Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: iRan Chy on February 14, 2021, 12:50:47 PM

Title: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: iRan Chy on February 14, 2021, 12:50:47 PM
মেটামাস্কের এখন নিজস্ব এপ্স আছে। কিন্তু এই এপ্সটা অনেক চার্জ খরচ করে এবং অনেক ভারি তাই কম র‍্যামের ফোন গুলোতে স্লো হয়ে যায়। মেটামাস্ক এপ্স আসার আগে আমরা FireFox ব্রাউজারে ব্যবহার করতাম। কিন্তু নতুন FireFox ব্রাউজার আপডেট আসার পর থেকে FireFox ব্রাউজারে আর মেটামাস্ক ব্যবহার করা যাচ্ছেনা। তাই আপনারা Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে চাইলে 68.1 (https://imgur.com/e8RFVeV) ভার্সনের ব্রাউজার ব্যবহার করবেন। না হয় Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে পারবেন না।

মেটামাস্ক নিয়ে বড় ভাইয়ের পোস্ট সমূহ:
1. Metamsk একাউন্ট যেভাবে খুলবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=110342

2. Metamask এর সাথে MyEtherWallet যেভাবে কানেক্ট করবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=115201.0

বি.দ্র: ফোরাম রুল্স ভঙ্গ হতে পারে তাই আমি সরাসরি ডাউনলোড লিংক দিইনি। আপনারা কষ্ট করে গুগলে (Firefox 68.1 version) লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন। আর বড় ভাইরা যদি লিংক দিতে বলেন। আমি ইডিট করে দিয়ে দেবো।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: Malam90 on February 14, 2021, 03:59:20 PM
Firefox এ আগে মেটামাস্ক ব্যবহার করতাম। ইদানিং আমি শুধু গুগল কোরমে ব্যবহার করি।  টিপসগুলো সবাই অনুসরণ করলে সমাধান পাবেন কারণ মেটামাস্ক এখন অনেকটা জরুরী ওয়ালেট। ব্যবহার জানতে হবে, না জানলে অনেক পেমেন্ট মিস করবেন। অনেকেই এখনো মেটামাস্ক এর ব্যবহার জানেন না।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: Tepona on February 14, 2021, 11:30:15 PM
Firefox এ আগে মেটামাস্ক ব্যবহার করতাম। ইদানিং আমি শুধু গুগল কোরমে ব্যবহার করি।  টিপসগুলো সবাই অনুসরণ করলে সমাধান পাবেন কারণ মেটামাস্ক এখন অনেকটা জরুরী ওয়ালেট। ব্যবহার জানতে হবে, না জানলে অনেক পেমেন্ট মিস করবেন। অনেকেই এখনো মেটামাস্ক এর ব্যবহার জানেন না।
আমিও আগে firefox ব্যবহার করতাম। বর্তমানে chrome ব্যবহার করি। আমিও metamusk এর ব্যবহার জানতাম না। তবে বর্তমানে একজন বড় ভাইয়ের কাছ থেকে শিখে নিয়েছি।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: iRan Chy on February 15, 2021, 05:14:34 AM
Firefox এ আগে মেটামাস্ক ব্যবহার করতাম। ইদানিং আমি শুধু গুগল কোরমে ব্যবহার করি।  টিপসগুলো সবাই অনুসরণ করলে সমাধান পাবেন কারণ মেটামাস্ক এখন অনেকটা জরুরী ওয়ালেট। ব্যবহার জানতে হবে, না জানলে অনেক পেমেন্ট মিস করবেন। অনেকেই এখনো মেটামাস্ক এর ব্যবহার জানেন না।
ভাই বেশিরভাগ এয়ারড্রপ এবং বাউন্টি হান্টারদের কম্পিউটার নেই। অনেকে firefox ব্রাউজারে metamask ব্যবহার করতে না পেরে অন্য ব্রাউজার দিয়ে ব্যবহার করার চেষ্টা করে। যা আমাদের জন্য বিপদজনক তাই মনে করেছি আপডেটটি দেওয়া উচিৎ। তাই দিয়ে দিলাম। আর যারা ব্যবহার করতে জানেন না, তারা আপনার পোস্ট দুটি পড়লে সহজেই বুঝে যাবে।  ;)
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: babu10 on February 15, 2021, 05:18:21 AM
Firefox এ আগে মেটামাস্ক ব্যবহার করতাম। ইদানিং আমি শুধু গুগল কোরমে ব্যবহার করি।  টিপসগুলো সবাই অনুসরণ করলে সমাধান পাবেন কারণ মেটামাস্ক এখন অনেকটা জরুরী ওয়ালেট। ব্যবহার জানতে হবে, না জানলে অনেক পেমেন্ট মিস করবেন। অনেকেই এখনো মেটামাস্ক এর ব্যবহার জানেন না।
ভাই বেশিরভাগ এয়ারড্রপ এবং বাউন্টি হান্টারদের কম্পিউটার নেই। অনেকে firefox ব্রাউজারে metamask ব্যবহার করতে না পেরে অন্য ব্রাউজার দিয়ে ব্যবহার করার চেষ্টা করে। যা আমাদের জন্য বিপদজনক তাই মনে করেছি আপডেটটি দেওয়া উচিৎ। তাই দিয়ে দিলাম। আর যারা ব্যবহার করতে জানেন না, তারা আপনার পোস্ট দুটি পড়লে সহজেই বুঝে যাবে।  ;)

জ্বি আপনি ভালো একটা পোষ্ট করেছেন এটা নতুন যারা আছেন তারা অনেকসময় বুঝতে অসুবিধা হয় আর মেটামাস্ক এর ব্যবহার অনেক বেড়েগেছে তাছাড়া মাইইথারওয়ালেট এখন সিকিউরিটির জন্য মেটামাস্ক কানেক্ট করতে বলে যদিও আগের সুবিধাটাও রাখছে। তাছাড়া অনেক টোকেন ইউথড্র করতে গেলেও এখনে মেটামাস্ক ব্যবহার চায় তাই সবার এই বিষয়গুলো জেনে থাকলে ভালো হবে।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: ExtraPoint on February 15, 2021, 11:07:56 AM
মেটামাস্কের এখন নিজস্ব এপ্স আছে। কিন্তু এই এপ্সটা অনেক চার্জ খরচ করে এবং অনেক ভারি তাই কম র‍্যামের ফোন গুলোতে স্লো হয়ে যায়। মেটামাস্ক এপ্স আসার আগে আমরা FireFox ব্রাউজারে ব্যবহার করতাম। কিন্তু নতুন FireFox ব্রাউজার আপডেট আসার পর থেকে FireFox ব্রাউজারে আর মেটামাস্ক ব্যবহার করা যাচ্ছেনা। তাই আপনারা Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে চাইলে 68.1 (https://imgur.com/e8RFVeV) ভার্সনের ব্রাউজার ব্যবহার করবেন। না হয় Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে পারবেন না।

মেটামাস্ক নিয়ে বড় ভাইয়ের পোস্ট সমূহ:
1. Metamsk একাউন্ট যেভাবে খুলবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=110342

2. Metamask এর সাথে MyEtherWallet যেভাবে কানেক্ট করবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=115201.0

বি.দ্র: ফোরাম রুল্স ভঙ্গ হতে পারে তাই আমি সরাসরি ডাউনলোড লিংক দিইনি। আপনারা কষ্ট করে গুগলে (Firefox 68.1 version) লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন। আর বড় ভাইরা যদি লিংক দিতে বলেন। আমি ইডিট করে দিয়ে দেবো।
ধন্যবাদ ভাইয়া মেটামাস্ক নিয়ে বলার জন্য।আসলে যারা নতুন ইউজার আছে তারা কিন্তু মেটামাস্ক এর ব্যবহার সম্পর্কে জানে না এমনকি মেটামাস্ক এ কিভাবে ইথার ওয়ালেট এর সাথে যুক্ত করতে হয় সেটাও জানেনা। আপনার দেওয়ার পোস্ট পড়ে হয়তো তারা শিখতে পারবে।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: Malam90 on February 19, 2021, 02:13:57 AM
Firefox এ আগে মেটামাস্ক ব্যবহার করতাম। ইদানিং আমি শুধু গুগল কোরমে ব্যবহার করি।  টিপসগুলো সবাই অনুসরণ করলে সমাধান পাবেন কারণ মেটামাস্ক এখন অনেকটা জরুরী ওয়ালেট। ব্যবহার জানতে হবে, না জানলে অনেক পেমেন্ট মিস করবেন। অনেকেই এখনো মেটামাস্ক এর ব্যবহার জানেন না।
ভাই বেশিরভাগ এয়ারড্রপ এবং বাউন্টি হান্টারদের কম্পিউটার নেই। অনেকে firefox ব্রাউজারে metamask ব্যবহার করতে না পেরে অন্য ব্রাউজার দিয়ে ব্যবহার করার চেষ্টা করে। যা আমাদের জন্য বিপদজনক তাই মনে করেছি আপডেটটি দেওয়া উচিৎ। তাই দিয়ে দিলাম। আর যারা ব্যবহার করতে জানেন না, তারা আপনার পোস্ট দুটি পড়লে সহজেই বুঝে যাবে।  ;)

জ্বি আপনি ভালো একটা পোষ্ট করেছেন এটা নতুন যারা আছেন তারা অনেকসময় বুঝতে অসুবিধা হয় আর মেটামাস্ক এর ব্যবহার অনেক বেড়েগেছে তাছাড়া মাইইথারওয়ালেট এখন সিকিউরিটির জন্য মেটামাস্ক কানেক্ট করতে বলে যদিও আগের সুবিধাটাও রাখছে। তাছাড়া অনেক টোকেন ইউথড্র করতে গেলেও এখনে মেটামাস্ক ব্যবহার চায় তাই সবার এই বিষয়গুলো জেনে থাকলে ভালো হবে।

আমি মেটামাস্কের সাথে কানেক্ট করেই ব্যবহার করি। এটা খুবই সহজ পদ্ধতি। আর মেটামাস্ক ব্যবহার করলে টোকেন এড করাও খুব সহজ, শুধু কন্টার্ক এড্রেস দিলেই হয়ে যায় কিন্তু শুধু মাইইথারওয়ালেটে সিম্বল, কন্টাক, ডেসিমাল সব দেওয়া লাগে। এজন্য যারা মিউ ব্যবহার করতেছেন মেটামাস্ক কানেক্ট করেই ব্যবহার করবেন, তাহলে বেশি নিরাপদ ও সহজতর হবে।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: ttcsalam on February 21, 2021, 05:35:37 AM
মেটামাস্কের এখন নিজস্ব এপ্স আছে। কিন্তু এই এপ্সটা অনেক চার্জ খরচ করে এবং অনেক ভারি তাই কম র‍্যামের ফোন গুলোতে স্লো হয়ে যায়। মেটামাস্ক এপ্স আসার আগে আমরা FireFox ব্রাউজারে ব্যবহার করতাম। কিন্তু নতুন FireFox ব্রাউজার আপডেট আসার পর থেকে FireFox ব্রাউজারে আর মেটামাস্ক ব্যবহার করা যাচ্ছেনা। তাই আপনারা Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে চাইলে 68.1 (https://imgur.com/e8RFVeV) ভার্সনের ব্রাউজার ব্যবহার করবেন। না হয় Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে পারবেন না।

মেটামাস্ক নিয়ে বড় ভাইয়ের পোস্ট সমূহ:
1. Metamsk একাউন্ট যেভাবে খুলবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=110342

2. Metamask এর সাথে MyEtherWallet যেভাবে কানেক্ট করবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=115201.0

বি.দ্র: ফোরাম রুল্স ভঙ্গ হতে পারে তাই আমি সরাসরি ডাউনলোড লিংক দিইনি। আপনারা কষ্ট করে গুগলে (Firefox 68.1 version) লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন। আর বড় ভাইরা যদি লিংক দিতে বলেন। আমি ইডিট করে দিয়ে দেবো।
আমি অবশ্যই ব্যার্থ হয়ে পরে গুগুল ক্রোম এ করে নিয়েছিলাম। এই জন্যই হয়তো পারি নাই । তবে ফায়ারক্স আমার মনে হয় যে কোন কাজে একটু স্লো কাজ করে অন্য ব্রাউজার এর তুলনায়।আমি অবশ্যই গুগুল ক্রোম ই ব্যাবহার করি যে কোন কাজ করার জন্য।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: Dark Knight on February 21, 2021, 10:50:54 AM
মেটামাস্কের এখন নিজস্ব এপ্স আছে। কিন্তু এই এপ্সটা অনেক চার্জ খরচ করে এবং অনেক ভারি তাই কম র‍্যামের ফোন গুলোতে স্লো হয়ে যায়। মেটামাস্ক এপ্স আসার আগে আমরা FireFox ব্রাউজারে ব্যবহার করতাম। কিন্তু নতুন FireFox ব্রাউজার আপডেট আসার পর থেকে FireFox ব্রাউজারে আর মেটামাস্ক ব্যবহার করা যাচ্ছেনা। তাই আপনারা Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে চাইলে 68.1 (https://imgur.com/e8RFVeV) ভার্সনের ব্রাউজার ব্যবহার করবেন। না হয় Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে পারবেন না।

মেটামাস্ক নিয়ে বড় ভাইয়ের পোস্ট সমূহ:
1. Metamsk একাউন্ট যেভাবে খুলবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=110342

2. Metamask এর সাথে MyEtherWallet যেভাবে কানেক্ট করবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=115201.0

বি.দ্র: ফোরাম রুল্স ভঙ্গ হতে পারে তাই আমি সরাসরি ডাউনলোড লিংক দিইনি। আপনারা কষ্ট করে গুগলে (Firefox 68.1 version) লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন। আর বড় ভাইরা যদি লিংক দিতে বলেন। আমি ইডিট করে দিয়ে দেবো।
মেটামাস্ক নিয়ে বিস্তারিত ভাবে বলার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ফোরামে আমার মত অনেক নতুন ইউজার আছে। তাদের কাছে এ পোস্ট গুলো খুব সাহায্যকারী পোস্ট। কেননা আপনাদের কাছ থেকেই নতুন শিখতে পারবে এরকম পোস্ট পড়ে।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: Tubelight on March 16, 2021, 05:18:00 AM
অন্যান্য ব্রাউজার এর তুলনায় আমি মনে করি গুগোল ব্রাউজার বেশি উপযোগী মেটামাস্ক ওয়ালেট ব্যবহারের জন্য।কারণ অন্যান্য ব্রাউজার এ মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করলে অনেক সমস্যার সৃষ্টি হয় যা গুগোল ব্রাউজার ইউজ করলে এই সমস্যাটা ফেস করতে হয় না।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: iRan Chy on March 16, 2021, 05:43:10 AM
অন্যান্য ব্রাউজার এর তুলনায় আমি মনে করি গুগোল ব্রাউজার বেশি উপযোগী মেটামাস্ক ওয়ালেট ব্যবহারের জন্য।কারণ অন্যান্য ব্রাউজার এ মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করলে অনেক সমস্যার সৃষ্টি হয় যা গুগোল ব্রাউজার ইউজ করলে এই সমস্যাটা ফেস করতে হয় না।
গুগোল ব্রাউজার বলতে কোন ব্রাউজার নেই। গুগল কোম্পানি এর ক্রোম ব্রাউজার আছে শুধু। আর আমি এই পোস্টটা শুধুমাত্র মোবাইল ইউজারদের জন্য করেছি। মোবাইলে ক্রোম এর মেটামাস্ক ইউজ করা যায়না। কম্পিউটারের কথা টেনে আনবেননা শুধুশুধু। আরেকটি কথা,
আপনার লেখার ভঙ্গিমা ভালোনা। আপনি যেভাবে পোস্টের রিপ্লাই গুলো দেন, এতে লেখকের বা বোর্ডের মডারেটরদের গায়ে লাগে আপনার কথা গুলো। ভবিষ্যতে রিপ্লাই দেওয়ার সময় সুন্দর সাবলিল ভাষায় দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: Irfan12@ on March 16, 2021, 05:21:13 PM
বর্তমানে আমি মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করি না। আমি মনে করি বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় এবং সহজ ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। তবে আমি মনে করি যারা মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করেন এবং একই সমস্যায় রয়েছেন তারা এই উপায় গুলো অবলম্বন করলে উপকৃত হবেন। ধন্যবাদ ভাই আপনার তথ্যবহুল পোস্ট করার জন্য।
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: Sonjoy on March 17, 2021, 01:53:30 AM
Firefox এ আগে মেটামাস্ক ব্যবহার করতাম। ইদানিং আমি শুধু গুগল কোরমে ব্যবহার করি।  টিপসগুলো সবাই অনুসরণ করলে সমাধান পাবেন কারণ মেটামাস্ক এখন অনেকটা জরুরী ওয়ালেট। ব্যবহার জানতে হবে, না জানলে অনেক পেমেন্ট মিস করবেন। অনেকেই এখনো মেটামাস্ক এর ব্যবহার জানেন না।
হ্যাঁ এটা সত্য কথা কান মেটামাস্ক অনেক গুরুত্বপূর্ণ অনেক নিয়ে কিন্তু এসেছে আমাদের মাঝে দামেস্কের ওয়ালেট আমাদের কাজের ক্ষেত্রে অনেক প্রয়োজন হয় সে ক্ষেত্রে সবাই আমি দামেস্ক কিন্তু সংরক্ষণ করে রাখবেন দয়া করে আমিও কিছুদিন আগে এটি সংরক্ষণ করে রেখেছি ধন্যবাদ
Title: Re: Firefox ব্রাউজারে Metamask ব্যবহার করতে না পারার কারণ ও সমাধান।
Post by: Jokar on April 16, 2021, 11:02:30 AM
মেটামাস্কের এখন নিজস্ব এপ্স আছে। কিন্তু এই এপ্সটা অনেক চার্জ খরচ করে এবং অনেক ভারি তাই কম র‍্যামের ফোন গুলোতে স্লো হয়ে যায়। মেটামাস্ক এপ্স আসার আগে আমরা FireFox ব্রাউজারে ব্যবহার করতাম। কিন্তু নতুন FireFox ব্রাউজার আপডেট আসার পর থেকে FireFox ব্রাউজারে আর মেটামাস্ক ব্যবহার করা যাচ্ছেনা। তাই আপনারা Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে চাইলে 68.1 (https://imgur.com/e8RFVeV) ভার্সনের ব্রাউজার ব্যবহার করবেন। না হয় Firefox ব্রাউজারে মেটামাস্ক ব্যবহার করতে পারবেন না।

মেটামাস্ক নিয়ে বড় ভাইয়ের পোস্ট সমূহ:
1. Metamsk একাউন্ট যেভাবে খুলবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=110342

2. Metamask এর সাথে MyEtherWallet যেভাবে কানেক্ট করবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=115201.0

বি.দ্র: ফোরাম রুল্স ভঙ্গ হতে পারে তাই আমি সরাসরি ডাউনলোড লিংক দিইনি। আপনারা কষ্ট করে গুগলে (Firefox 68.1 version) লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন। আর বড় ভাইরা যদি লিংক দিতে বলেন। আমি ইডিট করে দিয়ে দেবো।
আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার পোষ্টটি পড়ে অনেক উপকৃত হয়েছি। এর আগে আমি Metamask এবং MyEtherWallet সম্পর্কে জেনেছিলাম সেখান থেকে আমি অনেক উপকৃত হয়েছি। কিন্তু এখানে আপনি আপনার পোস্টটিতে Metamask এবং Firefox ব্রাউজার ব্যবহার করতে না পারার কারণ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য টি প্রকাশ করার জন্য। আপনার পোস্টটি পড়ে অনেক উপকৃত হয়েছি। এজন্য অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।