Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: bmw1 on February 11, 2021, 05:43:32 AM

Title: বর্তমানে ইথেরিয়াম এর দাম কমার কারণ কি???
Post by: bmw1 on February 11, 2021, 05:43:32 AM
আমি কিছুদিন আগে দেখছিলাম ইথেরিয়াম এর  দাম  অনেক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন দেখছি ক্রমাগত ভাবে ইথেরিয়ামের দাম কমছে, ইথেরিয়াম এর দাম কমার কারণ কি??
Title: Re: বর্তমানে ইথেরিয়াম এর দাম কমার কারণ কি???
Post by: iRan Chy on February 11, 2021, 06:34:45 AM
আমি কিছুদিন আগে দেখছিলাম ইথেরিয়াম এর  দাম  অনেক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন দেখছি ক্রমাগত ভাবে ইথেরিয়ামের দাম কমছে, ইথেরিয়াম এর দাম কমার কারণ কি??
কৃপ্টো মার্কেটে যেই কয়েন এবং টোকেন গুলো লিস্টেড আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে BitCoin এবং অন্যটি AltCoin. বিটকয়েন বাদে সকল প্রকার কয়েন বা টোকেনকে AltCoin হিসেবে বিবেচনা করা হয়।

আর কৃপ্টো মার্কেটের সব কয়েন বিটকয়েনের উপর নির্ভর করে চলে। বিটকয়েনের যখন মূল্য বাড়ে Altcoin এর ও মূল্য বেড়ে যায়। সেই সুত্রে ইথিরিয়ামের মূল্য ও বেড়েছিলো। এখন বিটকয়েনের মূল্য একটু কমেছে তাই ইথিরিয়াম সহ সব কয়েনের মূল্য কমেছে। বিটকয়েনের মূল্য যদি আবার বাড়ে কিংবা বিটকয়েনের মূল্য যদি স্ট্যাবল থাকে আবারও ইথিরিয়ামের মূল্য বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
Title: Re: বর্তমানে ইথেরিয়াম এর দাম কমার কারণ কি???
Post by: Dark Knight on February 11, 2021, 07:23:02 AM
আমি কিছুদিন আগে দেখছিলাম ইথেরিয়াম এর  দাম  অনেক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন দেখছি ক্রমাগত ভাবে ইথেরিয়ামের দাম কমছে, ইথেরিয়াম এর দাম কমার কারণ কি??
ক্রিপ্টোকারেন্সি জগতের জনপ্রিয় দুটি কয়েন এর মধ্যে একটি হলো ইথেরিয়াম কয়েন। বিটকয়েন এর পরপরই ইথেরিয়াম কয়েন এর জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বর্তমানে কিন্তু ইথেরিয়াম এর দাম আবারও বৃদ্ধি পাচ্ছে। কমলেও সেটি আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে। ইতোমধ্যে ইথেরিয়াম এর দাম বেড়ে সতেরোশো ডলারের মত হয়েছে। ধন্যবাদ।
Title: Re: বর্তমানে ইথেরিয়াম এর দাম কমার কারণ কি???
Post by: Azharul on February 11, 2021, 06:12:55 PM
ক্রিপ্টোকারেন্সি জগতে জনপ্রিয় দুটি কয়েন এর মধ্যে একটি হলো ইথেরিয়াম কয়েন। বিটকয়েন এর পরপরই ইথেরিয়াম কয়েন এর জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী।আবার কৃপ্টো মার্কেটের সব কয়েন বিটকয়েনের উপর নির্ভর করে চলে। বিটকয়েনের যখন মূল্য বাড়ে Altcoin এর ও মূল্য বেড়ে যায়।সেজন্যে ইথেরিয়াম এর দাম বর্তমান একটু কম।
Title: Re: বর্তমানে ইথেরিয়াম এর দাম কমার কারণ কি???
Post by: bmr on February 12, 2021, 04:26:59 AM
বর্তমানে ইথারের দাম কমার কোন অবকাশ দেখছি না। বরং এটি বেড়ে যাচ্ছে।গতদনের চেয়ে আজকেও কিছুটা ইথারের দাম বেড়েছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ইথারের দাম আগের চেয়ে বাড়ার রেশিওটা অনেক বেশি।
Title: Re: বর্তমানে ইথেরিয়াম এর দাম কমার কারণ কি???
Post by: Batch18-19 on February 12, 2021, 05:10:19 AM
বর্তমানে ইথারিয়াম এর মূল্য তো অনেকটাই ভালো অবস্থানে আছে। আপনি কোথা থেকে দেখছেন বর্তমানে ইথারিয়াম এর মূল্য কমে যাচ্ছে।কিছুটা মূল্য বৃদ্ধি বা কমা এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এ বিষয় নিয়ে এতো অস্থির হবার কিছু নেই। এখন পর্যন্ত ইথারিয়াম এর মার্কেট মূল্য প্রায় 1.7হাজার ডলারের উপরে আছে। ধৈর্য ধরুন ইথারিয়াম এর মূল্য আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমানে ইথেরিয়াম এর দাম কমার কারণ কি???
Post by: bmw1 on February 15, 2021, 10:23:05 AM
বর্তমানে ইথারের দাম কমার কোন অবকাশ দেখছি না। বরং এটি বেড়ে যাচ্ছে।গতদনের চেয়ে আজকেও কিছুটা ইথারের দাম বেড়েছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ইথারের দাম আগের চেয়ে বাড়ার রেশিওটা অনেক বেশি।
হ্যাঁ আপনি সঠিক বলেছেন কিন্তু তারপরও দেখা গেছে ইথেরিয়াম এর দাম কিছুটা কমেছে।