Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on February 14, 2021, 06:45:23 AM
-
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
-
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
আমার মতে আপনি সবচেয়ে সুন্দর একটি টপিক তৈরি করেছেন। কারণ এটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। ইতোমধ্যে এরকম টপিক গ্লোবাল সেকশনে রয়েছে যেটা এডমিন নিজে তৈরি করেছে। এখানে প্রত্যেক নতুন ইউজার এসে তার পরিচয় দিয়ে যাবে।
ফোরামে যতগুলো নতুন ইউজার এবং পুরাতন ইউজার রয়েছে তারা সবাই সবার পরিচয় এখানে দিয়ে যাবেন। যদি আপনাদের নিজেদের পরিচয় এখানে তুলে ধরেন তাহলে প্রত্যেকের বুঝতে অনেক সুবিধা হবে। যেরকম ভাবে আমি আমার পরিচয় দিয়েছি সবাই এইরকম ভাবে সবার পরিচয় দিয়ে যাবেন।
-
আমার নাম মার্বেল।
আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি।
আমি একজন ক্রিপ্টোকারেন্সি লাভার।
আমি ইনভেস্ট করতে সবচেয়ে বেশি পছন্দ করি।
আমি কিছুদিন যাবৎ ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত আছি।
-
আমার পরিচয়টা দেই। :)
আমি মালম৯০।
ক্রিপ্টোতে আছি ২০১৫ সাল থেকে তবে বিটকয়েনটকে আছি ২০১৭ সাল থেকে। অলটকয়েনটকে আছি ২০১৮ সাল থেকে।
অলটকয়েনটকে এসেছি নিজেই। আমার কোন রেফারার নেই এখানে।
-
আমার নাম মিকি।
আমি বাংলাদেশ থেকে বলছি।
আমি একজন ইনভেস্টর। ইনভেস্ট করতে সবচেয়ে বেশি ভালো লাগে।
আমি ক্রিপ্টোকারেন্সি সাথে অনেক আগে থেকে জড়িত। আমি বিটকয়েন ফোরামে অনেকদিন ছিলাম।
-
আমার নাম মার্বেল।
আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি।
আমি একজন ক্রিপ্টোকারেন্সি লাভার।
আমি ইনভেস্ট করতে সবচেয়ে বেশি পছন্দ করি।
আমি কিছুদিন যাবৎ ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত আছি।
আপনাকে স্বাগতম।
এই ফোরামের সাথে সংযুক্ত থাকুন ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। সব সময় এক্টিভ থাকার চেষ্টা করবেন। সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ী পোস্ট করলে সবচেয়ে বেশি ভালো হয়।সব সময় সিনিয়র ভাইদের পোস্ট গুলো ফলো করলে অনেক অজানা বিষয় জানতে পারবেন। ধন্যবাদ।
-
আমি টেপোনা। আসলে নামটি মজা করে দিয়েছি।
জীবন পরিচালনার জন্য একটি ফ্যাক্টরিতে কাজ করি। জিএম হিসাবে
ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী হিসেবে আমি পরিচিত নই।
আমি ফোরামের কাজের জন্য এসেছি। আরো অভিজ্ঞতা অর্জন করতে।
-
আমি ইরান চৌধুরী।
উল্টাপাল্টা আর্নিং সাইটের সাথে জড়িত ২০১৫ সাল থেকে। :-X
কৃপ্টোর সাথে জড়িত ২০১৯ সাল থেকে। 8)
বাউন্টি করছি কিছুদিন হলো, আগে এয়ারড্রপ এবং ছোটখাটো ট্র্যাড করতাম।
-
টেপোনা, এবং ইরান চৌধুরী সহ সবাইকে স্বাগতম। :) :)
যাত্রা তব শুরু হোক হে নবীন, শুভ কামনা সকলের জন্য। সামনের পথচলা সুন্দর হোক। মিলে মিশে চলতে পারেন সেই শুভ কামনা রইলো।
-
আমার পরিচয় হলো এক্সট্রা পয়েন্ট।
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার ভালো ভাবে ধারণা নেই।
আমি ক্রিপ্টোকারেন্সি তে নতুন ইউজার।আমি এই ফোরামের অভিজ্ঞ ভাইদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে ও শিখতে চাই। আমি ক্রিপ্টোকারেন্সি এর সাথে যুক্ত হয়েছি 2021 সালের শুরুতে।
-
আমার পরিচয় হলো এক্সট্রা পয়েন্ট।
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার ভালো ভাবে ধারণা নেই।
আমি ক্রিপ্টোকারেন্সি তে নতুন ইউজার।আমি এই ফোরামের অভিজ্ঞ ভাইদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে ও শিখতে চাই। আমি ক্রিপ্টোকারেন্সি এর সাথে যুক্ত হয়েছি 2021 সালের শুরুতে।
আপনাকে স্বাগতম ভাই। নিয়মিত বাংলাবোর্ডে একটিভ থাকুন। পিন পোস্টগুলো মনোযোগ সহকারে পড়ুন। এছাড়া বেশি বেশি টপিক পড়ুন তাহলে আপনার জানার পরিধিও বাড়বে তখন সুন্দর করে কাজ করতে পারবেন।
-
টেপোনা, এবং ইরান চৌধুরী সহ সবাইকে স্বাগতম। :) :)
যাত্রা তব শুরু হোক হে নবীন, শুভ কামনা সকলের জন্য। সামনের পথচলা সুন্দর হোক। মিলে মিশে চলতে পারেন সেই শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাই। আপনাদের দোয়া এবং সাহায্য পেলে অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ভালোবাসা রইল। :-*
-
টপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।
-
টপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।
পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।
-
টপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।
পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।
জেলা উপজেলার নাম বলা আবশ্যক নয়। কেউ চাইলে বলতে পারে, না চাইলে না। আর ক্রিপ্টো জগতে প্রকাশ্য সবার পরিচয় দেওয়াটাও ঠিক যুক্তিযুক্ত মনে করিনা। সেটা ভালোর পরিবর্তে অনেকেই খারাপ কাজে লাগাতে পারে। তাই সামান্য পরিচয় দেওয়া ভালো, বিস্তারিত না বলে।
-
আমার পরিচয়টা দেই আমি মুভি টুয়েন্টিফোর এই এলাকায় নতুন জয়েন করেছি এবং এলার্ট কয়েন বিষয়ে জানার চেষ্টা করতেছি আশা করি সবাই আমাকে এলাট এলাট করেন বিষয়ে সাধারণ ধারণা এবং কাজ কাজের বিষয়ে সাহায্য করবেন ধন্যবাদ
-
আমার পরিচয়টা দেই আমি মুভি টুয়েন্টিফোর এই এলাকায় নতুন জয়েন করেছি এবং এলার্ট কয়েন বিষয়ে জানার চেষ্টা করতেছি আশা করি সবাই আমাকে এলাট এলাট করেন বিষয়ে সাধারণ ধারণা এবং কাজ কাজের বিষয়ে সাহায্য করবেন ধন্যবাদ
আপনাকে স্বাগতম ভাই। :)
বাংলা বোর্ডের সব পিন পোস্টগুলো আগে সুন্দর করে পড়ুন। আপনার মনের ভিতর উকি মারা অনেক প্রশ্নের উত্তর পাবেন যা আপনার কাজ শুরু করতে সহায়ক হবে। আগে শেখা পরে কাজ, তাহলে সফলতা। শুভ হোক আপনার যাত্রা।
-
টপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।
পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।
জেলা উপজেলার নাম বলা আবশ্যক নয়। কেউ চাইলে বলতে পারে, না চাইলে না। আর ক্রিপ্টো জগতে প্রকাশ্য সবার পরিচয় দেওয়াটাও ঠিক যুক্তিযুক্ত মনে করিনা। সেটা ভালোর পরিবর্তে অনেকেই খারাপ কাজে লাগাতে পারে। তাই সামান্য পরিচয় দেওয়া ভালো, বিস্তারিত না বলে।
জ্বি ভাই, যতদিন না কৃপ্টো বৈধতা পাবে। ততদিন আমাদের পরিচয় গোপন রাখাই শ্রেয় হবে। কোন বিপদ কখন আসে তা বলা মুশকিল। সতর্ক থেকে নিজেকে গুপ্ত রেখে কাজ করে গেলে কোন সমস্যা হবেনা আমাদের। অনেক নতুন আছে যারা কৃপ্টো নিয়ে কাজ করে তা বলে বেড়ায়। যা নিজের জন্য এবং আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
-
টপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।
পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।
জেলা উপজেলার নাম বলা আবশ্যক নয়। কেউ চাইলে বলতে পারে, না চাইলে না। আর ক্রিপ্টো জগতে প্রকাশ্য সবার পরিচয় দেওয়াটাও ঠিক যুক্তিযুক্ত মনে করিনা। সেটা ভালোর পরিবর্তে অনেকেই খারাপ কাজে লাগাতে পারে। তাই সামান্য পরিচয় দেওয়া ভালো, বিস্তারিত না বলে।
জ্বি ভাই, যতদিন না কৃপ্টো বৈধতা পাবে। ততদিন আমাদের পরিচয় গোপন রাখাই শ্রেয় হবে। কোন বিপদ কখন আসে তা বলা মুশকিল। সতর্ক থেকে নিজেকে গুপ্ত রেখে কাজ করে গেলে কোন সমস্যা হবেনা আমাদের। অনেক নতুন আছে যারা কৃপ্টো নিয়ে কাজ করে তা বলে বেড়ায়। যা নিজের জন্য এবং আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
খুবই ভালো কথা। একই কথা তো আমি, নস্টম্যান ভাই কতবার বলেছি বাংলাবোর্ডে সবাইকে সতর্ক করার জন্য। আসল পরিচয় দেওয়ার দরকার নেই নিজেদের কাছের লোকের কাছে ছাড়া। আরেকটা কথা-সোস্যাল মিডিয়া ঘাটলে জানা যায় তথ্য।
-
টপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।
পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।
জেলা উপজেলার নাম বলা আবশ্যক নয়। কেউ চাইলে বলতে পারে, না চাইলে না। আর ক্রিপ্টো জগতে প্রকাশ্য সবার পরিচয় দেওয়াটাও ঠিক যুক্তিযুক্ত মনে করিনা। সেটা ভালোর পরিবর্তে অনেকেই খারাপ কাজে লাগাতে পারে। তাই সামান্য পরিচয় দেওয়া ভালো, বিস্তারিত না বলে।
জ্বি ভাই, যতদিন না কৃপ্টো বৈধতা পাবে। ততদিন আমাদের পরিচয় গোপন রাখাই শ্রেয় হবে। কোন বিপদ কখন আসে তা বলা মুশকিল। সতর্ক থেকে নিজেকে গুপ্ত রেখে কাজ করে গেলে কোন সমস্যা হবেনা আমাদের। অনেক নতুন আছে যারা কৃপ্টো নিয়ে কাজ করে তা বলে বেড়ায়। যা নিজের জন্য এবং আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
খুবই ভালো কথা। একই কথা তো আমি, নস্টম্যান ভাই কতবার বলেছি বাংলাবোর্ডে সবাইকে সতর্ক করার জন্য। আসল পরিচয় দেওয়ার দরকার নেই নিজেদের কাছের লোকের কাছে ছাড়া। আরেকটা কথা-সোস্যাল মিডিয়া ঘাটলে জানা যায় তথ্য।
সোশাল মিডিয়া ঘাটলে তথ্য পাওয়া যায় ঠিক। এজন্য কৃপ্টোর কাজে আমাদের ব্যাক্তিগত একাউন্ট ব্যবহার না করে আলাদা একাউন্ট ব্যবহার করাই উত্তম ভাই। আমি যেই সোশাল একাউন্টগুলো (ফেসবুক, টুইটার, লিংকডিন) দিয়ে এয়ারড্রপ বা বাউন্টি করি, সেগুলোতে আমার কোন ডাটা পাওয়া যায়না। সবগুলোই ভিন্ন তথ্য দিয়ে গড়া। আর ব্যাক্তিগত একাউন্ট যেগুলো আছে সেগুলোতে কখনো কৃপ্টো নিয়ে কিছু শেয়ার করিনি কখনো।
-
আমি আশিকুর রহমান। সাতক্ষীরা থেকে বলছি।আমি এখানে নতুন। আমি আগে কোন ফোরামে কাজ করি নি। কোন ট্রেড ও করিনি কখনও। আমাকে কেউ কিছু সাহায্য করলে ভাল হয়। কিভাবে কি করতে হবে কিছু দিক নির্দেশনা পেতাম আরকি।
-
আমি আশিকুর রহমান। সাতক্ষীরা থেকে বলছি।আমি এখানে নতুন। আমি আগে কোন ফোরামে কাজ করি নি। কোন ট্রেড ও করিনি কখনও। আমাকে কেউ কিছু সাহায্য করলে ভাল হয়। কিভাবে কি করতে হবে কিছু দিক নির্দেশনা পেতাম আরকি।
স্বাগতম বাংলা ফোরামে। নতুন অবস্থায় আপনার কাজ হচ্ছে বাংলা বোর্ডের সকল পিন পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ুন। এছাড়া বিভিন্ন টপিক ও তার কমেন্টগুলো পড়তে থাকুন। একটু একটু করে জ্ঞান বাড়বে। তখন আপনার কাজ করতে সুবিধা হবে।
-
আমি একজন উন্নয়ন কর্মী, আমার ইউজার নেম ফারহানা। আমি আমার কাছের বন্ধুর মাধ্যমে এখানে স্বপ্নযাত্রা শুরু করেছি, সকল সিনিয়র ভাইদের সহযোগিতা ও পরামর্শ আশাবাদী। অল্টকয়েনটকে অল্প কিছুদিন আসলেও আজ থেকে নতুন যাত্রা শুরু করেছি।
-
আমি একজন উন্নয়ন কর্মী, আমার ইউজার নেম ফারহানা। আমি আমার কাছের বন্ধুর মাধ্যমে এখানে স্বপ্নযাত্রা শুরু করেছি, সকল সিনিয়র ভাইদের সহযোগিতা ও পরামর্শ আশাবাদী। অল্টকয়েনটকে অল্প কিছুদিন আসলেও আজ থেকে নতুন যাত্রা শুরু করেছি।
আপনাকে আমাদের ফোরামে স্বাগতম। আমি বিটকয়েন ফোরামে অনেক পুরনো ইউজার। এখানে আপনার মতই নতুন।বাংলা ভাষাভাষীদের জন্য এরকম উন্নত সেকশন নেই। আমি শুনেছি আগের যারা মডারেটর ছিলেন ও বর্তমানে যারা মডারেটর আছেন তারা বাংলা সেকশন এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। সুতরাং আমরা মর্যাদা ধরে রাখার চেষ্টা করব। সবার সাথে সহযোগিতার পূর্ণ ও সহানুভূতিশীল আচরণের মাধ্যমে নতুনদের শিখতে সাহায্য করবো। এ বিষয়ে ফোরাম এরপর থেকেই একে অপরের সহযোগিতা এগিয়ে আসবে। এটাই ফোরামের জন্য উন্নতির লক্ষণ।
-
@Farhana
অলটকয়েনটকের বাংলা সেকশনে স্বাগতম। নতুন অবস্থায় বেশি বেশি পিন পোস্টগুলো পড়বেন। সেখানে অনেক প্রশ্নের উত্তর পাবেন যা আপনার কাজের জন্য সহায়ক হবে।
-
আমার নাম টিউবলাইট। আমি মাত্র কয়েকদিন যাবত এই ফোরাম এসেছি। আমি বাংলাদেশ থেকে বলছি।
-
আমার নাম টিউবলাইট। আমি মাত্র কয়েকদিন যাবত এই ফোরাম এসেছি। আমি বাংলাদেশ থেকে বলছি।
অলটকয়েন্সটকে স্বাগতম। বেশি বেশি সময় দিন ফোরামে। ফোরামের রুলসগুলো পড়ুন তাহলে আপনার জানাটা সহজ হয়ে যাবে। কাজ করতে সহায়ক হবে।
-
আমি রকিব হাসান। আমি সিরাজগঞ্জ থেকে। আমি রাজশাহী শহরে বসবাস করি। রাজশাহী (RU) ইউনিভার্সিটি তে Information & Communication Engineering ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। করোনাকালীন সময়ে প্রথম বর্ষ ছিলাম।
-
আমি এই ফোরামের নতুন একজন ইউজার, আশা করি সবাই আমাকে সকল বিষয়ে সাহায্য করবেন। আমি এই ফোরামের নিয়ম কানুন ভালোভাবে জানি না। তাই সকলের কাছে সাহায্য চাই।
-
আমি রকিব হাসান। আমি সিরাজগঞ্জ থেকে। আমি রাজশাহী শহরে বসবাস করি। রাজশাহী (RU) ইউনিভার্সিটি তে Information & Communication Engineering ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। করোনাকালীন সময়ে প্রথম বর্ষ ছিলাম।
আমি এই ফোরামের নতুন একজন ইউজার, আশা করি সবাই আমাকে সকল বিষয়ে সাহায্য করবেন। আমি এই ফোরামের নিয়ম কানুন ভালোভাবে জানি না। তাই সকলের কাছে সাহায্য চাই।
আপনাদের দুজনকে বাংলা সেকশনে স্বাগতম। আশা করি আপনাদের যাত্রা শুভ হোক।
ফোরামে সময় দিন বেশি বেশি, পড়ুন পিন পোস্টগুলো। তারপর কাজ শুরু করুন।
-
আমি সিজুকা। আমি এই ফোরামে একদম নতুন। শুধু এই ফোরামে বললে ভুল হবে আমি এর আগে কোন ফোরামে কাজ করিনি। আমি বাংলাদেশ থেকে বলছি।
-
আমি সিজুকা। আমি এই ফোরামে একদম নতুন। শুধু এই ফোরামে বললে ভুল হবে আমি এর আগে কোন ফোরামে কাজ করিনি। আমি বাংলাদেশ থেকে বলছি।
আপনাকে স্বাগতম।
বাংলা ফোরামে নিয়মিত একটিভ থাকুন। বেশি বেশি টপিক পড়ুন। পিন টপিকগুলো মনোযোগ দিয়ে পড়ুন। গুগলে সার্চ করুন যে বিষয়ে জানতে মন চায়। এছাড়া বেশি বেশি সময় দিন তাহলে জানতে পারবেন।
-
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান উপদেশের জন্য। আমি আপনার মূল্যবান উপদেশ গুলো পালন করে ফোরামে কাজ করব।
-
আমি ক্লিনারবিডি
আমি ২০১৯ সালের শেষের দিকে ক্রিপটোটক ফোরামে কাজ করা শুরু করি
আমার ক্রিপটোটক ফোরাম নাম হলো ক্লিনার
আমি প্রায় ক্রিপটো বিশ্বের সকল কিছুতেই অংশগ্রহন করার চেষ্টা করি।
আমি এই ফোরামে মালাম৯০ ভাইয়ের নির্দেশমতে এখানে রাংক টেলিপোর্ট করি।
সকলকে ক্লিনার এর পক্ষ থেকে শুভেচ্ছা। সকলে ভালো তথ্য তুলে ধরেন এবং কন্টিনিউয়াসলি পোস্ট করেন।আর যারা রাংক বাড়াতে চান তাদের জন্য আমার একটা পরামর্শ হলো আপনারা দিনে ১০ টি করে পোস্ট করুন দেখবেন এক মাসের মধ্যেই ভালো রাংক অর্জন করবেন। আমি ক্রিপটোটক ফোরামে দিনে ৩০ টির মতোও পোস্ট করি।তবে আজেবাজে পোস্ট করা যাবেনা,পোস্ট হতে হবে অর্থপূর্ন,মানস্মত। রুলস অমান্য করবেন না কেউ,আমরা সকলেই জানি যে রুলস ভঙকারীকে অবশ্যই শাস্তি পেতে হয়। আর এই ফোরামেও শাস্তির ব্যবস্থা রয়েছে।
-
আমি ক্লিনারবিডি
আমি ২০১৯ সালের শেষের দিকে ক্রিপটোটক ফোরামে কাজ করা শুরু করি
আমার ক্রিপটোটক ফোরাম নাম হলো ক্লিনার
আমি প্রায় ক্রিপটো বিশ্বের সকল কিছুতেই অংশগ্রহন করার চেষ্টা করি।
আমি এই ফোরামে মালাম৯০ ভাইয়ের নির্দেশমতে এখানে রাংক টেলিপোর্ট করি।
সকলকে ক্লিনার এর পক্ষ থেকে শুভেচ্ছা। সকলে ভালো তথ্য তুলে ধরেন এবং কন্টিনিউয়াসলি পোস্ট করেন।আর যারা রাংক বাড়াতে চান তাদের জন্য আমার একটা পরামর্শ হলো আপনারা দিনে ১০ টি করে পোস্ট করুন দেখবেন এক মাসের মধ্যেই ভালো রাংক অর্জন করবেন। আমি ক্রিপটোটক ফোরামে দিনে ৩০ টির মতোও পোস্ট করি।তবে আজেবাজে পোস্ট করা যাবেনা,পোস্ট হতে হবে অর্থপূর্ন,মানস্মত। রুলস অমান্য করবেন না কেউ,আমরা সকলেই জানি যে রুলস ভঙকারীকে অবশ্যই শাস্তি পেতে হয়। আর এই ফোরামেও শাস্তির ব্যবস্থা রয়েছে।
আপনাকে স্বাগতম ভাই। আপনার পোস্ট কোয়ালিটি অনেক ভালো আছে।
বাংলা বোর্ডে একটিভ থাকবেন। নতুনদের সহায়তা করবেন। কোয়ালিটি পোস্টার যত বাড়বে তত ফোরাম এগিয়ে যাবে।
-
আমি ক্লিনারবিডি
আমি ২০১৯ সালের শেষের দিকে ক্রিপটোটক ফোরামে কাজ করা শুরু করি
আমার ক্রিপটোটক ফোরাম নাম হলো ক্লিনার
আমি প্রায় ক্রিপটো বিশ্বের সকল কিছুতেই অংশগ্রহন করার চেষ্টা করি।
আমি এই ফোরামে মালাম৯০ ভাইয়ের নির্দেশমতে এখানে রাংক টেলিপোর্ট করি।
সকলকে ক্লিনার এর পক্ষ থেকে শুভেচ্ছা। সকলে ভালো তথ্য তুলে ধরেন এবং কন্টিনিউয়াসলি পোস্ট করেন।আর যারা রাংক বাড়াতে চান তাদের জন্য আমার একটা পরামর্শ হলো আপনারা দিনে ১০ টি করে পোস্ট করুন দেখবেন এক মাসের মধ্যেই ভালো রাংক অর্জন করবেন। আমি ক্রিপটোটক ফোরামে দিনে ৩০ টির মতোও পোস্ট করি।তবে আজেবাজে পোস্ট করা যাবেনা,পোস্ট হতে হবে অর্থপূর্ন,মানস্মত। রুলস অমান্য করবেন না কেউ,আমরা সকলেই জানি যে রুলস ভঙকারীকে অবশ্যই শাস্তি পেতে হয়। আর এই ফোরামেও শাস্তির ব্যবস্থা রয়েছে।
আপনাকে স্বাগতম ভাই। আপনার পোস্ট কোয়ালিটি অনেক ভালো আছে।
বাংলা বোর্ডে একটিভ থাকবেন। নতুনদের সহায়তা করবেন। কোয়ালিটি পোস্টার যত বাড়বে তত ফোরাম এগিয়ে যাবে।
ধন্যবাদ ভাই। আমি সবসময় ফোরামে অবদান রেখে যাবো।শুধু আপনারা সাপোর্ট করে যাবেন।
-
হাই আমি ডেবিট।
আমি বাংলাদেশ থেকে বলছি। আমি Altcoinstalks তে নতুন।
আমি ক্রিপ্টোকারেন্সি সাথে ২০১৯ সাল আগে থেকে জড়িত। আমি বিটকয়েন ফোরামে অনেকদিন ছিলাম। তার পর শুনলাম Altcoinstalks এর কথা এখানে নাকি বিটকয়েনের চেয়ে সুবিধা অনেক বেশি তাই।
-
হাই আমি ডেবিট।
আমি বাংলাদেশ থেকে বলছি। আমি Altcoinstalks তে নতুন।
আমি ক্রিপ্টোকারেন্সি সাথে ২০১৯ সাল আগে থেকে জড়িত। আমি বিটকয়েন ফোরামে অনেকদিন ছিলাম। তার পর শুনলাম Altcoinstalks এর কথা এখানে নাকি বিটকয়েনের চেয়ে সুবিধা অনেক বেশি তাই।
অলটকয়েন্সটকে স্বাগতম।
যা শুনেছেন তা সত্য।
এজন্য জানতে হলে পিন পোস্টগুলো বেশি বেশি পড়ুন।
ফোরামের রুলস মেনে কাজ করুন। তাহলে এখানে র্যাংক বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি আয়ও করতে পারবেন। পক্ষান্তরে রুলস ভাঙলে শাস্তিও আছে।
-
আমার নাম সঞ্জয়
আমি 2017 সাল থেকে ক্রিপ্ত জগতে আছি।
2018 সাল থেকে বিটকয়েন্টক আর altcoinstalk এর সাথে জড়িত।
2019 থেকে বিশাল পর্যন্ত বিরত ছিলাম একটা পারসোনাল প্রবলেম এর কারনে।
কিন্তু এখন আমাকে আপনারা এখানে নিয়মিত পাবেন ধন্যবাদ
-
আমার নাম সঞ্জয়
আমি 2017 সাল থেকে ক্রিপ্ত জগতে আছি।
2018 সাল থেকে বিটকয়েন্টক আর altcoinstalk এর সাথে জড়িত।
2019 থেকে বিশাল পর্যন্ত বিরত ছিলাম একটা পারসোনাল প্রবলেম এর কারনে।
কিন্তু এখন আমাকে আপনারা এখানে নিয়মিত পাবেন ধন্যবাদ
আপনাকে স্বাগতম। আমি এই ফোরামে নতুন ইউজার। এখানকার সকল ইউজার অনেক বন্ধুত্বপূর্ণ, ইতোমধ্যেই আমি দেখেছি। কারণ কোন এক ইউজার থেকে আমি একটি কারমা পেয়েছি। এখানে আমার পরিচিত কেউ নেই।
-
আমি সেন্টুস। পেশা হসপিটালের অফিস সহকারি। তবে আমি নিজে একজন হাটের পেসেন্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।
-
আমি সেন্টুস। পেশা হসপিটালের অফিস সহকারি। তবে আমি নিজে একজন হাটের পেসেন্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।
আপনাকে স্বাগতম ভাই।
দোয়া করি সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ্য রাখুন।
দায়িত্ব পালনের পাশাপাশি ক্রিপ্টোতে কিছু সময় দিয়ে জ্ঞানার্জন করুন তাহলে কিছু আয় করতেও পারবেন।
-
আমি সেন্টুস। পেশা হসপিটালের অফিস সহকারি। তবে আমি নিজে একজন হাটের পেসেন্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ মহান রাব্বুল আলামিন আপনাকে সুস্থ্যতা দান করুন, সুস্থ্য রাখুন এই দোয়া করি, আমার বিশ্বাস ফোরামের সকলেই আপনার জন্য দোয়া করবে কারন আপনি এই ফোরামের একজন সদস্য মানে এই পরিবারের একজন। এখানে আপনার পেশার পাশাপাশি সময় দিলে ভাল হবে। আপনি ও এই পরিবারের সকলের জন্য দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ সুস্থ্য রাখেন।
-
ভাই আপনাকে স্বাগতম জানাই
ভাই আমি এই ফোরামে নতুন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তেমন ধারনা নেই আমি একবারে নতুন তাই সিনিয়র ভাইরা যারা আছেন আমাদের নতুন ইউজারদের সাহায্য করতেন তাহলে নতুন ইউজারদের ভালো হতো
-
আমি bd70 আমি বাংলাদেশ থেকে বলছি আসলে আমি এর আগে কোনদিন এরকম অফ সাইটে কাজ করিনি তাই আমার কোন ধরনের অভিজ্ঞতাই নাই আসলে আমি সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ছি পড়ার পরে বুঝতে পারলাম নতুন ইউজারদের অনেক হেল্প করে তারা তাই আশা করছি নতুন ইউজারদের কোন প্রবলেম হবে না তাই আমি চেষ্টা করব সিনিয়র ভাইদের কাছ থেকে শুনে বুঝে কাজ করার ধন্যবাদ
-
আমি bd70 আমি বাংলাদেশ থেকে বলছি আসলে আমি এর আগে কোনদিন এরকম অফ সাইটে কাজ করিনি তাই আমার কোন ধরনের অভিজ্ঞতাই নাই আসলে আমি সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ছি পড়ার পরে বুঝতে পারলাম নতুন ইউজারদের অনেক হেল্প করে তারা তাই আশা করছি নতুন ইউজারদের কোন প্রবলেম হবে না তাই আমি চেষ্টা করব সিনিয়র ভাইদের কাছ থেকে শুনে বুঝে কাজ করার ধন্যবাদ
বাংলা ফোরামের পিন পোস্ট যতগুলো আছে সবগুলো পড়ুন বেশি বেশি। এরপর অন্যান্য বাংলা টপিকগুলোও পড়ুন। বেশি বেশি সময় দিন। গুগলে, ইউটিউবে ক্রিপ্টো রিলেটেড পোস্ট, ভিডিও দেখুন। ক্রিপ্টো সম্পর্কে বেসিক ধারণা নিয়ে তারপর আস্তে আস্তে কমেন্ট করুন। নতুন অবস্থায় বেশি বেশি কমেন্ট করবেন না। সেটা স্পাম ও লো কোয়ালিটি পোস্ট হবে এবং আইডিতে ওয়ার্নিং পড়তে পারে। আর কপি পেস্ট করবেন না। আপনার পথচলা শুভ হোক।
-
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
আমি এলার্টঃ কয়েনে নতুন এসেছি। আমার অ্যালার্ট কয়েন প্রতি কোন আইডিয়া নেই। যারা বাংলা বোর্ডের মটর আছেন। আমার মনে হয় আপনারা আমাদের কিছু হলেও সাহায্য করবেন।
-
আমি এই ফোরামের একজন নতুন সদস্য। আমি কিছুদিন হল ক্রিপ্টোকারেন্সি এর সাথে যুক্ত হয়েছি। আমি কোন কিছু বুঝিনা। আশা করি সবাই আমাকে সাহায্য করবে।
-
ভাই আমি এিপ্টোকারেন্সিতে একেবারেই নতুন।
আমার পরিচয়টা দেই
আমি মো অন্তর হাসান
আমি অল্প কিছু দিন হলো এিপ্টোকারেন্সিতে জয়েন করেছি।আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য।
-
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
আমি ক্রিপ্টোকারেন্সি জগতে একদম নতুন । আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে খুব একটা ধারনা নেই। কিন্তু ক্রিপ্টোকারেন্সি প্রতি খুব আগ্রহ তাই এখানে জয়েন করা।
-
আমি এই ফোরাম এ নতুন। আমি এই ফোরাম এ এক বড় ভাই এর ধারা এসেছি
আমার নাম ফুল মুন।
আমি বাংলাদেশ থেকে বলছি
আমি এই ফোরাম এ কাজ করে অনেক আনন্দ পাচ্ছি।
-
আমার নাম পিকাচু। আমি বাংলাদেশ থেকে বলছি। আমি এই ফ্লামে নতুন এসেছি।এই ফ্লামে কাজ করে অনেক মজা পাচ্ছে।
-
হায়, আমি kmrul, আমি বাংলাদেশ থেকে বলছি, এই ফোরামে একেবারেই নতুন, ক্রিপ্টোকারেস্নি সম্পর্কে আমার কোন রকম ধারনা নেই কিন্তু ক্রিপ্টোকারেস্নি কাজ করার আমার খুব ইচ্ছে। আশা করি সবাই আমাকে সাহায্যে করবেন ধন্যবাদ।
-
আমি আকাশ আহমেদ,,, আমি এই ফোরামে একেবারে নতুন,, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার সেরকম কোন ধারনা নেই,, আমি কোন ট্রেড করিনি,, আমি আমার এক বন্ধুর কাছ থেকে এর বিষয়ে কিছু ধারণা পাই, এগুলোর বিষয়ে আমি আমার বন্ধুদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছি আশা করি আমি আগামীতে অগ্রসর হবো।
-
হায়, আমি kmrul
আমি বাংলাদেশ থেকে বলছি, আমি ক্রিপ্টোকারেন্সি তে নতুন, আমি এর আগে কোন ফোরামে কাজ করিনি, তাই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার কোন ধারণা নেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি তে আমার কাজ করার খুব ইচ্ছে তাই সিনিয়র ভাইদের কাছ থেকে সুন্দর সুন্দর গাইডলাইন
কামনা করছি। ধন্যবাদ সবাইকে
-
সম্মানীত এডমিন,মডারেটর ও অন্যান্য সকল সিনিয়র বড় ভাইদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।আমি রমেশ মন্ডল, আমি বাংলাদেশী, খুলনা জেলার অন্তর্গত দাকোপ থানার পশ্চিম বাজুয়া গ্রামের একজন সাধারণ ছেলে।এই ফোরামে আমি সম্পুর্ন নতুন।আমার অফিসের এক বন্ধুর মাধ্যমে আপনাদের ফোরামে যোগদান করেছি।আমি সকল শ্রদ্ধেয় ও সিনিয়র বড় ভাইদের কাছে ক্রিপ্টকারেন্সি বিষয়ক সহযোগিতা ও যথাযথ গাইডলাইন পেতে চাই।ধন্যবাদ সবাইকে
-
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
আমার মতে আপনি সবচেয়ে সুন্দর একটি টপিক তৈরি করেছেন। কারণ এটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমার নাম তিশা আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি
-
সম্মানীত এডমিন,মডারেটর ও অন্যান্য সকল সিনিয়র বড় ভাইদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।আমি রমেশ মন্ডল, আমি বাংলাদেশী, খুলনা জেলার অন্তর্গত দাকোপ থানার পশ্চিম বাজুয়া গ্রামের একজন সাধারণ ছেলে।এই ফোরামে আমি সম্পুর্ন নতুন।আমার অফিসের এক বন্ধুর মাধ্যমে আপনাদের ফোরামে যোগদান করেছি।আমি সকল শ্রদ্ধেয় ও সিনিয়র বড় ভাইদের কাছে ক্রিপ্টকারেন্সি বিষয়ক সহযোগিতা ও যথাযথ গাইডলাইন পেতে চাই।ধন্যবাদ সবাইকে
আপনার যদি শিখার আগ্রহ থাকে তাহলে গ্রুপের সিনিয়রদের কাছ থেকে অনেক হেল্প পাবেন আশা করি। প্রথমত ফোরাম, বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করুন। এগুলো জানতে হলে ফোরামে সময় দিন ও সিনিয়রদের পোস্ট গুলো বেশি বশি পড়ুন ও বুঝার চেষ্টা করুন।
-
আমি Diknel, আমি ঢাকা থেকে বলছি। আমি ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী। বিভিন্ন এক্সচেঞ্জে নিয়মিত ক্রিপ্টোকারেন্সি গুলো নিয়ে ব্যবসা করে থাকি।
-
শুভেচ্ছা আমি ঢাকা থেকে বলছি, আমার ইউজারনেম কলাপাতা, ঐ সৃজনশীল মানুষের প্রতি কৃতজ্ঞতা যিনি এই বাংলা অপশন টা তৈরি করেছেন। সুযোগ দিয়েছেন বাংলা লেখার জন্য। আমি নতুন তাই সকলের সহযোগিতা কামনা করছি। কোন সিনিয়র ভাই আমার কোন আচরনে কস্ট পেয়ে থাকলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারন একসাথে পথ চলতে গেলে ভুল হবে কারন আমরা মানুষ।
-
শুভেচ্ছা আমি ঢাকা থেকে বলছি, আমার ইউজারনেম কলাপাতা, ঐ সৃজনশীল মানুষের প্রতি কৃতজ্ঞতা যিনি এই বাংলা অপশন টা তৈরি করেছেন। সুযোগ দিয়েছেন বাংলা লেখার জন্য। আমি নতুন তাই সকলের সহযোগিতা কামনা করছি। কোন সিনিয়র ভাই আমার কোন আচরনে কস্ট পেয়ে থাকলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারন একসাথে পথ চলতে গেলে ভুল হবে কারন আমরা মানুষ।
ভাই কলাপাতা, অলটকয়েন্সটক বাংলা ফোরামে স্বাগতম। :)
নতুন অবস্থায় ভুল হওয়া স্বাভাবিক। তাই নতুন অবস্থায় বেশি বেশি পড়ুন। জানুন, আস্তে আস্তে কমেন্ট করতে থাকুন।
-
আমি aeso
আমি বাংলাদেশ থেকে
আমি এই ফোরামে নতুন
কিছুদিন হলো জয়েন করেছি
তাই অনেক কিছু জানিনা
অনেক ভুল কমেন্ট করে থাকি
-
আমি aeso
আমি বাংলাদেশ থেকে
আমি এই ফোরামে নতুন
কিছুদিন হলো জয়েন করেছি
তাই অনেক কিছু জানিনা
অনেক ভুল কমেন্ট করে থাকি
আপনাকে স্বাগতম।
নতুন অবস্থায় বেশি বেশি পিন পোস্ট বা রুলস গুলো পড়ুন। ক্রিপ্টো নিয়ে চর্চা করুন। ফোরামে মাল্টিপল আইডি, স্পাম, কারো লেখা কপি পেস্ট করা থেকে বিরত থাকবেন তাহলে আইডি সুরক্ষিত থাকবে। ধন্যবাদ
-
হাই আমার নাম Abdulkana
আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি বিটকয়েন আমার একটি পছন্দের করেন আর আমি বিনিয়োগ করতে পছন্দ করি আমি বেশ কিছুদিন যাবৎ বিজ্ঞানের সাথে সংযুক্ত আছে এবং ভবিষ্যতেও থাকবো
-
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
আমার নাম ইমরান
আমি টাংগাইলে থেকে বলছি
আমি পেশায় একজন ছাত্র । আমি গ্রিন ইউনিভার্সিটি তে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যায়নত ছাত্র ,আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এতটা ভালোভাবে জানিনা কিন্তু মোটামুটি বুঝি আমি প্রায় এক বছর বিটকয়েন ফোরামে বান্টির কাজ করেছি কিন্তু আমার খুব ইচ্ছা সিগ্নেচার ক্যাম্পেইনের কাজ শেখার তাই এই ফোরামে যুক্ত হয়েছে।
-
আমি একদমই নতুন Altcoin এ। আমি তেমন কিছু বুঝিনা এটার তবে আমি বিটকয়েন । বাউন্টি করে যাচ্ছি। বড় ভাইয়েরা আমায় সাহায্য করবেন।
ধন্যবাদ।
-
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
আমি বাংলা বোর্ডের নতুন একজন ইউজার আমার মনে হয় বড় যেসব সিনিয়ার আছেন তারা আমাকে অবশ্যই সাহায্য করবেন। বাংলা ফর্মে তথ্যটাও বুঝিনা তাই আমার যদি কোন ভুল হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি এই আশাই করি।
-
Hi, Introduce yourselves.
এটার আদলে আমরা বাংলাবোর্ডে নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য খুলেছি এবং তারা জয়েন করে নিজেদের পরিচয় দিতে পারেন। আগে কোনো ফোরামে কাজ করেছেন কিনা, একেবারে নতুন কিনা, কোন ট্রেড করেছেন কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে জানেন কিনা, নাকি একদম নতুন। এগুলোর ভিত্তিতে নিজেদের পরিচয় দিন। অন্যরাও নতুনদের অভ্যর্থনা জানান ও সহযোগীতা করুন বিভিন্ন প্রয়োজনীয় টপিক লিংক ও পরামর্শ দিয়ে।
যারা বাংলা বোর্ডের মডারেটর আছেন আশা করি তারা আমাদের মতন নতুন ইউজারকে অবশ্যই সাহায্য করবেন। আর আমাদের পোস্টে কোন ভুল হলে তা আমাদেরকে বলবেন ভবিষ্যতে সেগুলো যেন সংশোধন করতে পারে।
-
আমি ক্রিপ্টো কারেন্সি তে অল্প কিছুদিন হল জয়েন হয়েছি কিছু কিছু বাউন্টিতে জয়েন হয়ে কাজ করা শিখতেছি এর আগে কিছু এয়ার্ড্রপ করেছিলাম এর বাইরে অন্য কোনো অভিজ্ঞতা নেই।
-
আসসালামু আলাইকুম
আমি জুয়েল
আমার বাসা টাঙ্গাইল
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন সদস্য। আমি এর আগে অনলাইনে কোন রকম কাজ করিনি। আমি আমার বন্ধুদের কাছ থেকে বাউন্টি করে শিখতেছি
-
আসসালামু আলাইকুম
আমি জুয়েল
আমার বাসা টাঙ্গাইল
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন সদস্য। আমি এর আগে অনলাইনে কোন রকম কাজ করিনি। আমি আমার বন্ধুদের কাছ থেকে বাউন্টি করে শিখতেছি
আপনাকে স্বাগতম।
বেশি বেশি পোস্ট পড়ুন, গুগলে সার্চ করুন, বন্ধুদের থেকে জানুন। কাজ করুন। সামনে এগিয়ে যান। সেটা কামনা করি। :)
-
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারকাতু
আমি 7SB
আমি একজন বাংলাদেশি আশা করি সবাই ভাল আছেন। এবং সিনিয়রদের কাছ থেকে অনেক সাহায্য পাব আশা করছি।
-
হাই আমি বাংলাদেশ থেকে বলছি।
আমার username: jacksoon99.
আমি একজন স্টুডেন্ট আমি এই ফোরামে নতুন কিন্তু বিগত দুই বছর যাবত বিটকয়েন্টক এ কাজ করছি।
-
হাই আমি বাংলাদেশ থেকে বলছি।
আমার username: Blue king7.
-
আমি অল্পকিছুদিন ক্রিপ্টোতে পরিচিত হয়েছি,২-৩ টা বাউন্টি করেছি।এখন এটা করতে খুবই ভালো লাগে।নিয়মিত করে যেতে চাই।
-
আমি গামারশি। ভারতের আসাম থেকে। অনেকদিন ধরে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করি।
-
Hello আমি porok ঢাকা থেকে বলছি। আমি ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন এক্সচেঞ্জে বাণিজ্য করে থাকি।
-
হাই আমি মুহিব আমি এর আগে কোথাও কাজ করিনি কেউ আমাকে কাজ এর একটা ধারণা দিয়ে সাহায্য করুন
-
Hi I'm Rockstar How are you everyone ?
-
Hi I'm Rockstar How are you everyone ?
এটা যেহেতু বাংলা লোকাল বোর্ড এখানে মনে হয় বাংলা ভাষা ব্যবহার করাই বেটার হবে।
অনেকেই এখানে নিজের পরিচয় দিতেছেন যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ এখানে যে যার মত সাবধানতা অবলম্বন করি এবং কাজ করার চেষ্টা করি। নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করাই ভালো।
-
Hi I'm Rockstar How are you everyone ?
এটা যেহেতু বাংলা লোকাল বোর্ড এখানে মনে হয় বাংলা ভাষা ব্যবহার করাই বেটার হবে।
অনেকেই এখানে নিজের পরিচয় দিতেছেন যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ এখানে যে যার মত সাবধানতা অবলম্বন করি এবং কাজ করার চেষ্টা করি। নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করাই ভালো।
একদম ঠিক কথা বলেছেন যেহেতু এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে তাই সবারই বাংলায় বলা উচিত।
তাছাড়া আমাদের বাংলাদেশে এখনো ক্রিপটোকারেন্সি সম্পূর্ণ অবৈধ এখানে নিজের পরিচয় অবাধে বলার কিছু নাই। নিজেকে যতটা গোপন রাখা যায় বা নিরাপদ রাখা যায় আমাদের সেটাই করা উচিত।
তাই এখানে নিজের আসল নাম না বলে আপনার একাউন্টের নাম বলতে পারেন তবে আপনার ঠিকানা দেওয়ার প্রয়োজন নাই আপনি কোথায় বসবাস করেন বা কোথায় থাকেন।
-
হ্যালো, আমি শাহাদাত হোসেন। আমি এখানে নতুন কিন্তু আমার একাউন্টটি প্রায় দেড় বছর আগের খুলা। আমি ক্রিপ্টোতে আছি প্রায় তিন বছর হবে। সাথে আমি ওয়েবসাইট ডেভলপার। আর তার পাশাপাশি আমি পড়াশোনা করি।
-
তাছাড়া আমাদের বাংলাদেশে এখনো ক্রিপটোকারেন্সি সম্পূর্ণ অবৈধ এখানে নিজের পরিচয় অবাধে বলার কিছু নাই। নিজেকে যতটা গোপন রাখা যায় বা নিরাপদ রাখা যায় আমাদের সেটাই করা উচিত।
তাই এখানে নিজের আসল নাম না বলে আপনার একাউন্টের নাম বলতে পারেন তবে আপনার ঠিকানা দেওয়ার প্রয়োজন নাই আপনি কোথায় বসবাস করেন বা কোথায় থাকেন।
এই টপিকটা ক্রিয়েট করা হয়েছে মুলত যারা আগে কোন ফরামে ছিলো কিনা, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে কিনা ইত্যাদি বিষয়ে এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য ক্রিয়েট করা হয়েছে। কিন্তু অনেকেই দেখি তার নাম কি কোন জেলার থাকে ইত্যাদি শেয়ার করেন। আসলে টপিকটা কোন বিষয়ে তৈরি করা হয়েছে, সেটা ভালো ভাবে জেনে বুঝে এর পর পোস্ট দেওয়া উচিত।
-
আমি ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত ২০১৬ সাল থেকে। বিটকয়েনের সাথে তখন থেকে আমি পরিচিত। কিন্তু বিটকয়েন সম্পর্কে খুব ভালো রিসার্চ তখন করা হয়নি। বন্ধুর পরামর্শে কিছু ডগিকয়েন স্টক করেছিলাম ২০১৮ সালে। আমার একটা ছোট্ট ভুলে আমি প্রায় দুই লাখ ডগিকরেন হারিয়ে ফেলেছি। আমি আমার রুমমেটের সাথে এই বিষয়টা শেয়ার করেছিলাম। আমার এই রুমমেট আমার অনুপস্থিতিতে আমার ল্যাপটপ থেকে কুকিসের মাধ্যমে পাসওয়ার্ড নিয়ে আমার সবগুলা কয়েন হ্যাক করে নেয়। তাই যারা নতুন আছেন তাদের প্রতি পরামর্শ হলো কারো সম্পদের তথ্য কাউকে বলবেন না প্লিজ। :) :) :)
-
আমি স্বর্গ। সিরাজগঞ্জ গোপালপুর থেকে। আশা করি এখানে সিরাজগঞ্জের অনেকের সাথেই তাল মিলিয়ে চলতে পারব।
-
আমি ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত প্রায় তিন বছর হবে? মাঝে মাঝে এয়ার ড্রপ করি। আগে প্রচুর পরিমাণে করতাম তবে খুব কম করি এবং বাইনান্স টোকেন কেনাবেচা করতাম যেটাকে ট্রেড বলে। তবে এখন নতুন করে বাইনারি ট্রেড শিখতে যাচ্ছি।
-
আমি স্বর্গ। সিরাজগঞ্জ গোপালপুর থেকে। আশা করি এখানে সিরাজগঞ্জের অনেকের সাথেই তাল মিলিয়ে চলতে পারব।
ভাই আপনি স্বর্গ জেনে খুব ভালো লাগলো কিন্তু একটি বিষয় খুব খারাপ লাগলো আপনি আপনার জেলা উল্লেখ করেছেন ঠিক আছে কিন্তু আপনি আপনার এলাকার নাম উল্লেখ করেছেন। আপনি হয়তো জানেন বাংলাদেশ ে এই সকল ক্রিপ্টো কারেন্সি সম্পূর্ণ অবৈধ তাই এখানে সবাই ছদ্মনাম ইউজ করে। আমি প্রথমে আমার অ্যাকাউন্ট আমার রিয়েল নাম দিয়ে খুলেছিলাম কিন্তু পরে বুঝলাম আস্তে আস্তে আমার অ্যাকাউন্ট বড় হলে এবং আমি এই ফোরামে কিছু উপার্জন করলে হয়তো আমার ভবিষ্যতে প্রবলেম হতে পারে এজন্য আমি আমার রিয়েল নামটা পরিবর্তন করে নিয়েছি। আপনি কখনো আপনার জেলার নাম উল্লেখ করলে অবশ্যই আপনার এলাকার নামটা উল্লেখ করবেন না এক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে।
-
আমি স্বর্গ। সিরাজগঞ্জ গোপালপুর থেকে। আশা করি এখানে সিরাজগঞ্জের অনেকের সাথেই তাল মিলিয়ে চলতে পারব।
ভাই আপনি স্বর্গ জেনে খুব ভালো লাগলো কিন্তু একটি বিষয় খুব খারাপ লাগলো আপনি আপনার জেলা উল্লেখ করেছেন ঠিক আছে কিন্তু আপনি আপনার এলাকার নাম উল্লেখ করেছেন। আপনি হয়তো জানেন বাংলাদেশ ে এই সকল ক্রিপ্টো কারেন্সি সম্পূর্ণ অবৈধ তাই এখানে সবাই ছদ্মনাম ইউজ করে। আমি প্রথমে আমার অ্যাকাউন্ট আমার রিয়েল নাম দিয়ে খুলেছিলাম কিন্তু পরে বুঝলাম আস্তে আস্তে আমার অ্যাকাউন্ট বড় হলে এবং আমি এই ফোরামে কিছু উপার্জন করলে হয়তো আমার ভবিষ্যতে প্রবলেম হতে পারে এজন্য আমি আমার রিয়েল নামটা পরিবর্তন করে নিয়েছি। আপনি কখনো আপনার জেলার নাম উল্লেখ করলে অবশ্যই আপনার এলাকার নামটা উল্লেখ করবেন না এক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে।
কি সব ভুলভাল পোস্ট করতেছেন কোন পোষ্টের সঙ্গে কোন কিছুর মিল নেই এবং বাক্য সেন্টেন্স মিল নেই বানান ভুল এরকম পোস্ট করলে কিন্তু আপনার ভবিষ্যত অনেক খারাপ হতে পারে তাই আপনার পোষ্টের মান ভালো করুন এবং মানসম্মত পোস্ট করুন ধন্যবাদ
-
যেহেতু এখানে নিজের পরিচয় তুলে ধরার জায়গা সেহেতু আমি আমার নিজের পরিচয় তুলে ধরতেছি। আমি ওন্ডার ওয়ার্ক। আমি বাংলাদেশ থেকে বলতেছি আমি এইখানে এসেছি কিছুদিন যাব। এটা আমার দ্বিতীয় পরিচয় এর জায়গা। আমি পূর্বে বিটকয়েনটকে ছিলাম। যাই হোক এখানে এসে ভালো লাগলো নিজের পরিচয় দেওয়ার মত একটা জায়গা আছে দেখে। তবে আমি এখানে এসে যেটা দেখলাম সবাই তাদের নিজের পরিচয় তুলে ধরতেও বিভিন্ন ধরনের কথা বলছেন।
কিন্তু আমার কাছে মনে হয় আপনি কোথা থেকে বলছেন সে দেশের নাম বললেই যথেষ্ট। আপনি সেই দেশের কোন জেলা বা কোন গ্রাম থেকে বলছেন এটা না বলাটাই ভালো মনে হয় আমার কাছে। কারণ হিসেবে যদি জানতে চান তাহলে আমি বলব কৃপ্টোকারেন্সির বিষয়টা আমাদের বাংলাদেশে অবৈধ। সেজন্য আমাদের এগুলো হাইড করে চলা ভালো। নিজের পরিচয় আছে ঠিক আছে তবে সবকিছু একবার এ টু জেড তা বলাটা ভালো মনে হয় আমার কাছে।
যেহেতু আমাদের দেশে এটা অবৈধ সে তো আমাদের নিরাপত্তার জন্য এগুলো হাইড করে চলা ভালো। যাই হোক কেউ কিছু মনে করবেন না আমার কাছে এগুলো মনে হল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে আমিও আজকে থেকে পথ চলা শুরু করলাম এখানে।
-
হ্যালো আমি ডেবিট জ্যাক
আমি ২০১৮ সালে ছোট ছোট এয়ার ড্রপ করতাম। ওইখানে ভালোভাবে সাকসেস না হওয়ায় ২০২১ সাল থেকে আমি এই ক্রিপ্টো কারেন্সি তে এসেছি। ২০২১ সাল থেকে আমি বিটকয়েনট্যলক এর সাথে ছিলাম। এবং ২০২৪ এর লাস্টের দিকে এলাটকয়েনট্যলক এ এসেছি । সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এখান থেকে ভালো একটা কিছু করতে পারি।
-
আমার নাম Royal Cap. আমি ২০১৮-১৯ সালের দিকে বিভিন্ন প্রকার অ্যাপ থেকে বিটকয়েন লাইট কয়েন ইথারিয়াম এগুলো ইনকাম করেছিলাম তারপর অনেক বছর অফ ছিল কয়েক বছর আগে বিটকয়েন টকে bounty ক্যাম্পেইন করেছি. বর্তমানে আর কি এই Altcoin Talk এ জয়েন করলাম.
আশা করি এই ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারবো. আর আমার লেখা থেকে তো বুঝতেই পারছেন আমি কোন দেশ থেকে বলছি এই তো আমি মনে করি এর বেশি পরিচয় দেওয়ার আর প্রয়োজন নেই এই ফোরামে.
-
আসসালামু আলাইকুম।
আমার নাম Jonmacro (আমার আসল কিনবা ছদ্দ নাম যেতাই বলি না কেনো তাহলে আমার এলাকার সবাই চিনে ফেলবে, তাই নাম উল্লেখ করলাম না) ;D । আমি বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো এক প্রান্ত থেকে বলছি। Altcoin এ নতুন অ্যাকাউন্ট খুলেছি কিন্তু বিটকোয়েনটোকে আছি ২০২১ সাল থেকে। ২০১৮ সালে আমার বন্ধু ক্রিপ্টো জগতের কথা আমাকে জানিয়েছিলো কিন্তু তখন আমি অনলাইন ভিত্তিক গেইম গুলোর ভিশন ভাবে আকৃষ্ট ছিলাম। তাই তাকে মানা করেছিলাম ,না রে বন্ধু এই ভেজাল আমার ভালো লাগে না। তাই আর তখন আশা হয় নাই। পরে ২০২১ সালে আমি ঠিক করি এই জগৎ টা ঘুরে দেখি কি আছে। তারপর আমি আস্তে আস্তে এই ক্রিপ্টো বিষয়ে ধারনা নিয়ে এই জগৎ-এ প্রবেশ করি। ১২ থেকে ১৪ মাস কাজ করে ভালো স্তরের রজগার করে নেই। তারপর আবার হুট করে হারিয়ে যাই। তারপর আর এই কাজের সাথে জরিয়ে উঠি নাই।
আলহামদুলিল্লাহ , আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আর হ্যাঁ , ইনশাল্লাহ সবাই রোজা রাখবেন এবং সবাই সবার জন্য দু'আ করবেন।
মহান আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন । (আমিন)।
-
আমি এই ফরমে নতুন একজন মেম্বার । আমার নাম Danieler. আমি নতুন ক্রিপ্টকারিন্সে তে যুক্ত হয়েছি। আমি ক্রিপ্টকারিন্সেতে কাজ করতে খুবই পছন্দ করি। আমি আরো বেশি বেশি কাজ করতে চাই এবং আরো বুঝতে চাই।