Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: ranaprime on February 16, 2021, 09:07:35 AM

Title: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: ranaprime on February 16, 2021, 09:07:35 AM
ইদানিং এটি প্রতিয়মান হচ্ছে যে আমরা শুধু বাংলা মেইন যে বোর্ড আছে সেখানেই পোস্ট করে যাচ্ছি কিন্তু একটু উপরে লক্ষ করলে দেখা যাবে নতুন কিছু চাইল বোর্ড আছে যেখানে আমাদের মডারেটর সহ বেশ কয়েকজন অক্লান্ত পরিশ্রম করে অনেক ট্রপিক ক্রিয়েট করেছেন। আসুন আমরা সবাই মিলে তাদের কে উৎসাহিত করি এবং সেখানেও আমাদেরও কনট্রিবিউশন রাখি। সেখানে বিভিন্ন ধরনের চাইলবোর্ড বিশেষ করে বাউন্টি বিষয়ের একটি বোর্ড আছে যেখানে আপনি আপনার জিজ্ঞাসা বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যা আমদের অনেকেরই কাজে আসবে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Malam90 on February 16, 2021, 09:12:46 AM
হা ভাই, সব মিলে ৮টি চাইল্ড বোর্ড খোলা হয়েছে। সবাই যদি একটু সচেতন হয় তাহলে সবগুলো চাইল্ডবোর্ডে বিষয় ভিত্তিক আলোচনা করলে একদিকে যেমন তাদের কমেন্টস সংখ্যাও বাড়ে আবার চাইল্ডবোর্ডগুলোও সচল হয়। সবাই যদি একটু একটিভ ভাবে কাজ করে তাহলে চাইল্ডবোর্ড ও সচল হয় আবার তাদের র‌্যাংক বাড়তে সহায়ক হয়।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: AGM on February 16, 2021, 06:02:17 PM
ভাই ঠিকই বলেছেন আমিও দেখলাম যে ঐখানে চাইল বোর্ড গুলোতে তেমন কোন ট্রাফিক নেই। যেহেতু এটি আমাদের ফোরাম। আমরা চাই এর প্রত্যেকটি জায়গা ভড়া থাকবে। আজ কে থেকে আমি যতটুকু পারি চাইল বোর্ডে পোস্ট করার চেস্টা করব। 
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Mist Joya on February 16, 2021, 06:31:11 PM
ইদানিং এটি প্রতিয়মান হচ্ছে যে আমরা শুধু বাংলা মেইন যে বোর্ড আছে সেখানেই পোস্ট করে যাচ্ছি কিন্তু একটু উপরে লক্ষ করলে দেখা যাবে নতুন কিছু চাইল বোর্ড আছে যেখানে আমাদের মডারেটর সহ বেশ কয়েকজন অক্লান্ত পরিশ্রম করে অনেক ট্রপিক ক্রিয়েট করেছেন। আসুন আমরা সবাই মিলে তাদের কে উৎসাহিত করি এবং সেখানেও আমাদেরও কনট্রিবিউশন রাখি। সেখানে বিভিন্ন ধরনের চাইলবোর্ড বিশেষ করে বাউন্টি বিষয়ের একটি বোর্ড আছে যেখানে আপনি আপনার জিজ্ঞাসা বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যা আমদের অনেকেরই কাজে আসবে।
হ্যাঁ ভাই আপনার পাশাপাশি আমি নিজেও সবাইকে অনুরোধ করব যেন চাইল্ড বোর্ডে পোস্ট করে সবাই একটিভ থাকে  ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।ী                                                             
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: iRan Chy on February 16, 2021, 07:18:47 PM
আমিও এটি লক্ষ্য করেছি যে প্রায় সবাই চাইল্ড বোর্ড গুলোর চেয়ে মেইন বোর্ডে একটিভ থাকে বেশি। আমাদের শুধু মেইন বোর্ডে একটিভ না থেকে বাংলা বোর্ডের সব জায়গায় একটিভ থাকা উচিৎ বলে মনে করি। তবেই বাংলা বোর্ড এগিয়ে যাবে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: ExtraPoint on February 17, 2021, 08:26:53 AM
সব মিলিয়ে 8 টি চাইল্ড বোর্ড খোলা হয়েছে। আমরা সবাই মেইন যে আমাদের বাংলা বোর্ড সেখানে পোস্ট করি। মেইনবোর্ডের সবাই একটিভ থাকি বেশি। আমাদের শুধু মেইনবোর্ডই না থেকে চাইল্ড বোর্ড গুলোতেও একটিভ থাকা প্রয়োজন। তবেই এগিয়ে যাওয়া সম্ভব।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Lukamaxin on February 17, 2021, 11:36:28 AM
হ্যা ভাই প্রতিটি বোর্ডে আসলে আমাদের পোস্ট করা উচিত। বিভিন্ন বোর্ডে স্পেসিফিক আলেচনা করার জায়গা আছে যা খুবই দরকারী একটি বিষয়। আমরা যদি সব পোস্ট বা ট্রপিক একাজায়গায় রাখি তাহলে কিন্তু সব খুজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে ঐ সব বোর্ড গুলো কাজে আসবে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: LeziT on February 17, 2021, 02:06:26 PM
সাম্প্রতিক আমি লক্ষ করে দেখতে পেলাম বাংলা সেকশনে চাইল্ড গুলো খোলা হয়েছে সেই চাইল্ডহুড এ অ্যাক্টিভ ইউজার সংখ্যা খুবই কম। সবচেয়ে বেশি কমেন্ট এবং টপিক তৈরি করছে মেইনবোর্ডে। কিন্তু বাংলা চাইল্ড বোর্ডে কেউ কোনো রকমের সাড়া দিচ্ছে না।বাংলা মেইনবোর্ডের যেমন সবার উপকারিতা আছে তেমনি চাইল্ড বোর্ডে সবার উপকারিতা রয়েছে। চাইল্ড বোর্ড গুলো বিভিন্ন সেকশনে তৈরি করা হয়েছে। সেখানে জানা অজানা অনেক তথ্য শেয়ার করা হয় আমি মনে করছি যারা চাইল্ড বোর্ড গুলো ফলো করছে না তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: bmw1 on February 17, 2021, 04:58:12 PM
সব মিলিয়ে 8 টি চাইল্ড বোর্ড খোলা হয়েছে। আমরা সবাই মেইন যে আমাদের বাংলা বোর্ড সেখানে পোস্ট করি। মেইনবোর্ডের সবাই একটিভ থাকি বেশি। আমাদের শুধু মেইনবোর্ডই না থেকে চাইল্ড বোর্ড গুলোতেও একটিভ থাকা প্রয়োজন। তবেই এগিয়ে যাওয়া সম্ভব।
হ্যাঁ আপনি অনেক সুন্দর কথা বলছেন যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে তাহলে আমাদের বাংলা বোর্ড অনেক এগিয়ে যাবে। এ যেন আমাদের সবাইকে নতুন চারটি চাইল্ড বোর্ড এ সব সময় কাজ করতে হবে তাহলে আমাদের বাংলা বোর্ড অনেক এগিয়ে যাবে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: AlviNess on February 21, 2021, 04:56:11 PM
ইদানিং এটি প্রতিয়মান হচ্ছে যে আমরা শুধু বাংলা মেইন যে বোর্ড আছে সেখানেই পোস্ট করে যাচ্ছি কিন্তু একটু উপরে লক্ষ করলে দেখা যাবে নতুন কিছু চাইল বোর্ড আছে যেখানে আমাদের মডারেটর সহ বেশ কয়েকজন অক্লান্ত পরিশ্রম করে অনেক ট্রপিক ক্রিয়েট করেছেন। আসুন আমরা সবাই মিলে তাদের কে উৎসাহিত করি এবং সেখানেও আমাদেরও কনট্রিবিউশন রাখি। সেখানে বিভিন্ন ধরনের চাইলবোর্ড বিশেষ করে বাউন্টি বিষয়ের একটি বোর্ড আছে যেখানে আপনি আপনার জিজ্ঞাসা বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যা আমদের অনেকেরই কাজে আসবে।
জ্বি ভাই আপনি ঠিক কথা বলেছেন ইতিমধ্যেই কিন্তু বাংলা সেকশনে অনেকগুলো সাইট বোর্ড খোলা হয়েছে যেখানে কিন্তু সবাই তাদের নিজস্ব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। অর্থাৎ যাদের যে সকল বিষয় সমস্যা তারা যদি সেই সকল সেখানে গিয়ে তাদের অভিযোগ বা মতামত শেয়ার করে তাহলে খুব সহজেই সেখানে তাদের বিষয়গুলো জানতে পারবে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Malam90 on February 22, 2021, 07:04:05 AM
সাম্প্রতিক আমি লক্ষ করে দেখতে পেলাম বাংলা সেকশনে চাইল্ড গুলো খোলা হয়েছে সেই চাইল্ডহুড এ অ্যাক্টিভ ইউজার সংখ্যা খুবই কম। সবচেয়ে বেশি কমেন্ট এবং টপিক তৈরি করছে মেইনবোর্ডে। কিন্তু বাংলা চাইল্ড বোর্ডে কেউ কোনো রকমের সাড়া দিচ্ছে না।বাংলা মেইনবোর্ডের যেমন সবার উপকারিতা আছে তেমনি চাইল্ড বোর্ডে সবার উপকারিতা রয়েছে। চাইল্ড বোর্ড গুলো বিভিন্ন সেকশনে তৈরি করা হয়েছে। সেখানে জানা অজানা অনেক তথ্য শেয়ার করা হয় আমি মনে করছি যারা চাইল্ড বোর্ড গুলো ফলো করছে না তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনেকেই হয়তো জানেন না এজন্য শুধু বাংলা বোর্ডে ঢুকেই যা সামনে পান সেখানেই কমেন্টস বা টপিক তৈরি করেন। এজন্য আমাদের প্রচারণা চলছে পাশাপাশি মডারেটররা যে টপিক যে চাইল্ডবোর্ডের সাথে মিলে সেটাকে সেখানে সরিয়ে দেওয়া হচ্ছে। গত প্রায় দেড় মাস যাবৎ আমি বহু টপিক মুভ করে মেইন বোর্ড ও চাইল্ড বোর্ডগুলোকে সাজিয়ে চলেছি। সবার সহযোগীতা ছাড়া মডারেটর একা পারেনা কারণ তিনিও মানুষ।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Milon626 on March 07, 2021, 05:47:23 AM
আমার মনে হয় প্রথম প্রথম ফোরামে এসে আমাদের আগে বিভিন্ন চাইল্ড বোর্ড গুলো ঘুরে দেখা উচিৎ।  সেখানে নতুনদের জন্য অনেক সহায়ক টপিক রয়েছে যা আমাদের স্কিল ডেভেলপমেন্টে অনেক সাহায্য করবে।               
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Markuri33 on March 07, 2021, 03:26:04 PM
আমাদের বাংলা ফোরামে অনেকগুলো চাইল্ড বোর্ড খোলা হয়েছে। দেখা যাচ্ছে সেখানে পোষ্টের পরিমাণ খুবই কমযদি আমরা সবাই নিয়মিত একটিভ থেকে কিছু কিছু পোষ্ট দিতে পারি তাহলে দেখা যাবে পোষ্টের সংখ্যা বৃদ্ধি পাবে। সে সাথে সাথে চাইল্ড বোর্ড এগিয়ে যাবে তাই সবাইকে বলব আসুন আমরা সবাই নিয়মিত একটিভ থেকে আমাদের ফোরামকে এগিয়ে নিয়ে যাই।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Sasa on March 07, 2021, 04:23:15 PM
ইদানিং এটি প্রতিয়মান হচ্ছে যে আমরা শুধু বাংলা মেইন যে বোর্ড আছে সেখানেই পোস্ট করে যাচ্ছি কিন্তু একটু উপরে লক্ষ করলে দেখা যাবে নতুন কিছু চাইল বোর্ড আছে যেখানে আমাদের মডারেটর সহ বেশ কয়েকজন অক্লান্ত পরিশ্রম করে অনেক ট্রপিক ক্রিয়েট করেছেন। আসুন আমরা সবাই মিলে তাদের কে উৎসাহিত করি এবং সেখানেও আমাদেরও কনট্রিবিউশন রাখি। সেখানে বিভিন্ন ধরনের চাইলবোর্ড বিশেষ করে বাউন্টি বিষয়ের একটি বোর্ড আছে যেখানে আপনি আপনার জিজ্ঞাসা বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যা আমদের অনেকেরই কাজে আসবে।
বিষয়টি আমিও লক্ষ করেছি আমাদের এই বাংলা বোর্ডের অনেক নতুন ইউজার রয়েছে। যারা শুধু মেইনবোর্ডে পোস্ট করে থাকে। তাদের কাছে আমার একটাই রিকুয়েস্ট থাকবে সেটা হল শুধু বাংলা মেইনবোর্ডে পোস্ট না করে আমাদের ছোট ছোট চাইল্ড বোর্ড গুলোতে পোস্ট করার। তো আসুন আমরা সকলে মিলে একসাথে কাজ করে আমাদের এই বাংলা বোর্ড টাকে এগিয়ে নিয়ে যাই।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Newron on March 07, 2021, 04:58:51 PM
বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে । এই বিষয়ে আমার কোন সঠিক ধারণা নাই। কারণ আমি এই ফোরামে অল্প কিছুদিন ধরে সংযুক্ত হয়েছে। এখন পর্যন্ত কোন গভীর জ্ঞান নেই। তাই অনেক বিষয়ে মন্তব্য করতে পারিনা।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Mj joy on March 10, 2021, 07:27:22 PM
ইদানিং এটি প্রতিয়মান হচ্ছে যে আমরা শুধু বাংলা মেইন যে বোর্ড আছে সেখানেই পোস্ট করে যাচ্ছি কিন্তু একটু উপরে লক্ষ করলে দেখা যাবে নতুন কিছু চাইল বোর্ড আছে যেখানে আমাদের মডারেটর সহ বেশ কয়েকজন অক্লান্ত পরিশ্রম করে অনেক ট্রপিক ক্রিয়েট করেছেন। আসুন আমরা সবাই মিলে তাদের কে উৎসাহিত করি এবং সেখানেও আমাদেরও কনট্রিবিউশন রাখি। সেখানে বিভিন্ন ধরনের চাইলবোর্ড বিশেষ করে বাউন্টি বিষয়ের একটি বোর্ড আছে যেখানে আপনি আপনার জিজ্ঞাসা বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যা আমদের অনেকেরই কাজে আসবে।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন  মেইনবোর্ডে  শুধু পোস্ট না করে আমাদেরকে চাইল্ড বোর্ডও পোস্ট করা উচিত। কারণ এখানে পোস্ট করে আমাদের অ্যাক্টিভিটি থাকা দরকার তাহলে আমাদের বাংলা ফরমের অনেক উপকার হবে ।  এখানে অনেক মূল্যবান পোষ্ট করা আছে যেগুলো মডারেটর বাইরা অনেক পরিশ্রম করে তৈরি করেছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং ওই  বোর্ড টিকে আমাদের মূল্য দিতে হবে এটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ ।


 ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Rothi roy on March 11, 2021, 03:37:27 AM
বাংলায় বেশকিছু চাইল্ড বোর্ড থাকলেও আমি নতুন ইউজার হিসেবে এটা জানতাম না। কিন্তু এখন থেকে আমি সব বোর্ডে গিয়ে নিয়মিত পোস্ট করবে এবং একটিভ থাকব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান তথ্যটি জানানোর জন্য। সবার সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই আপনারা সবাই বাংলা সব বোর্ড এ নিয়মিত পোস্ট করে আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাবে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Goldlife on March 11, 2021, 06:05:41 AM
ইদানিং এটি প্রতিয়মান হচ্ছে যে আমরা শুধু বাংলা মেইন যে বোর্ড আছে সেখানেই পোস্ট করে যাচ্ছি কিন্তু একটু উপরে লক্ষ করলে দেখা যাবে নতুন কিছু চাইল বোর্ড আছে যেখানে আমাদের মডারেটর সহ বেশ কয়েকজন অক্লান্ত পরিশ্রম করে অনেক ট্রপিক ক্রিয়েট করেছেন। আসুন আমরা সবাই মিলে তাদের কে উৎসাহিত করি এবং সেখানেও আমাদেরও কনট্রিবিউশন রাখি। সেখানে বিভিন্ন ধরনের চাইলবোর্ড বিশেষ করে বাউন্টি বিষয়ের একটি বোর্ড আছে যেখানে আপনি আপনার জিজ্ঞাসা বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যা আমদের অনেকেরই কাজে আসবে।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই বাংলা চাইল্ড বোর্ডে আমাদের মডারেটররা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু ট্রাফিক তৈরি করে রেখেছে যদি কারো সমস্যা হয় সেখানে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন এবং যদি আপনার আরও যদি ভালো কিছু জানা থাকে তাহলে ওখানে কিন্তু শেয়ার করতে পারেন এত পরে আমরা যারা জানেনা তারা কিন্তু সেখানে গিয়ে সেখানে গিয়ে পড়ে বুঝে শুনে কাজ করতে পারব এবং এতে করে সবার উপকার হবে ।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Fariwala on March 11, 2021, 08:01:40 AM
ইদানিং এটি প্রতিয়মান হচ্ছে যে আমরা শুধু বাংলা মেইন যে বোর্ড আছে সেখানেই পোস্ট করে যাচ্ছি কিন্তু একটু উপরে লক্ষ করলে দেখা যাবে নতুন কিছু চাইল বোর্ড আছে যেখানে আমাদের মডারেটর সহ বেশ কয়েকজন অক্লান্ত পরিশ্রম করে অনেক ট্রপিক ক্রিয়েট করেছেন। আসুন আমরা সবাই মিলে তাদের কে উৎসাহিত করি এবং সেখানেও আমাদেরও কনট্রিবিউশন রাখি। সেখানে বিভিন্ন ধরনের চাইলবোর্ড বিশেষ করে বাউন্টি বিষয়ের একটি বোর্ড আছে যেখানে আপনি আপনার জিজ্ঞাসা বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যা আমদের অনেকেরই কাজে আসবে।
বর্তমানে কেন্দ্রপরা মেয়ে অবস্থা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে আপনারা এরকম দিন দিন উন্নতির শিখরে যাওয়ার জন্য এখানে প্রতিনিয়ত কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করে যান এবং উন্নতি হবে বলে আমি মনে করছি এবং উপরের দিকে একটু লক্ষ্য রাখবে ভালোভাবে পোস্ট করা হয় এবং এখান থেকে করে রেখেছে সেগুলো পড়ে আপনি অনেক উপকৃত হবেন বলে আমি মনে করি তাই চাইলে পড়ে গিয়ে আপনি আপনার কথাগুলো শেয়ার করতে পারেন এবং আপনি যেটা বুঝেন না সেটা সেখান থেকে জেনে নিতে পারেন
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Magepai on March 12, 2021, 02:24:22 PM
আমাদের বাংলা কিন্তু চাইল্ড বোর্ড খোলা হয়েছে তাই আপনারা অবশ্যই সেখানে পোস্ট করতে পারবেন। কানে বিভিন্ন ধরনের ট্রপিক রয়েছে সেগুলোতে আপনারা আলোচনা করতে পারেন।‌আমি মনে করি নতুন ইউজার যারা রয়েছে তাদের জন্য ওখানে পোস্ট করতে বেশি সুবিধা হবে। আমাদের চাইল্ড বোর্ডে দেখা যাচ্ছে ট্রপিক এর সংখ্যা খুবই কম তাই সবাই একটু চেষ্টা করবেন সেখানে কিছু কিছু টপিক তৈরি করার জন্য। কি করে দেখা যাবে নতুন ইউজারদের অনেক সুবিধে হবে।তাই এখন থেকে সবাই কিছু কিছু চেষ্টা করবেন চাইল্ড বোর্ডে গিয়ে পোস্ট দিতে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Tubelight on March 19, 2021, 05:48:40 PM
ইতোমধ্যেই দেখতে পেলাম শুধু মাত্র বাংলাভাষীদের সুবিধার জন্য বাংলা বোর্ডে অনেকগুলো চাইল্ড বোর্ড গঠন করা হয়েছে যেখানে আলাদা আলাদা সেকশনের পোস্টগুলো সুন্দরভাবে সাজানো আছে। এখন যদি কারো কোনো বিষয়ে জানতে অসুবিধা হয় তাহলে সে খুব সহজেইয় তার সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবে এই চাইল্ড বোর্ডের মাধ্যমে।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: saidul2105 on March 19, 2021, 06:09:07 PM
আমাদের বাংলা লোকাল বোর্ডে মেইন সেকশনের পাশাপাশি কিছু চাইল্ড বোর্ড আছে যেখানে আমাদের ফোরাম সম্পর্কিত সকল বিষয় আলাদা আলাদা ভাবে আমরা আলোচনা করতে পারি।  নতুন হিসেবে যারা ফোরামে জয়েন করেন তাদের বেশির ভাগই দেখা যায় যে মেইন সেকশনে পোস্ট দেওয়ার জন্য হুমরি খেয়ে পরে।  আমি কে বলতে চাই, অনুগ্রহ পূর্বক আপনারা শুধু মেইন সেকশনে পোস্ট না করে চাইল্ড বোর্ডেও পোস্ট করুন।  সেখান থেকে আমরা সবাই নানা টপিক সম্পর্কে  জানতে পারবো।  নির্দিষ্ট সেকশনে গিয়ে একটু খুজলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিক খুজে পেতে পারি।                                                 
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: kulkhan on March 19, 2021, 07:03:57 PM
আমাদের বাংলা বোর্ডকে ভালো অবস্থানে নিতে চাইলে বাংলা মেইন বোর্ড সহ চাইল্ড বোর্ডে ও আমাদের একটিভ থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই প্রয়োজনি তথ্যটি সামনে তুলে ধরেছেন এজন্য। আমি আবারও সকলকে মনে করিয়ে দিতে চাই যারা বাংলা বোর্ডকে ভালো বাসেন বাংলা বোর্ডকে ভালো অবস্থানে নিতে চান তারা অবশ্যই চাইল্ড বোর্ডে একটিভ থাকবেন।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: EKRA13 on March 20, 2021, 02:40:41 AM
ভাই আপনি ঠিকই বলেছেন আমিও লক্ষ করছি যে ওইসব চাইল্ডবোড গুলোতে তেমন কেউ টপিক বা পোস্ট তৈরী করছে না। আমাদের মডারেটর মালাম ভাই সহ অনেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলের উচিত সেখানেও নতুন নতুন টপিক এবং পোস্ট তৈরি করা।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Damrai5$ on March 20, 2021, 05:16:07 AM
আমাদের যে চাইল্ড বোর্ড রয়েছে সেখানে যদি আমরা সবাই কিছু-কিছু পোষ্ট করি তাহলে কিন্তু আমাদের চায়ের বোর্ড অনেক উন্নত হবে। এবং আমাদের মিন বাংলা ফোরামে যে পোস্ট দেই তার পাশাপাশি কিছু কিছু যদি সাইল বোর্ড গুলো তে কিছু কিছু পোষ্ট দেই তাহলে কিন্তু চাইল্ড বোর্ড অনেক উন্নত হবে। অনেক নতুন ইউজার রয়েছে যারা চাইল্ড উঠে গেলে তাদের পোস্ট করতে অনেক সুবিধা হবে। এবং আমাদের বাংলা বোর্ডে কিন্তু এখন আগের থেকে অনেক অ্যাক্টিভিটি সংখ্যা কমে গেছে সবাই আসুন আমরা সবাই বাংলা বোর্ডকে উন্নত করি।
Title: Re: বাংলায় বেশ কিছু চাইল বোর্ড খোলা আছে সেখানে আপনাদের আমন্ত্রন প্রসংঙ্গে।
Post by: Dark Knight on March 20, 2021, 09:12:28 AM
হ্যাঁ ভাই ঠিক কথা বলেছেন। আমাদের লোকাল বোর্ডে আটটা চাইল্ড বোর্ড আছে। এখানে যদি আমরা পোস্টকরি তাহলে কিন্তু আমাদের এই চাইল্ড বোর্ডগুলো উন্নত হবে। এখন দেখা যায় মানুষ চাইল্ড বোর্ড গ্রুপে পোস্ট করে না। তারা এগুলো অবজ্ঞা করে কিনা সেটা আমার জানা নেই।কিন্তু এই চাইল্ড বোর্ডগুলো যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে অনেক নতুন ইউজার আছে যাদের পোস্ট করতে একটু হলেও সমস্যা হবে। তাই আমাদের সকলের সম্মিলিত ভাবে চাইল্ড বোর্ড গুলোতে পোস্ট করা উচিত। কারণ আমাদের নিজেদের ফোরাম আমাদের নিজেদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে।