Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on February 14, 2021, 04:09:37 PM

Title: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Malam90 on February 14, 2021, 04:09:37 PM
আমাদের অনেক বাংলা বোর্ডে অনেক নতুন ও পুরাতন ভাই সক্রিয় থেকে অবদান রেখে যাচ্ছেন। প্রতিদিন নতুন নতুন সদস্য যোগ হচ্ছেন। বাড়ছে আমাদের কমিউনিটির পরিসর। এই ফোরামের জনপ্রিয়তার পেছনে বাংলা ভাষীদের অবদান অনেক। তাদের পরিশ্রম, মেধা, ক্রিপ্টোর প্রতি ভালোবাসা, ফোরামের জন্য প্রচারাভিযান অনেক অবদান রেখেছে।
আমার প্রশ্ন-আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Tepona on February 14, 2021, 11:23:35 PM
আমি মূলত বিটকয়েন ফোরামে কাজ করতে শুরু করেছিলাম। বাউন্টি ডিটেকটিভের স্পেডশিটে লিংক দেখে এখানে জয়েন করি। তারপর থেকে এখানে একাউন্ট তৈরী করি আরও পোস্ট করে যাচ্ছি
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: babu10 on February 15, 2021, 05:23:56 AM
আমাদের অনেক বাংলা বোর্ডে অনেক নতুন ও পুরাতন ভাই সক্রিয় থেকে অবদান রেখে যাচ্ছেন। প্রতিদিন নতুন নতুন সদস্য যোগ হচ্ছেন। বাড়ছে আমাদের কমিউনিটির পরিসর। এই ফোরামের জনপ্রিয়তার পেছনে বাংলা ভাষীদের অবদান অনেক। তাদের পরিশ্রম, মেধা, ক্রিপ্টোর প্রতি ভালোবাসা, ফোরামের জন্য প্রচারাভিযান অনেক অবদান রেখেছে।
আমার প্রশ্ন-আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?

আমরা যারা বিটকয়েনটক এর সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত আছি তারা মোটামুটি এই বিটকয়েনটক ফোরাম রিলেটেড আরো যেসব ফোরাম রয়েছে তাদের সাথে পরিচিত আছে । আসলে এটা একটা সেক্টরে কাজ করতে গেলে সেই সেক্টরের পাশাপাশি অন্য যেসব বিভাগ থাকে তাদের সাথে অটোমেটিক পরিচয় হয়ে যায় সেরকমই আমি জানতে পেরেছিলাম তাছাড়া বিটকয়েনটক এ যথন নিয়মকানুন অনেক কঠোর করল তখন সবাই অন্য একটা ক্ষেত্র খুঁজতেছিল আর তা করতে গিয়েই এটার সন্ধান পাওয়া।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 10:00:01 AM
আমি আমার রিলেটিভ এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে এই ফোরামের সন্ধান পেয়েছি এবং তারপর থেকেই কাজ শুরু করে দিয়েছি। নিয়মিত ফোরামে একটিভ থাকছে এবং ফোরাম থেকে কিছু শেখার চেষ্টা করছি। আসলে এই ফোরাম থেকেই অনেক কিছু শেখার রয়েছে। ধৈর্য ধরে ফোরামে সময় দিলে যে কেউ এখান থেকে অনেক অভিজ্ঞ হয়ে উঠতে পারবে।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: LeziT on February 25, 2021, 11:33:14 AM
আমি সর্ব প্রথম বিটকয়েন টক একাউন্ট করেছিলাম। সেখানে কিছুদিন কাজ করেছি। তারপর আস্তে আস্তে জানতে পারলাম এ লোট কয়েন সম্পর্কে। পরে আমি এ লোট কয়েনে জয়েন করি।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Tubelight on March 08, 2021, 11:16:29 AM
এই ফোরামে আসার আগে আমি বিটকয়েন্টক ফোরামে কাজ করতাম। সেখান থেকেই এক বড় ভাইয়ের মাধ্যমে আমি এই ফোরামে এসেছি। আমার এই ফোরামের অনেক ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতে এই ফোরাম সম্পর্কে আমি অনেক ধারণা লাভ করতে পারব।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Rothi roy on March 08, 2021, 01:46:48 PM
আমি আমার এক বন্ধুর মাধ্যমে এই altcoin সম্পর্কে জানতে পেরেছি। জানতে পেরেই আমি এই altcoin এ একটি account তৈরি করি তারপর থেকেই এই ফোরামে নিয়মিত একটিভ আছি। প্রথম যখন জানতে পারি এখানে কাজ করে টাকা ইনকাম করা যায় তখন একদম বিশ্বাস হতো না আর যখন প্রতিটি বিটকয়েনের দাম জানতে পারি তখন মনে হতো আমার বন্ধু মিথ্যা কথা বলছে। কিন্তু আমি এখানে নিয়মিত একটিভ থেকে অনেক কিছু জানতে পারছি।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: iRan Chy on March 08, 2021, 02:35:16 PM
আমি সাধারণত Bitcointalk এর বাউন্টিতে জয়েন করাতাম। Altcointalk এর নাম শুনেছি প্রায় এক বছর আগে। কিন্তু এখানে কখনো ভিজিট করা হয়নি। কিছুদিন আগে HTC cash নামের একটি বাউন্টিতে Altcointalk এর নাম আবার দেখতে পাই। তখন ইচ্ছা জাগল নতুন ফোরাম দিয়ে জয়েন হওয়ার। এভাবেই আমার Altcointalk এ আসা। নাহয় আগের মতো বিটকয়েনটকেই থাকতাম। আর Altcointalk অনেকটা ফ্রেন্ডলি Bitcointalk এর চেয়ে। এজন্য বিটকয়েনটকের চেয়ে Altcointalk কেই বেশি ভালো লাগে এখন। তাই সবসময় এখানে একটিভ থাকার চেষ্টা করি সবসময়।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: AGM on March 08, 2021, 08:04:54 PM
আমি বিটকয়েন টকে একাউন্ট করে অনেক দিন কাজ করছিলাম যখন জুনিয়র মেম্বার থেকে ডিমোশন দিয়ে দিল তখন থেকেই নতুন কোন সাইট খুজছিলাম তার পর বেশ কিছুদিন পর হঠা সার্স করতে গিয়ে পেয়ে গেলাম।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Sayema on March 09, 2021, 02:08:18 AM
আমি আগে কোন ফোরামে কাজ করিনি। আমি আমার এক রিলেটিভ এর কাছ থেকে altcoin সম্পর্কে জানতে পেরেছি। প্রথমে যখন আমার রিলেটিভ কাজ করতো এবং এখান থেকে টাকা ইনকাম করার কথা বলতো তখন আমার ঠিক বিশ্বাস হয়নি। এবং ক্রিপ্টোকারেন্সি সব কয়েন বা টোকেনের মূল্য বলতো। তখন যেন আমি আকাশ থেকে পড়তাম এটাও কি সম্ভব। এখন আমি নিজে এই ফোরামে যুক্ত হয়েছি এবং সবকিছু জানতে পারছি।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Dark Knight on March 09, 2021, 07:13:59 AM
আমি আমার এক বন্ধুর কাছ থেকে অল্টকয়েন্সটকের সন্ধান পেয়েছি।আমি এর আগে অনলাইনে কাজ করার চেষ্টা করেছি কিন্তু ভালোভাবে করতে পারিনি। আমার বন্ধুর কাছ থেকে একাউন্ট খোলার পর আমি এই ফোরামে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছি এমনকি ফোরামের রুলস মেনে কাজ করছি। ভবিষ্যতেও ভালোভাবে কাজ করে যেতে চাই। আশাকরি সিনিয়র ভাইদের কাছ থেকে অনেক সহায়তা পাবো। এমনকি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করব।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: raisajahan on March 09, 2021, 07:26:58 AM
আমার প্রিয় বন্ধু malom90 এর কাছ থেকে সন্ধান পেয়েছিলাম তিনি আমাদের সকলের জন্য চেষ্টা করে যাচ্ছেন যাতে আমরা সবাই ফোরামে কাজ কাজ করে ভাল কিছু করতে পারি। তিনি আমাদের সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন আর আমরা তার ইন্সটাকশন ফলো করে যাচ্ছি। আমরা সকলেই তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Milon626 on March 09, 2021, 04:29:50 PM
আমার অনেক আগে থেকেই অনলাইন থেকে টাকা ইনকাম করার অনেক ইচ্ছা ছিলো।  সেই প্রবল ইচ্ছা থেকেই মুলত এখানে আমার জয়েন হওয়া। আমার আশেপাশের দু'এক জনের কাছে থেকে এই ফোরাম সম্পর্কে শুনছিলাম। মুলত তাদের দেখে অনপ্রানিত হয়েই আমি ফোরামে এসেছি।               
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Mj joy on March 12, 2021, 06:39:00 PM
আমাদের অনেক বাংলা বোর্ডে অনেক নতুন ও পুরাতন ভাই সক্রিয় থেকে অবদান রেখে যাচ্ছেন। প্রতিদিন নতুন নতুন সদস্য যোগ হচ্ছেন। বাড়ছে আমাদের কমিউনিটির পরিসর। এই ফোরামের জনপ্রিয়তার পেছনে বাংলা ভাষীদের অবদান অনেক। তাদের পরিশ্রম, মেধা, ক্রিপ্টোর প্রতি ভালোবাসা, ফোরামের জন্য প্রচারাভিযান অনেক অবদান রেখেছে।
আমার প্রশ্ন-আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
  ভাই আমি আমার এক আংকেলের দ্বারা ক্রিপটর সন্ধান পেয়েছি ।  আমি যদিও এখান থেকে কোন ইনকাম এখন পর্যন্ত করতে পারিনি তারপরও আমি আসার সাথে কাজ করে যাচ্ছি এবং আমি আমার সেই আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই জগতে প্রবেশ করিয়েছে ।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: ExtraPoint on March 14, 2021, 01:57:11 PM
আমি আমার রিলেটিভ এক বড় ভাইয়ের কাছ থেকে অলটকয়েনটকের সন্ধান পাই। সে আমাকে একটি অ্যাকাউন্ট খুলে দেয়। অ্যাকাউন্ট খুলে দেয়ার পর থেকে আমি এখানে কাজ করছি। আগে আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানতাম না কিন্তু এই ফোরামে কাজ করে এখন মোটামুটি অনেক কিছু শিখতে পেরেছি এ ফোরামের সিনিয়র ভাইদের সহায়তায়।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Jokar on April 17, 2021, 04:51:28 PM
আমাদের অনেক বাংলা বোর্ডে অনেক নতুন ও পুরাতন ভাই সক্রিয় থেকে অবদান রেখে যাচ্ছেন। প্রতিদিন নতুন নতুন সদস্য যোগ হচ্ছেন। বাড়ছে আমাদের কমিউনিটির পরিসর। এই ফোরামের জনপ্রিয়তার পেছনে বাংলা ভাষীদের অবদান অনেক। তাদের পরিশ্রম, মেধা, ক্রিপ্টোর প্রতি ভালোবাসা, ফোরামের জন্য প্রচারাভিযান অনেক অবদান রেখেছে।
আমার প্রশ্ন-আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই পোস্টটি করার জন্য। আপনি এখানে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে অলটকয়েনের পেয়েছি। আমার অনেক ফ্রেন্ড আছে যারা এখানে কাজ করে ভালো মানের প্রফিট আয় করেছে। তাদের কাছ থেকে আমি অলটকয়েনের সন্ধান পাই সেখান থেকেই আমি অলটকয়েনের একটি আইডি খুলি। তাদের মাধ্যমে আমি সন্ধান পাই।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Rt Kal on April 17, 2021, 06:12:51 PM
আপনি জানতে চেয়েছেন কিভাবে অলটকয়েনের পেয়েছি
 আমার অনেক ফ্রেন্ড আছে যারা  এখানে কাজ করে ভালো  মানের  প্রফিট আয় করেছে তাদের কাছ থেকে আমি অলটকয়েনের সন্ধান পেয়েছি সেখান থেকে আমি  অলটকয়েনের আইডি খুলি
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: HeartBit143 on April 17, 2021, 07:36:52 PM
আমি ইউটিউবে একটি ভিডিও দেখার মাধ্যমে এই ফোরামের সন্ধান পেয়েছি।  আসলে আমি অনেক দিন যাবৎ অনলাইনে বিভিন্ন  ইনকামের সাইট ভিজিট করে আসছি, ইভেন আমি দুটি সাইটে ইনভেস্ট করে ক্ষতির সম্মুখীনও হয়েছি।  পরবর্তীতে ইনভেস্ট বিহীন সাইট খুজতে গিয়ে এই সাইটের একটি ভিডিও আমার সামনে এসে পরে।  পরবর্তীতে আমি আমার এক বন্ধুর সহযোগিতা নিয়ে ফোরাম প্রবেশ করেছি।                               
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Mist Joya on April 17, 2021, 08:06:34 PM
আমাদের অনেক বাংলা বোর্ডে অনেক নতুন ও পুরাতন ভাই সক্রিয় থেকে অবদান রেখে যাচ্ছেন। প্রতিদিন নতুন নতুন সদস্য যোগ হচ্ছেন। বাড়ছে আমাদের কমিউনিটির পরিসর। এই ফোরামের জনপ্রিয়তার পেছনে বাংলা ভাষীদের অবদান অনেক। তাদের পরিশ্রম, মেধা, ক্রিপ্টোর প্রতি ভালোবাসা, ফোরামের জন্য প্রচারাভিযান অনেক অবদান রেখেছে।
আমার প্রশ্ন-আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
আমার ব্যক্তিগতভাবে এই ক্রিপ্টো সম্পর্কে কোন জ্ঞান ছিল না এক সিনিয়র বাইকে দেখতাম সারাদিন শুধু মোবাইল নিয়ে বসে থাকত এবং কি জানো করতো হঠাৎ করে তার হাত ধরে আমার এই ক্রিপ্টো জগতের পথ চলা । তবে আমি এখন পর্যন্ত ক্রিপ্টো থেকে কোন ইনকাম করতে পারিনি সেই সিনিয়র ভাইয়ের পরামর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি একটা প্রোজেক্টে জন্য হয়েছি কাজ করতেছি দেখি সামনে কি হয় ।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: bmr on April 17, 2021, 08:19:13 PM
আমি আমর এক ছোট ভাইয়ের মাধ্যমে এর সন্ধান পেয়েছিলাম। আমি বিটকয়েনটকে কাজ করতে ছিলাম। হঠাৎ মনে হল যে এর মত কি আরও কোন ফোরাম আছে তখন আমার এক ছোট ভাই এসে বলল যে আছে তখন আমি এর ঠিকানা পেলাম।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Mistroy on April 18, 2021, 08:43:53 AM
আমি আমার এক বন্ধুর কাছ থেকে এই ফোরামের সন্ধান পাই। তার কাছ থেকেই আমি লিংক নিয়ে একটা আইডি খুলেছি। আমি ফোরামে একেবারেই নতুন মোডারেটর ভাইয়ের কাছে আবেদন যদি কোন ভুল হয় তাহলে অবশ্যই আমাকে দয়া করে একটু বলবেন। আমার এই ফোরামে কাজ করতে অনেক আগ্রহ রয়েছে।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Mental on April 19, 2021, 08:07:53 AM
আমি বিটকয়েনেএ কাজ করি তারপর আমার এক বন্ধু আমাকে বলে যে অলটকয়েন অ্যাকাউন্ট খুলে দেই তুই অলটকয়েনএ কাজ কর। তারপর থেকে আমি অলটকয়েনএ কাজ করি। এবং পোস্ট করতে থাকি।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Akash Ahmed on April 19, 2021, 06:17:29 PM
আমি আমার রিলেটিভ সিনিয়র ভাইয়ের কাছ থেকে এর ব্যাপারে জেনেছি। আমি নতুন হওয়ায় আমার আগ্রহটা একটু বেশি তাই কিছুদিন যাবত বাংলা ফোরামে এসেছি । আপনাদের সাহায্য পেলে ইনশাআল্লাহ কিছু করতে পারবো ধন্যবাদ।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Random203 on April 20, 2021, 05:35:24 AM
 এই ফোরামের খোঁজ পাওয়ার ক্ষেত্রে আমি বেশি ক্রেডিট দেবো ইউটিউব কে, আর তারপর ক্রেডিট দেবো আমার এক বন্ধু কে। প্রথমত আমি ইউটিউবে এলোটকয়েনটকের কথা জানতে পারি এবং পরবর্তীতে আমার এক বন্ধুর সহযোগিতায় এখানে জয়েন হয়েছি।                       
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: raisajahan on April 22, 2021, 10:15:49 PM
আমি মুলত আমার প্রিয় বন্ধুর কাছ থেকে এই ফোরাম এর সন্ধান পাই।তিনি অনেক দিন যাবত এই ফোরামে কাজ করছেন খুব সুনামের সাথে। তিনি আমার পথ প্রদশক হিসেবে কাজ করেছেন। কারন এখানে কাজের বিষয়ে আমার কোন ধারনা ছিল নাই। তিনি আমাকে নানা ভাবে সাহায্য করেছেন। সেজন্য তাকে সব সময় স্মরণ করি ও ধন্যবাদ জানাই।
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: SAIFA on April 27, 2021, 12:03:47 PM
ভাই আপনি জানতে চেয়েছেন আমি অলটকয়েনের সন্ধান পেয়েছি আমার ফ্রেন্ড এবং আমার চাচা এই কাজ করতো তাদের কাছ থেকে দেখতে দেখতে যখন আমি কিছু কিছু বুঝি তখন আমি আমার চাচার মাধ্যমে আইডি খুলে নিলাম তারপর আস্তে আস্তে কাজ করা শুরু করি
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: Sr boy on April 27, 2021, 03:24:06 PM
আমি এই ফোরামে একজন নতুন সদস্য। আমি অলট কোয়েনের সন্ধান পেয়েছি সিনিয়র ভাইয়ের সাথে কথা বলে। উনি যেভাবে কাজ করতে বলেছেন সেভাবে কাজ করলে অনেক অভিজ্ঞ হওয়া যায়। তাই ওনার কথামতো আমি কাজ করার চেষ্টা করছি
Title: Re: আপনি কিভাবে অলটকয়েনটকের সন্ধান পেয়েছেন?
Post by: RSRS on May 17, 2021, 06:34:32 PM
আমি কিছুদিন অনেক এয়ার্ড্রপ করেছি কিন্তু কখনো কোন পেমেন্ট পাইনি। তাই ভাল কোন সাইট খোঁজার চেষ্টা করি হঠাৎ খেয়াল করি আমার এক রিলেটিভ অ্যালার্ট কয়েন ব্যবহার করছে। মূলত তাঁর কাছ থেকে উৎসাহিত হয়েছি অ্যালার্ট কয়েন এর ব্যাপারে। তার কাছ থেকে আইডি করে চেষ্টা করছি কাজ করার।