Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on February 14, 2021, 04:58:11 AM

Title: Payfrequent কি স্কাম করলো নাকি?
Post by: Malam90 on February 14, 2021, 04:58:11 AM
Payfrequent বাউন্টি শেষ হয়েছে ৮ মাস আগে। কোন আপডেট নাই। টেলিগ্রাম ও একটিভিটি শুণ্য। পেমেন্ট দেওয়ার কোন নাম গন্ধও নাই। মনে হয় স্কাম করেছে প্রজেক্টটি। বাউন্টি ম্যানেজার স্প্রেডশিটও আপডেট করেনি।সবকিছু দেখে মনে হচ্ছে আমরা প্রায় ১২ সপ্তাহ ধরে একটা স্কাম প্রজেক্টের কাজ করে গেছি অনবরত ভাবে।

বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=155833.0
Title: Re: Payfrequent কি স্কাম করলো নাকি?
Post by: Tubelight on March 18, 2021, 04:58:14 PM
ভাই কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে কাজ করার পর অনেক খারাপ লাগে।যে দীর্ঘ টাইম একটা প্রজেক্টে কাজ করার পর যদি সেই প্রজেক্ট প্রেমেন্ট না করে তাহলে তার মত দুঃখের আর কোন বিষয় থাকে না। তবে আশা করছি ভবিষ্যতে বাউন্টি প্রজেক্ট গুলোর সাকসেসফুল হওয়ার হার বৃদ্ধি পাবে।
Title: Re: Payfrequent কি স্কাম করলো নাকি?
Post by: Rockalo on March 19, 2021, 07:17:24 AM
Payfrequent স্কাম। বাউন্টি প্রচারণায় অংশ নিয়েছিলাম। তবে আজ পর্যন্ত কোন আপডেট জানতে পারলাম না। আমি কয়েকবার টেলিগ্রামে ম্যানেজারকে নক দিয়েছি তবে কোন রিপ্লাই পাইনি। সুতরাং এটা আমাদের সাথে জালিয়াতি করেছে।
Title: Re: Payfrequent কি স্কাম করলো নাকি?
Post by: Mj joy on March 23, 2021, 06:16:35 PM
Payfrequent বাউন্টি শেষ হয়েছে ৮ মাস আগে। কোন আপডেট নাই। টেলিগ্রাম ও একটিভিটি শুণ্য। পেমেন্ট দেওয়ার কোন নাম গন্ধও নাই। মনে হয় স্কাম করেছে প্রজেক্টটি। বাউন্টি ম্যানেজার স্প্রেডশিটও আপডেট করেনি।সবকিছু দেখে মনে হচ্ছে আমরা প্রায় ১২ সপ্তাহ ধরে একটা স্কাম প্রজেক্টের কাজ করে গেছি অনবরত ভাবে।

বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=155833.0
  আসলে ভাই এসমস্ত খবর খুব দুঃখের বিষয় । কারণ এত পরিশ্রম করে কাজ করে যদি  আশা-নিরাশায় রূপান্তরিত হয় তাহলে খুব কষ্ট লাগাডাই স্বাভাবিক আমার মনে হয় এই সমস্ত কাজ যদি বোঝা যেত যে এই কাজটি স্কাম হবে তাহলে খুব ভালো হতো কিন্তু বোঝার তো কোন উপায় নেই ।  এখন আমার কথা হল যে বাউন্টি গুলো  স্কাম  হয় সেই  বউন্টি গুলো  নিয়ে আদৌ কি কোন পরিকল্পনা নেওয়ার ব্যবস্থা হয়েছে ।