Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on February 18, 2021, 03:55:21 PM

Title: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: babu10 on February 18, 2021, 03:55:21 PM
2017 সালের আগ পর্যন্ত ক্রিপ্টোমার্কেট এমন উত্তান ঘটবে যেমন কেউ আশা করেনী তেমনি 2017 সালের পরও মার্কেট এত কমবে কেউ আশা করেনী। কিন্তু বিটিসি ইথারসহ অল্টা মার্কেট এমন ভাবে নেমেছিল যেটা ক্রিপ্টোনিয়ে অনেক আশাবাদী মানুষকেও হতাশার সাগরে নিমজ্জিত করেছিল।তার মধ্যেও আমাদের অনেকে ক্রিপ্টোকারেন্সীতে ইনভেস্ট করেছে এবং অনেক ধৈর্য্য নিয়ে অপেক্ষা করেছে।

আপনি কি তাদের মধ্যে একজন? ;D ;D
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Dark Knight on February 18, 2021, 06:01:19 PM
আমি ফোরামে সবেমাত্র যুক্ত হয়েছি। তাই আমি বলতে পারবো না যে কতটুকু ধৈর্য সহকারে কাজ করলে ভালো ফল পাব। তবে এটা জানি যে কোন কিছু থেকে ভালো কিছু অর্জন করতে চাইলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তাই আমি ধৈর্য ধারণ করে এই ফোরামে কাজ করে যেতে চাই এবং ভবিষ্যতে যেন ভালো পেমেন্ট পাই।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: AGM on February 18, 2021, 06:24:44 PM
ধৌর্যের পরিক্ষায় উত্তীর্ন হতে পারিনি। কারন এখন যদি ধৌর্য ধারন করে থাকতে পারতাম হয়তো আজকে মুনে যাওয়ার স্বপ্নটাও দেখতে পারতাম কিন্তু সেটা এখন পর্যন্ত হয়ে উঠল না। কবে হবে তাও জানি না। তবে আশা এখনও ছাড়িনি। দেখা যাক কত দিন টিকতে পারি।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Markuri33 on February 18, 2021, 06:34:40 PM
আসলে বিটকয়েনের প্রাইস এবং অন্যান্য কয়েনের প্রাইস 2017 সালের পরে একদমই ডাম্পিং হয়েছিল। কিন্তু 2020 সালে এসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিছুটা উন্নতি হয়েছিল।যখনই 2021 সাল পড়ল তার পরেই দেখলাম ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এতটা অগ্রসর।আসলেই বিটকয়েনের প্রাইস এবং ইথিরিয়াম ও অন্যান্য কয়েনের প্রাইস হঠাৎ করে এভাবে বৃদ্ধি পাবে কেউ কল্পণা করতে পারেনি। আসলে ক্রিপ্টোকারেন্সি তে থাকতে হলে তাকে বিশাল হৃদয়ের মানুষ হতে হবে। তা না হলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে হঠাৎ করে এতটা ওঠা নামা করাটা সবাই সহ্য করতে পারবেনা। আমার বিশ্বাস ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই সামনে আরো উন্নত হবে।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Malam90 on February 19, 2021, 01:39:24 AM
২০১৭ সাল থেকে যা যা কয়েন হোল্ড করেছিলাম তখন দাম বেশি ছিলো পরে ডেড হয়ে গেছে। পুরানো হোল্ডের মধ্যে শুধু টিকে আছে বিটকয়েন ও ইথারিয়াম কিন্তু সেগুলো তো বিগপাম্পের আগেই সেল করেছিলাম। তাই ধৈর্য্য ধরলেও লাভ করতে পারেনি, লাভের অংশ শুধু চেয়ে দেখেছি, খাইতে পারিনি। তবে করোনার মধ্যে মার্কেট এত ভালোর দিকে যাবে যা আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হয়।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Triedboy on February 19, 2021, 03:13:19 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসলে কোন সময় কোন দিকে ধাবিত হয় বলা খুবই মুশকিল।আসলে আমার কাছে কিছুদিন আগে প্রায় 10 হাজারের মতো , trust wallet coin ছিল কিন্তু সেগুলো বিক্রি করে দিয়েছিলাম খুবই অল্প দামে। বর্তমানে যদি সেগুলো বিক্রি করতে পারতাম তাহলে তো অনেক পেয়ে যেতাম। আসলে এরকম ঘটনা আরো অহরহ ঘটছে অনেক কয়েন আমরা সাথে সাথে সীল করে দেই।আসলে যদি সেগুলোর কিছু অংশও রেখে দিতাম আজকে আর কামাই করে খেতে হতো না।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Ogma on February 19, 2021, 03:19:11 AM
যেকোনো কাজে সাকসেসফুল হতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ,অধৈর্য হয়ে কোন কাজ করলে সেখান থেকে সফলতা আসে না তাই প্রত্যেকটি কাজের ধৈর্য ধারণ করতে হবে এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে । ক্রিপ্টোকারেন্সি এমন এক ব্লকচেইন প্রযুক্তি যেখানে আপনি ধৈর্য ধারণ না করলে কোনদিনও সফলকাম হবেন না ।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: ranaprime on February 19, 2021, 03:47:41 AM
২০১৭ সাল থেকে যা যা কয়েন হোল্ড করেছিলাম তখন দাম বেশি ছিলো পরে ডেড হয়ে গেছে। পুরানো হোল্ডের মধ্যে শুধু টিকে আছে বিটকয়েন ও ইথারিয়াম কিন্তু সেগুলো তো বিগপাম্পের আগেই সেল করেছিলাম। তাই ধৈর্য্য ধরলেও লাভ করতে পারেনি, লাভের অংশ শুধু চেয়ে দেখেছি, খাইতে পারিনি। তবে করোনার মধ্যে মার্কেট এত ভালোর দিকে যাবে যা আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হয়।
ভাই 2017 সারে একটি প্রজেক্ট ছিল কাউন্টিং হাউজ ফান্ড নামে। সেই প্রজেক্টেটির প্রতিনি কয়েন প্রথমে আমরা সেল করে ছিলাম 53 সেন্টের মত এবং পরে তা 3 ডলারেরও বেশি হয় বর্তমানে এর মার্কেটে কোন অস্তিত্য দেখতে পাই না। আমরা যারা 2017 সাল থেকে কাজ করছি তারা যদি আর কিছু না করে শুধু বিটকয়েন বা ইথিরিয়াম হোল্ড করতাম তাহলে আজকে অমাদের ড্রিম গুলার অনেকটাই সফল করতে পারতাম না।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: babu10 on February 19, 2021, 04:29:42 AM
ধৌর্যের পরিক্ষায় উত্তীর্ন হতে পারিনি। কারন এখন যদি ধৌর্য ধারন করে থাকতে পারতাম হয়তো আজকে মুনে যাওয়ার স্বপ্নটাও দেখতে পারতাম কিন্তু সেটা এখন পর্যন্ত হয়ে উঠল না। কবে হবে তাও জানি না। তবে আশা এখনও ছাড়িনি। দেখা যাক কত দিন টিকতে পারি।

ভালো চিন্তা এভাবে থাকুন দেখবেন সাকসেস পাবেন। আমি 2017 সালে জয়েন করে যেমন বুল মার্কেট দেখেছিলাম তেমনি কিছুদিন পর ধস মার্কেটও দেখেছি তাই আমার জীবনের ২ রকম অভিজ্ঞতাই রয়েছে এই মার্কেট সম্পর্কে কিন্তু তখন নতুন হলেও আশা ছাড়িনি কারন বিশ্বাস ছিল এই মার্কেট আবার ঘুরে দাঁড়াবে এবং তাই হয়েছে। আমার বেশী কিছু সম্পদ ছিলনা তবে জয়েন করার পর থেকে যা পেয়েছি তা নিয়ে শোকরিয়া আদায় করি সবসময়।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: GroundCrypto on February 19, 2021, 07:32:05 AM
আমি ফোরামে এসেছি কিছুদিন হলো। আমি এখানে নতুন। তবে আমি যদি আরো আগে এই ফোরামে ঢুকতে পারতাম তাহলে অবশ্যই ধৈর্য ধরে থেকে যেতাম এবং কিছু না কিছু বিনিয়োগ করে রাখতাম।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: AlviNess on February 21, 2021, 04:19:28 PM
2017 সালের আগ পর্যন্ত ক্রিপ্টোমার্কেট এমন উত্তান ঘটবে যেমন কেউ আশা করেনী তেমনি 2017 সালের পরও মার্কেট এত কমবে কেউ আশা করেনী। কিন্তু বিটিসি ইথারসহ অল্টা মার্কেট এমন ভাবে নেমেছিল যেটা ক্রিপ্টোনিয়ে অনেক আশাবাদী মানুষকেও হতাশার সাগরে নিমজ্জিত করেছিল।তার মধ্যেও আমাদের অনেকে ক্রিপ্টোকারেন্সীতে ইনভেস্ট করেছে এবং অনেক ধৈর্য্য নিয়ে অপেক্ষা করেছে।

আপনি কি তাদের মধ্যে একজন? ;D ;D
আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি তে যে যত বেশি ধরে ধারণ করতে পারে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। কারণ ক্রিপ্টোকারেন্সিএসে যদি ধরো ধারণা করা হয় তাহলে কোনদিনও সাকসেসফুল হওয়া সম্ভব নয়। অবশ্যই আমাদেরকে সাকসেসফুল হতে হলে আগে ধৈর্য ধারণ করে এই ক্রিপ্টোকারেন্সি পেছনে সময় ব্যয় করতে হবে।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: JISAN on February 21, 2021, 04:23:01 PM
আমি ভাই ধৈর্য না রাখতে পেরে আজও কোনো কিছু করতে পারলাম না যে যে টোকেন আমার কাছে ছিলো আর যে যে টোকেন আমি কিনছিলাম যদি ধৈর্য দরে রেখে দিতাম আজ আমি কোটিপতি থাকতাম অথর্চ ধৈর্য না রাখতে পারায় আজও গরিব রয়ে গেলাম।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Milon626 on March 10, 2021, 08:40:11 AM
ভাই আমি ক্রিপ্টোকারেন্সিতে খুব বেশি দিন ধরে আসিনি।  অল্প কিছু দিনের মধ্যেই আমি ফোরামে সকল কয়েনের অনেক উত্থান  পতন দেখেছি।  সব সময় এই ধরনের উঠা নামা থাকবেই বাজারে।  তাই বলে তো আর ধৈর্য্য হারা হওয়া যাবে না।               
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Goldlife on March 10, 2021, 08:58:21 AM
2017 সালের আগ পর্যন্ত ক্রিপ্টোমার্কেট এমন উত্তান ঘটবে যেমন কেউ আশা করেনী তেমনি 2017 সালের পরও মার্কেট এত কমবে কেউ আশা করেনী। কিন্তু বিটিসি ইথারসহ অল্টা মার্কেট এমন ভাবে নেমেছিল যেটা ক্রিপ্টোনিয়ে অনেক আশাবাদী মানুষকেও হতাশার সাগরে নিমজ্জিত করেছিল।তার মধ্যেও আমাদের অনেকে ক্রিপ্টোকারেন্সীতে ইনভেস্ট করেছে এবং অনেক ধৈর্য্য নিয়ে অপেক্ষা করেছে।

আপনি কি তাদের মধ্যে একজন? ;D ;D
  ধৈর্যের পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছে কারণ 2017 সাল থেকে আজ পর্যন্ত আমি এই ফোরামের সঙ্গে প্রথম থেকে আমি অনেক কিছু হারিয়েছি এবং পেয়েছি যতটা হারিয়েছি তার থেকে অনেক বেশি সফলতা এবং যতদিন বেঁচে আছি ফোরামের সঙ্গেই থাকব
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: raisajahan on March 10, 2021, 09:09:37 AM
ক্রিপ্টো মার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় প্রতি নিয়ত ফেল করি কিন্তু মাঝে মাঝে আবার পাস করি সেখান থেকে আবার ক্ষতি পুশিয়ে যায়। ফলে ক্রিপ্টো মার্কেট এ থাকতে হলে ধৈর্য্যের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তানাহলে ভাল কিছু আশা করা খুবই কঠিন হবে। আমি পারসোনালি ধৈর্য্যের পরীক্ষায় অনেক বার উত্তীর্ণ হতে পেরেছি।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: ExtraPoint on March 10, 2021, 11:00:22 AM
ভাই আমি ফোরামে নতুন। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এখন আমি ভালোভাবে কিছু শিখতে পারেনি। আর ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে কতটুকু ধৈর্যের প্রয়োজন হয় সেটাও জানি না। তবে যখন ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত হয়েছি সেহেতু ধৈর্য সহকারে কাজ করব এবং ভালো কিছু করার চেষ্টা করব।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Rothi roy on March 10, 2021, 11:08:00 AM
ক্রিপ্টোকারেন্সির মূলধন হল ধৈর্য। আর এই ধৈর্য না থাকলে ক্রিপ্টোকারেন্সিতে সফল হওয়া যায় না।

আমি এই ফোরামে নতুন হাওয়ায় কতটুকু ধৈর্য হলে পরীক্ষায় সফল হওয়া যাবে এটা ঠিক বলতে পারলাম না। কিন্তু যখন ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত হয়েছি ঠিক তখন বুঝতে পেরেছি ধৈর্য এবং ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত থেকে কোন লাভ নেই।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Tubelight on March 20, 2021, 10:08:19 AM
ক্রিপ্টোকারেন্সি আসলে ধৈর্যের একটি সর্বোচ্চ সীমা।অর্থাৎ যে এই ধৈর্যের অতিরিক্ত সীমাকে অতিক্রম করতে পারবে সেই জীবনে সাকসেসফুল হতে পারবে বলে আমি মনে করি। এ পর্যন্ত যারা ক্রিপ্টোকারেন্সি থে সাকসেসফুল হয়েছে তারা প্রচুর পরিমাণ ধৈর্য্য ধরেছি। তাই আমাদের সাকসেসফুল হতে হলে ধৈর্য্য ধারণ করার কোনো বিকল্প নেই।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Jaya60 on March 22, 2021, 02:12:12 AM
আসলে দেখা গেছে কিপ টু কারেন্সি তে যাদের ধৈর্য রয়েছে তারাই একমাত্র সাফল্য হতে পারে।যাদের মধ্যে কোন ধৈর্য নেই তারা ক্রিপ্টোকারেন্সি নিতে কখনোই টিকে থাকতে পারেনি। যেমন আগের যে ক্যাম্পেইন গুলো এসেছিল তার থেকে যে ট্রেনগুলো সবাই পেয়েছে পরে কি দেখা গেছে সাথে সাথে বিক্রি করে দিয়েছে। আবার অনেকেই বলেছে যে আমি এগুলো হোল্ড করব দেখি ভবিষ্যতে কি হয় যারা সেই টোকেন গুলো রেখে দিয়েছিল তারা কিন্তু এখন আমি মনে করি ভালো কাজ করেছে। এবং অনেকেই রয়েছে যারা নতুন নতুন এসে প্রেমেন্ট পাচ্ছে না তারা মনে করছে এ থেকে হয়তো বা কেউ প্রেমেন্ট পায়নি। কিন্তু অনেকেই ধৈর্য ধারণ করে যার আছে ফোরামে টিকে থাকে তারাই দেখা যায় একসময় অনেক ইনকাম করতে পারে।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Azharul on April 01, 2021, 03:01:34 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট হলো ধর্যো ধারণ এর সব থেকে বড় প্রমাণ।যার মাধ্যমে আমরা এখানে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবো।অনেকে আছে যারা মার্কেটে বিভিন্ন কয়েনগুলো হোল্ড করে রেখেছে,তাদের হোল্ড করে রাখার অর্থ হলো ধর্য ধারণ করা যার মাধ্যমে সুযোক বুঝে আমরা কয়েন গুলো বেশি দামে সেল করতে পারি।আবার অনেকে বিভিন্ন ক্যাম্পেইন গুলো ধরযো ধারণ করে করার জন্য বিভিন্ন রকম ফল পেয়ে থাকে।তাই আমরা বলতে পারি ধোর্য হলো বিশেষ গুন।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Goldlife on April 01, 2021, 03:25:14 PM
ধৈর্যের পরীক্ষা আছে উত্তীর্ণ হয়েছে সে অবশ্য অবশ্যই সফল হয়েছে বলে আমি মনে করি ধৈর্যের পরীক্ষা অত্যন্ত কঠিন পরীক্ষা যেমন আমি 2017 সাল থেকে আজ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি জগতের সাথে যুক্ত আছি কখনো প্রেমের পেয়েছি কখনো পায়নি দিয়ে কিন্তু কাজ করে গেছি কিন্তু তার বিনিময় আমি এখন স্বাবলম্বী হতে পেরেছি কিছুটা তাই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে অবশ্য অবশ্যই সফল হবে বলে আমি মনে করি অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ধৈর্যের ফল সুমিষ্ট হয়
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Sumi on April 01, 2021, 05:36:51 PM
ক্রিপ্টোকারেন্সি তে যারা আছেন তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তা না হলে কিন্তু আপনি কোন মুহূর্তে কিন্তু সাকসেস হতে পারবে নাকি দোকানে যেত তার থেকে আপনাকে ধৈর্য সহকারে কিন্তু কাজ করে যেতে হবে তা না হলে কিন্তু আপনি কোনদিনও সাকসেসফুল হতে পারবেন না এখান থেকে অবশ্য অবশ্যই আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর ধৈর্যের ফল সুমিষ্ট হয় তাই আপনি এখানে থাকুন এবং দেখবেন আপনার সাকসেস নিশ্চিত হবে
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Niloy on April 02, 2021, 07:18:25 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমি একজন নতুন ইউজার। আমি যতদূর জানি ক্রিপ্টোকারেন্সি ইতিহাসে 2017 সালের পরে ক্রিপ্টো মার্কেটে অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে।কিন্তু বর্তমানে  মার্কেটের অবস্থা আগের থেকে অনেক ভালো অবস্থানে আছে।আমি এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে ভালো কিছু পাইনি।তবে আশা এবং ধৈর্য ধারণ করে আছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে ভবিষ্যতে ভালো কিছু পাব। অনেকদিন ধরে ধৈর্য ধারণ করে আছি এখান থেকে ভালো একটি পেমেন্ট পাবো বলে। তা আমাকে এবং আমার পরিবারকে
আর্থিক সহায়তাা করবে
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Angel julian on April 02, 2021, 07:26:05 AM
আসসালামু আলাইকুম আমি এই ফর্মে নতুন কাজ করতেছি।ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন সে সম্পর্কে আমার অতটা ধারণা নেই।তবে আমার জানার খুব ইচ্ছা ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু। বিশ্বাস রাখতে হবে যে আমি কাজটির জন্য ধৈর্য ধরেছি সেটা থেকে আমরা সফল হতে পারি। আস্থা রেখে কাজ করতে হবে বিশ্বাস রাখতে হবে। 2017 সালে এটির দাম বেশি ছিল না। থেকে দেখা যাচ্ছে দিন দিন ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর ফল ভালো অবস্থানে এনেছে। একটি কথা বলতে পারে এদের ধৈর্যের ফল কখনো খারাপ হয় না ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায়।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Tepona on April 05, 2021, 06:09:30 AM
কোন কয়েন বা টোকেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আজ পর্যন্ত হোল্ড করে রাখতে পারিনি। কোন পেমেন্ট পাওয়ার পরে সাথে সাথে সেগুলো বিক্রি করে শেষ করে ফেলি। তাই আমি মনে করি ধৈর্যের পরীক্ষায় আমি ফেল। ক্রিপ্টোকারেন্সি প্রসারিত হচ্ছে যত ইউজার তত বৃদ্ধি পাচ্ছে। তাই আজকে যে ক্রিপ্টোকারেন্সি এর দাম কম সেগুলো ভবিষ্যতে আরো ভাল অবস্থানে যাবে।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Riddi on April 05, 2021, 06:24:46 PM
2017 সালের আগ পর্যন্ত ক্রিপ্টোমার্কেট এমন উত্তান ঘটবে যেমন কেউ আশা করেনী তেমনি 2017 সালের পরও মার্কেট এত কমবে কেউ আশা করেনী। কিন্তু বিটিসি ইথারসহ অল্টা মার্কেট এমন ভাবে নেমেছিল যেটা ক্রিপ্টোনিয়ে অনেক আশাবাদী মানুষকেও হতাশার সাগরে নিমজ্জিত করেছিল।তার মধ্যেও আমাদের অনেকে ক্রিপ্টোকারেন্সীতে ইনভেস্ট করেছে এবং অনেক ধৈর্য্য নিয়ে অপেক্ষা করেছে।

আপনি কি তাদের মধ্যে একজন? ;D ;D
আমি এখনো ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি । কারন আমি এই ফোরামে নতুন  ইউজার । এই ফোরামের উত্থানপতন আমার ভালোভাবে দেখা হয়নি । তবে আমি এখন ধৈর্য ধরাণ করে আছি। ফোরামে নিয়মিত কাজ করে আসছি এখনো ফোরাম থেকে ভালো কোন পেমেন্ট পাইনি। তবে আমি ধৈর্য ধারণ করে আছি ভবিষ্যতে ফোরাম থেকে ভালো একটি পেমেন্ট পাবো।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Irfan12@ on April 05, 2021, 07:36:15 PM
2017 সালের আগ পর্যন্ত ক্রিপ্টোমার্কেট এমন উত্তান ঘটবে যেমন কেউ আশা করেনী তেমনি 2017 সালের পরও মার্কেট এত কমবে কেউ আশা করেনী। কিন্তু বিটিসি ইথারসহ অল্টা মার্কেট এমন ভাবে নেমেছিল যেটা ক্রিপ্টোনিয়ে অনেক আশাবাদী মানুষকেও হতাশার সাগরে নিমজ্জিত করেছিল।তার মধ্যেও আমাদের অনেকে ক্রিপ্টোকারেন্সীতে ইনভেস্ট করেছে এবং অনেক ধৈর্য্য নিয়ে অপেক্ষা করেছে।

আপনি কি তাদের মধ্যে একজন? ;D ;D
আমি সাধারণ একজন ক্রিপ্টো হান্টার। আমি ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করি না। সেজন্য আমার এখনও সেরকম কোনো পরিস্থিতির শিকার হতে হয় নি। তবে আমি মনে করি আমার যথেষ্ট ধৈর্য রয়েছে। হ্যাঁ আমরা দেখেছি 2017 সালের পরে মার্কেট অনেক উত্থান পতন ঘটেছে। অনেক ধৈর্যশীল ব্যক্তি ভেঙে পড়েছে। তবে এই সকল পরিস্থিতি মানিয়ে নিতে পারলে সফলতা আসে।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Centus on April 06, 2021, 08:01:32 AM
এখনো ক্রিপ্টোকারেন্সি বাজারে ধৈর্য ধরে আছি। অনেকদিন যাবত বাউন্টি প্রকল্পগুলোতে কাজ করছি। তবে এখনো কোন পেমেন্ট পাইনি। কিছু প্রকল্প সাকসেসফুল হওয়ার পথে রয়েছে। সেগুলো পেমেন্ট করলে হয়তো পেমেন্ট পাবো।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Blue_sea on April 18, 2021, 06:25:26 AM
ক্রিপ্টোবাজরে আমি এখনো অপেক্ষা করছি সেই সোনালী দিনের আশায়। যদিও বাজার এখন ভাল তবে আমার ব্যেক্তিগত সোনালী দিন এখনো আসেনি। তাই আমি আজও আছি সেই দিনের অপেক্ষায় পাব কি না জানি না।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: bmw1 on April 18, 2021, 06:33:52 AM
2017 সালের আগ পর্যন্ত ক্রিপ্টোমার্কেট এমন উত্তান ঘটবে যেমন কেউ আশা করেনী তেমনি 2017 সালের পরও মার্কেট এত কমবে কেউ আশা করেনী। কিন্তু বিটিসি ইথারসহ অল্টা মার্কেট এমন ভাবে নেমেছিল যেটা ক্রিপ্টোনিয়ে অনেক আশাবাদী মানুষকেও হতাশার সাগরে নিমজ্জিত করেছিল।তার মধ্যেও আমাদের অনেকে ক্রিপ্টোকারেন্সীতে ইনভেস্ট করেছে এবং অনেক ধৈর্য্য নিয়ে অপেক্ষা করেছে।

আপনি কি তাদের মধ্যে একজন? ;D ;D
আমি সর্বপ্রথম dixt নামের একটা টোকেন কিনছিলাম 20 ডলার দিয়ে তখন  ছিলাম নিউ ইউজার তখন বেশি কিছু বুঝি নাই। তারপরও বিনিয়োগ করার জন্য খুব আগ্রহী ছিলাম। মোটামুটি ভালই লাভ হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার সেই dixt টোকেন বাই করি৷  তারপরে যে এ  টোকেন এর কি হলো দাম একবারে কমে গেছে এবং যে ডলার দিয়ে বাই করছে বিক্রি করলে সেই ডলার ও উঠবে না। তাই এখনো বসে আছে একটু লাভবান হওয়ার জন্য।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Riddi on April 18, 2021, 06:59:35 AM
এই ফোরামে আমার বয়স খুব অল্প। তাই এই ফোরামের উত্থান পতন সম্পর্কে আমার  ভালো কোন ধারণা নেই। তবে জীবনে ভালো কিছু পেতে গেলে অবশ্যই  ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরে কেউ যদি নিয়মিত কাজ করে তাহলে অবশ্যই  সেই ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে। আমিও অনেকদিন যাবত এই ফোরামের ধৈর্য ধারণ করে কাজ করে আসছি। আশা করি ভবিষ্যতে ফোরাম থেকে ভালো কিছু পাব।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Heron on April 18, 2021, 07:16:45 AM
ক্রিপ্টোকারেন্সি তে এসেছি বেশ কিছুদিন ধরে, যতদিন ধরে এসেছি ততদিন মার্কেটের অবস্থা ভালই ছিল এবং আছে। 2017 সালের পর যখন ক্রিপ্টো মার্কেট ধ্বস নেমে গিয়েছিল তখন অনেক আশা রত ব্যক্তিরাও হতাশা হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই সময়টি আমি পাইনি আমি যতদিন ধরে এই পথে যুক্ত হয়েছি ততদিন ক্রিপ্তমারকেট ভালই ছিল। আশা করছি ক্রিপ্টো মার্কেট এভাবে ভালোই থাকবে। আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক আশাবাদী, এখনো যদি মার্কেটে ধ্বস নামে তার পরেও আমিও হতাশ হবো না।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: babu10 on April 18, 2021, 08:17:14 AM
ক্রিপ্টোকারেন্সি তে এসেছি বেশ কিছুদিন ধরে, যতদিন ধরে এসেছি ততদিন মার্কেটের অবস্থা ভালই ছিল এবং আছে। 2017 সালের পর যখন ক্রিপ্টো মার্কেট ধ্বস নেমে গিয়েছিল তখন অনেক আশা রত ব্যক্তিরাও হতাশা হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই সময়টি আমি পাইনি আমি যতদিন ধরে এই পথে যুক্ত হয়েছি ততদিন ক্রিপ্তমারকেট ভালই ছিল। আশা করছি ক্রিপ্টো মার্কেট এভাবে ভালোই থাকবে। আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক আশাবাদী, এখনো যদি মার্কেটে ধ্বস নামে তার পরেও আমিও হতাশ হবো না।

আপনি যদি হতাশ না হন তবেই আপনি সাকসেসফুল হবেন কারণ আমরা মার্কেটর অনেক চড়াই উতরাই দেখেছি তারপরও হাল ছেড়ে দেইনি এবং এই মার্কেট থেকে খারাপের মাঝেও অনেককিছু পেয়েছি যেটা আমি হয়তো সারাজীবন চেষ্টা করলেও পাইতামনা। আজকে যারা মার্কেটের সর্বনিম্ন পর্যায়ে হতাশ না হয়ে বেশী বেশী ইনভেস্ট করেছে তারাই আজকে মিলিওনার। তাই লেগে থাকুন, সফল হবেন।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Tamsialu$$ on April 18, 2021, 04:37:48 PM
ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে।অনেকেই দেখি নতুন ফোরামে এসে অস্থির হয়ে যায় কবে পেমেন্ট পাবো এই নিয়ে। আসলে যারা ধৈর্য্যসহকারে ফোরামের টিকে থেকেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট খারাপ থাকা অবস্থায়ও মূলত তারাই কিন্তু সাকসেসফুল হয়েছে। অনেকেই ছিটকে পড়ে গিয়েছে যখন মার্কেট এর পজিশন খারাপ হয়েছিল। এজন্য ক্রিপ্টোকারেন্সি তে ধৈর্য্য ধারন করলে অবশ্যই একদিন না একদিন তার ফল পাওয়া যাবে।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Random203 on April 18, 2021, 05:56:39 PM
ক্রিপ্টোকারেন্সিতে কাজ করবে, আর সে ধৈর্য্য রাখবে না তা কি হয়?  এখানে পুরোটাই ধৈর্যের পরিক্ষা।  এখানে যে ধৈর্য্য ধরে  সময় দিতে পারবে, কাজ করতে পারবে সে অবশ্য অবশ্যই সাকসেস হবে।  ক্রিপ্টোতে ধৈর্য্য হারা হলে চলবে না। ধৈর্য্য ধরে কাজ করলে অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু পাওয়া সম্ভব।                               
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Cadaver20 on April 18, 2021, 06:28:20 PM

আপনি কি তাদের মধ্যে একজন? ;D ;D
আমি সে সময়ের ইনভেস্টরদের মধ্যে একজন নই। তবে তাড়াহুড়ো করে কম দামে ক্রিপ্টো সেল করাদের মধ্যে একজন। আমার যতটুকু মনে পড়ে আমি সে সময় ৮৬ ডলারে ১ ইথারিয়াম সেল করেছিলাম। আমি আমার ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতো দুরের কথা অনেক আগেই ফেল করে বসে আছি।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Rafiq on April 18, 2021, 06:52:14 PM
২০১৭ সাল থেকে যা যা কয়েন হোল্ড করেছিলাম তখন দাম বেশি ছিলো পরে ডেড হয়ে গেছে। পুরানো হোল্ডের মধ্যে শুধু টিকে আছে বিটকয়েন ও ইথারিয়াম কিন্তু সেগুলো তো বিগপাম্পের আগেই সেল করেছিলাম। তাই ধৈর্য্য ধরলেও লাভ করতে পারেনি, লাভের অংশ শুধু চেয়ে দেখেছি, খাইতে পারিনি। তবে করোনার মধ্যে মার্কেট এত ভালোর দিকে যাবে যা আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হয়।
আমিও আপনার মতো একজন ভূক্তভোগী। ২০১৭ সালের পাম্পের শুরুতেই আমার বিটকয়েন ও ইথার যা ছিল বিক্রি করেছিলাম, অন্যান্য কয়েন দাম বেশী থাকা সত্ত্বেও আরো লাভের আশায় হোল্ড করছিলাম. সে লাভ আর ভোগ করার সুযোগ হয় নাই; যার বেশীভাগেরই এখন আর অস্তিত্ত্ব নাই। দীর্ঘ প্রায় তিন বছর পর অনেক চড়াই উৎরাই শেষে আবার ক্রিপ্টো বাজারে জোয়ার এসেছে। সবাই এখান থেকে কমবেশী লাভ নিতে পেরেছে। আশাকরি ২০১৭ সালের মতো মার্কেটের আর পতন হবে না।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Nusrat on April 18, 2021, 07:58:23 PM
আমি অল্প কিছুদিন হল এই ফোরামে জয়েন করেছি। সেজন্য এখনো বলতে পারতেছি না যে এখানে কতটুক ধৈর্য্যসহকারে কাজ করতে হবে। তবে এটা জানি যে কোন কাজে ধৈর্য হারা হলে সে কাছ থেকে সফলতা পাওয়া অনেক কষ্টকর। সফলতা অর্জন করতে হলে ধৈর্য অবশ্যই থাকতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হবে এটা মনে করে ধৈর্য সহকারে এই ফোরামে কাজ করার জন্য প্রস্তুত আছি। আমি ক্রিপ্টোকারেন্সি কে বিশ্বাস করি এবং কি এর প্রতি আমার আত্মবিশ্বাস আছে যে আমি এখানে কাজ করলে অবশ্যই প্রেমেন্ট পাব।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Magepai on April 24, 2021, 11:40:56 AM
ক্রিপ্টোকারেন্সি তবে কাজ করতে হলে অবশ্যই ধৈর্যধারণ করতে হবে। তামি এক বছর কাজ করার পরে কিছু প্রেমেন্ট পেয়েছিলাম। এক বছর যে কাজ করেছি তার মধ্যে কোন প্রেমেন্ট পায়নি তারপর ও আমি ফোরামে কাজ ছেড়ে দেয়নি। তারপর এক বছর পরে আমি মোটামুটি ভালোই প্রেমেন্ট পাই এবং তারপর থেকে আমি পেমেন্ট পেতে শুরু করেছি। আসলে ধৈর্য ধারণ করে যদি না থাকতাম তাহলে এখন কিন্তু পেমেন্ট পেলাম না। অতএব সবাই ধৈর্য ধারণ করে থাকুন অবশ্যই এক সময় এই ফোরাম থেকে ভালো কিছু পাবেন।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Angel julian on April 24, 2021, 12:14:59 PM
আসসালামুয়ালাইকুম ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্পর্কে আমি কিছু বলতে পারতেছি না। কারণ এ ফার্মের আমি নতুন যোগদান করেছি নতুন হিসেবে কাজ করতেছি। এ বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ধৈর্যের ফল কি ভালো হবে নাকি খারাপ হবে সেই বিষয়ে আমার কোন ধারণা নেই । তাই সকল সিনিয়র মেম্বার এবং বড় ভাইদের কাছে অনুরোধ যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ধৈর্যের পরীক্ষার ফল কেমন হবে ভাল না খারাপ সে বিষয়ে আমাকে দয়া করে জানিয়ে যাবেন।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Madmax789 on November 19, 2022, 07:43:48 PM
ধৌর্যের পরিক্ষায় উত্তীর্ন হতে পারিনি। কারন এখন যদি ধৌর্য ধারন করে থাকতে পারতাম হয়তো আজকে মুনে যাওয়ার স্বপ্নটাও দেখতে পারতাম কিন্তু সেটা এখন পর্যন্ত হয়ে উঠল না। কবে হবে তাও জানি না। তবে আশা এখনও ছাড়িনি। দেখা যাক কত দিন টিকতে পারি।
Title: Re: ক্রিপ্টোমার্কেটের ধৈর্য্যর পরীক্ষায় কে কে উত্তীর্ণ হয়েছেন বলুন
Post by: Fulshai on December 14, 2023, 02:10:19 AM
আমি কিছুদিন হলো এই ফোরামে কাজ করছি। ২০২২ সালে আমি দেখেছি বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েন সহ অন্যান্য সব কয়েনের দাম অনেকটাই পাম্পিং করেছে। আশা করি যারা ক্রিপ্টোমার্কেটের ধৈর্য ধারণ করে থাকতে পারবে তারা অবশ্যই সাফল্য অর্জন করবে।