Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 18, 2021, 04:29:10 AM

Title: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on February 18, 2021, 04:29:10 AM
আমি গত কিছুদিন যাবৎ দেখতেছি অনেক বাংলাদেশী ইউজার সেখানে স্পাম করতেছেন। বাউন্টির রুলস না পড়েই থ্রেডে লিংক জমা দিয়েই যাচ্ছেন। আমি নিজেও সতর্ক করে দিছি কমেন্ট করে। তারপরেও অনেকে এখনও করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আমার কাছে কয়েকজন মডারেটর রিপোর্ট করেছে-সব বাউন্টি থ্রেডের স্পামার অধিকাংশ বাংলাদেশী। এটা শুনতেও লজ্জা লাগে। যারা এখনও বাউন্টি থ্রেডে স্পাম করে যাচ্ছে তারা আজই বন্ধ করুন নতুবা আপনাদের জন্য গ্লোবাল মডারেটররা প্রস্তুত আছেন। আইডিতে ওয়ানিং খেতেও পারেন। সাবধান হউন। বাংলা বোর্ডে হলে আমি সতর্ক করতে পারি কিন্তু গ্লোবাল সেকশনে স্পাম করলে সেটা সবাই দেখে। তাই শাস্তি এড়াতে অন্তত আর কেউ বাউন্টি থ্রেডে স্পাম করবেন না। আমাদের বাংলাদেশীদের মান সম্মান আর ডুবাইয়েন না। রুলস ভালো করে পড়ে কাজ করবেন। না বুঝলে আমাদের বাংলা বোর্ডে বাউন্টির জন্য চাইল্ডবোর্ড আছে সেখানে আলোচনা করুন। সাবধান হউন, নতুবা মডরা ধরে শাস্তি দিলে তখন আমার কিছু করার থাকবেনা।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on February 18, 2021, 05:11:58 AM
কয়েজনজন ভাইকে নিজের মত মনে করে তাদেরকে পিএম দিয়েছি। যাতে তারা দ্রুত সব ঠিক ঠাক করে নিতে পারেন। আশা করছি তারা আমার পিএম পেয়ে সাবধান হয়ে নিজেদেরকে সামনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। তাদের জন্য শুভ কামনা থাকলো। আশা করছি আপনারা আমার কষ্টকে নিজেদের জন্য আশির্বাদ মনে করে ভালো ভাবে এখন থেকে কাজ করবেন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Dark Knight on February 18, 2021, 05:37:36 AM
হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন অনেকেই আছেন যারা বাউন্টি রুলস গুলো না পড়েই থ্রেডে লিংক জমা দেয়।বিশেষ করে যারা নতুন ইউজার তারা এই ভুলটা বেশি করে। তাই আপনারা যারা নতুন ইউজারতারা সবাই বাউন্টি সম্পর্কে না বুঝলে আমাদের ফোরামের বড় ভাইদের কাছ থেকে জেনে নিবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। আপনারা সবাই আমাদের এই ফোরামের সম্মান বজায় রাখুন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: iRan Chy on February 18, 2021, 06:43:13 AM
কয়েজনজন ভাইকে নিজের মত মনে করে তাদেরকে পিএম দিয়েছি। যাতে তারা দ্রুত সব ঠিক ঠাক করে নিতে পারেন। আশা করছি তারা আমার পিএম পেয়ে সাবধান হয়ে নিজেদেরকে সামনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। তাদের জন্য শুভ কামনা থাকলো। আশা করছি আপনারার আমার কষ্টকে নিজেদের জন্য আশির্বাদ মনে করে ভালো ভাবে এখন থেকে কাজ করবেন।
ভাই ঐদিন না বুঝে ঐ আকাম করে ফেলেছিলাম।  :'( পরে বুঝতে পেরে আর করিনি। একটা জিনিস খেয়াল করলাম, আপনার এলার্ট পেয়েও অনেকে এই কাজ করে যাচ্ছে। এটা দেখে মনে হয়েছে আমার, এক্টিভিটি বাড়ানোর উদ্দেশ্যে এই কাজ করছে অনেকে। যা পরবর্তীতে একাউন্টের জন্য কাল হয়ে দাড়াবে। সবাইকে বিষয়টি বুঝা উচিৎ যে এক্টিভিটির জন্য আলাদা অনেক টপিক আছে। কিন্তু তারা এগুলোতে পোস্ট না করে বাউন্টি সেকশনে গিয়ে স্পাম করছে।       
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on February 18, 2021, 07:26:37 AM
কয়েজনজন ভাইকে নিজের মত মনে করে তাদেরকে পিএম দিয়েছি। যাতে তারা দ্রুত সব ঠিক ঠাক করে নিতে পারেন। আশা করছি তারা আমার পিএম পেয়ে সাবধান হয়ে নিজেদেরকে সামনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। তাদের জন্য শুভ কামনা থাকলো। আশা করছি আপনারার আমার কষ্টকে নিজেদের জন্য আশির্বাদ মনে করে ভালো ভাবে এখন থেকে কাজ করবেন।
ভাই ঐদিন না বুঝে ঐ আকাম করে ফেলেছিলাম।  :'( পরে বুঝতে পেরে আর করিনি। একটা জিনিস খেয়াল করলাম, আপনার এলার্ট পেয়েও অনেকে এই কাজ করে যাচ্ছে। এটা দেখে মনে হয়েছে আমার, এক্টিভিটি বাড়ানোর উদ্দেশ্যে এই কাজ করছে অনেকে। যা পরবর্তীতে একাউন্টের জন্য কাল হয়ে দাড়াবে। সবাইকে বিষয়টি বুঝা উচিৎ যে এক্টিভিটির জন্য আলাদা অনেক টপিক আছে। কিন্তু তারা এগুলোতে পোস্ট না করে বাউন্টি সেকশনে গিয়ে স্পাম করছে।       

আমি যেহেতু সিনেটর, এবং লোকাল মড, তাই আমাকে অনেক মড আগেই সতর্ক করে দেয় কারণ তারা জানে আমি আমার লোকাল সেকশনের প্রতি দরদী। কারো কিছু হওয়ার আগে আগলে রাখি। এজন্য তারা আমাকে কোন সমস্যা দেখলে বলে দেয যাতে আমি আমার ভাইদেরকে সতর্ক করে দিতে পারি এবং তারাও শুধরে নিতে পারেন। আসলে অলটকয়েনটকের প্রায় সবারই সহযোগীতামুলক মনমানসিকতা আছে। তাই আমাদের ও উচিত সতর্কতার সাথে কাজ করা। এটার সাথে নির্ভর করে আমাদের সুনাম। তবে দূঃক্ষের বিষয় হচ্ছে- কেউ এমন করলে আমি অনেক সময় তাদেরকে পিএম দিয়ে জানিয়ে দেই দ্রুত ঠিক করে নেওয়ার জন্য। কিন্তু অনেকেই মাইন্ড করে বসেন, অথচ তাদের ভালোর জন্যই করে থাকি। হয়তো সামনের দিনে এমন করলে আর পিএম দিবোনা। যার ক্ষতি তারই হবে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: babu10 on February 18, 2021, 07:59:36 AM
আমি গত কিছুদিন যাবৎ দেখতেছি অনেক বাংলাদেশী ইউজার সেখানে স্পাম করতেছেন। বাউন্টির রুলস না পড়েই থ্রেডে লিংক জমা দিয়েই যাচ্ছেন। আমি নিজেও সতর্ক করে দিছি কমেন্ট করে। তারপরেও অনেকে এখনও করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আমার কাছে কয়েকজন মডারেটর রিপোর্ট করেছে-সব বাউন্টি থ্রেডের স্পামার অধিকাংশ বাংলাদেশী। এটা শুনতেও লজ্জা লাগে। যারা এখনও বাউন্টি থ্রেডে স্পাম করে যাচ্ছে তারা আজই বন্ধ করুন নতুন আপনাদের জন্য গ্লোবাল মডারেটররা প্রস্তুত আছে। আইডিতে ওয়ানিং খেতেও পারেন। সাবধান হউন। বাংলা বোর্ডে হলে আমি সতর্ক করতে পারি কিন্তু গ্লোবাল সেকশনে স্পাম করলে সেটা সবাই দেখে। তাই শাস্তি এড়াতে অন্তত আর কেউ বাউন্টি থ্রেডে স্পাম করবেন না। আমাদের বাংলাদেশীদের মান সম্মান আর ডুবাইয়েন না। রুলস ভালো করে পড়ে কাজ করবেন। না বুঝলে আমাদের বাংলা বোর্ডে বাউন্টির জন্য চাইল্ডবোর্ড আছে সেখানে আলোচনা করুন। সাবধান হউন, নতুবা মডরা ধরে শাস্তি দিলে তখন আমার কিছু করার থাকবেনা।

বিষয়টা খুবই দুঃখজনক আমাদের দেশের জন্য কারণ এতে আমাদের দেশ সম্পর্কে একটা বিরুপ প্রতিক্রিয়া তৈরী হয় আর্ন্তজাতিক মহলে। কোন কিছু না বুঝরে অবশ্যই আমাকে অথবা মডারেটর ভাইকে জিজ্ঞাসা করতে পারেন নিঃদ্বিধায়। আপনারা ফোরামে পোষ্ট করে জিজ্ঞাসা করতে পারেন আবার খুব বেশী দরকার হলে ইনবক্সও করতে পারেন। কিন্তু নতুন ভাইদের প্রতি অনুরোধ আপনার না বুঝে পোষ্ট করবেননা কারন যেকোন বাউন্টি নিয়মকানুন সবসময় ভালো করে দেয়া থাকে তারপরও না বুঝলে তাদের টেলিগ্রাম এ জিজ্ঞাসা করতে পারেন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on February 18, 2021, 09:08:55 AM
Quote
ভাই, আপনাদের অনুরোধ করছি বাউন্টি সেকশনে স্পম কইরেন না। দয়া করে। আপনারা আমার ভাই। আপনাদের আইডিতে স্পামের কারণে কেউ ওয়ানিং দিক তা আমি চাইনা বলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। দ্রুত আপনারা পোস্ট ডিলিট করুন। আর এমন কাজ কইরেন না ভাই।
https://www.altcoinstalks.com/index.php?topic=193081.0

আমি এই ম্যাসেজটা কয়েকজন ভাইকে দিছি পিএম দিয়ে যাতে তারা তাদের সমস্যাগুলো ঠিক করে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন ফোরামে। কয়েকজন পিএম পেয়ে বলেছে-ভাই ধন্যবাদ। আমরা ঠিক করে নিব।  অথচ একজন ভদ্রলোক আমাকে রিপ্লাই দিছে এটা

Quote
ভাই কোথায় স্পামিং করলাম লিংক দেন। আপনি যে পিএম দেন এটাই তো সবচেয়ে বড় স্পামিং।ভাই আমাদের পিএম দিয়ে প্লিজ উত্তপ্ত করবেন না ফোরামে এসেছি ইনকাম করার জন্য বাহাদুরি দেখায়েন না।

এখন আপনারা বলেন আমি কি ম্যাসেজ দিলাম আর উনি আমাকে কি উত্তর দিলেন?

তাহলে আমি এখন কি করতে পারি?
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Nostoman on February 18, 2021, 09:21:05 AM
@Malam90 পিএম না দিয়ে। বাংলা বোর্ডে পিন পোস্ট দিন। যারা স্পামিং করে তাদের প্রোফাইল লিংক ও ইউজারনেম সেখানে পোস্ট করে সতর্ক করবেন। দ্বিতীয়বার করলে warning. তৃতীয় বার করলেই স্টাইক।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on February 18, 2021, 09:28:07 AM
@Malam90 পিএম না দিয়ে। বাংলা বোর্ডে পিন পোস্ট দিন। যারা স্পামিং করে তাদের প্রোফাইল লিংক ও ইউজারনেম সেখানে পোস্ট করে সতর্ক করবেন। দ্বিতীয়বার করলে warning. তৃতীয় বার করলেই স্টাইক।

ধন্যবাদ ভাই, সুন্দর পরামর্শের জন্য।

আমি চেযেছিলাম গোপনে পিএম দিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য। অথচ এক ভদ্রলোক আমাকে থ্রেড দিলো। তাকে বুঝা উচিৎ ছিলো মডারেটর আমাকে কি বলেছেন, আর আমি তাকে কি বল্লাম। আমি চাইলে তাকে এর জন্য শাস্তি দিতে পারতাম তবে প্রথমবার মাফ করে দিলাম। এমন অভদ্র আচরন ভবিষ্যতে যে করবে তাকে আমি আর ক্ষমা করবোনা। ফোরামের রুলস অনুযায়ী শাস্তি পাবে এমন করলে ভবিষ্যতে।  তবে এমন ব্যবহারের জন্য উক্ত ইউজারকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Nostoman on February 18, 2021, 09:30:20 AM
@Malam90 পিএম না দিয়ে। বাংলা বোর্ডে পিন পোস্ট দিন। যারা স্পামিং করে তাদের প্রোফাইল লিংক ও ইউজারনেম সেখানে পোস্ট করে সতর্ক করবেন। দ্বিতীয়বার করলে warning. তৃতীয় বার করলেই স্টাইক।

ধন্যবাদ ভাই, সুন্দর পরামর্শের জন্য।

আমি চেযেছিলাম গোপনে পিএম দিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য। অথচ এক ভদ্রলোক আমাকে থ্রেড দিলো। তাকে বুঝা উচিৎ ছিলো মডারেটর আমাকে কি বলেছেন, আর আমি তাকে কি বল্লাম। আমি চাইলে তাকে এর জন্য শাস্তি দিতে পারতাম তবে প্রথমবার মাফ করে দিলাম। এমন অভদ্র আচরন ভবিষ্যতে যে করবে তাকে আমি আর ক্ষমা করবোনা। ফোরামের রুলস অনুযায়ী শাস্তি পাবে এমন করলে ভবিষ্যতে।  তবে এমন ব্যবহারের জন্য উক্ত ইউজারকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে।


ফর মডারেটর সেকশনে রুলস আছে। সেগুলো দেখে নিয়ম মেনে যে কাউকে ওয়ার্নিং দিতে পারেন। অনেকে পিএম পছন্দ করেনা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Altcoin1998$ on February 18, 2021, 09:36:11 AM
পিএম দেওয়া খারাপ কিছু না কিন্তু পিএম এর রিপ্লে দেওয়া ও হুমকিমূলক রিপ্লে দেওয়া অবশ্যই অবশ্যই খারাপ। আমি এটা কখনো সাপোর্ট করবো না। মালাম দাদাভাই আপনি দয়া করে আমাকে পি এম দিয়ে ওই স্পামার এর নামটা বলুন। বাংলা সেকশন কে পরিষ্কার করার জন্য আমরা ফোরামে দায়িত্ব নিয়েছি আঙ্গুল চুষার জন্য নয়। আজ পিএম দিয়ে খারাপ কিছু মন্তব্য করবে হুমকি দেবে এটা আমরা কখনো মেনে নেব না। হয় আমরা থাকবো না হলে ফোরাম থেকে চিরতরে চলে যাব কিন্তু কখনো ফোরামকে বাংলা সেকশন স্পামার এর হাতে নষ্ট হতে দেব না। প্লিজ নামটা বলুন আর মডারেটর টেলি গ্রাম গ্রুপে এই নিয়ে চলেন আলোচনা করি। আজ পিএম দিবে, কালকে বুড়ো আঙুল দেখিয়ে বলবে মডারেটর কি চ্যাটের বাল। চলেন এদেরকে নির্মূল করে সংশোধন করে দেই। বাংলা ফোরাম বাংলার মাটির মতো সরস বানিয়ে ফেলি। নামটা বলুন পিএম দিয়ে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Nostoman on February 18, 2021, 09:39:41 AM
পিএম দেওয়া খারাপ কিছু না কিন্তু পিএম এর রিপ্লে দেওয়া ও হুমকিমূলক রিপ্লে দেওয়া অবশ্যই অবশ্যই খারাপ। আমি এটা কখনো সাপোর্ট করবো না। মালাম দাদাভাই আপনি দয়া করে আমাকে পি এম দিয়ে ওই স্পামার এর নামটা বলুন। বাংলা সেকশন কে পরিষ্কার করার জন্য আমরা ফোরামে দায়িত্ব নিয়েছি আঙ্গুল চুষার জন্য নয়। আজ পিএম দিয়ে খারাপ কিছু মন্তব্য করবে হুমকি দেবে এটা আমরা কখনো মেনে নেব না। হয় আমরা থাকবো না হলে ফোরাম থেকে চিরতরে চলে যাব কিন্তু কখনো ফোরামকে বাংলা সেকশন স্পামার এর হাতে নষ্ট হতে দেব না। প্লিজ নামটা বলুন আর মডারেটর টেলি গ্রাম গ্রুপে এই নিয়ে চলেন আলোচনা করি। আজ পিএম দিবে, কালকে বুড়ো আঙুল দেখিয়ে বলবে মডারেটর কি চ্যাটের বাল। চলেন এদেরকে নির্মূল করে সংশোধন করে দেই। বাংলা ফোরাম বাংলার মাটির মতো সরস বানিয়ে ফেলি। নামটা বলুন পিএম দিয়ে।

ঠিক বলেছেন ভাই। মডারেটর গ্রুপে আলোচনা করুন। দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Cz Rock on February 18, 2021, 09:39:50 AM
Quote
ভাই, আপনাদের অনুরোধ করছি বাউন্টি সেকশনে স্পম কইরেন না। দয়া করে। আপনারা আমার ভাই। আপনাদের আইডিতে স্পামের কারণে কেউ ওয়ানিং দিক তা আমি চাইনা বলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। দ্রুত আপনারা পোস্ট ডিলিট করুন। আর এমন কাজ কইরেন না ভাই।
https://www.altcoinstalks.com/index.php?topic=193081.0

আমি এই ম্যাসেজটা কয়েকজন ভাইকে দিছি পিএম দিয়ে যাতে তারা তাদের সমস্যাগুলো ঠিক করে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন ফোরামে। কয়েকজন পিএম পেয়ে বলেছে-ভাই ধন্যবাদ। আমরা ঠিক করে নিব।  অথচ একজন ভদ্রলোক আমাকে রিপ্লাই দিছে এটা

Quote
ভাই কোথায় স্পামিং করলাম লিংক দেন। আপনি যে পিএম দেন এটাই তো সবচেয়ে বড় স্পামিং।ভাই আমাদের পিএম দিয়ে প্লিজ উত্তপ্ত করবেন না ফোরামে এসেছি ইনকাম করার জন্য বাহাদুরি দেখায়েন না।

এখন আপনারা বলেন আমি কি ম্যাসেজ দিলাম আর উনি আমাকে কি উত্তর দিলেন?

তাহলে আমি এখন কি করতে পারি?
আমি আপনাকে বলব হয়তো সে বুঝে শুনে মেসেজটি দেয়নি। তাকে এবারকার মতো কিছু না বলে বুঝিয়ে বলুন আমি মনে করি একজন মানুষকে বুঝিয়ে বললে সে সবকিছু অবশ্যই বুঝতে পারবে। আমি জানি আপনি বাংলাদেশী মানুষের জন্য অনেক কিছু করেন। আপনাকে যে এই মেসেজটা দিয়ে থাকুক আমি মনে করি আপনি তাক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবেন না। আমাদের বাংলা সেকশন অনেক এগিয়ে যাচ্ছে। পরবর্তী সময় কেউ কোন মেসেজ দিতে হলে ভেবে চিন্তে মেসেজ দিবেন।এমন রকমের কোন মেসেজ দিবেন না যেটা থেকে কোন ইউজার অথবা মডারেটর ভাই আপনার মেসেজ দেখে কষ্ট পায়।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: ranaprime on February 18, 2021, 09:46:33 AM
Quote
ভাই, আপনাদের অনুরোধ করছি বাউন্টি সেকশনে স্পম কইরেন না। দয়া করে। আপনারা আমার ভাই। আপনাদের আইডিতে স্পামের কারণে কেউ ওয়ানিং দিক তা আমি চাইনা বলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। দ্রুত আপনারা পোস্ট ডিলিট করুন। আর এমন কাজ কইরেন না ভাই।
https://www.altcoinstalks.com/index.php?topic=193081.0

আমি এই ম্যাসেজটা কয়েকজন ভাইকে দিছি পিএম দিয়ে যাতে তারা তাদের সমস্যাগুলো ঠিক করে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন ফোরামে। কয়েকজন পিএম পেয়ে বলেছে-ভাই ধন্যবাদ। আমরা ঠিক করে নিব।  অথচ একজন ভদ্রলোক আমাকে রিপ্লাই দিছে এটা

Quote
ভাই কোথায় স্পামিং করলাম লিংক দেন। আপনি যে পিএম দেন এটাই তো সবচেয়ে বড় স্পামিং।ভাই আমাদের পিএম দিয়ে প্লিজ উত্তপ্ত করবেন না ফোরামে এসেছি ইনকাম করার জন্য বাহাদুরি দেখায়েন না।

এখন আপনারা বলেন আমি কি ম্যাসেজ দিলাম আর উনি আমাকে কি উত্তর দিলেন?

তাহলে আমি এখন কি করতে পারি?
কিছু কথা না বললেই নয়। মাঝে মধ্যেই আপনারা বলেন যে কোন সমস্যা বা ভূল করলে পি এম দিয়ে জানিয়ে দিবেন। আবার সেই কাজটিই যদি করা হয় তাহলে আবার তাকে বিচারের কাঠ গড়ায় দাড় করাবেন। এটা হতে পারে না। আজকে (Malam90) ভাই যে কাজ টি করেছেন আমি তার মধ্যে কোন ধরনের কোন ডিসক্রিপেন্সি পাই না বরং তিনি যেটা করেছে আমাদের সকলের ভালোর জন্যে। আপনার যদি বাংলাবোর্ড কে এগিয়ে নিয়ে যেতে সহয়তা না করেন তাহলে কোন দিন সম্ভব না। তাই আমি বলব যে বা যিনি ঐ রিপ্লাই টা দিয়েছেন তিনি বড় ভুল করেছেন। তার মোটেও এটা করা উচিত হয়নি। আপনা কে সংসোধন হওয়ার জন্য বলা হয়েছিল আপনার ভালোর জন্য উল্টো তাকে অসম্মান করা হল। আমার মনে হয় আপনার ভুল সংসোধন করে Malam90 কে Sorry বলা উচিত। আর Malam90 ভাই কে বলব যে আপনি আপনার দায়িত্ব যে ভাবে পালন করে যাচ্ছেন করে যান আমরা সবাই আপনার সাথে আছি। কোন ধরনের স্পামিং আমরা চাই না। ফোরাম কে যতটুকু পারি পরিস্কার রাখতে আমরা অঙ্গিকারবদ্ধ থাকব ইনশাআ্ল্লাহ।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Cz Rock on February 18, 2021, 09:47:21 AM
পিএম দেওয়া খারাপ কিছু না কিন্তু পিএম এর রিপ্লে দেওয়া ও হুমকিমূলক রিপ্লে দেওয়া অবশ্যই অবশ্যই খারাপ। আমি এটা কখনো সাপোর্ট করবো না। মালাম দাদাভাই আপনি দয়া করে আমাকে পি এম দিয়ে ওই স্পামার এর নামটা বলুন। বাংলা সেকশন কে পরিষ্কার করার জন্য আমরা ফোরামে দায়িত্ব নিয়েছি আঙ্গুল চুষার জন্য নয়। আজ পিএম দিয়ে খারাপ কিছু মন্তব্য করবে হুমকি দেবে এটা আমরা কখনো মেনে নেব না। হয় আমরা থাকবো না হলে ফোরাম থেকে চিরতরে চলে যাব কিন্তু কখনো ফোরামকে বাংলা সেকশন স্পামার এর হাতে নষ্ট হতে দেব না। প্লিজ নামটা বলুন আর মডারেটর টেলি গ্রাম গ্রুপে এই নিয়ে চলেন আলোচনা করি। আজ পিএম দিবে, কালকে বুড়ো আঙুল দেখিয়ে বলবে মডারেটর কি চ্যাটের বাল। চলেন এদেরকে নির্মূল করে সংশোধন করে দেই। বাংলা ফোরাম বাংলার মাটির মতো সরস বানিয়ে ফেলি। নামটা বলুন পিএম দিয়ে।
ঠিক বলেছেন আপনি পার্সোনাল মেসেজ দেওয়া খারাপ কিছু নয়। কিন্তু পার্সোনাল মেসেজ দিয়ে হুমকিস্বরূপ এবং কষ্টদায়ক কথা বলা খারাপ। আমাদের বাংলা সেকশনে জন্য মালাম ভাই অনেক কিছু করে গিয়েছে এবং করে যাচ্ছে। তাকে এরকম বিবৃতি মূলক কথা বলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমার মনে হয় হয়তো সে মেসেজটা দেয়ার সময় ভেবেচিন্তে দেয়নি। যে মেসেজটা দিয়েছে সেটা আসলে অনেক হুমকিস্বরূপ এর আওতায় পড়ে। একজন মডারেটর এবং সিনেটর ভাইকে এরকম বিবৃতিমূলক কথা বলা কেউই পছন্দ করবে না। মালাম ভাই অন্য মডারেটর চেয়ে হাজারগুন ভালো সেটা এখান থেকে প্রমাণ পাওয়া গেল।কারণ এরকম মেসেজ যদি অন্য কোন মডারেটরকে দেওয়া হতো তা হলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করত। কিন্তু আমাদের বাংলা সেকশনের মডারেটর মালাম ভাই তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং সে আরো জানতে চেয়েছে এরকম মেসেজ দেওয়ার মূল কারণ কি।আমি মনে করি তাকে এখোন দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে আরেকবার সতর্ক করে দেওয়া উচিত। এডমিন ফর আমি মডারেটর এমনি এমনি দেয়নি মডারেটর দেয়া হয়েছে কেউ যদি স্পামিং পোস্ট করে এবং কোন রকমের ভুল কাজ করে সেই গুলো ধরিয়ে দেওয়া এবং সংশোধন করে দেওয়া। একি ভুল যদি দ্বিতীয় বার করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Altcoin1998$ on February 18, 2021, 09:47:55 AM
Quote
ভাই, আপনাদের অনুরোধ করছি বাউন্টি সেকশনে স্পম কইরেন না। দয়া করে। আপনারা আমার ভাই। আপনাদের আইডিতে স্পামের কারণে কেউ ওয়ানিং দিক তা আমি চাইনা বলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। দ্রুত আপনারা পোস্ট ডিলিট করুন। আর এমন কাজ কইরেন না ভাই।
https://www.altcoinstalks.com/index.php?topic=193081.0

আমি এই ম্যাসেজটা কয়েকজন ভাইকে দিছি পিএম দিয়ে যাতে তারা তাদের সমস্যাগুলো ঠিক করে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন ফোরামে। কয়েকজন পিএম পেয়ে বলেছে-ভাই ধন্যবাদ। আমরা ঠিক করে নিব।  অথচ একজন ভদ্রলোক আমাকে রিপ্লাই দিছে এটা

Quote
ভাই কোথায় স্পামিং করলাম লিংক দেন। আপনি যে পিএম দেন এটাই তো সবচেয়ে বড় স্পামিং।ভাই আমাদের পিএম দিয়ে প্লিজ উত্তপ্ত করবেন না ফোরামে এসেছি ইনকাম করার জন্য বাহাদুরি দেখায়েন না।

এখন আপনারা বলেন আমি কি ম্যাসেজ দিলাম আর উনি আমাকে কি উত্তর দিলেন?

তাহলে আমি এখন কি করতে পারি?
আমি আপনাকে বলব হয়তো সে বুঝে শুনে মেসেজটি দেয়নি। তাকে এবারকার মতো কিছু না বলে বুঝিয়ে বলুন আমি মনে করি একজন মানুষকে বুঝিয়ে বললে সে সবকিছু অবশ্যই বুঝতে পারবে। আমি জানি আপনি বাংলাদেশী মানুষের জন্য অনেক কিছু করেন। আপনাকে যে এই মেসেজটা দিয়ে থাকুক আমি মনে করি আপনি তাক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবেন না। আমাদের বাংলা সেকশন অনেক এগিয়ে যাচ্ছে। পরবর্তী সময় কেউ কোন মেসেজ দিতে হলে ভেবে চিন্তে মেসেজ দিবেন।এমন রকমের কোন মেসেজ দিবেন না যেটা থেকে কোন ইউজার অথবা মডারেটর ভাই আপনার মেসেজ দেখে কষ্ট পায়।
ভাই কারো রেফারে এরকম রিকোয়েস্ট কইরেন না বুঝে নেব সেটা হয়তো আপনার আপন কেউ। এরকম সজন প্রিয়তা দেখিয়ে নিজের খারাপ করবেন না। যে পি এম দিয়ে খারাপ কিছু মন্তব্য করতে পারে সে কেমনে না বোঝার লোক হতে পারে।আমি আপনাকে হাজার সালাম জানাই আপনি এই সমস্ত বিষয় নিয়ে রেফার কইরেন না।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: ranaprime on February 18, 2021, 09:54:09 AM
@Malam90 পিএম না দিয়ে। বাংলা বোর্ডে পিন পোস্ট দিন। যারা স্পামিং করে তাদের প্রোফাইল লিংক ও ইউজারনেম সেখানে পোস্ট করে সতর্ক করবেন। দ্বিতীয়বার করলে warning. তৃতীয় বার করলেই স্টাইক।

ধন্যবাদ ভাই, সুন্দর পরামর্শের জন্য।

আমি চেযেছিলাম গোপনে পিএম দিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য। অথচ এক ভদ্রলোক আমাকে থ্রেড দিলো। তাকে বুঝা উচিৎ ছিলো মডারেটর আমাকে কি বলেছেন, আর আমি তাকে কি বল্লাম। আমি চাইলে তাকে এর জন্য শাস্তি দিতে পারতাম তবে প্রথমবার মাফ করে দিলাম। এমন অভদ্র আচরন ভবিষ্যতে যে করবে তাকে আমি আর ক্ষমা করবোনা। ফোরামের রুলস অনুযায়ী শাস্তি পাবে এমন করলে ভবিষ্যতে।  তবে এমন ব্যবহারের জন্য উক্ত ইউজারকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে।


ফর মডারেটর সেকশনে রুলস আছে। সেগুলো দেখে নিয়ম মেনে যে কাউকে ওয়ার্নিং দিতে পারেন। অনেকে পিএম পছন্দ করেনা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
সত্যিকার অর্থে ওয়ানিং দিলে দেওয়া যায় মডারেটর দিতে পারে। কিন্তু একজন ইউজার কে ওয়ানিং দিলে সামান্য হলেও তার রিপুটেশন নস্ট হয় যা আইডির জন্য একটু হলেও ক্ষতিকর। এই দিক থেকে চিন্তা করে আমাদের মডারেটর ওয়ার্নিং দেয় না। যেটা আমার মনে হয়। আর এর জন্য আমাদের মডারেটর Malam90 ভাই কে আমাদের সাধুবাধ দেওয়া উচিত।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on February 18, 2021, 10:02:36 AM
@Malam90 পিএম না দিয়ে। বাংলা বোর্ডে পিন পোস্ট দিন। যারা স্পামিং করে তাদের প্রোফাইল লিংক ও ইউজারনেম সেখানে পোস্ট করে সতর্ক করবেন। দ্বিতীয়বার করলে warning. তৃতীয় বার করলেই স্টাইক।

ধন্যবাদ ভাই, সুন্দর পরামর্শের জন্য।

আমি চেযেছিলাম গোপনে পিএম দিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য। অথচ এক ভদ্রলোক আমাকে থ্রেড দিলো। তাকে বুঝা উচিৎ ছিলো মডারেটর আমাকে কি বলেছেন, আর আমি তাকে কি বল্লাম। আমি চাইলে তাকে এর জন্য শাস্তি দিতে পারতাম তবে প্রথমবার মাফ করে দিলাম। এমন অভদ্র আচরন ভবিষ্যতে যে করবে তাকে আমি আর ক্ষমা করবোনা। ফোরামের রুলস অনুযায়ী শাস্তি পাবে এমন করলে ভবিষ্যতে।  তবে এমন ব্যবহারের জন্য উক্ত ইউজারকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে।


ফর মডারেটর সেকশনে রুলস আছে। সেগুলো দেখে নিয়ম মেনে যে কাউকে ওয়ার্নিং দিতে পারেন। অনেকে পিএম পছন্দ করেনা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
সত্যিকার অর্থে ওয়ানিং দিলে দেওয়া যায় মডারেটর দিতে পারে। কিন্তু একজন ইউজার কে ওয়ানিং দিলে সামান্য হলেও তার রিপুটেশন নস্ট হয় যা আইডির জন্য একটি হলেও ক্ষতিকর। এই দিক থেকে চিন্তা করে আমাদের মডারেটর ওয়ার্নিং দেয় না। যেটা আমার মনে হয়। আর এর জন্য আমাদের মডারেটর Malam90 ভাই কে আমাদের সাধুবাধ দেওয়া উচিত।

১০০% সত্য কথা। ওয়ার্নিং দেওয়া ১ মিনিটের ব্যপার না তবে যাকে ওয়ার্নিং দেওয়া হবে তার আইডিতে সারাজীবন থেকে যাবে সেটার ইতিহাস।  এজন্য কোন বাংলাদেশীর আইডিতে আমি চাইনা কোন ওয়ানিং পড়ুক। পরবর্তীতে যদি তারা কোন ভালো যায়গায় যাবে তখন নিজেই আইডিতে ওয়ানিং ইতিহাস দেখলে লজ্জাবোধ করবে। তাই আমার চিন্তা হচ্ছে আন্তরিকতার সাথে যে কাজ করবো সেটার ফলাফল স্থায়ী হয়। কারো ভুল সুন্দর ভাবে বুঝিয়ে দিলে বরঞ্চ আন্তরিকতা বাড়ে। আর শাস্তি দিলে সেটা মনে হবে শত্রুতা করেই দিছি। তাই বুুজিয়ে যতটুকু পারা যায় ততটুকু করেছি।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Cristiano on February 18, 2021, 10:04:12 AM
কথায় আছে মানুষের উপকার করতে নেই কারণ মানুষের উপকার করলে সে ভাবে যে তার ক্ষতি করার জন্য চেষ্টা করছে। কিছু কথা আছে যেগুলো কথা কখনোই মেনে নেওয়া যায় না।এরকম হুমকিস্বরূপ এবং হুমকিমূলক কথা কখনোই মেনে নেওয়ার যোগ্য নয়। তাকে আবার বুঝিয়ে বলুন পরবর্তীতে সে যদি না বুঝে তাহলে পদক্ষেপ গ্রহণ করুন। আমি জানি আপনি বাংলা সেকশন এর জন্য অনেক কিছুই করে গিয়েছেন। এবং কি বর্তমানে করে যাচ্ছেন। একজন মডারেটর পাওয়া সত্যিই গর্বের বিষয়। আপনি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অনেক উপকার করেন যেটা মানুষ কখনো বুঝতে চায় না। বাংলা সেকশন আগের তুলনায় অনেকটাই পরিবর্তন ঘটেছে। বাংলা ফোরাম এখন পূর্ণাঙ্গভাবে অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে। তাই আমি বলব আমাদের সবার একসাথে কাজ করা উচিত। আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে বাংলা সেকশন আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বাংলা সেক্স অন কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবার একজোট হতে হবে।আমরা সবাই বাংলা সেকশন কে সবাই নিজ দায়িত্বে এগিয়ে নিয়ে যাই।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: ranaprime on February 18, 2021, 10:23:26 AM
@Malam90 পিএম না দিয়ে। বাংলা বোর্ডে পিন পোস্ট দিন। যারা স্পামিং করে তাদের প্রোফাইল লিংক ও ইউজারনেম সেখানে পোস্ট করে সতর্ক করবেন। দ্বিতীয়বার করলে warning. তৃতীয় বার করলেই স্টাইক।

ধন্যবাদ ভাই, সুন্দর পরামর্শের জন্য।

আমি চেযেছিলাম গোপনে পিএম দিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য। অথচ এক ভদ্রলোক আমাকে থ্রেড দিলো। তাকে বুঝা উচিৎ ছিলো মডারেটর আমাকে কি বলেছেন, আর আমি তাকে কি বল্লাম। আমি চাইলে তাকে এর জন্য শাস্তি দিতে পারতাম তবে প্রথমবার মাফ করে দিলাম। এমন অভদ্র আচরন ভবিষ্যতে যে করবে তাকে আমি আর ক্ষমা করবোনা। ফোরামের রুলস অনুযায়ী শাস্তি পাবে এমন করলে ভবিষ্যতে।  তবে এমন ব্যবহারের জন্য উক্ত ইউজারকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে।


ফর মডারেটর সেকশনে রুলস আছে। সেগুলো দেখে নিয়ম মেনে যে কাউকে ওয়ার্নিং দিতে পারেন। অনেকে পিএম পছন্দ করেনা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
সত্যিকার অর্থে ওয়ানিং দিলে দেওয়া যায় মডারেটর দিতে পারে। কিন্তু একজন ইউজার কে ওয়ানিং দিলে সামান্য হলেও তার রিপুটেশন নস্ট হয় যা আইডির জন্য একটি হলেও ক্ষতিকর। এই দিক থেকে চিন্তা করে আমাদের মডারেটর ওয়ার্নিং দেয় না। যেটা আমার মনে হয়। আর এর জন্য আমাদের মডারেটর Malam90 ভাই কে আমাদের সাধুবাধ দেওয়া উচিত।

১০০% সত্য কথা। ওয়ার্নিং দেওয়া ১ মিনিটের ব্যপার না তবে যাকে ওয়ার্নিং দেওয়া হবে তার আইডিতে সারাজীবন থেকে যাবে সেটার ইতিহাস।  এজন্য কোন বাংলাদেশীর আইডিতে আমি চাইনা কোন ওয়ানিং পড়ুক। পরবর্তীতে যদি তারা কোন ভালো যায়গায় যাবে তখন নিজেই আইডিতে ওয়ানিং ইতিহাস দেখলে লজ্জাবোধ করবে। তাই আমার চিন্তা হচ্ছে আন্তরিকতার সাথে যে কাজ করবো সেটার ফলাফল স্থায়ী হয়। কারো ভুল সুন্দর ভাবে বুঝিয়ে দিলে বরঞ্চ আন্তরিকতা বাড়ে। আর শাস্তি দিলে সেটা মনে হবে শত্রুতা করেই দিছি। তাই বুুজিয়ে যতটুকু পারা যায় ততটুকু করেছি।
ভাই আপনি যা সহ্য করেছেন অন্য কেউ হলে এটি করত কিনা আমার জানা নেই। আমি আপনার সততা এবং নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাই পাশা পাশি আপনার কৃতৃত্ব বাংলা বোর্ডে কেউ অস্বিকার করতে পারবে না। আপনি আপনার ধোর্য এবং নিষ্ঠা এভাবেই বহমান রেখে যাবেন আমাদের এই বাংলা ফোরামে সেই প্রত্যাশা রাখি। আর যেই এই  কাজটি করেছেন তিনিও তার ভূল সংসোধন করুক। যে কোন গুরুতর সমস্যা মনে হলে অবশ্যই পি এম দিয়ে জানিয়ে দেওয়াটা এটা ভাল কাজ। আমার মনে হয় এটি সবার জন্যই ভাল হবে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Angel jara on February 18, 2021, 11:42:32 AM
@Malam90 পিএম না দিয়ে। বাংলা বোর্ডে পিন পোস্ট দিন। যারা স্পামিং করে তাদের প্রোফাইল লিংক ও ইউজারনেম সেখানে পোস্ট করে সতর্ক করবেন। দ্বিতীয়বার করলে warning. তৃতীয় বার করলেই স্টাইক।

ধন্যবাদ ভাই, সুন্দর পরামর্শের জন্য।

আমি চেযেছিলাম গোপনে পিএম দিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য। অথচ এক ভদ্রলোক আমাকে থ্রেড দিলো। তাকে বুঝা উচিৎ ছিলো মডারেটর আমাকে কি বলেছেন, আর আমি তাকে কি বল্লাম। আমি চাইলে তাকে এর জন্য শাস্তি দিতে পারতাম তবে প্রথমবার মাফ করে দিলাম। এমন অভদ্র আচরন ভবিষ্যতে যে করবে তাকে আমি আর ক্ষমা করবোনা। ফোরামের রুলস অনুযায়ী শাস্তি পাবে এমন করলে ভবিষ্যতে।  তবে এমন ব্যবহারের জন্য উক্ত ইউজারকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে।


ফর মডারেটর সেকশনে রুলস আছে। সেগুলো দেখে নিয়ম মেনে যে কাউকে ওয়ার্নিং দিতে পারেন। অনেকে পিএম পছন্দ করেনা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
সত্যিকার অর্থে ওয়ানিং দিলে দেওয়া যায় মডারেটর দিতে পারে। কিন্তু একজন ইউজার কে ওয়ানিং দিলে সামান্য হলেও তার রিপুটেশন নস্ট হয় যা আইডির জন্য একটি হলেও ক্ষতিকর। এই দিক থেকে চিন্তা করে আমাদের মডারেটর ওয়ার্নিং দেয় না। যেটা আমার মনে হয়। আর এর জন্য আমাদের মডারেটর Malam90 ভাই কে আমাদের সাধুবাধ দেওয়া উচিত।

১০০% সত্য কথা। ওয়ার্নিং দেওয়া ১ মিনিটের ব্যপার না তবে যাকে ওয়ার্নিং দেওয়া হবে তার আইডিতে সারাজীবন থেকে যাবে সেটার ইতিহাস।  এজন্য কোন বাংলাদেশীর আইডিতে আমি চাইনা কোন ওয়ানিং পড়ুক। পরবর্তীতে যদি তারা কোন ভালো যায়গায় যাবে তখন নিজেই আইডিতে ওয়ানিং ইতিহাস দেখলে লজ্জাবোধ করবে। তাই আমার চিন্তা হচ্ছে আন্তরিকতার সাথে যে কাজ করবো সেটার ফলাফল স্থায়ী হয়। কারো ভুল সুন্দর ভাবে বুঝিয়ে দিলে বরঞ্চ আন্তরিকতা বাড়ে। আর শাস্তি দিলে সেটা মনে হবে শত্রুতা করেই দিছি। তাই বুুজিয়ে যতটুকু পারা যায় ততটুকু করেছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন একটি মূল্যবান কথা বলার জন্য। আমরা সর্বদাই বাউন্টি সেকশন স্পাম করা বন্ধ করব।আর যারা বান্টি সেকশনে স্পাম করে তাদের স্পাম থেকে বিরত রাখার চেষ্টা করব।কারণ বাউন্টিতে স্পাম করলে আমাদের আইডির বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। এ কারণে স্পাম থেকে বিরত থাকব।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Newron on February 18, 2021, 12:17:21 PM
Bounty সেকশনে স্পাম বন্ধ করুন করতে হবে কারণ bounty স্পাম করলে আমাদের নানা ধরনের সমস্যা হয় । কারণ bounty প্রোজেক্টের গুলো কারনেই আমরা ফোরামে টিকে আছি। তাই এখানে স্পাম করলে আমাদের সমস্যা তৈরি হয়।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: LeziT on February 18, 2021, 01:31:01 PM
বাউন্টি সেকশনে স্পামিং পোস্ট এই পোস্টগুলো বাংলাদেশের বেশিরভাগ ইউজাররা করে থাকে।আমরা সাধারণত জানি বাউন্টি ডিএক্টিভেট যতগুলো বাউন্টি প্রচারণা চালানোর জন্য নিয়ে আসে সবগুলোতেই তারা তাদের কাজ জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ফরম দিয়ে থাকে। সেই নির্দিষ্ট ফরমে জমা দিতে হয়। কিন্তু বাংলাদেশি অনেক ইউজার বাউন্টিতে জমা দিয়ে দেয়। যেটা স্পামিং হওয়ার মূল কারণ। সবাই সতর্ক হয়ে যান। তা না হলে গ্লোবাল সেকশনের মডারেটররা পদক্ষেপ গ্রহণ করবে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: babu10 on February 18, 2021, 02:50:20 PM
Quote
ভাই, আপনাদের অনুরোধ করছি বাউন্টি সেকশনে স্পম কইরেন না। দয়া করে। আপনারা আমার ভাই। আপনাদের আইডিতে স্পামের কারণে কেউ ওয়ানিং দিক তা আমি চাইনা বলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। দ্রুত আপনারা পোস্ট ডিলিট করুন। আর এমন কাজ কইরেন না ভাই।
https://www.altcoinstalks.com/index.php?topic=193081.0

আমি এই ম্যাসেজটা কয়েকজন ভাইকে দিছি পিএম দিয়ে যাতে তারা তাদের সমস্যাগুলো ঠিক করে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন ফোরামে। কয়েকজন পিএম পেয়ে বলেছে-ভাই ধন্যবাদ। আমরা ঠিক করে নিব।  অথচ একজন ভদ্রলোক আমাকে রিপ্লাই দিছে এটা

Quote
ভাই কোথায় স্পামিং করলাম লিংক দেন। আপনি যে পিএম দেন এটাই তো সবচেয়ে বড় স্পামিং।ভাই আমাদের পিএম দিয়ে প্লিজ উত্তপ্ত করবেন না ফোরামে এসেছি ইনকাম করার জন্য বাহাদুরি দেখায়েন না।

এখন আপনারা বলেন আমি কি ম্যাসেজ দিলাম আর উনি আমাকে কি উত্তর দিলেন?

তাহলে আমি এখন কি করতে পারি?

যার জন্য করি চুরি সে বলে চোর এমন অবস্থা হয়েছে। আপনি এত ভদ্র ভাবে তাকে তার আইডি বাঁচানোর জন্য অনুরোধ করেছেন যাতে স্পামিং না করে আর সে এই ধরণের আচরণ করল >:( >:( ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি কি বলব তার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে তার ফোরাম সম্পর্কে কি রকম অভিজ্ঞতা আছে আমি জানিনা। একটা মডারেটর কখনোই এই ধরনের রিকোয়েস্ট করেনা যেটা আমরা বিটিটিতে সবসময় দেখেে এসেছি, সামাস্য ত্রুটি পেলেই সাথে সাথে আইডি ব্যান করে দেয় আর সেখানে আপনি আপনার নিজের দেশের একজন ভাইকে আইডি বাঁচানোর ভদ্র ম্যাসেজ দিয়ে এমন ফিরতি খারাপ ব্যবহার মানতে পারছিনা।

সে বলেছে টাকা ইনকাম করতে এসেছে ভালো কথা কিন্তু তারতো মনে রাখা উচিত তার আইডিই যদি না থাকে তবে টাকা কিভাবে ইনকাম করবে?? আমরা কবে মানুষ হবো জানিনা :( :(
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: AlviNess on February 21, 2021, 03:27:18 PM
অনেকে আছে যারা শুধুমাত্র তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য বিভিন্ন বাউন্টি ক্যাম্পেইনের ফেটে গিয়ে বিভিন্ন পোস্ট করে থাকে। যা সত্যিই খুব বিরক্তকর।তাদের অনুরোধ করছি অযথা বাউন্টি ক্যাম্পেইন গুলোর থ্রেডে পোস্ট না করে রুলস পরে পোস্ট করাই বুদ্ধিমানের কাজ।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on February 21, 2021, 05:18:33 PM

WEEK 3
15/02-21/02
Telegram campaign
Comments

1. https://t.me/mak4002/787
2. https://t.me/RazuOfficialB/252
3. https://t.me/mak4002/788
4. https://t.me/RazuOfficialB/253
5. https://t.me/mak4002/789

পোস্ট দ্রুত ডিলিট করে ফেলুন কেউ দেখে ফেলার আগেই। নতুবা দেখলে কিন্তু আপনাকে ০-৫% ওয়ার্নিং দিতে পারে নতুন রুলস অনুযায়ী। দ্রুত ব্যবস্থা নিন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on February 21, 2021, 05:19:34 PM
16/02--22/02
Week:4
Telegram Campaign
1. https://t.me/Daily_Rewards/272698
2. https://t.me/ETHERC_Official/257988
3. https://t.me/laborcrypto/275629
4. https://t.me/JMBountyClub/1756206
5. https://t.me/Melecoin_BD/11438

বাউন্টি থ্রেডে যে পোস্ট করেছেন সেটা অন্যের চোখে পড়ার আগেই ডিলিট করে দেন। বাংলাদেশী বলে আমি আর রিপোর্ট করলাম না। আশা করি দ্রুত পোস্টটি সরিয়ে ফেলবেন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Milon626 on March 01, 2021, 04:55:22 AM
বাউন্টি সেকশনে  স্পাম করলে সেইটা সবারই চোখে পরে, যা আমাদের সকলের জন্য খুবই লজ্জার ব্যাপার। বাউন্টিতে স্পাম করে পোস্ট না বাড়িয়ে , সুন্দর সাবলীল ভাবে বিভিন্ন সাইটে পোস্ট করে র‍্যাংক আপ করুন। তাতে আপনাদের, আমাদের সকলেরই উপকার হবে।               
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on March 01, 2021, 04:31:36 PM
বাউন্টি সেকশনে  স্পাম করলে সেইটা সবারই চোখে পরে, যা আমাদের সকলের জন্য খুবই লজ্জার ব্যাপার। বাউন্টিতে স্পাম করে পোস্ট না বাড়িয়ে , সুন্দর সাবলীল ভাবে বিভিন্ন সাইটে পোস্ট করে র‍্যাংক আপ করুন। তাতে আপনাদের, আমাদের সকলেরই উপকার হবে।             

বাংলা মেইন বোর্ড ও চাইল্ডবোর্ড গুলোতে প্রতিদিন কিছু কিছু পোস্ট কমেন্টস করলেও তো যেমন একটিভিটি বাড়ে তেমনি র‌্যাংক ও বাড়ে পাশাপাশি নিজের আইডির জন্যও  ভালো। যারা স্পাম করতেছেন তারা অনেকেই ভুল শুধরে নিয়েছেন যেটা খুবই পজিটিভ দিক। সামনে নতুনরাও বিষয়টা উপলব্ধি করতে পারলেই হয়। বেশি স্পাম করে আমাদের বাংলাদেশী ভাইয়েরা।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Rockalo on March 03, 2021, 06:22:31 AM
Bounty সেকশন এ spam বলতে একই রিপোর্ট বারবার পোস্ট করা ও proof পোস্ট বারবার দেওয়া। এগুলোকে স্পামিং বলে। সুতরাং এগুলো থেকে আমার বিরত থাকা উচিত। সবাই নিজ দায়িত্বে স্পামিং বন্ধ করব।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Goldlife on March 05, 2021, 05:57:04 PM
কয়েজনজন ভাইকে নিজের মত মনে করে তাদেরকে পিএম দিয়েছি। যাতে তারা দ্রুত সব ঠিক ঠাক করে নিতে পারেন। আশা করছি তারা আমার পিএম পেয়ে সাবধান হয়ে নিজেদেরকে সামনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। তাদের জন্য শুভ কামনা থাকলো। আশা করছি আপনারা আমার কষ্টকে নিজেদের জন্য আশির্বাদ মনে করে ভালো ভাবে এখন থেকে কাজ করবেন।
আপনি অত্যন্ত সুন্দরভাবে নম্র ভদ্র ভাষায় সবার সাথে কথা বলেন এটি আমার খুব ভালো লাগে তাই আমি আপনাকে একটু একটু কঠোর হতে বলব কারণ আপনি যে ব্যবহারগুলো করতেছেন পরা মেয়ে অবশ্য অবশ্যই সুন্দর এবং নম্র ভদ্র ব্যবহার করলেন এত নোংরা পত্র ব্যবহার করলে কিন্তু প্রধান মেম্বাররা আপনার কথা বেশি গুরুত্ব দেবে না তাই আপনাকে একটু কঠোর হতে হবে ধন্যবাদ
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Goldlife on March 10, 2021, 10:01:14 AM
Quote
ভাই, আপনাদের অনুরোধ করছি বাউন্টি সেকশনে স্পম কইরেন না। দয়া করে। আপনারা আমার ভাই। আপনাদের আইডিতে স্পামের কারণে কেউ ওয়ানিং দিক তা আমি চাইনা বলেই আপনাদের জানিয়ে দিচ্ছি। দ্রুত আপনারা পোস্ট ডিলিট করুন। আর এমন কাজ কইরেন না ভাই।
https://www.altcoinstalks.com/index.php?topic=193081.0

আমি এই ম্যাসেজটা কয়েকজন ভাইকে দিছি পিএম দিয়ে যাতে তারা তাদের সমস্যাগুলো ঠিক করে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন ফোরামে। কয়েকজন পিএম পেয়ে বলেছে-ভাই ধন্যবাদ। আমরা ঠিক করে নিব।  অথচ একজন ভদ্রলোক আমাকে রিপ্লাই দিছে এটা

Quote
ভাই কোথায় স্পামিং করলাম লিংক দেন। আপনি যে পিএম দেন এটাই তো সবচেয়ে বড় স্পামিং।ভাই আমাদের পিএম দিয়ে প্লিজ উত্তপ্ত করবেন না ফোরামে এসেছি ইনকাম করার জন্য বাহাদুরি দেখায়েন না।

এখন আপনারা বলেন আমি কি ম্যাসেজ দিলাম আর উনি আমাকে কি উত্তর দিলেন?

তাহলে আমি এখন কি করতে পারি?
আমি আপনাকে বলব হয়তো সে বুঝে শুনে মেসেজটি দেয়নি। তাকে এবারকার মতো কিছু না বলে বুঝিয়ে বলুন আমি মনে করি একজন মানুষকে বুঝিয়ে বললে সে সবকিছু অবশ্যই বুঝতে পারবে। আমি জানি আপনি বাংলাদেশী মানুষের জন্য অনেক কিছু করেন। আপনাকে যে এই মেসেজটা দিয়ে থাকুক আমি মনে করি আপনি তাক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবেন না। আমাদের বাংলা সেকশন অনেক এগিয়ে যাচ্ছে। পরবর্তী সময় কেউ কোন মেসেজ দিতে হলে ভেবে চিন্তে মেসেজ দিবেন।এমন রকমের কোন মেসেজ দিবেন না যেটা থেকে কোন ইউজার অথবা মডারেটর ভাই আপনার মেসেজ দেখে কষ্ট পায়।

মালাম ভাই আপনি মহান তা নাহলে আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে ওকে এখনই কিক মেরে ফেলে দিতাম কারণ ও যে ব্যবহারটা করেছি আপনার সঙ্গে আপনি একজন মডারেটর হিসেবে মেনে নিয়েছেন আপনাকে অনেক অনেক মহৎ মনে হচ্ছে আমার আর আপনি অনেক ভালো মনের মানুষ এজন্য আপনি এখনো কোন ক্ষতি করেনি আমি ওকে কি করে এখনি শেষ করে দিতাম ধন্যবাদ আপনাকে আপনার আবারো মহত্ত্বের পরিচয় দিবেন
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on March 14, 2021, 04:44:26 AM
বাউন্টি সেকশনে এখনও কিছু ভাই যেখানে লিংক জমা দেওয়ার দরকার নেই সেখানেও লিংক জমা দিয়ে যাচ্ছেন। তাদেরকে বলছি হয়তো আপনারা নতুন তাই জানেন না। বাউন্টি ডিটেকটিভের প্রজেক্টে থ্রেডে লিংক জমা দিতে হয়না। কাজের লিংক জমা দিতে হয় তাদের সাপ্তাাহিক যে গুগল ফর্ম দেয় সেটাতে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Afnan on March 14, 2021, 06:55:53 AM
কয়েজনজন ভাইকে নিজের মত মনে করে তাদেরকে পিএম দিয়েছি। যাতে তারা দ্রুত সব ঠিক ঠাক করে নিতে পারেন। আশা করছি তারা আমার পিএম পেয়ে সাবধান হয়ে নিজেদেরকে সামনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। তাদের জন্য শুভ কামনা থাকলো। আশা করছি আপনারা আমার কষ্টকে নিজেদের জন্য আশির্বাদ মনে করে ভালো ভাবে এখন থেকে কাজ করবেন।
আপনি অত্যন্ত সুন্দরভাবে নম্র ভদ্র ভাষায় সবার সাথে কথা বলেন এটি আমার খুব ভালো লাগে তাই আমি আপনাকে একটু একটু কঠোর হতে বলব কারণ আপনি যে ব্যবহারগুলো করতেছেন পরা মেয়ে অবশ্য অবশ্যই সুন্দর এবং নম্র ভদ্র ব্যবহার করলেন এত নোংরা পত্র ব্যবহার করলে কিন্তু প্রধান মেম্বাররা আপনার কথা বেশি গুরুত্ব দেবে না তাই আপনাকে একটু কঠোর হতে হবে ধন্যবাদ
এই ফোরামে আমি একজন নতুন ইউজার কিছু দিন হচ্ছে কাজ শুরু করছি।  তবে আমি আপনার এই সব মূল্যবান পোষ্টগুলো ফলো করছি যাতে এই রকম ভূল আমার দ্বারা না হয়। এরপর আমি যখন কাজ করবো অব্যশই বাউন্টি সেকশনের রুলসগুলো ভালোভাবে জেনে বুঝে নিবো কারণ বিষয়টি খুবই সিরিয়াস।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Maynul96 on March 15, 2021, 04:09:11 AM
সম্ভবত নতুন যারা বাউন্টিতে কাজ শুরু করতেছে তারাই এই ধরনের স্প্যামিং করে যাচ্ছে, কেননা যারা অনেকদিন যাবত বাউন্টিতে কাজ করে যাচ্ছেন তাদের এইরকম হওয়ার কথা না।     
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on March 15, 2021, 06:53:04 AM
সম্ভবত নতুন যারা বাউন্টিতে কাজ শুরু করতেছে তারাই এই ধরনের স্প্যামিং করে যাচ্ছে, কেননা যারা অনেকদিন যাবত বাউন্টিতে কাজ করে যাচ্ছেন তাদের এইরকম হওয়ার কথা না।   

আগে যাদের সতর্ক করে দিয়েছি তারা এখন আর করতেছে না। নতুনরা এসই না ‍বুঝে যা ইচ্ছা তাই পোস্ট করে ফলে তারাই ওয়ানিং খায়। পুরাতন যারা আছে তাদের মধ্যেও দুএকজন এখনো করে। সচেতনতা বাড়ছে আস্তে আস্তে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: ExtraPoint on March 15, 2021, 07:18:34 AM
হ্যাঁ এই ভুলটা বেশি নতুন ইউজাররা করে থাকে। সম্ভবত তারা নতুন ইউজার হয়ে বাউন্টিতে কাজ করতে শুরু করেছে যার জন্য এই ভুলটা বেশি পরিমাণে করছে। আমি ও ফোরামের নতুন ইউজার। আমি চেষ্টা করব যাতে আমার ধারা এই ভুলগুলো না হয়। বাউন্টি কাজ শেষ হলে গুগোল ফর্ম এ গিয়ে জমা দিতে হবে। তা না করে অনেকেই বাউন্টি থ্রেডে লিংক জমা দিয়ে দেয়। এই ভুলটা না করাই ভালো।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Jaya60 on March 15, 2021, 04:02:45 PM
আসলে ভাই আমি দেখছি আপনি ফোরামে সবসময়ই সব আপডেট নিউজ দিয়ে থাকেন। আসলে বাউন্টি সেকশনে অনেকেই জমা দেয় আশা করি আপনার এই পোস্টটি দেখার পর আর কেউ এ ধরনের ভুল করবেনা। তারপরও আপনি যেহেতু পিএম দিয়ে তাদের ভুল শুধরানোর সুযোগ দিয়েছেন আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন থেকে কেউ আর এধরনের কাজ করবে না বলে আমি মনে করি কারণ আপনাকে প্রত্যেকটা ইউজার বাংলা ফোরামের সবাই আপনাকে বড় ভাই হিসেবে সম্বোধন করে। আপনি যে সময় যে সিদ্ধান্ত নেন তা সবাই উপদেশ হিসেবে গ্রহণ করে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Sumaiya2 on March 15, 2021, 06:51:12 PM
হ্যাঁ কিছুদিন আগে স্পার্মের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু নতুন মডারেটর যুক্ত হওয়ার কারণে স্পামিং একটু কম হচ্ছে।বাউন্টি সেকশনে যেগুলো স্পামিং হচ্ছে এগুলো অবশ্যই বন্ধ করা উচিত কারণ আপনি যদি কাজ করেন তাহলে নোটবুকে কাজ করতে পারেন। কারণ গুগোল ফর্ম জমা একদিনে দিয়ে দেবেন এজন্য আপনি নোটে কাজ করে রেখে জমা দিতে পারেন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: AGM on March 15, 2021, 07:57:54 PM
আমি গত কিছুদিন যাবৎ দেখতেছি অনেক বাংলাদেশী ইউজার সেখানে স্পাম করতেছেন। বাউন্টির রুলস না পড়েই থ্রেডে লিংক জমা দিয়েই যাচ্ছেন। আমি নিজেও সতর্ক করে দিছি কমেন্ট করে। তারপরেও অনেকে এখনও করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আমার কাছে কয়েকজন মডারেটর রিপোর্ট করেছে-সব বাউন্টি থ্রেডের স্পামার অধিকাংশ বাংলাদেশী। এটা শুনতেও লজ্জা লাগে। যারা এখনও বাউন্টি থ্রেডে স্পাম করে যাচ্ছে তারা আজই বন্ধ করুন নতুবা আপনাদের জন্য গ্লোবাল মডারেটররা প্রস্তুত আছেন। আইডিতে ওয়ানিং খেতেও পারেন। সাবধান হউন। বাংলা বোর্ডে হলে আমি সতর্ক করতে পারি কিন্তু গ্লোবাল সেকশনে স্পাম করলে সেটা সবাই দেখে। তাই শাস্তি এড়াতে অন্তত আর কেউ বাউন্টি থ্রেডে স্পাম করবেন না। আমাদের বাংলাদেশীদের মান সম্মান আর ডুবাইয়েন না। রুলস ভালো করে পড়ে কাজ করবেন। না বুঝলে আমাদের বাংলা বোর্ডে বাউন্টির জন্য চাইল্ডবোর্ড আছে সেখানে আলোচনা করুন। সাবধান হউন, নতুবা মডরা ধরে শাস্তি দিলে তখন আমার কিছু করার থাকবেনা।
এত বার বার করে বলার পরও যদি কেউ কথা না রাখেন তাহলে বলতেই হয় যে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। কিছু হয়ে গেলে তা রিকভার করা যাবে না। কাজেই সাবধান হউন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Rothi roy on March 16, 2021, 03:32:16 AM
আমি ফোরামে নতুন হাওয়ায় এ বিষয়টি জানতাম না। ধন্যবাদ সব বড় ভাইদের তাদের মূল্যবান পোষ্ট গুলো দেওয়ার জন্য।
আমি ভুল গুলো করা থেকে দূরে থাকবো। এবং বাউন্টি সেকশনের কাজ নোটবুকে করে রেখে গুগল ফর্ম জমা দিয়ে দেব।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: bmr on March 16, 2021, 04:52:28 AM
বিষয়টি আমাদের সবার জন্যই খারাপ। আমাদের দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এর ফলে ভবিষ্যতে আমাদের কে মূল্য দিতে হতে পারে। তাই সবাই শুধু নিজের চিন্তা না করে সবার চিন্তাই করুন। গুটি কয়েকের জন্য সবার যেন ক্ষতি না হয়।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Tubelight on March 19, 2021, 05:19:11 PM
ফোরামের অনেক সদস্য আছে যারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য বিভিন্ন বাউন্টি সেকশনে গিয়ে স্পাম করে থাকে যা বিভিন্ন বাউন্টি ম্যানেজারদের জন্য বিষয়টি অনেক কষ্টকর হয়ে যায়। তাই আমরা যারা বাতি সেকশনে গিয়ে স্পামিং করি তাদের প্রতি আমার অনুরোধ দয়া করে আপনারা বাউন্টি সেকশনে আরে স্পামিং করবেন না।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Magepai on March 20, 2021, 06:38:21 AM
আসলে ভাই আপনি যে কোন সমস্যা হলে প্রথমে আপনি সবাইকে ভুলটা শুধরানোর সুযোগ দেন সেজন্য আপনাকে অনেক ভালো লাগে। কিন্তু আপনার বলার পরেও যারা এখন পর্যন্ত স্পাম করতেছে অবশ্যই আমি মনে করি তাদের অনেক বড় ক্ষতি হবে। তাই সবাইকে অনুরোধ করবো দয়া করে কেউ স্পামিং করবেন না। সিনিয়র সদস্য যারা রয়েছে তারা যে রকম আদেশ দেয় দয়া করে সবাই শোনার চেষ্টা করবেন এতে করে সবার মঙ্গল হবে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Mj joy on March 20, 2021, 08:00:43 AM
আমি গত কিছুদিন যাবৎ দেখতেছি অনেক বাংলাদেশী ইউজার সেখানে স্পাম করতেছেন। বাউন্টির রুলস না পড়েই থ্রেডে লিংক জমা দিয়েই যাচ্ছেন। আমি নিজেও সতর্ক করে দিছি কমেন্ট করে। তারপরেও অনেকে এখনও করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আমার কাছে কয়েকজন মডারেটর রিপোর্ট করেছে-সব বাউন্টি থ্রেডের স্পামার অধিকাংশ বাংলাদেশী। এটা শুনতেও লজ্জা লাগে। যারা এখনও বাউন্টি থ্রেডে স্পাম করে যাচ্ছে তারা আজই বন্ধ করুন নতুবা আপনাদের জন্য গ্লোবাল মডারেটররা প্রস্তুত আছেন। আইডিতে ওয়ানিং খেতেও পারেন। সাবধান হউন। বাংলা বোর্ডে হলে আমি সতর্ক করতে পারি কিন্তু গ্লোবাল সেকশনে স্পাম করলে সেটা সবাই দেখে। তাই শাস্তি এড়াতে অন্তত আর কেউ বাউন্টি থ্রেডে স্পাম করবেন না। আমাদের বাংলাদেশীদের মান সম্মান আর ডুবাইয়েন না। রুলস ভালো করে পড়ে কাজ করবেন। না বুঝলে আমাদের বাংলা বোর্ডে বাউন্টির জন্য চাইল্ডবোর্ড আছে সেখানে আলোচনা করুন। সাবধান হউন, নতুবা মডরা ধরে শাস্তি দিলে তখন আমার কিছু করার থাকবেনা।
  মালাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে পোস্টটি করেছেন এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশেষ করে আমরা নতুন যারা আছি তাদের জন্য। কারণ হচ্ছে আমরা অনেক কিছু বুঝেও করি না বুঝেও কোরি। যেটা না বুঝে করি সেটা অনেক বিরাট একটা ভুল হয়ে যায় তবে আমি মনে করি গ্লোবাল সেকশনে এগুলো করা একদমই ঠিক নয় তবে আমাদের বাংলা ফোরামে আপনাদের মতো বাই যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে সতর্ক করে দিবেন এবং সাহায্য করবেন ভুল করলেও কিন্তু গ্লোবাল সেকশনে আমাদের ভুল হলে সেখানে সতর্কতা বা সাহায্য করার মতো কেউ নেই এই কথা মাথায় রেখে আমাদের কাজ করা উচিত ।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Ramesh Mondal on June 22, 2021, 12:31:20 PM
শ্রদ্ধেয় সিনিয়র ভাইয়েরা আপনাদেরকে ধন্যবাদ।আমি আপনাদের কাছে স্প্যাম এবং ফার্মিং বিষয়ে বিস্তারিত জানতে চাই, যদি দোয়া করে বুজাইয়া বলতেন খুব উপকৃত হবো।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Mosarof on June 22, 2021, 12:51:44 PM
আমি গত কিছুদিন যাবৎ দেখতেছি অনেক বাংলাদেশী ইউজার সেখানে স্পাম করতেছেন। বাউন্টির রুলস না পড়েই থ্রেডে লিংক জমা দিয়েই যাচ্ছেন। আমি নিজেও সতর্ক করে দিছি কমেন্ট করে। তারপরেও অনেকে এখনও করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আমার কাছে কয়েকজন মডারেটর রিপোর্ট করেছে-সব বাউন্টি থ্রেডের স্পামার অধিকাংশ বাংলাদেশী। এটা শুনতেও লজ্জা লাগে। যারা এখনও বাউন্টি থ্রেডে স্পাম করে যাচ্ছে তারা আজই বন্ধ করুন নতুবা আপনাদের জন্য গ্লোবাল মডারেটররা প্রস্তুত আছেন। আইডিতে ওয়ানিং খেতেও পারেন। সাবধান হউন। বাংলা বোর্ডে হলে আমি সতর্ক করতে পারি কিন্তু গ্লোবাল সেকশনে স্পাম করলে সেটা সবাই দেখে। তাই শাস্তি এড়াতে অন্তত আর কেউ বাউন্টি থ্রেডে স্পাম করবেন না। আমাদের বাংলাদেশীদের মান সম্মান আর ডুবাইয়েন না। রুলস ভালো করে পড়ে কাজ করবেন। না বুঝলে আমাদের বাংলা বোর্ডে বাউন্টির জন্য চাইল্ডবোর্ড আছে সেখানে আলোচনা করুন। সাবধান হউন, নতুবা মডরা ধরে শাস্তি দিলে তখন আমার কিছু করার থাকবেনা।
আপনি সুন্দর একটা প্রশ্ন তুলে ধরেছেন আমাদের অধিকাংশ বাউন্টিতে নতুন ইউজার রা ভালোভাবে রোল্স গুলো না পড়ে দেবে কাজ জমা দেয়। এবং অনেক কিছু ভুল হয় তার কারনে আমাদের মোডারেটর ভাইয়েদের অনেক সমস্যা হয়। তাই আমাদের জুনিয়র দের উচিত রুলস গুলো ভালোভাবে পড়ে তার পর আমাদের পোষ্ট করতে হবে । এবং মোডারেটর ভাইয়েরা মে নিদর্শননাবলী দেয় সেগুলো মেনে চলবো। এবং ফোরামের নিয়মকানুন অনুযায়ী পোস্ট করার চেষ্টা করব।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Fighter on June 22, 2021, 02:44:35 PM
আসলে এই বিষয়টা আমাদের সকলেরই মনে রাখা উচিত। বাউন্টি সেকশনে যাতে স্পামিং না হয় এমন করে কাজ করতে হবে। যদি স্পামিং ধরা পড়ে তাহলে আমাদের ফোরামের সম্মান নষ্ট হবে। তাই সবার সতর্ক ভাবে কাজ করা উচিত।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Gentle on June 22, 2021, 07:08:49 PM
কয়েজনজন ভাইকে নিজের মত মনে করে তাদেরকে পিএম দিয়েছি। যাতে তারা দ্রুত সব ঠিক ঠাক করে নিতে পারেন। আশা করছি তারা আমার পিএম পেয়ে সাবধান হয়ে নিজেদেরকে সামনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। তাদের জন্য শুভ কামনা থাকলো। আশা করছি আপনারা আমার কষ্টকে নিজেদের জন্য আশির্বাদ মনে করে ভালো ভাবে এখন থেকে কাজ করবেন।


মালাম ভাই আপনি বাংলা পড়ান কে সুন্দর রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাউন্টি ডিটেকটিভের প্রজেক্টস ছাড়া অনেক ম্যানেজারের বাউন্টি ক্যাম্পেইনে বাউন্টি লিংক গুলো থেডে জমা দিতে বলা হয় তাহলে সেগুলোতে কিভাবে কাজ করব দয়া করে যদি বলতেন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Malam90 on June 23, 2021, 03:09:02 AM
কয়েজনজন ভাইকে নিজের মত মনে করে তাদেরকে পিএম দিয়েছি। যাতে তারা দ্রুত সব ঠিক ঠাক করে নিতে পারেন। আশা করছি তারা আমার পিএম পেয়ে সাবধান হয়ে নিজেদেরকে সামনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। তাদের জন্য শুভ কামনা থাকলো। আশা করছি আপনারা আমার কষ্টকে নিজেদের জন্য আশির্বাদ মনে করে ভালো ভাবে এখন থেকে কাজ করবেন।


মালাম ভাই আপনি বাংলা পড়ান কে সুন্দর রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাউন্টি ডিটেকটিভের প্রজেক্টস ছাড়া অনেক ম্যানেজারের বাউন্টি ক্যাম্পেইনে বাউন্টি লিংক গুলো থেডে জমা দিতে বলা হয় তাহলে সেগুলোতে কিভাবে কাজ করব দয়া করে যদি বলতেন।

যেগুলো থ্রেডে জমা দিতে বলা হয় সেগুলো দিবেন আর যেগুলো দিতে বলা হয়না সেগুলো দিবেন না।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Rifan Khan on June 23, 2021, 04:29:15 AM
আপনি পোষ্ট করছেন সেজন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমি আশা করবো সবাই যেন ভালো পোস্ট করার চেষ্টা করি। আমি নিজেও জেনো ভালো মানের পোস্ট করতে পারি। যদি আমাদের ফোরামে কোন স্পামিং দরা হয় তাহলে সে জন্য আমাদের অনেকেরই ক্ষতি। কারণ ফোরামের সম্মান নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ভালো থাকবেন।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Farhana on June 28, 2021, 06:48:17 AM
আমার দেখা মতে সিনিয়র ভাইয়েরা বা সুনামধন্য মডারেটরবৃন্দ বার বার একই কথা বলে যাচ্ছেন যে আপনারা সেকশনে স্পাম বন্ধ করেন, কপি পেস্ট করবেন না তারপরেও কিছু মানুষ এগুলা করে যাচ্ছে। আমার মনে হয় তারা হুজুগে বাংগালী নিয়িমকানুন না পড়ে শুধু তাদের র‍্যাংক বাড়ানোর জন্য এই অকাম গুলো করে যাচ্ছে। তারা জানে না এইগুলা করলে ফোরামে বাংলাদেশিদের মাথা নিচু হয়ে যায়। একসময় বাংলাদেশিদের ফোরামে জয়েন করাই নিষিদ্ধ ক্রে দেবে। তাই আমাদের সাবধান হতে হবে। 
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Gentle on June 28, 2021, 11:50:50 AM
মডারেটর মালাম ভাই আপনি ফোরামে আমাদের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে বাংলা বোর্ড আরো সুশৃংখল ভাবে সুনাম অর্জন করতে পারে। তবে ফোরামে কিছু কিছু অসাধু ইউজার রয়েছে যারা ছলচাতুরীর আশ্রয় নিয়ে থাকে। অবশ্যই এরকম স্পাম বন্ধের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলা ফোরাম এর সুনাম অক্ষুন্ন থাকে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Labonno on June 28, 2021, 06:16:46 PM
বাউন্টি থ্রেড এ লিংক পোস্ট করার প্রবণতাটা এখন অনেক কমে এসেছে।  ইদানীং এই বিষয়টা খুব বেশী পরিলক্ষিত হয় না।  এখন বেশির ভাগ ইউজারই সাবধান হয়ে গেছে।  আর এসবই সম্ভব হয়েছে আমাদের মডারেটর ভাইদের জন্য।  তাদের কঠোর পরিশ্রমের ফলে সবাই আজ সাবধান হয়ে গেছে।                           
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Brithyislam on July 01, 2021, 07:59:48 AM
আমি গত কিছুদিন যাবৎ দেখতেছি অনেক বাংলাদেশী ইউজার সেখানে স্পাম করতেছেন। বাউন্টির রুলস না পড়েই থ্রেডে লিংক জমা দিয়েই যাচ্ছেন। আমি নিজেও সতর্ক করে দিছি কমেন্ট করে। তারপরেও অনেকে এখনও করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আমার কাছে কয়েকজন মডারেটর রিপোর্ট করেছে-সব বাউন্টি থ্রেডের স্পামার অধিকাংশ বাংলাদেশী। এটা শুনতেও লজ্জা লাগে। যারা এখনও বাউন্টি থ্রেডে স্পাম করে যাচ্ছে তারা আজই বন্ধ করুন নতুবা আপনাদের জন্য গ্লোবাল মডারেটররা প্রস্তুত আছেন। আইডিতে ওয়ানিং খেতেও পারেন। সাবধান হউন। বাংলা বোর্ডে হলে আমি সতর্ক করতে পারি কিন্তু গ্লোবাল সেকশনে স্পাম করলে সেটা সবাই দেখে। তাই শাস্তি এড়াতে অন্তত আর কেউ বাউন্টি থ্রেডে স্পাম করবেন না। আমাদের বাংলাদেশীদের মান সম্মান আর ডুবাইয়েন না। রুলস ভালো করে পড়ে কাজ করবেন। না বুঝলে আমাদের বাংলা বোর্ডে বাউন্টির জন্য চাইল্ডবোর্ড আছে সেখানে আলোচনা করুন। সাবধান হউন, নতুবা মডরা ধরে শাস্তি দিলে তখন আমার কিছু করার থাকবেনা।
আপনি সুন্দর একটা প্রশ্ন তুলে ধরেছেন আমাদের অধিকাংশ বাউন্টিতে নতুন ইউজার রা ভালোভাবে রোল্স গুলো না পড়ে দেবে কাজ জমা দেয়। এবং অনেক কিছু ভুল হয় তার কারনে আমাদের মোডারেটর ভাইয়েদের অনেক সমস্যা হয়। তাই আমাদের জুনিয়র দের উচিত রুলস গুলো ভালোভাবে পড়ে তার পর আমাদের পোষ্ট করতে হবে । এবং মোডারেটর ভাইয়েরা মে নিদর্শননাবলী দেয় সেগুলো মেনে চলবো। এবং ফোরামের নিয়মকানুন অনুযায়ী পোস্ট করার চেষ্টা করব।
বান্টি সেকশন স্পাম কমানো খুব দরকার। কারন বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে খুব স্পাম বেড়েছে । এতে আমাদের ফোরামের অবস্থান খারাপের দিকে অগ্রসর হচ্ছে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Maxtel on July 01, 2021, 08:51:51 AM
ফোরামে যে সকল বাউন্টি পরিচালিত হয় এক এক প্রজেক্টের রুলস ভিন্ন হতে পারে। কিছু কিছু প্রজেক্ট রয়েছে যেগুলোর work link Google forms জমা দিতে হয়। আবার কিছু কিছু রয়েছে work link thread জমা দিতে হয়। তবে কোনোভাবেই প্রজেক্ট এর রুলস বহির্ভূত কোনো কাজ না করাই ভালো।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: sohel8090 on July 03, 2021, 08:18:15 AM
যারা এখনো crypto currency সসম্পর্কে জানেন না তারা বাউন্টি রুলস পরে তারপর from জমা দিবেন। অনেকেই রুলস না পরেই from জমা দেয়। তবে এটা ঠিক না এটিতে আপনারই সমস্যা হতে পারে। এ জন্য আপনারা স্পাম করা বন্ধ করুন। এতে আপনারই ভালো হবে। ধন্যবাদ
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Suma Islam on July 04, 2021, 04:57:37 PM
বাউন্টি সেকশনে স্পাম বন্ধ করুন আমরা যারা ভবনটিতে কাজ করি তাদের অনেক সময় এবং পরিশ্রম করে তারা বাউন্টিতে কাজ করে। বাউন্টি একটি দীর্ঘ সময়ের প্রজেক্ট এই দীর্ঘ সময় অতিক্রম করার পর যখন সেই বাউন্টি সাকসেস হওয়ার পর পেমেন্ট করতে চায়না সেই কারণে বাউন্টি কে স্পাম বলা হয়। আমাদের বাংলাদেশের অনেক বাউন্টি ম্যানেজমেন্ট আছে যাদের কাছে বাউন্টি পেমেন্ট করার অর্থ দেয়া হয় কিন্তু তা আমাদের দেয়া হয়না। সে টাকাগুলো বাউল টিম ম্যানেজমেন্ট আত্মসাৎ করে থাকে। এই কারণে বাহনটি স্পাম বন্ধ করার জন্য সবাইকে আহবান করছি। যারা বাউন্টি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে।
Title: Re: Bounty সেকশনে স্পাম বন্ধ করুন। বিষয়টি সিরিয়াস।
Post by: Diknel on July 20, 2021, 07:59:04 AM
আমি মনে করি আপনারা সেকশনে স্পাম বন্ধ করেন। আমাদের ফোরামে যদি কোন স্পামিং ধরা হয় তাহলে আমাদের অনেকেরই ক্ষতি হবে বলে আমি মনে করি। তাই বাংলা ফোরামে এরকম স্প্যাম বন্ধ করার জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।