Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: babu10 on February 12, 2021, 08:19:03 AM

Title: Message/Memo একই
Post by: babu10 on February 12, 2021, 08:19:03 AM
আমারা যারা টোকেন/কয়েন বাই সেল করি অনেক সময় ম্যামো একটা অপশন থাকে যেটা সঠিক ভাবে দিতে হয় টোকেন ডিপোজিট করতে গেলে বিশেষ করে XLM coin এর ক্ষেত্রে এটা বেশী পরিলক্ষিত হয়। কিন্তু সমস্যা হলো কিছু কিছু এক্সচেঞ্জার এ এই ম্যামো জিনিশটা থাকেনা তার বদলে থাকে ম্যাসেজ অপশন। আমি এই জিনিসটা বুঝতে সমস্যা হয়েছিলো তাই সবার উপকারার্তে শেয়ার করলাম। আসলে ম্যামো এবং ম্যাসেজ একই। যেখানে ম্যামো থাকেবেনা সেখানে ম্যাসেজ অপশন থাকেলে ঐ ম্যামো নম্বারটাই দিবেন তাতে আপনার টোকেন এর কোন সমস্যা হবেনা।

আশাকরি সবাই উপকৃত হবেন আর যারা জানেন তারা আমার গুরু  :D :D
Title: Re: Message/Memo একই
Post by: Lutera94 on February 12, 2021, 08:23:48 AM
আমারা যারা টোকেন/কয়েন বাই সেল করি অনেক সময় ম্যামো একটা অপশন থাকে যেটা সঠিক ভাবে দিতে হয় টোকেন ডিপোজিট করতে গেলে বিশেষ করে XLM coin এর ক্ষেত্রে এটা বেশী পরিলক্ষিত হয়। কিন্তু সমস্যা হলো কিছু কিছু এক্সচেঞ্জার এ এই ম্যামো জিনিশটা থাকেনা তার বদলে থাকে ম্যাসেজ অপশন। আমি এই জিনিসটা বুঝতে সমস্য হয়েছিলো তাই সবার উপকারার্তে শেয়ার করলাম। আসলে ম্যামো এবং ম্যাসেজ একই। যেখানে ম্যামো থাকেবেনা সেখানে ম্যাসেজ অপশন থাকেলে ঐ ম্যামো নম্বারটাই দিবেন তাতে আপনার টোকেন এর কোন সমস্যা হবেনা।

আশাকরি সবাই উপকৃত হবেন আর যারা জানেন তারা আমার গুরু  :D :D
আমি কিছুদিন আগে বাইন্যান্স থেকে ট্রাস ওয়ালেটে BNB আনার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তখন মেমু চেয়েছিলো।তবে ট্রাস্ট ওয়ালেটে মেমু পায়নি। ব্যাপারটা নিয়ে এখনো ধোয়াসায় আছি।পরবর্তীতে BSC তে উইথড্র দিলাম।
Title: Re: Message/Memo একই
Post by: babu10 on February 12, 2021, 08:44:01 AM
আমারা যারা টোকেন/কয়েন বাই সেল করি অনেক সময় ম্যামো একটা অপশন থাকে যেটা সঠিক ভাবে দিতে হয় টোকেন ডিপোজিট করতে গেলে বিশেষ করে XLM coin এর ক্ষেত্রে এটা বেশী পরিলক্ষিত হয়। কিন্তু সমস্যা হলো কিছু কিছু এক্সচেঞ্জার এ এই ম্যামো জিনিশটা থাকেনা তার বদলে থাকে ম্যাসেজ অপশন। আমি এই জিনিসটা বুঝতে সমস্য হয়েছিলো তাই সবার উপকারার্তে শেয়ার করলাম। আসলে ম্যামো এবং ম্যাসেজ একই। যেখানে ম্যামো থাকেবেনা সেখানে ম্যাসেজ অপশন থাকেলে ঐ ম্যামো নম্বারটাই দিবেন তাতে আপনার টোকেন এর কোন সমস্যা হবেনা।

আশাকরি সবাই উপকৃত হবেন আর যারা জানেন তারা আমার গুরু  :D :D
আমি কিছুদিন আগে বাইন্যান্স থেকে ট্রাস ওয়ালেটে BNB আনার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তখন মেমু চেয়েছিলো।তবে ট্রাস্ট ওয়ালেটে মেমু পায়নি। ব্যাপারটা নিয়ে এখনো ধোয়াসায় আছি।পরবর্তীতে BSC তে উইথড্র দিলাম।

আমি ট্রাস্ট ওয়ালেট তেমন ব্যবহার করিনা যদিও এটা ভালো ওয়ালেট বর্তমান সময়ে। আমি গতকাল হিটবিটিসি থেকে XLM coin বাইনান্স এর উউথড্র দিতে গিয়ে এই ঝামেলায় পড়েছিলাম পরে বুঝতে পারলাম ম্যাসেজ আর ম্যামো একই কিন্তু এটা পরীক্ষা করতে গিয়ে আমা 5ডলার শেষ তাই আর কারো যাতে এমন না হয় তাই শেয়ার করলাম।
Title: Re: Message/Memo একই
Post by: iRan Chy on February 12, 2021, 07:34:14 PM
আমারা যারা টোকেন/কয়েন বাই সেল করি অনেক সময় ম্যামো একটা অপশন থাকে যেটা সঠিক ভাবে দিতে হয় টোকেন ডিপোজিট করতে গেলে বিশেষ করে XLM coin এর ক্ষেত্রে এটা বেশী পরিলক্ষিত হয়। কিন্তু সমস্যা হলো কিছু কিছু এক্সচেঞ্জার এ এই ম্যামো জিনিশটা থাকেনা তার বদলে থাকে ম্যাসেজ অপশন। আমি এই জিনিসটা বুঝতে সমস্য হয়েছিলো তাই সবার উপকারার্তে শেয়ার করলাম। আসলে ম্যামো এবং ম্যাসেজ একই। যেখানে ম্যামো থাকেবেনা সেখানে ম্যাসেজ অপশন থাকেলে ঐ ম্যামো নম্বারটাই দিবেন তাতে আপনার টোকেন এর কোন সমস্যা হবেনা।

আশাকরি সবাই উপকৃত হবেন আর যারা জানেন তারা আমার গুরু  :D :D
আমি কিছুদিন আগে বাইন্যান্স থেকে ট্রাস ওয়ালেটে BNB আনার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তখন মেমু চেয়েছিলো।তবে ট্রাস্ট ওয়ালেটে মেমু পায়নি। ব্যাপারটা নিয়ে এখনো ধোয়াসায় আছি।পরবর্তীতে BSC তে উইথড্র দিলাম।
আপনার নিজের ওয়ালেটে কোন কয়েন বা টোকেন রিসিভ করতে মেমোর প্রয়োজন হয়না। মেমো বিশেষ করে এক্সেঞ্জে ডিপোজিট এর ক্ষেত্রে প্রয়োজন হয়। কারণ, এক্সেঞ্জের ক্ষেত্রে এক্সেঞ্জ কর্তৃপক্ষ একাদিক ব্যবহারকারির জন্য একাদিক ওয়ালেট না করে সবার জন্য একটি ওয়ালেট ব্যবহার করে। এজন্য কে ডিপোজিট করেছে এটি সনাক্তকরণের জন্য মেমো দেওয়া হয়। 
Title: Re: Message/Memo একই
Post by: Tubelight on March 17, 2021, 04:18:41 PM
এরকম কোন অভিজ্ঞতা আমার নেই কারণ আমি কোনদিন টেকেন বাই সেল করিনি।তবে হয়তো আপনার পোস্ট পড়ে অনেকেই নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করেছে। যদি কোনদিন আমার এমন অভিজ্ঞতা হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব।