Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: ranaprime on February 11, 2021, 06:29:15 PM

Title: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: ranaprime on February 11, 2021, 06:29:15 PM
অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আর একজন মডারেটর malam90 এর প্রতি। আমি একটি বিষয় দীর্ঘ সময় ধরে দেখেছি যে আপনি (malam90) একজন কঠোর পরিশ্রমী এবং নিষ্ঠা সম্পন্ন ব্যেক্তিত্যের অধিকারী। আমি দেখেছি ফোরামের টপ টু বটম আপনার যে ত্যাগ তা সত্যিই অপূর্ব এবং অতূলনীয় যা অত্যন্ত কষ্টসাধ্য কাজ যা আপনি করে যাচ্ছেন। বর্তমানে বাংলা ফোরাম একটি সুশৃঙ্খল জায়গায় চলে এসেছে। কারো বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই যা আমাদের ফোরামে খুবই দরকার ছিল। যেটি আমাকে বিশেষ ভাবে অনুপ্রানিত করেছে এখানে কাজ করতে।  আপনি যেভাবে সকল কে নিয়ে স্বপ্ন দেখছেন ফোরামের উন্নতির লক্ষ্যে। আমরা সবাই বদ্ধপরিকর। আমরা চাই সকলে মিলে আমাদের বাংলা থ্রেড কে এগিয়ে নিয়ে যাব। আর একটি কথা বলতে চাই যে যারা পরিশ্রমী তারা কখনই বিফলে যাবে না। মহান আল্লাহ আমাদের সবাই কে তাদের নির্ধারিত লক্ষ্য বাস্তাবয়ানের তৌফিক দান কুরক (আমিন)। যদিও আপনি মডারেটর হিসেবে পুরাতন তবুও আপনাদের দুজনের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: iRan Chy on February 11, 2021, 07:00:57 PM
ভাইয়েরা ফোরামে আমাদের শেখানো এবং ফোরামের শৃঙ্খলা ঠিক রাখার জন্য কঠোর পরিশ্রম করেন। ভালবাসা সবসময় আপনাদের জন্য। আর আপনি ঠিকই বলেছেন পরিশ্রম কখনো বৃথা যায়না। মহান আল্লাহ চাইলে আমাদের পরিশ্রমকে একদিন সফলতার দাড়গোড়ায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: kulkhan on February 11, 2021, 08:31:02 PM
Babu 10 কে অভিনন্দন। আর malam90 ভাই এর প্রতি শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ তাকে ছোট করতে চাই না। তাকে বাংলা বোর্ডর মডারেটর হিসেবে পেয়ে আমরা ধন্য। বাংলা বোর্ডে আপনার অবদান সকলেরই ই জানা আছে। আর আপনি যে ভাবে বাংলা বোর্ডকে প্রানবন্ত রেখেছেন তাতে করে আমি মনেকরি বাংলা বোর্ড ওয়াল্ড রেংকিয়ে আরো ভালো অবস্থানে উঠে আসব বলে বমি বিশ্বাস করি। আবারও স্বাগতম আপনাদেরকে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Lutera94 on February 12, 2021, 01:48:32 AM
অভিনন্দন আমাদের নতুন মডারেটর কে, তবে হ্যা আমাদের Malam90 ভাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি এক্ষেত্রে অনেকটা সফল ও বটে। তবে ওনি গ্লোবাল সাইটের ও মডারেটর এর দায়িত্বে আছে। তাই আমি মনে করি এই পুরো ফোরামে ওনার অবদান অনস্বীকার্য। বলা চলে এই ফোরামের প্রাণ।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Batch18-19 on February 12, 2021, 05:17:33 AM
অভিনন্দন জানাচ্ছি#babu10 ভাইকে বাংলা বোর্ডের মডারেটর হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য।
এবং মালাম 90 ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করলে নয়।কেননা তিনি আমাদের এই বাংলা ভোটকে অনেক সুন্দর ভাবে গ্লোবাল পর্যায়ে রিপ্রেজেন্ট করছেন। এবং সুশৃংখলভাবে বাংলা বোর্ডকে পরিচালনা করছেন।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: AlviNess on February 21, 2021, 05:07:40 PM
অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আর একজন মডারেটর malam90 এর প্রতি। আমি একটি বিষয় দীর্ঘ সময় ধরে দেখেছি যে আপনি (malam90) একজন কঠোর পরিশ্রমী এবং নিষ্ঠা সম্পন্ন ব্যেক্তিত্যের অধিকারী। আমি দেখেছি ফোরামের টপ টু বটম আপনার যে ত্যাগ তা সত্যিই অপূর্ব এবং অতূলনীয় যা অত্যন্ত কষ্টসাধ্য কাজ যা আপনি করে যাচ্ছেন। বর্তমানে বাংলা ফোরাম একটি সুশৃঙ্খল জায়গায় চলে এসেছে। কারো বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই যা আমাদের ফোরামে খুবই দরকার ছিল। যেটি আমাকে বিশেষ ভাবে অনুপ্রানিত করেছে এখানে কাজ করতে।  আপনি যেভাবে সকল কে নিয়ে স্বপ্ন দেখছেন ফোরামের উন্নতির লক্ষ্যে। আমরা সবাই বদ্ধপরিকর। আমরা চাই সকলে মিলে আমাদের বাংলা থ্রেড কে এগিয়ে নিয়ে যাব। আর একটি কথা বলতে চাই যে যারা পরিশ্রমী তারা কখনই বিফলে যাবে না। মহান আল্লাহ আমাদের সবাই কে তাদের নির্ধারিত লক্ষ্য বাস্তাবয়ানের তৌফিক দান কুরক (আমিন)। যদিও আপনি মডারেটর হিসেবে পুরাতন তবুও আপনাদের দুজনের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমাদের এই বাংলা বোর্ডের কারিগর হচ্ছে মালাম 90 ভাই। এবং বাংলা বোর্ডকে নতুনভাবে সজ্জিত করার জন্য এর মালাম 90 ভাইয়ের সাথে যুক্ত হয়েছেন বাবু টেন ভাই। তাদের দু'জনকেই আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Malam90 on February 22, 2021, 07:09:54 AM
অভিনন্দন আমাদের নতুন মডারেটর কে, তবে হ্যা আমাদের Malam90 ভাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি এক্ষেত্রে অনেকটা সফল ও বটে। তবে ওনি গ্লোবাল সাইটের ও মডারেটর এর দায়িত্বে আছে। তাই আমি মনে করি এই পুরো ফোরামে ওনার অবদান অনস্বীকার্য। বলা চলে এই ফোরামের প্রাণ।

লোকাল সেকশনের পাশাপাশি আপনি যখন গ্লোবাল সেকশনে কাজ করবেন, সেখানের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আপনি যেমন হাইলাইটেড হবেন পাশাপাশি আপনার দেশ ও আপনার লোকাল সেকশনও সুনামের সাথে হাইলাইটেড হবে। পক্ষান্তরে চিটিং, বাটপারি, কোন্দল করবেন তো সেটারও প্রভাব গ্লোবাল সেকশনেও পড়ে তা দেশের জন্য ও লোকাল সেকশনের উপর নেগেটিভ প্রভাব পড়ে। আমাদের লোকাল সেকশনের পাশাপাশি গ্লোবাল সেকশনে সুনামের সাথে কাজ করতে হবে। আরেকটা আক্ষেপ আছে- আমাদের বাংলা সেকশন থেকে এখনো কোন গ্লোবাল মডারটর পেলাম না। ফোরামে মাত্র ৭ জন গ্লোবাল মডারেটর আছেন।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Milon626 on March 05, 2021, 03:28:26 AM
মডারেটর ভাইদের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।  একটা ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন মডারেটর এর গুরুত্ব  অপরিসীম।  মডারেটর ছাড়া ফোরাম আর মাঝি বিহীন নৌকা একই কথা।  মাঝি ছাড়া নৌকা যেমন পারে ভিরতে পারেনা, তেমনি একজন সুদক্ষ   মডারেটর ছাড়া ফোরামও ভালো কিছু আশা করতে পারে না।                           
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: raisajahan on March 05, 2021, 03:41:05 AM
আমি গভির ভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বন্ধু malam90 এর প্রতি কারণ তিনি খুব নিষ্টার সাথে এই ফোরাম এ কাজ করে যাচ্ছেন এবং আমাদের কে পথ প্রর্দশক হিসেবে পরিচালনা করছেন । সেই সাথে অভিনন্দন জানাই babu10 কে ।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Damrai5$ on March 05, 2021, 03:42:17 AM
যে বাংলা বোর্ডে দুজন মোডারেটর রয়েছে তারা সবসময়ই আমি দেখছি অনেক আপডেট নিউজ দিচ্ছে। বিশেষ করে মালাম ভাই তিনি সবাইকে সবসময় সাহায্য করছে।কোন ভুল হলে সাথে সাথে সেটা সমাধান করে দেন।আমি মালাম বাইকে সবসময়ই সাপোর্ট করি এবং বাংলা ভোট কে নিয়ে যাওয়ার জন্য তাঁর অশেষ ভূমিকা রয়েছে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Dark Knight on March 05, 2021, 05:33:15 AM
কোন একটি বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মডারেটরদের অনেক পরিশ্রম করতে হয়।আমি আমাদের ফোরামের মডারেটরদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তারা সবসময় আমাদের জন্য কাজ করে গেছেন।ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত আপডেট তথ্য দিয়ে আমাদেরকে নানাভাবে সাহায্য করেছেন।এমনকি ফোরামে কাজ করার জন্য উৎসাহ যুগিয়েছেন। আমাদের বাংলা ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মডারেটর ভাইদের ভূমিকায় বেশি।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Farhana on March 05, 2021, 07:35:21 AM
বাংলা বোর্ডের আর এক নাম malam90। কৃতজ্ঞতা স্বীকার করছি যার চিন্তাভাবনা থেকে বাংলা বোর্ডের জন্ম হয়েছে।  যেখানে হাজারো নতুন স্বপ্নবাজ রা স্বপ্ন দেখতেছে। হাতে কলমে শিখতেছে কিভাবে কাজ করবে। প্রতিদিন সুযোগ্য মডারেটর দের নতুন নতুন পোস্ট দেখে স্বপ্নগুলো আরো মজবুত হচ্ছে, অনুপ্রানিত হচ্ছে সকলেই। ছোট বড় সকল বিষয় এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। malam90 ও babu10 দুইজন সুযোগ্য মডারেটর কে ধন্যবাদ ও  সুস্থতা কামনায় করি। আপনাদের সুস্থতা আমাদের কাজের হ্রদস্পন্দন কে বাচিয়ে রাখার একমাত্র অবলম্বন।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: ExtraPoint on March 05, 2021, 09:41:16 AM
Babu 10 ভাইকে আমাদের ফোরামের নতুন মডারেটর হিসেবে অভিনন্দন স্বাগত জানাচ্ছি। একটা ফোরামে অবশ্যই মডারেটর থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের হাত ধরেই ফোরাম অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আশা করি তাঁর হাত ধরেই আমাদের এই ফোরামের ইউজারদের পথ চলা সুদৃঢ় হবে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Markuri33 on March 05, 2021, 12:56:03 PM
আসলে দেখা যায় একজন মডারেটর পুরো ফোরামকে নিয়ন্ত্রণ করতে পারে না একটু কষ্ট হয়ে যায়। কারণে মালামবা তিনি তার সাপোর্ট হিসেবে আরেকজন মডারেটর বেছে নিয়েছেন।আমি দেখেছি মালাম ভাই তিনি অত্যন্ত ভালো লোক এবং ফোরামের উন্নতি সাধনের সব সময় তিনি কাজ করছেন। বাংলা পুরান কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফোরামের মডারেটরদের অনেক ভূমিকা রয়েছে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Lovepro Max on March 05, 2021, 05:04:36 PM
সত্যি এই দুই সিনেমার ভাই আমাদের জন্য গর্বের বিষয়। বিশেষ করে মালাম ভাই অনেক ভালো মনের একজন মানুষ তিনি অনেক কঠোর পরিশ্রম করেন আমাদের এই বাংলার লোকাল বোর্ডের জন্য।হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখন আর কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। আমাদের এই লোকাল বোর্ড এখন দুই নম্বর অবস্থানে রয়েছে অন্যান্য লোকাল বোর্ড এর তুলনায়।এই সবকিছুর জন্যই অবদান রেখেছেন আমাদের এই দুই সিনিয়র ভাই।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Tubelight on March 20, 2021, 05:25:20 PM
আমাদের বাংলা বোর্ডের যোগ্য একজন মডারেটর আমি মনে করি আরেকটি যোগ্য একজন সহযোগী পেলেন। তাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা রইলো।আশা করছি তারা আমাদের এই বাংলা বোর্ডকে বা বাংলা ফোরামকে অনেক সুন্দরভাবে পরিচালনা করবে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: CryptoRiders on April 25, 2021, 12:25:09 PM
Babu 10 ভাইকে মডারেটর হিসেবে  অভিনন্দন আর স্বাগতম জানাই।আর Malam90
ভাইকে শুধু অভিনন্দনই নয় তার জন্য আমরা সবাই গর্ববোধ করি। তাদের কঠোর পরিশ্রমের কারণে  বাংলা ফোরামের অনেক উন্নতি হচ্ছে। তাদের কারণে হয়তো একদিন ক্রিপ্ত ওয়ার্ল্ডে বাংলা ফোরাম ভালো অবস্থানে আসবে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: babu10 on April 25, 2021, 04:31:50 PM
আমার মডারেটর বস Malam90 এককথায় অসাধারণ এবং কঠোর পরিশ্রমী এটা বলার অপেক্ষা রাখেনা। উনি দিনের প্রায় বেশীরভাগ সময়ই এই ফোরামের সঙ্গে থাকেন যেটা হয়তো এডমিনও থাকেননা। উনার বাংলার পাশাপাশি সব সেকশনেই অসাধারণ দখল মেধা এবং মননে আর সেজন্যই বর্তমানে এডমিন উনাকে গ্লোবাল মডারেটর হিসাবে মর্যাদা দিয়েছেন। আমি সবসময় উনার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে পথপ্রদর্শন করার জন্য। আমি উনার সুস্বাস্থ্য কামনা করি।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Jacksoon99 on April 29, 2021, 06:25:11 PM
অভিনন্দন জানাই দুই মডেরেটর বাইকে তারা যদি আমাদের সাহায্য না করতো তাহলে আজ আমরা এত দূর এগুতে পারতাম না তারা সাহায্য করার কারণে আমরা আজ এতদূর এগিয়ে আছিতারা দুজনই অনেক ভালো আমার পক্ষ থেকে তাদের দুজনকে আন্তরিক ভালোবাসা জানাই।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Angel julian on April 30, 2021, 06:32:07 AM
অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আর একজন মডারেটর malam90 এর প্রতি। আমি একটি বিষয় দীর্ঘ সময় ধরে দেখেছি যে আপনি (malam90) একজন কঠোর পরিশ্রমী এবং নিষ্ঠা সম্পন্ন ব্যেক্তিত্যের অধিকারী। আমি দেখেছি ফোরামের টপ টু বটম আপনার যে ত্যাগ তা সত্যিই অপূর্ব এবং অতূলনীয় যা অত্যন্ত কষ্টসাধ্য কাজ যা আপনি করে যাচ্ছেন। বর্তমানে বাংলা ফোরাম একটি সুশৃঙ্খল জায়গায় চলে এসেছে। কারো বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই যা আমাদের ফোরামে খুবই দরকার ছিল। যেটি আমাকে বিশেষ ভাবে অনুপ্রানিত করেছে এখানে কাজ করতে।  আপনি যেভাবে সকল কে নিয়ে স্বপ্ন দেখছেন ফোরামের উন্নতির লক্ষ্যে। আমরা সবাই বদ্ধপরিকর। আমরা চাই সকলে মিলে আমাদের বাংলা থ্রেড কে এগিয়ে নিয়ে যাব। আর একটি কথা বলতে চাই যে যারা পরিশ্রমী তারা কখনই বিফলে যাবে না। মহান আল্লাহ আমাদের সবাই কে তাদের নির্ধারিত লক্ষ্য বাস্তাবয়ানের তৌফিক দান কুরক (আমিন)। যদিও আপনি মডারেটর হিসেবে পুরাতন তবুও আপনাদের দুজনের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি অনেক যুক্তি সংগত কথা বলেছেন। আপনার সাথে আমি একমত। আপনি এই দুইটি ভাইয়ের অনেক যুক্তিসঙ্গত বিষয় তুলে ধরেছেন কিভাবে তারা আজকে এই পর্যায়ে এসেছেন। বিষয়ে আপনার পোষ্ট থেকে আমি অনেক সুন্দর এবং সহজভাবে জানতে পারলাম ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Asad72 on April 30, 2021, 06:47:05 AM
আমি গভির ভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বন্ধু malam90 এর প্রতি কারণ তিনি খুব নিষ্টার সাথে এই ফোরাম এ কাজ করে যাচ্ছেন এবং আমাদের কে পথ প্রর্দশক হিসেবে পরিচালনা করছেন । এবং বাংলা পুরান কে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ফোরামের মডারেটরদের অনেক ভূমিকা রয়েছে। সেই সাথে অভিনন্দন জানাইbabu10 কে?
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Rifan Khan on April 30, 2021, 06:11:08 PM
Babu10এবংmalam90 এদের দুজনকে আমার পক্ষ থেকে আপনাদের কে অভিনন্দন। কারন আপনারা অনেক কষ্ট করেছেন কষ্ট করার পরেও আপনারা মডারেটর হয়েছেন। এখন আপনারা মডারেটরের দায়িত্ব পালন করছেন। সেজন্য আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Nusrat on April 30, 2021, 06:38:26 PM
ছোটদের স্নেহ করা এবং বড়দের শ্রদ্ধা করা এটা সবারই কর্তব্য। তবে হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি বাংলা ফোরামে যে সকল বড় ভাইরা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই বাংলা বোর্ডে আগে দেখা যেত একজন অন্যজনকে ক্ষতি করার চেষ্টা করত সব সময় একে অন্যের বিরুদ্ধে চলাচল করত। কিন্তু বর্তমানে এখন সেটা দেখা যাচ্ছে না। এর একটাই কারণ বাংলা বোর্ডের babu10 এবং(malam90) ভাইদের অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সফলতা। আসলে আপনাদের মত পরিশ্রমই লোক যদি না থাকতো তাহলে আমরা আজ এতটা এগিয়ে যেতে পারতাম না। ধন্যবাদ আপনাদের সকলকে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Random203 on April 30, 2021, 11:04:40 PM
আমাদের বাংলাদেশ থেকে নতুন করে babu10 ভাই কে মডারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং babu10  ভাই সেই দায়িত্ব অনেক সুদক্ষ ভাবে পালন করে যাচ্ছেন।
অন্যদিকে আমাদের আরেক ভাই malam90 ভাই অনেক দিন যাবৎ বিভিন্ন সেকশনের মডারেটর হিসেবে রয়েছেন।  এরা দুজন  অনেক কষ্ট করে আমাদের লোকালবোর্ড টা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সবার ই তাকে হেল্প করা প্রয়োজন।                     
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Sonjoy on May 01, 2021, 03:36:31 AM
আমাদের অবশ্যই মানতে হবে বাংলা বোর্ডের প্রধান মডারেটর বাই তারা খুব সহজ এবং পরিশ্রমী সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকেন এবং ফোরামকে খুব অল্প সময়ের মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেন এবং ভবিষ্যতে আরও সাজানো-গোছানো দেখতে পারবো আমরা এই ফোরামকে । আর কিছুদিন যদি আমাদের এই মডারেটর বাই যদি ফোরামে থাকেন তাহলে কিন্তু বাংলা বোর্ডের অনেক উন্নতি সাধন হবে এবং আমরা যারা বাংলাদেশে আছে তাদের অনেক উপকার হবে।
Title: Re: অভিনন্দন babu10 কে এবং কৃতজ্ঞতা malam90 এর প্রতি।
Post by: Dilshan on May 03, 2021, 07:37:11 AM
শুভেচ্ছা ও অভিনন্দন babu10 ভাইকে আর malam90 শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ আপনারা দুজনেই ফোরামের অনেক পরিশ্রম করে গেছেন, সময় দিয়েছেন, নতুন ইউজারদের কোন ভুল হলে সেটা সংশোধন করে দিয়েছেন। আপনাদের কঠোর পরিশ্রমের জন্যই আজ বাংলা ফোরামের অনেক উন্নতি হচ্ছে। আর আমি মনে করি আপনাদের হাত ধরেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ !!!!!