে আমাদেরকে অনেক সেক্রিফাইস করেন যদি বিদেশিরাও ফোরাম চালাতো তাহলে কিন্তু এতটা সেক্রিফাইস কোনদিন ঘটনা তার সাথে সাথে আইডি ব্যান্ড করে দিত। তাই আমরা বাংলা মডারেটরকে ধন্যবাদ জানাই যে যিনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পড়ানো পরিচালনা করছেন । কাজে আমরা যারা এখানে কাজ করে তারা প্রতিনিয়ত কোয়ালিটি সম্পন্ন হবে এতে করে আমাদের ফোরামের অনেক উন্নতি হবে ।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Malam90 on March 17, 2021, 06:08:10 PM
এতকিছু বলার পরেও মাছুম নামের একজন বিটকয়েন ফোরামে আজ কপি পেস্ট করেছে। কিছু  লোকের কারনে দেশের সুনাম হানি হচ্ছে।  :(
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: kulkhan on March 17, 2021, 06:45:34 PM
 আমার মনেহয় আপনি এতবার সতর্ক করার পরও যারা এই কাজ থেকে বিরত হচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারন আপনি সহ যারা বাংলা বোর্ডকে ভালো অবস্থানে নিতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সাথে এটা একটা বেয়াদবি। আমরা চাই বাংলা বোর্ড বিশ্ব দরবারে ভালো অবস্থান তৈরি করুক তাতে আমাদেরই মঙ্গল। কিন্তু অল্প কিছু সংখ্যক লোকের জন্য যদি এটা বাধাগ্রস্থ হয় তাহলে সেটা সবার জন্যই খারাপ। তাই আমি বলব এদেরকে লাষ্টবারের জন্য সতর্ক করে দেন।  আমরা চাই বাংলা বোর্ড একটা স্পাম মুক্ত পরিচ্ছন্ন এবং অনুকরণীয় একটা বোর্ড হবে।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Sonjoy on March 18, 2021, 02:20:12 AM
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন কারণে ইদানিং কিন্তু স্প্যামিংয়ের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে কারণ যারা নতুন আইডি ব্যাকআপ করতেছে তারা কিন্তু এই কাজগুলো বেশি করতেছে তারা কিন্তু ছোট ছোট কপি করে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পোস্ট করতেছে এতে করে ফোরামের কোয়ালিটি কিন্তু নষ্ট হচ্ছে এতে এর থেকে বাঁচার জন্য অবশ্যই এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে কিন্তু গ্রামের অনেক ক্ষতি হয়ে যেতে পারে
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: ExtraPoint on March 18, 2021, 04:31:39 AM
আমরা যারা এই বাংলা বোর্ডে কাজ করি তাদের অধিকাংশই কিন্তু ইংরেজি ভালোভাবে বুঝে না। তাই তারা গ্লোবাল সেকশন গিয়ে না বুঝেই কপি পেস্ট করে। এতে কিন্তু আমাদের দেশের সুনাম হানি হচ্ছে। আমরা সবাই গ্লোবাল সেকশনে গিয়ে কপি পোস্ট করা এবং স্পামিং করা থেকে বিরত থাকব। আমরা সবাই ফোরামে রুলস গুলো মেনে চলার চেষ্টা করব এবং ফোরামের রুলস অনুযায়ী কাজ করব।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: moonstar24 on March 18, 2021, 04:42:26 AM
দিন দিন আমাদের ফোরামে স্পামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের ফোরামে অনেক ভাই আছে যারা কপি পেস্ট এবং স্পামিং এর সাথে জড়িত।  তারা ইংরেজি ভালো ভাবে বুঝে উঠতে পারে না কিন্তু ঠিকই ইংরেজিতে পোস্ট করতে যায়।  যার ফলে তারা কপি পেস্ট এর পথ অবলম্বন করে থাকে।  এতে আমাদের বাংলাদেশের সম্মানহানি হচ্ছে।                             
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Mist Joya on March 18, 2021, 06:57:31 AM
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।

তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।

নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে  আগে কাজ শুরু করুন। 

কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক।

কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের  নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।
  আমি একদম নতুন ভাই আমি এত কিছু বুঝতাম না কিন্তু আপনার পোস্টটি পড়ে অনেক কিছু বুঝতে পারলাম যে গ্লোবাল সেকশনে কপি পেস্ট করা আইডির জন্য ক্ষতিকর ।  বেক্তিগত ভাবে নিজে যা জানি সেটা দিয়ে  টপিকস  তৈরি করা এবং পোস্টে কমেন্ট করাটাই  ভালো
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Fighter on March 18, 2021, 09:20:45 AM
ভাই ভালো একটি পোস্ট করেছেন। আমি নতুন ইউজার হওয়ায় একটু সতর্ক হলাম এই পোস্ট পড়ে। আমি কখনো না বুঝে গলবাল সেকশনে স্পামিং বা কপি পেস্ট করব না। ধন্যবাদ ভাইয়া
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Afnan on March 18, 2021, 05:05:03 PM
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।

তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।

নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে  আগে কাজ শুরু করুন। 

কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক।

কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের  নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।
ক্রিপ্টো মার্কেটের সকল নতুন ইউজারদের জন্য এই পোস্টটি খুবই জরুরি। তাই ক্রিপ্টো মার্কেটের সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা নতুন ইউজার আছি সবাই কপি পেস্ট থেকে বিরত থাকবো। ক্রিপ্টো মার্কেটের কাজটা কি সেটা যদি আমরা ভালোভাবে জেনে বুঝে নিতে পারি তাহলে আমার মনে হয় না যে কারো পোস্ট আমাদের কপি করতে হবে। সুতরাং আমরা যারা নতুন ইউজার কাজ করছি আগে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ভালোভাবে  ধারণা নেবো।     
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Rony on March 19, 2021, 03:59:48 AM
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।

তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।

নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে  আগে কাজ শুরু করুন। 

কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক।

কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের  নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।
ক্রিপ্টো মার্কেটের সকল নতুন ইউজারদের জন্য এই পোস্টটি খুবই জরুরি। তাই ক্রিপ্টো মার্কেটের সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা নতুন ইউজার আছি সবাই কপি পেস্ট থেকে বিরত থাকবো। ক্রিপ্টো মার্কেটের কাজটা কি সেটা যদি আমরা ভালোভাবে জেনে বুঝে নিতে পারি তাহলে আমার মনে হয় না যে কারো পোস্ট আমাদের কপি করতে হবে। সুতরাং আমরা যারা নতুন ইউজার কাজ করছি আগে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ভালোভাবে  ধারণা নেবো।     
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাইয়া এমন একটি মূল্যবান পোষ্ট করার জন্য গ্লোবাল সেক্স হবে এবং স্প্যাম বা কবে থেকে বিরত থাক এই কথাটি দ্বারা অনেক উপকৃত হয়েছি। আমরা অনেকেই গ্লোবাল সেকশনে স্প্যাম ও কপি-পেস্ট করে থাকি যা আমাদের জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে। কখনো নিজের আইডি কেমনে বিপদের পথে ঠেলে দেবেন না।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Tepona on March 19, 2021, 04:03:06 AM
আমাদের বাংলাদেশের অনেকগুলো মডারেটর আছেন, যারা প্রতিনিয়ত স্পামিং এর বিরুদ্ধে যুদ্ধ করে রাখছেন। আমাদের বাংলাদেশী মডারেটররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে ফোরামে। বর্তমানে আমাদের বাংলা বোর্ডকে ভালো অবস্থানে নিয়ে যেতে কঠোর পরিশ্রম ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে মালাম ভাই। ভবিষ্যতেও স্পামিং গুলা শনাক্ত করতে আমরা তাকে সাহায্য করবো।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Rothi roy on March 19, 2021, 06:44:29 AM
Malam90 ভাই অনেক সুন্দর ও গুছিয়ে পোস্ট করে যা আমার অনেক ভালো লাগে।
আমি ফোরামে নতুন হাওয়ায় সব সময় সিনিয়র ভাইদের পোস্টগুলো থেকে শেখার চেষ্টা করি। বিশেষ করে আপনার পোস্ট থেকে আমরা যারা নতুন আছি আমাদের শেখানো তো অনেক কিছু আছে।
আর হ্যাঁ অবশ্যই আমরা সবাই গ্লোবাল সেকশনে কপি পোস্ট থেকে বিরত থাকব।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Damrai5$ on March 19, 2021, 07:24:59 AM
অবশ্যই আমাদের গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করা বাদ দিতে হবে। তা না হলে দেখা যায় আমাদের বাংলাদেশীদের নামে আরও দুর্নাম বের হবে। কয়েকদিন আগেও কিন্তু আমাদের শুধু বাঙ্গালীদের নামে অনেক বড় একটা দুর্নাম বের হয়েছে। তাই আমাদের উচিত আমরা যেন কখনোই আর গ্লোবাল সেকশনে গিয়ে গবেষণা করি। এবং কি কখনই দুর্নীতি করার চেষ্টা করব না ইনশাল্লাহ।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Mist Joya on March 19, 2021, 01:48:00 PM
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।

তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।

নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে  আগে কাজ শুরু করুন। 

কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক।

কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের  নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।
  হ্যাঁ ভাই গ্লোবাল সেকশনে আমাদের সকলেরই পোস্ট করতে গিয়ে সচেতন হিসেবে পোস্ট করা উচিত কারণ বাংলা ফোরামে ভুল হলে আমাদের বাংলাদেশে সিনিয়র ভাইরা সতর্ক করে দিতে পারেন কিন্তু গ্লোবাল সেকশনে তমাদের বাংলাদেশী কোন ভাই নেই তারা কিভাবে সহযোগিতা করবে। তাই আমাদের সকলের উচিত গ্লোবাল সেকশনে পোস্ট করলে অবশ্যই  বোঝে  শুনে পোস্ট করা উচিত।  আমরা সকলে  কপি পেস্ট  থেকে বিরত থাকি এবং স্প্যামিং থেকে বিরত থাকি  ।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Tubelight on March 19, 2021, 04:57:18 PM
ফোরামের অনেক সদস্য আছে যারা বিভিন্ন গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট এবং স্পামিং করে থাকে যা আমি মনে করি আমাদের বাংলা বোর্ডের জন্য বিষয়টা অনেক দুর্ভাগ্যের। তাই আমাদের উচিত বাংলা বোর্ডের স্বার্থে কপি পেস্ট এবং স্পাম বন্ধ করা। আশাকরি সকলেই কপি পেস্ট এবং স্পাম থেকে বিরত থাকবেন।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Magepai on March 20, 2021, 06:46:54 AM
আসলে দেখা গেছে ভাই আপনি এতবার নিষেধ করার পরেও যারা সেকশনে গিয়ে কপি পেস্ট বা স্পাম করবে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যারা ফোরামে কয় বেস্ট করবে বাস্কাম করবে আমি তাদের অনুরোধ করবো আপনারা কখনোই গ্লোবাল সেকশনে কি এরকম কাজ করবেন না।এখন কিন্তু ফোরামের সম্পূর্ণ নিয়ম আলাদা তাই দয়া করে সবাই স্পাম থেকে বেরিয়ে আসুন যদি কেউ স্পাম করে থাকেন।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Mj joy on March 20, 2021, 07:53:34 AM
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।

তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।

নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে  আগে কাজ শুরু করুন। 

কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক।

কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের  নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।
  ভাই আপনি খুব সুন্দর সতর্কতামূলক একটি পোস্ট করেছেন আমি পোস্টটি পড়ে অনেক আনন্দিত এবং এই পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম গ্লোবাল সেকশনে  কপি পেস্ট  করলে আসলে অনেক প্রবলেম  কারণ  হচ্ছে গ্লোবাল সেকশনে আমাদের বাংলাদেশী কোন ভাই  নেই যে আমাদেরকে সতর্ক করে দেবে এবং আমাদের সাহায্য করবে তাই আমি বলব লবণ শোষণ থেকে কপি-পেস্ট বিরত রাখুন আমাদের বাংলা ফোরামেও এটা করা যাবে না কারণ এটা ফোরামের রুলস এর বাইরে পড়ে ।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Dark Knight on March 20, 2021, 09:17:22 AM
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।

তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।

নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে  আগে কাজ শুরু করুন। 

কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক।

কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের  নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।
আমি আপনার সাথে একমত পোষণ করছি। ইদানিং দেখা যাচ্ছে অনেকেই বুঝে না বুঝে গ্লোবাল সেকশনে গিয়ে স্প্যাম ও কপি পেস্ট করছে। তাই যারা এই কাজগুলো করে আমি তাদেরকে অনুরোধ করছি তারা যাতে গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট এবং স্পামিং করা থেকে বিরত থাকে। এটা আমাদের দেশের সম্মানহানি হয়। আমাদের দেশের সম্মান বজায় রাখুন এবং নিজেদের সম্মান বজায় রাখুন।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Azharul on April 06, 2021, 09:45:59 AM
এ রকম সতর্কতামূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।কারণ আমরা অনেক সময় না বুঝে গ্লোবাল সেকশন এ গিয়ে স্পাম ও কপি পেস্ট করে থাকি।যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক।কেননা আমরা যখন অন্যের লেখা দেখে স্পাম ও কপি পেস্ট করি,সেক্ষেত্রে আমাদের নিজেদের অবস্থান অনেক সময় অনেক দুর্বল প্রমাণিত হয়।আমাদের উচিত গ্লোবাল সেকশন এ নিজের দক্ষতার বা মতামত এর পরিচয় প্রমাণ করা। তানা হলে আমাদের নেগেটিভ কারমা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি।তাই আমি ফোরামের সকল ভাইদের বলবো আসুন আমরা সবাই যারা ফোরামে কাজ করছি তারা সবাই যেনো এই বিষয়ে সচেতন হই।তাহলে আমরা অবশ্যই আমাদের সফলতা অর্জন করতে পারবো।
Title: Re: গ্লোবাল সেকশনে স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন।
Post by: Centus on April 06, 2021, 09:56:31 AM
কপি পেস্ট একদমই করিনা। নিজে যদি লিখতে না পারি তাহলে পোস্ট করব না। তারপরে কখনো কপি পেস্ট করব না। তবে অনেক নতুন ইউজার দেখি যারা শুরুতেই এসে কপি-পেস্ট শুরু করে দেয়। সবাইকে সতর্ক হওয়া উচিত।