Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Tepona on February 15, 2021, 08:08:16 AM

Title: মডারেটরদের কাছে প্রশ্ন
Post by: Tepona on February 15, 2021, 08:08:16 AM
আমাদের বাংলা দেশি আপনারা দুজন মডারেটর আছেন? নাকি বাংলাদেশি আরো অনেক মডারেটর আছে। অন্যান্য দেশের মডারেটর গুলোর অবস্থান অনেক বেশি ভালো। দেশে মডারেটরদের মধ্যে শুধু দেখতে পাচ্ছি malam90 রিপ্রেজেন্টেটিভ সিনেটর। আর Babu10 জুনিয়র মোডারেটর।
বিস্তারিত জানতে সাহায্য করুন।
Title: Re: মডারেটরদের কাছে প্রশ্ন
Post by: Malam90 on February 15, 2021, 09:46:54 AM
কিছুদিন আগে আমাদের এক ভাই একটা টপিক তৈরি করেছিলেন = https://www.altcoinstalks.com/index.php?topic=191900.0
এছাড়া  EAA-ALLAH ভাইও বাংলাদেশী বংশদ্ভুত। যারা ফোরামে ভালো কাজ করবেন, নিজেদেরকে তৈরি করবেন, তারাও আস্তে আস্তে এগিয়ে যাবেন।
এজন্য পরিশ্রম করতে হবে, জানতে হবে, নিয়মিত একটিভ থাকতে হবে, নতুন নতুন টপিক তৈরি করতে হবে এবং যে যে বোর্ডের মডারেটর হতে চায় তাকে সেই বোর্ডে বেশি বেশি পোস্ট ও টপিক তৈরি করতে হবে।
Title: Re: মডারেটরদের কাছে প্রশ্ন
Post by: ExtraPoint on February 15, 2021, 10:48:48 AM
আমাদের বাংলা দেশি আপনারা দুজন মডারেটর আছেন? নাকি বাংলাদেশি আরো অনেক মডারেটর আছে। অন্যান্য দেশের মডারেটর গুলোর অবস্থান অনেক বেশি ভালো। দেশে মডারেটরদের মধ্যে শুধু দেখতে পাচ্ছি malam90 রিপ্রেজেন্টেটিভ সিনেটর। আর Babu10 জুনিয়র মোডারেটর।
বিস্তারিত জানতে সাহায্য করুন।
ধন্যবাদ। আসলে আমাদের এই ফোরামে কারকি ক্ষমতা সে সম্পর্কে আমাদের জানা উচিত। আমাদের ফোরামে মডারেটর বা কে  সিনেটর তা আমাদের সকলের জানা প্রয়োজন। কারণ তাদের কার্যক্রম অনুসরণ করেই আমরা এগিয়ে যেতে চাই এমনকি তাদের মত গৌরব অর্জন করতে চাই।
Title: Re: মডারেটরদের কাছে প্রশ্ন
Post by: iRan Chy on February 16, 2021, 10:23:02 AM
কিছুদিন আগে আমাদের এক ভাই একটা টপিক তৈরি করেছিলেন = https://www.altcoinstalks.com/index.php?topic=191900.0
এছাড়া  EAA-ALLAH ভাইও বাংলাদেশী বংশদ্ভুত। যারা ফোরামে ভালো কাজ করবেন, নিজেদেরকে তৈরি করবেন, তারাও আস্তে আস্তে এগিয়ে যাবেন।
এজন্য পরিশ্রম করতে হবে, জানতে হবে, নিয়মিত একটিভ থাকতে হবে, নতুন নতুন টপিক তৈরি করতে হবে এবং যে যে বোর্ডের মডারেটর হতে চায় তাকে সেই বোর্ডে বেশি বেশি পোস্ট ও টপিক তৈরি করতে হবে।
ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ উপদেশ এর জন্য। আমি মনে করি আপনাকে অনুসরণ করলেও ফোরামের নতুন মেম্বাররা অনেক কিছু শিখতে পারবে। আর EAA-ALLAH ভাই যে বাংলাদেশি সেটা জানতাম না। যেনে ভালো লাগল, অনেকটা ফ্রেন্ডলি আচরণ করতে পারব।  ;D
Title: Re: মডারেটরদের কাছে প্রশ্ন
Post by: Laxmi Sharma on February 25, 2021, 09:42:15 AM
আমাদের বাংলা দেশি আপনারা দুজন মডারেটর আছেন? নাকি বাংলাদেশি আরো অনেক মডারেটর আছে। অন্যান্য দেশের মডারেটর গুলোর অবস্থান অনেক বেশি ভালো। দেশে মডারেটরদের মধ্যে শুধু দেখতে পাচ্ছি malam90 রিপ্রেজেন্টেটিভ সিনেটর। আর Babu10 জুনিয়র মোডারেটর।
বিস্তারিত জানতে সাহায্য করুন।
ব্রাদার বাংলাদেশি মডারেটর আরো অনেক রয়েছে। আপনি হয়তো বর্তমান বাংলা বোর্ডের দুজন মোডারেটর ভাইদের সম্পর্কে জেনে থাকবেন। কিন্তু আপনি আরেকটু ঘাটাঘাটি করে দেখুন বাংলাদেশি মডারেটর আরো কয়েকজন রয়েছে। ধৈর্য ধরে ফোরামের সময় দিতে থাকুন ধীরে ধীরে সব জানতে পারবেন।
Title: Re: মডারেটরদের কাছে প্রশ্ন
Post by: LeziT on February 25, 2021, 11:56:35 AM
আমাদের বাংলা দেশি আপনারা দুজন মডারেটর আছেন? নাকি বাংলাদেশি আরো অনেক মডারেটর আছে। অন্যান্য দেশের মডারেটর গুলোর অবস্থান অনেক বেশি ভালো। দেশে মডারেটরদের মধ্যে শুধু দেখতে পাচ্ছি malam90 রিপ্রেজেন্টেটিভ সিনেটর। আর Babu10 জুনিয়র মোডারেটর।
বিস্তারিত জানতে সাহায্য করুন।
আমাদের বাংলাদেশে বাংলা সেকশনে দুইজন মডারেটর রয়েছে। একজন হল মালাম ভাই আরেকজন হল বাবু টেন ভাই। বাংলাদেশি আরো অনেকগুলো মডারেটর রয়েছে।বাংলাদেশ মডারেটর দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। হ্যাঁ ভাই মালাম ভাইহচ্ছে রিপ্রেজেন্টিভ সিনেটর আর বাবু ভাই হচ্ছে জুনিয়র মডারেটর।
Title: Re: মডারেটরদের কাছে প্রশ্ন
Post by: Tepona on February 25, 2021, 05:59:52 PM
কিছুদিন আগে আমাদের এক ভাই একটা টপিক তৈরি করেছিলেন = https://www.altcoinstalks.com/index.php?topic=191900.0
এছাড়া  EAA-ALLAH ভাইও বাংলাদেশী বংশদ্ভুত। যারা ফোরামে ভালো কাজ করবেন, নিজেদেরকে তৈরি করবেন, তারাও আস্তে আস্তে এগিয়ে যাবেন।
এজন্য পরিশ্রম করতে হবে, জানতে হবে, নিয়মিত একটিভ থাকতে হবে, নতুন নতুন টপিক তৈরি করতে হবে এবং যে যে বোর্ডের মডারেটর হতে চায় তাকে সেই বোর্ডে বেশি বেশি পোস্ট ও টপিক তৈরি করতে হবে।
ধন্যবাদ। আমিতো মধ্যেই আমার প্রশ্নের উত্তর পেয়েছি। সুতরাং আমি মনে করি টপিকটি লক করে দেওয়া উচিত। মোডারেটর ভাই আপনি টপিকটি লক করে দিতে পারেন। স্পামিং হওয়ার সম্ভাবনা থাকবে। তবে নানাবিধ আলোচনাকে আমি কখনোই স্পামিং মনে করিনা। কারণ ফোরামে একটিভ ও প্রতিনিয়ত আলোচনাই বাঙালি কমিউনিটির উন্নতি সাধনে ভূমিকা রাখবে।