Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Chita76 on February 13, 2021, 06:08:02 PM

Title: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Chita76 on February 13, 2021, 06:08:02 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: LazY on February 13, 2021, 06:49:33 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
ঠিক বলেছেন আপনি।আমরা সবাই মিলে যদি একসাথে বাংলা ভোট এগিয়ে নিয়ে যাওয়ার একটি চিন্তা ভাবনা করি তাহলে বাংলা ভোট এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমার মতে আমরা সবাই মিলে একসাথে বাংলা বোর্ড এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। ইতিমধ্যে বাংলা বোর্ড অনেকটাই এগিয়ে গিয়েছে আগের তুলনায়। বাংলা বোর্ড ইতোমধ্যে তৃতীয় নম্বর স্থান ধরে রেখেছে। এর আগে রয়েছে রাশিয়া। রাশিয়াকে ছাড়িয়ে যেতে অনেক সময়ের দরকার। আমাদের প্রত্যেকের উচিত বাংলা বোর্ডে নতুন নতুন টপিক তৈরি করা এবং কমেন্ট করা। যেহেতু টপিক এবং কমেন্ট এর উপর ভিত্তি করে রেখে নির্বাচন করা হয়। সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত এ বিষয় নিয়ে অগ্রসর হওয়া। আমি চাই বাংলা বোর্ডের সবাই একসাথে কাজ করি।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Markuri33 on February 13, 2021, 07:14:12 PM
আমাদের বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকেই নতুন টপিক তৈরি করতে হবে। আর ফোরামে বেশি বেশি একটিভ থাকতে হবে তাহলে সম্ভব আমাদের বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে। অনেক ইউজার রয়েছে তারা শুধু রেঙ্ক বাড়ানোর জন্যই পোস্ট করে কিন্তু কিভাবে পোস্ট করলেন ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে হবে সেই চিন্তা ভাবনা তারা করে না। আসলেই ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে হলে একার পক্ষে সম্ভব নয় অবশ্যই সবাইকে মিলেমিশে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Malam90 on February 14, 2021, 02:27:09 AM
সবাই মিলে মিশে কাজ করতে হবে। কারো প্রতি হিংসা বিদ্বেষমূলক মনোভাব পোষণ করলে হবেনা, অন্যের ভালো দেখে হিংসা না করে যার যার ভালো কাজ দেখে উৎসাহিত করা এবং নিজেও ভালো কাজ করতে উৎসাহী হওয়া। কারো ভুল দেখলে সুন্দর করে ধরিয়ে দেওয়া। সংশোধনের সুযোগ দেওয়া। সহযোগীতা করার মন মানসিকতা থাকা।
এছাড়া  নতুন নতুন টপিক তৈরি করা। বেশি বেশি একটিভ হওয়া। তাহলে বাংলা বোর্ড এই ফোরামের আদর্শ হয়ে উঠবে একসময়। সেটাই সবার চাওয়া উচিত।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: salukhe on February 14, 2021, 04:53:12 AM
আমরা যদি সবাই মিলে একত্র হয়ে কাজ করি তাহলে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সবাই সবার প্রতি বন্ধুত্ব গড়ে তুলতে হবে। কারো প্রতি কারো হিংসা থাকা যাবে না। সবাই সবার কে সাহায্য করতে হবে। সকলে মিলে যদি আমরা কাজ করি তাহলে খুব দ্রুতই বাংলা বোর্ডকে দ্বিতীয় স্থানে নিয়ে যেতে পারবো।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: bmw1 on February 14, 2021, 05:07:39 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
হ্যাঁ আপনি সঠিক বলেছেন বাংলা বোর্ড অনেক পিছিয়ে আছে তাই আমাদের উচিত বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Ogma on February 14, 2021, 05:16:23 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
ভাই আপনি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং যুগোপযোগী কথা বলেছেন । এই ফোরামে অনেকেই আছে যারা শুধু ব্যাংকে বাড়ানোর জন্য বাংলা ফোরাম ব্যবহার করে থাকে । তাই আমাদের সবার উচিত এই ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা । আমি আপনার বক্তব্যের সাথে সহমত প্রকাশ করছি ।আসলে একটি ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একার পক্ষে কখনো সম্ভব হয়না যদি আমরা সবাই মিলে একত্রে কিছু করতে পারি তাহলে অবশ্যই যেকোনো ফোরামের উন্নতি হবে শুধু বাংলা ফোরাম না । তাই আসুন আমরা সবাই মিলে একত্রে একতাবদ্ধ হয়ে বাংলা ফোরাম কে এগিয়ে নিয়ে যাই ।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Mist Joya on February 14, 2021, 05:17:43 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
হ্যাঁ ভাই আপনি সঠিক একটি পোস্ট করেছেন  আমাদের সকলের উচিত সকলের সম্মিলিত ভাবে এই বাংলা ফ্রম টাকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া  আমরা  আমাদের বাংলা ফর্মটা বর্তমানে চতুর্থ নাম্বার আছে আমরা চেষ্টা করলে তুর্কি এবং ইন্দোনেশিয়া কে পেছনে ফেলে আমাদের খুব কঠিন একটা ব্যাপার নয়  আমরা সকলে মিলে মিলে ক্রিপ্টোকারেন্সি  রিলেটেড এবং ভালো ভালো জ্ঞান মূলক পোস্ট করলেও আমাদের বাংলা  ফর্ম টা এগিয়ে যাবে ।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: iRan Chy on February 14, 2021, 05:20:33 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আমি ফোরামে এসেছি বেশিদিন হয়নি। এরই মধ্যে যা বুঝলাম কয়েকজন সিনিয়র বড় ভাই ছাড়া কেউই নতুন কিছু শেয়ার করতে চায়না। প্রায় সবাইই র‍্যাঙ্ক বাড়ানোর চেষ্টায় উল্টা পাল্টা কমেন্ট করে যায়। আমার মনে হয় সবাইকে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা উচিৎ। তবেই বাংলা বোর্ড এগিয়ে যাবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Malam90 on February 14, 2021, 05:53:43 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আমি ফোরামে এসেছি বেশিদিন হয়নি। এরই মধ্যে যা বুঝলাম কয়েকজন সিনিয়র বড় ভাই ছাড়া কেউই নতুন কিছু শেয়ার করতে চায়না। প্রায় সবাইই র‍্যাঙ্ক বাড়ানোর চেষ্টায় উল্টা পাল্টা কমেন্ট করে যায়। আমার মনে হয় সবাইকে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা উচিৎ। তবেই বাংলা বোর্ড এগিয়ে যাবে।

টপিক আগের চেয়ে এখন অনেক বেড়েছে। প্রতিদিন নতুন নতুন টপিক তেরি হচ্ছে। যা ইতিবাচক দিক। সিনিয়ররা টপিক তৈরি করতেছেন, জুরিয়ররাও করার চেষ্টা করতেছেন। সবাই টপিক তৈরি করার চেষ্টা করুন। টপিক বাড়লে কমেন্টস বাড়বে।

আরেকটা কথা- সবাই আমাদের চাইল্ডবোর্ডগুলোতেও কমেন্টস করুন। শুধু মেইন বোর্ডে কমেন্টস না করে সব চাইল্ডবোর্ডগুলোতেও কমেন্টস করে সচল রাখুন।

চাইল্ডবোর্ডগুলো:

Altcoins(অন্যান্য কয়েন)

নতুনদের

এএনএন ও অন্যান্য অনুবাদ

ক্রিপ্টোকুরেন্সি খবর

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি

রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ

স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা

অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: LeziT on February 14, 2021, 08:20:12 AM
আমি মনে করি আমাদের প্রত্যেকের এটার দায়িত্ব। bangla.in আজও আমাদের প্রত্যেকের কর্তব্য। কারণ আমরা বাংলাদেশী বাংলাদেশী সাপোর্ট যদি না করে তাহলে কোনোভাবেই আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের প্রচুর পরিমাণ টপিক বাড়াতে হবে এবং পোস্ট কোয়ালিটি ভালো করতে হবে। তাহলেই আমরা বাংলাবত শীর্ষস্থানে নিতে পারব। আমরা সবাই একসাথে কাজ করি।কেউ কারো বিরুদ্ধে না লেগে সবাই সবার মত কাজ করি। ইনশাল্লাহ দেখতে পারব একদিন বাংলা বোর্ড অনেক এগিয়ে গিয়েছে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: ExtraPoint on February 14, 2021, 10:55:43 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আমি মনে করি আমাদের এই ফোরামে যেসব ইউজার আছে আমাদের এই বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের সবার দায়িত্ব। কারণ এই বোর্ডে আমরা সবাই বাঙ্গালী। আমাদের এই ফোরামে তথ্যবহুল পোস্ট করতে হবে এমনকি ভালো ভালো টপিক তুলে ধরতে হবে। সবাই মিলে কাজ করলে আমাদের এই বোর্ড অনেক দূর এগিয়ে যাবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Papusha20 on February 14, 2021, 01:43:39 PM
অনেক লোক আছে যারা বাংলা বোর্ডে পোস্ট করে একাউন্টের রেঙ্ক বৃদ্ধি করে তারপরে তাদের কেয়ার বাংলা বোর্ডে পাওয়া যায় না। আমাদের উচিত বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া সবারই মনোভাব ঠিক রাখা। আসুন আমরা সবাই বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাই।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: babu10 on February 14, 2021, 06:14:36 PM
অনেক লোক আছে যারা বাংলা বোর্ডে পোস্ট করে একাউন্টের রেঙ্ক বৃদ্ধি করে তারপরে তাদের কেয়ার বাংলা বোর্ডে পাওয়া যায় না। আমাদের উচিত বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া সবারই মনোভাব ঠিক রাখা। আসুন আমরা সবাই বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাই।

আপনার কথা হয়তো ঠিক তবে আমাদের এই ধরনের মনোভাব থেকে বেড়িয়ে আসতে হবে। আমরা বিটিটিতে অনেক চেষ্টা করেও আলাদা একটা বাংলা বোর্ড খুলতে পারিনী কিন্তু এখানে যেহেতু আছে তাহলে আমাদের এটাকে এগিয়ে নিতে দোষ কোথায়। আমাদের সম্মিলিত প্রয়াস আশাকরি বাংলা বোর্ডটাকে অনেকদূরে এগিয়ে নিয়ে যাবে। সবাই তাই ভালো ভালো কমেন্ট, টপিক তৈরী করুন এবং দেশকে সমুন্নত করুন।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Rafiq on February 14, 2021, 07:02:00 PM
আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করলে অবশ্যই আমরা বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ। আমাদের মেধা যোগ্যতার অভাব নাই; অভাব নৈতিকতার, সহযোগিতার মনোভাবের অভাব, আর আছে হিংসা-বিদ্বেষ। আমরা যদি হিংসাবিদ্বেষ ত্যাগকরে একে অন্যের সহযোগিতার মনোভাব নিয়ে আগাই, অন্যের ভূলত্রুটি শুধরে দেই, অন্যের সফল্যে আনন্দিত হই ও উৎসাহ দেই তাহলে অবশ্যই বাংলা বোর্ড ক্রিপ্টোজগতে একটি অন্যতম বোর্ড হিসেবে পরিগণিত হবে বলে আমার বিশ্বাস।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Tepona on February 14, 2021, 09:43:55 PM
বাংলা সেশনকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে সবাইকে বাংলা বোর্ডে নিয়মিত একটিভ থাকতে হবে। সবাই মিলে এখানে পোস্ট করতে হবে। পোস্ট এর কোয়ালিটি উন্নত করতে হবে। আমি এখানে নিয়মিত একটিভ থাকার চেষ্টা করব। একটা সময় মনে হয়েছিল বাংলা সেশনকে ফিরে আসবো না। তবে বাংলা বোর্ডের সুন্দর গঠন অবশ্যই আমাকে মুগ্ধ করেছে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে সবাই বোর্ডে নিয়মিত একটিভ থাকুন।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Mist Joya on February 15, 2021, 05:42:51 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
  আমার মনে হয় আমাদের  বাংলা  বোর্ড  কে এগিয়ে নিয়ে যেতে চাইলে আমাদের বেশি বেশি একটিভিটি বাড়ানো উচিত  এবং রেগুলার নিউ টপিক খোলা উচিত  । আমার মনে হয় যত  নিউ টপিকস   খোলা হবে  ততো  বেশি  কমেন্টস রিপ্লে পোস্ট আসবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Lukamaxin on February 15, 2021, 11:36:29 AM
বর্তমান সময়ে বাংলা বোর্ড অনেক এগিয়ে আছে। তবে আমাদের উচিত হবে নিজেদের কে আরও উপরের অবস্থানে নিয়ে যাওয়া। আমরা সকলেই চাই বাংলা বোর্ড 1 নম্বর পজিশনে আসুক।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Mental on February 15, 2021, 01:10:09 PM
হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন আমাদের বাংলা বোর্ড অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত সবসময় একটিভ থাকার চেষ্টা করতে হবে এবং ভালো মানের পোস্ট করতে হবে তাহলে একসময় আমাদের বাংলা বোর্ড অনেক এগিয়ে যাবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Raayan on February 15, 2021, 02:15:59 PM
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য যে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে হবে। আর bangla.net তাহলে আমাদেরকে বেশি বেশি একটিভ থাকতে হবে এবং বেশি বেশি ভালো মানের পোস্ট করতে হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Lovepro Max on February 16, 2021, 04:42:33 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
ভাই বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে মিলে কাজ করতে হবে হয়তো কেউ কেউ তাদের রাঙ্ক অফ করার জন্য শুধু বাংলা বোর্ড এ সময় দেয়। আমার মনে হয় তাদের এখনই শুধরে যাওয়ার উপযুক্ত সময়।আমাদের সকল ইউজারদের বাংলা বোর্ড এ বেশি বেশি পোস্ট করার অনুরোধ থাকবে এবং নতুন টপিক তৈরি করার। আমরা যত বেশি নতুন টপিক তৈরি করব ততবেশি পোষ্টের সংখ্যা বৃদ্ধি পাবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Angel jara on February 16, 2021, 12:23:06 PM
আমরা সবাইকে এক সাথে মিলে আমাদের এই ফর্ম কে এগিয়ে নিয়েতে হবে। ফোরাম এগিয়ে নেওয়া একা কারো পক্ষে সম্ভব নয় এটা সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। আমরা আমাদের বাংলা ফোরাম কে উপরে উঠানোর চেষ্টা করব এর জন্য একসাথে কাজ করতে হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Goldlife on February 16, 2021, 01:08:44 PM
মূল্যবান একটি পোস্ট আমরা যারা বাঙালি আছি সারা বাংলায় ভাষাভাষির লোক আছে তারা যেন সবাই একত্রিত হয়ে সুন্দর একটি ফোরাম কে আমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এজন্য সবাই আমরা কাজ করব এবং সবার সবার প্রয়োজনে এগিয়ে আসবো সবাই সবাইকে হেল্প করব এবং সুন্দরভাবে এই ফোরাম থেকে আমরা প্রমোট করবো সবার মাঝে এবং জনপ্রিয়তা এনে দেবো আমরা।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Power420 on February 16, 2021, 05:32:04 PM
হ্যাঁ ভাই আপনি সঠিক একটি পোস্ট দিয়েছেন আপনার পোস্টের সাথে আমি একমত কারণ বাংলা বোর্ড অনন্য বোর্ডের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।তাই বাংলা বোর্ডকে যদি এগিয়ে নেওয়া যায় তাহলে আমাদের সবাইকে কাজ করতে হবে। তাই আমরা সবাই বাংলা ফোরামে এসে কাজ করে বাংলা বোর্ড টাকে এগিয়ে নিয়ে যাব।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: AGM on February 16, 2021, 05:51:33 PM
যে কোন কঠিন কাজ দশ জন মিলে করলে তা অনেক সহজ হয়ে যায়। আসুন আমরা আমাদের ফোরাম কে এগিয়ে নিয়ে যায় সবাই একসাথে। আমরা বীরের জাতি যে কোন কিছুই আমাদের দারা সম্ভব।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Mist Joya on February 16, 2021, 06:41:16 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
  আপনার কথার সাথে আমি একদমই একমত পোষণ করছি আমাদের এই বাংলা ফর্মটা বর্তমানে চতুর্থ নম্বর স্থানে আছে আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে এটাকে এক অথবা দুই নম্বর  স্থানে  নিয়ে যাব  এটা করতে চাইলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে একত্রে খুব ভালো কাজ করতে হবে ।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Acifix on February 17, 2021, 02:20:58 PM
আমরা সবাই কাজ করে বাংলা ফোরামকে সামনের দিকে নিয়ে যাব। কারণ বর্তমানে বাংলা বোর্ডে পোষ্টের সংখ্যা কিছুটা হয়েছে কিন্তু টপিকের সংখ্যা অনেক কম। আমরা টপিক তৈরি করে এবং বেশি বেশি পোস্ট করে ফোরাম কে এগিয়ে নিয়ে যাব।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: bmw1 on February 17, 2021, 04:55:44 PM
এটা সঠিক যে আমাদের বাংলা বোর্ড অন্যান্য তুলনায় খুব পিছনে আছে। আমাদের বাংলা বোর্ড আরো দুটো বোর্ড আছে একটি হলো তুর্কি অন্যটি হলো ইন্দোনেশিয়া। তাই এ দুটো কে পেছনে ফেললে আমরা দ্বিতীয় স্থানে পৌঁছাব । তাই আমাদেরকে একসাথে কাজ করতে হবে তাহলে আমরা বাংলা বোর্ডকে অনেক এগিয়ে নিতে পারব।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: saidul2105 on February 17, 2021, 06:01:57 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আমি মনে করি আমাদের বাংলাদেশের সকল ইউজারদের সম্মিলিত প্রচেষ্টার ফলে বাংলা লোকাল বোর্ড কে শীর্ষ স্থানে নিয়ে যেতে  পারবো।  সেক্ষেত্রে আমাদের সকলেরই লোকাল বোর্ডে নতুন টপিক তৈরী করা খুবই প্রয়োজনীয় একটা বিষয়।  আমাদের সকলেরই উচিৎ পুরোনো টপিকে কমেন্ট কমিয়ে দিয়ে নতুন করে টপিক তৈরী করা।  আমি মনে করি আমরা সবাই যদি প্রতি সপ্তাহে মিনিমাম এক-দুই টা করেও টপিক তৈরী করি তাহলে খুব শীগ্রই আমরা আমাদের ফোরামকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো, ইনশাআল্লাহ্ ।                                                               
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Newron on February 18, 2021, 02:52:28 PM
ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে হলে আমাদের সবাই মিলে বাংলা ফরুম কে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি অবৈধ হলে আমাদের এই কারেন্সি এগিয়ে নিয়ে যেতে হবে।ক্যানন আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া।ক্রিপ্টোকারেন্সি বৈধতা নির্ভর করে একটি দেশের সরকার ও ব্যাংক খাতের উপর ভিত্তি করে।তাই আমাদের সবাইকে মিলে বাংলা ফোরামকে এগিয়ে দিতে হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: bmw1 on February 18, 2021, 04:48:25 PM
সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নেওয়া উচিত কেননা আমাদের বাংলা বোর্ড চতুর্থ স্থানে অবস্থান করছে, এবং বাংলা বোর্ডকে আরও সুন্দর সুন্দর পোস্ট করে এগিয়ে নিতে হবে এতে করে প্রথমে যারা শিখতে পারবে বাংলা বোর্ড এ কিভাবে পোস্ট পড়তে হয়। বাংলা বোর্ড আগে আর দুটি বোর্ড আছে সেগুলো হলো তুর্কি এবং ইন্দোনেশিয়া। বিশেষ করে এ দুটি বোর্ড কে পিছনে ফেলে আমাদের বাংলা বোর্ড দ্বিতীয় স্থানে অবস্থান করবে এবং অনেক উন্নতির দিকে অগ্রসর হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Sasa on February 18, 2021, 05:01:10 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব হবে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া। যেমনটি আপনি বলেছেন অনেক ইউজার রয়েছে যারা শুধু তাদের রেঙ্ক বাড়ানোর জন্য বাংলা বোর্ড টাকে ব্যবহার করে থাকে। তাই আমাদের আজ থেকেই শপথ নেওয়া উচিত যে আমরা সবসময় এই আমাদের নিজস্ব বাংলা বোর্ড টাকে এগিয়ে নিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করব। যতটা পারি সময় দিব তাহলে অবশ্যই সম্ভব হবে বাংলা বোর্ড টাকে এগিয়ে নিয়ে যাওয়া।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: ttcsalam on February 18, 2021, 05:03:45 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
অনেক ধন্যবাদ প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সবাই চেষ্টা করলেই সম্ভব হবে বলে আমার বিশ্বাস। আমি আশা করি সবাই সহযোগীতার মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে অবশ্যই ভালো কিছু সম্ভব।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Ronald on February 18, 2021, 05:09:25 PM
কথা ঠিক আমরা সবাই একসাথে কাজ করলে আমরা অমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারব। আসুন সবাই কাজ শুরু করি এবং বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যায়। সবাই কিছু কিছু কাজ করলে  আমাদের ফোরাম সর্বোচ্চ জায়গায় যেতে পারবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Dark Knight on February 19, 2021, 04:21:20 AM
ঠিক বলেছেন আমাদের ফোরামে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি তাহলে আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে সফল হব। তার জন্য আমাদের সবাইকে নিয়মিত একটিভ থাকতে হবে।ভালো মানের পোস্ট এবং নতুন নতুন টপিক তৈরি করতে হবে। সবাই মিলে যদি কাজ করে তাহলে আমাদের ফোরামে একদিন অনেক উচ্চতায় পৌঁছাবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: GroundCrypto on February 19, 2021, 07:33:48 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আপনি ঠিক বলেছেন অন্যান্য বোর্ড এর তুলনায় এই বাংলা বোর্ড একটু পিছিয়ে রয়েছে। তাই আমাদের উচিত বাংলা বোর্ড এ পোস্ট এবং টপিক এর সংখ্যা বৃদ্ধি করা। সবার উচিত নতুন নতুন টপিক তৈরী করার চেষ্টা করা। তাহলেই বাংলা বোর্ড এগিয়ে যেতে সক্ষম হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: bmw1 on February 19, 2021, 05:05:23 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
হ্যাঁ ভাই আপনি সত্যি কথা বলছেন যে বাংলা বোর্ড অনেক পিছিয়ে আছে আমাদের আমাদের বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের বাংলা বোর্ড এখন চতুর্থ স্থানে অবস্থান করছে, বাংলা বোর্ড এর আগে আরো দুটি আছে সেগুলো হলো তুর্কি এবং ইন্দোনেশিয়ান আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে এজন্য আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে তাহলে আমাদের বাংলা বোর্ড অতি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Lovepro Max on February 20, 2021, 06:44:33 AM
বাংলা সেশনকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে সবাইকে বাংলা বোর্ডে নিয়মিত একটিভ থাকতে হবে। সবাই মিলে এখানে পোস্ট করতে হবে। পোস্ট এর কোয়ালিটি উন্নত করতে হবে। আমি এখানে নিয়মিত একটিভ থাকার চেষ্টা করব। একটা সময় মনে হয়েছিল বাংলা সেশনকে ফিরে আসবো না। তবে বাংলা বোর্ডের সুন্দর গঠন অবশ্যই আমাকে মুগ্ধ করেছে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে সবাই বোর্ডে নিয়মিত একটিভ থাকুন।
ভাই আপনি ঠিকই বলেছেন আগের তুলনায় বাংলা বোর্ড এর গঠন অনেক বেশি মনমুগ্ধকর হয়েছে। এখন বাংলা বোর্ড তাকে দেখলে খুবই ভালো লাগে। সবার কাছে আমার একটাই নিবেদন যে বেশি বেশি বাংলা বোর্ডে সময় দেওয়ার জন্য।নতুন নতুন টপিক তৈরি করতে হবে এবং বেশী বেশী রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আমাদের এই বাংলা বোর্ড একদিন বিশ্ব দরবারে ফুটে উঠবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: AlviNess on February 21, 2021, 04:06:32 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আমি যখন ফোরামের নতুন আসে তখন অনেক সিনিয়র ভাইদের এই বাংলা বোর্ডে প্রতিদিন একটিভ থাকতে দেখেছি। কিন্তু কয়েকদিন যাবৎ অনেক ভাই ব্রাদার্স কে বাংলা ভরে একটিভ দেখছি না। তারা যদি বাংলা বোর্ডে প্রতিনিয়ত একটিভ থাকে তাহলে বাংলা বোর্ড যেকোনো সময় লোকাল বোর্ডগুলোর দিক দিয়ে সবার আগে থাকবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Acifix on February 22, 2021, 04:37:52 AM
আমি যখন ফরামে আমি নতুন আসি তখন সিনিয়রদের অ্যাক্টিভ থাকতে দেখেছি। কিন্তু অথচ সিনিয়র ভাইরা বাংলা বোর্ডে আসেন না। আমার মতে যদি সিনিয়র ভাইরা বাংলা বোর্ডে না আসে তাহলে আমাদের এগিয়ে নিয়ে যেতে অনেক সময় লেগে যাবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Rifan Khan on February 22, 2021, 05:24:18 AM
আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এখন বর্তমানে সিনিয়র মেম্বার রা প্রতিনিয়ত একটিভ থাকে । কিন্তু তারা বাংলা পড়ে আসতে চায়না। তারা যদি বাংলা বোর্ডে না আসে। তাহলে আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে অনেক সময় লাগবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Acifix on February 23, 2021, 04:52:36 AM
আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে আমরা বাংলা বোর্ডে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমরা সবাই মিলে একসাথে কাজ করব। তাহলে আমরা বাংলা বোর্ডে  এগিয়ে নিয়ে যেতে পারবো । তাই সবাই মিলে একসাথে কাজ করব।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Dagsu93 on February 23, 2021, 11:08:53 AM
বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকেরই একসাথে কাজ করতে হবে। এবং বাংলা ফোরামে আমাদের যে সমস্ত ইউজার রয়েছে অবশ্যই সবাইকেই কিছু কিছু নিয়মিত পোস্ট করতে হবে। সমস্ত সিনিয়ার রয়েছে তারা যদি নিয়মিত দু-একটি করে নতুন ট্রফিক তৈরি করে তাহলে অবশ্যই আমাদের বাংলা কটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Sonjoy on February 23, 2021, 11:36:25 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আমি আপনার সাথে একমত কারণ বাংলা ফোরাম কে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরাই ফোরামকে আরো প্রমোট করতে পারব ভালোভাবে আসো আমরা সবাই মিলে একসাথে বাংলায় ফোরামকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবো সবাই নিঃস্বার্থভাবে। যতটা পারি এবং যত দূর সম্ভব আমরা এখানে কাজ করে যাব বিনিময়ে আমরা কিছু পেলেও পেতে পারি এবং ফোরাম দিকে যেন আমরা সুস্থ-সুন্দর ভাবে সচল রাখতে পারি এই প্রত্যাশা নিয়ে সবাই কাজ করলে আমাদের এই ফোরাম অবশ্য অবশ্যই একদিন সব থেকে ভালো ফোরাম এবং এক নাম্বার এই ভোট হবে বাংলা বোর্ড হবে এক নাম্বার।সুতরাং আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এখানে ফোরাম থেকে আরও উন্নত করার লক্ষ্যে সর্বশেষে একটি কথা বলব যে এই ফোরাম কে আরো কোয়ালিটি সম্পূর্ণ করতে এখানে কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করতে হবে এবং আমরা সবাই সেটাই করব তারপরে যেটা হবে যে কোন ধরনের স্পামিং পোস্ট করা যাবে না এখানে স্প্যামিং থেকে বিরত থাকুন এবং সবার সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Linda78 on February 23, 2021, 12:39:44 PM
আমি আপনার কথার সাথে একমত। শুধু নিজেদের রেঙ্ক বাড়ানোর জন্য পোস্ট করলে চলবে না, আমাদের কে বাংলা বোড কে এগিয়ে নিতে চাইলে অবশ্যই ভালো মানের পোস্ট করতে হবে এবং আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। যেকোনো ধরনের স্পামিং পোস্ট থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আমাদেরকে নতুন নতুন ট্রফিক বের করতে হবে এবং রিপ্লাই দিতে হবে। অবশেষে আমার একটি কথা হচ্ছে যে আমাদের যারা সিনিয়র আছেন তারা আমাদের দিকে একটু নজর দিবেন তাহলে আমাদের জন্য সহজ হয় এবং আমরা ভালোমতো কাজ করতে পারব। নিয়ম অনুযায়ী কাজ করলে অবশ্যই আমাদের সফলতা আসবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Milon626 on February 24, 2021, 05:58:27 AM
একমাত্র আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের বাংলা লোকাল বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে।  আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে আমাদের লোকাল বোর্ডে পোস্ট ও কমেন্ট করি, তাহলে আমাদের লোকাল বোর্ড কে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না।  তাই আমাদের সবাই কে এক হয়ে কাজ করে যেতে হবে।                                   
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Akhi600 on February 24, 2021, 10:35:41 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
বাংলা বোর্ড কে এগিয়ে নিতে হলে আমাদের সবসময় একটিভ থাকতে হবে এবং মানসম্মত পোস্ট ও টপিক তৈরি করতে হবে। তাহলে আমাদের বাংলা বোর্ড এগিয়ে যাবে। এবং যারা রেঙ্ক বাড়ানোর আশায় বেশি বেশি পোস্ট করে তাদেরকে সচেতন করে দিতে হবে যে পোস্ট গুলো কপি যেন না করে এবং স্কাম যেন না করে এদিকে সচেতন থাকতে হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Fighter on February 25, 2021, 06:43:29 AM
আমাদের এই ফোরামে সবাই যদি হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যায় তাহলে আমাদের এই ফোরাম কে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের নিয়মিত একটিভ থাকতে হবে এবং ভাল ভাল পোস্ট করতে হবে তাহলেই আগানো যাবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: moonstar24 on February 25, 2021, 09:37:30 AM
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে অবশ্যই আমরা আমাদের বাংলা লোকাল বোর্ড কে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো।  আমাদের লোকাল বোর্ডের উন্নতির লক্ষ্যে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবেই আমরা   আমাদের বাংলা লোকাল বোর্ড কে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবো।                               
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 10:09:59 AM
ব্রাদার আমি মনে করি আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে কাজ করলে অবশ্যই আমাদের বাংলা বোর্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। স্পামিং বন্ধ করতে হবে। সবাইকে বুঝিয়ে বলতে হবে। স্পামিং বন্ধ করে নিয়মিত সবাই এক্টিভ থেকে কাজ করে যেতে পারলে অবশ্যই বাংলা বোর্ড আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। আমাদের সবার একতাবদ্ধ হওয়া উচিত।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Damrai5$ on March 01, 2021, 02:50:34 AM
বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে হলে সকল বাংলাদেশী ইউজারদের মিলেমিশে কাজ করতে হবে। এবং আমাদের বাংলা ফোরামে নিয়মিত কিছু কিছু পোস্ট করতে হবে। দেখা গেছে আমাদের বাংলা বোর্ডে কিছু নতুন টপিক এর পরিমাণ কমে গেছে তাই আমাদের প্রত্যেকেরই উচিত কিছু নতুন টপিক তৈরি করা। এবং সেই টপিকে আমরা যদি সবাই আলোচনা করি এভাবে কিন্তু আসলে আমাদের বাংলা বুট কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে কিন্তু অবশ্যই আমাদের একতা থাকতে হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Ronald on March 01, 2021, 05:37:30 AM
বর্তমানে বাংলাবোর্ড অনেকটা এগিয়ে আছে। আমার মনে হয় এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলে আমরা আরও এগিয়ে যাব। আসুন সবাই মিলে মিশে কাজ করি বাংলা বোর্ড কে এগিয়ে রাখি। আমাদের বোর্ড এ বর্তমানে এখন আর স্প্যামিং হয় না। তাই আশা সর্বোচ্চ পর্যায়ে যেতে আমাদের আর কোন বাধা নেই।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Lutera94 on March 01, 2021, 02:40:48 PM
বাংলা বোর্ড আগের চেয়ে অনেক একটিভ আছে, এভাবে চলতে থাকলে দিন দিন আরো উন্নতি করবে বলে আমি মনে করি। তাই সবার প্রতি আবেদন এই যে আপনারা এভাবেই কাজ করে যান, আমরা একদিন নাম্বার ওয়ান বোর্ড এ পরিণত হবো।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Jaya60 on March 01, 2021, 02:48:10 PM
আমাদের এই বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে হলে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আমাদের ফোরামে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অনেক এবং সেইসাথে আমাদের বাংলা ভোট কিন্তু অনেক এগিয়ে গেছে। আমাদের সিনিয়র ভাই যারা রয়েছে এই ফোরামে যারা গ্লোবাল সেকশনে রয়েছেন দয়া করে আমাদের এই বাংলা ফোরামে নিয়মিত কিছু কিছু পোস্ট করবেন। এবং আপনারা সকল আপডেট নিউজ দিয়ে দিবেন যাতে করে এখানে জুনিয়র মেম্বার যারা রয়েছে প্রত্যেক আপডেট নিউজ আপনাদের দ্বারা জানতে পারে। এভাবে সম্ভব হবে আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Mayajal on March 01, 2021, 05:00:46 PM
যদিও অনন্য বোর্ডের চেয়ে আমাদের বাংলা আমাদের বাংলা বোর্ড কিছুটা পিছিয়ে আছে। তাই সবাই একত্রে বাংলা বোর্ড টা কে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমরা সবাই মিলে বাংলা বোর্ডকে নাম্বার ওয়ান পজিশনে নিয়ে যাব।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: JISAN on March 01, 2021, 05:05:54 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
বাংলা বোর্ড এখন আর পিছিয়ে নেই আগের থেকে অনেক ভালো হয়েছে এবংং অনেক এগিয়ে গেছে। সবাই নিজ নিজ প্রচেষ্টা চালিতে জান সামনের দিনগুলোতে জেনো বাংলা বোর্ড আরো সুন্দর করা যায়
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Afnan on March 02, 2021, 11:20:12 AM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
আমরা সবাই যদি একসাথে কাজ করি এবং কখনো কারো ক্ষতি করার চেষ্টা না করি তাহলে অব্যশই বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে সম্ভব। তাই আমরা যারা নতুন ইউজার ক্রিপ্টোকারেন্সিতে কাজ করছি আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করে ও আগ্রহ দিয়ে কাজ করিয়ে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: GroundCrypto on March 02, 2021, 11:25:53 AM
আপনি ঠিক বলেছেন অন্যান্য বোর্ড এর তুলনায় আমাদের বাংলা বোর্ড অনেকটা পিছিয়ে রয়েছে। আমাদের উচিত নিয়মিত একটিভ থেকে ভালো মানের পোস্ট করে আমাদের বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে স্পামিং মুক্ত করতে হবে আমাদের বাংলা বোর্ডকে। যেটা একমাত্র সকলের সম্মিলিত চেষ্টায় হতে পারে। আশা করছি আমরা সবাই সম্মিলিত হয়ে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব। ফোরামের রুলস গুলো কে ফলো করবো। তাহলে আমরা নিজেরাও এগিয়ে যেতে পারবো আমাদের বাংলা বোর্ডও এগিয়ে যাবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: kulkhan on March 02, 2021, 07:16:37 PM
আমরা বাঙালি হিসেবে বাংলা বোর্ডকে এগিয়ে নিতে চেষ্টা করব আর এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনেকরি। আমরা লক্ষ্য করেছি অন্যান্য দেশের লোকজন তাদের লোকাল বোর্ডের প্রতি কতটা দায়িত্বশীল। সে অনুপাতে আমরা বাংলাদেশিরা আমাদের বাংলা বোর্ডর প্রতি ততটাই উদাসীন। আমরা যদি আরো দায়িত্বশীল হতেপারি তাহলে আমরা সবাই মিলে আমাদের বাংলা বোর্ডকে অনেক দুর এগিয়ে নিতে সক্ষম হব। ধন্যবাদ সকল বাংলাদেশিদের।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Magepai on March 03, 2021, 01:17:05 AM
বাংলা বোর্ড আগের থেকে অনেক এগিয়ে গেছে। তারপরেও সবাইকে একথা থাকতে হবে সকল বাঙালি ভাইকে এবং আমরা যে পোস্টগুলো করব সে পোস্ট গুলো যেন কনস্ট্রাক্টিভ হয়। এবং কারো কিছুটা ভুল হলে সেটা সমাধান করিয়ে দেওয়া নিয়মিত ফোরামে অ্যাক্টিভ থেকে পোস্ট দিতে হবে। আর বর্তমানে স্পামিং আমাদের বোর্ডে একদমই হয় না। এজন্য আমি মনে করি অবশ্যই আমাদের বাংলা বোর্ড আস্তে আস্তে আরও উন্নতির শিখরে গিয়ে পৌঁছবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Logitech50 on March 03, 2021, 03:08:03 AM
অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা বোর্ড ব্যাপক পিছিয়ে। তাই সবার কর্তব্য বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া। সবাই একত্রে কাজ করে বাংলা বোর্ড কে এক নাম্বার অবস্থানে অবস্থান করানো।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Mj joy on March 03, 2021, 04:17:30 PM
আমরা সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই। অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা ফোরাম অনেক পিছিয়ে আছে। তাই আমাদের উচিত বাংলা ভোটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা শুধু বাংলা বোর্ডকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যাবহার না করি।
  আপনাকে ধন্যবাদ মূল্যবান পোষ্ট করার জন্য  আমি বলব আমরা যেহেতু বাঙালি আমরা যারা এই অ্যালার্ট কয়েন  ফোরামে  জড়িত আছি তাদের সকলের নৈতিক দায়িত্ব বাংলা  ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই বাংলা  ফোরাম কে এগিয়ে নিয়ে  যাওয়ার জন্য যা করণীয় তা সঠিকভাবে করা ।  আমরা সবাই মিলে স্পামিং থেকে বিরত থাকব এবং পজিটিভ কারমা  বেশি বেশি দেওয়ার চেষ্টা করব ।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Sumaiya2 on March 03, 2021, 05:13:32 PM
হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন বাংলা বোর্ডে অনেক লোক রয়েছে যারা একাউন্টের ব্যাংক বৃত্তি করার কাজে এখানে আসে। তারপর কাজ সম্পূর্ণ হয়ে গেলে বাংলা বোর্ড থেকে চলে যায় এভাবে যদি সবাই করতে থাকে তাহলে বাংলা বোর্ড উন্নতির দিকে যাবে না। তাই সবার উচিত বাংলা বোর্ডকে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Irfan12@ on March 03, 2021, 05:24:57 PM
অন্যান্য বোর্ডের তুলনায় বাংলা বোর্ড ব্যাপক পিছিয়ে। তাই সবার কর্তব্য বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া। সবাই একত্রে কাজ করে বাংলা বোর্ড কে এক নাম্বার অবস্থানে অবস্থান করানো।
ভাই শুধু মুখে বললে হবে না আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। যতটা সম্ভব আমাদের এই লোকাল বোর্ড এ সময় দিতে হবে। প্রতিদিন মিনিমাম প্রত্যেক ইউজারকে 5টি করে পোস্ট এবং 1 টি টপিক তৈরি করতে হবে। আমার মনে হয় আমরা সকলেই এভাবে কাজ করি তাহলে অবশ্যই আমাদের এই বাংলা বোর্ড টাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Power420 on March 03, 2021, 10:27:29 PM
আসুন সবাই মিলে বাংলা ফোরাম এগিয়ে নিয়ে যায়। সবাই মিলে যদি এগিয়ে না নিয়ে যায় তাহলে বাংলা বোর্ড অনেক পিছিয়ে যাবে। কিছুদিন আগে অনেক পিছিয়ে ছিল কিন্তু বর্তমানে কিছুটা হলেও এগিয়েছে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Heron on March 04, 2021, 09:38:54 AM
আপনি ঠিক প্রসঙ্গ তুলে ধরেছেন। আসলে আমাদের সবার মিলে একতাবদ্ধ হয়ে কাজ করে আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমাদের বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য উচিত স্প্যামিং থেকে দূরে থেকে ভালো ভালো মানসম্মত পোস্ট করার চেষ্টা করার। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব বাংলা বোর্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Goldlife on March 04, 2021, 10:28:57 AM
আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করলে অবশ্যই আমরা বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ। আমাদের মেধা যোগ্যতার অভাব নাই; অভাব নৈতিকতার, সহযোগিতার মনোভাবের অভাব, আর আছে হিংসা-বিদ্বেষ। আমরা যদি হিংসাবিদ্বেষ ত্যাগকরে একে অন্যের সহযোগিতার মনোভাব নিয়ে আগাই, অন্যের ভূলত্রুটি শুধরে দেই, অন্যের সফল্যে আনন্দিত হই ও উৎসাহ দেই তাহলে অবশ্যই বাংলা বোর্ড ক্রিপ্টোজগতে একটি অন্যতম বোর্ড হিসেবে পরিগণিত হবে বলে আমার বিশ্বাস।
আমি আপনার সাথে একমত পোষণ করছি কারণ ইতিমধ্যে ভোট কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে আমাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা পরিশ্রম করতেছে অক্লান্ত বাংলা বোর্ডকে যেন আরো আরো বেশি কোয়ালিটি সম্পন্ন করতে পারি এজন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবে কথা ও ভদ্র হয়ে কাজ করবে কোন কাজে কিন্তু কঠিন বলে মনে হবে না আমার মতে কিন্তু আমরা আমাদের নিজের মানুষের কথা অনৈতিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।কাজ করতে হবে সুন্দরভাবে দেখেশুনে এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে এখানে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Tubelight on March 21, 2021, 10:47:55 AM
বাংলা বোর্ড এমন একটি পর্যায়ে এসেছে সমস্ত বাংলাভাষী ইউজারদের জন্য। তবে আমাদের এই ফোরামকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে মিলেমিশে এই ফোরামে ভিশনের সময় ব্যয় করতে হবে। আমি মনে করি একদিন আমাদের এই ফোরাম লোকাল বোর্ডের দিক দিয়ে সবার উপরে থাকবে।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Acifix on March 22, 2021, 03:01:18 AM
হ্যাঁ আমরা যদি সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যায় তাহলে।ফোরামে অনেক সিনিয়র মেম্বার একটিভ থাকে না।তারা যদি বাংলা ফোরামে একটিভ না থাকি তাহলে আমরা কেমন ভাবে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাব। তাই দয়া করে সিনিয়র মেম্বার রা বাংলা পডে আসবেন।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: HeartBit143 on March 22, 2021, 03:45:17 AM
এটা আমাদের সকল বাংলা ভাষাভাষীদের জন্য খুবই সৌভাগ্য যে আমরা ফোরামে নিজের মনের ভাষা প্রকাশের জন্য  নিজেদের মাতৃভাষার একটা বোর্ড পেয়েছি।  আমাদের সকলেরই উচিৎ আমাদের বাংলা লোকাল বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সকলের সম্মিলিত ভাবে কাজ করে যাওয়া।                   
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: JISAN on March 22, 2021, 04:49:21 AM
বাংলা বোর্ড এখন এমনিতেই অনেক এগিয়ে আছে কারন এখন প্রায় সব মেম্বাররাই এক্টিভ। এভাবে চলতে থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারবো।
Title: Re: সবাই মিলে বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাই।
Post by: Password on March 22, 2021, 03:39:44 PM
আমরা যারা ফোরামে আছি সবাই মিলে একসাথে কাজ করে আমাদের এই বাংলা বোর্ড কে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে হলে নিয়মিত ফোরামে একটিভ থাকতে হবে। আর আমরা যারা রইছি নিয়মিত যদি একটিভ না থাকি তাহলে আমাদের এই বাংলা বোর্ড কিন্তু অনেক পিছিয়ে যাবে। তাই সবাই মিলে একটিভ থাকতে হবে ও নিয়মিত ভাবে কাজ করতে হবে।