Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on February 11, 2021, 02:42:08 PM

Title: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Lutera94 on February 11, 2021, 02:42:08 PM
ইতিমধ্যে আমরা যারা এই ফোরামে কাজ করতেছি তারা জানি এই ফোরাম পরিচালনা করার জন্য মডারেটররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত এত মানুষকে একই  সুঁতায় গেঁথে  এক সাথে ফোরামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত মডারেটরগণ। কাজটি যেমন কঠিন তেমন সম্মানের ও বটে। এত বড় ফোরামে আমাদের বাংলাদেশী কিছু সিনিয়র ভাইয়েরাও বিভিন্ন সেকশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে, যা বাংলাদেশী হিসেবে গর্ব করি।

মুলত আমাকে নিয়ে মোট ৪ জন সিনিয়র ভাইয়েরা আছেন মডারেটরের দায়িত্বে -
তারা হলেন ---
১- Malam90
২- babu10
৩- Altcoin1998$
৪- Lutera94

তাদের মধ্যে যে যেসব বোর্ডে দায়িত্বরত অবস্থায় আছে।

১- Malam90

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- Cardano Forum
- Polkadot Forum
- Ethereum forum
       *চাইল্ডবোর্ড -Ethereum News & Updates
- Stable Coins Forum
      *চাইল্ডবোর্ড - USDT Forum, USDC forum
- Altcoins & Cryptocurrencies discussions
      *চাইল্ডবোর্ড - ON YouTube
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোডগুলো                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি
     




২- babu10
বোর্ড-
- Ripple Forum
      *চাইল্ডবোর্ড - Ripple News & Updates
- Litecoin Forum
      *চাইল্ডবোর্ড - Litecoin News & Updates
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোর্ডগুলি                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি

৩- Altcoin1998$

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- TRON (TRX) Forum
- DeFi tokens
- Crypto Wallets
- Crypto Exchanges
    *চাইল্ডবোর্ড - Decentralized Exchanges (DEX)

৪- Lutera94

বোর্ডগুলি
- Polkadot Forum
- Cardano Forum


আমাদের সম্মানিত ৪ জন মডারেটর ভাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা , আশা করি আপনাদের দেখানো পথেই পরবর্তীতে আরো বাংলাদেশী মডারেটর উঠে আসবে।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Batch18-19 on February 11, 2021, 04:57:55 PM
এরা আমাদের বাংলা বোর্ড কে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করছে। তাদের জন্য আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা রইল।আশা করছি তারা যেন ভবিষ্যতে এভাবেই আমাদের এই বাংলা বোর্ডকে রিপ্রেজেন্ট করতে পারে বিশ্বের দরবারে।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Malam90 on February 12, 2021, 04:31:03 AM
Altcoin1998$ ও  babu10 দুজনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো। তারা অনেক ভালো কাজ করুক যা দেখে অন্যরাও উৎসাহিত হয়। নিজেকে তৈরি করতে পারে ফোরামের জন্য। অন্যদের প্রতিও আহ্বান জানাবো নিজেদেরেকে তৈরি করুন। একসময় আপনাকে শীর্ষে নিয়ে যাবে।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Lukamaxin on February 12, 2021, 08:01:50 AM
আমাদের দেশের এই তিনজন মডারেটরই খুবই পরিশ্রমি। তারা আরও উচ্চ আসনের মর্যাদায় উঠে যাক। আমাদের বাংলা বোর্ড এবং বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করুক। শুভকামনা তাদের প্রতি।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: babu10 on February 12, 2021, 08:51:44 AM
Altcoin1998$ ও  babu10 দুজনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো। তারা অনেক ভালো কাজ করুক যা দেখে অন্যরাও উৎসাহিত হয়। নিজেকে তৈরি করতে পারে ফোরামের জন্য। অন্যদের প্রতিও আহ্বান জানাবো নিজেদেরেকে তৈরি করুন। একসময় আপনাকে শীর্ষে নিয়ে যাবে।

আমি শুরু থেকেই ভালো কাজ করার চেষ্টা করেছি এবং সামনে আপনাদের মতো অভিজ্ঞতাসম্পন্ন মডারেটরদের সাহায্য নিয়ে আরো ভালো কাজ করে যেতে চাই। আমি চাই বাংলাদেশ থেকে আরো আরো অভিজ্ঞতাসম্পন্ন লোক কাজ করুক মডারেটর, সিনেটর হিসেবে তাহলে দেশের নাম উপস্থাপিত হবে।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Review Master on February 12, 2021, 10:33:41 AM
অভিনন্দন তিনজন শ্রদ্ধেয় মডারেটরকে এবং আশা করি, সকলেই ফোরামের জন্য ভালো কিছু করতে পারবেন । আর সকলকে সঠিকভাবে ফোরাম ব্যবহারে সহযোগিতার পাশাপাশি বেশ্বিক বোর্ডগুলো বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন। বাংলাদেশ থেকে আরো ভালো ভালো মডারেটর তৈরি হোক, এই শুভকামনা রইলো।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Cristian on February 12, 2021, 11:58:17 AM
অবিন্দন এবং অবিরাম ভালোবাসা রইল আপনাদের জন্য আমরা অবশ্যই সাপোর্ট করি আপনাদের।
বাঙালি ভাইদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা।🥰
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Lutera94 on February 12, 2021, 04:27:43 PM
অবিন্দন এবং অবিরাম ভালোবাসা রইল আপনাদের জন্য আমরা অবশ্যই সাপোর্ট করি আপনাদের।
বাঙালি ভাইদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা।🥰
হ্যা ভাই আমরা যদি সবাই মডারেটরদের সাপোর্ট করি তাহলে দিন দিন আমাদের বাংলা বোর্ডকে আরো অনেক দুর নিয়ে যেতে পারবো। তাই বলছি বেশী বেশী এক্টিভ থেকে বোর্ডটিকে প্রাণবন্ত করে রাখবেন আশা করছি।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Herry on February 12, 2021, 04:49:50 PM
আমাদের খুবই গর্ব হয় যে আমাদের বাংলাদেশের ভাইয়েরা বিভিন্ন সেকশনের মডারেটরের দায়িত্ব পালন করেন। আমি সবসময় চেষ্টা করি এই সিনিয়রভাইদের আদর্শে নিজেকে গড়ে তোলার। আমি বাংলা বড়দের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই। আমাদের এই সিনিয়র ভাইরা খুবই ভালো মনের মানুষ। আমি মনে করি তাদের আদর্শ যদি আমরা নিজেদের গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই আমাদের এই লোকাল বোর্ড একদিন সবথেকে উপরে থাকবে
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: saidul2105 on February 12, 2021, 05:21:43 PM
ইতিমধ্যে আমরা যারা এই ফোরামে কাজ করতেছি তারা জানি এই ফোরাম পরিচালনা করার জন্য মডারেটররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত এত মানুষকে একই  সুঁতায় গেঁথে  এক সাথে ফোরামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত মডারেটরগণ। কাজটি যেমন কঠিন তেমন সম্মানের ও বটে। এত বড় ফোরামে আমাদের বাংলাদেশী কিছু সিনিয়র ভাইয়েরাও বিভিন্ন সেকশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে, যা বাংলাদেশী হিসেবে গর্ব করি।

মুলত ৩ জন সিনিয়র ভাইয়েরা আছেন মডারেটরের দায়িত্বে -
তারা হলেন ---
১- Malam90
২- Altcoin1998$
৩- babu10

তাদের মধ্যে যে যেসব বোর্ডে দায়িত্বরত অবস্থায় আছে।

১- Malam90

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- Ethereum forum
       *চাইল্ডবোর্ড -Ethereum News & Updates
- Cardano Forum
- Polkadot Forum
- Stable Coins Forum
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোডগুলো                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


২- Altcoin1998$

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- TRON (TRX) Forum
- Crypto Exchanges


৩- babu10
বোর্ড-
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোর্ডগুলি                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


আমাদের সম্মানিত ৩ জন মডারেটর ভাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা , আশা করি আপনাদের দেখানো পথেই পরবর্তীতে আরো বাংলাদেশী মডারেটর উঠে আসবে।
আমাদের বাংলাদেশের সকল মডারেটর ভাইদের প্রতি আমার আন্তরিক ভালবাসা ও অভিনন্দন রইল।  আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের নাম উঠে এসেছে যা আমাদের বাংলাদেশের সকলের জন্য খুবই প্রশংসনীয়।  আমি চেষ্টা করি আপনাদেরকে অনুসরণ করে চলার, আমার বিশ্বাস আমার মতো আরও অনেক আপনাদেরকে অনুসরণ করে তাদের পথচলছে।  আপনাদের সকলের  সুস্বাস্থ্য   কামনা করছি।                                             
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: salukhe on February 12, 2021, 07:33:31 PM
১- Malam90
২- Altcoin1998$
৩- babu10
তিনজনকেই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই তিনজন বাংলাদেশ কে অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন ক্রিপ্টোকারেন্সি দিক দিয়ে। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ থাকা সত্বেও আমাদের বাংলাদেশের অনেক মানুষ ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে। আর যদি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পায় তাহলে এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়ে যাবে।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Mist Joya on February 12, 2021, 08:24:39 PM
ইতিমধ্যে আমরা যারা এই ফোরামে কাজ করতেছি তারা জানি এই ফোরাম পরিচালনা করার জন্য মডারেটররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত এত মানুষকে একই  সুঁতায় গেঁথে  এক সাথে ফোরামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত মডারেটরগণ। কাজটি যেমন কঠিন তেমন সম্মানের ও বটে। এত বড় ফোরামে আমাদের বাংলাদেশী কিছু সিনিয়র ভাইয়েরাও বিভিন্ন সেকশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে, যা বাংলাদেশী হিসেবে গর্ব করি।

মুলত ৩ জন সিনিয়র ভাইয়েরা আছেন মডারেটরের দায়িত্বে -
তারা হলেন ---
১- Malam90
২- Altcoin1998$
৩- babu10

তাদের মধ্যে যে যেসব বোর্ডে দায়িত্বরত অবস্থায় আছে।

১- Malam90

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- Ethereum forum
       *চাইল্ডবোর্ড -Ethereum News & Updates
- Cardano Forum
- Polkadot Forum
- Stable Coins Forum
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোডগুলো                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


২- Altcoin1998$

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- TRON (TRX) Forum
- Crypto Exchanges


৩- babu10
বোর্ড-
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোর্ডগুলি                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


আমাদের সম্মানিত ৩ জন মডারেটর ভাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা , আশা করি আপনাদের দেখানো পথেই পরবর্তীতে আরো বাংলাদেশী মডারেটর উঠে আসবে।
আপনি অনেক সুন্দর একটি পোষ্ট তুলে ধরেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সিনিয়র ভাইদের জন্য আমাদের বাংলাদেশের বাংলা ফর্মটা আজ বিশ্বের বাজারে একটা ভালো স্থান দখল করে আছে এবং তাদের দ্বারা আমরা অনেক উপকৃত হচ্ছি আমি আরো আশা করি সামনে আমাদের চতুর্থ স্থান থেকে এক অথবা  দুই নম্বর স্থানে আমরা  যেন  যেতে পারি এই ভাইদের সহযোগিতার জন্য। ধন্যবাদ
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Markuri33 on February 12, 2021, 11:20:07 PM
আমাদের বাংলাদেশী মডারেটরদের জানাই শুভ কামনা। দোয়া করি তারা যেন ভবিষ্যতে অনেক আরো এগিয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশী এই তিনজন মডারেটর মিলে যদি একটু চেষ্টা করে তাহলে অবশ্যই আমাদের বাংলা সেকশনটা এক নাম্বারে নিয়ে যাওয়া সম্ভব। গ্লোবাল সেকশনে আমাদের বাংলাদেশী বাইরে অনেক ভালো পজিশনে রয়েছে আশা করি সামনের দিনগুলিতে আরো অনেক এগিয়ে যাবে।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: babu10 on February 13, 2021, 05:03:30 AM
আমাদের বাংলাদেশী মডারেটরদের জানাই শুভ কামনা। দোয়া করি তারা যেন ভবিষ্যতে অনেক আরো এগিয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশী এই তিনজন মডারেটর মিলে যদি একটু চেষ্টা করে তাহলে অবশ্যই আমাদের বাংলা সেকশনটা এক নাম্বারে নিয়ে যাওয়া সম্ভব। গ্লোবাল সেকশনে আমাদের বাংলাদেশী বাইরে অনেক ভালো পজিশনে রয়েছে আশা করি সামনের দিনগুলিতে আরো অনেক এগিয়ে যাবে।

ভাই আমরা নিরন্তর চেষ্টা করে যাব এবং যাচ্ছি কিন্তু আপনাদের সহযোগীতা একান্ত কাম্য। আমরা চাই সবাইকে নিয়ে একসাথে আগাতে তাহলে সুন্দর দেখাবে। সবাই ভালো ভালো টপিক এবং কমেন্টস করুন দেখবেন আমাদের থেকে আরো অনেকজন গ্লোবাল পরিমন্ডলে প্রতিনিধিত্ব করবে শুধু বিশ্বাস রাখুন আমরা পারব আর সেই সাথে কাজ করুন।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Magepai on February 13, 2021, 05:53:22 AM
আমাদের বাংলাদেশী যেসকল মডারেটর বাইরে রয়েছে তাদেরকে আমার হাজারো সালাম।আমাদের বাংলাদেশী মডারেটররা শুধু আমাদের বাংলা সেকশনে নেই বিভিন্ন গ্লোবাল সেকশনের মডারেটরের দায়িত্ব পালন করছে। আর মোডারেটর ভাই যারা আছে আমি জানি সবাই অনেক ভালো এবং সব সময় সকল ইউজারদের কে সাহায্য করছে যদি কোন ভুল হয়।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Angel jara on February 13, 2021, 10:08:37 AM
আমরা যারা বাংলা ফোরামে কাজ করে থাকি তারা সর্বদায় বাংলা ফোরামে মডারেটরের কাছ থেকে সাহায্য পেয়ে থাকি। আমরা অনেকেই মডারেটর এর সাথে পরিচয় না থাকার পরেও তারা সাহায্য করে। কিন্তু মডারেটর যদি খুব পরিচিত হয় তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো কথা। তার কাছ থেকে সর্বদা সাহায্য পাব বলে আশাবাদী।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Casual on February 13, 2021, 11:49:34 PM
আমাদের বাংলাদেশী মডারেটর ভাইরা যারা আছে তারা অনেক সৎ এবং তিনি নিষ্ঠাবান।আমাদের বাংলাদেশে মডারেটর ভাই যারা আছে তারা সবসময়ই জুনিয়র মেম্বারদের সাথে বা সিনিয়র ভাইদের সাথে সবসময় ভাল আচরণ করছে। যদি কোন ভুল হয় তাহলে তারা পিএম দিয়ে সরাসরি ভুলটা ধরিয়ে দেয়।কিন্তু অন্য কোন ফোরামে মডারেটর যারা আছি তারা কিন্তু এরকমটা করেনা তারা সরাসরি ওয়ার্নিং দিয়ে দেয়।সেজন্য বলি আমাদের বাংলাদেশী মডারেটর ভাইয়েরা তারা অনেক ভালো আশা করি তারা আরও অনেক এগিয়ে যাক এই দোয়ায় সব সময় করি।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Alayna on February 14, 2021, 01:51:12 AM
আমাদেএ বাংলাদেশের মডারেটরদের চিনতে পেরে ভালো লাগলো। আশা করি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তাদের আরও সফলতা কামনা করছি।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Ogma on February 14, 2021, 05:07:37 AM
আমাদের বাংলা ফোরামে প্রত্যেক মডারেটর নিরঙ্কুশভাবে কাজ করে যাচ্ছে । তারা প্রত্যেকেই অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান । এদের ভিতর একটি ভালো কমন বৈশিষ্ট্য হলো এরা প্রত্যেকেই জুনিয়ার এবং সিনিয়র সবার সাথে ভালো কমিউনিকেশন রাখে । আমি তাদের জন্য সার্বিক মঙ্গল কামনা করছি ।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: bmw1 on February 14, 2021, 05:11:10 AM
ইতিমধ্যে আমরা যারা এই ফোরামে কাজ করতেছি তারা জানি এই ফোরাম পরিচালনা করার জন্য মডারেটররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত এত মানুষকে একই  সুঁতায় গেঁথে  এক সাথে ফোরামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত মডারেটরগণ। কাজটি যেমন কঠিন তেমন সম্মানের ও বটে। এত বড় ফোরামে আমাদের বাংলাদেশী কিছু সিনিয়র ভাইয়েরাও বিভিন্ন সেকশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে, যা বাংলাদেশী হিসেবে গর্ব করি।

মুলত ৩ জন সিনিয়র ভাইয়েরা আছেন মডারেটরের দায়িত্বে -
তারা হলেন ---
১- Malam90
২- Altcoin1998$
৩- babu10

তাদের মধ্যে যে যেসব বোর্ডে দায়িত্বরত অবস্থায় আছে।

১- Malam90

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- Ethereum forum
       *চাইল্ডবোর্ড -Ethereum News & Updates
- Cardano Forum
- Polkadot Forum
- Stable Coins Forum
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোডগুলো                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


২- Altcoin1998$

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- TRON (TRX) Forum
- Crypto Exchanges


৩- babu10
বোর্ড-
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোর্ডগুলি                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


আমাদের সম্মানিত ৩ জন মডারেটর ভাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা , আশা করি আপনাদের দেখানো পথেই পরবর্তীতে আরো বাংলাদেশী মডারেটর উঠে আসবে।
আপনাকে অনেক ধন্যবাদ এই খবর দেওয়ার জন্য কারণ আমরা অনেকে জানিনা যে আমাদের বাংলা ফোরামে ম্যাটাডোর হিসেবে কে কে আছেন। এবং এরা বাংলা বোর্ডকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা রইল।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Malam90 on February 14, 2021, 05:42:22 AM
@bmw1 যখন যে ফোরামে ঢুকবেন তখন সেই ফোরামের উপরে দেখবেন কে কে মডারেটর আছে তাদের নাম শো করবে।

অভিনন্দন তিনজন শ্রদ্ধেয় মডারেটরকে এবং আশা করি, সকলেই ফোরামের জন্য ভালো কিছু করতে পারবেন । আর সকলকে সঠিকভাবে ফোরাম ব্যবহারে সহযোগিতার পাশাপাশি বেশ্বিক বোর্ডগুলো বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন। বাংলাদেশ থেকে আরো ভালো ভালো মডারেটর তৈরি হোক, এই শুভকামনা রইলো।

সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেটা সম্ভব। ফোরামে যোগদানের সেই প্রথম দিন থেকেই বাংলা ফোরামকে শীর্ষে দেখার স্বপ্ন নিয়ে আজও ৩ বছর ধরে কাজ করে যাচ্ছি। পাশাপাশি অন্যরাও এগিয়ে এসেছেন যারা কারণে আজকে অন্তত ৪র্থ স্থানে আসতে পেরেছি। আরো সামনে আমাদের দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ আছে। সকলের সহযোগীতা কাম্য। আপনার সুন্দর সুন্দর পোস্ট ও কমেন্টস সকলের জন্য জরুরী। একটিভ থাকবেন ভাই। আমি নিজেও শিখি আপনার পোস্ট থেকে। শেখার কোন বয়স নেই। সবার আন্তরিকতাই আমাদের পাথেয়।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: LeziT on February 14, 2021, 08:21:53 AM
তারা আমাদের বাংলাদেশীদের জন্য গর্বের বিষয়।কারণ তাদের জন্য আমরা মাথা উঁচু করে বলতে পারি আমাদের বাংলাদেশে থেকে অনেক মডারেটর রয়েছে। তাদের জন্য আমার পক্ষ থেকে নিরন্তন শুভকামনা ও ভালোবাসা রইলো।তারা যেন ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে সে জন্য দোয়া করি আমি।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: ExtraPoint on February 14, 2021, 10:52:18 AM
আমাদের এই ফোরামের মডারেটর ভাইদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।তারা আমাদের এই ফোরামের জন্য অনেক পরিশ্রম করেছেন এমনকি তাদের কাজের দ্বারা আমাদের ফোরামের সুনাম অর্জন করেছেন। তারা যেন ভবিষ্যতে তাদের সুকর্মের দ্বারা অনেক দূরে এগিয়ে যায় এবং আমাদের এই ফোরামকে আরো উচ্চতায় নিয়ে যায়।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Mist Joya on February 16, 2021, 07:04:22 PM
ইতিমধ্যে আমরা যারা এই ফোরামে কাজ করতেছি তারা জানি এই ফোরাম পরিচালনা করার জন্য মডারেটররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত এত মানুষকে একই  সুঁতায় গেঁথে  এক সাথে ফোরামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত মডারেটরগণ। কাজটি যেমন কঠিন তেমন সম্মানের ও বটে। এত বড় ফোরামে আমাদের বাংলাদেশী কিছু সিনিয়র ভাইয়েরাও বিভিন্ন সেকশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে, যা বাংলাদেশী হিসেবে গর্ব করি।

মুলত ৩ জন সিনিয়র ভাইয়েরা আছেন মডারেটরের দায়িত্বে -
তারা হলেন ---
১- Malam90
২- Altcoin1998$
৩- babu10

তাদের মধ্যে যে যেসব বোর্ডে দায়িত্বরত অবস্থায় আছে।

১- Malam90

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- Ethereum forum
       *চাইল্ডবোর্ড -Ethereum News & Updates
- Cardano Forum
- Polkadot Forum
- Stable Coins Forum
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোডগুলো                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


২- Altcoin1998$

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- TRON (TRX) Forum
- Crypto Exchanges


৩- babu10
বোর্ড-
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোর্ডগুলি                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


আমাদের সম্মানিত ৩ জন মডারেটর ভাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা , আশা করি আপনাদের দেখানো পথেই পরবর্তীতে আরো বাংলাদেশী মডারেটর উঠে আসবে।
  ধন্যবাদ ভাই আপনাকে তথ্যবহুল পোষ্ট করার জন্য  আসলে এনারা আমাদের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য আমি আমার অন্তরের স্থল থেকে দোয়া করবেন ওরা যেন ভালো জায়গায় গিয়ে পৌঁছে  সেইসাথে এনাদের দ্বারা যেন আমরা নতুনরা অনেক সহযোগিতা পাই ।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: bmw1 on February 17, 2021, 05:35:22 PM
ইতিমধ্যে আমরা যারা এই ফোরামে কাজ করতেছি তারা জানি এই ফোরাম পরিচালনা করার জন্য মডারেটররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত এত মানুষকে একই  সুঁতায় গেঁথে  এক সাথে ফোরামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত মডারেটরগণ। কাজটি যেমন কঠিন তেমন সম্মানের ও বটে। এত বড় ফোরামে আমাদের বাংলাদেশী কিছু সিনিয়র ভাইয়েরাও বিভিন্ন সেকশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে, যা বাংলাদেশী হিসেবে গর্ব করি।

মুলত ৩ জন সিনিয়র ভাইয়েরা আছেন মডারেটরের দায়িত্বে -
তারা হলেন ---
১- Malam90
২- Altcoin1998$
৩- babu10

তাদের মধ্যে যে যেসব বোর্ডে দায়িত্বরত অবস্থায় আছে।

১- Malam90

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- Ethereum forum
       *চাইল্ডবোর্ড -Ethereum News & Updates
- Cardano Forum
- Polkadot Forum
- Stable Coins Forum
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোডগুলো                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


২- Altcoin1998$

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- TRON (TRX) Forum
- Crypto Exchanges


৩- babu10
বোর্ড-
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোর্ডগুলি                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি


আমাদের সম্মানিত ৩ জন মডারেটর ভাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা , আশা করি আপনাদের দেখানো পথেই পরবর্তীতে আরো বাংলাদেশী মডারেটর উঠে আসবে।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই মডারেটর এর জন্য রয়েছে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আশা করি আপনারা অনেক সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আমরা আপনাদের পাশে আছি।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Newron on February 20, 2021, 02:57:26 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে সংযুক্ত আছে বাংলাদেশের অনেক কে। এর মাঝে আছে বাংলাদেশের মডারেটর। বাংলাদেশ মডারেটর আমাদের এই বাংলা ফ্রম কে এগিয়ে নিতে অনেক সাহায্য করছে। বাংলাদেশের মডারেটর প্রতিটা মুহূর্তে আমাদের নানা ভাবে সাহায্য করছে।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Sonjoy on February 21, 2021, 07:30:03 AM
অভিনন্দন জানায় বাংলা ফোরামের মডারেটর ভাইদেরকে তারা যেন সুস্থ ও সুন্দরভাবে আমাদের মাঝে থেকে গ্রামের জন্য কাজ করতে পারবে তাদের পরামর্শ এবং তাদেরকে অনুসরণ করে আমরা যেন সঠিক ভাবে ফোরামকে আরও উন্নতির শিখরে পৌঁছে দিতে পারি এজন্য আমরা সবাই কাজ করব এবং পাশাপাশি আমরা জানিনা তার ভাইদের কাছ থেকে ভালোভাবে জেনে বুঝে শুনে এখানে কাজ করব এতে করে আমরা সবাই উপকৃত হব এবং ফোরামকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো ইনশাল্লাহ
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Dark Knight on February 21, 2021, 09:17:08 AM
আমাদের বাংলা ফোরাম এর সকল মডারেটর ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রম এর জন্যই আমাদের এই ফোরাম টা অনেক উচ্চতায় পৌঁছেছে। তারা আমাদের বাংলাদেশীদের জন্য গর্বের বিষয়। আমরা তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যেতে চাই।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: AlviNess on February 21, 2021, 03:46:55 PM
আপনি যে তিন জনকে নিয়ে আলোচনা করেছেন সে তিনজন ব্যক্তি অনেক সহজ এবং পরিশ্রমী ব্যক্তি। আমি মনে করি তারা আমাদের বাংলা ভোটকে বিশ্বের দরবারে উপস্থাপন করছে।কারণ আমাদের এই বাংলা বোর্ড থেকে তারা আজ গ্লোবাল মডারেটর। তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Malam90 on March 09, 2021, 03:43:00 PM
মডারেটর লিস্ট আপডেট হয়েছে। নতুন ৩ জন মডারেটর নিয়োগ পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশী ১ জনের নাম পোস্টে অর্ন্তভুক্ত করুন। এছাড়া যাদের নতুন নতুন সেকশন ও চাইল্ডবোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছৈ সেটা আপডেট করুন। যেমন
*Malam90=Altcoins & Cryptocurrencies discussions, চাইল্ডবোর্ড= On Youtube
* Lutera94= Polkadot Forum, Cardano Forum
*  Altcoin1998$= DeFi tokens, Crypto Wallets
* babu10= Litecoin Forum চাইল্ডবোর্ড=Litecoin News & Updates,  Ripple Forum, চাইল্ডবোড= Ripple News & Updates
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Milon626 on March 09, 2021, 04:19:11 PM
এটা খুবই গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের অনেকে ক্রিপ্টোকারেন্সিতে মুল্যবান জায়গা গুলোর দখলে যাচ্ছে।  আপনাদের  সকলের প্রতি আমার অফুরন্ত  ভালোবাসা রইলো।  আপনাদের দেখে দেখে আমাদের অনেকেরই মনে ক্রিপ্টোতে কাজ করার আগ্রহ টা আরও অনেক বেড়ে যাচ্ছে।  আপনারা সবাই আমাদের সকলের আইডল ম্যান।                           
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Sumaiya2 on March 09, 2021, 05:19:19 PM
মডারেটর যত বেশি হবে ফোরামে তত ভালো কারণ মডারেটররা সবসময় মনিটরিং করবে যার কারণে স্পামিং কম হবে। নতুন মডারেটর ভাইদের স্বাগতম জানাই এবং আপনারা সব সময় কাজগুলো মনিটরিং করবেন।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Mj joy on March 09, 2021, 06:37:48 PM
ইতিমধ্যে আমরা যারা এই ফোরামে কাজ করতেছি তারা জানি এই ফোরাম পরিচালনা করার জন্য মডারেটররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত এত মানুষকে একই  সুঁতায় গেঁথে  এক সাথে ফোরামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত মডারেটরগণ। কাজটি যেমন কঠিন তেমন সম্মানের ও বটে। এত বড় ফোরামে আমাদের বাংলাদেশী কিছু সিনিয়র ভাইয়েরাও বিভিন্ন সেকশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে, যা বাংলাদেশী হিসেবে গর্ব করি।

মুলত আমাকে নিয়ে মোট ৪ জন সিনিয়র ভাইয়েরা আছেন মডারেটরের দায়িত্বে -
তারা হলেন ---
১- Malam90
২- babu10
৩- Altcoin1998$
৪- Lutera94

তাদের মধ্যে যে যেসব বোর্ডে দায়িত্বরত অবস্থায় আছে।

১- Malam90

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- Cardano Forum
- Polkadot Forum
- Ethereum forum
       *চাইল্ডবোর্ড -Ethereum News & Updates
- Stable Coins Forum
      *চাইল্ডবোর্ড - USDT Forum, USDC forum
- Altcoins & Cryptocurrencies discussions
      *চাইল্ডবোর্ড - ON YouTube
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোডগুলো                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি
     




২- babu10
বোর্ড-
- Ripple Forum
      *চাইল্ডবোর্ড - Ripple News & Updates
- Litecoin Forum
      *চাইল্ডবোর্ড - Litecoin News & Updates
- বাংলা (Bengali) এবং চাইল্ডবোর্ডগুলি                 
      *Altcoins(অন্যান্য কয়েন),
      *নতুনদের,
      *ক্রিপ্টোকুরেন্সি খবর
      *রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ,
      *ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি,
      *স্কাম প্রকল্প ও বাউন্টি নিয়ে আলোচনা,
      *অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি

৩- Altcoin1998$

বোর্ডগুলি -
- Bitcoin Forum
- TRON (TRX) Forum
- DeFi tokens
- Crypto Wallets
- Crypto Exchanges
    *চাইল্ডবোর্ড - Decentralized Exchanges (DEX)

৪- Lutera94

বোর্ডগুলি
- Polkadot Forum
- Cardano Forum


আমাদের সম্মানিত ৪ জন মডারেটর ভাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা , আশা করি আপনাদের দেখানো পথেই পরবর্তীতে আরো বাংলাদেশী মডারেটর উঠে আসবে।
আমার পক্ষ থেকে সকল সিনিয়র ভাইদের জন্য প্রার্থনা এবং ভালোবাসা রইল। কারণ সিনিয়র ভাইদের দ্ধারা আমরা যারা ক্রিপ্টোকারেন্সি  জড়িত আছি সকলেরই অনেক উপকার হয় এবং হইতেছে। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তারা যেন আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি জড়িত সকল ভাইদের কে এই ভাবে সাহায্য করে যেতে পারে। যাতে করে আমরা বাংলা ফোরামটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি বিশ্বের বাজার।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Rubel007 on March 10, 2021, 06:08:38 AM
খুবই ভাল লাগল। এই বিখ্যাত একটি ফোরামে যেখানে বিশ্বের বিভিন্নদেশের মানুষের সাথে কাজ করে আমাদের এদেশের মানুষ এগিয়ে আছে। এটা সত্যিই গর্বের বিষয়। আমি চাই আমাদের ফোরামে আরও বাংলাদেশি ভাইযেরা উঠে আসুক।
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Goldlife on March 10, 2021, 06:56:07 AM
সবাইকে অভিনন্দন জানাচ্ছি বাংলা মডারেটর হিসেবে আশা করি আপনারা সবাই বাংলাদেশে জন্য সবাই সুন্দর ভাবে কাজ করে যাবেন এবং আমাদেরকে সঠিক পথ দেখাবেন আমরা যদি কোন রকম ভাবে ও অসৎ পথে অবলম্বন করি আপনারা সাথে সাথে সেটা ধরিয়ে দেবেন এবং সবাইকে সহযোগিতা করবেন এবং কোন ধরনের হিংসা রাখবেন না মনে তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবেন কারণ প্রতি হিংসা হিংসা মানুষকে কোনদিন উন্নতির শিখরে নিয়ে যেতে পারে না কারণ শেষের দিকেই ঠেলে দেয় আপনারা সবাই হিংসা বিদ্বেষ না রেখে সবাইকে সহযোগিতা করবেন এবং সবার উন্নতির জন্য কাজ করবেন এবং ফোরামকে আরো কোয়ালিটি সম্পন্ন করবেন ধন্যবাদ
Title: Re: আমাদের বাংলাদেশী মডারেটরদের পরিচিতি
Post by: Tubelight on March 20, 2021, 10:53:40 AM
বাংলাদেশ থেকে অনেক ভাই গ্লোবাল মডারেটরের দায়িত্ব পালন করছে।আমি মনে করি তারা আমাদের বাংলা বোর্ডকে রিপ্রেজেন্ট করে সকলের কাছে। তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল।