Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: iRan Chy on February 18, 2021, 09:15:34 AM

Title: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: iRan Chy on February 18, 2021, 09:15:34 AM
আমি লক্ষ্য করেছি যে Altcointalk ফোরাম আমাদের আইপি ডিট্যাক্ট করে। কিন্তু, এয়ারড্রপ বা বাউন্টি এর টাস্ক কম্পলিট করতে অনেক সময় আমাদের VPN ব্যবহার করতে হয়। যেমন: মিডিয়াম, রেডিট, বা bitly শর্ট লিংক ভিজিটের ক্ষেত্রে VPN ছাড়া ভিজিট করা যায়না। ঐ সময় আমাদের Altcointalk একাউন্ট লগিন থাকলে বা পেইজ ওপেন থাকলে কোন সমস্যা হবে?

অনেকদিন আগে Bitcointalk এ একবার দেখেছিলাম, VPN ব্যবহার করতে নিষেধ করেছে। তখন থেকে Bitcointalk এ আর VPN অন রেখে ভিজিট করিনি। আমি জানিনা Altcointalk এ ও একই রুল্স কিনা। এ বিষয়ে সিনিয়র ভাইদের কারও জানা থাকলে দয়া করে বলবেন।

আরেকটি কথা হচ্ছে অনেক আন-অফিশিয়াল ফোনে VPN ছাড়া নেট ব্রাউজিং করা যায়না। যদি VPN অ্যালাউড না করে তাদের ক্ষেত্রেও কি একই রুল্স প্রযোজ্য হবে?

বি.দ্র: VPN নিয়ে সব সমস্যার সমাধান একবারে জানতে চাচ্ছি। পরবর্তীতে যেনো কারও মনে প্রশ্ন না জাগে বা সমস্যা না হয়।
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: Nostoman on February 18, 2021, 09:25:51 AM
যেকোনো আইপি একই ডিভাইস থেকে লগইন করলে প্রথম তিনটি ডিজিট মিল থাকে। সুতরাং VPN ব্যবহার করলেও multi-account ধরা খাবেন।

ডিভাইসের নামও বের করা সম্ভব হয়। এডমিন ম্যানুয়ালি সবকিছু ট্যাগ করতে পারেন।
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: Malam90 on February 18, 2021, 09:32:03 AM
যেকোনো আইপি একই ডিভাইস থেকে লগইন করলে প্রথম তিনটি ডিজিট মিল থাকে। সুতরাং VPN ব্যবহার করলেও multi-account ধরা খাবেন।

ডিভাইসের নামও বের করা সম্ভব হয়। এডমিন ম্যানুয়ালি সবকিছু ট্যাগ করতে পারেন।

ভিপিএন নিয়ে অনেকেরই তিক্ত অভিজ্ঞতা আছে। তাই ভিপিএন না ব্যবহার করাই ভালো। আপনি সুন্দর করে ফলাফল বুঝিয়ে দিয়েছেন।
আশা করছি প্রশ্নকারী তার উত্তর পেয়েছন।+1
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: iRan Chy on February 18, 2021, 09:33:19 AM
যেকোনো আইপি একই ডিভাইস থেকে লগইন করলে প্রথম তিনটি ডিজিট মিল থাকে। সুতরাং VPN ব্যবহার করলেও multi-account ধরা খাবেন।

ডিভাইসের নামও বের করা সম্ভব হয়। এডমিন ম্যানুয়ালি সবকিছু ট্যাগ করতে পারেন।
ভাই আমি Altcointalk বা Bitcointalk এ মাল্টি একাউন্ট ব্যবহার করিনা। আমার একাউন্ট একটাই। আমি শুধুমাত্র জানতে চেয়েছি, VPN ব্যবহার করে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে কিনা!
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: iRan Chy on February 18, 2021, 09:46:29 AM
যেকোনো আইপি একই ডিভাইস থেকে লগইন করলে প্রথম তিনটি ডিজিট মিল থাকে। সুতরাং VPN ব্যবহার করলেও multi-account ধরা খাবেন।

ডিভাইসের নামও বের করা সম্ভব হয়। এডমিন ম্যানুয়ালি সবকিছু ট্যাগ করতে পারেন।

ভিপিএন নিয়ে অনেকেরই তিক্ত অভিজ্ঞতা আছে। তাই ভিপিএন না ব্যবহার করাই ভালো। আপনি সুন্দর করে ফলাফল বুঝিয়ে দিয়েছেন।
আশা করছি প্রশ্নকারী তার উত্তর পেয়েছন।+1
ভাই আমার ২টি ফোনে সবসময় এই একটি একাউন্টই লগিন থাকে। ২য় কোন একাউন্ট করব এটা কখনো ভাবিনি। কারণ, এর আগে আমি Bitcointalk এ বিষয়ে এলার্ট পেয়েছিলাম। সবসময় VPN অন না রেখে ফোরাম ভিজিট করার চেষ্টা করি। তবুও অনেক সময় মনের অজান্তে VPN অন রেখে ভিজিট করে ফেলি। তাই এ বিষয়ে জানতে চেয়েছি কোন সমস্যা হবে নাকি। আমি কোন স্পামার বা স্ক্যামার নই। ভবিষ্যতেও কোন মাল্টিপল করার ইচ্ছা আমার নেই।     
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: Cristiano on February 18, 2021, 10:19:11 AM
যেকোনো আইপি একই ডিভাইস থেকে লগইন করলে প্রথম তিনটি ডিজিট মিল থাকে। সুতরাং VPN ব্যবহার করলেও multi-account ধরা খাবেন।

ডিভাইসের নামও বের করা সম্ভব হয়। এডমিন ম্যানুয়ালি সবকিছু ট্যাগ করতে পারেন।
সাধারণত ভিপিএন ইউজ করা হয় যদি কোন প্রজেক্ট অথবা অ্যাপসে ওই দেশের সার্ভার না থাকে এবং ওই দেশ সাপোর্ট করে না সেই ক্ষেত্রে ভিপিএন ইউজ করা যাবে।কিন্তু এই ফোরাম পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ সাপোর্ট পায় আমি মনে করি না সেখানে ভিপিএন এর কোনো প্রয়োজন রয়েছে। কিন্তু অনেক মাল্টিপল একাউন্ট খোলার ক্ষেত্রে ভিপিএন এর প্রয়োজন পড়ে। তাই কেউ ভিপিএন ব্যবহার করাটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। আমি মনে করি এই ফোরাম এ ঢুকতে হলে কোন রকমের ভিপিএন এর প্রয়োজন পড়েনা ।

আরেকটি কথা হল আইপি অ্যাড্রেস হলো দুই প্রকার
একটি হল মোবাইল আইপি বা ফোন আইপি।
দ্বিতীয় টি হলো নেটওয়ার্ক আইপি বা সিম কার্ড এর আইপি।

যদি কেউ ভিপিএন ইউজ করে তাহলে তার সিম কার্ডের আইপি অথবা নেটওয়ার্কের আইপি চেঞ্জ হয়ে যায়।
মোবাইল আইপি কখনো চেঞ্জ হয় না। মোবাইল আইপি একটি থাকে এবং সব সময় থাকে। যখন একটি ফোন তৈরি করা হয় তখন একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়।
যেটা চাইলে কেউ চেঞ্জ করে ফেলতে পারবে না।
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: Angel jara on February 18, 2021, 11:44:13 AM
VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে কি এই বিষয়ে আমি সঠিক ধারণা দিতে পারছিনা। কারণ এই বিষয়ে আমার কোন ধারণা নেই। এ বিষয়টি জানার জন্য এই ফোরামের সিনিয়র ভাইদের পরামর্শ গ্রহণ করুন। তারাই সঠিকভাবে বলে দিতে পারবে ভিপিএন অন করে ফোরামে ভিজিট করলে কি ধরনের সমস্যা হয়।
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: Newron on February 18, 2021, 12:07:01 PM
VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে নাকি এই বিষয়ে আমার কোন ধারণা নেই। এ বিষয়ে সঠিক ধারণা নেই এ বিষয়ে এই ফোরামের সিনিয়র ভাইরা সঠিক ধারণা দিতে পারবেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আপনাকে।
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: iRan Chy on February 19, 2021, 04:35:18 AM
VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে কি এই বিষয়ে আমি সঠিক ধারণা দিতে পারছিনা। কারণ এই বিষয়ে আমার কোন ধারণা নেই। এ বিষয়টি জানার জন্য এই ফোরামের সিনিয়র ভাইদের পরামর্শ গ্রহণ করুন। তারাই সঠিকভাবে বলে দিতে পারবে ভিপিএন অন করে ফোরামে ভিজিট করলে কি ধরনের সমস্যা হয়।
Angel jara, Rakib00@ আপনারা না জানলে রিপ্লাই দিছেন কেন?  >:(
আমি এটা সিরিয়াস বিষয় নিয়ে জানতে চেয়েছি। আর আপনাদের রিপ্লাইয়ের ধরণ দেখে মনে হচ্ছে, দুইটাই এক আইডি। যদি এক হয়ে থাকে সতর্ক হয়ে যান। নয়তো ধরা খাইলে বুঝবেন পরে।
Title: Re: VPN অন রেখে ফোরাম ভিজিট করলে কোন সমস্যা হবে?
Post by: bmw1 on February 19, 2021, 03:02:06 PM
যেকোনো আইপি একই ডিভাইস থেকে লগইন করলে প্রথম তিনটি ডিজিট মিল থাকে। সুতরাং VPN ব্যবহার করলেও multi-account ধরা খাবেন।

ডিভাইসের নামও বের করা সম্ভব হয়। এডমিন ম্যানুয়ালি সবকিছু ট্যাগ করতে পারেন।
সাধারণত ভিপিএন ইউজ করা হয় যদি কোন প্রজেক্ট অথবা অ্যাপসে ওই দেশের সার্ভার না থাকে এবং ওই দেশ সাপোর্ট করে না সেই ক্ষেত্রে ভিপিএন ইউজ করা যাবে।কিন্তু এই ফোরাম পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ সাপোর্ট পায় আমি মনে করি না সেখানে ভিপিএন এর কোনো প্রয়োজন রয়েছে। কিন্তু অনেক মাল্টিপল একাউন্ট খোলার ক্ষেত্রে ভিপিএন এর প্রয়োজন পড়ে। তাই কেউ ভিপিএন ব্যবহার করাটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। আমি মনে করি এই ফোরাম এ ঢুকতে হলে কোন রকমের ভিপিএন এর প্রয়োজন পড়েনা ।

আরেকটি কথা হল আইপি অ্যাড্রেস হলো দুই প্রকার
একটি হল মোবাইল আইপি বা ফোন আইপি।
দ্বিতীয় টি হলো নেটওয়ার্ক আইপি বা সিম কার্ড এর আইপি।

যদি কেউ ভিপিএন ইউজ করে তাহলে তার সিম কার্ডের আইপি অথবা নেটওয়ার্কের আইপি চেঞ্জ হয়ে যায়।
মোবাইল আইপি কখনো চেঞ্জ হয় না। মোবাইল আইপি একটি থাকে এবং সব সময় থাকে। যখন একটি ফোন তৈরি করা হয় তখন একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়।
যেটা চাইলে কেউ চেঞ্জ করে ফেলতে পারবে না।
আপনাকে অনেক ধন্যবাদ বিকজ আপনার এত মূল্যবান পোষ্টটি জানতে পারলাম এবং পরে অনেক আনন্দিত হলাম আপনি সঠিক বলেছেন।