Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on February 14, 2021, 04:48:51 PM
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
-
ভাই সত্যিই আপনাকে অনেক ধন্যবাদ। কারণ এত সুন্দর গাইডলাইন অনেকের বুঝতে সুবিধা হবে। পোস্ট অবস্যই বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ভাই আমি বাউন্টি এর প্রায় সব জানি এবং বুঝি। কিন্তু সিগ্ন্যাচার ক্যাম্পেইনে আমার একটু সমস্যা আছে। সিগ্ন্যাচার ক্যাম্পেইনে নিয়ে আমি আগের পোস্ট গুলো পড়েছি। এবং কোড, এভাটার এগুলো সেট করতে জানি। কিন্তু বাউন্টি রুল্স এ যে বলে পোস্ট করতে, তা কোথায় এবং কিভাবে করতে হবে, তা আমি বুঝিনি। আমাকে যদি একটু বুঝাই দেন, তাহলে উপকৃত হবো।
-
খুবই দরকারী একটা পোষ্ট করেছেন ভাই আমিও চিন্তা করেছিলাম এমন বর্ণনামূলক একটা পোষ্ট করব। আশকরি আমাদের যারা অনুজ আছেন তারা এই পোষ্ট থেকে অনেক উপকৃত হবেন কারন কারো মুখের শোনা কথা আর মডারেটর থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়ার মধ্যে পার্থক্য আছে। নতুন যারা আছেন তাদের এই পোষ্টটা ভালোমতো বুঝে বাউন্টি করার অনুরোধ থাকল আর যদি কিছু তারপরও না বুঝেন তাহলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ভাই আমি বাউন্টি এর প্রায় সব জানি এবং বুঝি। কিন্তু সিগ্ন্যাচার ক্যাম্পেইনে আমার একটু সমস্যা আছে। সিগ্ন্যাচার ক্যাম্পেইনে নিয়ে আমি আগের পোস্ট গুলো পড়েছি। এবং কোড, এভাটার এগুলো সেট করতে জানি। কিন্তু বাউন্টি রুল্স এ যে বলে পোস্ট করতে, তা কোথায় এবং কিভাবে করতে হবে, তা আমি বুঝিনি। আমাকে যদি একটু বুঝাই দেন, তাহলে উপকৃত হবো।
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0 টপিকটা পড়তে পারেন।
আর যে সিগনেচারে জয়েন করবেন তার রুলসগুলো পড়বেন সুন্দর করে। সেখানে হয়তো বলা থাকবে লোকাল (মাতৃভাষায়) সেকশনে পোস্ট ৫ টা কাউন্ট হবে, অথবা পোস্ট করলে সেটা কাউন্ট হবেনা। এছাড়া বাউন্টিতে সেকশনে পোস্ট করলে সেটা কাউন্ট হবেনা। এছাড়া আরো যে যে বোর্ডে পোস্ট করলে কাউন্ট হবে, যে বোর্ডে পোস্ট করলে কাউন্ট হবেনা তা বলা থাকে। রুলসের উপর নির্ভর করে।
(https://i.imgur.com/BU2SS1d.jpg)
Cook Protocol সিগনেচারে বলা আছে যে, সর্বাধিক ৫ টা পোস্ট লোকাল (বাংলা বোর্ডে) কাউন্ট হবে। এছাড়া games and rounds, micro earnings, archival, bounty threads and off-topic গুলোতে কমেন্টস করলে সেটা কাউন্ট হবেনা। যদিও অধিকাংশই বিটকয়েনটকের। তাহলে যে সেকশনের কথা বলা আছে কাউন্ট হবেনা, সেখানে ছাড়া অন্য যে যে সেকশনে পোস্ট করবেন সেটা কাউন্ট হবে। যেমন বিটকয়েন ফোরাম, ইথারিয়াম ফোরাম, আডা ফোরাম, ট্রোন ফোরাম, পলকাডট ফোরাম ইত্যাদিতে পোস্ট করলে কাউন্ট হবে।
-
বাউন্টি হলো একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট। বাউন্টি করতে হলে আপনাকে অবশ্যই বাউন্টিতে যেসব ক্যাম্পেইন আছে সেগুলোর সাথে যুক্ত হতে হবে। যেমন সোশ্যাল ক্যাম্পেইন, সিগনেচার ক্যাম্পেইন। সোশ্যাল ক্যাম্পেইন বলতে ফেসবুক টুইটার টেলিগ্রাম লিংকডইন instagram ইত্যাদি কে বোঝায়। বুঝতে পারছেন যে আপনি যদি সোশ্যাল ক্যাম্পেইনে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডি টুইটার আইডি টেলিগ্রাম এবং লিংকডইন আইডি আইডি লাগবে। আপনি যদি সিগনেচার ক্যাম্পেইন করতে চান তাহলে আপনার Altcoinstalks এর আইডি কমপক্ষে ফুল মেম্বার হতে হবে তাহলে আপনি এড হতে পারবেন। আপনাকে ওয়ালেট এড্রেস দিতে হবে। ইথার ওয়ালেট ,Trc20 ওয়ালেট দিতে হবে। বাউন্টিতে যে ওয়ালেটের কথা উল্লেখ থাকবে আপনাকে সেই ওয়ালেট দিতে হবে। আপনি যে বাউন্টিতে যুক্ত হয়ে কাজ করবেন সেই বাউন্টির রুলস গুলো আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে। এমনকি সেই অনুযায়ী কাজ করতে হবে। নির্দিষ্ট সময় পর বাউন্টি শেষ হলে সেই বাউন্টি প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তাহলে আপনি পেমেন্ট পাবেন। ধন্যবাদ।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ভাই আমি বাউন্টি এর প্রায় সব জানি এবং বুঝি। কিন্তু সিগ্ন্যাচার ক্যাম্পেইনে আমার একটু সমস্যা আছে। সিগ্ন্যাচার ক্যাম্পেইনে নিয়ে আমি আগের পোস্ট গুলো পড়েছি। এবং কোড, এভাটার এগুলো সেট করতে জানি। কিন্তু বাউন্টি রুল্স এ যে বলে পোস্ট করতে, তা কোথায় এবং কিভাবে করতে হবে, তা আমি বুঝিনি। আমাকে যদি একটু বুঝাই দেন, তাহলে উপকৃত হবো।
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে https://www.altcoinstalks.com/index.php?topic=103963.0 টপিকটা পড়তে পারেন।
আর যে সিগনেচারে জয়েন করবেন তার রুলসগুলো পড়বেন সুন্দর করে। সেখানে হয়তো বলা থাকবে লোকাল (মাতৃভাষায়) সেকশনে পোস্ট ৫ টা কাউন্ট হবে, অথবা পোস্ট করলে সেটা কাউন্ট হবেনা। এছাড়া বাউন্টিতে সেকশনে পোস্ট করলে সেটা কাউন্ট হবেনা। এছাড়া আরো যে যে বোর্ডে পোস্ট করলে কাউন্ট হবে, যে বোর্ডে পোস্ট করলে কাউন্ট হবেনা তা বলা থাকে। রুলসের উপর নির্ভর করে।
(https://i.imgur.com/BU2SS1d.jpg)
Cook Protocol সিগনেচারে বলা আছে যে, সর্বাধিক ৫ টা পোস্ট লোকাল (বাংলা বোর্ডে) কাউন্ট হবে। এছাড়া games and rounds, micro earnings, archival, bounty threads and off-topic গুলোতে কমেন্টস করলে সেটা কাউন্ট হবেনা। যদিও অধিকাংশই বিটকয়েনটকের। তাহলে যে সেকশনের কথা বলা আছে কাউন্ট হবেনা, সেখানে ছাড়া অন্য যে যে সেকশনে পোস্ট করবেন সেটা কাউন্ট হবে। যেমন বিটকয়েন ফোরাম, ইথারিয়াম ফোরাম, আডা ফোরাম, ট্রোন ফোরাম, পলকাডট ফোরাম ইত্যাদিতে পোস্ট করলে কাউন্ট হবে।
অনেক ধন্যবাদ ভাই। এতদিন পর বুঝতে পারলাম। সিগ্ন্যাচার ক্যাম্পেইন সম্পর্কে। আমি এতদিন মনে করতাম তাদের প্রজেক্ট সম্পর্কে লিখতে হবে। তাই কোন সিগ্ন্যাচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করিনি। এখন সন্দেহটা দূর হলো। সামনে কোন নতুন বাউন্টি প্রজেক্ট আসলে অবশ্যই সিগ্ন্যাচার ক্যাম্পেইনে জয়েন হবো।
-
iRan Chy আপনি যে সেকশনে কমেন্টস করেন সেটা যদি টপিক রিলেডেট হয় এবং প্রজেক্টের রুলসে সেই সেকশনের কথা নিষেধ না করা হয় তাহলে সেই কমেন্টস কাউন্ট হবে তবে সেটা অবশ্যই নূন্যতম ১০০ক্যারেক্টার হতে হবে। ছোট ছোট আধা লাইন, একলাইনের পোস্ট গ্রহণ করা হয়না। তাই সিগনেচার করতে হলে কমেন্টের মান একটু আপ করতে হয় আর কি। এছাড়া আর তেমন কোন পার্থক্য দেখিনা।
-
iRan Chy আপনি যে সেকশনে কমেন্টস করেন সেটা যদি টপিক রিলেডেট হয় এবং প্রজেক্টের রুলসে সেই সেকশনের কথা নিষেধ না করা হয় তাহলে সেই কমেন্টস কাউন্ট হবে তবে সেটা অবশ্যই নূন্যতম ১০০ক্যারেক্টার হতে হবে। ছোট ছোট আধা লাইন, একলাইনের পোস্ট গ্রহণ করা হয়না। তাই সিগনেচার করতে হলে কমেন্টের মান একটু আপ করতে হয় আর কি। এছাড়া আর তেমন কোন পার্থক্য দেখিনা।
ধন্যবাদ ভাই, বিষয়টি আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি সবসময় কমেন্ট করার সময় কমেন্টের মান ঠিক রাখার চেষ্টা করি। আপনার কথা শুনে আজকে আরও সচেতন হয়ে গেলাম।
-
অনেক সুন্দর তথ্য বহুল পোষ্ট নতুন যাদের বাউন্টি সর্ম্পকে কোন জ্ঞান নাই তারা এখন এখান থেকে প্রকৃত তথ্য অনুযায়ী নিয়ম ফলো করে কাজ করতে পারবেন।আমি নিজেও এধরনের ধারনা প্রথম থেকে পাই নাই একাধিক কার প্রশ্ন করে করে জানতে পেরে শিখতে হয়েছিল।কিন্তু যে কেউ পোষ্ট টি পড়লে তার আর কোন প্রশ্ন থাকবে না।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন যা থেকে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারি আপনার পোস্টটি আমার খুব ভালো লেগেছে আশা করি আপনি আরও সুন্দর সুন্দর পোস্ট করবেন যাতে আমরা জুনিয়র রাম ভালো কিছু শিখতে পারি এবং আপনাদের পাশে থেকে ক্রিপ্টো কারেন্সি তে সুন্দরভাবে কাজ করতে পারি এবং সুন্দর একটি সাইটের সাথে কাজ করে এগিয়ে যেতে পারি ধন্যবাদ
-
ধন্যবাদ সুযোগ্য মডারেটর আপনাকে, আপনার অসাধারন লেখনীর মাধ্যমে আপনি ফুটিয়ে তুলেছেন নতুন একজনের বাউন্টি করতে কি কি প্রয়োজন, আমি নতুন হিসেবে যতটুকু জ্ঞ্যান ছিল তা অনেকটাই পরিপূর্নতা পেয়েছে, আপনার সাথে যোগ করতে চাই যে ইচ্ছা আর তথ্যবহুল মানুষের জন্য এটি একটি দারুন প্লাটফর্ম। আর তথ্যবহুল হতে হলে ফোরামে একটিভ থাকতে হবে, ফোরামের সকল নিয়ম কানুন ও তথ্য নিজের মধ্যে ধারণ করতে হবে।
-
ধন্যবাদ সুযোগ্য মডারেটর আপনাকে, আপনার অসাধারন লেখনীর মাধ্যমে আপনি ফুটিয়ে তুলেছেন নতুন একজনের বাউন্টি করতে কি কি প্রয়োজন, আমি নতুন হিসেবে যতটুকু জ্ঞ্যান ছিল তা অনেকটাই পরিপূর্নতা পেয়েছে, আপনার সাথে যোগ করতে চাই যে ইচ্ছা আর তথ্যবহুল মানুষের জন্য এটি একটি দারুন প্লাটফর্ম। আর তথ্যবহুল হতে হলে ফোরামে একটিভ থাকতে হবে, ফোরামের সকল নিয়ম কানুন ও তথ্য নিজের মধ্যে ধারণ করতে হবে।
ফোরামে একটিভ থাকুন।
ফোরামের টাইম দিন বেশি বেশি।
পিন পোস্টগুলো পড়ুন।
বেশি বেশি গুগলে সার্চ করুন।
ক্রিপ্টো সর্ম্পকে জ্ঞানার্জন করুন।
-
ধন্যবাদ সুযোগ্য মডারেটর আপনাকে, আপনার অসাধারন লেখনীর মাধ্যমে আপনি ফুটিয়ে তুলেছেন নতুন একজনের বাউন্টি করতে কি কি প্রয়োজন, আমি নতুন হিসেবে যতটুকু জ্ঞ্যান ছিল তা অনেকটাই পরিপূর্নতা পেয়েছে, আপনার সাথে যোগ করতে চাই যে ইচ্ছা আর তথ্যবহুল মানুষের জন্য এটি একটি দারুন প্লাটফর্ম। আর তথ্যবহুল হতে হলে ফোরামে একটিভ থাকতে হবে, ফোরামের সকল নিয়ম কানুন ও তথ্য নিজের মধ্যে ধারণ করতে হবে।
ফোরামে একটিভ থাকুন।
ফোরামের টাইম দিন বেশি বেশি।
পিন পোস্টগুলো পড়ুন।
বেশি বেশি গুগলে সার্চ করুন।
ক্রিপ্টো সর্ম্পকে জ্ঞানার্জন করুন।
নিয়মিত একটিভ আরো ক্রিপ্টোকারেন্সি গুলো নিয়ে গবেষণা। ব্লকচেইন প্রযুক্তি নিয়ে গবেষণা। বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালভাবে জানার জন্য ফোরামে সময় ব্যয় করা। মনে করি যেকোনো ইউজারের উন্নতির লক্ষণ।
-
ধন্যবাদ ভাই আপনাকে কিভাবে বিভিন্ন ক্যাম্পেইনে জয়েন হতে হয় সে সম্পর্কে আলোচনা করার জন্য। আমি এই ফোরামে একেবারেই নতুন একজন সদস্য।তাই আমি জানিনা কিভাবে চ্যাম্পিয়ন জয়েন হতে হয় বা ক্যাম্পেইনে জয়েন হতে কি লাগে।তবে আপনার পোস্ট পড়ে বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম।
-
এখনকার যে সকল ইউজার আছে তারা প্রথমেই বাউন্টি শুরু করে। তারপর আর্টিকেল, ভিডিও সহ অন্যান্য ক্যাম্পেইন গুলা করে। তাই ফোরামে যারা জয়েন করে তারা ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠে।
-
বাউন্টি করতে হলে কি কি লাগে সেটা সম্পর্কে আমার একটু একটু ধারণা ছিল। কিন্তু এখন আপনার পোস্টটি পড়ে বাউন্টি করতে কি কি লাগে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। ফেসবুক, টুইটার, লিংকড্লিন, টেলিগ্রাম সহ অন্যান্য যে সকল সোস্যাল মিডিয়া আছে তাতে আমাদের ফ্রেন্ড / ফলোয়ার বাড়াতে হবে বেশি পেমেন্ট পেতে চাইলে।
-
টুইটার একাউন্ট, ফেসবুক একাউন্ট, টেলিগ্রাম একাউন্ট, মাই ইথার ওয়ালেট।
-
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে এটা বুঝানোর জন্য । আমি নতুন ইউজার হিসেবে অনেক উপকৃত হলাম। আশা করি এভাবেই আমাদের ধারণা দিবেন। বাউন্টি সম্পর্কে সেরকম কিছু জানতাম না।
-
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে বোঝানোর জন্য। আমি নতুন ইউজার হিসেবে অনেক কিছু জানতে পারলাম যে বাউন্টি করতে কি কি লাগে । বাউন্টি সম্পর্কে আমার কোন ধারণা নেই। সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে পারলাম। আমি বাউন্টি সম্পর্কে কিছু জানতাম না।
-
আপনার পোস্ট দেখে অনেক উপকার হলো। নতুন দের জন্য এটা খুবই প্রয়োজন। এটা দেখে নতুন রা শিখতে পারবে বাউন্টি করতে কি কি লাগে তা জানতে পারবে আর এই পোস্ট দেখে তাদের বাউন্টি করতে আর কোন ভূল হবে না
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম।এর আগে আমার ইথার ওয়ালেট সম্পর্কে ধারণা ছিল না। এবং কোন ওয়ালেট ব্যবহার করে করে কোথা থেকে পেমেন্ট পেতে হয় সে সম্পর্কে ধারণা পেলাম। আরো বিভিন্ন রেংকিং সম্পর্কে ধারণা পেলাম। পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম অনেক ধন্যবাদ।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য। বাউন্টি করতে কি কি লাগে তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আশা করি নতুনরা এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। বাউন্টিতে জয়েন করতে নতুনরা অনেক হিমশিম খায়। তারা যদি আপনার এই পোস্টটি খুব সুন্দর ভাবে মনোযোগ দিয়ে পড়ে তাহলে তারা এখান থেকে অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপনার মূল্যবান পোষ্টটি করার জন্য । এখান থেকে আমরা অনেক উপকৃত হয়েছি আশা করি ভবিষ্যতে আরও এ ধরনের পোস্ট করবে নতুনদের সাহায্য করবেন। ধন্যবাদ আপনাকে।
-
আপনার এই পোস্ট করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম না বাউন্টি করতে কি কি সরঞ্জাম প্রয়োজন পড়ে। আপনার পোস্ট পড়ে আমি জানতে পারলাম। আশা করছি এভাবে আমাদের সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ভাই আগে আমি বাউন্টি করছি কিন্তু পেমেন্ট পাই নাই। কিন্তু কেন পাই নাই সেটা জানতে পারলাম আপনার টপিক পড়ে। ধন্যবাদ ভাই আপনাকে
-
ভাই আমি এখানে নতুন কাজ করছি কিছু বুঝতে পারছিলাম না। তবে আপনার পোষ্টটি পড়ার পরে বুঝতে পারলাম কিভাবে বাউন্টি করতে হয়। আপনি আপনার পোষ্টে অনেক সুন্দর ভাবে বাউন্টি করার নিয়ম গুলো তুলে ধরেছেন। আমি আপনার পোষ্টের নিয়ম মত বাউন্টি করলে সঠিক ভাবে বাউন্টি টি সম্পন্ন করতে পারব।অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
-
বাউন্টি করতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যা যা লাগে তা হল ERC-20 address and Twitter Facebook telegram Reddit linkedin সোসিয়াল মিডিয়া গুলো আপনার লাগবে এবং আপনার অ্যাকাউন্টের রেংক বৃদ্ধি করে আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন। এই প্রয়োজনীয় জিনিসগুলো আপনার অবশ্যই লাগবে।
-
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার বিস্তারিত পরে আমি অনেক কিছু শিখেছি আগে তো জানতাম না তবে এখন মোটামুটি কিছুটা পারি আরো যেন ভালো করে করতে পারি দোয়া করবেন
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ধন্যবাদ সুযোগ্য মডারেটর । আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে কিভাবে কি কি লাগে বাউন্টি করতে । আপনার পোস্টটি থেকে অনেকে উপকৃত হলাম। আপনি ক্রিপ্টোকারেন্সি জগতে সুযোগ্য একজন গাইডলাইন ।
-
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আপনি আপনার পোস্টে এত সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন যে, আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি। আমি আজকে আগ পর্যন্ত জানতাম না বাউন্টরি করতে কি কি লাগে কিন্তু আপনার পোস্ট পড়ার পর জানতে পেরেছি। আশা করি, সিনিয়র ভাইরা যদি এত সুন্দর গাইডলাইন দেন, আমরা জুনিয়ররা অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ
-
আমি ফোরামে নতুন,,, আমি কিছুদিন যাবত বাউন্টি সম্পর্কে জানতে পারি এবং দু-একটা বাউন্টি তে জয়েন হই,
বাউন্টি করতে প্রথমেই একটি ফোরামে অ্যাকাউন্ট লাগে, এক্সচেঞ্জ এর জন্য ERC-20 ওয়ালেট লাগে, এবং বাউন্টি করতে টুইটার, টেলিগ্রাম, ফেসবুক, রেডিট, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, টিক টক একাউন্ট এর দরকার হয়।
-
বাউন্টি হলো একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট। বাউন্টি করতে হলে আপনাকে অবশ্যই বাউন্টিতে যেসব ক্যাম্পেইন আছে সেগুলোর সাথে যুক্ত হতে হবে। যেমন সোশ্যাল ক্যাম্পেইন, সিগনেচার ক্যাম্পেইন। সোশ্যাল ক্যাম্পেইন বলতে ফেসবুক টুইটার টেলিগ্রাম লিংকডইন instagram ইত্যাদি কে বোঝায়। বুঝতে পারছেন যে আপনি যদি সোশ্যাল ক্যাম্পেইনে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডি টুইটার আইডি টেলিগ্রাম এবং লিংকডইন আইডি আইডি লাগবে। আপনি যদি সিগনেচার ক্যাম্পেইন করতে চান তাহলে আপনার Altcoinstalks এর আইডি কমপক্ষে ফুল মেম্বার হতে হবে তাহলে আপনি এড হতে পারবেন। আপনাকে ওয়ালেট এড্রেস দিতে হবে। ইথার ওয়ালেট ,Trc20 ওয়ালেট দিতে হবে। বাউন্টিতে যে ওয়ালেটের কথা উল্লেখ থাকবে আপনাকে সেই ওয়ালেট দিতে হবে। আপনি যে বাউন্টিতে যুক্ত হয়ে কাজ করবেন সেই বাউন্টির রুলস গুলো আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে। এমনকি সেই অনুযায়ী কাজ করতে হবে। নির্দিষ্ট সময় পর বাউন্টি শেষ হলে সেই বাউন্টি প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তাহলে আপনি পেমেন্ট পাবেন। ধন্যবাদ।
. অনেক ধন্যবাদ ভাই। এতো দিন পরে বুঝতে পারলাম বাউন্টি কিভাবে করতে হয়।
-
আপনাকে অনেক ধন্যবাদ মালাম ভাই আপনার এই পোস্টটি আমার কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। বাউন্টি সম্পর্কে কথা আমি অন্য একটি পোস্টে বলেছি সেখান থেকে আমি এখনো কোনো রেজাল্ট পাইনি ইতিমধ্যে দেখতে পাই যে আপনি বাউন্টি করতে কি কি লাগে সেই পোষ্টটি করেছেন।আমি আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। আসলে মালাম ভাই এত ভালোভাবে পোস্ট করে আমাদেরকে বুঝিয়ে বলেন সেটা আসলে বলার মতো না মালাম ভাইয়ের পোস্ট দেখে আমার অনেক ইচ্ছে হয় যে আমি একটি+কারমা দিব কিন্তু আমার সাধ্য নেই।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
প্রিয় সিনিয়র ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে লিখেছেন সত্যিই অসাধারন। আমি বাউন্টি করতে হবে এটা শুনেছি কিন্তু কিভাবে কি কি কাজ করা যায় সেটা জানতাম না । আজ জানলাম আপনার পোস্টের মাধ্যমে। এটা সকল নিউ মেম্বরদের জন্য একটা শিক্ষানীয় পোস্ট।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
মডারেটর মালাম ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। আপনার এই পোস্টটি নতুনদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি শিক্ষনীয় বিষয়। নতুনরা সবাই আপনার গুরুত্বপূর্ণ পোষ্টের মাধ্যমে বাউন্টি করতে কি কি লাগে এবং কিভাবে করতে হয় সে বিষয়ে জানতে পারবে।
-
বাউন্টি করতে কি কি লাগে তা অনেকেই জানে না। বাউন্টি করতে ( টুইটার, ফেসবুক, টেলিগ্রাম, ইন্সটাগ্রাম, টিকটক, মিডিয়াম) এসব কিছু অনেক প্রয়োজনীয়। তবে আপনাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন যে আপনি যে কাম্পিং এ জয়েন হবেন তার নিচে কিছু রুলস দেওয়া থাকবে তা আপনাকে মেনে বাউন্টি তে জয়েন হতে হবে।
-
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন,ধন্যবাদ ভাই। আপনার পোস্টে বাউন্টি করতে কি কি লাগে সবকিছু খুব সুন্দর ভাবে আলোচনা করছেন। আমরা যারা নতুন ইউজার আছে তাদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ পোস্ট। আপনার এই পোস্ট থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ
-
এই প্রমে আমি নতুন,কিভাবে বাউন্টি করতে হয় তা ঠিকভাবে জানতাম না কিন্তু আপনাদের ফরমটি দেখে অনেক কিছুই শিখতে পারলাম, তাই আমার খুব ভাল লাগছে যে আমি এই সাইটে কাজ করতে পারছি কাজ করে আমি অনেক লাভবান হয়েছি তাই আরো ভাবছি সামনে আরও ভাল কিছু করার জন্য তাই আমি এ ফরমটিতে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করছি আরো কাজ করতে চাই আরো বড় হতে চাই আমি আরে লাভবান চাই।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
ধন্যবাদ এই ফোরামের এই পোস্টটি করার জন্য আমি আগে জানতাম না কিভাবে অ্যালার্ট সাইডে বাউন্টি করতে কি কি প্রয়োজন হবে এবং সেটা কিভাবে করবো কিছুই জানতাম না কিন্তু এই সিনিয়র ভাইয়ের পোস্ট পড়ে আমি অত্যন্ত উপকৃত হলাম এবং অনেক কিছু জানতে পারলাম আশা করি ফোরামে যদি এরকম পোস্ট সিনিয়রা করতে থাকে তাহলে আমাদের মত যারা নতুন তাদের জন্য খুবই উপকার হবে এবং আমরা সঠিক নিয়মে দ্রুত কাজ শিখতে পারবো অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি করার জন্য আশা করব এরকম আরো পোস্ট যেন করেন।
-
বাউন্টিতে কিভাবে যোগদান করবেন? (https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0) এখন জানবো বাউন্টি করতে হলে আপনার কি কি সরঞ্জাম লাগবে সেটা নিয়ে।
বাউন্টি করতে হলে যা যা লাগবে আপনার-
১। আপনার একটি লিগ্যাল আইডি থাকতে হবে ফোরামে। ( একাধিক আইডি থাকা অবৈধ)
২। আপনার একটি ERC20 ওয়ালেট থাকতে হবে যেখাবে আপনি পেমেন্ট পাবেন। তবে সেটা একচেঞ্জার থেকে ওয়ালেট দিলে হবেনা। কেউ কেউ যেটা করে থাকেন আর বলেন পেমেন্ট পান না। পেমেন্ট পাওয়ার জন্য সবাই সাধারণত যেটা ব্যবহার করে থাকে তা হচ্ছে মাইইথারওয়ালেট। এছাড়া যদি সেটা কয়েন হয় তবে তাদের নিজস্ব ওয়ালেট ও তাদের নিজস্ব প্লাটফর্ম থাকে যেখানে তারা পেমেন্ট দেয়। তাছাড়া যদি সেই বাউন্টিতে বিটকয়েনে পেমেন্ট দেয় তবে আপনি ব্লকচেইন, কয়েনবেজ বা অন্যকোন বিটকয়েন ওয়ালেট দিতে পারেন।
৩। সিগনেচার করতে হলে আপনাকে সেই ক্যাম্পেইনের কন্ডিশন অনুযায়ী মিনিমাম জেআর অথবা মেম্বার র্যাংক আর অলটকয়েনসটকে জেআর অথবা ফুলমেম্বার হতে হবে। সিগনেচারে আপনি র্যাংক অনুসারে পেমেন্ট পাবেন।
৪। সোস্যালমিডিয়া বাউন্টি করতে হলে-ফেসবুক, টুইটার, লিংকডইন, ভিকে, স্টিমিট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে। পেমেন্ট নির্ভর করে ফ্রেন্ডস/ফলোয়ারের উপর। যার যত বেশি ফ্রেন্ডস/ফলোয়ার সে ততো বেশি পেমেন্ট পাবে।
৫। ইউটিউব বাউন্টি করতে হলে আপনাকে সেই প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং তা ইউটিউবে আপলোড করতে হবে।আপনার ভিডিও এর কোয়ালিটি ও সাবস্কা্রইবার বা লাইকের উপর অথবা ভিউয়ের উপর পেমেন্ট নির্ভর করে।
৬। কনটেন্ট বাউন্টি। আপনি যদি লেখায় পারদর্শি হন তাহলে আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনার ব্লগ বা ফ্রি ব্লগ সাইটে মিনিমাম 500 ওয়ার্ডের ( বাউন্টির শর্ত অনুযায়ী) কনটেন্ট বা পোস্ট লিখে ভিউ এবং কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন।
কি বলব ভাই আপনি সত্যি জিনিয়াস সব কিছুই এতো সুন্দর করে বুঝিয়ে বলেন। এতে সবারি অনেক উপকার হয় । আপনের সব পোস্ট গুলাই নিজের ভাষায় জার জন্য সবারি বুঝতে সুবিধা হয়। আমাদের সবারি এ রকম পোস্ট করা উচিৎ। কারণ নতুন রা জেনে আমাদের থেকে কিছু শিখতে পারে। তারা জেনো কোন ভুল না করে। আর বাউন্টি করতে কি কি লাগে সব কিছুই আপনের পোস্ট এ দেওয়া আছে সবায় এই কথা গুলো পরলে বুঝতে পারবে। আসলে বাউন্টি কি। ধন্যবাদ ভাই এতো ভাল ভাল পোস্ট করার জন্য এগিয়ে জান।
-
বাউন্টি করতে প্রথমেই একটি ERC20 ওয়ালেট এর প্রয়োজন হয়। এবং কি সোশ্যাল মিডিয়ায় একাউন্ট থাকতে হবে। যেমন: টুইটার, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, লিংকদিলেন ইত্যাদি। তারপরে সাপ্তাহিক কাজ করে জমা দিতে হবে। বাউন্টি যদি সফল হয় তাহলে ওয়ালেট এর মাধ্যমে পেমেন্ট পাওয়া যায়।
-
আপনার দেয়া গাইড অনুযায়ী সকল কিছু তৈরি করেছি কিন্তু কোন ওয়ালেট ব্যবহার করব বুঝতে পারতেছিনা যদি এটা উল্লেখ করে দেন তাহলে আরেকটু ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গাইড দেয়ার জন্য
-
বাউন্টি করতে কি কি লাগে অনেকেই জানতো না আপনার এ পোস্ট থেকে অনেকে জানতে পেরেছে এবং অনেক কিছু জানতে পেরেছে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য
-
অনেক অনেক ধন্যবাদ ভাই, বাউন্টি করতে কি কি লাগে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বাউন্টি করতে প্রথমত সোশ্যাল মিডিয়ায় আইডি থাকতে হবে। তারপর টুইটার, ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এগুলো থাকতে হবে। আরেকটি জিনিস প্রয়োজন সেটি হল আপনি যে পেমেন্ট পাবেন কোথায় পাবেন তার জন্য একটি ERC20 ওয়ালেট থাকতে হবে। এগুলো থাকলেই বাউন্টিতে কাজ করতে পারবেন।
-
Wallet, forum profile, fb, two, tg and অন্যান্য সোশ্যাল মিডিয়া।
-
বাউন্টি করতে কি কি লাগে তা সম্পর্কে খুব সুন্দরভাবে কথাগুলো লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এতে যারা নতুন ইউজার রয়েছে তারা আপনার পোস্ট থেকে অনেক উপকৃত হবে। বাউন্ডে করতে কি কি লাগে তা সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। বাউন্টি করতে প্রথমত কয়েকটি সোশ্যাল মিডিয়া আইডি থাকতে হবে। যেমন, টুইটার, ফেসবুক, টেলিগ্রাম, এগুলো থাকতে হবে। আরেকটি ERC20 ওয়ালেট থাকতে হবে, যেখানে আপনাকে পেমেন্ট করা হবে।
-
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। ধন্যবাদ ভাই। বাউন্টি করতে হলে। কয়েকটি সোশ্যাল মিডিয়া আইডি থাকতে হয়। এবং বাউন্ডিতে কাজ করার জন্য অনেক ক্যাম্পেইন রয়েছে যেমন, টুইটার ফেসবুক টেলিগ্রাম লিংকডইন টেলিগ্রাম আরো অন্যান্য ক্যাম্পেইন রয়েছে। এই সবগুলো আইডি থাকতে হবে। তাহলে আপনি এই ক্যাম্পেইন গুলোতে কাজ করতে পারবেন। এছাড়া আপনার ERC20 ওয়ালেট খুলতে হবে।
-
ধন্যবাদ ভাই আপনাকে কিভাবে বিভিন্ন ক্যাম্পেইনে জয়েন হতে হয় সে সম্পর্কে আলোচনা করার জন্য। আমি এই ফোরামে একেবারেই নতুন একজন সদস্য।তাই আমি জানিনা কিভাবে চ্যাম্পিয়ন জয়েন হতে হয় বা ক্যাম্পেইনে জয়েন হতে কি লাগে।তবে আপনার পোস্ট পড়ে বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম।
আমি মনে করি আমরা যদি নিয়মিত সময় একটিভ থাকি তাহলে আমরা ফ্রম এর পোস্টগুলো পড়ে অনেক কিছুই জানতে পারবো। এবং আমাদের সিনিয়ররা অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন আমরা যদি তাদের পোস্টগুলোর দিকে সময় দেই তাহলে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারব ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে। আর আমরা যদি কিছু না বুঝতে পারি তাহলে আমাদের সিনিয়ররা আছে আমরা তাদেরকে পোষ্টের মাধ্যমে অনেক ভালোভাবে বুঝিয়ে বললে তারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে।
-
আমি এই ফরমে নতুন দু এক দিন দরে যুক্তু হয়েছি। আপনার এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। আপনার এই পোস্ট থেকে আমি অনেক কিছু বুঝতে পেরেছি।আমি আরও ভালো বাবে বুঝতে চেষ্টা করবো।আমি বুঝতে না পারলে সিনিয়র ভাই দের কাছ থেকে সহায্যা নেব।