Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on February 08, 2021, 11:56:44 AM

Title: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: babu10 on February 08, 2021, 11:56:44 AM
আমরা 2017 সালের পর থেকে খুব কম সংখ্যক প্রজেক্ট দেখেছি সাকসেস হতে এর একমাত্র কারণ হলো মার্কেটের অব্যহত দরপতন। কিন্ত 2020 সালের শেষের দিক থেকে মার্কেট ভালো অবস্থানে আছে এবং আশাকরি 2021 সালেও মার্কেট আরো ভালো অবস্থানে যাবে। তাই প্রজেক্ট সাকেসেস হবার সম্ভাবনা আশাকরি ভালো হবে।

আপনাদের মতামত  আশাকরি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: johnson on February 08, 2021, 03:08:13 PM
এখন প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা আগের যে কোন সময়ের চেয়ে সবচেয়ে ভাল। এখন মানুসের ইনভেস্ট সবচেয়ে বেশি। মার্কেট এখন নুতন গতিধারায় চলছে। তাই স্কাম করার উদ্দেশ্য না থাকলে অবশ্যই মার্কেট সাকসেস হবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: babu10 on February 08, 2021, 05:08:55 PM
এখন প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা আগের যে কোন সময়ের চেয়ে সবচেয়ে ভাল। এখন মানুসের ইনভেস্ট সবচেয়ে বেশি। মার্কেট এখন নুতন গতিধারায় চলছে। তাই স্কাম করার উদ্দেশ্য না থাকলে অবশ্যই মার্কেট সাকসেস হবে।

জ্বি আমিও তাই মনে করি। তবে দুর্ভাগ্য যে বেশীরভাগ প্রজেক্টই আমরা খারাপ পেয়েছি এবং এত কষ্ট করে যাওয়ার পরও সামান্যটুকু পেমেন্ট পেয়েছি। এখন নতুন বছর নতুন মার্কেটে ভালো প্রজেক্ট আশা করছি যাতে প্রতিটি প্রজেক্ট থেকে আমরা কিছুনা কিছু পাই।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Jaya60 on February 08, 2021, 05:10:43 PM
বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি সকল কয়েন গুলির প্রাইস এখন বৃদ্ধি পাচ্ছে। তাই যে প্রজেক্টটি বর্তমানে আসুক না কেন সেই প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখা যাচ্ছে। বর্তমানে কয়েকটি ভালো ভালো প্রজেক্ট কিন্তু চলছে সেই প্রজেক্ট গুলো অবশ্যই সাকসেস হবে বলে আমার ধারণা। বিশেষ করে বর্তমানে বাউন্টি ডিএক্টিভ যে কয়টা ক্যাম্পিয়ান এনেছে তার বেশির ভাগ ক্যাম্পিয়ান সাকসেস হবে। আমি বলতে পারি 2021 সালের সকল প্রজেক্টটি সাকসেস হবে ইনশাল্লাহ।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Dagsu93 on February 09, 2021, 01:11:26 AM
2021 সালের যে প্রজেক্টে আসুক না কেন সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি।বর্তমানে মার্কেটের অবস্থা খুবই ভালো একারণে বলার যায় বর্তমানে যে ক্যাম্পিয়ান আসবে আমাদের উচিত সেই ক্যাম্পেইনে সাথে সাথে যুক্ত হওয়া। অবশ্যই আমরা সবাই ভালো প্রেমেন্ট পাবো।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: babu10 on February 09, 2021, 04:32:31 AM
বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি সকল কয়েন গুলির প্রাইস এখন বৃদ্ধি পাচ্ছে। তাই যে প্রজেক্টটি বর্তমানে আসুক না কেন সেই প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখা যাচ্ছে। বর্তমানে কয়েকটি ভালো ভালো প্রজেক্ট কিন্তু চলছে সেই প্রজেক্ট গুলো অবশ্যই সাকসেস হবে বলে আমার ধারণা। বিশেষ করে বর্তমানে বাউন্টি ডিএক্টিভ যে কয়টা ক্যাম্পিয়ান এনেছে তার বেশির ভাগ ক্যাম্পিয়ান সাকসেস হবে। আমি বলতে পারি 2021 সালের সকল প্রজেক্টটি সাকসেস হবে ইনশাল্লাহ।

বিটকয়েন একন সর্বকালের সব রেকর্ড ভে্ঙ্গে 46কে ডলার এ পৌচেছে। তাই আমরা সহজেই অনুমান করতে পারি মার্কেটের আবস্থা এখন কতো ভালো। আমারও তাই মনে হয় এখন সব প্রজেক্টই সাকসেস হবে এবং 2021 সালে আমরা প্রতিটি প্রজেক্ট হতে কিছু না কিছু পাব। এখন দেখার অপেক্ষা মার্কেট কোনদিকে যায়।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Angel jara on February 09, 2021, 06:06:15 AM
2021 সালে সকল প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে তাকালি তা বোঝা যাচ্ছে। 2021 সালের শুরুর দিকেই সকল কয়েনের দাম প্রচুর পরিমাণ বাড়তে দেখা গিয়েছিল। এখন বর্তমানে অনেকটাই কমেছে।তার মধ্যেও পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি কে কারেন্সি মার্কেট এর সাথে জড়িত হয়েছে। এসকল কিছু বিবেচনা করেই বলা যাচ্ছে 2021 সালে সকল প্রজেক্ট সাকসেস হবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Herry on February 09, 2021, 08:12:42 AM
আমরা 2017 সালের পর থেকে খুব কম সংখ্যক প্রজেক্ট দেখেছি সাকসেস হতে এর একমাত্র কারণ হলো মার্কেটের অব্যহত দরপতন। কিন্ত 2020 সালের শেষের দিক থেকে মার্কেট ভালো অবস্থানে আছে এবং আশাকরি 2021 সালেও মার্কেট আরো ভালো অবস্থানে যাবে। তাই প্রজেক্ট সাকেসেস হবার সম্ভাবনা আশাকরি ভালো হবে।

আপনাদের মতামত  আশাকরি।
হ্যাঁ 2017 সাল থেকে 2020 সালের শেষের দিক পর্যন্ত মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল। সেজন্য কোন প্রজেক্ট ও সাকসেসফুল হয়নি হলেও দুই একটা। তবে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই ভালো এবং আশা করি ভবিষ্যতেও মার্কেটের অবস্থা আরো ভালো হবে। সে দিক বিবেচনা করে 2021 সালের সকল প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Markuri33 on February 09, 2021, 05:15:12 PM
এখন মার্কেটের প্রজেকশন দিকে যাচ্ছে অবশ্যই যে প্রজেক্টে আসুক না কেন সাকসেস হবে।বিটকয়েনের প্রাইজের দিকে যদি আমরা কিছুটা লক্ষ করি তাহলে দেখব বিটকয়েনের প্রাইস প্রায় 50 হাজার ডলারের নিকটে রয়েছে। এবং অন্য সকল কয়েন গুলোর প্রাইস ও বৃদ্ধি পাচ্ছে।এ কারণে বলা যায় অবশ্যই যে কোন প্রজেক্টে আসুক না কেন সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: SMACK on February 10, 2021, 09:17:18 AM
2020 সালের প্রথমদিকে যতগুলো প্রজেক্ট আসছিল সেগুলোর তেমনটা সাকসেস হয়ে ছিল না কিন্তু 2020 সালের শেষের দিকে যে প্রজেক্টগুলো এসেছিল যে প্রজেক্টগুলো অনেকটাই ভালো এবং প্রায় গুলাই সাকসেস হয়েছে। এবং সিনিয়র ভাইরা বলেছে 2021 সালে যেগুলা প্রজেক্ট আসবে সবগুলাই সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Malam90 on February 10, 2021, 11:00:40 AM
২০২১ সালে প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি তবে ইথারিয়াম নেটওয়ার্কে গ্যাস ফি বেশি হওয়ায় বাউন্টি হান্টারদের খুবই সমস্যা হচ্ছে এবং আরো হবে। তবে প্রজেক্ট ডেভেলপাররা যদি ইআরসি২০ বাদ দিয়ে ট্রোন, আডা, ডটের দিকে ঝুঁকে তাহলে সেটা সাকসেস হবে বেশি এবং সবার জন্য ভালো হবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: iRan Chy on February 10, 2021, 12:32:24 PM
২০১৯ সালের শেষের দিকে এবং ২০২০ এর শুরুর দিকে বার্নিং (burn) প্রজেক্টের পরিমান বৃদ্ধি পেয়েছিল। এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেক প্রজেক্ট স্ক্যাম করে। আবার ২০২০ এর শেষের দিকে অনেক গুলো DeFi প্রজেক্ট মার্কেটে আসে। এর মধ্যে অনেক প্রজেক্ট এখন সফল। আমার মনে ২০২১ সালে অনেক ভালো প্রজেক্ট আসবে। এবং DeFi এর পর নতুন এক ট্রেন্ড নিয়ে মার্কেটে আসবে। সেটি হয়তো NFT হতে পারে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: ExtraPoint on February 10, 2021, 12:41:50 PM
2021 সালের যে প্রজেক্টে আসুক না কেন সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি।বর্তমানে মার্কেটের অবস্থা খুবই ভালো একারণে বলার যায় বর্তমানে যে ক্যাম্পিয়ান আসবে আমাদের উচিত সেই ক্যাম্পেইনে সাথে সাথে যুক্ত হওয়া। অবশ্যই আমরা সবাই ভালো প্রেমেন্ট পাবো।
2020 সালের শেষের দিকে যেসব প্রজেক্ট এসেছিল তার সবগুলোই মোটামুটি সাকসেস হয়েছিল। 2021 সালেও যেসব প্রজেক্ট আসবে সে সব প্রজেক্টগুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখন ক্রিপ্টোকারেন্সি জগত খুবই ভালো অবস্থানে। ক্রিপ্টো জগতে যতগুলো কয়েন আছে সব গুলো কয়েনের দাম কিন্তু বর্তমানে বৃদ্ধি পেয়ে চলেছে। বিশেষ করে বিটকয়েনের দাম অনেকটাই পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন ইতোমধ্যে প্রায় 50 হাজার ডলার এর মত হয়েছে। অন্যদিকে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পাচ্ছে। তাই আশা করব 2021 সাল হবে ক্রিপ্টো জগতের জন্য উজ্জ্বল একটি সাল।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Herry on February 10, 2021, 05:44:03 PM
২০২১ সালে প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি তবে ইথারিয়াম নেটওয়ার্কে গ্যাস ফি বেশি হওয়ায় বাউন্টি হান্টারদের খুবই সমস্যা হচ্ছে এবং আরো হবে। তবে প্রজেক্ট ডেভেলপাররা যদি ইআরসি২০ বাদ দিয়ে ট্রোন, আডা, ডটের দিকে ঝুঁকে তাহলে সেটা সাকসেস হবে বেশি এবং সবার জন্য ভালো হবে।
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত বর্তমানে ইথেরিয়াম এর ট্রানজেকশন ফেল খুব ঝামেলা করছে। যার ফলে কিছু কিছু বাউন্টি প্রেমেন্ট অফ করে দিয়েছে। আমি মনে করি 2021 সালে যদি বাউন্টি থেকে ইথেরিয়াম অ্যাড্রেস রিমুভ করে দেওয়া হয় এবং Tron ওয়ালেট এড্রেস সহ অন্য অ্যাড্রেস অ্যাড করা হয় তাহলে প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Batch18-19 on February 12, 2021, 03:07:32 PM
আমরা 2017 সালের পর থেকে খুব কম সংখ্যক প্রজেক্ট দেখেছি সাকসেস হতে এর একমাত্র কারণ হলো মার্কেটের অব্যহত দরপতন। কিন্ত 2020 সালের শেষের দিক থেকে মার্কেট ভালো অবস্থানে আছে এবং আশাকরি 2021 সালেও মার্কেট আরো ভালো অবস্থানে যাবে। তাই প্রজেক্ট সাকেসেস হবার সম্ভাবনা আশাকরি ভালো হবে।

আপনাদের মতামত  আশাকরি।
জি ভাই আপনার সাথে আমি একমত। আমি মনে করি 2021 সাল হবে 2017 সালের মতো। কারণ ইতোমধ্যে কিন্তু অনেকগুলো প্রজেক্ট এ সাকসেসফুল হয়েছে। এই বছরে প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা করছি এই বছরের অধিকাংশ প্রজেক্টগুলো সাকসেসফুল হবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Damrai5$ on February 13, 2021, 05:59:12 PM
2017 সাল ছিল ক্রিপ্টোকারেন্সি মধ্যে সবথেকে ভালো সময় কারণ ওই সময় যেকোনো প্রজেক্ট আসলে সাকসেস হত। সেখান থেকে সবাই হিউজ পরিমান ডলার পেয়ে যেত। কিন্তু 2017 সালের পর থেকেই মার্কেট অনেক ডাম্পিং হয়ে যায় তারপর থেকে আস্তে আস্তে প্রজেক্ট সাকসেস হতে থাকে।এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম নিম্নে নেমে আসে কিন্তু 2020 সালের শেষের দিকে এসে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবারও ভালো হতে শুরু করেছে। 2021 সালে ক্রিপ্টোকারেন্সি পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে অনেকগুলি ভালো প্রজেক্ট চলছে এখন কোন গুলো সাকসেস হবে বলা সম্ভব হচ্ছে না।কিন্তু আমার বিশ্বাস যে প্রজেক্টগুলো চলছে প্রায় প্রজেক্ট গুলো অনেক ভালো এবং সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে সবগুলো।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Chita76 on February 13, 2021, 06:03:33 PM
2021 সালে প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার মনে হয় প্রায় গুলা প্রজেক্ট সাকসেস হয় কিন্তু অতিরিক্ত গ্যাস ফী হওয়ার কারণে কোন ম্যানেজার বাউন্টি পেমেন্ট করে না যার কারণে আমরা মনে করি প্রজেক্ট সাকসেস হয়নি। বর্তমানে যে অবস্থা টোকেন বিক্রি করে যা পাওয়া যাবে তার চেয়ে দ্বিগুণ গ্যাস ফী নিয়ে যায়।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Irfan12@ on February 13, 2021, 06:09:39 PM
2021 সালে প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার মনে হয় প্রায় গুলা প্রজেক্ট সাকসেস হয় কিন্তু অতিরিক্ত গ্যাস ফী হওয়ার কারণে কোন ম্যানেজার বাউন্টি পেমেন্ট করে না যার কারণে আমরা মনে করি প্রজেক্ট সাকসেস হয়নি। বর্তমানে যে অবস্থা টোকেন বিক্রি করে যা পাওয়া যাবে তার চেয়ে দ্বিগুণ গ্যাস ফী নিয়ে যায়।
2021 সালে এসে আমরা এই সমস্যার মুখোমুখি হয়েছি। আমার যদি ভুল না হয় তাহলে আমি বলব যে আগে বাউন্টি সাকসেসফুল না হওয়ার কারণ ছিল ক্রিপ্টো মার্কেট ডাউন ছিল সেজন্য। বর্তমানে ক্রিপ্টো মার্কেট অনেক পাম্পিং করেছে সেই জন্য প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ট্রানজাকশন ফ্রী অধিক হওয়ার কারণে বাউন্টি টিম প্রেমেন্ট করতে পারছে না।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: LazY on February 13, 2021, 06:47:18 PM
আমরা 2017 সালের পর থেকে খুব কম সংখ্যক প্রজেক্ট দেখেছি সাকসেস হতে এর একমাত্র কারণ হলো মার্কেটের অব্যহত দরপতন। কিন্ত 2020 সালের শেষের দিক থেকে মার্কেট ভালো অবস্থানে আছে এবং আশাকরি 2021 সালেও মার্কেট আরো ভালো অবস্থানে যাবে। তাই প্রজেক্ট সাকেসেস হবার সম্ভাবনা আশাকরি ভালো হবে।

আপনাদের মতামত  আশাকরি।
আমার মনে হচ্ছে 2021 সালে প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ 2021 সালের শুরুতেই বিটকয়েন সহ সকল ধরনের কয়েনের দাম বৃদ্ধি পাওয়া শুরু করে দিয়েছে। 2017 সালের মতো আবার পুনরায় অবস্থানে ফিরে যেতে পারে বর্তমান প্রজেক্টগুলো। 2017 সালে ভালো রকমের প্রজেক্ট সাকসেস হয়েছিল।যারা 2017 সাল থেকে ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত ছিল তারা ইতিমধ্যে ভালো রকমের প্রফিট অর্জন করে নিয়েছে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: bmw1 on February 17, 2021, 06:30:32 PM
2021 সালের প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ 2021 সালে ক্রিপ্টোকারেন্সি বাজার অনেক ভালো তাই বলা যেতে পারে 2021 সালে প্রজেক্ট গুলো সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেননা যদি একটি বাজার ভালো থাকে তাহলে প্রজেক্টর সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Dark Knight on February 18, 2021, 05:58:55 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো একটি অবস্থানে আছে। আমার মনে হয় 2021 সাল হবে ক্রিপ্টোকারেন্সি এর জন্য স্বর্ণযুগ। কেননা ক্রিপ্টোকারেন্সি যত কয়েন আছে সব কয়েনের দাম কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আজকে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম যথাক্রমে 52 হাজার ও হাজার 900 ডলার হয়েছে। কিন্তু বর্তমানে একটি চিন্তার বিষয় হলো ট্রানজেকশন ফি অনেক বেশি। 2021 সালে সব প্রজেক্টগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Ogma on February 18, 2021, 06:08:21 AM
এখন প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি । বাউন্টি ডিটেকটিভ, বুপলেক্স এরা অত্যন্ত ভালো মানের প্রজেক্ট নিয়ে আসে বাজারে তাদের শতকরা 95 শতাংশ প্রজেক্ট সাকসেসফুল ।তাই উনারা সহ আরও যারা বাজারে নতুন প্রজেক্ট নিয়ে আসতেছে এখন সবগুলো প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সময় অত্যন্ত বেশি । তাই আমার মতে কোন প্রজেক্ট এর বাউন্টি মিস করা যাবে না যদি ভালো প্রেমেন্ট পেতে চান ।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: babu10 on February 18, 2021, 08:10:43 AM
এখন প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি । বাউন্টি ডিটেকটিভ, বুপলেক্স এরা অত্যন্ত ভালো মানের প্রজেক্ট নিয়ে আসে বাজারে তাদের শতকরা 95 শতাংশ প্রজেক্ট সাকসেসফুল ।তাই উনারা সহ আরও যারা বাজারে নতুন প্রজেক্ট নিয়ে আসতেছে এখন সবগুলো প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সময় অত্যন্ত বেশি । তাই আমার মতে কোন প্রজেক্ট এর বাউন্টি মিস করা যাবে না যদি ভালো প্রেমেন্ট পেতে চান ।

বাউন্টি ডিটেকটিভ, বুপলেক্স এর পাশাপাশি আরেকজন ম্যানেজার আছেন সে হলো ‘ফাতেমা’ তার প্রতিটা প্রজেক্ট হাই পারফর্ম করতেছে বর্তমানে যেটা বাউন্টি ডিটেকটিভ, বুপলেক্স এর ক্ষেত্রেও করতেছেনা। তার সর্বশেষ হিট বাউটি পুল্ঝ যার বর্তমান প্রতিটি টোকেন প্রাইচ 35 ডলার আমার কাছে তা অবিশ্বাস্য। তার টেঙ্গো নামে আরেকটা বাউন্টি শেষ হয়েছে শুনা যাচ্ছে সেটাও নাকি আরেকটা হিট টোকেন হবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Newron on February 18, 2021, 12:31:40 PM
2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা অনেক বেশি। কারন এই সময় সকল ধরনের। প্রোজেক্ট সাকসেস হওয়ায় কথায় বেশি শোনা যাচ্ছে। সব কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ বাউন্টি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: AlviNess on February 21, 2021, 04:33:09 PM
বর্তমানে 2021 সালে অনেকগুলো বাউন্টি ক্যাম্পেইন আসছে যার অধিকাংশ বাউন্টি ক্যাম্পেইন দেখে মনে হচ্ছে এই বাউন্টি ক্যাম্পেইন গুলো সাকসেসফুল হবে।এবং যারা এই বাউন্টি ক্যাম্পেইন গুলোতে অ্যাড হয়ে কাজ করছে তারা এই বাউন্টি ক্যাম্পেইন থেকে ভাল প্রফিট পাবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Acifix on February 22, 2021, 04:27:22 AM
2021 সালের প্রজেক্ট গুলো সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।আমার মনে হয় এ ধরনের প্রজেক্টগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই গুরুত্ব। এখন পদক্ষেপ বাউন্টি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: saidul2105 on February 22, 2021, 06:05:34 AM
আমরা 2017 সালের পর থেকে খুব কম সংখ্যক প্রজেক্ট দেখেছি সাকসেস হতে এর একমাত্র কারণ হলো মার্কেটের অব্যহত দরপতন। কিন্ত 2020 সালের শেষের দিক থেকে মার্কেট ভালো অবস্থানে আছে এবং আশাকরি 2021 সালেও মার্কেট আরো ভালো অবস্থানে যাবে। তাই প্রজেক্ট সাকেসেস হবার সম্ভাবনা আশাকরি ভালো হবে।

আপনাদের মতামত  আশাকরি।
ভাই আগের তুলনায় এখন অনেকাংশে বেশি প্রজেক্ট সাকসেস হচ্ছে।  ২০২০ সালের শেষের দিক থেকে এখন পর্যন্ত যতো গুলো প্রজেক্ট এসেছে তার সিংহভাগ প্রজেক্টই সাকসেস। বিশেষ করে বাউন্টি ডিটেকটিভ এর লাঞ্চ করা প্রজেক্ট গুলোর মান অনেক ভালো হচ্ছে।  তাছাড়া অন্যান্য প্রজেক্ট গুলোও ভালো সার্ভিস দিচ্ছে বর্তমানে।
তাই আশা করা যায় এখন থেকে আমরা আবার ক্রিপ্টোকারেন্সিতে   সু-দিন দেখতে চলেছি।                                               
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Milon626 on March 05, 2021, 03:36:50 AM
আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় যে ২০২১ সালে অধিকাংশ প্রজেক্টই সাকসেস হবে।  ইতোপূর্বে আমরা কয়েকটি প্রজেক্ট সাকসেস হতে দেখেছি।  আমার মনে হয় এই ধারা ২০২১ সালে অব্যাহত থাকবে।  সবাই এখন কম বেশি প্রফিটের আশা করতেই পারি।                     
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Ricky on March 05, 2021, 05:05:16 AM
আমি একটা বিষয় খেয়াল করেছি 2021 সাল শুরু হওয়ার পর থেকে যতগুলো বাউন্টি ক্যাম্পেইন এসেছে তার প্রত্যেকটি থেকে কিছু না কিছু পেমেন্ট পাওয়া গেছে। হঠাৎ দুই-একটা ক্যাম্পেইন পেমেন্ট করে নি। আমার মনে হয় এখন নতুন প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু করেছে। এবং প্রজেক্টগুলো সাকসেসও হওয়ার পথে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Apower$ on March 05, 2021, 05:37:34 AM
2021 সালে যে প্রজেক্টটি আসুক না কেন সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। কারণ বর্তমানে মার্কেটের অবস্থা খুবই ভালো। এই কারণে বলা যাচ্ছে যে এখন যে ক্যাম্পিয়ানি আসুক না কেন সাথে সাথে সেই ক্যাম্পিয়ানে যুক্ত হওয়া আমাদের উচিত। কারণ এই প্রজেক্টটি সাকসেস হলে আমরা অবশ্যই ভালো প্রেমেন্ট পাব।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Rothi roy on March 05, 2021, 06:19:17 AM
2020 সালে কোন কয়েনের দামই সেভাবে বাড়েনি কিন্তু 2021 সালের শুরু থেকেই কয়েনের দাম গুলো যেভাবে বাড়তে শুরু করেছে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের সংখ্যাও। তাই আমি নির্দ্বিধায় বলতে পারি 2021 সালের সবগুলো প্রজেক্ট সাকসেস হবে। বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে বাজারে যেসব কয়েন বা টোকেন আছে সব গুলোর দাম একই সাথে বেড়ে চলেছে। আর এই দাম বাড়ার কারণে বিনিয়োগকারীরা তাদের পছন্দের মুদ্রা বা টোকেনে বিনিয়োগ করে লাভবান হচ্ছে এতে বিনিয়োগকারী সংখ্যা বেড়ে যাচ্ছে। বাজারের অবস্থা খারাপ হলে প্রজেক্ট সাকসেস হয়না কিন্তু 2021 সালের মার্কেটের অবস্থা খুবই ভালো তাই আমার মনে হয় 2021 সালের প্রজেক্ট গুলো সাকসেস হবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: raisajahan on March 05, 2021, 05:26:26 PM
2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা অনেক বেশি কারণ এই সমায়ে বাউন্টি ডিক্টেটিভের অনেক প্রোজেক্ট লঞ্চ করেছে যে গুলা সফল হওয়ার সম্ভবনা আছে বলে আমি মনে করি। বিগত কয়েক বছর যাবত প্রায় সকল প্রোজেক্ট এর সফলতা দেখা যায় নি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Alt20 on March 05, 2021, 06:49:24 PM
আমার জানা মতে 2021 সালের সবগুলোই প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। কয়েকটি এখন তাদের সাকসেস পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি আশাবাদি এ বছর প্রত্যেকটি প্রজেক্টই সাকসেসফুল হবে। এখন যে সময় আমি মনে করি ক্রিপ্টোর সময়। এই সময় যদি কোন প্রুজেক্ট সাকসেস না হয় তাহলে বুঝতে হবে যে তাদের অসৎ কোন উদ্দে্শ্য ছিল তাই তারা ব্যার্থ হয়েছে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Magepai on March 06, 2021, 03:29:12 AM
2021 সালের মধ্যে যে প্রজেক্টগুলো আসতেছে সব প্রজেক্টগুলো অনেক সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। কারণ বাউন্টি ম্যানাজার যারা রয়েছে তারা দেখে শুনে ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসছে কারণে বুঝা যায় সব প্রজেক্টগুলো সাকসেস হবে। তার পরেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট দিন দিন অনেক উন্নতি হচ্ছে এবং সকল কয়েন এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই এখন সব প্রোজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Azharul on March 06, 2021, 07:51:00 AM
আমার মনে হয় ২০২১ সালের সকল প্রজেক্টগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।কেননা আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন সকল ক্রিপ্টো মার্কেট এর অবস্থা আরো অনেক ভালোর দিকে এগিয়ে যাচ্ছে।২০১৭ সালের তুলনায় বর্তমান অবস্থা অনেক বেশি ভালো।তাই আমরা মনে করি ২০২১ সালে সকল প্রজেক্টগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Nylon301 on March 09, 2021, 04:24:20 AM
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত। আপনি পোস্ট করলে অনেক ভালো। আপনার পোস্ট পড়ে আমি কিছুটা বুঝতে পেরেছি। এখন আমার কিছুটা ধারনা হয়েছে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: SobujAkash#8 on March 09, 2021, 06:35:11 AM
আমার মনে হয় 2021 সালে প্রজেক্ট সাকসেস হবে, কারণ 2021 সালের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি যেরূপ দেখিয়েছে তা থেকে আমি এটা বুঝতে পারলাম ক্রিপ্টোকারেন্সি এর ভবিষ্যৎ খুব ভালো হবে। ক্রিপ্টোকারেন্সি 2017 সালের তুলনায় বর্তমান অবস্থায় অনেক বেশি ভালো তাই আমার মনে হয় 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা অনেক।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Triedboy on March 12, 2021, 06:24:07 PM
2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ব্যাপক উন্নত হয়েছে যা কল্পনাও করা যায় না। 2021 সালের মধ্যে যে প্রজেক্টগুলো চলছে আমি মনে করি প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হবে। বাউন্টি ডিএক্টিভ যে প্রজেক্টগুলো চালাচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। এবং অন্যান্য ম্যানাজার যারা রয়েছে তারাও ভালো প্রজেক্ট গুলো চালাচ্ছে এ কারণে মনে হচ্ছে 2021 সালে হয়তো প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেভাবে উন্নতির দিকে ধাবিত হচ্ছে অবশ্যই প্রজেক্ট সাকসেস হবেই।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Afnan on March 12, 2021, 06:59:25 PM
2020 সালে কোন কয়েনের দামই সেভাবে বাড়েনি কিন্তু 2021 সালের শুরু থেকেই কয়েনের দাম গুলো যেভাবে বাড়তে শুরু করেছে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের সংখ্যাও। তাই আমি নির্দ্বিধায় বলতে পারি 2021 সালের সবগুলো প্রজেক্ট সাকসেস হবে। বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে বাজারে যেসব কয়েন বা টোকেন আছে সব গুলোর দাম একই সাথে বেড়ে চলেছে। আর এই দাম বাড়ার কারণে বিনিয়োগকারীরা তাদের পছন্দের মুদ্রা বা টোকেনে বিনিয়োগ করে লাভবান হচ্ছে এতে বিনিয়োগকারী সংখ্যা বেড়ে যাচ্ছে। বাজারের অবস্থা খারাপ হলে প্রজেক্ট সাকসেস হয়না কিন্তু 2021 সালের মার্কেটের অবস্থা খুবই ভালো তাই আমার মনে হয় 2021 সালের প্রজেক্ট গুলো সাকসেস হবে।
২০২১ সালে সকল প্রজেক্ট সাকসেস হবার সম্ভবনা অনেক বেশি কারণ ক্রিপ্টো মার্কেটের অবস্থান আগের থেকে অনেক ভালো অবস্থায়। তাছাড়া এই ক্রিপ্টো মার্কেটে আগে যত লোক কাজ করতো তার থেকে দ্বিগুণ লোক এখন কাজ করতেছে এবং বিনিয়োগকারীও অনেক বেড়ে গেছে। যার ফলে একটা প্রজেক্ট নির্দিষ্ট সময়ে শেষ করতে পারছে। 
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Newron on March 13, 2021, 10:07:46 AM
বর্তমান সময়ে যতগুলো প্রজেক্ট আসে অধিকাংশ প্রজেক্টে সাক্সেস দেখাবে। বাউন্টি হলে একটি দীর্ঘ সময় এর প্রজেক্ট। দীর্ঘ পথ সম্পন্ন হওয়ার পর এর সফলতা নির্ধারিত হয়। এত দীর্ঘ সময়ে প্রজেক্ট বলে বাউন্টি সাকসেস এর হার ব্যাপক।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Casual on March 13, 2021, 11:25:27 AM
2021 সালে পড়ার পরপরই কিন্তু কিপটে কারেন্সির মার্কেটের উন্নতি হয়েছে ব্যাপক। তাই এখন যে প্রজেক্টগুলো আসবে সেই প্রজেক্টগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই বলা যায় 2021 সালের প্রজেক্ট সবথেকে সাকসেসফুল হবে। এখন যে প্রজেক্টগুলো চলছে প্রায় প্রজেক্টগুলো ভালো ভালো এক্সচেঞ্জার লিস্টেড হয়েছে। কারণে মনে হয় 2021 সালে অবশ্যই প্রজেক্টগুলো সাকসেস হবে এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিছু না কিছু হলেও পাওয়া যাবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Laxmi Sharma on March 13, 2021, 04:48:31 PM
এখন ক্রিপ্টো মার্কেট অনেক উন্নতির পথে। 2021 সালের শুরু থেকেই প্রত্যেকটি কয়েনের দাম গুলো বাড়তে শুরু করেছে এবং সাথে বিনিয়োগকারীদের বিনিয়োগের সংখ্যাও। ইতিমধ্যে আমরা অনেক গুলো প্রজেক্ট সাকসেস হতে দেখেছি। এখন ফোরামে বর্তমানে যে প্রজেক্টগুলো চলছে আমি মনে করি প্রত্যেকটি প্রজেক্ট অনেক ভালমানের। তাই আমি মনে করি 2021 সালে  প্রজেক্ট সাকসেস হবার সম্ভবনা অনেক বেশি।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Milon626 on March 14, 2021, 06:27:04 AM
2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ব্যাপক উন্নত হয়েছে যা কল্পনাও করা যায় না। 2021 সালের মধ্যে যে প্রজেক্টগুলো চলছে আমি মনে করি প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হবে। বাউন্টি ডিএক্টিভ যে প্রজেক্টগুলো চালাচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। এবং অন্যান্য ম্যানাজার যারা রয়েছে তারাও ভালো প্রজেক্ট গুলো চালাচ্ছে এ কারণে মনে হচ্ছে 2021 সালে হয়তো প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেভাবে উন্নতির দিকে ধাবিত হচ্ছে অবশ্যই প্রজেক্ট সাকসেস হবেই।
হুম, আমি আপনার মতামতের সাথে একমত।  আমারও মনে হয় ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সিতে যে সকল প্রজেক্ট গুলো আসতে শুরু করেছে তার সব গুলো প্রজেক্টই সাকসেস হবে।  বিশেষ করে বাউন্টি ডিটেকটিভ এর লাঞ্চ করা প্রজেক্ট গুলোর দিকে আমাদের সকলেরই অনেক বেশি আকাংখা থাকে।  তার আনা প্রজেক্ট গুলো অনেক ভালো হচ্ছে।                                   
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Halkpro on March 14, 2021, 09:53:20 AM
আমরা 2017 সালের পর থেকে খুব কম সংখ্যক প্রজেক্ট দেখেছি সাকসেস হতে এর একমাত্র কারণ হলো মার্কেটের অব্যহত দরপতন। কিন্ত 2020 সালের শেষের দিক থেকে মার্কেট ভালো অবস্থানে আছে এবং আশাকরি 2021 সালেও মার্কেট আরো ভালো অবস্থানে যাবে। তাই প্রজেক্ট সাকেসেস হবার সম্ভাবনা আশাকরি ভালো হবে।

আপনাদের মতামত  আশাকরি।
শুধু ২০২১ সালেই না প্রতি সালেই ভালো প্রজেক্ট আসতে পারে। তার জন্য দরকার ভালো টিম। কারন একটা বাসার মেইন হলো তার ফাউন্ডেশন।  কারন যদি গোড়া ঠিক থাকে তা হলে সব ঠিক থাকবে। অনেক সময় অনেকে ফেক ছবি দিয়ে টিম সাজিয়ে প্রজেক্ট চালায় এতে করে হান্টারদের সময় লস আর ইনভেস্টর দের টাকা লস। আর প্রজেক্ট ভালো হবে যদি হইটপেপার, টিম, এগুলা লিগাল হয় তা হলে সব প্রজেক্টই  ভালো হবে। আবার অনেক সময় ভালো টিম থাকা সত্তেও টাকার ভর কুলাতে না পেরে স্কাম করে। যদি স্কাম না করতো তা হলে অনেক অনেক প্রজেক্ট বের হতো প্রতি বছরে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Sasa on March 14, 2021, 04:11:54 PM
বর্তমানে আমরা 2021 সালের মার্চ মাসের মাঝের দিকে এসে পড়েছি। আমরা দেখতে পারছি বর্তমানে বাউন্টি অনেকগুলো সাকসেস হয়েছে এবং এ বছর বাউন্টি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। বাউন্টি ক্যাম্পেইন সাকসেস হওয়ার অন্যতম কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেট ভালো অবস্থানে থাকা। তো আমরা দেখেছি যে ক্রিপ্টো মার্কেট এখন অনেক ভালো একটা অবস্থানে রয়েছে আর এরকম যদি থাকে তাহলে অবশ্যই প্রজেক্ট সাকসেসফুল হবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Ricky on March 15, 2021, 02:45:50 PM
আমি মনে করি 2021 সালে সবগুলো প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই বছর মার্কেট অনেক উন্নতি করেছে। ক্রিপ্টো মার্কেট অনেক ভাল অবস্থানে রয়েছে এ বছর। তাই আমি মনে করি এই বছর প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মন দিয়ে প্রত্যেকটা প্রজেক্ট এ জয়েন করে কাজ করার চেষ্টা করুন ইনশাল্লাহ অবশ্যই ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: Tubelight on March 19, 2021, 05:32:39 PM
আমার মনে হয় অন্যান্য বছরের তুলনায় 2021 সালে বাউন্টি প্রজেক্টগুলোর সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।কারণ 2021 সাল শুরুর দিকেই অনেকগুলো বাউন্টি প্রজেক্ট কিন্তু সাকসেসফুল হয়েছে এবং সে প্রজেক্ট গুলো কিন্তু অলরেডি টোকন ডিস্ট্রিবিউটর করে দিয়েছে।তাই আমার মনে হয় 2021 সালে বাউন্টি প্রজেক্ট অন্যান্য বছরের তুলনায় বেশি সাকসেসফুল হবে।
Title: Re: 2021 সালে প্রজেক্ট সাকসেস হবার সম্ভাবনা কতটুকু?
Post by: EKRA13 on March 20, 2021, 02:47:33 AM
2017 সালের পর বেশ কয়েক বছর বাউন্টির খুবই দুর্দিন চলছিল। 2021 সালে এসে বাউন্টি গুলো যেন নতুনভাবে শুরু করেছে। বর্তমানে অনেক ভালো ভালো প্রজেক্ট চলছে এবং যার বেশিরভাগই সাকসেস হচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে।