Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: bmw1 on February 18, 2021, 05:53:46 AM

Title: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: bmw1 on February 18, 2021, 05:53:46 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, Altcointalks এ কিভাবে trade করবো??? 
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: Ogma on February 18, 2021, 05:59:51 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, Altcointalks এ কিভাবে trade করবো???
যেহেতু সিনিয়রদের পাওয়া যাচ্ছে না সেহেতু আপনি সিনিয়রদের সরাসরি পিএম দিতে পারেন । আশা করা যায় এতে আপনি উপকৃত হবেন।
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: Dark Knight on February 18, 2021, 06:06:17 AM
আপনি যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেড সম্পর্কে ভালোভাবে জানতে ও শিখতে হবে। ট্রেড আসলে কি সেটা আপনাকে জানতে হবে।ট্রেড সম্পর্কে আমাদের ফোরামে এর আগে অনেকগুলো টপিক আলোচনা করা হয়েছে আপনি সেগুলো দেখুন ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: iRan Chy on February 18, 2021, 06:35:09 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, Altcointalks এ কিভাবে trade করবো???

Altcointalk একটি ফোরাম সাইট। এটা কোন এক্সেঞ্জ না যে, এখানে ট্র‍্যাড করবেন। আপনি যদি Altcointalk এর নিজস্ব টোকেন Alts কিভাবে ট্র‍্যাড করবেন, এটা বুঝিয়ে থাকেন। তাহলে এ নিয়ে Malam ভাই এর আগে তিনটি পোস্ট করেছেন। এগুলো পড়লে বুঝতে পারবেন, কিভাবে কি করতে হবে।

1. যেভাবে ALTS উত্তোলন করবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=191603.0

2. ALTS এবং ALTT: আমাদের টোকেন সম্পর্কে পরিপূর্ণ তথ্য: https://www.altcoinstalks.com/index.php?topic=191534.0

3. যেভাবে আপনি ALTS টোকেন পাবেন তার নির্দেশিকা: https://www.altcoinstalks.com/index.php?topic=191540.0
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: Malam90 on February 18, 2021, 07:33:08 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, Altcointalks এ কিভাবে trade করবো???

Altcointalk একটি ফোরাম সাইট। এটা কোন এক্সেঞ্জ না যে, এখানে ট্র‍্যাড করবেন। আপনি যদি Altcointalk এর নিজস্ব টোকেন Alts কিভাবে ট্র‍্যাড করবেন, এটা বুঝিয়ে থাকেন। তাহলে এ নিয়ে Malam ভাই এর আগে তিনটি পোস্ট করেছেন। এগুলো পড়লে বুঝতে পারবেন, কিভাবে কি করতে হবে।

1. যেভাবে ALTS উত্তোলন করবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=191603.0

2. ALTS এবং ALTT: আমাদের টোকেন সম্পর্কে পরিপূর্ণ তথ্য: https://www.altcoinstalks.com/index.php?topic=191534.0

3. যেভাবে আপনি ALTS টোকেন পাবেন তার নির্দেশিকা: https://www.altcoinstalks.com/index.php?topic=191540.0

সুন্দর উত্তর দিয়েছেন ভাই  যেটা আমিই দিতাম এরকমই। ধন্যবাদন যে আপনি দ্রুত শিখে নিচ্ছেন এবং পাশাপাশি অন্যদেরও উপকার করতেছেন।

সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, Altcointalks এ কিভাবে trade করবো??? 


ভাই, এখানে তো ট্রেড করা যায়না। ট্রেড করতে হলে আপনাকে কোন একচেঞ্জে গিযে ট্রেড করতে হবে। আর iRan Chy ভাই যে ৩টা লিংক দিয়েছেন ওটা হচ্ছে এই ফোরামের টোকেন। আপনি যদি সেই সম্পর্কে জানতে চেয়েছেন তাহলে তিনটি লিংকই ফলো করুন। তাহলে ফোরামের টোকেন সম্পর্কে ধারনা পাবেন।


Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: Malam90 on February 18, 2021, 07:36:21 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, Altcointalks এ কিভাবে trade করবো???
যেহেতু সিনিয়রদের পাওয়া যাচ্ছে না সেহেতু আপনি সিনিয়রদের সরাসরি পিএম দিতে পারেন । আশা করা যায় এতে আপনি উপকৃত হবেন।

এটা কেমন ধরণের কমেন্টস ভাই?
সিনিয়ররা কি সারাদিন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে থাকবে? তাদেরও তো সময় অসময় আছে তাইনা? তাদেরওতো কাজ আছে। সারাদিন তো আর ফোরাম নিয়ে বসে থাকবেনা যে কে কি প্রশ্ন করছে তার উত্তর দিবেন। তাদের তো কেউ বেতন দিয়ে রাখেনি যে সারাক্ষণ তারা বসে থাকবেন।
আপনারা কার কি প্রশ্ন আছে করবেন, যখন সিনিয়ররা ফোরামের আসবেন, তাদের চোখে পড়বে তখন তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন যতটুকু তাদের পক্ষে সম্ভব। আশা করছি এমন প্রশ্ন বা কমেন্টস কেউ করবেন না যেটা সিনিয়রদের সম্মানে লাগে।
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: bmw1 on February 18, 2021, 09:34:13 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, Altcointalks এ কিভাবে trade করবো???

Altcointalk একটি ফোরাম সাইট। এটা কোন এক্সেঞ্জ না যে, এখানে ট্র‍্যাড করবেন। আপনি যদি Altcointalk এর নিজস্ব টোকেন Alts কিভাবে ট্র‍্যাড করবেন, এটা বুঝিয়ে থাকেন। তাহলে এ নিয়ে Malam ভাই এর আগে তিনটি পোস্ট করেছেন। এগুলো পড়লে বুঝতে পারবেন, কিভাবে কি করতে হবে।

1. যেভাবে ALTS উত্তোলন করবেন: https://www.altcoinstalks.com/index.php?topic=191603.0

2. ALTS এবং ALTT: আমাদের টোকেন সম্পর্কে পরিপূর্ণ তথ্য: https://www.altcoinstalks.com/index.php?topic=191534.0

3. যেভাবে আপনি ALTS টোকেন পাবেন তার নির্দেশিকা: https://www.altcoinstalks.com/index.php?topic=191540.0
আপনাকে অনেক ধন্যবাদ
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: Cristiano on February 18, 2021, 10:41:25 AM
এরকম যদি কোন বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি মেইনবোর্ড এ টপিক না করার জন্য। এরকম টপিক তৈরি করবেন আপনি চাইল্ড বোর্ড গুলো তে। মেইনবোর্ড এইরকম টপিক তৈরি করলে সবচেয়ে বেশি স্পামিং হয়। পরবর্তীতে কোন বিষয় সম্পর্কে জানতে হলে আপনি চাইল্ড বোর্ডে টপিক তৈরি করবেন। সেখানে গিয়ে আপনাকে অবশ্যই সিনিয়র ভাই সাহায্য করবে।

এখন আসি আপনার প্রশ্নের কথায়।
আপনি চাইলে এই ফোরামে কোনরকম ট্রেড করতে পারবেন না। কারণ আপনি যে টপিকটি তৈরি করেছেন সেটা বুঝার মত নয়।
আপনার প্রশ্ন টি হল :- Altcointalks এ কিভাবে trade করবো??

আমার মনে হয় আপনার হয়তো ট্রেড সম্পর্কে কোনো রকমে ধারণা নেই। যার জন্য আপনি এরকম টপিক তৈরি করেছেন। কারণ সাধারণত ট্রেড করতে হলে আমাদের সর্বপ্রথম এক্সচেঞ্জার সাইট বেছে নিতে হয়। যে কয়েনটার উপর ক্রিয়েট করব সেই কয়েনটি কিনে রাখতে হয়।পরবর্তীতে আপনাকে নিয়ম অনুসারে ট্রেড করতে হবে। আপনি আগে সর্বপ্রথম ট্রেড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করুন। তা না হলে আপনি ট্রেড করে প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন।
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: Angel jara on February 18, 2021, 11:38:33 AM
Altcointalks এ কিভাবে trade করবে এই বিষয়ে আমার কোন ধারণা নেই। এই বিষয়ে সঠিক দাঁড়ানোর জন্য এই ফোরামের সিনিয়র ভাইদের পরামর্শ গ্রহণ করতে পারেন। তারাই সঠিকভাবে বলে দিতে পারবে কিভাবে Altcointalks এ কিভাবে trade করবে ।
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: Newron on February 18, 2021, 12:19:57 PM
Altcointalks এ কিভাবে trade করবো আমার কোন ধারণা নেই এই বিষয়ে জানার জন্য এই ফোরামের সিনিয়র ভাইদের পরামর্শ নিতে হবে। তারাই সঠিক মূল্যায়ন দিতে পারবে।
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: LeziT on February 18, 2021, 12:49:31 PM
আমার জানামতে আপনার ট্রেড সম্পর্কে কোনো রকমের ধারণা নেই যার কারণে আপনি বুঝতে পারছেন না কিভাবে ট্রেড করবেন।

ট্রেড করতে হলে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখুন:-
Title: Re: Altcointalks এ কিভাবে trade করবো???
Post by: Malam90 on February 18, 2021, 01:47:36 PM
টপিকটাই আসলে ধোঁয়াশার মত। নতুন ভাইদের অনুরোধ করছি-যে বিষয়ে টপিক তৈরি করবেন একটু বিস্তারিত লেখার চেস্টা করবেন যাতে কেউ পড়ে বুঝতে পারেন। তাহলে উত্তর দেওয়া সহজ হবে। টপিকটা লক করলাম।  :)