Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: iRan Chy on February 13, 2021, 03:00:40 PM

Title: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: iRan Chy on February 13, 2021, 03:00:40 PM
CoinTiger এক্সেঞ্জে অনেকে ট্র‍্যাড করতে পছন্দ করেন। কারণ, CoinTiger এক্সেঞ্জে লিস্টেড টোকেন গুলো ভালই পাম্প ডাম্প করে। এবং এই সু্যোগকে কাজে লাগিয়ে ভালোই প্রফিট করা যায়। আর এই সুযোগকে কাজে লাগাতে CoinTiger এক্সেঞ্জ কর্তৃপক্ষও ভুল করেননা। CoinTiger থেকে উইথড্র দিলে উইথড্রওয়াল প্যান্ডিং এ রেখে একাউন্ট ব্যন করে দিচ্ছে। আমার কৃপ্টোতে পরিচিত ৫ জন বন্ধুর একাউন্ট এই পর্যন্ত ব্যান করা হয়েছে। এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় বিশ্বব্যাপী সব ট্র‍্যাডারদের ক্ষেত্রে করা হচ্ছে।

আর তারা কারণ হিসেবে দেখাচ্ছে স্পামিং বা প্রতারণা করছে। আমার বন্ধুদের সবারই একাউন্ট আইডি ভেরিফাইড ছিলো। পরে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে তারা পাসপোর্ট সাবমিট দিতে বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাসপোর্ট সাবমিট দেওয়ার পরও একাউন্ট ঠিক করে দেয়নি।

ফোরামের সব ভাইকে অনুরোধ করছি কেউ CoinTiger এক্সেঞ্জে ট্র‍্যাড করার জন্য ডলার ডিপোজিট করবেননা। প্রফিট কম হোক তবুও ভাল এক্সেঞ্জে ট্র‍্যাড করুন।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: ttcsalam on February 16, 2021, 04:41:43 PM
এটা তো সত্যি খুবই হতাশাজনক সংবাদ । অনেক ভালো তথ্য দিয়েছেন আশা করা যায় এই তথ্যর মাধ্যমে নতুন যদি কোন ট্রেডার থেকে থাকেন তারা অনেক বেশি উপকৃত হবেন।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: Churphans on February 17, 2021, 07:21:54 AM
ওরে ভাই বলেন কি সব। আমার কিছু স্টুডেন্ট কয়েন আছে যা আমি cointiger এ হোল্ডে আছে। আজ আমি সব গুলো সেল দিয়ে তাড়াতাড়ি উত্তোলন করে নেব। আমার পরিচিতদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি তবে আপনার বিষয়টি ভালোভাবে আমলে নেওয়া উচিত।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: Malam90 on February 18, 2021, 11:36:37 AM
আমি একবার ট্রেড করেছিলাম বাউন্টি টোকেন। পেমেন্ট নিতে সমস্যা হয়নি। তবে আপনার সাবধানতা মনে থাকবে। আমার মতে না প্রয়োজন হলে কেউ ৩য় সারির একচেঞ্জে যাওয়ার দরকার নেই। বিনান্স, কুকয়েন, বিটহাম্ব, প্রবিট, এমসিএক্স এগুলোতে ট্রেড করলে মোটামুটি নিরাপদ। নতুন নতুন একচেঞ্জ সব সময় ঝুুঁকিতে থাকে। গত বছর খানেক আগে আইডাক্স প্রো নামে একটা শীর্ষ ৫ এ থাকা একচেঞ্জ স্কাম করে সবার পেমেন্ট মেরে দিয়ে উধাও হয়ে যায়।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: iRan Chy on February 19, 2021, 11:20:17 AM
আমি একবার ট্রেড করেছিলাম বাউন্টি টোকেন। পেমেন্ট নিতে সমস্যা হয়নি। তবে আপনার সাবধানতা মনে থাকবে। আমার মতে না প্রয়োজন হলে কেউ ৩য় সারির একচেঞ্জে যাওয়ার দরকার নেই। বিনান্স, কুকয়েন, বিটহাম্ব, প্রবিট, এমসিএক্স এগুলোতে ট্রেড করলে মোটামুটি নিরাপদ। নতুন নতুন একচেঞ্জ সব সময় ঝুুঁকিতে থাকে। গত বছর খানেক আগে আইডাক্স প্রো নামে একটা শীর্ষ ৫ এ থাকা একচেঞ্জ স্কাম করে সবার পেমেন্ট মেরে দিয়ে উধাও হয়ে যায়।
CoinTiger এ আমি ট্র‍্যাড করি কৃপ্টো নিয়ে কাজ করার কিছুদিন পর থেকে। বড় ভাইদের কাছ থেকে দেখে একটু একটু চেষ্টা করতাম আরকি। কিন্তু আমার বন্ধুদের এই সমস্যা আমাকে খুব হতাশ করেছে। তাদের ৫ জনের সব মিলিয়ে ৭০০ ডলার মতো আঁটকে আছে Cointiger এক্সচেঞ্জে। তাদের সমস্যা হওয়ার পর থেকে আমি আমার সব ডলার উইথড্র করে নিই। এর পর আর লগিন করিনি। কখন আবার আমার একাউন্ট ব্যান করে এটা ভেবে।
আর আইড্যাক্স এক্সচেঞ্জের স্ক্যামের কথা আমিও শুনেছি। কিন্তু তখন এতো খবর রাখতাম না তাই পুরোপুরি অবগত নই। আমার এক পরিচিত ভাই তার ফান্ড রাখতো আইড্যাক্স এক্সচেঞ্জে। তার প্রায় ৪,৫০০ ডলার লস হয়েছে স্ক্যামের কারণে। তার কাছ থেকে শিক্ষা পেয়েছি, হয় ভালো এক্সচেঞ্জে ফান্ড রাখতে নয়তো নিজের ওয়ালেটে।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: GroundCrypto on February 22, 2021, 12:52:25 PM
CoinTiger এক্সেঞ্জে অনেকে ট্র‍্যাড করতে পছন্দ করেন। কারণ, CoinTiger এক্সেঞ্জে লিস্টেড টোকেন গুলো ভালই পাম্প ডাম্প করে। এবং এই সু্যোগকে কাজে লাগিয়ে ভালোই প্রফিট করা যায়। আর এই সুযোগকে কাজে লাগাতে CoinTiger এক্সেঞ্জ কর্তৃপক্ষও ভুল করেননা। CoinTiger থেকে উইথড্র দিলে উইথড্রওয়াল প্যান্ডিং এ রেখে একাউন্ট ব্যন করে দিচ্ছে। আমার কৃপ্টোতে পরিচিত ৫ জন বন্ধুর একাউন্ট এই পর্যন্ত ব্যান করা হয়েছে। এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় বিশ্বব্যাপী সব ট্র‍্যাডারদের ক্ষেত্রে করা হচ্ছে।

আর তারা কারণ হিসেবে দেখাচ্ছে স্পামিং বা প্রতারণা করছে। আমার বন্ধুদের সবারই একাউন্ট আইডি ভেরিফাইড ছিলো। পরে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে তারা পাসপোর্ট সাবমিট দিতে বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাসপোর্ট সাবমিট দেওয়ার পরও একাউন্ট ঠিক করে দেয়নি।

ফোরামের সব ভাইকে অনুরোধ করছি কেউ CoinTiger এক্সেঞ্জে ট্র‍্যাড করার জন্য ডলার ডিপোজিট করবেননা। প্রফিট কম হোক তবুও ভাল এক্সেঞ্জে ট্র‍্যাড করুন।
এরকম এক্সচেঞ্জ থেকে দূরে থাকা অনেক ভালো। সতর্ক করে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা যারা নতুন রয়েছি না বুঝেই যেকোনো এক্সচেঞ্জ এ ট্রেড করতে যাই ফলে আমরা নতুনরাই বেশি প্রতারিত হই। আপনি এ বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি এরকম কোন আপডেট নিউজ থাকলে অবশ্যই আরো জানাবেন।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: Sasa on February 22, 2021, 03:43:17 PM
CoinTiger এক্সেঞ্জে অনেকে ট্র‍্যাড করতে পছন্দ করেন। কারণ, CoinTiger এক্সেঞ্জে লিস্টেড টোকেন গুলো ভালই পাম্প ডাম্প করে। এবং এই সু্যোগকে কাজে লাগিয়ে ভালোই প্রফিট করা যায়। আর এই সুযোগকে কাজে লাগাতে CoinTiger এক্সেঞ্জ কর্তৃপক্ষও ভুল করেননা। CoinTiger থেকে উইথড্র দিলে উইথড্রওয়াল প্যান্ডিং এ রেখে একাউন্ট ব্যন করে দিচ্ছে। আমার কৃপ্টোতে পরিচিত ৫ জন বন্ধুর একাউন্ট এই পর্যন্ত ব্যান করা হয়েছে। এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় বিশ্বব্যাপী সব ট্র‍্যাডারদের ক্ষেত্রে করা হচ্ছে।

আর তারা কারণ হিসেবে দেখাচ্ছে স্পামিং বা প্রতারণা করছে। আমার বন্ধুদের সবারই একাউন্ট আইডি ভেরিফাইড ছিলো। পরে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে তারা পাসপোর্ট সাবমিট দিতে বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাসপোর্ট সাবমিট দেওয়ার পরও একাউন্ট ঠিক করে দেয়নি।

ফোরামের সব ভাইকে অনুরোধ করছি কেউ CoinTiger এক্সেঞ্জে ট্র‍্যাড করার জন্য ডলার ডিপোজিট করবেননা। প্রফিট কম হোক তবুও ভাল এক্সেঞ্জে ট্র‍্যাড করুন।
ভাই খুবই ভালো লাগলো আপনার এই তথ্যবহুল পোষ্ট পড়ে। অনেকেই রয়েছে যারা ট্রেড করতে খুবই পছন্দ করে এবং এমন একটি এক্সচেঞ্জার খুঁজে বেড়ায় যে এক্সচেঞ্জার ট্রেড করে বেশি প্রফিট পাওয়া যাবে। তবে এই বিষয়টি সবার জানা উচিত যে CoinTiger এর মতো ভালো একটি এক্সচেঞ্জার এমন কাজ করতে পারে। আমার মনে হয় আপনার এই টপিক থেকে অনেকেই সাবধান হয়ে যাবে এবং উপকৃত হবে।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: Sonjoy on February 23, 2021, 11:55:46 AM
CoinTiger এক্সেঞ্জে অনেকে ট্র‍্যাড করতে পছন্দ করেন। কারণ, CoinTiger এক্সেঞ্জে লিস্টেড টোকেন গুলো ভালই পাম্প ডাম্প করে। এবং এই সু্যোগকে কাজে লাগিয়ে ভালোই প্রফিট করা যায়। আর এই সুযোগকে কাজে লাগাতে CoinTiger এক্সেঞ্জ কর্তৃপক্ষও ভুল করেননা। CoinTiger থেকে উইথড্র দিলে উইথড্রওয়াল প্যান্ডিং এ রেখে একাউন্ট ব্যন করে দিচ্ছে। আমার কৃপ্টোতে পরিচিত ৫ জন বন্ধুর একাউন্ট এই পর্যন্ত ব্যান করা হয়েছে। এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় বিশ্বব্যাপী সব ট্র‍্যাডারদের ক্ষেত্রে করা হচ্ছে।

আর তারা কারণ হিসেবে দেখাচ্ছে স্পামিং বা প্রতারণা করছে। আমার বন্ধুদের সবারই একাউন্ট আইডি ভেরিফাইড ছিলো। পরে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে তারা পাসপোর্ট সাবমিট দিতে বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাসপোর্ট সাবমিট দেওয়ার পরও একাউন্ট ঠিক করে দেয়নি।

ফোরামের সব ভাইকে অনুরোধ করছি কেউ CoinTiger এক্সেঞ্জে ট্র‍্যাড করার জন্য ডলার ডিপোজিট করবেননা। প্রফিট কম হোক তবুও ভাল এক্সেঞ্জে ট্র‍্যাড করুন।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য আমি আজকে আমার কয়েন টাকা এক্সচেঞ্জ থেকে আমার ডলারগুলো উল্টো করে নিব এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি  ।করে দিয়ে আজকে আমার ডলার উইথড্র করে ফেলব ‌।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 10:34:18 AM
CoinTiger এক্সেঞ্জে অনেকে ট্র‍্যাড করতে পছন্দ করেন। কারণ, CoinTiger এক্সেঞ্জে লিস্টেড টোকেন গুলো ভালই পাম্প ডাম্প করে। এবং এই সু্যোগকে কাজে লাগিয়ে ভালোই প্রফিট করা যায়। আর এই সুযোগকে কাজে লাগাতে CoinTiger এক্সেঞ্জ কর্তৃপক্ষও ভুল করেননা। CoinTiger থেকে উইথড্র দিলে উইথড্রওয়াল প্যান্ডিং এ রেখে একাউন্ট ব্যন করে দিচ্ছে। আমার কৃপ্টোতে পরিচিত ৫ জন বন্ধুর একাউন্ট এই পর্যন্ত ব্যান করা হয়েছে। এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় বিশ্বব্যাপী সব ট্র‍্যাডারদের ক্ষেত্রে করা হচ্ছে।

আর তারা কারণ হিসেবে দেখাচ্ছে স্পামিং বা প্রতারণা করছে। আমার বন্ধুদের সবারই একাউন্ট আইডি ভেরিফাইড ছিলো। পরে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে তারা পাসপোর্ট সাবমিট দিতে বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাসপোর্ট সাবমিট দেওয়ার পরও একাউন্ট ঠিক করে দেয়নি।

ফোরামের সব ভাইকে অনুরোধ করছি কেউ CoinTiger এক্সেঞ্জে ট্র‍্যাড করার জন্য ডলার ডিপোজিট করবেননা। প্রফিট কম হোক তবুও ভাল এক্সেঞ্জে ট্র‍্যাড করুন।
ব্রাদার আপনি ঠিক বলেছেন এই সকল এক্সচেঞ্জ সাইট থেকে দূরে থাকাই উচিত। কারণ এদের টিম অসৎ। এদের এক্সচেঞ্জ সাইট ব্যবহার করা অত্যাধিক পরিমাণে ঝুঁকিপূর্ণ। আপনাকে ধন্যবাদ এ বিষয়ে সতর্ক করে দেয়ার জন্য। আমি এমনিতেই বিনান্স এক্সচেঞ্জ সাইট ব্যবহার করি বেশিরভাগ সময়। আবোল তাবোল এক্সচেঞ্জ সাইট বাদ দিয়ে আমাদের অবশ্যই ভালো এক্সচেঞ্জ সাইট ব্যবহার করা উচিত আমাদের নিরাপত্তার স্বার্থে।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: LeziT on February 25, 2021, 12:45:00 PM
CoinTiger এক্সেঞ্জে অনেকে ট্র‍্যাড করতে পছন্দ করেন। কারণ, CoinTiger এক্সেঞ্জে লিস্টেড টোকেন গুলো ভালই পাম্প ডাম্প করে। এবং এই সু্যোগকে কাজে লাগিয়ে ভালোই প্রফিট করা যায়। আর এই সুযোগকে কাজে লাগাতে CoinTiger এক্সেঞ্জ কর্তৃপক্ষও ভুল করেননা। CoinTiger থেকে উইথড্র দিলে উইথড্রওয়াল প্যান্ডিং এ রেখে একাউন্ট ব্যন করে দিচ্ছে। আমার কৃপ্টোতে পরিচিত ৫ জন বন্ধুর একাউন্ট এই পর্যন্ত ব্যান করা হয়েছে। এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় বিশ্বব্যাপী সব ট্র‍্যাডারদের ক্ষেত্রে করা হচ্ছে।

আর তারা কারণ হিসেবে দেখাচ্ছে স্পামিং বা প্রতারণা করছে। আমার বন্ধুদের সবারই একাউন্ট আইডি ভেরিফাইড ছিলো। পরে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে তারা পাসপোর্ট সাবমিট দিতে বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাসপোর্ট সাবমিট দেওয়ার পরও একাউন্ট ঠিক করে দেয়নি।

ফোরামের সব ভাইকে অনুরোধ করছি কেউ CoinTiger এক্সেঞ্জে ট্র‍্যাড করার জন্য ডলার ডিপোজিট করবেননা। প্রফিট কম হোক তবুও ভাল এক্সেঞ্জে ট্র‍্যাড করুন।
ধন্যবাদ এই রকম একটি সতর্কবার্তা দেওয়ার জন্য। আমরা সবাই এই পোস্টটি পড়ে সাবধান হয়ে যাব। আমরা যারা ট্রেডার রয়েছে তারা কখনো কোনো রকমের ভুল কাজ করতে চাইনা। অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটি তথ্য শেয়ার করেছেন।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: LazY on March 06, 2021, 07:27:04 PM
CoinTiger এক্সেঞ্জে অনেকে ট্র‍্যাড করতে পছন্দ করেন। কারণ, CoinTiger এক্সেঞ্জে লিস্টেড টোকেন গুলো ভালই পাম্প ডাম্প করে। এবং এই সু্যোগকে কাজে লাগিয়ে ভালোই প্রফিট করা যায়। আর এই সুযোগকে কাজে লাগাতে CoinTiger এক্সেঞ্জ কর্তৃপক্ষও ভুল করেননা। CoinTiger থেকে উইথড্র দিলে উইথড্রওয়াল প্যান্ডিং এ রেখে একাউন্ট ব্যন করে দিচ্ছে। আমার কৃপ্টোতে পরিচিত ৫ জন বন্ধুর একাউন্ট এই পর্যন্ত ব্যান করা হয়েছে। এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় বিশ্বব্যাপী সব ট্র‍্যাডারদের ক্ষেত্রে করা হচ্ছে।

আর তারা কারণ হিসেবে দেখাচ্ছে স্পামিং বা প্রতারণা করছে। আমার বন্ধুদের সবারই একাউন্ট আইডি ভেরিফাইড ছিলো। পরে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে তারা পাসপোর্ট সাবমিট দিতে বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাসপোর্ট সাবমিট দেওয়ার পরও একাউন্ট ঠিক করে দেয়নি।

ফোরামের সব ভাইকে অনুরোধ করছি কেউ CoinTiger এক্সেঞ্জে ট্র‍্যাড করার জন্য ডলার ডিপোজিট করবেননা। প্রফিট কম হোক তবুও ভাল এক্সেঞ্জে ট্র‍্যাড করুন।
এরকম আওতায় আমার একজন বড় ভাই পড়েছিল। তার বেশ কিছু পরিমাণ ডলার ছিল এই সাইটে। সেই ডলারগুলো অটোমেটিকভাবে ট্রেড হতে থাকে। ট্রেড হয়ে সবগুলো ডলার হারিয়ে ফেলে। পরবর্তীতে সে যখন তার এক্সচেঞ্জার সাইটে ঢুকে তখন সে দেখতে পায় অটোমেটিকলি ট্রেড হয়ে তার ডলারগুলো হারিয়ে ফেলছে। আমি মনে করছি এর জন্য দায়ী এক্সচেঞ্জার কর্তৃপক্ষ।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: Rothi roy on March 14, 2021, 07:37:54 AM
এরকম এক্সচেঞ্জ থেকে আমাদের অবশ্যই দূরে থাকা ভালো। আমরা সবাই শুধু আমাদের প্রফিটের কথা ভাবি আর এ কারণেই এই সুযোগটা সবাই কাজে লাগাতে চায়। এসব এক্সচেঞ্জ থেকে আমি দূরে থাকবো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই শিক্ষামূলক পোস্টের জন্য।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: Malam90 on March 15, 2021, 04:57:43 AM
এরকম এক্সচেঞ্জ থেকে আমাদের অবশ্যই দূরে থাকা ভালো। আমরা সবাই শুধু আমাদের প্রফিটের কথা ভাবি আর এ কারণেই এই সুযোগটা সবাই কাজে লাগাতে চায়। এসব এক্সচেঞ্জ থেকে আমি দূরে থাকবো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই শিক্ষামূলক পোস্টের জন্য।

বছর দুয়েক আগে আইডাক্স প্রো একটা টপ ৫ একচেঞ্জ হঠাৎ করে স্কাম করে চলে যায়। অনেকের ডলার মেরে দিয়েছিলো। তাই কখন কোন একচেঞ্জ চিটিং করে বলা যায়না। এজন্য শীর্ষ সাইটগুলোতে ট্রেড করা তূলনামূলক ভালো।
Title: Re: CoinTiger এক্সেঞ্জ থেকে সবাই দূরে থাকবেন।
Post by: Tubelight on March 17, 2021, 09:39:24 AM
ভাই বর্তমানে প্রচুর পরিমাণ buy-sell করা হচ্ছে এই কয়েন টাইগার এক্সচেঞ্জে। বর্তমানে স্টুডেন্ট কয়েন বাউন্টি প্রজেক্ট এর এসটিসি কয়েন টাইগারের লিস্টেড এবং যেখানে মানুষ প্রচুর পরিমাণ লেনদেন করছে। হয়তো কিছু কিছু সময় টেকনিক্যাল সমস্যার কারণে এ ধরনের প্রবলেম হয়