Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Malam90 on February 12, 2021, 05:12:53 PM

Title: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: Malam90 on February 12, 2021, 05:12:53 PM
মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন  বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপকে সমর্থন করেন। মিয়ামির সিটি কমিশন এখন মিয়ামিবাসীদের কর প্রদান এবং বিটকয়েনে বেতন পাওয়ার সুযোগ দেওয়ার সম্ভাব্যতার সন্ধান করছে।

মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ একটি অফিশিয়াল রেজোলিউশনের প্রস্তাব করেছেন যাতে দেখা যাবে যে বিটকয়েন (বিটিসি) শহরের প্রশাসনের বিভিন্ন অংশে একটি গ্রহণযোগ্য অর্থপ্রদানের সরঞ্জাম হয়ে উঠবে।

তিনি বলেন, “আমি আমার রেজ্যুলেশন সমর্থন করার জন্য মিয়ামি শহরের কমিশনারকে ধন্যবাদ জানাতে চাই, যা বিটকয়নে আমাদের কর্মীদের বেতনের এক শতাংশ পাওয়ার জন্য অফার দিতে সক্ষম হতে কোনও বিক্রেতাকে সংগ্রহ করার জন্য কোনও সিটি ম্যানেজারকে বিশ্লেষণের পরে নির্দেশ দেয়; আমাদের বাসিন্দাদের বিটকয়েনে ফি দেওয়ার জন্য অনুমতি দেয “।  খবরের সোর্স (https://cointelegraph.com/news/miami-council-supports-mayor-s-move-to-offer-city-worker-salaries-in-bitcoin)
Title: Re: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: Malam90 on March 04, 2021, 05:08:47 PM
আমরাও অপেক্ষায় আছি কবে আমাদের দেশেও বেতন দেওয়া হবে বিটকয়েনের মাধ্যমে।  :)
হয়তো একদিন হবে সেদিন আমরা থাকব কিনা জানিনা।
সরকারের বোধোদয় হলেই হবে।
সরকারের বোধোদয় হতে গেছে যারা চিন্তাবিদ তাদের আগে বোধোদয় হতে হবে।
Title: Re: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: Review Master on March 04, 2021, 05:32:49 PM
আমরাও অপেক্ষায় আছি কবে আমাদের দেশেও বেতন দেওয়া হবে বিটকয়েনের মাধ্যমে।  :)
হয়তো একদিন হবে সেদিন আমরা থাকব কিনা জানিনা।
সরকারের বোধোদয় হলেই হবে।
সরকারের বোধোদয় হতে গেছে যারা চিন্তাবিদ তাদের আগে বোধোদয় হতে হবে।

আমার মনে হয় যে, এটির জন্য অবশ্য অনেক সময় লাগবে। কারণ বোধ উদয় হওয়া অনেক সময়সাপেক্ষ যেহেতু সকল উচ্চপদে থাকা ব্যক্তিরা হয়তো বলবে, নিজেদের একটি ক্রিপ্টোকারেন্সি চালু করতে এবং এটি হইলে সেই ক্রিপ্টোকারেন্সি কিছুটা প্রাইভেট/বদ্ধ ব্লকচেইনের মতো হইতে পারে। আর অপরদিকে যদি তাদের সঠিকভাবে বোধ উদয় হয়, তাহলে খুবই কম সময়ের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো যে, বিটকয়েনসহ সকল ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈধ হয়েছে। আর মিয়ামি কিংবা অন্যান্য দেশের মতো বিটকয়েনের সুযোগ সুবিধা অনেক সেক্টরে পাবো।
Title: Re: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: ExtraPoint on March 10, 2021, 04:51:10 PM
আমাদের দেশেও একদিন কর্মীদের বেতন বিটকয়েনের মাধ্যমে দেয়া হবে। সেই দিনটার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। কবে আসবে সেই সুদিন যেদিন আমরা বেতন পাবো বিটকয়েনে। তখন বিটকয়েনের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়ে যাবে।
Title: Re: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: Tubelight on March 16, 2021, 11:40:31 AM
দিন যত যাচ্ছে বিটকয়েন এর জনপ্রিয়তা ততই মানুষের কাছে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে অনেক দেশ কিন্তু বিটকয়েন কে অনুমোদন দিয়েছে।এবং আপনি এখানে যে নগর কর্মীদের বেতন ভাতা সম্পর্কে কথা বলেছেন তা যদি মেয়র সমর্থন করে তাহলে হয়তো তাদের বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে দেয়া হবে। এভাবেই বিটকয়েন একদিন বিশ্বের অন্যতম ডিজিটাল কারেন্সি হবে।
Title: Re: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: Rothi roy on March 16, 2021, 12:56:34 PM
দিন যাচ্ছে আর বিটকয়েনের পরিচিতি ও বাড়ছে। অনেক দেশ বিটকয়েন বৈধতা দিয়েছে। এবং তাদের দেশের কর্মীদের বেতন বা অন্যান্য কাজে বিটকয়েন লেনদেন করছে। কিন্তু আমাদের দেশে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি অবৈধ। সব দেশে যেখানে বেতন হিসেবে বিটকয়েন পাচ্ছে সেখানে আমরা নিজেদের দেশ বিটকয়েন বৈধতার আশা করছি।
Title: Re: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: Sonjoy on March 17, 2021, 09:54:33 AM
মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন  বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপকে সমর্থন করেন। মিয়ামির সিটি কমিশন এখন মিয়ামিবাসীদের কর প্রদান এবং বিটকয়েনে বেতন পাওয়ার সুযোগ দেওয়ার সম্ভাব্যতার সন্ধান করছে।

মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ একটি অফিশিয়াল রেজোলিউশনের প্রস্তাব করেছেন যাতে দেখা যাবে যে বিটকয়েন (বিটিসি) শহরের প্রশাসনের বিভিন্ন অংশে একটি গ্রহণযোগ্য অর্থপ্রদানের সরঞ্জাম হয়ে উঠবে।

তিনি বলেন, “আমি আমার রেজ্যুলেশন সমর্থন করার জন্য মিয়ামি শহরের কমিশনারকে ধন্যবাদ জানাতে চাই, যা বিটকয়নে আমাদের কর্মীদের বেতনের এক শতাংশ পাওয়ার জন্য অফার দিতে সক্ষম হতে কোনও বিক্রেতাকে সংগ্রহ করার জন্য কোনও সিটি ম্যানেজারকে বিশ্লেষণের পরে নির্দেশ দেয়; আমাদের বাসিন্দাদের বিটকয়েনে ফি দেওয়ার জন্য অনুমতি দেয “।  খবরের সোর্স (https://cointelegraph.com/news/miami-council-supports-mayor-s-move-to-offer-city-worker-salaries-in-bitcoin)
অত্যান্ত খুশির সংবাদ যদি মেয়র প্রার্থীদের মেয়রের যদি বেতনে অধ্যয়নের মাধ্যমে দেয়া হয় তাহলে বিটকয়েন আরো কোন পর্যায়ে চলে যাবে তাহলে একবার ভাবুন আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সারা বিশ্বের সব কেনাকাটা হবে বিটকয়েনের মাধ্যমে আর অল্প কিছুদিনের মধ্যেই এটি হবে
Title: Re: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: Azharul on April 15, 2021, 04:38:06 PM
আমরা জানতে পেরেছি যে মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়েনের মাধ্যমে দেওয়ার পদক্ষেপ নিয়েছে সে দেশের মেয়র।আমি মনে করি ভবিষ্যতে এমন একটি পদক্ষেপ তাদের জন্য খুবই ভালো ফল বয়ে আনবে বলে আমরা মনে করি।তাই আমরা বিশ্বাস করি কোনো এক সময় আমাদের দেশে ও বিটকইন এর মাধ্যমে লেনদেন হবে,যা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে বলে আমরা মনে করছি।
Title: Re: মিয়ামি কাউন্সিল নগর কর্মীদের বেতন বিটকয়নে দেওয়ার জন্য মেয়রের পদক্ষেপ সমর্থন
Post by: babu10 on April 17, 2021, 08:20:13 AM
আমরাও অপেক্ষায় আছি কবে আমাদের দেশেও বেতন দেওয়া হবে বিটকয়েনের মাধ্যমে।  :)
হয়তো একদিন হবে সেদিন আমরা থাকব কিনা জানিনা।
সরকারের বোধোদয় হলেই হবে।
সরকারের বোধোদয় হতে গেছে যারা চিন্তাবিদ তাদের আগে বোধোদয় হতে হবে।

হুম এটা ঠিকই বলছেন, একদিন না একদিনতো এটা আমাদের দেশেও চালু হবে হয়তো আমরা সেটা দেখবোনা আবার দেখতেও পারি। তবে যেই হারে এটা বাজার দখল করতেছে আমার মনে হয়না বেশীদিন লাগবে এটা পুরু বিশ্বকে দখল করতে। তখন বাংলাদেশ না চাইলেও বিটকয়েনে লেনদেন করতে বাধ্য হবে বৈশ্যিক স্বার্থে।