Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 08, 2021, 01:36:36 AM
-
সিনেটে নতুন প্রস্তাব পাশ!
এখন থেকে কারমা দিতে পারবেন নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংক থেকে।
আগে ১২০ একটিভিটি হলে কারমা দিতে পারতো।
১২০ একটিভিটিতে এক সময় সিনিয়র মেম্বার র্যাংক ছিলো। পরে আপডেট করা হলে ফুল মেম্বার হয় ১৩৬ একটিভিটিতে এবং সিনিয়র মেম্বার র্যাংক করা হয় ৩১০ একটিভিটিতে।
র্যাংকের জন্য একটিভিটি ১২০ থেকে ৩১০ করা হয়েছিলো কিন্তু কারমার জন্য একটিভিটি বাড়ানো হয়নি।
তাই এটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনার পর ৩৮ ভোটের মধ্যে সর্বাধিক ২২ ভোট পেয়ে চুড়ান্ত হলো যে এখন থেকে কারমা দিতে হলে নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংকধারী হতে হবে।
(https://i.imgur.com/2l6SLDk.jpg)
এর মধ্যে সিনেটরদের ভোট কে কোন প্রস্তাবে ভোট দিছেন-
হিরো মেম্বার এবং তদূধ্ব ভোট= hair, dragononcrypto, Zed0x
সিনিয়র মেম্বার এবং তদূর্ধ্ব ভোট= Mbah Jenggot, Malam90, CryptoGirl, alltalk, heyod hewow
থাকুক ফুল মেম্বার এবং তদূর্ধ্ব ভোট= MrSpasybo, bubbalex, mnixxo, epidemia
র্যাংক ভিত্তিক কারমা সিস্টেমে আগ্রহ নেই= trendcoin
এর অর্থ সিনিয়র মেম্বার এবং তদূর্ধ্ব (যারা হিরো এবং উর্দ্ধে ভোট দিয়েছেন সহ) ৯ ভোট পেয়েছেন। অন্যান্য মিলে মোট ২২ ভোট পেয়েছেন।
সিনেট প্রস্তাবের ইংরেজি টপিক লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=190651.0
-
মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো একটি কাজ করেছেন আপনি। অনেক সময় দেখা গেছে যে কয়টা পোস্ট করা হয়েছে তার থেকে বেশি সে পজিটিভ কারমা পেয়েছে। পোস্ট এর মান যেমনই হোক তার পরেও সে কারমা পেয়েছে। আমার বিশ্বাস এখন থেকে আর সেরকমটা হবে না।
মালাম ভাই এরকম কারমা দেওয়ার বিষয়টা কি এখন থেকেই চালু হয়েছে??
-
মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো একটি কাজ করেছেন আপনি। অনেক সময় দেখা গেছে যে কয়টা পোস্ট করা হয়েছে তার থেকে বেশি সে পজিটিভ কারমা পেয়েছে। পোস্ট এর মান যেমনই হোক তার পরেও সে কারমা পেয়েছে। আমার বিশ্বাস এখন থেকে আর সেরকমটা হবে না।
মালাম ভাই এরকম কারমা দেওয়ার বিষয়টা কি এখন থেকেই চালু হয়েছে??
প্রস্তাব পাশ হয়েছে এখন যে কোন সময়ে এডমিন সেটা বাস্তবায়ন করবেন। অনেক সময় দেখা যায় ১২০ একটিভিটি হলেই কারমা দিতে গিয়ে নেগেটিভ পজিটিভ নানান তাল গুল্লাই ফেলে। কারমার অপব্যবহার করে তার বড় কারণ হচ্ছে ম্যাচিউরিটি বা পরিপক্বতার বিষয়টা। রাগ করে নেগেটিভ কারমাও দিয়ে দেয় অনেক সময়। তাই সিনিয়র মেম্বার হতে হতে অনেকটা পরিপক্বতা চলে আসে, তখন অপব্যবহার অনেকটা কমে যায় তখন সে তার আইডির ফিউচার নিয়ে ভাবতে শুরু করে।
-
সিনেটে নতুন প্রস্তাব পাশ!
এখন থেকে কারমা দিতে পারবেন নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংক থেকে।
আগে ১২০ একটিভিটি হলে কারমা দিতে পারতো।
১২০ একটিভিটিতে এক সময় সিনিয়র মেম্বার র্যাংক ছিলো। পরে আপডেট করা হলে ফুল মেম্বার হয় ১৩৬ একটিভিটিতে এবং সিনিয়র মেম্বার র্যাংক করা হয় ৩১০ একটিভিটিতে।
র্যাংকের জন্য একটিভিটি ১২০ থেকে ৩১০ করা হয়েছিলো কিন্তু কারমার জন্য একটিভিটি বাড়ানো হয়নি।
তাই এটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনার পর ৩৮ ভোটের মধ্যে সর্বাধিক ২২ ভোট পেয়ে চুড়ান্ত হলো যে এখন থেকে কারমা দিতে হলে নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংকধারী হতে হবে।
(https://i.imgur.com/2l6SLDk.jpg)
সিনেট প্রস্তাবের ইংরেজি টপিক লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=190651.0
ভাই বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আগে ১২০ টি পোস্ট করেই কারমা দেওয়ার যোগ্যতা অর্জন করা সম্ভব ছিলো, যা কিছু কিছু মেম্বার ৯/১০ দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলতো। পরবর্তীতে তারা কখনো বুঝে, আবার কখনো না বুঝেই নেগেটিভ বা পজেটিভ কারমা দিয়ে দিতো। এখন থেকে আর সেইটা সম্ভব হবে না। সিনিয়র মেম্বার হওয়ার পরেই এখন কারমা দেওয়া যাবে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। সিনিয়র মেম্বার হলে কোন পোস্টে কারমা দেওয়া যাবে, আর কোন পোস্টে কারমা দেওয়া যাবে না সেইটা বোঝার এবিলিটি টা অন্তত হয়, যা ১২০ টি পোস্ট করে অর্জন করা সম্ভব নয়।
তাই যতো দ্রুত সম্ভব এই প্রস্তাব টি কার্যকর করার অনুরোধ জানাচ্ছি।
-
@saidul2105
প্রস্তাব অনুমোদন হয়ে গেছে, যে কোন সময়ে সেটা বাস্তবায়ন হবে।
ইতিমধ্যে কিছু প্রস্তাব অনুমোদনের পর বাস্তবায়িত হয়েছে।
এটাও দ্রুত হয়ে যাবে।
আর হা, নূন্যতম সিনিয়র মেম্বার থেকে কারমা দেওয়ার ব্যাপারে যে প্রস্তাব পাশ হয়েছে তা আসলেই পজিটিভ কারণ নতুন অবস্থায় অনেকেই তার দূর্ব্যবহার করেছে ইতিমধ্যে।
তাই এখন থেকে অপব্যবহার কমে যাবে আশা করা হচ্ছে।
-
এলার্টঃ কয়েন ফোরামের রুলস গুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কারণ বর্তমানে এই ফোরামটি ক্রিপ্টোকারেন্সি অনেক জনপ্রিয়তা লাভ করছে।আগে আমরা সাধারণত জানতাম 120 টা অ্যাক্টিভিটি হলেই কারমা দেওয়া যেত।কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম যে সিনেটে নতুন প্রস্তাব পাস হয়েছে এখন ন্যূনতম সিনিয়র মেম্বার ছাড়া কারো না দেওয়া যাবে না।
-
অনেক সুন্দর একটা প্রস্তাব পাশ করা হয়েছে।কারন কারমা অনেকেই ২/৩ টা আইডি করে অপব্যাবহার করছিলেন। এবং ছোট র্যাংক এ কারমা দেওয়ার অপশন থাকলে যে সমস্যা টা হয় কাজ করে র্যাংক বাড়ানো টা অনেকে জরুরী মনে করেন না।সে জন্য আমি মনে করি সুন্দর সিদ্ধান্ত হয়েছে।
-
অনেক সুন্দর একটা প্রস্তাব পাশ করা হয়েছে।কারন কারমা অনেকেই ২/৩ টা আইডি করে অপব্যাবহার করছিলেন। এবং ছোট র্যাংক এ কারমা দেওয়ার অপশন থাকলে যে সমস্যা টা হয় কাজ করে র্যাংক বাড়ানো টা অনেকে জরুরী মনে করেন না।সে জন্য আমি মনে করি সুন্দর সিদ্ধান্ত হয়েছে।
আমি আপনার সাথে একমত। একাউন্ট ফার্মিং করে, আবার সেই গুলো থেকে কারমা ফার্মিং করে। আমি মনে করি কারমা ফার্মিং বন্ধ হবে। আবার ফোরামের একদিন একাউন্ট ফার্মিং বন্ধ করতে উদ্যোগ নিয়েছে। তাই ছোট ছোট পরিবর্তনগুলো ফোরামের জন্য ভালো।
-
আমি মনে করি সিনিয়র মেম্বার হলে কারমা দিতে পারবে এটাই সবথেকে উপযুক্ত হবে। কেননা অনেক নতুন ইউজার রয়েছে যারা কারমা এর সঠিক ব্যবহার করেন না। অনেক ধন্যবাদ ভাই আপনাকে এই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় এখন থেকে কারমা এর সঠিক ব্যবহার হবে।
-
সিনেটে নতুন প্রস্তাব পাশ!
এখন থেকে কারমা দিতে পারবেন নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংক থেকে।
আগে ১২০ একটিভিটি হলে কারমা দিতে পারতো।
১২০ একটিভিটিতে এক সময় সিনিয়র মেম্বার র্যাংক ছিলো। পরে আপডেট করা হলে ফুল মেম্বার হয় ১৩৬ একটিভিটিতে এবং সিনিয়র মেম্বার র্যাংক করা হয় ৩১০ একটিভিটিতে।
র্যাংকের জন্য একটিভিটি ১২০ থেকে ৩১০ করা হয়েছিলো কিন্তু কারমার জন্য একটিভিটি বাড়ানো হয়নি।
তাই এটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনার পর ৩৮ ভোটের মধ্যে সর্বাধিক ২২ ভোট পেয়ে চুড়ান্ত হলো যে এখন থেকে কারমা দিতে হলে নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংকধারী হতে হবে।
(https://i.imgur.com/2l6SLDk.jpg)
এর মধ্যে সিনেটরদের ভোট কে কোন প্রস্তাবে ভোট দিছেন-
হিরো মেম্বার এবং তদূধ্ব ভোট= hair, dragononcrypto, Zed0x
সিনিয়র মেম্বার এবং তদূর্ধ্ব ভোট= Mbah Jenggot, Malam90, CryptoGirl, alltalk, heyod hewow
থাকুক ফুল মেম্বার এবং তদূর্ধ্ব ভোট= MrSpasybo, bubbalex, mnixxo, epidemia
র্যাংক ভিত্তিক কারমা সিস্টেমে আগ্রহ নেই= trendcoin
এর অর্থ সিনিয়র মেম্বার এবং তদূর্ধ্ব (যারা হিরো এবং উর্দ্ধে ভোট দিয়েছেন সহ) ৯ ভোট পেয়েছেন। অন্যান্য মিলে মোট ২২ ভোট পেয়েছেন।
সিনেট প্রস্তাবের ইংরেজি টপিক লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=190651.0
প্রস্তাবটা আসলে অনেক ভালো এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে অনেক আছে শুধু শুধুই কারমা দেয় আবার কেউ আছে কারমা দিতেই চায়না আমি মনে করি আসলে পোস্ট যদি ভালো হয় প্লাস কারমা দেওয়া উচিত সবাইকে তবে লোক্যালিটি পোস্ট ফলে না ।
-
ভালো মানের পোস্ট হলে কারমা পাওয়া যায়। দেয়না একথা ঠিক না। আমি নিজেও দেই। তাই ভালো মানের পোস্ট করুন, ফোরামে কপি পেস্ট ও স্পাম মুক্ত রাখলে সেখান থেকেও কারমা পাবেন। তাই ফোরামের জন্য ভালো অবদান রাখুন, কারমা আসবেই।
-
অতন্ত সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ এতে করে অনেক অনেক লাভ হবে ফোরামের জন্য কারণ আমি দেখতাম যাদের অনেকগুলো আইডি আছে তারা নিজেরাই নিজেদের পোস্টে কারমা দিয়ে তাদের ব্যাংক বানানোর চেষ্টা করত এখন থেকে এখন থেকে সেটা করা বন্ধ হবে বলে আমি মনে করি ।
-
আমি মালাম ভাইয়ের ভাল একটি দিক যেটা আমার কাছে ভাল লাগে সেটা হল উনি সবসময় আমাদের কাছে যে কোন তথ্য শেয়ার করে। একজন লিডার হিসেবে এরকমই করা দরকার। এই ডিসিশনটা খুবই য়ৈক্তিক মনে হয়। ফুলমেম্বার অনেকেই সহজেই হতে পারে তবে সিনিয়র মেম্বার হলে সহজেই কেই কারমার অপব্যাবহার করতে পারত না।
-
সময়ের সাথে সাথে আমাদের এই ফোরামের বিভিন্ন রুলস গুলো পরিবর্তন হচ্ছে। এর আগে হয়তো 120 টা অ্যাক্টিভিটি হলেই যে কাউকে কারমা দেওয়া যেত। কিন্তু এডমিন এখন নতুন রুল জারি করেছে যে মিনিমাম সিনিয়র মেম্বার না হলে কাউকে কারমা দেওয়া যাবে না। স্বাগতম জানাই এডমিনের এই সিদ্ধান্তকে।
-
অতন্ত সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ এতে করে অনেক অনেক লাভ হবে ফোরামের জন্য কারণ আমি দেখতাম যাদের অনেকগুলো আইডি আছে তারা নিজেরাই নিজেদের পোস্টে কারমা দিয়ে তাদের ব্যাংক বানানোর চেষ্টা করত এখন থেকে এখন থেকে সেটা করা বন্ধ হবে বলে আমি মনে করি ।
ভূলেও কেউ এখন আর এই ধরণের কাজ করতে যাবেন না কারণ এডমিন এখন সব বুঝতে পারে তবে উনি একটু লিভারেল বলে অনেককে মাফ করে দেয় তবে সামনে থেকে এমন আর হবেনা। যারা একের অধিক আইডি খুলে এসব কাজ করে যাচ্ছেন অচিরেই তাদের সমস্ত আইডি একসাথে ব্যান হয়ে যাবে কারমাতো দূরে থাক। করমা হচ্ছে কাজের স্বীকৃতি কিন্তু এটাকে কেউ অন্যায়ভাবে ব্যবহার করুক আমরা তা কোনদিনও চাইনা সেই জন্যই এডমিন প্যানেল হতে এই অবস্থা এবং তার পরও যদি কাজ না হয়ে সামনে হয়তো আরো কঠোর অবস্থানে যাবে এডমিন।
-
সিনেটে নতুন প্রস্তাব পাশ!
এখন থেকে কারমা দিতে পারবেন নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংক থেকে।
আগে ১২০ একটিভিটি হলে কারমা দিতে পারতো।
১২০ একটিভিটিতে এক সময় সিনিয়র মেম্বার র্যাংক ছিলো। পরে আপডেট করা হলে ফুল মেম্বার হয় ১৩৬ একটিভিটিতে এবং সিনিয়র মেম্বার র্যাংক করা হয় ৩১০ একটিভিটিতে।
র্যাংকের জন্য একটিভিটি ১২০ থেকে ৩১০ করা হয়েছিলো কিন্তু কারমার জন্য একটিভিটি বাড়ানো হয়নি।
তাই এটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনার পর ৩৮ ভোটের মধ্যে সর্বাধিক ২২ ভোট পেয়ে চুড়ান্ত হলো যে এখন থেকে কারমা দিতে হলে নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংকধারী হতে হবে।
(https://i.imgur.com/2l6SLDk.jpg)
এর মধ্যে সিনেটরদের ভোট কে কোন প্রস্তাবে ভোট দিছেন-
হিরো মেম্বার এবং তদূধ্ব ভোট= hair, dragononcrypto, Zed0x
সিনিয়র মেম্বার এবং তদূর্ধ্ব ভোট= Mbah Jenggot, Malam90, CryptoGirl, alltalk, heyod hewow
থাকুক ফুল মেম্বার এবং তদূর্ধ্ব ভোট= MrSpasybo, bubbalex, mnixxo, epidemia
র্যাংক ভিত্তিক কারমা সিস্টেমে আগ্রহ নেই= trendcoin
এর অর্থ সিনিয়র মেম্বার এবং তদূর্ধ্ব (যারা হিরো এবং উর্দ্ধে ভোট দিয়েছেন সহ) ৯ ভোট পেয়েছেন। অন্যান্য মিলে মোট ২২ ভোট পেয়েছেন।
সিনেট প্রস্তাবের ইংরেজি টপিক লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=190651.0
এডমিনযে কত ভালো একজন মানুষ তা আমরা এখান থেকে বুঝতে পারি। আসলে উনি ফোরামের সর্বময় ক্ষমতার অধিকারী চাইলে উনি একাই যেই কোন সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু তা তিনি করেননি। তিনি গণতন্ত্রকে নিয়ে এসছেন এখানে। তিনি ভোটাভুটির ব্যবস্থা করেছেন যাতে ফোরামে সবার মতামতের প্রতিফলন ঘটে। আমি তার এই সিস্টেমকে সাধুবাদ জানাই এবং সেই সাথে সাবাইকে বলব এডমিনের সাথে একসাথে কাজ করতে যাতে ফোরামে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
-
আসলে ভাই আপনি যে বিষয়টা পাস করেছে আমি মনে করি অনেক ভাল হয়েছে।অনেক সময় দেখা যায় অনেক ইউজার কারমা এর অপব্যবহার করে যদি সিনিয়র মেম্বার থেকে কারমা দেওয়া যায় তাহলে অবশ্যই কার মার অপব্যবহার তুমি আসবে। ছেলে দেখা যাচ্ছে এখন থেকে শুধুমাত্র সিনিয়র মেম্বার কারমা দিতে পারবে। এ ধরনের কারমা দেওয়ার পজিশনটা যে পাশ করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
-
মালাম ভাই সিনেটের নতুন প্রস্তাবটি আমার অনেক ভালো লেগেছে। কেননা আমি দেখেছি অনেক একাউন্টেই পোস্টের প্রায় সমান সংখ্যক পজেটিভ কারমা পেয়েছে। এ সিদ্ধান্তের ফলে এই জালিয়াতি ফোরামে অনেকটাই কমে আসবে।
-
অনেক ভালো একটি প্রস্তাব পেশ করেছেন । আগে আমরা সবাই সাধারণত 120 অ্যাক্টিভিটি হলে সবাই কারমা দিতে পারতাম। কিন্তু এখন সিনেটর বায় প্রস্তাব দিয়েছেন যে শুধু সিনিয়র মেম্বাররা কারমা দিতে পারবেন। খুব ভালো একটি প্রস্তাব। দিনদিন অ্যালার্ট কনফর্ম রুলস চেঞ্জ হচ্ছে কারণ এটি এখন মানুষের কাছে বিট কয়েনের মতো জনপ্রিয় তা পাচ্ছে।
-
এই উদ্যোগটি খুবই সুন্দর একটা উদ্যোগ। আমাদের ফোরামে অনেকে অল্প দিনে ১২০ টি পোস্ট করে কারমা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পেরে তার অপব্যবহার করতো এতো দিন। এখন থেকে আর সেটা হবে না।
-
মালাম ভাই সিনেটের নতুন প্রস্তাবটি আমার অনেক ভালো লেগেছে। কেননা আমি দেখেছি অনেক একাউন্টেই পোস্টের প্রায় সমান সংখ্যক পজেটিভ কারমা পেয়েছে। এ সিদ্ধান্তের ফলে এই জালিয়াতি ফোরামে অনেকটাই কমে আসবে।
যেখানে সমস্যা থাকবে সেখানেই সমাধানের পথ খুঁজতে হবে আর এডমিন তাই করতেছে। এডমিন আগে অনেক লিভারেল ছিল যখনই দেখলেন তার সরলতাকে দুর্বলতা ভেবে মানুষ বোকামী করছেন তখনি তিনি একটু কঠোর হলেন তবে এখনো অনেক সুযোগ উনি দিয়ে রেখেছেন। তাই আমরা যদি আরো বড়ো ধরনের ঝামেলা করি করমা নিয়ে তাহলে তিনি হয়তো আরো কঠোর পদক্ষেপ নিবেন এবং র্যাংক এর ক্ষেত্রেও করমার ব্যবহার করে দিতে পারেন। তাই কেউ করমার কুব্যবহার করবেন না।
-
আমি মনে করি আসলে এরকম উদ্যোগ নেওয়ার কারণে অনেক ভালো হয়েছে। আসলে যখন দেখা যায় একটু বয়স হয়ে যায় তখন কিন্তু মন মানসিকতা টা ও চেঞ্জ হয়ে যায়। সিনিয়র মেম্বার এখন থেকে কারমা দিতে পারবে সত্যিই এটা ভালো হবে। না না হলে দেখা যায় কার মার অপব্যবহার হয়ে থাকে এখন থেকে আর সেরকমটা হবে না। সিনিয়র মেম্বার হয়ে কারমা দেওয়াটা ভালো হয়েছে কারণ তারা বুঝতে পারে কোন পোস্ট টা কিরকম হয়েছে সে দিক বিবেচনা করে কারমা দিয়ে থাকে। কিন্তু ফুল মেম্বার হয়ে এতটা বুঝতে পারে না সেজন্য অবশ্যই এসার মেম্বার হয়ে কারমা দেওয়ার বিষয়টা অনেক ভালো হয়েছে।
-
এই উদ্যোগটি খুবই সুন্দর একটা উদ্যোগ। আমাদের ফোরামে অনেকে অল্প দিনে ১২০ টি পোস্ট করে কারমা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পেরে তার অপব্যবহার করতো এতো দিন। এখন থেকে আর সেটা হবে না।
এখন সেটা হবেনা বলা যাবেনা তবে সেটা হওয়ার সংখ্যা কমে যাবে অনেকাংশে। আর হা ১২০ টা পোস্ট কয়েকদিনেই করে তখন কিছুই বোঝেনা। কারমা দেওয়ার ক্ষমতা পেয়েই অপব্যবহার শুরু করে দেয়।
-
এটা একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের এই ফোরাম দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে । যার জন্য ফোরামের রুলসগুলো নিয়মিত পরিবর্তিত হচ্ছে। আগে 120 অ্যাক্টিভিটি হলে কারমা দেওয়া যেত । তখন কেউ না বুঝেই কারমা দিত এবং এর অপব্যবহার করতে।এখন 320 অ্যাক্টিভিটি ছাড়া কারমা দেয়া যায় না। আসলে সিনিয়র মেম্বার হলেক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মোটামুটি ধারণা হয় তাই অযথা কাউকে কারমা দেয় না।পোস্ট যদি ভাল হয় এবং শিক্ষনীয় হয় তাহলে কারমা দেওয়া যেতে পারে। আমি এখনো ফুল মেম্বার আছি।তাই আমি যখন সিনিয়র মেম্বার হব তখন যে কারমা পাওয়ার যোগ্য তাকে কারমা দেব।
-
আমি Malam90 ভাইয়ের সাথে একমত। 120 টা পোস্ট দেওয়ার পরেই কারমা দেওয়ার যোগ্যতা অর্জন করত। আসলে তখন তারা কারমা কি এ সম্পর্কে ভালো কোন জ্ঞান তাদের থাকে না।
কিন্তু বর্তমানে সিনিয়র মেম্বার হলে কারমা দিতে পারবে। এই বিষয়টি অনেক ভালো হয়েছে। কারণ যখন কেউ সিনিয়র হবে সে তখন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান লাভ করবে এবং কারমা সঠিক ব্যবহার করবে।
-
আমার মনে হয় বর্তমানে এডমিন কারমা দেওয়ার ব্যাপারে যে রুলস করেছে সেই রুলস অনেক সুন্দর একটি রুলস হয়েছে। কারণ আগে 120 টা অ্যাক্টিভিটি হলেই যে কাউকে কারমা দেওয়া যেত। তখন অনেকেই আছে ফোরামের যাবতীয় বিষয়গুলো সম্পর্কে না জেনে অন্যকে অযথা নেগেটিভ কারমা যেত। তবে একজন সিনিয়র মেম্বার যেহেতু সেহেতু তার ভুল করার কথা না তাই আমার কাছে কারমা দেওয়ার এ বিষয়টা অত্যন্ত ভালো লেগেছে।