Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Malam90 on February 16, 2021, 01:50:21 PM

Title: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Malam90 on February 16, 2021, 01:50:21 PM
বিটকয়েন নিয়ে জাতীয় দৈনিক বণিক বার্তার অনলাইনে যে খবরটি প্রকাশিত হয়েছে তা হুবহু তুলে ধরা হলো-
ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকারীদের অনেকের কাছেই বিটকয়েন একটি পরিচিত প্রত্যয়। আজ থেকে প্রায় এক যুগ আগে এর যাত্রা। যদিও শুরু থেকেই এর গ্রহণযোগ্যতা নিয়ে নেতিবাচক নানা ধারণা ও সন্দেহ ছিল। তবে সব সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে অনলাইনভিত্তিক এ মুদ্রাব্যবস্থা।

ইলেকট্রিক গাড়ির জন্য বিখ্যাত আমেরিকান কোম্পানি ‘টেসলা’ এরই মধ্যে এ মুদ্রাব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে লেনদেনের জন্য প্রতিষ্ঠানটি ১৫০ কোটি মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন কিনে নিয়েছে।

এদিকে উবার ও মাস্টারকার্ড বলছে, তারাও বিটকয়েনে লেনদের পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো প্রতিষ্ঠান ব্যাংক অব নিউইয়র্ক মেলন ঘোষণা করেছে, এ লক্ষ্যে ‘ডিজিটাল অ্যাসেটস’ নামে একটি ইউনিট গঠন করেছে তারা। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর বিটকয়েন গ্রহণের উদ্যোগ এবং বিশ্বব্যাপী এর পরিচিতির কারণে অচিরেই একটি বিকল্প মুদ্রাব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

তাই আপনি যদি মনে করে থাকেন এ মুদ্রাব্যবস্থা সম্পর্কে আপনার জানা থাকা ভালো কিংবা বর্তমান প্রযুক্তির জ্ঞাননির্ভর বিশ্বে নিজেকে আরো সমৃদ্ধ করতে চান, তবে তা জানার এখনই সময়।

বিটকয়েন কী?

বিটকয়েন হলো একটি গোপন মুদ্রাব্যবস্থা। জাপানি বংশোদ্ভূত সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তির হাত ধরে ২০০৯ সালে এর যাত্রা হয়। এর লেনদেন হয়ে থাকে ‘পিয়ার টু পিয়ার’ বা গ্রাহক থেকে গ্রাহকের কাছে। কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে তা সম্পন্ন হয়। কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না। বেনামে লেনদেনের কারণে সংরক্ষিত থাকে ব্যক্তির পরিচয়। এটাকে এক ধরনের সাংকেতিক মুদ্রাও বলা হয়।


সবচেয়ে মজার বিষয়টি হলো বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রাব্যবস্থা হওয়ায় এর কোনো বাহ্যিক ব্যবহার নেই। অর্থাৎ এটা ধরা-ছোঁয়া যায় না। এটির বিকেন্দ্রিক পদ্ধতির কারণে কোনো ব্যাংক বা সরকার এটিকে নিয়ন্ত্রণ করতে পারে না।

বর্তমানে ‘ওভারস্টক.কম’ থেকে ‘পেপাল’ পর্যন্ত সবক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। দিন দিন বিটকয়েন ব্যবহারের ক্ষেত্রের তালিকা আরো সমৃদ্ধ হচ্ছে।

একটি বড় অংশের মানুষ বিটকয়েনকে বিনিয়োগের একটি ভালো মাধ্যম হিসেবে দেখছে। এটি নিশ্চিতভাবেই সত্য বলে প্রমাণ হয় এ কারণে যে চলতি সপ্তাহে বিটকয়েন সব সময়ের রেকর্ড ভেঙে ৪৯ হাজার মার্কিন ডলারে মাইলফলক ছুঁয়েছে।

কোথা থেকে কিনবেন?

একটি বিষয় মনে রাখতে হবে, বিটকয়েন শতভাগ ডিজিটাল। এর মার্কেটপ্লেস ‘বিটকয়েন এক্সচেঞ্জ’ নামে পরিচিত। যেখানে প্রচলিত মুদ্রার বিনিময়ে বিটকয়েন বেচাকেনা করা যায়। এর মধ্যে কয়েনবেইজ হলো শীর্ষ মুদ্রা বিনিময় ব্যবস্থা। এছাড়া রয়েছে কয়েনমামা, সিইএক্স.আইও এবং জেমিনি।

কোথায় রাখবেন আপনার বিটকয়েন?

সাধারণ টাকা-পয়সা আমরা মানিব্যাগ বা ওয়ালেটে রাখি। টাকার পরিমাণ বেশি হলে আমরা ব্যাংকমুখী হই। কিন্তু ধরা-ছোঁয়ার বাইরে তথা কোনো বাহ্যিক অবয়ব না থাকায় বিটকয়েন রাখতে হয় ডিজিটাল ওয়ালেটে। ক্লাউড কিংবা কম্পিউটারের মতো ডিজিটাল ওয়ালেটে তা সংরক্ষণ করতে হয়। এটি ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্টের মতোই একটি ব্যবস্থা। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মতো এর ওপর রাষ্ট্রের তথা কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তবে চাইলে কোনো দেশ বা কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েন ব্যবস্থা চালুর অনুমতি নাও দিতে পারে। বাংলাদেশে বিটকয়েন মুদ্রার বৈধতা এখনো দেয়া হয়নি।

বিটকয়েন কতটা নিরাপদ?

ক্রিপ্টো কারেন্সি প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি মুদ্রাব্যবস্থা। শেয়ারবাজারের মতোই এর মূল্য প্রায়ই ওঠানামা করে। সেজন্য লাভের পাশাপাশি এতে লোকসানের ঝুঁকিও রয়েছে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার করা যাক। চলতি বছরের জানুয়ারিতে বিটকয়েনের মূল্য বেড়ে ৪২ হাজার মার্কিন ডলারে পৌঁছে, তার পর আবার সেটির মূল্য নেমে আসে ৩০ হাজার ডলারে। এর পরই তা আবার বেড়ে ৪০ হাজার ডলারে এসে পৌঁছায়। এক সপ্তাহের মধ্যেই বিটকয়েনের মূল্যের এ উত্থান-পতন হয়।

এছাড়া ডিজিটাল মুদ্রাব্যবস্থায় আরো কিছু সহজাত ঝুঁকি রয়েছে। এ ব্যবস্থায় সার্ভার হ্যাক হওয়া, ফাইল ডিলিট হয়ে যাওয়া কিংবা পাসওয়ার্ড হারানোর অর্থই হলো চিরতরে ফান্ড হারিয়ে ফেলা। মূলত এসব কারণে পুরোপুরি অনলাইনভিত্তিক বিটকয়েনকে ‘অনিরাপদ’ বলে থাকেন এর সমালোচকরা। সোর্স লিংক (https://bonikbarta.net/home/news_description/256056/বিটকয়েনের-যেসব-বিষয়-জানা-জরুরি)
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: iRan Chy on February 17, 2021, 06:16:21 AM
জ্বি ভাই, প্রত্যেক কিছুরই ভাল - খারাপ দুটি দিক আছে। তবে আমাদের কে সচেতন থেকে বিটকয়েনের সাথে থাকতে হবে। তবেই হবে কৃপ্টোর জয়। ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ এই খবরটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Maxtel on February 18, 2021, 02:14:08 AM
ভাই গুরুত্বপূর্ণ সুন্দর তথ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় সকল কিছুর ভালো-মন্দ দিক রয়েছে। সবথেকে আমাদের জন্য ভালো হবে আমরা সকল দিকে খেয়াল রেখেই বিটকয়েন লেনদেন করব।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: SMACK on February 18, 2021, 06:27:13 AM
অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য। বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরী তা আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। এবং ফোরামে আমরা যারা নতুন সদস্য রয়েছে তারা একটু দেখে শুনে তারপরে সবকিছু লেনদেন করব।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Malam90 on February 21, 2021, 05:27:38 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেভাবে দেশের পত্র পত্রিকায়,  সোস্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে তাতে করে নতুন করে সবাই আগ্রহী হয়ে উঠছে বিটকয়েন নিয়ে। আর এটাই হচ্ছে নেগেটিভ মার্কেটিং এর পজেটিভ ফলাফল।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Dark Knight on February 21, 2021, 01:56:58 PM
যতই দিন যাচ্ছে মানুষ ততোই ক্রিপ্টোকারেন্সি প্রতি আকৃষ্ট হচ্ছে। বিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা। বিটকয়েন সারা বিশ্বের মানুষের কাছেই জনপ্রিয়। অনেক ধন্যবাদ বিটকয়েন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। বিটকয়েন সম্পর্কে আমাদের যা জানা প্রয়োজন তা আপনি বিস্তারিত ভাবে বলে দিয়েছেন। আমরা যারা নতুন তারা সবাই একটু বুঝে শুনে লেনদেন করব।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: ttcsalam on February 21, 2021, 05:33:59 PM
নিউজ দেখে যেমন ভালো লাগছে একই সাথে ভয় ও পাচ্ছি । মার্কেটে যে জিনিস নিয়ে বেশি আলোচনা হয় তখন সেই জিনিস এর নেতিবাচক প্রভাব পড়ে এখন অপেক্ষার পালা আমরা যারা আউটসোসিং এর সাথে জড়ীত দিন রাত প্ররিশ্রম করি আবার ভয় ও পাই সত্যি খুবই উদ্বেগের বিষয় এটা।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Malam90 on February 22, 2021, 09:06:20 AM
নিউজ দেখে যেমন ভালো লাগছে একই সাথে ভয় ও পাচ্ছি । মার্কেটে যে জিনিস নিয়ে বেশি আলোচনা হয় তখন সেই জিনিস এর নেতিবাচক প্রভাব পড়ে এখন অপেক্ষার পালা আমরা যারা আউটসোসিং এর সাথে জড়ীত দিন রাত প্ররিশ্রম করি আবার ভয় ও পাই সত্যি খুবই উদ্বেগের বিষয় এটা।

কিসের ভয়? যত আলোচনা হবে তত সরকারের টনক নড়বে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে সরকারকে ভাবতে হবে নতুবা পস্তাবে। এজন্য হয়তো দেখেন ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়েছে কিভাবে কি করা যায়?  দেখবেন বৈধতা পেলে তখন আর উদ্বেগ থাকবেনা। আর হা বৈধ হলে তখন আয়ও কমে যাবে কারণ বেশি মানুষের আগমন ঘটবে।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Cleanerbd on March 02, 2021, 07:25:31 AM
নিউজ দেখে যেমন ভালো লাগছে একই সাথে ভয় ও পাচ্ছি । মার্কেটে যে জিনিস নিয়ে বেশি আলোচনা হয় তখন সেই জিনিস এর নেতিবাচক প্রভাব পড়ে এখন অপেক্ষার পালা আমরা যারা আউটসোসিং এর সাথে জড়ীত দিন রাত প্ররিশ্রম করি আবার ভয় ও পাই সত্যি খুবই উদ্বেগের বিষয় এটা।

কিসের ভয়? যত আলোচনা হবে তত সরকারের টনক নড়বে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে সরকারকে ভাবতে হবে নতুবা পস্তাবে। এজন্য হয়তো দেখেন ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়েছে কিভাবে কি করা যায়?  দেখবেন বৈধতা পেলে তখন আর উদ্বেগ থাকবেনা। আর হা বৈধ হলে তখন আয়ও কমে যাবে কারণ বেশি মানুষের আগমন ঘটবে।
যদি বাংলাদেশে বিটকয়েন বৈধতা হয় তাহলে সকল ব্যবহারকারীর জন্য ভালো হবে।  এর ফলে সকলে ক্রিপটো মুদ্রা দিয়ে অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে এবং এর জন্য ট্রাক্স দেওয়া লাগতে পারে। বিটকয়েন বৈধ হলে অনেক লোক এর সমাগম হবে আর তখন আয় কমে যেতে পারে। তবে আমি বলতে চাই যারা ক্রিপটো বিশ্বে পুরাতন তারা সবসময় বস থাকবেই এবং আয় ও ভালো করতে পারবে
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: babu10 on March 02, 2021, 08:27:57 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেভাবে দেশের পত্র পত্রিকায়,  সোস্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে তাতে করে নতুন করে সবাই আগ্রহী হয়ে উঠছে বিটকয়েন নিয়ে। আর এটাই হচ্ছে নেগেটিভ মার্কেটিং এর পজেটিভ ফলাফল।

তা ঠিক আছে কিন্তু সমস্যতো অন্য জায়গায়। যতক্ষণ না পর্যন্ত সরকার এটাকে বৈধ না করছে ততক্ষণ পর্যন্ত আইন শৃংখলা বাহিনী তাদের ধরপাকড় থামাবেনা। তাই যেই কোন সময় যদি বিটকয়েন সম্পর্কিত লেনদেনের কারনে আপনাকে আমাকে আটক করে তবে জেলে যাইতেই হবে কোন মাফ নাই সাথে সামাাজিক একটা হেনস্থাতো আছেই। কারণ সাধারণ লোকজন এত কিছু বুঝবেনা যখন দেখবে আপনার ছবি মিডিয়ায় প্রচার হচ্ছে তখন তারা আপনার সম্পর্কে জেনে না জেনে খারাপ মন্তব্য করা শুরু করবেই।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: ExtraPoint on March 10, 2021, 02:11:37 PM
অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিটকয়েন নিয়ে গুরুত্বপূর্ণ টপিকআমাদের মাঝে তুলে ধরার জন্য। আমাদের মত নতুন ইউজারদের জন্য একটি খুবই উপকারী একটি তথ্য।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Rothi roy on March 14, 2021, 05:00:41 AM
বর্তমানে ক্রিপ্টো মার্কেট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এখন আমরা আমাদের বাংলাদেশি টিভি চ্যানেল গুলো খেয়াল করলে দেখতে পাবো প্রায় চ্যানেলগুলোতে বিটকয়েন নিয়ে খবর প্রচার করা হয়। আর এর জন্য মানুষ আরো আগ্রহী হয়ে উঠছে।
প্রত্যেকটা জিনিসের ভালো-মন্দ দুটো দিক আছে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিটকয়েন নিয়ে পোষ্ট করার জন্য।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Mj joy on March 15, 2021, 05:54:17 AM
বিটকয়েন নিয়ে জাতীয় দৈনিক বণিক বার্তার অনলাইনে যে খবরটি প্রকাশিত হয়েছে তা হুবহু তুলে ধরা হলো-
ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকারীদের অনেকের কাছেই বিটকয়েন একটি পরিচিত প্রত্যয়। আজ থেকে প্রায় এক যুগ আগে এর যাত্রা। যদিও শুরু থেকেই এর গ্রহণযোগ্যতা নিয়ে নেতিবাচক নানা ধারণা ও সন্দেহ ছিল। তবে সব সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে অনলাইনভিত্তিক এ মুদ্রাব্যবস্থা।

ইলেকট্রিক গাড়ির জন্য বিখ্যাত আমেরিকান কোম্পানি ‘টেসলা’ এরই মধ্যে এ মুদ্রাব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে লেনদেনের জন্য প্রতিষ্ঠানটি ১৫০ কোটি মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন কিনে নিয়েছে।

এদিকে উবার ও মাস্টারকার্ড বলছে, তারাও বিটকয়েনে লেনদের পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো প্রতিষ্ঠান ব্যাংক অব নিউইয়র্ক মেলন ঘোষণা করেছে, এ লক্ষ্যে ‘ডিজিটাল অ্যাসেটস’ নামে একটি ইউনিট গঠন করেছে তারা। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর বিটকয়েন গ্রহণের উদ্যোগ এবং বিশ্বব্যাপী এর পরিচিতির কারণে অচিরেই একটি বিকল্প মুদ্রাব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

তাই আপনি যদি মনে করে থাকেন এ মুদ্রাব্যবস্থা সম্পর্কে আপনার জানা থাকা ভালো কিংবা বর্তমান প্রযুক্তির জ্ঞাননির্ভর বিশ্বে নিজেকে আরো সমৃদ্ধ করতে চান, তবে তা জানার এখনই সময়।

বিটকয়েন কী?

বিটকয়েন হলো একটি গোপন মুদ্রাব্যবস্থা। জাপানি বংশোদ্ভূত সাতোশি নাকামোতো নামে এক ব্যক্তির হাত ধরে ২০০৯ সালে এর যাত্রা হয়। এর লেনদেন হয়ে থাকে ‘পিয়ার টু পিয়ার’ বা গ্রাহক থেকে গ্রাহকের কাছে। কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে তা সম্পন্ন হয়। কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না। বেনামে লেনদেনের কারণে সংরক্ষিত থাকে ব্যক্তির পরিচয়। এটাকে এক ধরনের সাংকেতিক মুদ্রাও বলা হয়।


সবচেয়ে মজার বিষয়টি হলো বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রাব্যবস্থা হওয়ায় এর কোনো বাহ্যিক ব্যবহার নেই। অর্থাৎ এটা ধরা-ছোঁয়া যায় না। এটির বিকেন্দ্রিক পদ্ধতির কারণে কোনো ব্যাংক বা সরকার এটিকে নিয়ন্ত্রণ করতে পারে না।

বর্তমানে ‘ওভারস্টক.কম’ থেকে ‘পেপাল’ পর্যন্ত সবক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। দিন দিন বিটকয়েন ব্যবহারের ক্ষেত্রের তালিকা আরো সমৃদ্ধ হচ্ছে।

একটি বড় অংশের মানুষ বিটকয়েনকে বিনিয়োগের একটি ভালো মাধ্যম হিসেবে দেখছে। এটি নিশ্চিতভাবেই সত্য বলে প্রমাণ হয় এ কারণে যে চলতি সপ্তাহে বিটকয়েন সব সময়ের রেকর্ড ভেঙে ৪৯ হাজার মার্কিন ডলারে মাইলফলক ছুঁয়েছে।

কোথা থেকে কিনবেন?

একটি বিষয় মনে রাখতে হবে, বিটকয়েন শতভাগ ডিজিটাল। এর মার্কেটপ্লেস ‘বিটকয়েন এক্সচেঞ্জ’ নামে পরিচিত। যেখানে প্রচলিত মুদ্রার বিনিময়ে বিটকয়েন বেচাকেনা করা যায়। এর মধ্যে কয়েনবেইজ হলো শীর্ষ মুদ্রা বিনিময় ব্যবস্থা। এছাড়া রয়েছে কয়েনমামা, সিইএক্স.আইও এবং জেমিনি।

কোথায় রাখবেন আপনার বিটকয়েন?

সাধারণ টাকা-পয়সা আমরা মানিব্যাগ বা ওয়ালেটে রাখি। টাকার পরিমাণ বেশি হলে আমরা ব্যাংকমুখী হই। কিন্তু ধরা-ছোঁয়ার বাইরে তথা কোনো বাহ্যিক অবয়ব না থাকায় বিটকয়েন রাখতে হয় ডিজিটাল ওয়ালেটে। ক্লাউড কিংবা কম্পিউটারের মতো ডিজিটাল ওয়ালেটে তা সংরক্ষণ করতে হয়। এটি ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্টের মতোই একটি ব্যবস্থা। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মতো এর ওপর রাষ্ট্রের তথা কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তবে চাইলে কোনো দেশ বা কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েন ব্যবস্থা চালুর অনুমতি নাও দিতে পারে। বাংলাদেশে বিটকয়েন মুদ্রার বৈধতা এখনো দেয়া হয়নি।

বিটকয়েন কতটা নিরাপদ?

ক্রিপ্টো কারেন্সি প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি মুদ্রাব্যবস্থা। শেয়ারবাজারের মতোই এর মূল্য প্রায়ই ওঠানামা করে। সেজন্য লাভের পাশাপাশি এতে লোকসানের ঝুঁকিও রয়েছে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার করা যাক। চলতি বছরের জানুয়ারিতে বিটকয়েনের মূল্য বেড়ে ৪২ হাজার মার্কিন ডলারে পৌঁছে, তার পর আবার সেটির মূল্য নেমে আসে ৩০ হাজার ডলারে। এর পরই তা আবার বেড়ে ৪০ হাজার ডলারে এসে পৌঁছায়। এক সপ্তাহের মধ্যেই বিটকয়েনের মূল্যের এ উত্থান-পতন হয়।

এছাড়া ডিজিটাল মুদ্রাব্যবস্থায় আরো কিছু সহজাত ঝুঁকি রয়েছে। এ ব্যবস্থায় সার্ভার হ্যাক হওয়া, ফাইল ডিলিট হয়ে যাওয়া কিংবা পাসওয়ার্ড হারানোর অর্থই হলো চিরতরে ফান্ড হারিয়ে ফেলা। মূলত এসব কারণে পুরোপুরি অনলাইনভিত্তিক বিটকয়েনকে ‘অনিরাপদ’ বলে থাকেন এর সমালোচকরা। সোর্স লিংক (https://bonikbarta.net/home/news_description/256056/বিটকয়েনের-যেসব-বিষয়-জানা-জরুরি)
  ভাই আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর মূল্যবান একটি পোষ্ট করার জন্য ।  বিটকয়েন সম্পর্কে আপনি খুব ভালো একটি পোস্ট করেছেন বিটকয়েন সম্পর্কে আমার অনেক কিছুই অজানা ছিল আমি সবকিছুই এখন জানতে পারলাম আপনার পোষ্টটি পড়ে ।  এরকম তথ্যবহুল পোস্ট করলে আমাদের মত নতুন অনেক উপকৃত হবে ।  তবে আমি মনে করি ভার্চুয়াল জগতে বিটকয়েন যে   ভূমিকা পালন করে যাচ্ছে আমার মনে হয়  এটা আসলে ভবিষ্যতে খুব ভালো কিছু হয়ে দাঁড়াবে সারাবিশ্বে ।
Title: Re: বিটকয়েনের যেসব বিষয় জানা জরুরি! বণিক বার্তার খবর!!
Post by: Tubelight on March 16, 2021, 11:12:05 AM
আমরা সবকিছু জেনেই ক্রিপ্টোকারেন্সি তে এসেছি। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের সম্পূর্ণ অবৈধ এটা আমরা সকলেই জানি।তাই এসব খবর বার্তা হচ্ছে তাই এখন আমাদের দৈনিক খবর ব্যাথা সম্পর্কে ভালভাবে নজর দেওয়া উচিত। কারণ কখন কি নিউজ আছে তা বলা যায় না।