Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Altcoin1998$ on February 18, 2021, 10:11:47 AM

Title: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Altcoin1998$ on February 18, 2021, 10:11:47 AM
আমি অতি দুঃখের সহিত জানাচ্ছি যে দীর্ঘ কয়েক দিন ধরে এডমিন মডারেটর চক্র আমাদের বাংলা ফোরাম এর উপর অসন্তোষ প্রকাশ করেছেন। তারা সর্বদা নাটকীয় স্পামিং বন্ধ করার জন্য সতর্ক বার্তা দিয়ে যাচ্ছেন । কিন্তু আমরা তাদের উপদেশগুলো বুড়ো আংগুল দেখিয়ে জিরো পার্সেন্ট আগ্রহ করে পালন করে যাচ্ছি। আমি বাংলা ফোরামের মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি ,স্পামিং করলেই ওয়ানিং দেওয়া শুরু করে দেবেন, কোন পার্সোনাল মেসেজ ছাড়াই। অনেক দেখেছি ভাই, গুরুত্ব না দিয়ে পার্সোনালি অ্যাটাক করে। আমি মনে করব এই পন্থা অবলম্বন ছাড়া আমাদের বাঙালি জাতি সহজে সংশোধিত হবে না।একজন মডারেটরকে একজন সাধারন ইউজার হুমকিমূলক কথা বলবে এটা আমরা কখনো মেনে নেব না।আমি তাকে পার্সোনালি কথা বলেছি সে তার পারিবারিক সমস্যা হেতু মাথা ঠিক নেই বলে এরকম কাজ করেছে বলেছে। যাহোক বাঙালি জাতির মধ্যে আর কিছু না থাকলেও হসপিটালিটি আছে। তাই প্রথমবার নিজের ভাই সম্বোধন করে ক্ষমা করে দিলাম। বুঝতে পারলাম হয়তো সে পারিবারিকভাবে সমস্যার মধ্যে আছে। মালাম ভাই কিছু মনে করবেন না আপনার অবদান ফোরামে অনু স্বীকার্য। ধন্যবাদ ভাই আসুন আমরা সবাই মিলে বাংলা ফোরাম কে নিজের ফোরাম হিসাবে যথার্থ স্থানে নিয়ে যাই।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Cristiano on February 18, 2021, 10:32:10 AM
বর্তমানে সবচেয়ে বেশি এডমিন বাংলা বোর্ডে নজর দিচ্ছে। এডমিন এর আগে অনেকগুলো টপিক তৈরি করেছিল বাংলা সেকশন নিয়ে।সেখানে সে অনেক কিছুই মন্তব্য করেছে এবং বলেছে যে বাংলা বোর্ডে প্রচুর পরিমাণে স্পামিং পোস্ট হয় এবং বাংলাদেশের অনেক মেম্বাররা গ্লোবাল সেকশনে গিয়ে স্পামিং পোস্ট করে। এবং কি মাল্টিপল ইউজার নিয়ে অনেক কথা বলেছে।আমাদের সবাইকে সর্তকতা অবলম্বন করে ফোরামের রুলস মেনে পোস্ট করতে হবে। আমাদের প্রত্যেকটা বাংলাদেশি ভাইদের এক থাকতে হবে। কেউ কারো বিরুদ্ধে লাগা যাবে না। সবার সহযোগিতায় সবাইকেই করতে হবে। বাংলা ভোটকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। ইতোমধ্যে বাংলা বোর্ড আগের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি মনে করি এ লোট কয়েন ফোরামে টিকে থাকার জন্য মালাম ভাই এবং altcoin1998$ এবং নষ্ট মন ভাই আমাদের জন্য প্লাস পয়েন্ট।কারণ এই তিনটি ভাইয়ের জন্য আমরা অনেক বিপদ থেকে রক্ষা পায়। তারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করে যাচ্ছে। তারপরও আমাদের সতর্ক হওয়ার দরকার। কারণ গ্লোবাল সেকশনে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ স্পামিং পোস্ট করে।

আমরা সবাই স্পামিং বন্ধ করি। স্পামিং পোস্ট কেউ করলে তাকে সতর্ক করে দেয়। স্পাম মুক্তবাংলা ভোট গড়ে তুলি।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Angel jara on February 18, 2021, 11:40:15 AM
বর্তমানে সবচেয়ে বেশি এডমিন বাংলা বোর্ডে নজর দিচ্ছে। এডমিন এর আগে অনেকগুলো টপিক তৈরি করেছিল বাংলা সেকশন নিয়ে।সেখানে সে অনেক কিছুই মন্তব্য করেছে এবং বলেছে যে বাংলা বোর্ডে প্রচুর পরিমাণে স্পামিং পোস্ট হয় এবং বাংলাদেশের অনেক মেম্বাররা গ্লোবাল সেকশনে গিয়ে স্পামিং পোস্ট করে। এবং কি মাল্টিপল ইউজার নিয়ে অনেক কথা বলেছে।আমাদের সবাইকে সর্তকতা অবলম্বন করে ফোরামের রুলস মেনে পোস্ট করতে হবে। আমাদের প্রত্যেকটা বাংলাদেশি ভাইদের এক থাকতে হবে। কেউ কারো বিরুদ্ধে লাগা যাবে না। সবার সহযোগিতায় সবাইকেই করতে হবে। বাংলা ভোটকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। ইতোমধ্যে বাংলা বোর্ড আগের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি মনে করি এ লোট কয়েন ফোরামে টিকে থাকার জন্য মালাম ভাই এবং altcoin1998$ এবং নষ্ট মন ভাই আমাদের জন্য প্লাস পয়েন্ট।কারণ এই তিনটি ভাইয়ের জন্য আমরা অনেক বিপদ থেকে রক্ষা পায়। তারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করে যাচ্ছে। তারপরও আমাদের সতর্ক হওয়ার দরকার। কারণ গ্লোবাল সেকশনে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ স্পামিং পোস্ট করে।

আমরা সবাই স্পামিং বন্ধ করি। স্পামিং পোস্ট কেউ করলে তাকে সতর্ক করে দেয়। স্পাম মুক্তবাংলা ভোট গড়ে তুলি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন একটি মূল্যবান কথা বলার জন্য। আমরা সর্বদাই স্পামিং থেকে দূরে থাকবো।স্টপিং করলে আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনি আবার আমাদের আইডি ব্যান্ড হতে পারে। একটু সহজ পথ এর জন্য কখনো নিজের আইডি কে বিপদে ফেলবেন না এতে বিরাট ধরনের সমস্যা হতে পারে। আমরা নিজেও স্পামিং থেকে বিরত থাকব অন্য জনকেও বিরত রাখতে সাহায্য করবো।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Newron on February 18, 2021, 12:22:10 PM
স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন এই কথাটি সবার জন্য প্রযোজ্য। কারণ স্ক্যানিং করলে আমাদের বিরাট ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। স্পামিং করলে আমাদের আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Triedboy on February 18, 2021, 11:52:29 PM
আসলে আমি দেখেছি যেকোনো ইউজারদের কিছুটা ভুল হলে মালাম ভাই সেটা সংশোধন করে দেয় এটা খুবই ভালো একটা কাজ। আবার আমাদের বাংলা পুরানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মালাম ভাইয়ের কিন্তু অনেক ভূমিকা রয়েছে। কিন্তু ছোট একজন ইউজার হয়ে মালাম ভাইয়ের সাথে এরকম আচরণ টা সত্যিই অনেক দুঃখজনক। যদি কোন ইউজার আবার এধরনের ভুল করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে একশন নেবেন। স্পামিং করবেন তার পরেওযদি মডারেটর ভাই যারা আছে তারা সতর্ক করে দিলে তাদের সাথে থ্রেট মূলক কথা বললে অবশ্যই আপনার বিপদ বয়ে আনবে আপনি নিজেই।সুতরাং সবাই স্পামিং থেকে বিরত থাকুন আর সিনিয়র ভাই যারা রয়েছে সবার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন তা না হলে সামনে এরকম ভুল হলে কারও রক্ষা থাকবে না।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Alvida on February 20, 2021, 09:41:18 AM
হ্যাঁ ভাই আপনি কথাগুলো যুক্তি আছে কারণ আমরা স্পামিং করবো আবার মডারেটর ভাইদের হুমকিও দেবো এটা খুব দুঃখজনক ব্যাপার। তাই আমরা যারা এইরকম স্পামিং করতেছি এবং উল্টা মডারেটরদের থ্রেট দিচ্ছে তারা এখন থেকে সতর্ক হয়ে যাই যেন ভবিষ্যতে আর এরকম ধরনের আচরণ না করি। আর আমরা যারা আছি আমরা সবাই সতর্ক হয়ে যায় যেন স্পামিং না করি। স্পামিং করলে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: AlviNess on February 21, 2021, 03:58:24 PM
ভাই আপনাকে তো তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি আমাদের আগেই স্প্যামিং সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ফোরামের আমরা অনেকেই আছি যারা হয়তো বুঝে অথবা না বুঝে বিভিন্ন সেকশনে গিয়ে স্পাম করে থাকি যা সত্যিই অনেক খারাপ একটি দিক। স্পামিং করলে যে মন আইডির সমস্যা হতে পারে তেমনি ফোরামের অনেকটা ক্ষতি হয়ে থাকে। তাই অবশ্যই আমরা সবসময় স্প্যামিং থেকে দূরে থাকার চেষ্টা করব।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Milon626 on March 06, 2021, 05:40:57 PM
হুম, আমাদের বাংলা লোকাল বোর্ডে বা গ্লোবাল সেকশনে এখন স্পামিং অনেক বেড়ে গেছে।  আর স্পামিং এর ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ইউজারেরা বেশি পরিমানে  রয়েছে।  ইতোমধ্যে আমাদের লোকাল বোর্ডের মডারেটর মালাম ভাই ওয়ার্নিং দিয়ে পিন পোস্টও দিয়েছেন, সাথে এডমিনের পোস্ট তো আছেই।  তাই আমাদের সকলেরই উচিৎ স্পামিং বাদ দিয়ে সুন্দর ভাবে কাজ করে এগিয়ে যাওয়া।                           
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: LazY on March 06, 2021, 05:46:02 PM
আমাদের সবাইকে খুব সাবধানে পোস্ট করতে হবে। কারণ প্রতিনিয়তঃ তৈরি হচ্ছে এই স্পামিং পোস্ট। আমাদের এই স্পামিং পোস্ট থেকে বিরত থাকতে।আমরা যদি স্পামিং পোস্ট করা থেকে বিরত থেকে কনস্ট্রাক্টিভ পোস্ট করা শুরু করি তাহলে আমাদের এই বাংলা ফোরাম অনেক দূর এগিয়ে যাবে। স্পামিং পোস্ট করার কারণে বাংলা ফোরাম অনেক নিচে রয়েছে। আমাদের প্রত্যেকের প্রয়োজন সবাই একসাথে কাজ করা। আমরা প্রত্যেকে যদি একসাথে হয়ে কাজ করি তাহলে ফোরাম অনেক দূর এগিয়ে যাবে।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Sonjoy on March 06, 2021, 06:26:36 PM
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য আমরা ইদানিং লক্ষ্য করছি যে পরানের নিয়ম কিন্তু ভঙ্গ করে অনেক অনেকে পোস্ট করে যাচ্ছে প্রতিনিয়ত তাদের নিজস্ব অ্যাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে এটি করছে কিন্তু এতে যে ফোরামের অনেক ক্ষতি হচ্ছে এতে তাদের কোন মাথা ব্যাথা নেই তাই আমি বলবো যে এখন থেকে এডমিন পক্ষ থেকে কঠোর হতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে বলে আমরা মনে করছি কারণ এরকম করছে তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এখানে অবশ্যই অবশ্যই কঠোর শাস্তির ব্যবস্থা করতে।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Tamsialu$$ on March 07, 2021, 12:40:52 AM
আসলে খুবই কষ্টের একটি ব্যাপার সম্পূর্ণ স্প্যাম কি শুধু বাংলাদেশীরাই করে যাচ্ছে। অতএব আমরা ফোরাম এসেছি ইনকাম করার জন্য পাকনামি করার জন্য নয় আমরা সবাই ফোরামে কাজ করব এবং সিনিয়র ভাইরা যে উপদেশ দিবে পালন করব। তা না করে যদি তাদের সাথে আমরা উল্টো পাল্টা কথা বলি তাহলে অবশ্যই এখন থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমাদের বাংলা ফোরামের মডারেটর যিনি রয়েছেন তিনি অত্যন্ত ভালো যেকোনো সময় আমি দেখছি খারাপ ভুল হলে সেটা সংশোধন করে দিয়েছে। অতএব আমাদের এখন থেকে সবারই স্পামিং থেকে দূরে থাকতে হবে এবং নিয়মিত যা প্রয়োজন সে অনুসারে পোস্ট দিতে হবে। আর দয়া করে কেউ সিনিয়র ভাইদের সাথে বেয়াদবি করবেন না এতে আপনার মঙ্গল হবে।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Tubelight on March 20, 2021, 05:02:38 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে স্পামিং সম্পর্কে এত সুন্দর একটি পোষ্ট সকলের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের এই ফোরামের অনেক সদস্য আছে যারা বিভিন্ন স্থানে গিয়ে স্পাম করে থাকি। তাদের জন্য বিশেষ করে এই পোস্ট। দয়া করে আপনারা স্পামিং বন্ধ করুন।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: CryptoRiders on May 01, 2021, 09:07:17 AM
আজকালকার বেশিরভাগ ইউজাররা বিশেষ করে নতুন ইউজার তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সব সময় স্পামিং করে যাচ্ছেন। তারা ক্রিপ্টোকারেন্সি সকল নিয়ম ভেঙে ফেলছে। আর যখনই তারা স্পামিং করছে মডারেটর ভাই এটা সংশোধন করে দিচ্ছেন। আর ইউজাররা সেটার সুযোগ নিচ্ছে। তাই আমার মতে মডারেটরদের শক্ত হতে হবে। এরকম করে স্পামিং করে গেলে বাংলা বোর্ড একদিন হুমকির মুখে পড়বে।
Title: Re: স্পামিং করা থেকে বিরত থাকুন, স্পামিং করবেন তো মরবেন
Post by: Markuri33 on May 01, 2021, 09:21:44 AM
আসলে আমরা দেখছি যারা নতুন এ ফোরামে এসেছে তাদের মধ্যে তাদের মধ্যে অনেকেই স্পামিং করছে। আবার অনেকেই রয়েছে স্পামিং করা সত্ত্বেও সতর্কতা হচ্ছে না। মালাম ভাই দেখেছি অনেক ইউজারদের সতর্ক করে দিয়েছেন তার পরেও দেখা যাচ্ছে অনেকেই স্পামিং করছে আবার কথা শুনছে না। এবং বর্তমানে আরও কিছু নতুন ইউজার এসেছে দেখলাম ফোরামে তারা আসলে কি দিয়ে কি লিখছে সেগুলো পড়ে কিছুই বুঝতে পারছিনা। দয়া করে সবাই সতর্ক হোন তা না হলে অবশ্যই কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।