Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 14, 2021, 04:20:53 PM

Title: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Malam90 on February 14, 2021, 04:20:53 PM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: babu10 on February 14, 2021, 06:08:18 PM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।

ধন্যবার এডমিন স্যারকে এই ধরনের একটা চাইল্ড বোর্ড খোলার জন্য। আমাদের মনের কথা হয়তো এডমিন স্যার বুঝতে পেরেছেন কারন আমরা যারা ইংরেজীতে একটু দুর্বল তারা অনেকসময় সঠিকভাবে প্রজেক্টটা বুঝতে পারিনা সেক্ষেত্রে কেউ যদি বাংলায় অনুবাদ করে তাহলে বুঝে শুনে আমরা প্রজেক্টটা করতে পারব অন্যদিকে যে অনুবাদ করবে তারও ইনকাম হবে যেটা আগে বাংলা ভাষাভাষীরা করতে পারতোনা।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: ExtraPoint on February 15, 2021, 10:06:39 AM
ধন্যবাদ জানাই এডমিন স্যার কে। আমরা যারা বাংলাদেশি তারা কিন্তু সবাই বাংলাতেই কথা বলি। আমাদের এই ফোরামে কিছু লোক ইংরেজিতে পারদর্শী হলেও অনেকেই ইংরেজি ভালোভাবে বোঝা বা পারেনা। তাই এরকম একটি চাইলবোড খোলার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের জন্য সুবিধা হবে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: JISAN on February 15, 2021, 10:09:50 AM
ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা বোর্ডে এটি অনেক প্রয়োজন ছিলো কারন ann পোস্ট করার মত জায়গা ছিলো না বলে আমাদের বাংলা বাসায় কোনো প্রজেক্ট ট্রান্সলেশন ব্যবহার করতো না। আমরা ট্রান্সলেশন ক্যাম্পেইনে জয়েন করতে পারতাম না। আসা করা যায় এখন তা করা সম্ভব হবে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: bmw1 on February 15, 2021, 10:26:30 AM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
আপনাকে অনেক ধন্যবাদ নতুন এই চাইল্ড বোর্ড এর শুধু প্রজেক্টে অনুবাদের কাজে লাগবে????
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Malam90 on February 17, 2021, 06:34:57 AM
সবাই মেইন বোর্ডের পাশাপাশি চাইল্ড বোর্ডগুলোতেও একটিভ থাকবেন, কমেন্টস করবেন। তাহলে মেইন বোর্ডের পাশাপাশি চাইল্ড বোর্ডগুলোও সচল থাকবে। এজন্য সকলের সম্মিলিত প্রচেস্টাই হতে পারে আমাদের সাফল্যের সহায়ক। শুধু মডারেটর একটিভ থাকলে এগিয়ে যেতে পারবোনা, সকলকেও এগিয়ে আসতে হবে তাহলে সম্ভব।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Churphans on February 17, 2021, 07:07:00 AM
দিনদিন বাংলা ফোরাম উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আমাদের বাংলা সেকশনে অনেক সুনাম ধন্য মেম্বার সর্বদা একটিভ থাকে। এদের অনুপ্রেরণায় ও প্রচেষ্টায় কিছু কিছু চাইল্ড বোর্ড খোলা হয়েছে যা অন্যান্য ফোরামে খোলা হয়নি। এসকল প্রচেষ্টার জন্য মালাম ভাই সহ অন্যান্য মডারেটরদের ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Tepona on February 17, 2021, 08:21:54 AM
বাংলা ফোরামের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে। ভবিষ্যতে আরো পরিবর্তন হবে বলে আশা করা যায়। প্রতিনিয়ত ফোরামের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং নতুন সেকশন গুলো আমাদের বাংলাদেশীদের জন্য আর্শিবাদ। ফোরাম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: SMACK on February 19, 2021, 08:59:37 AM
আমাদের এই বাংলা ফোরাম আগের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে। আমাদের বাংলা বোর্ডে দুইজন মডারেটর রয়েছে তারা অনেকটাই ভাল এবং তাদের সাথে আমরা কাজ করে এই বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং নতুন একটি চাইল্ড হুড খোলা হয়েছে এখানে আমাদের সব তথ্য গুলো নিয়ে কথা বলতে পারি।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Markuri33 on February 19, 2021, 09:11:15 AM
এরকম একটি বাংলা চাইল্ড বোর্ড দেওয়ার জন্য এডমিন স্যার কে অসংখ্য ধন্যবাদ। আশা করি এ ধরনের সাইলবোট দেওয়া বাঙ্গালীদের জন্য অনেক ভালো ভূমিকা রাখবে। এই ধরনের ভোট আসলে আমাদের বাংলা সেকশনে দেওয়া হয়নি এই প্রথম এই ধরনের সেকশন আমাদের বাংলায় দেওয়া হয়েছে। আশা করি সবারই পোস্ট করতে সেখানে সুবিধাই হবে এবং সেখানে পৌঁছে দেওয়ার সবাই চেষ্টা করবে। মালাম ভাই জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: bmw1 on February 19, 2021, 02:16:06 PM
এরকম একটি বাংলা চাইল্ড বোর্ড দেওয়ার জন্য এডমিন স্যার কে অসংখ্য ধন্যবাদ। আশা করি এ ধরনের সাইলবোট দেওয়া বাঙ্গালীদের জন্য অনেক ভালো ভূমিকা রাখবে। এই ধরনের ভোট আসলে আমাদের বাংলা সেকশনে দেওয়া হয়নি এই প্রথম এই ধরনের সেকশন আমাদের বাংলায় দেওয়া হয়েছে। আশা করি সবারই পোস্ট করতে সেখানে সুবিধাই হবে এবং সেখানে পৌঁছে দেওয়ার সবাই চেষ্টা করবে। মালাম ভাই জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন কিন্তু আমাদের এই বাংলা চাইল্ড বোর্ড আমাদের বাঙালিদের জন্য অনেক ভালো হয়েছে কেননা আমরা ইংরেজিতে অনুবাদ করে বাংলাতে লিখতে পারবো। এবং আমাদের সহজ হয়ে গেছে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Dark Knight on February 19, 2021, 02:29:30 PM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
অসংখ্য ধন্যবাদ ভাই এরকম একটি চাইল্ড বোর্ড খোলার জন্য। এটা আমাদের জন্য অনেক সুবিধার কারন হবে। বিশেষ করে আমরা যারা ইংরেজিতে পারদর্শী নই তাদের জন্য অনেক সুবিধা হবে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Newron on February 20, 2021, 02:47:56 PM
নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। ফোরামের নতুন সদস্য হওয়ার কারণে চাইল্ড বোর্ড কি এই বিষয়ে আমার কোন ধারণা নেই। সাইনবোর্ডে কি করতে হয় তাও ধারণা নেই। আমি এই ফোরামের সিনিয়র ভাইদের কাছে সাহায্য চাইতে ছি তারা যেন আমাকে সাহায্য করে চাইল্ডবোর্ড সম্পর্কে জানার জন্য।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: salukhe on February 20, 2021, 04:16:23 PM
নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। ফোরামের নতুন সদস্য হওয়ার কারণে চাইল্ড বোর্ড কি এই বিষয়ে আমার কোন ধারণা নেই। সাইনবোর্ডে কি করতে হয় তাও ধারণা নেই। আমি এই ফোরামের সিনিয়র ভাইদের কাছে সাহায্য চাইতে ছি তারা যেন আমাকে সাহায্য করে চাইল্ডবোর্ড সম্পর্কে জানার জন্য।

ওখানে দেখেন সব কিছু বলা আছে ভালো করে পোস্টটি পড়ুন তাহলে বুঝতে পারবেন। যে কোন টপিকে পোস্ট করার আগে আপনি সব পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়বেন তাহলে আপনার বুঝতে কোন অসুবিধা হবে না। আপনি যদি সব গুলো পোস্ট মনোযোগ দিয়ে পড়েন তাহলে মনে হয় না আপনি বুঝবেন না। সবগুলো পোস্ট মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই বুঝবেন কিন্তু পোস্টটা না পড়েই এরকম পোস্ট করেন।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Malam90 on February 21, 2021, 04:33:25 AM
নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। ফোরামের নতুন সদস্য হওয়ার কারণে চাইল্ড বোর্ড কি এই বিষয়ে আমার কোন ধারণা নেই। সাইনবোর্ডে কি করতে হয় তাও ধারণা নেই। আমি এই ফোরামের সিনিয়র ভাইদের কাছে সাহায্য চাইতে ছি তারা যেন আমাকে সাহায্য করে চাইল্ডবোর্ড সম্পর্কে জানার জন্য।

ওখানে দেখেন সব কিছু বলা আছে ভালো করে পোস্টটি পড়ুন তাহলে বুঝতে পারবেন। যে কোন টপিকে পোস্ট করার আগে আপনি সব পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়বেন তাহলে আপনার বুঝতে কোন অসুবিধা হবে না। আপনি যদি সব গুলো পোস্ট মনোযোগ দিয়ে পড়েন তাহলে মনে হয় না আপনি বুঝবেন না। সবগুলো পোস্ট মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই বুঝবেন কিন্তু পোস্টটা না পড়েই এরকম পোস্ট করেন।

আসলে তাই। নতুন ভাইদের অনুরোধ করবো-আপনারা কমেন্টস করার আগে অবশ্যই টপিকটা সুন্দর করে পড়বেন এরপর সিনিয়র যারা কমেন্টস করেছেন তাদের কমেন্টসগুলো ফলো করবেন এরপর যদি আপনি কমেন্টস করতে চান তখন কমেন্টস করবেন। আমি জানিনা, যারা জানেন তারা কমেন্টস করুন, সিনিয়ররা সাহায্য করুন-এগুলো দেখতে ভালো দেখা যায়না। এগুলোও একপ্রকার অফটপিক যা স্পামের আওতায় পড়ে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Sonjoy on February 21, 2021, 06:03:48 AM
মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চাইল্ড বোর্ড খোলার জন্য । ভাই আপনি ফোরামের জন্য যা করছেন তা আর কেউ এবং আর কোন এডমিন তা আজ পর্যন্ত করেনি আপনি প্রথম এত শ্রম দিয়েছেন এ ফোরামের জন্য আশা করছি আমরা আপনার অনুস আপনাকে অনুসরণ করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আপনি ফোরামের জন্য কাজ করে যান এবং আমরা আপনার পাশে আছি থাকবো ইনশাআল্লাহ সব সময় এবং এত সুন্দর একটি ভোট করার জন্য আমরা অনেক উপকৃত হব বলে মনে করছি।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: AlviNess on February 21, 2021, 03:51:33 PM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
[/quote/]এডমিন স্যারসত্যিই খুব ভালো একটি কাজ করেছেন। এডমিন এর নেওয়া উদ্যোক্তা আমি স্বাগতম জানাচ্ছি। কারণ আপনি যেহেতু আলাদা আলাদা সেকশন এর জন্য আলাদা আলাদা চাইল্ড বোর্ড তৈরি করেছেন সেহেতু আমরা সহজেই আমাদের নির্দিষ্ট সাইডে গিয়ে আমাদের সমস্যা সম্পর্কে আলোচনা করতে পারব।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Tubelight on March 22, 2021, 05:58:04 AM
হ্যাঁ আমি বাংলা বোর্ডে নতুন একটি চাইল্ড বোট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে সেই সেকশনে ঘুরে আসতে পারেন।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Azharul on April 25, 2021, 03:17:56 AM
হাঁ, ভাই আমাদের জন্য বাংলা চাইলবোর্ড খোলা হয়েছে।এটি খুব আনন্দের বিষয় বলে আমি মনে করি।কেননা আমরা যারা ফোরামে লেখালেখি করি তারা অনেকে খুবই উপকারী হবে বলে আমি মনে করছি।ফোরামে লেখালেখি করে এ রকম অনেক সদস্য আছেন যারা ইংরেজিতে ভালো ভাবে পারদর্শী নয়।তাই আমি মালাম ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এ রকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Angel julian on April 25, 2021, 07:20:11 AM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
ধন্যবাদ চাউল বোর্ড খোলার জন্য। অনেক আনন্দের বিষয় বলে আমি মনে করি। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এগুলো থেকে মনের ধারণা লাভ করেছি ধন্যবাদ আপনাকে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Riddi on April 25, 2021, 07:41:42 AM
মডারেটর স্যার কে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি চাইল্ড বোর্ড খোলার জন্য। আমাদের এখানে অনেক ইউজার আছে যারা ইংরেজিতে কথা বলতে অনেক সমস্যা হয়ে থাকে।তাদের জন্য এই চাইল্ড বোর্ড অনেক কাজে দিবে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি অনেক বাংলাদেশী ভাইদের ইংরেজিতে অনেক সমস্যা হয়ে থাকে তাদের জন্য এই চাইল্ড বোর্ডটি অনেক হেল্পফুল হবে। ইংরেজি অনুবাদের মাধ্যমে প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারব এবং প্রজেক্টটি থেকে অর্থ উপার্জন করতে পারব।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: CryptoRiders on April 25, 2021, 05:32:16 PM
ধন্যবাদ, মডারেটর স্যারকে এরকম একটা চাইল্ড বোর্ড খোলার জন্য। আমরা অনেক ইউজার আছি যাদের ইংরেজিতে কথা বলতে সমস্যা হয়।এই চাইল্ড বোর্ড আমাদের সাহায্য করবে।
এই চাইলে বোর্ডের মাধ্যমে আমাদের অনেক সুবিধা হবে। এরকম একটি চাইল্ড বোর্ডে মাধ্যমে যে কোন প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারব এবং ইনকাম করতে পারব।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Angel jara on April 25, 2021, 06:33:37 PM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
ধন্যবাদ চাউল বোর্ড খোলার জন্য। অনেক আনন্দের বিষয় বলে আমি মনে করি। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এগুলো থেকে মনের ধারণা লাভ করেছি ধন্যবাদ আপনাকে।
ভাই আমাদের জন্য বাংলা চাইলবোর্ড খোলা হয়েছে।এটি খুব আনন্দের বিষয় বলে আমি মনে করি।কেননা আমরা যারা ফোরামে লেখালেখি করিআমরা আপনার পাশে আছি থাকবো ইনশাআল্লাহ সব সময় এবং এত সুন্দর একটি ভোট করার জন্য আমরা অনেক উপকৃত হব বলে মনে করছি।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Herry on April 25, 2021, 06:45:15 PM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
প্রতিনিয়ত আমাদের এই ফোরামের উন্নতি হচ্ছে। যেহেতু নতুন একটি চাইল্ড বোর্ড খোলা হয়েছে সেখানে বাংলা অনুবাদ করে আয় করার সুবিধা বা সুযোগ রয়েছে। সেই জন্য আমাদের এই লোকাল বোর্ড এর মডারেটর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই টপিকটা পিন পোস্ট করে রাখা উচিত। যাতে নতুনরা সহজেই জানতে পারে যে নতুন একটি চাইল্ড বোর্ড খোলা হয়েছে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: sky20 on April 25, 2021, 07:23:30 PM
বাংলা থ্রেডে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে বলা যায়। বিশেষ করে এই চাইল্ডবোর্ড খোলার পর এখন বাংলা থ্রেডে পোস্টের পরিমান অনেক বেড়ে যাবে। আমি মনে করি খুবই ইফেকটিভ একটি কাজ করা হয়েছে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Crypto Banglu on April 25, 2021, 07:59:18 PM
বাংলা বোর্ডের এর এখন ব্যাপক উন্নতি হচ্ছে। ধন্যবাদ জানাই এডমিন স্যার কে এবং আরো ধন্যবাদ জানাই আমাদের বাংলা বোর্ড এর অভিভাবকদের যাদের হাত ধরে আমাদের বাংলা বোর্ড এগিয়ে যাচ্ছে এবং যাবে। আরও একটি নতুন চাইল্ড বোর্ড যুক্ত হলো আমাদের বাংলা বোর্ডে সেটা আমাদের বাংলাভাষাভাষী সবার জন্য দারুন একটা সুখবর। আশা করি এই বাংলা বোর্ড একদিন সবার শীর্ষে অবস্থান করবে। 
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: saidul2105 on April 26, 2021, 09:42:19 AM
এলোটকয়েনটক ফোরামে গ্লোবাল সেকশনের পাশাপাশি যে আমাদের বাংলাদেশের সকল ইউজারদের জন্য বাংলা লোকাল বোর্ড স্থাপন করা হয়েছে সেটাই তো আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার।  তার মধ্যে এখন আবার সেই বাংলা লোকাল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছে আরও কয়েকটি চাইল্ড বোর্ড যা নতুন এবং পুরাতন ইউজারদের অনেক উপকারে আসবে।  একেই বলে " সেড়ের উপর সোয়া সেড় "। যেহেতু আমাদের বিভিন্ন চাইল্ড বোর্ড আছে, তাই সেগুলোকে আমরা প্রোপার ইউজ করবো, কখনো মিস ইউজ এর চিন্তাও মাথায় আনবো না।                                             
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Magepai on April 26, 2021, 03:45:09 PM
ফোরামে দেখা যায় অনেক নতুন ইউজার এসে প্রথমেই হেল্প চেয়ে পোস্ট করছে। কোনসমস্যা উল্লেখ না করেই সরাসরি দেখলাম হেল্প চাচ্ছি। আসলে যারা এরকম কাজ করছেন আপনারা আগে চাইল্ড বোর্ডের দিকে লক্ষ্য করুন এবং সেখানে সময় দিন। আশাকরি আস্তে আস্তে ফোরাম সম্পর্কে ভালো ধারণা পাবেন তার পরে এখানে এসে পোস্ট করুন দেখবেন অনেক ভালো মানের পোস্ট হচ্ছে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Ridoy Ahmed Santo on April 27, 2021, 10:31:50 AM
আসসালামু আলাইকুম। চাইল্ড বোর্ড সম্পর্কে আমার কোন ধারণা নেই আমি এই ফর্মে নতুন। এই বিষয় সম্পর্কে আমার জানার ইচ্ছা। সকল সিনিয়র মেম্বার বড় ভাইয়াদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে জানিয়ে আমাকে জানিয়ে যান প্লিজ।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Nusrat on April 28, 2021, 06:39:18 PM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আসলে ক্রিপ্টো জগতে বিভিন্ন ভাবে আয় করা এটা সবার জন্য একটি ভালো সুযোগ। আপনার উদ্যোগটি যেন সফল হয় এখানে যেন সকলেই কাজ করতে শুরু করে। এবং কে আশা করি সবাই সাকসেস ভাবে কাজ করতে সক্ষম থাকবে। আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Dilshan on May 03, 2021, 11:03:11 AM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
অসংখ্য ধন্যবাদ জানাই এডমিন স্যার কে, এত সুন্দর একটা চাইল্ড বোর্ড খোলার জন্য। আমরা এখানে অনেক ইউজার রয়েছি যাদের ইংরেজি বলতে অনেকটা সমস্যা হয়। এটা আমাদের অনেক কাজে লাগবে। এই জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এডমিন স্যার কে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Md.Nurnobe3483 on May 03, 2021, 11:11:57 AM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর পোষ্ট শেয়ার করেছেন। সিগনেচার ক্যাম্পেইনে যারা কাজ করছে তাদের জন্য অনেক সুবিধা হবে। কারণ গ্লোবাল সেকশনে পোস্ট করলে ইংরেজিতে করতে হয়। কিছু কিছু ইউজার রয়েছে যে তাদের গ্লোবাল সেকশনে পোস্ট করতে অনেক কষ্ট হয় যে তারা ইংরেজি অনুবাদ করতে পারে না। তাদের জন্য এখন প্রায় 99% সুবিধা হয়েছে। তারা এখন ইংরেজি অনুবাদ গুলো বাংলায় অনুবাদ করতে পারবে এবং বুঝে শুনে ভালো পোস্ট করতে পারবে।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Jacksoon99 on May 03, 2021, 12:52:22 PM
আসসালামু আলাইকুম আমি এই ফর্মে নতুন আমার ইংরেজিতে বেশি দক্ষতা নেই তাই বাংলা চাইল্ডবোর্ড  খোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুধু আমি নয় এই ফর্মে যত নতুন ইউজার আছে তারা অনেকেই ইংরেজিতে বেশি পোস্ট করতে পারে না তাদের জন্য অনেক সুবিধা হবে ধন্যবাদ।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Angel jara on May 03, 2021, 06:41:00 PM
গতকালকে নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে। এএনএন ও অন্যান্য অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?board=402.0) নামে। এখন থেকে আপনারা যে কোন প্রজেক্টের এএনএন বাংলায় অনুবাদ করে এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া যে কোন প্রজেক্টের শর্ট রিভিউও বাংলায় করে এখানে পোস্ট করতে পারবেন। এখান থেকে আয়ও করতে পারবেন। তবে আপনাকে অনুবাদে দক্ষ হতে হবে। আপনি যদি অনুবাদ করে আয় করতে চান তাহলে এই চাইল্ডবোর্ডে টপিক খুলতে পারবেন। আর আলোচনা সবাই করতে পারবেন সেই প্রজেক্টের অনুবাদে।
অসংখ্য ধন্যবাদ জানাই এডমিন স্যার কে, এত সুন্দর একটা চাইল্ড বোর্ড খোলার জন্য। আমরা এখানে অনেক ইউজার রয়েছি যাদের ইংরেজি বলতে অনেকটা সমস্যা হয়। এটা আমাদের অনেক কাজে লাগবে। এই জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এডমিন স্যার কে।
আমার এই বিষয়ে কোন ধারণা না থাকার কারণে আমি সঠিক মন্তব্য করতে পারছিলাম না। কিন্তু আমাদের ফোরামের সিনিয়র ভাইদের পরামর্শ এবং তাদের সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছে। ধন্যবাদ সকল এই ফোরামের সদস্যদের।
Title: Re: নতুন একটি চাইল্ডবোর্ড খোলা হয়েছে।
Post by: Crypto_Somrat on May 03, 2021, 09:28:01 PM
অসংখ্য ধন্যবার এডমিন স্যারকে এই ধরনের একটা চাইল্ড বোর্ড খোলার জন্য। তাকে আরো ধন্যবাদ এ জন্য যে, তিনি বাংলা ফোরামকে এগিয়ে যাওয়ার জন্য সার্বিকভাবে সাহায্য করছেন। এ রকম একটি চাইল্ড বোর্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। যেখানে আমরা মার্তৃভাষা বাংলাতে আলোচনা করতে পারবো। যেটা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। আশা করছি ধীরে আরো ধীরে আমাদের বাংলা বোর্ড আরো সম্মৃদ্ধ  হতে থাকবে৷